এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • শ্যামাপোকা, গুরু-ব্র্যান্ড-নারীস্বাধীনতা, মিনিময় ইত্যাদি

    Ishan
    অন্যান্য | ০২ মে ২০১৩ | ৭৬০৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Ishan | 202.43.65.245 | ০২ মে ২০১৩ ২২:৪১600498
  • http://www.epaper.eisamay.com/Details.aspx?id=3456&boxid=41841656 -- এইটা একজন মেয়ের দৃষ্টিভঙ্গী। পড়ে দেখুন না।

    একে পরনির্ভশীল বলে জাজমেন্ট দিলে আম্মো বলব, আপনিও তো মশাই পরনির্ভরশীল, কোম্পানির পয়সায় খান, যেদিন খুশি লাথি মেরে ফুটিয়ে দেবে, তখন ফ্যাফ্যা করে ঘুরবেন।
  • pi | 172.129.44.120 | ০২ মে ২০১৩ ২৩:২২600499
  • আলাদা করে আর লিখলাম না। কারণ, মামুর ৮ঃ৫০ এর পয়েনগুলো আমারো অবজার্ভেশন, তবে শুধু গুরু বলে নয়, অন্যত্রও।
  • pi | 172.129.44.120 | ০২ মে ২০১৩ ২৩:২৫600500
  • আর মেয়েদের নিজেদেরই চাকরি করতে না চাওয়া নিয়ে তো ক'দিন আগেই, বোধহয় নারীদিবসেই প্রচুর ভাট হয়ে গেল। সেই শিবুদার পোস্ট থেকে শুরু।
  • প্পন | 190.215.75.12 | ০২ মে ২০১৩ ২৩:২৮600501
  • নাঃ, হাত নিশপিশ কল্লেও আম্মো ঈশেনকে ক্ক দেবো না।

    এই ব্যপারে আমি আমার স্কুলের জনৈক প্রাক্তনীর অনুগমনকারী হলাম এবং এমন সদুপদেশের জন্য ক্ষণিকের তরে তাঁর খুরে দণ্ডবত হলাম।
  • siki | 132.177.254.47 | ০২ মে ২০১৩ ২৩:৩৩600502
  • আমি কি ঘুমোতে যাব? নাকি গ্যালারিতে বসব আরও খানিকক্ষণের জন্য?
  • aranya | 154.160.226.53 | ০২ মে ২০১৩ ২৩:৩৪600503
  • যে যা করতে চায়, করুক না। চাপিয়ে দেওয়া না হলেই হল।
    তবে অনেক সময় বাধ্য হয়ে কোন একটা লাইফ স্টাইল বেছে নিতে হয়, বা হয়ত বাছাবাছির সীন-ও থাকে না, জাস্ট অন্য কোন অপশন নেই।
    সব মানুষের সামনেই বিভিন্ন রাস্তা খোলা থাকলে ভাল।
  • rimi | 79.73.10.10 | ০২ মে ২০১৩ ২৩:৩৫600504
  • হেহেহেহে এতো খোরাক গুরু ছাড়া আর কোথায়ই বা পাওয়া যায়?
    ইশানের ৮।৫০ এর পয়েন্টগুলোতে কিছু শব্দ বদলে দিলেই যে গুরু-ব্র্যান্ড রাজনীতি-সচেতন বামভাবাপন্ন গরীবদুঃখীদের সমব্যাথী পুং-আঁতেলদের একটি পরিপূর্ণ চিত্র পাওয়া যায়, হেইডা কি কেউ খেয়াল করেছে?

    অতো কথা খরচ না করে গুরুর নারী পুরুষ হক্কলকে তো একটি শব্দেই বন্ননা করে দেওয়া যায় ঃ সেল্ফ রাইটিউয়াস। একই গাছের দুটি ডাল - পাতার সংখ্যা , রং, ফল, কিম্বা ডালে বসা কাক কিম্বা কোকিলের সংখ্যা হেরফের হতে পারে, কিন্তু একই জেনেটিক প্রোফাইল।

    ব্যাস হয়ে গেল। আবার হাত ব্যথা করে এতো পয়েন্ট ল্যাখার দরকার কি?
  • aka | 81.14.37.202 | ০২ মে ২০১৩ ২৩:৩৯600505
  • কে কি করতে চায় বোঝা বা জানা অত সহজ কি অরণ্য দা। কোনটা চাওয়া, কোনটা বাধ্যতা বোঝা খুব মুশকিল।

    এই যেমন আমি ট্রাভেলের চাকরি চাই না, আসলে এটা কিন্তু আমার বাধ্যতা বা কনস্ট্রেন্ট আমার চাকুরীদাতাদের কাছে পারসিভড হয় আমার চাওয়া হিসেবে, ইত্যাদি।
  • aranya | 154.160.226.53 | ০২ মে ২০১৩ ২৩:৪৪600506
  • আকা, এগ্রিড। তবে তোমার সম্ভাব্য চাকরীর চয়েস অনেক বেশি, ঐ ইঁটভাটা-র মহিলাদের চেয়ে।
  • Ishan | 214.54.36.245 | ০২ মে ২০১৩ ২৩:৫১600508
  • মেয়েরা কি চায় জানে শুধু নারীবাদ।
    নিপীড়িত জনতা কি চায় জানে শুধু মার্কসবাদ।
    আর দুনিয়া কোন দিকে চলবে জানে শুধু কর্পোরেট।

    এর বাইরে কোত্থাও কিচ্ছু নাই।

    পুঃ লক্ষ্যণীয় আমি দুটো লিং দিয়েছিলাম, সে বিষয়ে দম ছাড়া আর কারো কোনো বক্তব্য নেই। খ্যা খ্যা। :)
  • pi | 172.129.44.120 | ০২ মে ২০১৩ ২৩:৫২600509
  • চাওয়া, প্রকৃত চাওয়া প্রসঙ্গে আরেকটা পয়েন মনে পড়লো।
    অনেক মেয়েই চাকরি করতে চায়না, সেটা তাদের চয়েস বলে। সে যে কারণেই হোক। চকরি করতে চেয়েও পায়নি বা করতে দেওয়া হয়নি, বা শারীরিক ভাবে অক্ষম, এই কেসগুলো ধরছিনা। স্রেফ ভালো লাগেনা বলে বা ঘরে থাকতে ভালো লাগে, সংসার করতে ভালো লাগে বলে করেননা। সেটা ছেলেরা উল্লেখ করলে ( ছেলেরাই বেশি উল্লেখ করে), উল্টোদিক থেকে এই কথাগুলো চলে আসে, ঐ ইচ্ছা , চয়েস আসলে প্রকৃত চয়েস নহে, পুঃতন্ত্র দ্বারা আরোপিত, কন্ডিশনড। সেরকমও নয়, নেই বলছিনা, কিন্তু তার বাইরেও একটা অংশ আছে, এটা যাদের কাছে বাই নিজেদের চয়েস ই। কোনোরকম স্থূল ( বাইরের কোন চাপ) কোন বা সূক্ষ্ণ ( আরোপিত)বাধ্যবাধকতা থেকে নয়।
  • rimi | 79.73.10.10 | ০৩ মে ২০১৩ ০০:০০600510
  • আরে,
    লিং দিতে গ্যালে যে ঠগ বাছতে গুরু উজাড় হয়ে যাবে হে।

    গুরুর একটি নিজস্ব ব্র্যান্ড আছে, সেই ব্র্যান্ড বিভিন্ন টইতে বিভিন্ন গ্রুপে পরিস্ফূট হয়ে ওঠে, য্যামনঃ

    ১। মার্কসবাদের টই
    ২। বাম্পন্থা ভার্সেস ডান্পন্থা
    ৩। মুসলমান প্রীতি ভার্সেস মোল্লা মারা
    ৪। জনকল্যাণমূলক কাজ ভার্সেস গজদন্ত মিনারে বসে থাকা
    ৫। দেশপ্রেম ভার্সেস এন আর আই

    এইরকম আরো সব। হোমোজিনিয়িটি, পলিটিক্যালি কারেক্ট থাকা, বিভিন্ন গ্রুপের মানুষদের গ্রস জেনারালাইজেশন করা (কখনো পুং, কখনো নারী, কখনো ডান কখনো বাম ইত্যাদি), সামান্য বিষয়ে প্রতিবাদের ধ্বজা ওড়ানো - সব কিছুই সব টইতে আছে।

    পুউরো ধামাকা যাকে বলে ঃ-)))
  • aranya | 154.160.226.53 | ০৩ মে ২০১৩ ০০:০৩600512
  • এই ব্র্যাণ্ডিং করে কারা - গুরুর ইউজার-রা মানে আমরাই সচেতন ভাবে এইসব করছি ?
    এইজন্য জিগালাম যে বহু লোক লেখে, অতজনকে একসাথে একটা ব্র্যাণ্ডে সাবস্ক্রাইব করানো চাপ তো।
  • Ishan | 214.54.36.245 | ০৩ মে ২০১৩ ০০:০৩600511
  • এই দিয়ে কি প্রমাণিত হল?
  • rimi | 79.73.10.10 | ০৩ মে ২০১৩ ০০:০৬600513
  • আরে কি জ্বালা? আমি কি উপপাদ্য লিখছি নাকি যে কিছু প্রমাণ করতে হবে? কইলাম যে খামোখা অতো পয়েন ফয়েন লিখে হাত ব্যথা না করলেও চলত। তোমার আর আমার মধ্যে কতটুকুই বা তফাৎ?? আমরা একই বৃন্তে দুইটি কুসুম ... ইত্যাদি প্রভৃতি। ঃ-))))
  • pi | 172.129.44.120 | ০৩ মে ২০১৩ ০০:০৭600514
  • জনলকল্যাণমূলক ইয়ানিকি সোশাল কনটেন্ট ছাড়া নস্য না নেওয়া ঃ) আর শুধু দেশপ্রেম আবার কি, বিজেপি ব্রাণ্ড দেশপ্রেম ঃ))
  • কৃশানু | 126.203.179.92 | ০৩ মে ২০১৩ ০০:০৯600516
  • রিমিদিদী যে পাঁচটা টই বলল সেরকম তো একটাও দেখিনি :-(
  • Ishan | 214.54.36.245 | ০৩ মে ২০১৩ ০০:০৯600515
  • তফাত আছে। সেটি লক্ষ্যণীয়। আমার আর তোমার।
    আমি নারীস্বাধীনত নিয়ে চাট্টি বক্তব্য রেখেছিলাম। গুরুর মেয়েরা কেমন সে নিয়ে একেবারেই না। তা, সেটাকে গুরুর পুং র কেমন -- তাতে রিডিউস করে ফেলা হল। যেন ছেলে-মেয়ে ঝগড়া হচ্ছে। গুরু-ব্র্যান্ড নারীবাদের এও আরেক লক্ষণ। খুবই সহজ সোজাসাপ্টা। "পুংরা বদ তো বদ। যাঃ যা করবি করে নে।" এতো খুবই ট্রিভিয়াল ব্যাপার। এইরকম।

    "কিন্তু মেয়েরা ক্রিকেট খেলবে আবার কি?" শুনলে এই ট্রিভিয়াল বোধটি থাকেনা। এটা আমার চোখে দ্বিচারিতা লাগে।
  • Ishan | 214.54.36.245 | ০৩ মে ২০১৩ ০০:১১600517
  • রিমির টই লাগেনা। লিখে দিলেই হল। পুং ব্যাশিংএর মহৎ কাজ সম্পাদন কচ্ছেন তো, ওনাকে কেউ কিচ্ছু বলবে? পাগল নাকি? :)
  • rimi | 79.73.10.10 | ০৩ মে ২০১৩ ০০:১৩600519
  • মোটেই না। গুরু-ব্র্যান্ড নারী-স্বাধীনতার নামে যে পয়েনগুলো লিকেচ সেগুলো তো সবই গুরুর মেয়েদের বন্নোনা, ওর মধ্যে নারী স্বাধীনতা আবার কোথায়? ওতো স্রেফ একদল মেয়েরা কেমন ভাবে, সেই বিষয়ে তোমার অবজার্ভেশন। ঐ অবজার্ভেশনগুলোর কিছু শব্দ একটু বদলে নিলেই গুরু-ব্র্যান্ডের বন্নোনা হয়ে যায়, ছেলে মেয়ে নির্বিশেষে।

    মেয়েদের ক্রিকেট মিকেট আবার কোথ্থেকে এলো রে বাবা?
  • rimi | 79.73.10.10 | ০৩ মে ২০১৩ ০০:১৬600521
  • ইশান রেগে টং ;-)
  • rimi | 79.73.10.10 | ০৩ মে ২০১৩ ০০:১৬600520
  • ওগুলি গুরুর আলোচনার জেনেরাল জঁরা, ওর আন্ডারে গুচ্ছের টই আছে, ভাটও আছে মনে হয়। লিং মিং দিতে পারব না ভাই।
  • Ishan | 214.54.36.245 | ০৩ মে ২০১৩ ০০:২২600522
  • ঈশান রেগে টং বলে তো ট্রিভিয়ালাইজ করা যায়না কমরেড। :) ব্যাশিং করে মহৎ কায্যো সম্পাদন করছি মনে হলে হতেই পারে। তাতে আমার কিচ্ছু বলার নেই। সেটা একটা ভ্যালিড স্ট্যান্ড (যেমন শিবসেনার মোল্লা মারার স্ট্যান্ড)। কিন্তু সেক্ষেত্রে ওই আরকি, "মেয়েরা ছেলেদের সঙ্গে গা-ঘষাঘষি করতে অফিস যায়" বা "ছোটো পোশাক পরে বেরোয় বলে রেপড হয়" জাতীয় স্ট্যান্ডও ভ্যালিড। ব্যাশিং এর যুক্তিতে। এইটা মেনে নিতে হবে। এতে গুরুর নারীস্বাধীনতাপন্থীরা যদি একমত হন, এবং বলেন "আমরা ও তোমরা একই বৃন্তের ফুল" তাতে ঠিক আছে। ব্যস।

    পুঃ দুখানা লিংক দিয়েছিলাম। তার একটাতেই ক্রিকেটের উল্লেখ আছে। কমেন করতে হলে একটু চোখ বুলিয়ে নেওয়া ভালো।
  • শঙ্খ | 169.53.78.143 | ০৩ মে ২০১৩ ০০:২৮600523
  • ঈশানঃ বারোটা নয়ঃ

    ওরম হয়। এই গুরুতেই পড়েছিলুম বোধহয়, সেই কোন এক সভায় বক্তৃতা দিতে গিয়ে কোনো এক কবি একের পর এক ইস্যু নিয়ে জ্বালাময়ী লেকচার আউড়ে যাচ্ছেন। শেষমেষ সন্দীপন জিগগেস করেই ফ্যালেন, এখানে তো ঘোড়া নিয়ে বলতে বলা হচ্ছে, তুমি গরু নিয়ে বলছ কেন?

    রচনা কমন না এলে কি করবেন শুনি?
  • rimi | 79.73.10.10 | ০৩ মে ২০১৩ ০০:৩৩600524
  • দেখো বাপু টই পড়ে ঝগড়া করার সময় নেই আমার। গুরুর পুং নারী নির্বিশেষে জনগণ সেল্ফ রাইটিউয়াস - এই হল মোদ্দা কথা। এবার সাব-জঁরাগুলি বদলে বদলে যায় এই তো হল ব্যপার। এর মধ্যে তুমি আমি সক্কলে আছি। ব্যাস। এই নিয়ে লিখে হাত ব্যথা করার দর্কার কি? আর আমাকে যেতেও হবে এখন।
  • Ishan | 214.54.36.245 | ০৩ মে ২০১৩ ০০:৩৫600525
  • সময় নেই তো না লিখলেই হয়। আমি মোটেই লিখতে সাধছিনা। তিনবার শুনলাম হাত ব্যথা করার দরকার কি, তাই জানালাম আর কি।
  • Ekak | 125.118.170.0 | ০৩ মে ২০১৩ ০০:৩৮600526
  • ইয়ে ,মানে বলেছেন ঠিক ই কিন্তু সেল্ফ রাইতাস্নেস তো সব মানুষের মধ্যেই থাকে যদি এক্কেরে পুচুপুচু বাচ্চা বা ভবা পাগলা না হয় ।

    তা,ব্যাপার হলো যে প্রপার্তিটা এখানে সবার মধ্যেই আছে সেটাকে কমন ধরে বাদ্দিয়েই তো আলোচনা :) যেমন কিনা "দৃশ্যত গুরুদের কার ন্যাজ নাই" টা তর্কের পয়েন্ট হতে পারেনা ;সেম এপ্লায়স ফর সেল্ফ রায়তাস্নেস :)
  • riddhi | 34.153.164.102 | ০৩ মে ২০১৩ ০২:১৭600527
  • কিছু লোক মেয়েদের চাকরি না করা নিচু নজরে দেখেন, পরনির্ভর হওয়া ঠিক না বলে.. আবার, যখন মন্দ লোকেরা এই ঘঃবঃবঃপোঃ বলে পেছনে লাগে তখন অন্য নারীবাদীরা তেড়ে এসে বলেন, ঘরে বসা কি খারাপ নাকি? ঘরে প্রচুর কাজ থাকে। নারীবাদীরাই কি হোমোজিনিয়াস কোন গ্রুপ?
  • Ishan | 214.54.36.245 | ০৩ মে ২০১৩ ০২:৩৮600528
  • আমি তো ওইজন্যই নারীবাদ কই নাই। নারীবাদ কোনো হোমোজিয়াস এনটিটি নয়, যথেষ্ট বিস্তীর্ণ একটি বিষয়। সেখানে বহু মত আছে, মতানৈক্য আছে, বহু মানুষের সারাজীবনের চিন্তা-ভাবনা-এফর্ট আছে। অর্থনৈতিক স্বাধীনতা থেকে ব্রা পোড়ানো পর্যন্ত সব আছে। দস্তুরমতো র‌্যাডিকাল রাজনীতিও আছে।

    সেই জন্যই আমি গুরু-ব্র্যান্ড-নারী-স্বাধীনতা লিখেছি। নারীবাদ লিখি নাই। এরকম বিচিত্র চিন্তাভাবনা গুরুর বাইরে বিশেষ দেখি নাই। নারীবাদীদের এরকম স্ট্যান্ডের সন্ধান দিলে, প্রায় সব ইশকুলের নারীবাদীরাই এই স্ট্যান্ডকে ধুনে দেবেন। আমি তো প্রায় কিছুই কই নাই। :)
  • Ekak | 125.118.170.0 | ০৩ মে ২০১৩ ০২:৪৭600530
  • গুরুতেও সবাই এরকম নন তো :)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খারাপ-ভাল মতামত দিন