এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • রূপঙ্কর সরকার | 126.203.185.20 | ১৩ মে ২০১৩ ১৫:১১605139
  • আমি কদাচিৎ টই পাড়ায় আসি। আজ এলাম একটা আলোচনা আহ্বান করে। আমি প্রায় দুই দশক(৭০/৮০ ) মঞ্চে অভিনয় করেছি। ৯০ এর দশক থেকে চার বছর আগে পর্যন্ত পরিচালনা/নির্দেশনা করেছি। তো আমার যেটুকু জ্ঞান গজিয়েছে, তার নিরীখে আমার মনে হয়, অহীন্দ্র চৌধুরী/দূর্গাদাস বাঁড়ুজ্জ্যে দের পরে, যখন থেকে সাধারণ ঘরোয়া ভাষায় অভিনয় চালু হ'ল, তখন থেকে আজ পর্যন্ত, বাংলা ছবিতে সেরা অভিনেতা বোধহয় শাশ্বত চট্টোপাধ্যায়। বাবা জ্যাঠাদের কয়েক মাইল পেছনে রেখেছে সে।

    বব বিশ্বাস বা হাতকাটা কাত্তিকগুলো গিমিক, বিরাট কোনও ব্যাপার নয়। তবু তা থেকে অভিনেতার ক্লাস বোঝা যায়। এমনকি ব্যোমকেশেও সেকেন্ড ফিড্‌ল আসল লোকটাকে টপকে গেছে ( ও বেচারা দেখতে খুব ভাল, মানুষও ভাল নিশ্চয়ই, তবে অভিনয় ব্যাপারটায় একটু খামতি আছে) আমি কিছুদিন আগে সন্দীপ রায়ের 'যেখানে ভূতের ভয়' দেখলাম। সেই ছবি দেখেই শাশ্বত সম্বন্ধে আমার এই ধারণা জন্মাল। আমি ঠিক না ভুল - একটু মিনিময় হবে?
  • PM | 233.223.156.157 | ১৩ মে ২০১৩ ১৫:১৭605206
  • রুপন্করবাবু, আসলে অনেকদিন বাদে বাংলায় ভালো, চিন্তা করা অভিনেতা দেখা গেলো তো, তাই আমাদের হঠাৎ চোখ ধাঁধিয়ে গেছে। অনেকদিন ধরে গাব খেতে খেতে হঠাৎ আম খেলে যেমন ফুর্তি হয় আর কি। আরো কিছুদিন যাক, ফজলি না হিমসাগর বোঝার জন্য আরো একটু সময় দরকার।
  • kallol | 125.241.40.209 | ১৩ মে ২০১৩ ১৫:২৭605217
  • সিনেমার অভিনয় নিয়ে কথা বলার ততো অধিকার নেই আমার। তবে নেহাৎ দর্শক হিসাবে যেটা বলার ছিলো, সেটা হলো শাশ্বতর খুব বড়ো গুণ ও একই সাথে টাইপড ও আন্ডার অ্যাকটিংএ সমান দক্ষ। সকলে এটা পরে না। আমার দেখা সিনেমার অভিনেতাদের মধ্যে নাসির, বলরাজ সাহানী, সঞ্জীবকুমার, অপর্ণা, সাবিত্রী ও স্মিতা পাটিলের এই দুরকম অভিনয়েরই ক্ষমতা ছিলো/আছে। সৌমিত্র, ওম পুরী, শুভেন্দু এরা আন্ডার অ্যাক্টিংএ রাজা। কিন্তু টাইপড চরিত্র করতে গেলে এরা স্বস্তিতে থাকেন না। কিছুটা উত্তম ও সুপ্রিয়া পারতেন, তবে অনেকটা তলার লেভেলে।
  • রূপঙ্কর সরকার | 126.203.185.20 | ১৩ মে ২০১৩ ১৫:৩৫605228
  • একদম মনের কথা। আন্ডার অ্যাকটিং কে শিল্পের পর্য্যায়ে নিয়ে গেছে ছেলেটা।
  • dukhe | 212.54.74.119 | ১৩ মে ২০১৩ ১৫:৩৬605239
  • এখনকার টিমটা তো বেশ। খরাজ, শাশ্বত, রুদ্রনীল। এছাড়া পরম, পরাণ। স্বর্ণযুগের কথা মনে পড়ে যায়।
  • dukhe | 212.54.74.119 | ১৩ মে ২০১৩ ১৫:৪১605261
  • মানে সেই তুলসী চক্কোত্তি, কানু ব্যানার্জি, ছায়া দেবী, ছবি বিশ্বাস, বিকাশ রায়, কালী ব্যানার্জি (কত নাম করি?) গোছের একটা টিম দাঁড়ালে জমবে ভালো।
    যদিও নায়কের ভূমিকায় ছেলেপুলেরা কেমন করবে দেখা বাকি। উত্তম যেমন একা একটা ছবি টানতেন, সেটা প্রায় অবিশ্বাস্য।
  • রূপঙ্কর সরকার | 126.203.185.20 | ১৩ মে ২০১৩ ১৫:৪১605250
  • রুদ্রনীল কে এই লাইনে ফেলে দিলেন ? বেচারা লোকের চোখে পড়ার জন্য সাংঘাতিক ওভার অ্যাক্টিং করে। বাকিরা ঠিকই স্বর্ণযুগের যোগ্য। সুমুত সমাদ্দারকে এক্সপ্লয়েট করা হয়না ঠিকমত।
  • রূপঙ্কর সরকার | 126.203.185.20 | ১৩ মে ২০১৩ ১৫:৪২605272
  • সুমিত হবে
  • রূপঙ্কর সরকার | 126.203.185.20 | ১৩ মে ২০১৩ ১৫:৪৬605283
  • দুখে যাঁদের নাম করলেন, তাঁরা প্রণম্য ব্যক্তি। দিকপাল একএকজন। কিন্তু এত সূক্ষ্ম আন্ডার অ্যাক্টিং ? উঁহু পারতেন বলে মনে হয়না। এ ছেলেটা ক্ষণজন্মা। এমন হয়নি আগে (বলে আমার ধারণা, ভুল হতেই পারে)।
  • dukhe | 212.54.74.119 | ১৩ মে ২০১৩ ১৫:৫১605140
  • সূক্ষ্ম আন্ডার অ্যাক্টিং তো শাশ্বতর বাবাই করেছেন - 'চৌরঙ্গী' মনে করুন - একটা সংলাপ ছিল - "গল্পের ফ্লোটা নষ্ট হয়ে যাচ্ছে" - অদ্ভুত নিখুঁত লেগেছিল।
    আর এ ব্যাপারে তরুণকুমারকেও মনে রাখতে হবে।
  • Kaju | 131.242.160.180 | ১৩ মে ২০১৩ ১৬:২৪605151
  • অপুদা-কে নিয়ে টই? নাম দেখেই মনে হচ্ছিল, তারপর ভাবলাম গুরুগম্ভীর আধ্যাত্মিক কিছু হবে বোধায়। কিন্তু টালিগঞ্জের যে অপুদাকে চিনতে চিনতে বয়েস হয়ে গেল বেয়াল্লিশ পার, চেহারার চার্মটা গিয়ে ভুঁড়িওলা মোটা হচ্ছে দিন দিন। যাকে দেখে সত্যজিৎ এক কথায় বলেছিলেন ছোটবেলায় - 'তুমি খুব ভালো তোপসে হতে পারো'। সন্তোষ নেই বলে আর করেন-ও নি, অপুর-ও তোপসে হওয়া হল বাক্স রহস্য-তে বয়স কমিয়ে। তারপর থেকে সিরিয়াল, মাঝে মৃণাল সেনের 'আমার ভুবন', রবি ওঝার 'আবার আসিব ফিরে', আর টুকটাক অকিঞ্চিৎকর রোল। অঞ্জন দত্ত নতুন করে খুঁজে বার করল বলতে গেলে।
  • de | 190.149.51.67 | ১৩ মে ২০১৩ ১৬:৩১605162
  • শাশ্বত অপূর্ব -- যেখানে ভূতের ভয়ের তৃতীয় ভাগ শুধু শাশ্বতর জন্যই বেশ কয়েকবার দেখেছি -- কি ডিটেইলড অ্যাক্টিং!! বয়স থাকতে সেভাবে টালিগঞ্জ কাজে লাগালো না!
  • Kaju | 131.242.160.180 | ১৩ মে ২০১৩ ১৬:৪৬605173
  • শাশ্বত-র বেস্ট কাজ বোধায় হতে চলেছে ঋত্বিক ঘটকের জীবনী অবলম্বনে 'মেঘে ঢাকা তারা', অনেকদিন আটকে আছে, জুনে সম্ভবতঃ বেরোবে অবশেষে।
  • রূপঙ্কর সরকার | 126.203.202.224 | ১৩ মে ২০১৩ ১৭:৩২605184
  • de যা বললেন, আমি প্রথম পোস্টে ঠিক তাই বলেছি। বব বিশ্বাস কিংবা হাতকাটা কাত্তিক নয়, অজিতও নয়। যেখানে ভূতের ভয় দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। আমি আগে একবার বলেছি, দীর্ঘদিন আমি অভিনয় ব্যাপারটার সঙ্গে জড়িত, নিজে করেছি, অপরকে দিকে করিয়েছি বিস্তর। অনেক উত্থান পতন দেখলাম, নানা জ্যোতিষ্ক দেখলাম, যেখানে ভূয়ের ভয়-এর তৃতীয় ভাগ দেখে আমার মুখ দিয়ে কথা সরেনা - এও কি সম্ভব?
  • Ekak | 125.118.26.4 | ১৩ মে ২০১৩ ২১:২৬605195
  • শাশ্বতর জন্যেই শেষ অভ্দী দেখা যায় । নৈলে জেভুভু একটা ট্র্যাশ । ৩ বার দেখেছি । প্রথমবারে স্কিপ করে করে থার্ড তা পুরো । পরের দুবার শুধু থার্ড পার্ট । শাশ্বতর মত মাইক্রফেসিয়াল এক্সপ্রেশন এখন খুব কম স্ক্রীন এক্তরের আছে । অধিকাংশের ই তো মুখে জোয়ার ভাটা খেলেনা :|

    স্টেজ নিয়ে কথা তুললেন রূপঙ্কর দা । শঙ্কর কে মনে পরে গ্যালো । ছেলেটা অত ফাটানো একটিং করে ক্যামেরার সামনে খাপ খাওয়াতে পারছেনা এতে বেশ আশাহত হইছি :(
  • kallol | 125.241.121.66 | ১৩ মে ২০১৩ ২১:৩৩605202
  • শুভেন্দুর আরেকটা সিনেমায় আন্ডার অ্যাকটিং দেখার মতো - আকাশকুসুম। সৌমিত্রও দারুন। কিন্তু সৌমিত্রর ঐ অথরব্যাকড রোলের পাশে কি অনায়সে যায়্গা করে নিয়েছেন। তবে টাইপড রোলে শুভেন্দু মোটে পাতে দেওয়া যায় না। সৌমিত্রও তেমন কিছু না। তিন ভুবনের পারে শাশ্বতকে দিয়ে রিমেক করানো যায়। তবে এখন বোধহয় প্রচুর ঝরাতে হবে শাশ্বতকে। কিন্তু ও বোধহয় বেটার করতো।
    তরুণকুমার আর আন্ডার অ্যাকটিং? আমি হয়তো দেখিনি।
    বরং অনুপকুমার আর চিন্ময় সাংঘাতিক অপব্যবহৃত। দুজনেরই নাটকের অভিনয় দেখে আমি ছিটকে ছাপ্পান্ন হয় গেছিলাম।
  • Zn | 161.141.84.239 | ১৪ মে ২০১৩ ০৫:৪৫605203
  • উতুবে দেখলাম যে ভু ভ। ধৈর্য নেই বলে বাটনে টান দিয়ে তিন নম্বরে গিয়ে পড়লাম, দেখ্লাম ভূত-ভবিষ্যৎ এর সিনেমারূপ। চমৎকার। বেশ ভালো লাগলো।
  • রূপঙ্কর সরকার | 126.203.215.204 | ১৪ মে ২০১৩ ০৯:১০605204
  • Ekak - দুটো মাধ্যমের তফাত তো আছেই, বিরাট তফাত। এক এক করে সবগুলো ব্যাখ্যা করে লাভ নেই, বরং কিছু উদা দিই - সিনেমাতে নয়, ছোট পর্দায় এসেছিলেন কিছু স্টেজ অ্যাক্টর, পেটের দায়ে। ১ নম্বর বলি, পঙ্কজ মুন্সী। প্রাতঃপ্রণাম করার যোগ্য লোক। অত অসাধারণ ভার্সাটিলিটি ওয়ালা অভিনেতা স্টেজে ছিলনা সম্ভবতঃ, অথচ হারিয়ে গেলেন। পেটের দায়ে ছোট পর্দায় এসে ভুল করলেন। আমার মত নাছোড়বান্দা অনুরাগীও ধূ-র বলে চলে গেল। ২ নম্বর বিপ্লবকেতন। অরুন বাবু নিজে জগন্নাথের ভূমিকায় অভিনয় করতেন কিন্তু সব বড় গ্রুপই যেমন রোল কে 'রোল' করে, চেতনাও ব্যতিক্রম ছিলনা। বিপ্লবকেতনের 'জগন্নাথ' দেখেছেন? গুরুকে এক মাইল পেছনে রেখেছিলেন শিষ্য। টেলিপর্দায় এসে ছড়িয়ে মড়িয়ে একশেষ। সবাই উৎপল দত্ত হতে পারেনা। বোম্বেতে কিন্তু মোটামুটি স্টেজ অ্যাক্টররা সবাই ভাল কাজ করেছেন সিনেমায়। আসলে হ্যান্ডলিং ঠিকমত হয়নি এখানে। ভাইচুংকে ওপেনিং ব্যাট্‌সম্যান করে পাঠিয়েছে।

    কল্লোলবাবুর সঙ্গে ১০০% সহমত।
  • lcm | 34.4.162.218 | ১৪ মে ২০১৩ ০৯:১৫605205
  • Cinema is Director's medium - নইলে শ্বাশত-র সত্য বহু আগেই প্রকাশ পেত।
  • রূপঙ্কর সরকার | 126.203.204.6 | ১৪ মে ২০১৩ ১১:০২605207
  • লসাগু - পুরোপুরি সহমত। পরশপাথরের আগে তুলসী চক্কোত্তিকে চিনত কে ?

    যাঁরা যেভূভ দেখে হতাশ হয়েছেন, তাঁদের বলি, এটা কতকগুলো কারণে হয়েছে। প্রথম হচ্ছে নামকরন। এটাকে 'তারিণীখুড়োর ভূতবাজি' টাইপের নাম দিলে এই হতাশা আসত না। দর্শক প্রথম থেকেই একটা এক্সপেক্টেশন নিয়ে ঢুকেছে। না পেয়ে হতাশ। তা ছাড়া মিডিয়া হাইপ ও যথেষ্ঠ ক্ষতি করেছে ছবিটার। প্রথম গল্পটা তো বেশ ভালই। দ্বিতীয়টায় কাঁচা অভিনেতাদের নামিয়ে(বিশ্বজিত বাদে) আর স্পেশাল এফেক্ট দিতে গিয়ে কেলো হয়েছে। তবে অসাধারণ সব লোকেশনের জন্য তো পরিচালক দশে আট এমনি পাবেন। তৃতীয়টায় দুই অসাধারণ অভিনেতার যুগলবন্দী উৎরে দিয়েছে।
  • dukhe | 212.54.74.119 | ১৪ মে ২০১৩ ১১:৩০605208
  • কিন্তু তুলসী চক্কোত্তির সঙ্গে কাজ করার ইচ্ছে তো মানিকদার অনেকদিনের। ফিল্মোগ্রাফি দেখতে হবে, কিন্তু পরশপাথরের আগেই তুলসী চক্কোত্তি যথেষ্ট পরিচিত।
  • Kaju | 131.242.160.180 | ১৪ মে ২০১৩ ১১:৪৫605210
  • /চিঠি
  • Kaju | 131.242.160.180 | ১৪ মে ২০১৩ ১১:৪৫605209
  • বনফুলের 'চীথি পাওয়ার পরে' ডিডি বাংলায় টেলিফিল্ম হয়েছিল বেশ ক বছর আগে। তখন শাশ্বত-র একেবারে ঈর্ষণীয় চেহারা, প্রফেসরের (নামটা কী যেন) ভূমিকায় ছিল, আন্ডার-অ্যাক্টিং কাকে বলে দেখিয়ে দিয়েছিল। 'টিবি হয়ে যে এত আনন্দ আগে তো বুঝিনি ডাক্তার !' ওটা তো বোধায় অনেকেই দেখেন নি।
  • রূপঙ্কর সরকার | 126.203.204.6 | ১৪ মে ২০১৩ ১১:৪৭605211
  • Dukhe - হ্যাঁ, অবশ্য পরিচিত। সে তো শাশ্বতও পরিচিত ছিল যথেষ্ঠই। কিন্তু বব বিশ্বাস করার পর তো এত হৈ চৈ। আগে পোটেনশিয়াল টা মাপেনি কেউ। তুলসী বাবু যে কী করতে পারেন, সত্যি করে জানত লোকে, পপা দেখার আগে? কাগজে পড়েছি, মানিকবাবু ৫০০ টাকা দিতে চাইলে তুলসী বাবু হাউ হাউ করে কেঁদে ওঠেন। বলেন আমি ওটাকা নিতে পারবনা। টালিগঞ্জে যদি রটে যায় তুলসী এখন ৫০০ করে নিচ্ছে, আমি আর কোথাও কাজ পাবনা। তুলসী বাবু তো সাড়ে চুয়াত্তর আদি বহু ছবি করেছেন। কিন্তু উনি কোন হাইটে উঠতে পারেন তা পরিচালক বুঝেছিলেন। নইলে সে সময়ে মাঝবয়সী দারুণ দারুণ সব অভিনেতারা ছিলেন। পপা-র পার্টি সীনে তাঁরা সবাই গেস্ট অ্যাপীয়ারেন্স দিয়েছেন। এঁদের যে কেউ রোলটা করতে পারতেন। ভালই হ'ত। কিন্তু আমরা যা দেখলাম, তা হ'তনা। এটা লসাগুর পোস্টের উত্তরে বললাম আর কি।
  • dukhe | 212.54.74.119 | ১৪ মে ২০১৩ ১১:৫১605212
  • বলতে গেলে আন্ডার বা ওভার অ্যাকটিং বলে কিছু হয় না। অ্যাকটিং এর হিসেব আছে। বাড়াতে গেলে অতিনাটক হয়, কমাতে গেলে শুষ্কং কাষ্ঠং।
  • Kaju | 131.242.160.180 | ১৪ মে ২০১৩ ১২:২৮605213
  • তুলসীবাবুর কথা যখন উঠল, আরেকটা কথা তুলি। মৃণাল সেন তাঁর আবাপ ইন্টারভিউ-তে বলেছেন, 'পরশপাথর' আর 'অভিযান' বাদ দিলে সত্যজিতের সব ছবি মাস্টারপিস। আপনাদের কী মত?
  • dukhe | 212.54.74.119 | ১৪ মে ২০১৩ ১২:৩০605214
  • প্রথম দশ বছরের কথা বলেছেন হে কাজু।
  • Kaju | 131.242.160.180 | ১৪ মে ২০১৩ ১২:৩১605215
  • হ্যাঁ দশ বছরই না হয় হল। তাতেও পপা বাদ কেন? কী কারণে বাদ?
  • b | 135.20.82.164 | ১৪ মে ২০১৩ ১২:৪০605216
  • ওনার অপছন্দ হয়েছে, ব্যাস। হতেই পারে। আর কারণটা মৃণাল-ই জানবেন নিশ্চয়।

    সে তো একদিন প্রতিদিন দেখেও মানিকদার ভালো লাগে নি। শ্যাম বেনেগাল না কার একটা ইন্টারভিউতে পড়েছিলম।
  • Kaju | 131.242.160.180 | ১৪ মে ২০১৩ ১২:৪৮605218
  • মৃণালবাবুর অপছন্দ বা তার কারণ নিয়ে আমার কোনো আগ্রহ নেই। আমি জানতে চেয়েছি আমাদের এখানে কেউ কি একমত অথবা নয়? এবং কেন?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। মন শক্ত করে মতামত দিন