এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • lcm | 34.4.162.218 | ২২ মে ২০১৩ ১২:৩৫605164
  • মানে বলতে চাইছি যে আন্ডার অ্যাক্টিং, বা, ওভার অ্যাক্টিং - এই ব্যাপারটা সিনেমায় যতটা প্রকট, অন্য মিডিয়ামে হয়ত অত নয়।
    সেই যে সিনেমার ডায়ালগ ছিল না - "... একটু বাড়িয়েছো কি দশ গুণ বেড়ে যাবে..." !
    আর এই আন্ডার/ওভার এর কোনো ডেফিনিশন হয় না।
  • PM | 68.8.7.236 | ২২ মে ২০১৩ ১২:৫৪605165
  • রুপন্কর বাবু, মাধবী মালন্চি কৈন্যা ( বিভাস চোক্কোত্তি) কি ওভার অ্যাকটিং ছিলো?জদ্দুর মনে পড়ছে আমার কিন্তু বেশ চড়া লেগেছিলো সেই সময়। ফোক বেস্ড ( বা গ্রাম্য পরিবেশে) নাটক/পালা হতে গেলে কি ওভার হতেই হবে?
  • রূপঙ্কর সরকার | 126.203.211.6 | ২২ মে ২০১৩ ১৩:০৪605166
  • লসাগু - হ্যাঁ এইবার বুঝলা্ম কী বলতে চাইছেন। ঠিক কথা। একদম ঠিক। তবে এই সুবাদে আমার গল্পের দালালিটা করে নিই। ওটা পড়ুন দয়া করে। নিরাশ হবেননা মনে হয়।

    পিএম - হ্যাঁ। মোটামুটি এটাই দস্তুর। তবে ছায়ানটের একটা প্রোডাকশনে এর বিপরীত দেখেছি। তবে সেটা ঠিক গ্রাম্য নয়, শহুরে সারঅলটার্ন। আসলে গ্রামে গিয়ে দেখবেন, লোকে এমনিই চেঁচিয়ে কথা বলে। তার কারণও আছে। চারিদিক খোলা থাকায় শব্দ বাধা পায়না তো, তাই চেঁচাতেই হয়।
  • lcm | 34.4.162.218 | ২২ মে ২০১৩ ১৩:২১605167
  • না, না, আপনার অভিজ্ঞতা তো পড়ছি। পড়তে পড়তে এই আন্ডার/ওভার নিয়ে দুকথা মনে হল, তাই টাইপ করেই ফেললাম।
    আপনি শেয়ার করতে থাকুন।
  • রূপঙ্কর সরকার | 126.203.201.80 | ২২ মে ২০১৩ ১৪:১০605168
  • lcm - আমি এটার কথা বলছিনা। :-) টইতে 'একটা গল্প' শিরোনামে 'অবিনাশ' বলে একটা গল্প আছে, সেটার কথা বলছি। গোড়ায় দুলাইন খটমট কবিতা আছে দেখে অনেকে ভয়ে পড়েননি। আমি অভয় দিচ্ছি। পড়ে ফেলেন। :-)
  • Kaju | 131.242.160.180 | ২২ মে ২০১৩ ১৪:১২605169
  • আমি পড়েছি, তারপর কিছু প্রশ্নও পেল। শেষে কাটিয়ে দিলাম।
  • রূপঙ্কর সরকার | 126.203.198.85 | ২২ মে ২০১৩ ১৪:৪৮605170
  • Kaju - কি প্রশ্ন, শুনিনা, উত্তর জানা থাকলে দিতাম না হয়। এখানেই বলুননা।
  • Kaju | 131.242.160.180 | ২২ মে ২০১৩ ১৪:৫৮605171
  • এখানেই? বেশ।

    রত্না কি গল্পের শুরুতে কুন্ডুবাবুর বাড়িতেই থাকত, পরে 'আমি অবিনাশ' শুনে তার মানসিক বৈকল্যের ইঙ্গিতে বা অন্য কোনো মনোমালিন্যে বাড়ি ছেড়ে চলে যায়? এটা আমার কাছে খুব একটা ক্লিয়ার লাগেনি। অথচ সে প্রায় নিয়মিত রেঁধে পাঠায়। তাহলে শুরুতে 'কিন্তু আমার তো বৌ নেই, তবে কি মৃতদার ? তাও তো না। ডিভোর্সি? নাঃ। তবে?' এটা কেন? এ-ও তো থাকা, দূরে থাকলেও।

    সিঁড়ি দিয়ে নামতে নামতে ভ্যানিশ করে যাওয়া, কবিতায় হলে এর গভীর মানে খুঁজতাম, হয়ত নিজের ভেতর তলাতে তলাতে আত্মপরিচয়ের উৎসে পৌঁছনো, এখানেও কি তাই?
  • রূপঙ্কর সরকার | 126.203.205.105 | ২২ মে ২০১৩ ১৫:৩৫605172
  • Kaju - হ্যাঁ, রত্নার জায়গাটা কিছুটা ঘোলাটে। অবিনাশ পেগলে যাবার পর সে বাপের বাড়ি চলে যায়। বৌ নেই বলতে বাড়িতে বৌ নেই, তাই ভাবছিল অবিনাশ(স্মরজিৎ)। যেমন চাকরি থেকেও নেই, তেমনি বৌ থেকেও নেই। চাকরি নিয়েও একই রকম চিন্তা আছে, "আমি কি বেকার? জবলেস?"

    এইবারে সিঁড়িতে নামা। গুরুতে খুব একটা মিনিময় হয়নি, তবে ফেবুতে অনেকে অনেক মানে করেছেন দেখলাম। যে যার নিজের মত করে বেশ নানা রকম দার্শনিক জায়গায় পৌঁছেছেন, সবই ভাল লাগল। আমি কিন্তু ৪র্থ মাত্রা বা ফোর্থ ডাইমেনশনের মধ্যে চলে যাওয়া ঈঙ্গিত করেছি। জানিনা তাই নিয়ে সোরগোল হবে কিনা।

    পরিশেষে বলি আমার সব গল্পেরই একটা কোথাও ভিত্তি থাকে। এটারও আছে। ১৯৭০/৭১ সালে এমনি একটা সিঁড়ি দিয়ে আমি খানিক নেমেছিলাম। হয়তো অবিশ্বাস্য, তবু আমি জানি আমি নেমেছিলাম। তবে শেষ অবধি যাইনি।
  • Kaju | 131.242.160.180 | ২২ মে ২০১৩ ১৫:৪৪605174
  • ফোর্থ ডাইমেনশনে মানে কি গল্পটা অলৌকিক গোত্রীয় বলে ধরে নিতে হবে? আমার অবশ্য তার চেয়ে দার্শনিক অর্থ করে নেয়াটাই বেশি যুক্তিযুক্ত লাগল। পাঠকের চিন্তার স্বাধীনতা তাকে নানা সম্ভাবনার দিকে নিয়ে যাবে। গল্পের পোশাকে এটা আসলে একটা কবিতা-ই হয়েছে।
  • রূপঙ্কর সরকার | 126.203.187.228 | ২২ মে ২০১৩ ১৬:২৫605175
  • আমি তো আগেই বললাম, অনেকে অনেক দার্শনিক ব্যাখ্যা করেছেন। আপনার ব্যাখ্যার কাছাকাছি বক্তব্যও আছে কয়েকটি।

    অলৌকিক শব্দটা খুব ট্রিকি। যা সচরাচর লোকসমাজে দৃশ্যমান নয়, তাই অলৌকিক। বললাম যে আমার নিজের একটা অদ্ভুত অভিজ্ঞতা হয়েছিল। লোকে শুনলে মুচকি হেসে পাশ কাটাবে। কিন্তু অভিজ্ঞতা ব্যাপারটাই একান্ত পার্সোনাল। ওটা তো এএক্সপ্লেন করা যায়না, বড়জোর শেয়ার করা যায়।

    ফোর্থ ডাইমেনশন ম্যথেমেটিকালি সত্যি, অলৌকিক নয়। তবে বাস্তবে প্রমাণ করা যায়না কারণ আমাদের সব ইন্দ্রিয়ই ত্রিমাত্রিক।
  • Kaju | 131.242.160.180 | ২২ মে ২০১৩ ১৬:৪৮605176
  • বুঝ্লাম। কিন্তু এখানে ৪র্থ মাত্রা মানে স্পেসটাইমের কনসেপ্ট ঠিক কীভাবে আসছে? সোজা বাংলায় বলতে গেলে যদি ত্রিমাত্রিক না ধরে দ্বিমাত্রিক ধরা হয়, তাহলে ৪র্থ মাত্রার ব্যাখ্যা হবে - সময়ের সাপেক্ষে সমস্ত ঘটনা একটা ফিল্ম স্ট্রিপের মত এগিয়ে যাবে ফ্রেম বাই ফ্রেম, একটা মসৃণ অপ্রতিহত গতিতে। সেক্ষেত্রে মাত্রা হিসেবে সময়কে ধরা যেতে পারে প্রতিটা ফ্রেমের ভার্টিকাল লেংথ, অবাধ গতির কোনো এক স্ন্যাপশট নেবার মুহূর্তে। সেরকম ঘটমানতা অবিনাশকে নিয়ে যাচ্ছে ওই ফিল্ম স্ট্রিপের এক ফ্রেম থেকে অন্য ফ্রেমে, সিঁড়ি দিয়ে নামতে থাকা সেই সঞ্চরণের প্রতিরূপ। এইরকম তো?
  • রূপঙ্কর সরকার | 126.203.203.29 | ২২ মে ২০১৩ ১৭:৫৫605177
  • একদম।
  • pi | 78.48.231.217 | ২২ মে ২০১৩ ২০:০০605178
  • না, চড়া অভিনয় চড়া গলার কথা বলিনি।
    দুখেদা ১০ঃ৫২ তে যেটা বলেছেন, একদমই সেটার কথা বলেছিলাম।
  • pi | 78.48.231.217 | ২২ মে ২০১৩ ২০:০০605179
  • *অভিনয় বলতে
  • রূপঙ্কর সরকার | 126.203.209.113 | ২২ মে ২০১৩ ২০:২১605180
  • হ্যাঁ পাই, তোমার বক্তব্য ছিল মোটামুটি এইরকম, যে, যে কথা নিত্যকার জীবনে বলা হয়না, তাও কি স্বাভাবিক ভাবে বলতে হবে?

    এর উত্তর দেয়া খুব মুশকিল।

    এক নম্বর হ'ল, যে কথা আকছার বলা হয়, তাও ক্ষেত্র বিশেষে নাটকীয় করে বলা যায়, বা বলতে হয়।

    আবার দু নম্বর হ'ল, যে কথা সচরাচর বলা হয়না, তাও উচ্চকিত ভাবে না বলে উল্টে খুব আস্তে বললে একটা স্পেশাল এফেক্ট হতে পারে। কিন্তু, সেই সময়ে সেই 'উচ্চকিত' ভাবটা মাইমিং দিয়ে সাপ্লিমেন্ট করতে হয়।

    একই সংলাপ, বিভিন্ন অভিনেতা বিভিন্ন ভাবে বলতে পারেন। একই অভিনেতা আলাদা আলাদা দিনে ভিন্ন ভাবে বলতে পারেন। একটু আগে কল্লোলের সাথে ফোনে সেই কথাই হ'ল। শুধু, বাঁধা স্টেজের 'কমার্শিয়েল নাটকে' সব কথাই সব দিনই এক রকম কর ক্সেরক্স করার মত করে যেতে হত।

    নাটকে থাম রুল বলে কিছু নেই। অবস্থা বুঝে ব্যবস্থা।
  • রূপঙ্কর সরকার | 126.203.209.113 | ২২ মে ২০১৩ ২০:২২605181
  • * কমার্শিয়াল
  • dukhe | 127.194.244.85 | ২২ মে ২০১৩ ২১:২০605182
  • একটা উদাহরণ নিন। "এলী, আলো কমে এল, আমার চোখদুটো এসেছে ছুটির দরবারে তোমার কাছে।" এই কথা আমরা খুব সম্ভব জীবনে বলব না। আবার চেঁচামেচি করে যে এরকম নিবিড় সংলাপ বলা যাবে না সেটাও কিলিয়ার। তো কীভাবে এটা বলা যায় শম্ভু মিত্রকে বের করতে হয়েছিল।
    আবার রক্তকরবীতে ফাগুলাল (?) নন্দিনীকে বলছে - "ওরে ভয়ংকরী!" শম্ভুবাবু লিখছেন এটা পড়লে মনে হয় যাত্রার মত করে ওরে-এ-এ ভয়ংকরী বলার কথা। কিন্তু ভেবে দেখলে একেবারেই তা না। ঐ ও-টা অর্ধ্বস্ফুট, রে-র আগে হাল্কা একটা ও লাগালে যে উচ্চারণটা হয় সেটা বাস্তব থেকে দূরের কিছু না। মানে ধরুন যদি ওরেঃ শালা বলি, সেই 'ওরে'।
    এগুলোকেই রূপঙ্করদা মনে হয় কেস বাই কেস বললেন।
  • রূপঙ্কর সরকার | 126.203.207.182 | ২২ মে ২০১৩ ২১:৩৫605183
  • Dukhe -র জন্য বড় করে একটা 'ক'
  • pi | 172.129.44.120 | ২২ মে ২০১৩ ২২:৪০605185
  • রূপঙ্করদা, দুখেদা, আচ্ছা। অনেক উত্তরই পেয়ে গেলাম ।
    এবার 'স্বাভাবিক' সংলাপকে স্বাভাবিক, নাটকীয়, অতিনাটকীয় ভাবে বলা নিয়ে এরকম উদাঃ দিয়ে দিয়ে আরো কিছু দু'পয়সা ? রূপঙ্করদা কিছু বলেছেন অবশ্য।
  • রূপঙ্কর সরকার | 126.203.223.169 | ২৩ মে ২০১৩ ০৯:৩৮605186
  • পাই, এই টইটা মৃতপ্রায়। খাবি খাচ্ছে। তিনজনে মিলে আর কত টানব ?
  • কৃশানু | 177.124.70.1 | ২৩ মে ২০১৩ ০৯:৪৭605187
  • আমি কিন্তু পড়ছি।
  • ladnohc | 116.209.91.77 | ২৩ মে ২০১৩ ১০:১১605188
  • আম্মো আছি।
  • কৃশানু | 213.147.88.10 | ০৩ জুন ২০১৩ ০০:৪৬605189
  • কৃশানু | 213.147.88.10 | ০৩ জুন ২০১৩ ০০:৪৭605190
  • আর রূপঙ্করদা যেহেতু খুব স্পোর্টিং মানুষ, তাই একটা কথা কয়ে যাই। ঋত্বিক এর ওপর কোনো সিনেমা বানালে তার নাম মেঘে ঢাকা তারা না হয়ে কোনো উপায় নেই। সে যারা বানাচ্ছে তারা নামটার জাস্টিফিকেশন করতে পারুক চাই না পারুক।
  • রূপঙ্কর সরকার | 126.203.188.45 | ০৩ জুন ২০১৩ ২২:৩৭605191
  • কৃশানু - যুক্তিটা বেশ পোক্ত। আচ্ছা, তাই না হয় হ'ল। :-)
  • rivu | 78.232.127.201 | ০৩ জুন ২০১৩ ২২:৪৮605192
  • হ্যান পড়ছিলাম তো। চলুক।
  • dd | 132.167.11.0 | ১৫ জুন ২০১৩ ১১:০৫605194
  • "যেখানে ভুতের ভয়" - এই অ্যাদ্দিনে দেখলাম।গতো কাল টিভির বদান্যতায়।

    ঠিক কথা, শ্বাশত একেবারে ফাস' ক্লাস ফাস' ইন অ্যাক্টিং।
  • I | 24.99.237.186 | ১৫ জুন ২০১৩ ২৩:৩২605196
  • মেঘে ঢাকা তারা ট্রেলার দেখে তো ভালোই লাগলো।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। হাত মক্সো করতে প্রতিক্রিয়া দিন