এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • দুঃখবিলাসী ঘ্যানঘেনে বাঙালীঃ বর্তমান প্রজন্মের মহিলার সহিত বিমর্শ

    ranjan roy
    অন্যান্য | ১১ মে ২০১৩ | ২৩০৭৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dukhe | 212.54.74.119 | ১৪ মে ২০১৩ ১১:৫৯605920
  • নিরাকার।
  • | 190.215.4.231 | ১৪ মে ২০১৩ ১২:০০605921
  • ব্যতিক্রম টা ঠিক।
  • sosen | 120.227.180.227 | ১৪ মে ২০১৩ ১২:০১605922
  • উহা ব্যতিক্রমী বুনাম বিধি।
    ফোকাস হারাইবেন্না, কমরেড।
  • blank | 122.79.36.128 | ১৪ মে ২০১৩ ১২:০৩605923
  • একটা ঠিক অন্যটা বিপ্লব
  • de | 190.149.51.66 | ১৪ মে ২০১৩ ১৩:২৮605924
  • ফাঁকি মারার লোকে ফাঁকি মারবে, সর্বত্র! কলকাতায় কি বিদেশে! কলকাতার রিসার্চ ইন্স্টিট্যুটগুলো কিন্তু ভালো কাজ করে -- শুধু ফাঁকি মেরে সেটা হয় না!

    আমি কিন্তু ওই কাজের ফাঁকে ফাঁকে একটু চা-আড্ডা ইঃ কে বেশ মিস করি!

    তবে অ্যাডমিনিস্ট্রটিভ ওয়ার্ক কালচার খারাপ -- একটা একদিনের কাজ ঘুরিয়ে ঘুরিয়ে তিনদিনে করাবে!

    আর জেন্ডার বায়াসও বেশ আছে!

    পরবর্তী প্রজন্ম প্রবাসী হলেই সবসময় উন্নাসিক হয় না! পুরোটাই কি শেখানো হচ্ছে ছোটবেলা থেকে, তার ওপরে ডিপেন্ডেন্ট। আমার বাড়ির খুকিটি আমার থেকেও বেশী বাঙালী, রবীন্দ্রসঙ্গীত তার খুব পছন্দের, রাতের বেলা খাওয়া-দাওয়ার পর বসে অন্ততঃ একটা রবীন্দ্রসঙ্গীত আমরা মা-মেয়েতে শুনিই। ওটা আমাদের সবচেয়ে পছন্দের রিল্যাক্সেশন।
    হালফিলের বাংলা-সিনেমা আর বাংলা গান নিয়ে ও আমার থেকে অনেক বেশী ওয়াকিবহাল! ভবিষ্যতে কি করবে জানিনা, তবে তার এখনকার ফিউচার প্ল্যানিং হলো কলকাতায় চাকরী জোগাড় করা! যাতে করে ও প্রত্যেক উইকেন্ডে বাংলা সিনেমা দেখতে আর কলেজস্ট্রীটে ঘুরতে পারে ঃ)))
  • Blank | 180.153.65.102 | ১৪ মে ২০১৩ ১৩:৪১605925
  • দেবযানী দির মেয়েকে বলবো এক্সেপশান। আমার দেখা শোনার মধ্যে এই নাম্বার খুব কম। বাকিরা কি বলে দেখা যাক।
  • কৃশানু | 177.124.70.1 | ১৪ মে ২০১৩ ১৩:৪৯605926
  • ফিউচার প্ল্যানটা ভালো বানিয়েছে :-)
  • sda | 132.176.98.243 | ১৪ মে ২০১৩ ১৪:২৮605927
  • কর্ম-সংস্কৃতি মানে হল গান শুনতে শুনতে কোড লেখা। যেটা এখন করছি।
  • | 126.202.107.8 | ১৪ মে ২০১৩ ১৪:৩৩605928
  • বাহ দেবু, মেয়ে র প্ল্যান বেশ।

    কলেজ স্ট্রীট নিয়ে কথা হবে না।

    এখন অনেক ভালো বাংলা সিনেমা তৈরী হচ্ছে ঠিক ই। কিন্তু প্রতি সপ্তাহে দেখা একটু চাপ হবে।
  • pi | 78.48.231.217 | ১৪ মে ২০১৩ ১৬:৩৮605930
  • দুখেদা, ঋদ্ধি, ঃ))
  • san | 213.88.22.135 | ১৪ মে ২০১৩ ১৭:৪৩605931
  • ঋদ্ধি , অনেকেরই এমন জব প্রোফাইল থাকে যে অন্য লোক বা টিমের সঙ্গে কোল্যাবোরেট করে করে কাজ এগোতে হয়। সেই জন্য ৬ ঘন্টার কাজকে যদি ক্যারাম খেলে বিড়ি খেয়ে গান শুনে হেলেদুলে ১০ ঘন্টায় করা টাই ওয়ার্ক কালচারের পার্ট হয়ে যায় তাহলে নিজে সময়ের কাজ সময়ে সারতে চাইলে বিরক্তিকর পরিস্থিতি আসে। কোনো উন্নাসিকতা না প্র্যাকটিকাল অসুবিধের থেকেও তখন লোকে গাল দেয়।
  • SG | 134.124.204.10 | ১৪ মে ২০১৩ ১৮:০১605932
  • দাদা , দিদিরা ও অন্যরা , আমি আপনাদের মত সাদা কলার এর কাজ করিনা, নিতান্ত ইলেকট্রিকাল এর কাজ করি , যাতে পরে আপনারা বসে এইসব লেখেন । আমি কলকাতার বাইরে ৮ বছর ও কলকাতায় ৩ বছর চাকরি করলাম। লেট sitting সর্বর্ত হই
    এখানে মুস্কিল অন্য জায়গায় বলে আমার মনে হযেছে। এখানে লোক জন বড় বেসি জ্ঞানী , সবাই সব জানে । Store এর লোক কোয়ালিটি কে জ্ঞান দেই ইত্যাদি ।

    বানান ভুল গুলো মাফ করে দেবেন
  • sosen | 233.176.239.8 | ১৪ মে ২০১৩ ১৮:৪১605933
  • আহা বলেন না ক্যানে।
  • Blank | 180.153.65.102 | ১৪ মে ২০১৩ ১৮:৫৪605934
  • অন্য টীমের সাথে কোলাবোরেট করে কাজ করতে হলে তার প্রপার প্ল্যানিং থাকবে।
    ধরা যাক টেস্টিং টীম টেস্ট শুরু লরবে, তো যেদিন থেকে টেস্ট করবে তার আগে ডেভেলপরার র বিল্ড করে দেবে সব। এখন বিল্ড করার সেই ডেট টা মিট করা নিয়ে কথা, কিন্তু ডেভেলপরার রা তো ক্যারম খেলে বিড়ি খেয়ে যেভাবে ইচ্ছে করুক - ডেট মিট হলে সমস্যা টা কোথায়?
  • কৃশানু | 177.124.70.1 | ১৪ মে ২০১৩ ১৯:০৩605935
  • না, স্যান্দি যেটা বলতে চাইছে, সেটা অন্য রকম। এজাইল ধর। দিনের কাজ দিনে। দিনের শেষে স্ট্যান্ড-আপ। টেস্টার, বি এ, ডেভেলপার, ডিবিএ সবাই কোলাবরেশন এ কাজ করছে। একজন বেঁকে বসলে (দেরী করে আসলে) পুরো প্ল্যান কেঁচে যায়। এই রকম।
  • san | 213.88.22.135 | ১৪ মে ২০১৩ ১৯:১৮605936
  • ওরম না রে । ডেইলি বেসিসে কোলাবরেশন। মানে একটা টিমের কাজ ৭ দিনে শেষ হবে তারপরে অন্যের ৭ দিনের কাজ শুরু হবে ওরম না। যেমন আমি হয়তো কিছু ডেইলি অ্যানালিসিস পাঠাই যার জন্য ফিনান্স টিমের বানানো ডেইলি রিপোর্ট লাগে। তারা যদি বলে আমি সারাদিন সময় নিয়ে ইচ্ছামতো সময়ে বানাবো তাহলে হবে ? আবার আমি যদি বলি আমিও সারাদিন সময় নিয়ে সন্ধেবেলা পাঠাবো তাহলে আমার ডেডলাইন ঠিকই মিট করে কিন্তু কোনো মার্কেটিং এর লোক সেটা দেখে অফার রোল আউট করবে তো তার সেদিনেরটা ভোগে যাবে। এরকম আর কি।
  • san | 213.88.22.135 | ১৪ মে ২০১৩ ১৯:১৯605937
  • মানে এটা ব্ল্যাংকিকে।
  • aka | 79.73.10.10 | ১৪ মে ২০১৩ ১৯:৩৫605938
  • গতানুগতিক হাতুড়ি পেটানোর কাজে খুব বেশি ফ্লেক্সিবিলিটি থাকে না।

    বাংলা হল আমার নিজের অভিজ্ঞতা হল কলকাতার ডেলিভারি বাজে চেন্নাইয়ের সুপার। তাই দিয়ে জেনেরালাইজ করা যায় না তবে আমার মতন এক্সপেরিয়েন্স অনেকের।
  • SC | 160.212.79.188 | ১৪ মে ২০১৩ ২০:৫৪605939
  • দ্যাহেন দাদা, পৃথিবীর সবচেয়ে বড় ব্র্যান্ড এর নাম কি বলুন তো?
    ফেসবুক।
    কেন বলুন তো?
    আপিশে বসে লোকে যাতে পাশের বাড়ির বৌদির আগেদ্দিন রাতের পার্টির ছবি দেখতে পারে, আর বন্ধুদের সাথে চুটিয়ে আড্ডা দিতে পারে।
    আপিস টাইমে ফেসবুক করা বন্ধ হয়ে গেলে জুকারবার্গকে ব্যবসা উঠিয়ে ফেলতে হত, বুঝেছেন।
    সুতরাং ওয়ার্ক কালচার বলে কিছু হয় না। সারা পৃথিবী টা এভাবেই চলছে।
    বেশিরভাগ লোকের চাগ্রি হচ্ছে খুব বোরিং। সে যতই লোকের সামনে গিয়ে বারফাট্টাই করুন, আমি তো রিসার্চ করি, অমুক তমুক, আসলে বাপের জমিদারী থাকলে কোনদিনই যেতেন না। অতএব, ফাঁক পেলে ফটাফট একটু boredom কাটাতে কে না চায়। বাঙালির বিড়ির নেশা, redneck এর বলদ বৌদি দেখার নেশা, এই আর কি।
  • SC | 160.212.79.188 | ১৪ মে ২০১৩ ২০:৫৬605941
  • *blonde
  • | 24.97.61.71 | ১৪ মে ২০১৩ ২১:০০605942
  • সারাদিন ধরে ব্ল্যাঙ্কি, দুখে, অজ্জিত কলকাতার কর্মমুখীনতার কত প্রশংসা করে গেল/গেলেন।
    আমি তো এই এলাম। অপ্পন এখনও আসার সময়ই পায় নি।
    ;-)
  • Blank | 180.153.65.102 | ১৪ মে ২০১৩ ২১:০২605943
  • ডেডলাইন সব সময় ইওডি হবে কেন? টীমের ভেতরে তো হ্যান্ডল করা আরো সহজ। সেখানে আন্ডারস্ট্যান্ডিং বেশী অনেক। সেখানে তো ডেডলাইন থাকবেই যে দুপুর ২ টোর মধ্যে এটা আমার চাই, আমাকে তারপর রিপোর্ট বানাতে হবে।
    এবারে সে ১০ টা ১২ টা অব্দি বাড়ি বসে জিনিসটা বানিয়ে দিয়ে আপিসে আসুক কিংবা ৯ টায় এসে কাজ করুক - ২ টোর মধ্যে জিনিসটা পেলেই তো হলো। এই আন্ডারস্ট্যান্ডিং না থাকলে প্রোজেক্ট টীম টাই তৈরী হয় নি। এই প্রোজেক্ট নামানো চাপ আছে।
    এমনিতেও প্রোজেক্ট টীম বানাবার সময় হোমোজিনিয়াস লোকজন নিয়ে বানানো উচিৎ। আর ঐ কার্ভ ফিটিং মাথায় রেখে বানানো উচিৎ। মানে সব ভালো রিসোর্স নেবো না। পিরামিড ঠিক রাখবো ইত্যাদি।
  • Blank | 180.153.65.102 | ১৪ মে ২০১৩ ২১:০৩605944
  • আর সবচেয়ে বাজে কাজ করার অভিজ্ঞতা পুনে র লোকেদের সাথে :-D
    ওদের সাথে কাজ করে বুঝেছি ক্যানো একটা বড় সড় ছরান ছরিয়েছে ওগুলো।
  • | 190.215.26.63 | ১৪ মে ২০১৩ ২১:০৭605945
  • ও টা আইডিয়াল অবস্থা বলছো।তুমি ও সিনিয়ার । ছেলে পিলে চাইলে MATC থেকে সব সময় ঠিক ঠাক ছেলে পুলে দেয়। যা পাওয়া যাচ্ছে তাকে দিয়ে ই কোন ভাবে কাজ চালাতে হয়।
  • কৃশানু | 213.147.88.10 | ১৪ মে ২০১৩ ২১:০৮605946
  • ওহে ব্ল্যান্কি দা - ক্লায়েন্ট রিসোর্স নেয়। ইন্টারভ্যু দিয়ে ঢুকতে হয়। সবাই এক্সপোসড রিসোর্স। পুরোপুরি ক্লায়েন্ট ম্যানেজড টিম। বডি শপিং। তুমি বোধ হয় দেখো নি। এখেনে এসে তো তাইই করে যাচ্ছি।
    আর এজাইলে ডেড লাইন অলয়েজ ইওডি। বিফোর দা স্ট্যান্ড আপ কল।
  • | 24.97.61.71 | ১৪ মে ২০১৩ ২১:১১605947
  • ব্ল্যাঙ্কি কিশানুদের কলকাতা অফিসের গ্রোথ কত লাস্ট ৩ বছরে? চেন্নই অফিসের কত? আর পুণে অফিসের কত? অন্য কোনো শহরে উল্লেখযোগ্য উপস্থিতি থাকলে সেইসব শহরেওকত?
  • | 190.215.26.63 | ১৪ মে ২০১৩ ২১:১২605948
  • T & M না Fix cost সেটার ওপর নির্ভর করছে। T &M এ ইন্টাভিয়্যু নেয়। কিন্তু Fixed cost এ অনেক সময় এ নাম কা ওয়াস্তে ইন্টাভিয়্যু হয়।
  • Blank | 180.153.65.102 | ১৪ মে ২০১৩ ২১:১৩605949
  • ক্লায়েন্ট রিসোর্স নেবে কেন? সিভি শর্টলিস্ট করবে আপিস। সেই শর্টলিস্টেড সিভি র ইন্টারভিউ নেবে আপিস। সিলেকটেড লোকজনের ইন্টারভিউ নেবে ক্লায়েন্ট।
    ফিল্টার তো অ্যাপ্লাই হবে ক্লায়েন্ট ইন্টারভিউ নেওয়ার অনেক আগে। আর অ্যাজাইলে কোনো টাস্কের ডেডলাইন থাকে ইওডি - সব টাস্কের ডেডলাইন দিনের মধ্যে নিজেদেরকে ঠিক করতে হবে। না হলে অ্যাজাইলে লাভ কি হলো !! যদি টিমের মধ্যে মিনিমাম কো-অর্ডিনেশান না থাকে !!
    আর ছেলেপুলে চাইলেই পাওয়া যায় না - তাই অনেক আগে থেকে ছেলে পুলে চাইতে আর শর্ট লিস্ট করে রাখতে হয়। তার ও প্ল্যানিং দরকার - অ্যাডহক বেসিসে চল্লে জ্বলবেই সব কিছু।
  • ন্যাড়া | 213.83.248.37 | ১৪ মে ২০১৩ ২১:১৪605950
  • এরা কী বলছে তার আশি শতাংশ কথা বুঝছি না। অনেকক্ষণ পরে একটা-দুটো উইদিন সিলেবাস টার্ম পড়েছে - অ্যাজাইল আর স্ট্যান্ড আপ। তার মানে, আমার না আছে কর্ম না আছে সংস্কৃতি।
  • Ishan | 202.43.65.245 | ১৪ মে ২০১৩ ২১:১৬605953
  • আমার সীমিত অভিজ্ঞতায় স্যান ও দকে ক। ব্ল্যাঙ্কিকে ঙ। বেসিকালি যেটা হয়, সেটা হল, একটা লোকের দুপুর দুটোয় একটা মাল দেবার কথা। সে হেলেদুলে আড়াইটেয় ভমাতে খেয়ে-দেয়ে ফিরল। জিজ্ঞেস করতে বলল, ও মা এই আধঘন্টা দেরিতে কি হয়েছে। এই তো দিনের শুরু। এবার রিভিউয়ারকে তখন খুঁজে পাওয়া যাচ্ছে না। বাবু তখন চা বিড়ি খেতে গেছেন। সাড়ে-তিনটেয় তিনি রিভিউ করলেন। তাপ্পর কোডার আর রিভিউয়ার ঘন্টাখানেক ধরে বাওয়াল কল্লেন। তাপ্পর ফিক্স হল। এই করতে করতে সন্ধ্যে ছটা। এরপরে প্যাকেজিং ডেলিভারি ইত্যাদি পরের ধাপ। এবার যদি কাউকে বলেন, বস, এই কত্তে কত্তে তো ৬ টা বাজিয়ে দিলে, বাড়ি-ঘদ্দোর-কাজ-কম্মো নেই? সে খুব জেনুইনলি অবাক হয়ে বলবে, সে কি এই তো ছটা বাজল সবে।

    এই হল আমার দেখা গপ্পো। অন্য শহরে কি হয় জানিনা।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। না ঘাবড়ে মতামত দিন