এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • দুঃখবিলাসী ঘ্যানঘেনে বাঙালীঃ বর্তমান প্রজন্মের মহিলার সহিত বিমর্শ

    ranjan roy
    অন্যান্য | ১১ মে ২০১৩ | ২৩০৭৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Zn | 161.141.84.239 | ১৪ মে ২০১৩ ২২:০৬605986
  • শেষে কীসের বিমর্শ কীসে দাঁড়িয়ে গেল!
    ঃ-)
  • blank | 122.79.37.147 | ১৪ মে ২০১৩ ২২:০৯605987
  • স্যান এটা বলতে চায়নি মনে হয়। স্যান যেটা বলেছে সেটার উদাহরন মামু দিয়েছে।
  • | 24.97.61.71 | ১৪ মে ২০১৩ ২২:১০605988
  • আইটির গপ্পো তো হাজারে হাজারে।
    এবার আইটি ছেড়ে অন্য গপ্পো বলি। ২০১২তে নিউ টাউনে যে বাড়ীটায় থাকতাম সেটা গেটেড কমিউনিটি নয়। কো-অপারেটিভ করে বানানো। তো, সেই বাড়ীওলা মোটামুটি আমি বাড়ী দেখে পছন্দ করার দু দিনের মাথায় আমার তার আগের ভাড়াটে ফ্ল্যাটে এলেন অ্যাডভান্স নিয়ে কনট্রাক্ট সই করাতে। সেটা ২০১১র ১০ই নভেম্বর। কথা হল ১লা ডিসেম্বার থেকে নেব। তা সে তো প্রথমে কনট্রাক্ট বানিয়ে এনেছে নভেম্বর থেকে। আমি আপত্তি করে বললাম এখনও বাড়ীর কাজ শেষ হয় নি নভেম্বর থেকে সই করব না। তাতে খুব ক্যাজুয়ালি বলল না না আপনি কেটে আপনার সুবিধেমত করে নিন। আরে বাড়ীই রেডি নয়, আমার সুবিধে অসুবিধে কী? যাই হোক সে তো করলাম। ডেট কেটে বদলানো জয়গাগুলোতে তেনাকে দিয়ে সইও করালাম।

    এইবারে তখনও ওপেন কিচেনে গ্যাস ওভেন রাখবার সিমেন্টের স্ল্যাব, সিঙ্ক ইত্যাদি বসে নি, মাস্টার বেডরুমের অ্যাটাচড বাথের মধ্যে কমোড, শাওয়ার কিস্যুই বসে নি। গোটা বাড়ীতে কোথাও হাতমুখ ধোয়ার মত ওয়াশ বেশিন নেই। এদিকে দিব্বি বাহারি বাড়ী, রীতিমত ভাল ভাড়া।

    যাই হোক আমাকে শিফটিঙে সাহায্য করতে আমার ছোট্টবেলার বন্ধু এলো ২৭শে নভেম্বর। দুজনে মিলে দেখতে গিয়ে দেখি বাড়ীতে তখন তিনঘরে তিনরকম রং হচ্ছে। কিচেন স্ল্যাব আর্ধেক লাগানো হয়েছে। বেদরুম সংলগ্ন বাথরুম তখনও রাবিশের গুদোমখানা। ওদিকে আমি আগের বাড়ীওলাকে নোটিশ দিয়ে রেখেছি। সেও এক অবতারবিশেষ। তার গপ্প পরে করবো। যাই হোক এসে তো একে ফোনালাম। সে আমতা আমতা করে বলে না আমি কাল থেকে তিনদিন ছুটি নিয়েছি, তুমি আমার দিদি -- দিদিভাইইই তোমার কাজ আমি ঠিক করে দেব। ২৯ তারিখে গিয়েও দেখি অবস্থার বিশেষ উন্নতি হয় নি। ফিরে এসে মাঝখানে যে ব্রোকার ছিল (আগের ক্যাম্পাসের সিকিউরিটি গার্ড) তাকে বললাম আমার অ্যাডভান্সের টাকা ফেরত এনে দাও, যদি ১ তারিখে আমি ওখানে ঢুকতে না পারি আমি কিন্তু এই কনট্রাক্ট এর কপি নিয়ে কোর্টে যাব।

    তা তাতে কাজ হল এই যে বাড়ীওলা ফোন করে খুব খানিক দিদি দিদি করে কাঁদুনি গাইল। ঠিক হল ১ তারিখেই আমি যাব। এইবার ১ ডিসেম্বার দুপুর ৩টেয় মালপত্তর নিয়ে গিয়ে দেখি তখনও বাড়ীতে কোনওরকম আলোপাখা নেই, সেই রাত্তিরে মাস্টার বেডরুমে একটা টিউব লাইট, কিচেন এরিয়ায় একটা আর একটা টেবিল ফ্যান লাগিয়ে দিয়ে গেল। পরের দিন এসে আরো খান চারেক সি এফ এল এদিক ওদিক লাগিয়ে গেল। অথচ কনট্রাক্ট করানোর আগেই বলে নিয়েছিলাম সবঘরে টিউবলাইট চাই। সেই টিউবলাইট আর পাখা লাগানো শেষ করল ফেব্রুয়ারীর ৫ তারিখে। টোটাল পাঁচটা টিউব আর চাট্টে ফ্যান। ২০১২র ৩১শে ডিসেম্বার সেই বাড়ী ছেড়ে যখন এলাম তখনও হাতমুখ ধোয়ার কোনো বেসিন সে ভদ্রলোক লাগিয়ে উঠতে পারেন নি। এদিকে অ্যাডভান্সের চেক কিন্তু ক্যাশ হয়ে গেছিল নভেম্বরের ১৫ তারিখেই।

    পুণেতে এসে বাড়ী দেখে বললাম কাল থেকেই নিতে চাই। রেডিই ছিল দেখলাম। বাড়ীওলা মুম্বাইবাসী, ম্যাজিকব্রিক্সে যোগাযোগ, জানালেন তিনি পুজো করবেন, এক সপ্তাহ বাদে পরের রবিবার দেবেন। চেক দিয়ে দিলাম অ্যাডভান্সের। সপ্তাহের মধ্যে আমাকে কনট্রাক্ট মেল করে দিলেন পরে দেখার জন্য। পরের শনিবার এসে আমাকে দিয়ে কনট্রাক্ট সই করিয়ে পুলিশ ভেরিফিকেশান করিয়ে রবিবারে পুজোতে আসার নেমন্ত করে বললেন বেলা তিনটে নাগাদ আসতে চাবি দিয়ে দেবেন। চাবি পেয়ে ঢুখে দেখলাম কিচেন স্ল্যাবের সাথে চাট্টি কাবার্ড ইত্যাদি লাগিয়ে দিয়েছেন, বাথরুমে গীজার, দুটো ওয়াশ বেসিনের ওপরে দুটো আয়না আর বারান্দায় কাপড় শুকোবার ফাইবারের তার টাঙিয়ে দিয়েছেন। আমাকে চাবি দিয়ে ফেরত গিয়ে চেক জমা করলেন। আমি বাড়ীতে থাকতে শুরু করার তিনদিন পরে অ্যাডভান্সের চেক ক্যাশ হল।

    কলকাতায় অ্যাদভান্স অধিকাংশই ক্যাশে নিতে আগ্রহী। প্রত্যেককেই চেক ধরাতে বেগ পেতে হয়েছে। আর বাড়ী কখনই পুরো রেডি করে দেবে না। ঘ্যাঁতাতে হবেই হবে। অয়্ডভান্সের এগেইনস্টে সার্ভিস দেওয়ার অভ্যেস প্রায় নেইই।
  • blank | 122.79.37.147 | ১৪ মে ২০১৩ ২২:১৪605989
  • সিলেবাসের বাইরে হলে খেলবো না
  • কৃশানু | 213.147.88.10 | ১৪ মে ২০১৩ ২২:১৫605991
  • আমার কলকাতা বাড়ির কেস দমুদির পুনের বাড়ির মত। চেক বাদে।
  • | 24.97.61.71 | ১৪ মে ২০১৩ ২২:১৫605990
  • *কনট্রাক্ট দিয়ে দিলেন পরে সুবিধেমত পড়ে দেখার জন্য
  • প্পন | 190.215.116.27 | ১৪ মে ২০১৩ ২২:৫৭605992
  • হ্যাঁ, আমার এই আসার সময় হল। ঃ)

    ব্ল্যাঙ্কিকে একগাদা ঙ দিলাম। আর ঈশান আর কিশানুকে ক্ক।

    ভাগ্যিস কলকাতায় আমাদের কোন টিম নাই। ইমেলে কংকলে দা-দি শুনতে হলে সেসব পাব্লিককে আগে বিজনেস কম্যুনিকেশনের চাট্টি ট্রেনিং করতে পাঠাতাম। প্রোজেক্ট ডেলিভারি পরে হত।
  • bb | 127.195.161.84 | ১৪ মে ২০১৩ ২৩:১৫605993
  • ন্যাড়া পাতি ঢপ মারছেন, ইএ নিয়ে কাজ করেন আর এই সব জানেন না ঃ)।
    ব্ল্যাংকি বাবা কলকাতার কর্মসংস্কৃতিকে সমর্থন করে লাভ নেই, ঐ যে ইলেক্ট্রিকালের ভদ্রলোক বলে গেলেন না, কোলকাতায় সবাই জানে অন্যের কি করা উচিত, শুধু নিজের কাজটি ছাড়া।
  • কৃশানু | 213.147.88.10 | ১৪ মে ২০১৩ ২৩:১৬605994
  • ইকি! আমি কিন্তু ওভারল ব্ল্যান্কিদাকেই সাপর্তাচ্ছি। নরম্যাল ব্ল্যাক বক্স মডেল এ ক্লায়েন্ট এর অত দেখার কথাই না। আমি যদি নিজের রিসোর্স ইউটিলায়জ করে সবাইকে খুশি রেখে দিনের দিন স্ত্যান্দার্দ ডেলিভারি দিতে পারি, তাইলে কে কখন এলো গেল এতে কিছু যাওয়া আসার কথা নয়।
    দুঃখের বিষয় এরা উল্টো পথে চলতে আরম্ভ করেছে। এবং তাতে আমি এখনো অবধি বিশাল লাভ কিছু দেখিনি। অনসাইট (তাও আবার ক্লায়েন্ট) থেকে অফশোর রিসোর্স ম্যানেজ করা অত সোজা নাকি?
  • san | 24.98.59.24 | ১৪ মে ২০১৩ ২৩:১৮605996
  • দা আর দি কালচারে সমস্যা এটাই যে , এরা নিজেরা বলে বলে বেশ করে, অন্যরা না বললে সমস্যা তৈরি করে। তোর ইচ্ছে তুই বল, তা হবেনা। আমি বাঙালি অতএব আমার না বলার চয়েস থাকতে পারেনা বা থাকলে আমি নাকউঁচু । উফ্ফ্ফ।
  • কৃশানু | 213.147.88.10 | ১৪ মে ২০১৩ ২৩:২০605998
  • বিবিদার প্রথম লাইন আমারও মনে হয়েছে :-)
    আর কর্ম সমোসকৃতি ছিল বটে ভেরিজোন চেন্নাই, আমার প্রজেক্ট এ। বিকেল চারটে নাগাদ দুটো বিয়ার আর কপি ভাজা, কুচ মাছ ভাজা মেরে ঢুকতাম। ভোর পাঁচটা নাগাদ বেরোতাম। বেশিরভাগ দিন ডিনার স্কিপ। ক্যাব এ এসে বাড়ির সামনে সদ্য খোলা একটা মাল্লু দোকানে এসে গরম পোঙ্গল , মেদু বড়া খেয়ে, চা খেয়ে বাড়ি গিয়ে স্নান করে ঘুম। আহ।
    রাত্তির্বেলায় মানুষ কি করে ঘুমায়? এল না ফুটলে ঘুমানো যায়?
  • ন্যাড়া | 132.179.96.159 | ১৪ মে ২০১৩ ২৩:২০605997
  • আবার সিলেবাসের বাইরে পড়েছে - ইএ কী জিনিস?
  • bb | 127.195.161.84 | ১৪ মে ২০১৩ ২৩:২৪605999
  • ইএ - একরকমের তেল, বেশ করে গায়ে মেখে অফিসে যেতে হয়, তাতে মাথা ঠান্ডা থাকে।
    আর স্যান আমিও সিকির মত বলে দি আমাকে নাম ধরে ডাকতে, তা যে যাই ভাবুক, ঐ দা আর দি শুনতে ভীষণ খারাপ লাগে।
  • প্পন | 190.215.116.27 | ১৪ মে ২০১৩ ২৩:২৬606001
  • এটা কলকাতার ঘটনা না। তবে কলকাতার প্রচুর পাব্লিক সেখানে কাজ করত।

    তো, কলকাতারই একটা ছেলে আমার প্রোজেক্টে মাস তিনেক কাজ করেছিল। তারপরে তাকে কোথাও লুকোতে না পেরে আরএমজির কাছে পাঠিয়ে দেই। কী আশ্চর্য, সেসময় চাহিদা ছিল তুমুল আর সে জেন ছেলেও অন্য অ্যাকাউন্টে ফিট হয়ে গেল। এদিকে বছর সেশ হয়ে এসেছে, অ্যাপ্রাইজাল ডিসকাশন শুরু করতে হবে। সে ছেলে জানত কী হতে চলেছে। এসে চেয়ারে বডি ফেলতে না ফেলতেই শুরু করল - অনেক আশা করে এসেছি কিন্তু, ছোট ভাইটাকে একটু দেখবে জানি।

    তো, এ ছেলে বিচ্ছিন্ন ঘটনাই ছিল। কিন্তু ঐ দা-দি শুনে মনে পড়ে গেল। ঃ)
  • | 24.97.61.71 | ১৪ মে ২০১৩ ২৩:২৬606000
  • অপ্পন মনে হয় আমাকে ক দিতে গিয়ে ভুল করে কিশানুকে দিয়েছে।

    আমাকে প্রথমেই বলে দিয়েছিলাম আমাকে মুখে দিদি, মাসি, ঠাকুমা, বড়দিদা যা খুশী ডাকো বাপু মেলে সব্বদা ফার্স্ট নেম লিখবে। কাজেই মেলে ওসব চাপ খুব একটা হয় নি প্রথম দিকে দুই একটা ছাড়া। যাই হোক সেটাও বড় ইস্যু নয়, অনেকেই তো আমার নামটা পুরোটা ঠিক করে উচ্চারণ করতে পারে না, সেই জায়গায় একটা দি বা দিদি লাগালে আর কি-ইবা এমন হবে।

    আসল সমস্যা হল আমিও কাউকে দা কিম্বা দাদা বলব না, সেইটে কলকেতাস্থ হনুদের মানতে খুব অসুবিধে হয়। আর সেইটে নিয়ে আবার ঝামেলা করারওপ চেষ্টা করে।
  • কৃশানু | 213.147.88.10 | ১৪ মে ২০১৩ ২৩:২৮606003
  • এতে মোজা জ্বলা স্বাভাবিক। প্পন্দা, দমুদি দুজনকেই বললাম।
    তবে সেটা অন্যরা কি আর করে না? করে।
  • প্পন | 190.215.116.27 | ১৪ মে ২০১৩ ২৩:২৮606002
  • না না, কিশানুকে বডিশপিংসুলভ প্রজেক্টের ব্যপারে ক্ক দিয়েছি। ব্ল্যাংকি এমন করছে যে জানেই না এভাবেও প্রজেক্ট এক্ষিকিউট হয়।

    তোমাকে আর ক দেবার কী আছে, নতুন করে? ঃ)
  • প্পন | 190.215.116.27 | ১৪ মে ২০১৩ ২৩:৩০606004
  • ইএ স্পোর্টসের একটা ভালো ক্রিকেট খেলার সফটওয়্যার ছিল। ব্রায়ান লারা প্রতি বলে চার মারত প্রায়।

    হতচ্ছাড়া নেটওয়ার্কিঙের লোক এসে মেশিন রিফর্ম্যাট করে দিল গা। তাও সে লাঞ্চের সময়। ঃ(
  • ন্যাড়া | 132.179.96.159 | ১৪ মে ২০১৩ ২৩:৩১606005
  • আমাকে নিয়ে বৃথাই খিল্লি করছেন। ইএ মানে জানিনা তো কী আর করব!

    প্পনের "ছোটভাইটাকে একটু দেখবে"-টা গোলা।
  • কৃশানু | 213.147.88.10 | ১৪ মে ২০১৩ ২৩:৩৩606007
  • ফুটবল ও ছিল। প্রচুর খেলেছি।
    রমিত বিশ্বাস (হলদিয়ার ছেলে, ব্ল্যান্কিদা চেনে) একদিন বলল জানিস আজকে ইনসাইট ডজে দুটোকে ছিটকে দিয়ে বা পায়ে ভলি করে যা একটা গোল দিলাম না!! শুনে আমরা হাঁ। ও তো টেবল টেনিস ছাড়া বাকি সব খেলাতেই দিগ্গজ।
    পাশ থেকে হোস্টেল এর আরেকজন বলল, ফিফা ২০০২।
    ত্বক যেন হাঁফ ছেড়ে বাঁচলো।
  • প্পন | 190.215.116.27 | ১৪ মে ২০১৩ ২৩:৩৪606008
  • হ্যাঁ, ফুটবলও খেলেছি। তবে সেটায় বেশি ব্যুৎপত্তি হয়নি। প্রচুর কি-এর খেলা ছিল।
  • bb | 127.195.161.84 | ১৪ মে ২০১৩ ২৩:৩৫606009
  • দ ও আছেন আর প্পন ও আছে তাই প্রশ্ন, কাজ না করা আমার মত লোকের জন্য কোন ট্যাব বা নোটবুক ভাল?
    কাজ শুধু মাঃ সঃ অফিসে প্রেসেন্টেশন বানান আর প্রেজেন্ট করা, এছাড়া অফিসের মেল দেখা আর ব্রাউজ করা ব্যাস। ফোন, কম্পু একসঙ্গে হলে ভাল হয়।
  • প্পন | 190.215.116.27 | ১৪ মে ২০১৩ ২৩:৪২606010
  • হ্যাঁ, স্যানকেও বড় করে ক।

    কিছু পাব্লিক এমন ছিল ডকু বানিয়ে আমাকে রিভিউ করতে দিয়ে টিটি খেলতে চলে গেছে। যেন আমার রিভিউ হয়ে গেলে রিওয়ার্কটা ওনার পিতৃদেব এসে করে যাবেন।

    তখন মোবাইলের এত রমরমা (বুনানান্তরে রবরবা) হয়নি। পাইক পেয়াদা পাঠিয়ে তাকে ঘন্টা খানেক পরে ধরে এনে জানা গেল তিনি টিটি খেলা সাঙ্গ করে বাইক চালানো শিখছিলেন।

    তারপরে এমন ঝাড় ঝেড়েছিলাম যে খোকা আমার সাথে দেখা হলেই সম্ভ্রমের সাথে পাশে সরে রাস্তা করে দিত। আর আমিও "কী, কেমন" মার্কা একটা ভ্রূভঙ্গি করে একটা মুচকি হাসি উপহার দিতাম। প্রতিবারেই।
  • প্পন | 190.215.116.27 | ১৪ মে ২০১৩ ২৩:৪৪606011
  • বিবিদা। আমার ট্যাব নাই। একখানা গুগল ফোং আছে তাতে খুব দরকার পড়লে ডকু এডিট ইঃ করি।

    পহা জমিয়ে একখানা ই-রিডার কিনব মনস্থ করেছি।
  • Blank | 69.93.244.86 | ১৪ মে ২০১৩ ২৩:৫০606012
  • এভাবে প্রজেক্ট এক্সিকিউট হয় না, সেটা বলছি না। আমি বলছি ঐ সিচুয়েশানেও প্রোজেক্ট বেটার ভাবে হ্যান্ডল করা যায়। কিন্তু সেতো কৃশানুর সাথে আলাদা মিনিময়। কোলকেতা নিয়ে নয়।
  • Blank | 69.93.244.86 | ১৪ মে ২০১৩ ২৩:৫২606014
  • ইরিডার কেনার ব্যপারে প্পন দাকে ক। খুব কাজের জিনিস।
  • কৃশানু | 213.147.88.10 | ১৪ মে ২০১৩ ২৩:৫২606013
  • ওটা কলকেতা নিয়ে নয়। ঠিক।
  • b | 122.79.40.175 | ১৪ মে ২০১৩ ২৩:৫৬606015
  • শুধু বুনান ই বাকী থাকে কেন। ওকে আমি ক দিয়ে দি ঃ)
  • Blank | 69.93.244.86 | ১৪ মে ২০১৩ ২৩:৫৭606016
  • যাক বাবা।
  • Ishan | 202.43.65.245 | ১৫ মে ২০১৩ ০২:৪৬606019
  • কে কাকে দা বলল কে দি বলল তাতে কিছু এসে যায়না। আমাকে এখানেও হক্কলেই "দাদা" বলে। সৌরভের পরে ওটাই বাঙালির ফেভারিট ডাকনাম। :)

    কিন্তু আমার দেখা কলকাতা আইটিতে সবচেয়ে মস্তিটা হল "দাদা/দিদি ও অনুগতবৃন্দ" একদম ডিফাইনড। হতে পারে বাঙালি একটু বেশিই ঘোঁট পাকাতে ভালোবাসে। সর্বত্রই। পেশাদার জগতেও সেটাই হয়। ইন ফ্যাক্ট "আমার ছানা" কথাটা বাঙালি ছাড়া কাউকে বলতে শুনিনি। ওটার মধ্যেও সেই একই আত্মনিবেদনের প্রত্যাশা। আমার যেটা মোটেও পছন্দ না। একই কারণে। মানে, আমাকে যে রিপোর্ট করে সে যদি আমার "ছানা" হয়, তাহলে আমাকেও আমার বড়োকর্তা "ছানা" বলেই ডাকবে ও ভাববে এটাই প্রত্যাশিত।

    তবে বাইরের প্রদেশ সম্পর্কে আমি কিছুই জানিনা। হতে পারে সবই হয়। অন্য ফর্মে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আলোচনা করতে মতামত দিন