এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • দুঃখবিলাসী ঘ্যানঘেনে বাঙালীঃ বর্তমান প্রজন্মের মহিলার সহিত বিমর্শ

    ranjan roy
    অন্যান্য | ১১ মে ২০১৩ | ২৩০৮২ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Ekak | 125.115.139.226 | ১৭ মে ২০১৩ ১২:২৮606119
  • ইটা ঠিক । ঋদ্ধি র সঙ্গে একমত। বাংলা বা ইন্ডিয়ান ইংলিশে যেমন উচ্চারণ হয় সেটা মেনে চলুন নইলে পুরোপুরি যেটা ঠিক সেটা বলুন ।
    রেসটোরান্ট বলুন নইলে হ্রেস্তহ্না । শ্যাম্বাজারী আবালের মত রেস্তউ-রাঁ আআআ বলে বিটকেল দোআঁশলা টান মারলে মটকা বিলা হয়ে যায় । যে কে হ বলে শিখে সর্বর্ত্র স্প্যানিশ মনে হলেই হ হ হ করে যাচ্ছেন এদিকে এইচ তা যে মুর্ধায় লেগে থাকা অ সেটা খেয়াল নেই । সেগুলোকেও হ বলছেন :( এগুলো বড্ড বাজে লাগে । কোনো উচ্চমন্যতার ব্যাপার না । যেখানে পুরোটা জানা নেই নির্দ্বিধায় ইন্ডিয়ান ইংলিশ চালালে কেও তেড়ে মারতে আসবে না । বরং উল্টোটা করলে চান্স আছে ।
  • aka | 84.82.68.160 | ১৭ মে ২০১৩ ১৭:৪৮606120
  • একবার বলেন উচ্চারণ নিয়ে মাথা ঘামাইয়েন না আবার বলেন যেকোনো একটা মেনে চলুন। সাহেব বলে সাহেবি কেত মেনে চলুন, একক বলবে শ্যাম্বাজারী উচ্চারণ মেনে চলুন, রিদ্ধি বলবে যা করবেন পিওর ভাবে করুন। বেচারা বাঙালী যায় কোথায়। আঅমি তো স্যামন বলি আবার শিদিউল বলে সরি বলে বলি স্কেজিউল। চলে যাচ্ছে এখন।
  • S | 175.112.121.245 | ১৭ মে ২০১৩ ১৮:১৫606121
  • bb একবার বলেন মাঝামাঝিটা ভয়ংকর আবার সাহেবদের মুখে আইরাক শুনলে তাকে লেকচার ঝাড়েন।আপনি কোন মতটায় সাব্স্ক্রাইব করবেন আগে ঠিক করে নিন, তারপর নাহয় আবার কথা বলা যাবে।
  • bb | 127.195.164.94 | ১৭ মে ২০১৩ ১৮:২৫606122
  • S আজ্ঞে ইংরাজীটা আমার মাতৃভাষা নয়, কিন্তু সাহেবের, তাই আমি মাঝামাঝি বলাটা দোষের, কিন্তু সাহেব তো গাঁক গাঁক করে ইংরাজী বলবে।
  • S | 175.112.121.245 | ১৭ মে ২০১৩ ১৮:৩০606123
  • ইংরাজিতেই তো আইরাক বলছে।ইরাকিরা তাদের দেশকে কি বলে সেটা নিয়ে সাহেবদের মাথাব্যাথা থাকার তো কথা নয় (আপনার আজকের মতামত)।
  • Zn | 161.141.84.239 | ১৭ মে ২০১৩ ২০:২৪606124
  • যে যা পারে বলুক না, এত ইয়ে কীসের! মোটামুটি মানেটা বোঝা গেলেই তো হলো।
    কাগজ আর লংকা আগে একই রকম বলতাম, তফাৎটাই কানে ধরতে পারতাম না। শেষে সায়েব বন্ধু অনেক অনেক বার আস্তে আস্তে বলে বলে তফাৎ টা বোঝালো। ঃ-)
    আর এই wood, wool এইসবগুলোকেও নাকি কী একটা মিস করতাম, ওরা কন্টেক্স্ট থেকে বুঝে নিতো। পরে আস্তে আস্তে বলে বলে বোঝালো এক্টা সফ্ট ও আছে উ এর পরে, কায়্দা করে ওটাকে ছুঁয়ে যেতে হয়।
    আর আমার with কে নাকি wheat এর মতন শুনতো ওরা, আস্তে আস্তে উচ্চারণ করে বুঝিয়ে দিল ঐ আই টাকে ঠিক ই হিসাবে এরা উচ্চারণ করে না, কেমন একটা ই আর এ র মাঝামাঝি জিনিস, তাও আবার বেশ দ্রুত।
    এখন কথা হলো, আমি সাত সমুদ্দুর তেরো নদীর ঐপারের অ আ ক খ এর দেশের লোক, নেহাৎ কাজের দায়ে এই ভাষা শিখতে হয়েছে, এত সূক্ষ্ম উচ্চারণকৌশল কী করেই বা শিখবো আর খুব বেশী প্রয়োজনীয়তাই বা কী? লোকে গড়পড়তা বুঝতে পারলেই তো হলো!
  • ন্যাড়া | 132.179.27.199 | ১৭ মে ২০১৩ ২০:২৭606125
  • পরীক্ষার হলে ছাত্র । প্যাপার, প্যাপার।
    ইনভিজিলেটর (ছাত্রকে এক্স্ট্রা পাতা দিয়ে, আস্তে আস্তে) । উচ্চারণটা প্যাপার নয় পেপার।
    ছাত্র একগাল হেসে । হেবিট হয়ে গিসে গিয়া।
  • SC | 160.212.79.94 | ১৭ মে ২০১৩ ২০:৩২606126
  • সে তো বস কাজের দায়ে আমাকে লেকাপড়া শিখতে হয়েছে।
    না হলে পানের দোকানে হিন্দি গান শুনতে আমার অনেক বেশি ভাল্লাগত।
    কাজের দায়ে শিখলে হলেও ভালো করে শেখাই উচিত মনে হয়।
    এশিয়ান ছাত্রদের presentation শুনতে যা কষ্ট হয়, অনেকেই পাঁচ মিনিটেই ইন্টারেস্ট হারিয়ে ফেলে।
    কমিউনিকেশন একটা ইম্পর্টান্ট জিনিস। লোকের কি দায় পড়েছে, তোমার কথা পাঁচবার জিগ্গেস করে,
    কনটেক্সট বুঝে তারপরে বুঝবার।
  • Zn | 161.141.84.239 | ১৭ মে ২০১৩ ২০:৪২606127
  • এস সি, সেটাই বলতে চাইলাম। একটা আপ্টিমাম গোছের কিছু, লোকে বুঝতেও পারে এদিকে প্রচন্ড অর্থোডক্স খুঁতখুঁতে উচ্চারণও না যে উচ্চারণ ঠিক রাখার খেয়াল রাখতে গিয়েই ছাত্রের অমন অবস্থা যে বিষয়বস্তুটাই ঘেঁটে দিয়েছে। একটা মাঝামাঝি বোঝাপড়া। ঃ-)
  • ন্যাড়া | 132.179.27.199 | ১৭ মে ২০১৩ ২০:৪৪606130
  • আমার হিন্দি শুনে ঠেঁট বিহারি মেশিনিস্টের সে কী প্রশংসা, কী প্রশংসা! আমি মনে মনে ভাবলাম, হুঁ হুঁ বাওয়া খোদ সুশীল দোশি আর অমিতাভ বচ্চনের কাছে শেখা।

    আমার ইংরিজি শুনে সাহেব পর্যন্ত বলেছে, কই ইন্ডিয়ান অ্যাক্সেন্ট নেই তো! যদিও "প্রিন্টার" শব্দটা সাতবার উচ্চারণেও বুঝতে না পেরে আট বারের বার বলেছিল, "ও, প্রিন্নার - তাই বল।"

    বাংলা সম্বন্ধে আর কী বলব, এসব ব্যাপারে আমি যাকে বলে খুব মেফিস্টোফিলিস!

    শুধু বউ বলে আমার হিন্দি জঘন্য আর ইংরিজিতে সাহেবদের নকলি অ্যাক্সেন্ট।
  • aka | 79.73.10.10 | ১৭ মে ২০১৩ ২০:৪৮606131
  • ভালো প্রেজেন্টেশনের সাথে উরুশ্চারণের একটা সম্পর্ক আছে তবে সেটা খুব এক্সট্রিম কেস মানে যেখানে কথা বুঝতেই খুব অসুবিধা হয়। জেনেরালি সাহেবরা ভালো প্রেজেন্টেশন দেয় কারণ ১) ছেলেবেলা থেকে আর্টিকুলেট করে কথা বলতে শেখে, ২) ছেলেবেলা থেকে ফর্মালি হাউ টু প্রেজেন্ট -ভার্বালি, লিখে-শেখে। গড়পড়তা ইন্ডিয়ান যা ইংরিজি বলে তা না বোঝার নয়। প্রেজেন্টেশনের ক্ষেত্রে ঐ টেকনিক গুলো একটু জানতে হয়, ঝালিয়ে নিতে হয়। হলেই গড়পড়তা বাঙলী এবং ইন্ডিয়ান ভালোKই প্রেজেন্টেঅহন দেয়।
  • S | 175.112.121.245 | ১৭ মে ২০১৩ ২০:৫৩606132
  • ঠিক কথা Zn।যে যেমন খুশি অ্যাকসেন্টে বলুক।কিন্তু সেটা একটা টু ওয়ে স্ট্রিট ।আমি যেমন খুশি বলব আর সাহেবরা যেমন খুশি বললে লেকচার দেবো - এরকম হোলিয়ার দ্যান দাউ অ্যাটিচুড দেখালে মুশকিল।
    আর রিদ্ধি/কৃশানু/একক - আপনারা কি উচ্চারণ বলতে অ্যাকসেন্ট বলতে চাইছেন ?অ্যাকসেন্ট নিয়ে আমার কোনো অসুবিধা নেই, হাজারটা অ্যাকসেন্ট থাকতে পারে। কিন্তু শিকাগোকে চিকাগো বলাটা অ্যাকসেন্টের প্রবলেম নয়।
  • riddhi | 118.218.136.234 | ১৭ মে ২০১৩ ২১:০১606134
  • সেটা উচ্চারণ ততটা না, যত না মেকানিকাল প্রেসেন্টেশান। সেটারো কারণ গ্রামার ফামার সব কিছু নিয়ে আড়ষ্টতা। অনেক এশিয়ান এখানে এসে ইঃ শিখেছে, খুব শক্ত ব্যাপার। আমাদের একজন চীনে প্রফ 'উইডাউট লস ওফ জেনারালিটি' কে , 'উইডাউট লস ওফ জেনেরসিটি' বলত। আমেরিকানদের মত মাতব্বর টাইপ না তো, হাত পা নেড়ে হা হা হো হো করে জমিয়ে দিল। ভাল করে শেখা টা ,কমিউনিকেবল থাকা অব্দি। স্যালমন আর আলমন্ড শুনে লোকে বুঝবে না কি বলছে? এগুলো ফুটো কেতা ছাড়া আর কিছু না।
  • Zn | 161.141.84.239 | ১৭ মে ২০১৩ ২১:০১606133
  • আর, প্রেজেন্টেশন দেওয়া শুধু ভাষা বা উচ্চারণের উপরেই নির্ভর না, ওটা একটা গোটা প্যাকেজ। এক, এটা তো একধরণের পাব্লিক স্পিকিং, তাই তার কিছু শিল্প আছে। দুই, জিনিসগুলো প্রাঞ্জল করে বুঝিয়ে দেবার কৌশল। তিন, পেজগুলো এমন হওয়া যে খুব বেশী সংখ্যায় তথ্যে ভারাক্রান্ত না অথ্চ মূল ব্যাপারটা পরিষ্কার তুলে ধরছে। চার, ডায়াগ্রাম আর টেবল এমন যে যারা দেখছে তারা ওভারহোয়েল্ম্ড হয়ে পড়ছে না। ---
    এইগুলো কয়েকটা পয়েন্ট মাত্র। আরো অনেক আছে।
    এর মধ্যে ভাষা ও উচ্চারণ অবশ্যই গুরুত্বপূর্ণ তো বটেই, কিন্তু ওগুলোই একমাত্র ব্যাপার না।
  • riddhi | 118.218.136.234 | ১৭ মে ২০১৩ ২১:০২606135
  • এটা এস-সির পোস্স্টের উপর।
  • saumitra | 37.48.162.45 | ১৭ মে ২০১৩ ২১:০৪606136
  • ভারতবর্শে কোলকাতার ছ'রকম উচ্চারন হয়, কোনটাই আমাদের কোলকাতা নয়।
  • SC | 160.212.79.94 | ১৭ মে ২০১৩ ২১:৫২606137
  • সে স্যামন নাহয় ফুড সায়েন্সের লোক বুঝবে।
    হ্যান, ইন্ডিয়ান দের খুব বেশি অসুবিধা হয় না মনেহয় বুঝতে।
    কিন্তু চেয়ারম্যান এর দেশের লোকেদের মধ্যে বেশ কয়েকজনের presentation শুনতে সত্যিই ভীষণ অসুবিধা হয়।
    প্রথমদিকে তো আরো হত। এখন মনেহয় সয়ে গেছে।

    জিঙ্কদি, ঠিকই তো, presentation তো পুরো একটা প্যাকেজ।
  • প্পন | 190.215.39.80 | ১৮ মে ২০১৩ ০০:৩৩606138
  • ইরাককে আইরাক বলা ঠিক হলে শিকাগোকে চিকাগো যে বলেছে বেশ করেছে।

    আর ইরাক তো প্রপার নাউন, কাজেই মাল্টাই/ সেমাই/ পাইভট ইঃ উদাহরণ দিলে খেলব না। নইলে শাইকাগো বলতে দিতে হবে। ঃ)
  • S | 175.112.121.245 | ১৮ মে ২০১৩ ০১:১০606139
  • বেশ করতেই পারে, তবে ভুল বলেছে, উচ্চারণ জানে না বলে আওয়াজ খাবে!!! আর শাইকাগো বলতেই পারেন, তাহলেও আওয়াজ খাবেন।সবচেয়ে বড় কথা, আইরাক নিয়ে ইরাকিদের কোনো প্রবলেম নেই, তাই মাসির দরদ বেশি হলে কিছু এসে যায় না।
  • প্পন | 190.215.35.160 | ১৮ মে ২০১৩ ০১:২০606141
  • ইরাকিদের তো wmd খুঁজে পাওয়া নিয়েও কোন প্রবলেম ছিল না। ঃ)
  • প্পন | 190.215.35.160 | ১৮ মে ২০১৩ ০১:৩০606142
  • আর এই হল আমেরিকান ডিকশনারি অনুযায়ী ইরাকের উচ্চারণ।

    http://www.merriam-webster.com/cgi-bin/audio.pl?ggiraq01.wav=iraq

    অথচ আইরাক নিয়ে আওয়াজ দেওয়া যাবে না। হোলি কাউ, যেমতি কৃষ্ণ করলে লীলা ইঃ।

    ঃ D
  • Sankha | 169.53.110.140 | ১৮ মে ২০১৩ ০১:৩৪606143
  • হুম, যদি চাকরিতে টিকে থাকাটাই লক্ষ্য হয়, তাহলে দেখা যাবে প্রচুর কিছুর দরকার নেই। টেবিল এটিকেটের দরকার নেই। ফিটফাট হয়ে চুল আঁচড়ে অফিস আসারও দরকার নেই। পালিশ করা জুতোরই বা কি দরকার! পারফিউমের ভস্মে ঘি ঢেলে খালি পয়সা অপচয়। জি ও এফ দিয়েই কাজ চলে যাবে। সব হল গিয়ে ফুটো কেতা আর হীনমন্যতার ঢেঁকুর।

    ক্রমে ক্রমে দেখা যাবে চাট্টি বইপত্র পড়া, এই ব্ল্যাংকির মত (জাস্ট উদাহরণ হিসেবে, ব্ল্যাংকি আবার এই নিয়ে এতক কোরোনা বস) বাইরের কিছু সিনেমা, ফোটোগ্রাফি কিস্যু দরকার নেই। কলোনির দেশের লোকের অ্যাতো ঘোড়ারোগ কিসের? সবকটা কাঁটাচামচ বা চপস্টিকের ব্যবহার জানা নেই, কাজেই গড়পড়তা টেবিলের পাশের দুটোই বা ব্যবহার করব কেন, আঙ্গুল দিয়ে খেলেই হয়, কাজ তো চালিয়ে দেওয়া যাচ্ছে। তাতেও আমেরিকার ওয়েটার হাসিমুখেই টিপস নিয়ে যাবে, কিচ্ছুটি বলবে না।

    নিজেকে যেভাবে রিপ্রেসেন্ট করতে চান।
  • Zn | 161.141.84.239 | ১৮ মে ২০১৩ ০১:৫১606144
  • তাড়িয়ে দেবে তো! আজকাল যা হাইফাই সব আপিস! (ভবিষ্যতে আরো বাড়বে। ) চুল না আঁচড়ে ডিও না লাগিয়ে পালিশ না করে দিনের পর দিন গেলে একসময় কত্তামশাই একখান গোলাপী স্লিপ ধরিয়ে দেবেন। "যাঃ, চরে খা।" তখন?
    প্রেজেন্টেবিলিটি ইত্যাদি প্রভৃতি সবই তো সমাজে টিঁকে থাকার জন্যই। তাই নয়?
    সেই নিয়ে নাক উঁচু করাটাই তো অযৌক্তিক! মানে ক্ষ্যামতা থাকলে তো এসবের ধারই ধারতাম না, যা খুশী করে বেড়াতাম, কিছু আসতো যেতো না। পোশাক পরলাম না পরলাম না, কেমন করে খেলাম নাচলাম না গাইলাম না উদ্দাম নেত্য করলাম--কিছুর তোয়াক্কা রাখতাম কী?
  • শঙ্খ | 169.53.78.142 | ১৮ মে ২০১৩ ০১:৫৮606145
  • কে তাড়াবে? এইচার? হেঃ

    খুব বেশি হলে লোকজন নেহাত দায়ে না পড়লে কাছাকছি ঘেঁষবে না অথবা ম্যানেজার এসে বলতে পারে। কেউ তাড়াবে না।

    আর রিপ্রেসেন্টেশন টিঁকে থাকার জন্য না। সেটাই তো লিখলাম, শুধুমাত্র টিকতে হলে অনেক কিছুরই দরকার নেই। একটা অপশন।

    একটু ভাবুন।
  • SC | 160.212.79.94 | ১৮ মে ২০১৩ ০২:০৫606146
  • চুল anchre জুতো পালিশ করে আপিস! বলে কি! :-o
    আমি তো সারাজীবন টি শার্ট আর snickers পড়েই কাটিয়ে দিলাম।
    মাঝে মাঝে চটি পরেও আসি।
    আমার advisor ও তো ঐভাবে আসে।

    এবারে যদি আবাজ দেন, তুমি তো বাপু ''রিয়েল জব'' কর না, তাহলে বলব, zuckerberg ও কিন্তু ওভাবেই আপিসে আসে।

    আপিসে জুতো পালিশ করে এলে কি বেশি কাজ হয় নাকি?
  • riddhi | 118.178.95.130 | ১৮ মে ২০১৩ ০২:০৯606147
  • চাট্টি বইপত্র পড়া বা সিনেমা দেখা "দরকার" কেন হতে যাবে?? যার ভাল লাগবে পড়বে, না লাগলে পড়বে না। ব্ল্যন্কি বাবু কি গুরুতে লেখার জন্য এই সিনেমা গুলো দেখেন?? টেবিল এটিকেট ফেটিকেট এসবের দরকার নেই ই তো। অফিসের ওপর দিপেন্ড করছে। কিছু কর্পো অফিসে টাই পরে যেতেই হবে, সেখানে চাকরিতে টিকে থাকার সাথে জড়িয়ে আছে। নাহলে হু বদার্স। মানুষকে ইম্প্রেস করা লক্ষ্য হলে আলাদা ব্যপার। শন্খবাবু, আপনার এই সার্কাস্টিক পোস্ট টাই খুব সিরিয়াসলি বিশ্বাস করি।
  • শঙ্খ | 169.53.174.140 | ১৮ মে ২০১৩ ০২:২৯606148
  • এইবারে আমরা সেম পেজ-এ এসেছি ঃ-))
  • 4z | 209.7.156.134 | ১৮ মে ২০১৩ ০৩:২৯606149
  • জুকারবার্গের কজন বিজনেস ম্যানেজার ক্লায়েন্টের সঙ্গে বিজনেস মিটিং এ যায় চটি পরে, চুল না আঁচড়ে, জানা যাবে?
  • bb | 127.216.214.178 | ১৮ মে ২০১৩ ০৮:১৫606150
  • এই যারা জুকেরবার্গের উদাহরণ দেন , তাদের বলি বিভিন্ন কাজের জন্য বিভিন্ন নিয়ম আর সেটা মানাই দস্তুর। টিশার্ট আর স্নিকার পরে ওয়াল স্ট্রিটের ব্যাঙ্কারারা কাজ করেন না। জুতো পালিশ করলেই প্রোডাক্টিভিটি বাড়ে না যেমন তেমনি টিশার্ট আর স্নিকার পরলেই 'কুল' হয় না।
    শঙ্খ ঠিকই লিখেছেন নিজেকে প্রেন্জেন্টেবল রাখা উচিত এবং সেটাই দস্তুর।
    আর 'স" ইংরাজীতেই ওটা ইরাক - আইরাক নয়, মার্কিনী ছাড়াও লোকে ইংরাজী বলে।
  • dukhe | 127.194.236.180 | ১৮ মে ২০১৩ ০৯:৩১606152
  • সেই জন্যেই তো রাইটার্সে জুতো পালিশের মেশিন বসেছে। রেগুলার নীল-সাদা হাওয়াই পালিশ হচ্ছে। আমারও ইচ্ছে একদিন ওখানে পালিশ করিয়ে আনব। খুব লম্বা লাইন পড়ছে কি? কেউ জানেন?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। দ্বিধা না করে মতামত দিন