এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • দুঃখবিলাসী ঘ্যানঘেনে বাঙালীঃ বর্তমান প্রজন্মের মহিলার সহিত বিমর্শ

    ranjan roy
    অন্যান্য | ১১ মে ২০১৩ | ২৩০৮৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • aka | 80.193.66.254 | ১৮ মে ২০১৩ ০৯:৩৬606153
  • তাহলে মার্কিনিদের সাথ্ব বিজনেস করতে হলে ইরাককে আইরাক বলা প্র্যাকটিস করুন, নিজেকে প্রেজেন্টবল করতে।ভ
  • SC | 34.3.20.47 | ১৮ মে ২০১৩ ০৯:৪১606154
  • বাপরে!
    দস্তুর আবার কি। কলোনিয়াল হ্যাং।
    ওয়াল স্ট্রিটএ ব্যাংকাররা সব সুট পরে ঘরে কে বলল?
    কম্পানির উপরে depend করে। ওয়াল স্ট্রিট এ অনেক ফার্ম আছে, যেখানে দিব্যি কাসুয়াল্স চলে।
    ডি ই shaw তে চলে, jane street ক্যাপিটাল এ চলে, আরো অনেক জায়গা তেই চলে।

    তাতে তো কোম্পানি লাটে উঠে যায়নি। আর আমাকে যদি একটা কোম্পানি তে জগদ্দল স্যুট পরে আর টাই পরে হান্স্ফ্নাস করতে আপিস করতে হয়, আর আরেক জায়গায় টি শার্ট পরে আপিসে আসা যায়, তাহলে দ্বিতীয় টাই প্রেফার করব। অনেকেই এখন টাই প্রেফার করছে। zuckerberg একটা example । ওনাকে এত অপছন্দ হলে ভ্যালি তে আরো অনেক কোম্পানি আছে, তারাও এরকম ভাবেই চলে।

    যে দস্তুরে কোনো লাভ নাই, ঐসব ভুলভাল দস্তুর কাটিয়ে দেওয়া টা কূলই। কোট টাই পরলে প্রোডাক্টিভিটি improve করে এমন কোনো স্টাডি আছে কি?
    তাহলে ওই তো বললাম, ফেবু গুগুল থেকে শুরু করে, দুনিয়ার সব উনিভ উঠে যেত।
  • aka | 80.193.66.254 | ১৮ মে ২০১৩ ০৯:৪২606155
  • আমি এখন আপিস করি হাফ প্যান্ট আর খালি গায়ে। ঃ))))
  • SC | 34.3.20.47 | ১৮ মে ২০১৩ ০৯:৪৭606156
  • :ও
    এটা তো cam শো দেওয়া পানু ষ্টার এর জব ডেসক্রিপশন।:D
  • aka | 80.193.66.254 | ১৮ মে ২০১৩ ০৯:৫৯606157
  • আব্বে রিতীমতন টেকি ব্যাপার স্যপার। ওবামাকেয়ার নিয়ে কাজক্ম্মো। চোKওপ।
  • dukhe | 127.194.236.180 | ১৮ মে ২০১৩ ১০:০৩606158
  • পানুতেও আজকাল হাফপ্যান্ট লাগছে? নাকি আকা হাফপ্যান্ট পরে ওবামার কেয়ার নিচ্ছে? কিসুই বুঝি না।
  • aka | 80.193.66.254 | ১৮ মে ২০১৩ ১০:০৪606159
  • কিছুকাল আগে প্রায় একই লোকজনের সাথে শ্যুট টাই পরে কাজ করতাম;)।
  • aranya | 78.38.243.161 | ১৮ মে ২০১৩ ১০:০৬606160
  • আকা বোধহয় বাড়ী থেকে কাজ করছে
  • SC | 34.3.20.47 | ১৮ মে ২০১৩ ১০:১৭606161
  • সেটা জানি। :)
  • a x | 118.195.222.89 | ১৮ মে ২০১৩ ১১:১৯606163
  • এই কোট টাই পরলে "প্রফেশনাল" হওয়া যায়, এই জিনিসটা শুনলেই আমার গা চিড়বিড় করে! অ্যাপিয়ারেন্স দিয়ে কেপেবিলিটি বিচার করা! কিম্বা সুট পরলে তুমি খুব সিরিয়াস, জিন্স পরলে তুমি কেয়ার করনা!
  • a x | 118.195.222.89 | ১৮ মে ২০১৩ ১১:২০606164
  • টিশার্ট আর স্নিকার্স পরলে সেটা আনপ্রেজেন্টেবল কেন? আর এইরকমই দস্তুর তো তালিবানি আদেশের মত শোনাচ্ছে!
  • শ্রী সদা | 132.176.98.243 | ১৮ মে ২০১৩ ১১:৫৩606165
  • কোলকাতার ৪২ ডিগ্রী গরমে লোকজনকে সুটবুটটাই এঁটে আপিস যেতে দেখলে চরম খিল্লি পায় ঃ)
  • aranya | 78.38.243.161 | ১৮ মে ২০১৩ ১১:৫৬606166
  • শর্টস আর টি শার্ট পড়ে বহুদিন আপিস গেছি, বেল ল্যাবসে ছিলাম তখন। বিজনেসে এসে অব্দি আর সে সুবিধা নাই। তবে টাই পড়তে হয় না, এটা একটা বাঁচোয়া
  • bb | 127.216.214.178 | ১৮ মে ২০১৩ ১১:৫৮606167
  • অক্ষ - দুটোর কোনটাকেই কেঊ বাধ্যতামুলক বলছে না।
    কিন্তু জুকেরবার্গ একটা হলে তার অন্যদিকে হাজার হাজার ইন্ভেস্টমেন্ট ব্যাঙ্কিং বা অনান্য কাজ আছ যেখানে স্যুট চলে। সুতরাং টিশার্ট মানেই কুল এই ধারণাটাও ভুল।
  • aranya | 78.38.243.161 | ১৮ মে ২০১৩ ১২:০১606168
  • টাই বাঁধতেও শিখি নি। গোটা দুয়েক টাই, এক বন্ধু নট বেঁধে দিয়েছিল বছর কুড়ি আগে। সেই অবস্থায় রয়েছে এখনো।
  • শ্রী সদা | 132.176.98.243 | ১৮ মে ২০১৩ ১২:০৭606169
  • অরণ্যদা, টাই সম্পর্কে আমিও ঐ পথ নিয়েছি। কলেজে পড়ার সময় এক বন্ধু নট টা বেঁধে দিয়েছিল, এখনো খুলিনি, যদি কখনো লাগে ঃ)
  • aranya | 78.38.243.161 | ১৮ মে ২০১৩ ১২:১০606170
  • লং টার্ম ইনভেস্টমেন্ট, খবরদার খুলো না ;-)
  • kumu | 132.161.2.4 | ১৮ মে ২০১৩ ১২:৩৯606171
  • অরণ্য, এদিকপানে এলে আমি গিঁট বাঁধা টাই দেব তোমায়।
  • b | 122.79.40.82 | ১৮ মে ২০১৩ ১২:৪৪606172
  • যায়। ২০০২/৩ সালে আমাদের TCS একটি মেয়ে ক্লায়েন্ট সাইটে ছিল। সে মাথায় উগ্র গন্ধ যুক্ত কিছু একটা তেল মেখে যেত। ক্লায়েন্ট প্রথম কমপ্লেন করে। ওয়ার্নিং দেবার পরের না শোনায় মেয়ে টিকে কলকাতায় ফেরানো হয়।সেটা নিয়ে বিস্তর জল ঘোলা হয়। চাকরী গিয়েছিল কিনা মনে নেই।
  • b | 122.79.40.82 | ১৮ মে ২০১৩ ১২:৪৬606174
  • যাক এমন লোক জন আছে জেনে ভালো লাগলো। আমি ও টাই বাঁধতে পারি না। আর জীবনে ৩/৪ বারের বেশী পরি নি।
  • b | 122.79.40.82 | ১৮ মে ২০১৩ ১২:৫৪606175
  • আইবি এম এই রকম কয়েক টা কোম্পানী তে যে কোন দিন যে কোন ড্রেস পরার স্বাধীনতা আছে। TCS এ শুধু শুক্র বার অ্যালাউ করে। বেশীর ভাগ কোম্পানী ই তাই
  • dukhe | 127.194.235.176 | ১৮ মে ২০১৩ ১২:৫৭606176
  • গুচতে কেউ টাই বাঁধতে পারেন? আমারটা একবার খুলে গিয়ে সেই থেকে ব্যবহার-অযোগ্য হয়ে পড়ে আছে।
    RS Software-এ আমাদের এক বন্ধু রোজ হেইচারকে দিয়ে টাই বাঁধাত। হেইচার পলিসির ঠ্যালা আর কে সামলাবে?
  • চান্দু মিঁঞা | 122.79.36.131 | ১৮ মে ২০১৩ ১২:৫৭606177
  • সে বহুকাল আগের কথা। নেমন্তন্ন এল এক ডিনার পার্টির। তারা আবার ড্রেস কোড দিত ব্ল্যাক টাই উইদাউট ডেকোরেশন। তাতে আক্ষরিক অর্থেই রাজাগজারাও নিমন্ত্রিত অতএব আমি ও গিন্নী দুজনে মিলে ব্ল্যাক টাই উইদাউট ডেকোরেশন কিনে পরে গেলুম। গিয়ে দেখি আমি একদম বোকা ওর এক বিস্তারিত মানে আছে। তবে দুঃখের কথা ও সব জ্বালা ছেলেদের মেয়েরা মোটামুটি যা খুশি তাই পড়তে পারে। গলায় দড়ি বেঁধে নেমন্তন্ন খাওয়া যায়। রাতে বাড়ি ফিরে প্রথম কথা ভাত বসাও।
  • dukhe | 127.194.235.176 | ১৮ মে ২০১৩ ১৩:০২606178
  • পোশাক নিয়ে জবরদস্তিটা বেজায় চাপ। আমি তো কুমুদির অতিথিদের জন্যও লুঙ্গি বাধ্যতামূলক করার পক্ষপাতী নই।
  • siki | 132.177.155.238 | ১৮ মে ২০১৩ ১৩:০৬606179
  • আমি টাই বাঁধতে পারি। টাই স্যুট সমেত ওয়েস্টার্ন ফর্মাল পরতে আমি ভীষণ ভীষণ ভালোবাসি, সে আপনারা একে খ্যাও বলুন আর যাইই বলুন। নেহাত রেগুলার এসব পরার মওকা জোটে না। দু চার বছরে একবার।
  • b | 122.79.40.82 | ১৮ মে ২০১৩ ১৩:০৭606180
  • অই দ্যাকো কুমু দি !! ঃ))
  • Ekak | 125.115.139.226 | ১৮ মে ২০১৩ ১৩:০৮606181
  • আমার চারপাশের লোক আমাকে "দেখে " যা ভাবে সেটাই তাদের আমি । এবং এই তাদের আমি টা দিয়েই জগত চলে ।
    যদি না আমি বিশাল প্রতিভাধর হনু কেও হই । প্যারেল্ম্যানের পাতলুন দড়ি দিয়ে বাঁধা বলে আমি শালা সফো কোম্পানির দু আনার অর্চিতেক্ত পায়জামা পরে আপিস যাব এটা ভুলভাল দাবি । স্যুট পড়লে কী হয় না হয় সেটা কথাই নয় । আপিসের পাবলিক মেন্টালিটি যদি এরকম হয় যে মাথায় অদ্দকে নীল আদ্ধেক সাদা টুপি পরে গেলে লোকে সেটাকে মোর পসিতিভ্লি নেয় সেখানে ঘার্ত্যারাম করে পাগড়ি বেঁধে যাওয়ার কোনো মানে নেই । যে মেয়েটি আমার সঙ্গে বসে ঘন্টার পর ঘন্টা কাজ করছে তার যদি মনে হয় আমার গায়ে গন্ধ বা মুখে গন্ধ তাহলে আমাকে সাবান -লিস্তারিন এসিব নিয়ে ভাবতে হবে । ব্যাস।যারা হাপ প্যান্টের পক্ষে সওয়াল করছেন তাদের বলি ওই একী গরমে আমি যদি পা থেকে মাথা অবধি পাঁচ পরত চোগা চাবকান গলায় ৬ সেট মুক্তর হার । কানে ইয়া বড় বড় দুল গালে গাল্পাত্তা নিয়ে সামনে গিয়ে বসে থাকি এবং যে কোনো মিটিং এর শুরুতে কৃপাণ টা খুলে টেবিলের ওপর রাখি কেমন লাগবে ? সেটাও তো একধরনের অধিকার।
    বা ধরুন জাস্ট একটা মাসাই দের পোশাক পরে ছাগল চরানো লাঠি নিয়ে এক লাফ মেরে স্টেক হল্দার্স মিটিং এ ঢুকলুম ! !!

    একাদেমিয়া র ব্যাপার আলাদা । তাও আমি বেশ কয়েকটা মিটিং এটেন্ড করেছি যেখানে বাইরের ইন্দাস্ত্রী প্রজেক্ট এ টাকা ঢেলেছে তার প্রেসেন্টেশন চলছে ; সেখানে একাডেমি র লোক ও ফর্মাল পরা ।

    আরেকটা ব্যাপার আছে । ফরম্যাল নয় বলতে অন্যরা বোঝে একটা ভালো টি শার্ট বা ক্যাসুয়াল ইভনিং ওয়ার । সেটার একটা সুন্দর প্রেসেন্স আছে । কিন্তু টিপিকালি বাঙালিদের মধ্যে ফরম্যাল নয় মানে দুস্থ হয়ে থাকা । এলোমেলো থাকা ।
    আলবাল এলোমেলো থাকা টা কোনভাবেই ইনফরমাল নয় । কায়ন্দ্লি গোলাবেন না ।এটা অনেকটা নাইটি পরে ড্রইং রুমে আসার মত । যারা বোঝার বুঝবেন ।বাকিরা তক্কান ।
  • dukhe | 127.194.235.176 | ১৮ মে ২০১৩ ১৩:১৮606182
  • মাইরি টাই পরতে ঐ অস্বস্তিটাই হয়। মাসাইদের পোশাকের মত। কোনোটাই এমনিতে পরি না তো। পাড়ায়, বাজারে, ট্রেনে, মাঠে, বিয়ে বাড়িতে।
    আমার এক বন্ধু ক্যালিফোর্নিয়ায় টাই পরে ইন্টারভিউ দিতে গেসল। ইন্টারভিউয়ার ভির্মি খায় খায়। টানাটানি করে টাই খুলিয়ে তবে ইন্টারভিউ নিতে পেরেছিল।
  • Ekak | 125.115.139.226 | ১৮ মে ২০১৩ ১৩:২৭606183
  • তাহলে ভেবে দেখুন এক্স্পেক্তেসনের সঙ্গে না মিললে কীরকম চাপ হয় !
    এবং উল্টোদিকের লোকের এক্সপেক্টেশন । আমার নয় ।
  • san | 213.88.22.138 | ১৮ মে ২০১৩ ১৩:২৭606185
  • আহা এই দুস্থ হয়ে থাকার যে ক্ষি আরাম। জামাকাপড় ইস্ত্রি করতে হয়না লোকেও এক আধবার তাচ্ছিল্যের চোখে তাকায় কিন্তু পরে ইউজড টু হয়ে যায়। যে এ এরকমই ।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভালবেসে মতামত দিন