এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • দুঃখবিলাসী ঘ্যানঘেনে বাঙালীঃ বর্তমান প্রজন্মের মহিলার সহিত বিমর্শ

    ranjan roy
    অন্যান্য | ১১ মে ২০১৩ | ২৩০৮১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • san | 213.88.22.138 | ১৮ মে ২০১৩ ১৩:২৯606186
  • কিন্তু টাই আম্মো বাঁধতে পারি।যদিও পরিটরি না।
  • Ekak | 125.115.139.226 | ১৮ মে ২০১৩ ১৩:৩০606187
  • বতিন এর হয়ে ::P

    মেয়েদের বাঁধতে শিখলেই চলে ।
  • kumu | 132.161.2.4 | ১৮ মে ২০১৩ ১৩:৩১606188
  • নেক্ষ্ট টাইম কলি গেলে সকলের টাই বেঁধে দিয়ে আসব।
  • siki | 132.177.155.238 | ১৮ মে ২০১৩ ১৩:৩২606189
  • টাই সমেত বিজনেস ফর্মালস আমার তো হেব্বি স্মার্ট লাগে। আমি চান্স পেলে রোজ পরতে রাজি আছি।কোনওরকমের কন্ডিশণিং ছাড়াই।
  • | 190.215.82.38 | ১৮ মে ২০১৩ ১৩:৩৬606190
  • একক যা বলেছো বাপু।ঃ)

    হ্যাঁ টাই না পরলেও আমি ফর্ম্যাল পছ্ন্দ করি। মাঝে টি শার্ট।
  • চান্দু মিঁঞা | 122.79.37.183 | ১৮ মে ২০১৩ ১৩:৩৭606191
  • একক কি গ্রিগোরি পেরেলমানের কথা কইলেন নাকি?
  • | 190.215.82.38 | ১৮ মে ২০১৩ ১৩:৩৯606192
  • না এই সব কিছু বলতে চাই না।(১ঃ৩৬ PM) শুধু বলতে চাই আমার বৌ টাই বাঁধতে পারে।

    একক আমাকে খবরদার বার এবং কেস খাওয়াবে না। ঃ))
  • san | 213.88.22.138 | ১৮ মে ২০১৩ ১৩:৪১606193
  • হ্যা বিজনেস ফর্মাল দেখতে খুবি ভালো কিন্তু নিজে পরার জন্য ঝোল্লা ঝোল্লা জিন্স-কুর্তার মত ভালো কিচ্ছু হয়না। সে লোকে যতই আনস্মার্ট ভাবতে চায় ভাবুক আমার কোনো আপত্তি নেই।
  • চান্দু মিঁঞা | 122.79.36.155 | ১৮ মে ২০১৩ ১৪:০৯606194
  • আমিও সত্যের খাতিরে কয়ে যাই আমার চারপাশে সবাই স্যুট টাই আরো সব ভালো ভালো জামা কাপড় পরে সুগন্ধী মেখে ঘুরলে ভালই লাগে। চোখে আর নাকে আরাম হয়।
  • সায়ন | 59.249.139.199 | ১৮ মে ২০১৩ ১৪:৪৭606196
  • ভাবছিলাম কে কতরকম নট (সিঙ্গল/ডাবল বাদ দিয়ে) বাঁধা জানে সেই নিয়ে জিগাবো কিন্তু নাহ্‌, থাগ।
  • b | 135.20.82.166 | ১৮ মে ২০১৩ ১৬:২২606197
  • টাই নিয়ে ডেড় পয়সা।

    ১। শুনেছি সায়েবদের মধ্যে এক সময় এটিকেটে কোথায় থাকেন জিজ্ঞাসা করা বারণ ছিলো। এদিকে কিউরিওসিটিতেও পেট ফুলছে। তাই টাই পরার প্রচলন হয়ঃ টাইয়ের রং বা ডিজাইন দেখে লোকে গাঁই গোত্তর বুঝে যেত।

    .৫। টাইয়ের হিন্দিঃ কণ্ঠ ল্যাঙ্গোট।
  • aka | 84.82.64.160 | ১৮ মে ২০১৩ ১৭:১৯606198
  • যার যেমন দরকার তেমন পরবে। আপিসের ড্রেসকোড থাকে সেই অনুযায়ী পরতে হয়। ট্তবে গরমের মধ্যে বিয়ে বাড়িতে স্যুট টাই পরলে ইসে হয়।

    ড্রেসকোড না থাকলে লোকে ক্যাজুয়ালই পরে।
  • Blank | 69.93.253.59 | ১৮ মে ২০১৩ ১৭:৫৮606199
  • আমি জুতোর ফিতের ডবল গিঁট বাঁধতে পারিনা বলে খালি পায়ে গলানো জুতো পরি, আবার নাকি টাই
  • Zn | 161.141.84.239 | ১৯ মে ২০১৩ ০৩:৩৪606200
  • আরে এ যে সেই পোশাক স্বাধীনতা বিতর্কে দাঁড়িয়ে গেল! সেকালে এই নিয়ে খুব তক্কো হতো পাশের পাড়ায়। তো, সেখানে একজন বেশ বড় তার্কিক(তিনি চেনা লোক ঃ-) )একটা উদা দিয়েছিলেন, কে এক বিখ্যাত লোক-তিনি বিবাহ করছিলেন, তাঁর বিবাহ-অনুষ্ঠানে সবাই ফর্মাল পোশাক পরে আসবে এই নির্দেশ ছিল। সেখানে এক পোষা শিম্পাঞ্জীকেও ফর্মাল পোশাক পরিয়ে আনা হয়েছিল।
    ঃ-)
  • SC | 34.3.20.47 | ১৯ মে ২০১৩ ০৮:১৯606201
  • এককের কথার সাথে খুব বেশি বিরোধ নেই তো।
    বিশেষ করে শেষ para র সাথে।
    কিন্তু কাসুয়াল্স স্মার্টলি পরা যায়, এটা মানলে কেন খামকা ফর্মাল এর ফরমান।এইটাই জিজ্ঞাস্য।
    একাডেমিয়া মানে উস্ক খুস্ক কেন হবে। পেরেলমান একাডেমিয়া র মেনস্ট্রিম নয়।
    বরং অনেক বেশি মেইনস্ট্রিম হয়ত লিসা randall । তিনি নিজেও কিন্তু বলেন কিভাবে প্রেসেন্ট করছ নিজেকে, সেটা ইম্পর্টান্ট। (এক্ষক্ত কোট তা মনে নেই, কিন্তু ঐরকমই)
    কিন্তু নিজেকে ঠিক মত প্রেসেন্ট করতে ফর্মাল পরতে হয়, এই পয়েন্ট তা তেই আমার আপত্তি।
  • dukhe | 127.194.246.250 | ১৯ মে ২০১৩ ১০:৫৯606202
  • অন্যের এক্সপেক্টেশন লয় রে বাবা, অথরিটির এক্সপেক্টেশন। অথরিটি যদি মনে করে আপনার বোরখা পরা উচিত এবং আপনি বোঝেন না পরলে বাঁশ খাওয়ার সম্ভাবনা, রিস্ক নিতে না চাইলে আপনাকে পরতে হবে।
    এইগুলোও আবার ডোমেন ধরে বাঁধা। অ্যাকাডেমিয়া আর ইন্ডাস্ট্রি ব'লে তো না, রাইটার্সের ড্রেস কোড, ফ্যাশন ইন্ডাস্ট্রির ড্রেস কোড আর সিটিব্যাঙ্কের ড্রেস কোড আলাদা আলাদা।
  • riddhi | 118.218.136.234 | ১৯ মে ২০১৩ ১১:৫২606203
  • "সাহেবরা তো সব চলে গেছে, স্বাধীন করে দেশটাকে, আমরা তাদের ছাড়িনিকো ধরে লেজ টাকে" তারপর কি যেন, "পার্টি দিচ্ছি, শুট বুট পরে ঘুরে বেরাচ্ছি, টপ টু বটম ওদের মত সাজিয়ে নিচ্ছি গোটা সমাজ'
    অফিসের লোলা লুলুদের সাথে মাল খেয়ে নাচার জন্য টাই লাগবে।
  • riddhi | 118.218.136.234 | ১৯ মে ২০১৩ ১১:৫৭606204
  • টোতালি অপ্রাসঙ্গিক, কিন্তু কোট তাই পরে বিয়ে করে আজকাল অনেকেই করে কিন্তু। সাহেব, মেরো না, আমার জলপাইঅগুড়ির বন্ধুদের দেখেছি। কোট, টাই, আর পকেটে একটা গোলাপ ফুল, জহরলাল নেহেরুর মত।
  • b | 135.20.82.166 | ১৯ মে ২০১৩ ১২:১০606205
  • শার্ট-প্যান্ট-জিনস-টি এগুলো-ও তো সাহেবদের লেজ।
    সবার প্রভাব কাটিয়ে ১১০% নিজের মত হতে চাইলে জন্মদিনের পোশাক ছাড়া গত্যন্তর নেই।
  • bratin | 122.79.40.117 | ১৯ মে ২০১৩ ১২:১৪606207
  • ওপরের জন আমি নই।
  • সায়ন | 59.249.139.3 | ১৯ মে ২০১৩ ১২:১৬606208
  • @riddhi, বেশ চটকদার কমেন্ট, নিঃসন্দেহে। কিন্তু ঐটুকুই।

    ড্রেস কোড মেনে ড্রেস আপ করা একটা ম্যান্ডেট। এখানে ফালতু বিপ্লবিয়ানা দেখানোর কোনও মানে দেখি না। পাতি বাওয়ালির ছকবাজি ছাড়া। একটা সিস্টেমের মধ্যে থাকলে, সেটার পার্ট হলে কিছু প্রটোকল মানতেই হয়। বাদবাকিটা নিজস্ব বাছবিচার। "ড্রেস মেক্‌স আ ম্যান"। এবার সে ড্রেস ফর্ম্যাল / বিজনেস ক্যাজুয়্যালস হবে, নাকি ফাটা জিন্স আর বুকে-বাণী-লেখা টী, চয়েজ ইজ ইয়র্স। আমি নিজে প্রথমটার সঙ্গে যাবো।
  • চান্দু মিঁঞা | 122.79.36.99 | ১৯ মে ২০১৩ ১২:৪২606209
  • বহুদিন ধরেই ভাবছি ধুতি পরে গাড়ি চালানোটা ট্রাই করব কিন্তু সাহস করে হয়ে উঠছে না।
  • | 24.97.217.204 | ১৯ মে ২০১৩ ১২:৪৫606210
  • গাড়ী না বাইক? গাড়ী হলে সমস্যা কী? শাড়ি পরে তো কোনও অসুবিধে হয় না, ধুতিতেও হবে না।
  • চান্দু মিঁঞা | 122.79.36.78 | ১৯ মে ২০১৩ ১২:৫৮606211
  • না না ধুতিতে কোঁচার জন্য এমনিতেই লোকে আনস্টেবল হয়ে যায়।
  • bb | 127.195.173.125 | ১৯ মে ২০১৩ ১২:৫৯606212
  • চান্দু আমি ধুতি পাঞ্জাবি আর চটি পরে বছরে দু-তিন বার গাড়ী চালাই- বাঙালী বিয়ে হলে আর পূজার সময় - কোন চাপ নেই। বসবার সময় একটু গুছিয়ে বসতে হয় ব্যস।
    আর পোশাকের ব্যাপারে সায়ন কে।
  • dukhe | 127.194.235.26 | ১৯ মে ২০১৩ ১৩:৪৩606213
  • আবার অথরিটি ড্রেস কোড ম্যান্ডেট তৈরি করে কীভাবে? সাধারণতঃ কপি-পেস্ট ক'রে। ইন্ডাস্ট্রি-লিডাররা জতক্ষণ না এটাকে বদলাচ্ছে, ইন্ডাস্ট্রিব্যাপী ড্রেস কোড কপি হতেই থাকে। এইখানেই জুকেরবার্গের গুরুত্ব।
  • dukhe | 127.194.235.26 | ১৯ মে ২০১৩ ১৩:৪৭606214
  • ধরুন এখন যদি ইন্ডাস্ট্রির মাথারা নিজেদের আপিসে লাঞ্চ কোড চালু করে - দুপুরে ভেজ স্যান্ডউইচ খাওয়াই প্রকৃত কর্মীর লক্ষণ ব'লে সিদ্ধান্ত হয়, ধীরে ধীরে সেটিও চালু প্র্যাক্টিস হয়ে উঠবে। এবং আমাদের মত ল্যাল্যারা হেইচার পলিসিমাফিক সেটি মেনে চলতে বাধ্য থাকব।
  • সায়ন | 59.249.139.3 | ১৯ মে ২০১৩ ১৪:০২606215
  • লাঞ্চে ভেজ স্যান্ডউইচ উদাঃ টা একটু ভুলভাল হল না? ড্রেস কোড মেনে চলা বিজনেস এথিকস রিলেটেড কোড অফ কন্ডাক্টের আওতাভুক্ত হোয়্যারঅ্যাজ লাঞ্চে কে কী খাবে (অথবা এরকম কিছু সিমিলার) নিজের নিজের ইন্ডিভিজ্যুয়্যাল প্র্যাকটিস। ইন্ডাস্ট্রী (রীড ক্লায়েন্ট) ফেসিং সিস্টেমে প্রত্যেক এমপ্লয়ী (তাদের আমি ল্যালা মানতে নারাজ) কোর ভ্যালুর অংশীদার। আর জুকারবার্গের ড্রেস কোড রিলেটেড আইডিওলজিই ঠিক, এটা কে ঠিক করে দিচ্ছে?
  • bratin | 122.79.41.14 | ১৯ মে ২০১৩ ১৪:০৬606216
  • ইয়ে ধুতির ব্যাপারে আমাকে একজন SME বলা যেতে পারে।

    দুখে দা কিছু নিয়ম তো মানতেই হবে । কবি বলেছেন " when u r in rome ....."
  • bb | 127.213.213.200 | ১৯ মে ২০১৩ ১৪:১৫606218
  • আমি এই তর্কটাই বুঝতে পারছি না, জুকেরবার্গ সফল বলে আমাকে কেন তার ড্রেস কোড মানতে হবে। আমি রতন টাটাকে খুব কম ফর্মাল পোষাক ছাড়া দেখেছি। আমি তো তাকেও মডেল করতে পারি। লোকে বিল গেট্স বা ওয়ারেন বাফের উদাহরণ কেন দেয় না!! ড্রেস এর সঙ্গে সফলতার কি সম্পর্ক?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। হাত মক্সো করতে প্রতিক্রিয়া দিন