এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • দুঃখবিলাসী ঘ্যানঘেনে বাঙালীঃ বর্তমান প্রজন্মের মহিলার সহিত বিমর্শ

    ranjan roy
    অন্যান্য | ১১ মে ২০১৩ | ২৩০৭৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Ishan | 202.43.65.245 | ১৪ মে ২০১৩ ২১:১৬605953
  • আমার সীমিত অভিজ্ঞতায় স্যান ও দকে ক। ব্ল্যাঙ্কিকে ঙ। বেসিকালি যেটা হয়, সেটা হল, একটা লোকের দুপুর দুটোয় একটা মাল দেবার কথা। সে হেলেদুলে আড়াইটেয় ভমাতে খেয়ে-দেয়ে ফিরল। জিজ্ঞেস করতে বলল, ও মা এই আধঘন্টা দেরিতে কি হয়েছে। এই তো দিনের শুরু। এবার রিভিউয়ারকে তখন খুঁজে পাওয়া যাচ্ছে না। বাবু তখন চা বিড়ি খেতে গেছেন। সাড়ে-তিনটেয় তিনি রিভিউ করলেন। তাপ্পর কোডার আর রিভিউয়ার ঘন্টাখানেক ধরে বাওয়াল কল্লেন। তাপ্পর ফিক্স হল। এই করতে করতে সন্ধ্যে ছটা। এরপরে প্যাকেজিং ডেলিভারি ইত্যাদি পরের ধাপ। এবার যদি কাউকে বলেন, বস, এই কত্তে কত্তে তো ৬ টা বাজিয়ে দিলে, বাড়ি-ঘদ্দোর-কাজ-কম্মো নেই? সে খুব জেনুইনলি অবাক হয়ে বলবে, সে কি এই তো ছটা বাজল সবে।

    এই হল আমার দেখা গপ্পো। অন্য শহরে কি হয় জানিনা।
  • Blank | 180.153.65.102 | ১৪ মে ২০১৩ ২১:১৮605954
  • ব্যাঙ্গালোর কোচি ছোট এখনো। তবে আমি সুযোগ পেলে কোচি যাবো। আপিসের পাশেই নাকি সমুদ্দুর।
  • Blank | 180.153.65.102 | ১৪ মে ২০১৩ ২১:২১605956
  • এই জন্য দুপুরে মদ খেতে গেলে ফুল টিম কে নিয়ে যেতে হয়।
  • | 190.215.26.63 | ১৪ মে ২০১৩ ২১:২১605955
  • আ শাল এক কথা তো আমি ও বল্লুম।ইশেন টা না!!
  • | 24.97.61.71 | ১৪ মে ২০১৩ ২১:২২605958
  • এখন একটা প্রোডাক্ট ডেলিভারি করাচ্ছি যার মধ্যে নাহোক ১৪টা অ্যাপ্লিকেশান ইমপ্যাক্টেড। তো, ইনফোনেট স্ট্যাকটা কলকাতার টিম মূলতঃ। এন্ড ট্যু এন্ড টেস্টিঙে একজায়গায় গিয়ে ফেটেছে এমন যে ঐ এনভায়রনমেন্টে টেস্টই করা যাচ্ছে না। ইউঅ্যাট-এ টেস্ট করানো যায় কিনা দেখতে গিয়ে দেখা গেল একটা অয়্প্লিকেশানের ইউঅ্যাটে অন্যদের সাথে কানেক্টিভিটি নেই। কেন নেই? খুঁজতে গিয়ে জানা গেল, মানে আমার সাথে সাথেই অ্যাপ্লিকেশান ওনাররাও জানল যে ঐ অ্যাপকে ইউঅ্যাটে ডিকমিশান করে দেওয়া হয়েছে ইনফ্রা টিম থেকে। কেন করেছে? না কিছু মেইল ও রিমাইন্ডার এসেছিল যার প্রথমটার একটা ঝাপসামত উত্তর দিয়ে আর কোনও উত্তর কেউ দেয় নি। আজ যে মেয়েটি কলে জয়েন করলে সে জানাল সে এই সময় ছুটিতে ছিল আর সেইসময় যে দায়িত্বে ছিল সে এখন ছুটিতে আছে।

    অন্যান্য অ্যাপ্সরা যারা ব্যাঙ্গালোর, পুণে, নয়ডা, ইপসউইচ জুড়ে ছড়িয়ে আছে তারা সকলেই ঐ মেইল পেয়ে যথাযথ উত্তর দিয়েছে, ফলে সেইসব অ্যাপসরা ইউঅ্যাটে বর্তমান।
  • কৃশানু | 213.147.88.10 | ১৪ মে ২০১৩ ২১:২২605957
  • ব্ল্যান্কি দা,
    ক্লায়েন্ট প্রজেক্ট ম্যানেজ করে। তুমি কি প্ল্যান করবে? সবই তো তাদের মর্জি মাফিক। কোং এর দায় খালি ছেলে সাপ্লাই দেওয়া। ম্যানেজার লাগে বছরে একবার।
    নিজে ঠিক করবে কি কোন টাস্ক কি? মাল্টি-ভেন্ডর সিনারিও। চোদ্দ জায়গা থেকে ডেভেলপমেন্ট হচ্ছে। এক কোং ডেভেলপ করছে তো আর এক কোং টেস্টিং। দিনের শেষে সবাই মিলে উঠে দাড়িয়ে আলোচনা।

    দমুদি,
    জানি না। কোনদিন জানতেও চাই না। আমি মাস গেলে মাইনে পেলেই খুশি। যদি কোনদিন মাইনে পাবার জন্য এই ইনফো জানতে লাগে তো জানব :-)

    ন্যাড়া দা,
    এজাইল নিয়ে কিছু ভুল বলতেই পারি। আমি তো খালি কাজ করেছি। বিশদ জানি না।
  • | 190.215.26.63 | ১৪ মে ২০১৩ ২১:২৩605959
  • প্রজেক্টে কে কাউকে নিতে গেলে সেই ইন্টাভিয়্যু তো ক্লায়েন্ট ই নেবে, কোম্পানী সিভি শর্ট লিস্ট করে দেবে।
  • Blank | 180.153.65.102 | ১৪ মে ২০১৩ ২১:২৫605960
  • ক্লায়েন্ট প্রোগ্রাম ম্যানেজ করছে, পিপল ম্যানেজ নয়। সেটা তো কাউকে করতেই হবে।

    আর মামু যা বল্লো এমন আমি জীবনে দেখিনি যে লোকের ডেলিভারির চাপ আছে আর সে ভ ম তে দুপুর ২ টো অব্দি বসে আছে। এগুলো ব্যাতিক্রমী কেস। অথবা ঝাঁট জ্বলা কেস।
  • Ishan | 214.54.36.245 | ১৪ মে ২০১৩ ২১:২৮605963
  • অচ্ছা ব কেও ক দিয়ে দিলাম। :)
    না না চাপ থাকলে কেউ বসেনা। আমি নর্মাল অপারেশনের কথা কইছি। মোডটাই এরকম।
  • Blank | 180.153.65.102 | ১৪ মে ২০১৩ ২১:২৮605961
  • একজ্যাকটি দম দির টাইপের অভিজ্ঞতা পুনে নিয়ে - আর রিসেন্ট বিলিং এর একটা ঘাপলায় চেন্নাই ফিনান্স নিয়ে। উফ।
  • Blank | 180.153.65.102 | ১৪ মে ২০১৩ ২১:৩০605964
  • চেন্নাই ফিনান্স ও গুরু পড়ে। এক্ষুনি রিপ্লাই এলো। কি আনন্দ :-D
  • কৃশানু | 213.147.88.10 | ১৪ মে ২০১৩ ২১:৩১605965
  • পিপল ম্যানেজার এর কাজ আপকামিং ছুটির লিস্টি করে ক্লায়েন্ট কে পাঠানো। বছর শেষে এপ্রেসাল।
    ক্লায়েন্ট প্রতিদিন কার কাজ প্রতিন বুঝে নেয়, টু দি মাইনিউট ডিটেইল। এ ব্যাপারটা তোমার এত অসম্ভব লাগছে দেখে বেশ আশ্চর্য হচ্ছি।
  • Sankha | 118.35.9.186 | ১৪ মে ২০১৩ ২১:৩৩605966
  • না, ব্ল্যাংকি যেটা বলছে, আগে সেটা হত। ক্লায়েন্ট কাজ দিয়ে খালাস। এবারে কে কি করছে সে সব কনসাল্টিং কোম্পানি ভেতরে ভেতরে ব্যবস্থা করে ফেলবে। ক্লায়েন্ট শুরুতে একবার ইন্টারভিউ নিলেও, ডে ট ডে কাজে নাক খুব একটা গলাতো না।

    লাস্ট কয়েক বছর ধরে দেখছি এই ইন্টারনাল ম্যানেজমেন্টের জায়গাটা আস্তে আস্তে কমে যাচ্ছে। এখন ক্লায়েন্ট সাইড থেকে অ্যাকটিভলি ট্রেস করে, কে কি করেছে, করছে। অ্যাজাইলে পার স্প্রিন্টে কার কটা JIRA বা অ্যাসাইনমেন্ট আছে, কতটা এফর্ট দিল, ধরে ধরে চেক করে। মাল ইউএটি তে গেল কিনা, কেন গেল না এই সব নিয়ে বিস্তর জল ঘোলা হয়।
    আগে টিম লীডদের খুব কম লোকই টেকনিকাল কাজ করত। এখন সেসব রেয়াৎ আর কেউ করছে না।
  • কৃশানু | 213.147.88.10 | ১৪ মে ২০১৩ ২১:৩৪605967
  • ও হ্যা, বলেই যাই।
    আমার আসে পাশে বেশ বড় বড় পজিশন এর লোকেরা বসে। এই ব্ল্যান্কিদা টাইপ এর। তাদের কথা বার্তায় বেশ বুঝি চেন্নাই ফিনান্স অসম্ভব ছড়ু টিম। তবে আমি তো একপক্ষের কথা শুনি। কাজেই সত্যিটা কি জানি না।
  • Ishan | 214.54.36.245 | ১৪ মে ২০১৩ ২১:৩৫605969
  • হ্যাঁ, অ্যাজাইল যে কী বস্তু সে করুণ অভিজ্ঞতা আমার আছে। কিন্তু এখন ট্রেনিংয়ে। পরে লিখব।
  • কৃশানু | 213.147.88.10 | ১৪ মে ২০১৩ ২১:৩৫605968
  • 'লাস্ট কয়েক বছর ধরে দেখছি এই ইন্টারনাল ম্যানেজমেন্টের জায়গাটা আস্তে আস্তে কমে যাচ্ছে। এখন ক্লায়েন্ট সাইড থেকে অ্যাকটিভলি ট্রেস করে, কে কি করেছে, করছে। অ্যাজাইলে পার স্প্রিন্টে কার কটা JIRA বা অ্যাসাইনমেন্ট আছে, কতটা এফর্ট দিল, ধরে ধরে চেক করে। মাল ইউএটি তে গেল কিনা, কেন গেল না এই সব নিয়ে বিস্তর জল ঘোলা হয়।
    আগে টিম লীডদের খুব কম লোকই টেকনিকাল কাজ করত। এখন সেসব রেয়াৎ আর কেউ করছে না।'

    --- পারফেক্ট।
  • Blank | 180.153.65.102 | ১৪ মে ২০১৩ ২১:৩৬605970
  • সকালে ক্লায়েন্ট প্রত্যেকের নামে নামে কাজ পাঠালো। যার অনেক গুলো প্যারালাল, অনেক গুলো নয়। যে গুলো নয় - সেগুলো কি ভাবে হ্যান্ডল করা হবে সে টা কে দেখে !!!
  • Blank | 180.153.65.102 | ১৪ মে ২০১৩ ২১:৩৯605971
  • আগেও ক্লায়েন্ট প্রতিটা ওয়েভে নাক গলাতো, এখনো গলায়। আগের চেয়ে এখন খালি ওয়েভ গুলো অনেক ছোট হয়েছে।
    বরং আগে টীম লিডরা টেক লীড ছিল (২০০৫/২০০৬) - এখন টেক লিডিং এর বাইরেও অনেক কিছু সামলাতে হয়।
  • Blank | 180.153.65.102 | ১৪ মে ২০১৩ ২১:৪০605972
  • অ্যাজাইল একটা ঢপের বস্তু এই নিয়ে কোনো সন্দেহ নেই। প্রসেস ওভারহেড কমার বদলে অনেক বেড়ে গেছে এই সিস্টেমে।
  • কৃশানু | 213.147.88.10 | ১৪ মে ২০১৩ ২১:৪৪605974
  • এগুলো দেখার কেউ নেই। এগুলো দেখার জন্য আরেকজন লোক রাখলে তার খরচা কে দেবে? আর যে গুলো প্যারালেল নয় সেগুলো সব আমাদের টিমে এলো, নিদেনপক্ষে আমাদের কোং এই এলো, এরকম ভাবছ কেন? টেস্টিং টিম হয়ত বসে চেন্নাই, ডিবিএ ইউনিতেক। অধম বানতলা। আরেক ডেভেলপার অন্য কোং, দিল্লি। আরেক ডেভেলপার অনসাইট। ঘুমুচ্ছে।

    আমার মনে হয়, এজাইল এখনো ত্র্যদিশনাল অনশোর অফশোর মডেল এ কাজ করার উপযুক্ত নয়। দুজনকেই অনেকটা করে ঝুঁকতে হবে।
  • | 190.215.26.63 | ১৪ মে ২০১৩ ২১:৪৮605975
  • কিছু কিছু ক্লায়েন্ট খুব ছেঁচড়া হয়। যেমন সিটি। ক্লায়েন্ট টাইম শীট অ্যাপ্রুভ করার আগে প্রত্যেক টা ছেলে কী করেছে সেটা আমাকে জিগাতো। আমি সেই সময় ওনসাইটে। আর আমার টিম সাইজ ছিল ২৬। ঃ((
  • Sankha | 118.35.9.186 | ১৪ মে ২০১৩ ২১:৪৯605976
  • কি অদ্ভুত! ২০০৫-০৬ এ তো আম্মো অফশোরেই ছিলুম। আমার দেখা আর ব্ল্যাংকির দেখা এত আকাশ পাতাল আলাদা হচ্ছে কি করে? ঃ-))
  • কৃশানু | 213.147.88.10 | ১৪ মে ২০১৩ ২১:৫০605977
  • নাহ, এতে অনসাইট এরও কোনো রোল নেই। অনসাইট জাস্ট আর একজন ডেভেলপার।
  • Sankha | 118.35.9.186 | ১৪ মে ২০১৩ ২১:৫২605979
  • ঠিক। কৃশানুকে বললাম।
  • ন্যাড়া | 132.179.96.159 | ১৪ মে ২০১৩ ২১:৫২605978
  • কৃশানু, আমি অ্যাজাইল-ফ্যাজাইল কিস্যু জানি না। নামটা জানি কারন আমাদের টিম নাকি ওটা ফলো করে। ওটা চেনা পড়েছে। বাকি একটাও বুঝিনা- ইউএটি খায় না মাথায় মাখে - কোন ধারণাই নেই। আমি গুরুতে নিশ্চয়ই ৫%। কী মজা।
  • | 190.215.26.63 | ১৪ মে ২০১৩ ২১:৫৫605980
  • প্রডাক্ট কোম্পানীর গল্প অন্য ন্যাড়া টা। আমরা সবাই দুঃখী ভেন্ডার ঃ((
  • কৃশানু | 213.147.88.10 | ১৪ মে ২০১৩ ২১:৫৬605981
  • অফশোর থেকে এজাইল ফলো করতে হলে আট ঘন্টা আপিসে থেকে সম্ভব না।

    এই আমাদের অভিজ্ঞতা, শব্দ চয়ন, কন্কল আর চা-বিড়ি বিকেল। পড়ুন http://en.wikipedia.org/wiki/Agile_software_development
  • blank | 122.79.37.147 | ১৪ মে ২০১৩ ২১:৫৭605982
  • তখন আমি অনসাইটে ছিলুম।
    সেই যুগে বাচ্ছা কাচ্ছা বড় কম। সবে নতুন কিছু ব্যাচ ঢুকেছে, তার ওপরটা খালি মধ্যের রিসেসানের জন্য। প্রচুর বড় মাথারা কোড করতো তখন।
  • blank | 122.79.37.147 | ১৪ মে ২০১৩ ২২:০১605983
  • আরে সেটা তো অ্যাজাইলের সমস্যা। সে কোলকাতার অপিস হোক বা ক্যালিফোর্নিয়া, সমস্যা হবেই। পিপল ম্যানেজার ঠিক না
    থাকলে ঝাট জ্বলা বাড়বেই
  • কৃশানু | 213.147.88.10 | ১৪ মে ২০১৩ ২২:০৫605985
  • হ্যা, অ্যাজাইলেরই সমস্যা, তাতে উপরি অফশরিং। সমস্ত টিম একজায়গায় বসে একসাথে কাজ করলে অ্যাজাইলের এই সমস্যাটা হত না।
    কিন্তু মূল প্রতিপাদ্য হলো, আমি বলতে চাইছিলাম, স্যান্দি যে ফার্স্ট বক্তব্যটা রেখেছিল, সেই রকম সমস্যা কারুর কারুর জীবনে হতে পারে :-)
    এটুকুই।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভেবেচিন্তে মতামত দিন