এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  সিনেমা

  • তিরিশ বছর বয়সঃ-

    তাতিন
    সিনেমা | ১০ জুলাই ২০১৩ | ৪০০০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কৃশানু | 177.124.70.1 | ১১ জুলাই ২০১৩ ১৩:১৩618275
  • মাস্ট নয়। ভয় পাসনি। এই আমায় দ্যাখ।
  • Blank | 180.153.65.102 | ১১ জুলাই ২০১৩ ১৩:৩৭618276
  • ধুর জালি দিয়েছে। এখনু সারা রাত জেগে মদ খেয়ে ব্রেকফাস্টে সামান্য হুইস্কি খাই।
    সিরিয়াল জেবনে খাই না।
    শুক্কুর শনি রাতে ঘুমো ই না। ইত্যাদি।
  • siki | 132.177.215.106 | ১১ জুলাই ২০১৩ ১৫:২৩618277
  • পরকীয়া বুঝি সিরিয়াস নয়? পরকীয়া শুনলেই এমং হ্যাটা দেন কেন?
  • dd | 69.92.171.197 | ১১ জুলাই ২০১৩ ১৫:৩২618278
  • পরকীয়ালজি নিয়ে সায়েব সুবো মোটা মোটা কিতেব লিখতেন সবাই তখন মান্য করতো। হুঁ ঃ।
  • কল্লোল | 125.242.130.249 | ১১ জুলাই ২০১৩ ১৫:৫৭618279
  • অ্যাঃ। পরকীয়াটিয়া ৪০এর আগে জমে না। তবে ৫০শে পরকীয়ার ইয়েই আলাদা। মাক্কালী।
    ৩০ আবার পরকীয়া কর্বে কি!!! শালা নিজকীয়াই সামলাতেই লবেজান। তার আবার পরকীয়া। ধ্যুস।
    আর সে সব মহামানুষ আলাদা, তারা ২০তে চড়ে বেড়ায়, ২৫শে ওড়ে। ৩০শে শুড্ডা হয়ে যায়। আমি একজনেরে চিন্তাম, মানে গুরু মান্তাম আরকি। সে কাঁটা ছাড়া ঘড়ি পর্তো। এটি পুরুষ। নারীকূল তার কথায়ই কাৎ। কাঁটা ছাড়া ঘড়ির কথা জিগালে কইতো - সময় কি আমায় চালাবে!!
    একটি নারীকেও চিন্তাম। তখন তার ২৫ হবো হবো কচ্ছে। তার তখনকার সঙ্গীকে নিয়ে কে যেন কি বলেছিলো, মানে ফুসলাচ্ছিলো আর কি। তাতে সে বলেছিলো সেই অমর ডায়লগ - আরে ও তো আমার ২৬ নম্বর বাঁ......। ইহারা মহামানুষ।
  • Blank | 180.153.65.102 | ১১ জুলাই ২০১৩ ১৭:০৯618280
  • হ্যাঁ যা বলছিলাম। গতকাল আমরা তিরিশ+ দুই বন্ধু আর বাকি কিছু লোকজন মিলে শিবরাত্তির পালন করছিলাম। মানে তার আগে পেটে অন্য মদ পরেছিলো বটে, কিন্তু চিংড়িহাটার কাছে এসে মনে হলো বাবার পেসাদ চাই।
    তো থামাও গাড়ি - বন্ধু টি দৌড়লো মোড়ের দোকানে। সেখান থেকে ১০০ টাকার গাঁজা এনে দেওয়া হলো পানের দোকানে। সে সুন্দর করে বানিয়ে দিল দুটো সিগ্রেট। দারুন স্মুথ বানায় ভদ্রলোক। ওয়ার্ক অফ আর্ট বলা যায়।
    সেই খেয়ে গাড়ির হাওয়া খেতে খেতে নামলুম পার্ক সার্কাসে - কারন আমরা দুজন ট্রেনে বাড়ি ফিরবো, লাস্টো ট্রেন। নেমেই বুঝলুম পা গুলো কেমন আটকে আছে আর মাথার পেছন দিকে একটা বালিশ ঝুলছে। তো সেসব পাত্তা দেওয়ার কিছু নেই। প্রায় ৪৫০ ফিট নীচে স্টেশন - প্রচুর সিঁড়ি বেয়ে আমরা একসময় স্টেশনে এলাম। টিকিট কাটলাম।
    সমস্যা হলো যে টিকিট টি কি ভাবে কাউন্টারের ফাঁক দিয়ে বার করা হবে, সেটা বন্ধুটি বুঝতে পারছিলোনা। খুব জটিল সমস্যা ছিল, আমিও ব্যপারটা ভেবে পাইনি। তাও কোনো এক ম্যাজিকে টিকিট এলো হাতে।
    এরপর আমরা স্টেশনে এসে একটা সিমেন্টের বেঞ্চিতে বসতে গেলাম, তখন আমার বন্ধুটি বল্লো যে ওপরে গাছ আছে, বেঞ্চিতে হাগু করতে পারে। এই খানেই প্রথম ক্রিটিকাল সমস্যায় পরলাম আমরা - হাগু করার প্রবাবিলিটি নিয়ে। অভ্যু দা বা আকাদা ব্যপারটার সলিউশান দিতে পারে।
    আমি বল্লুম বেঞ্চী টা একদম পরিষ্কার মানে এখানে পাখীরা হাগু করে না, তাই প্রবাবিলিটু কম। বন্ধুটি বল্লো যে পরিষ্কার বাথরুম দেখে কোনো পাখীর হাগু করার ইচ্ছে বেড়ে যেতে পারে, তাই প্রবাবিলিটি বেশী। তো এই নিয়ে আমরা দুজনে বহুক্ষন আলাপ আলোচনা কল্লুম - কিন্তু কোনো সলিউশান এলোনা।
    ইতিমধ্যে,
  • Blank | 180.153.65.102 | ১১ জুলাই ২০১৩ ১৭:১৬618281
  • দেখলাম সাড়ে এগারোটার একটু আগে একটা ট্রেন শিয়ালদাহ গেলো কিন্তু আমরা জানতে পারলুম না ট্রেনটা এলো কোত্থেকে। কি সমস্যা ভাবুন। তারপর ১১-৩৫ এর একটা ট্রেন ফের শিয়ালদা গেলো কিন্তু থামলোনা। তার থেকে আমরা ডিসিশান নিলাম যে হেন্স প্রুভড হলো ১১-৩৫ থেকে কোনো মানুষ পার্ক সার্কাস টু শিয়ালদাহ যায় না। আমাদের লজিকাল ডিডাকশান অসাধারন - এই নিয়ে কোনো সন্দেহ নেই।
    আমাদের ট্রেনখানি ঢিমে তামে এলো দেরীতে। ডায়মন লোকাল। ততে চড়ে আমরা দরজার ধারে ডানদিকে দাঁড়িয়ে ছিলাম। ঐ দিকে দু খানে স্টেশান আসবে - বালীগঞ্জ আর গড়িয়া। খুব কঠিন ব্যপার - ওদিক্কার স্টেশনে নামার প্রলোভন আমাদের সংবরন করতে হবে।
    ইতিমধ্যে আমাদের রাগ হলো যে আমাদেরকে কেন পার্কসার্কাসে নামানো হয়েচে, কেন বালীগঞ্জে নামিয়ে দেওয়া হয় নি। সেই রাগ থেকে আমারা ডিসিসান নিলাম যে আমাদের বালীগঞ্জে একবার অন্তত নেমে সেই বালীগঞ্জে নামার ইচ্ছে পুরন করতে হবে।
    কিন্তু এইখানেই রিস্ক অ্যানালিসিস করে আমার বন্ধু টি জানালো যে নামার পর যদি আমরা উঠতে ভুলে যাই তখন কি হবে !!! ইহা তো লাস্টো ট্রেন। তাতে আমি ভেবে দেখলাম যে ছেলেটা ঠিক ই বলেছে, কিন্তু তাও কি নামবো না ??
    হঠাৎ দেখি বালীগঞ্জ এসে পরেছে আর এক গাদা লোক হই হই করে উঠে পরেছে, কোথা দিয়ে নামবো ঠিক বুইতে পারলুম না। শেষে আর নামাও হলো না।
    এক জন দেখি এক বান্ডিল কাঠ নিয়ে আমার পায়ের কাছে রেখে চলে গেলো। এই লাইন টি ভালো করে মনে রাখুন - এখানেই ম্যাজিক আছে।
  • কৃশানু | 177.124.70.1 | ১১ জুলাই ২০১৩ ১৭:১৮618282
  • 'ইতিমধ্যে,' দিয়ে কোনো গল্প সেশ হতে দেখিনি বাপু।
    আর সেই শনিবার, যেদিন সদাকে লেকটাউন থেকে খাল কেষ্টপুর খাল ধরে আমার বাড়িতে আসার সুপরামর্শ দিয়েছিলে, সেইদিন আম্মো সারারাত মদ খেয়ে সকালে হুইস্কি দিয়ে ব্রেকফাস্ট করেছিলুম। শুধু তাই নয়, তোমাদের পৌছে দিতে যাবার সময় তুমি ফ্ল্যাট বাড়ির-র সব বেল বাজিয়ে দিলে। অথচ আমি এতটাই হুঁশে ছিলাম যে ঘুরে ঘুরে ফিরেছি, যাতে ওই বাড়ির লোকজন তাড়া না করতে পারে।
    যা হোক, মোদ্দা কথা ফ্রিকুএন্সি কমে গেছে। আগে পুরো রাত জেগে সকালে আপিস করতে যেতাম। এখন ভাবতেই পারি না। শুক্র শনি ছাড়া পুরো রাত ভাবা যায় না।
  • Blank | 180.153.65.102 | ১১ জুলাই ২০১৩ ১৭:২০618283
  • বন্ধুটি নামবে সোনারপুর, আমি তার দুটি স্টেশন পরে। অর্থাৎ সে নামলে আমি কাউন্ট শুরু করবো। এই ব্যপারটায় নতুন এক সমস্যা দেখা দিলো। সেবল্লো যে যদি আমি আগে নেমে যাই, সে তখন কি করবে? সে কি ড্রাইভারকে বলবে দুটো স্টেশন পিছিয়ে দিতে ???
    আমরা বাদানুবাদের পরে ডিসিশান নিলাম যে ব্যপারটা সম্ভব না, কারন সে না নামলে আমি নামবো না। অর্থাৎ ওপরে সমস্যাটি লজিকালি ভুল। কিন্তু তাতেও নতুন সমস্যা দেখা দিলো। সে যদি না নামে, আমিও তবে নামবো না। দুজনের কেউ ই যদি না নামি তো কি হবে !!! এর সমাধান এখনো পাওয়া যায় নি। আমরা নেক্সট সেশানে ট্রাই করবো।
    ইতিমধ্যে বাঘাযতীন পার করেছে ট্রেন।
  • Blank | 180.153.65.102 | ১১ জুলাই ২০১৩ ১৭:২৭618285
  • যারা এই লাইনে যান, তারা জানেন যে বাঘাযতীন ফ্লাইওভার আর ট্রেন লাইন এই দুই সরলরেখা পরস্পরকে ৯০ডিগ্রীতে কাটাকুটি করেছে। বাই রোড গেলে বাঘাযতীন ফ্লাইওভার ধরে যেতে হয়। কিন্তু অঙ্কের নিয়ম বলছে যে এই দুই সরলরেখা কখনো মিলতে পারে না।
    সেক্ষেত্রে আমরা ট্রেনে চেপে কি করে সেই জায়গায় পৌছাবো যে জায়গায় আমরা গাড়ি চেপে ঐ ফ্লাইওভার দিয়ে যাই !!! ভাবুন ভাবুন - এইটা কাল আমাদের বহুত ভুগিয়েছে।
    আমি যদিও বন্ধু টিকে বল্লাম যে ব্যপারটা সহজ, কামালগাজি থেকে রাস্তা তো ডানদিকে বেঁকে সোনারপুর ঢুকেছে, তাই রাস্তা ও লাইন মিলে যায়। তাতে সে বল্লো যে কিন্তু বারুইপুর যাওয়ার রাস্তা তো সোজা, সেটা তবে এলো কোদ্দিয়ে?
    তখন আমি তাকে বিনীতভাবে জানালুম যে দেখ ভাই - আমি তো আধখানা সমস্যার সমাধান করেচি, তুই বাকি আধখানা কর। তখন সে প্রবল আপত্তি জানিয়ে বল্লো যে আমার সমাধান করা আধখানা টা আসলে তার নিজের সমাধান করার কথা ছিল। সেটা আমি করে দিয়ে কোনো ভালো কাজ করিনি। আমি বল্লুম তাতে কি, কাজ তো হয়ে গেচে - তুই বাকি কাজটার দায়িত্ত নে। তাতে সে বল্লো যে ধর তোর প্রোজেক্টে একটা জাভা আর একটা মেনফ্রেমের লোক এসেছে। এবারে মেনফ্রেমের ছেলেটা জাভার কোড টা নামিয়ে দিলো। দিনের শেষে দেখা গেলো যে জাভার প্রোজেক্ট নেমে গেছে - কিন্তু মেনফ্রেমে কিস্যু হয় নি। তখন আমি কি জাভার ছেলেটিকে দিয়ে মেনফ্রেমের কাজ করাবো !!! আর মেনফ্রেমের ছেলেটিকে থ্যাংKউ বলবো !! ভেবে দেখলুম লজিকে কুনো ভুল নাই। একদম ঠিক।
  • Blank | 180.153.65.102 | ১১ জুলাই ২০১৩ ১৭:৩০618286
  • ইতিমধ্যে এলো গড়িয়া - পরিষ্কার শুনলুম একজন নামার সময় আর একজন্কে বলছে যাই পেঁদে আসি। তাই শুনে ফের আমরা নতুন আলোচনার শিফট করলাম যে গড়িয়া কি পাঁদার জন্য আদর্শ জায়গা !!! সবাই কি এর জন্যই গড়িয়া যায় !! অন্য লোকটি দেখলাম আমাদেরকে কড়া দৃষ্টিতে দেখচে - যাগ্গে নিজেরা নোংরামি করবে আমরা সেটা বল্লেই দোষ !! যত্তসব !!
    হঠাৎ নজরে পরলো আমার পায়ের কাছে কাঠের বস্তাটা একটা মানুষ হয়ে গেছে আর তার হাতে একটা কাঁঠাল !!! কি শকিং সিচুয়েশান ভাবুন।
  • শ্রী সদা | 132.176.98.243 | ১১ জুলাই ২০১৩ ১৭:৩৩618287
  • ১০০ টাকার গাঁজা দিয়ে দুটো সিগ্রেট ? :O
  • Blank | 180.153.65.102 | ১১ জুলাই ২০১৩ ১৭:৩৪618288
  • ভালো করে দেখি শুধু কাঁঠাল নয়, এক প্যাকেট বিস্কুক, একটা কচ্ছাপ ধুপ আর একটা পেঁপেও আছে। আমার বন্ধুটির দাবী দুটো পেঁপে আছে। এই নিয়ে আমরা ফের বাদানুবাদে লিপ্ত হয়েছিলাম কিন্তু লোকটা আমাদের কিছু একটা বল্লো - মনে হয় রাগ করেছিল। তাই আমরা চুপ করে গেছি।
    এদিকে গড়িয়ার পরে নরেন্দ্রপুর, তারপরে সোনারপুর - সেখানে নামবে বন্ধুটি। নরেন্দ্রপুরে গাড়ি নাও থামতে পারে। তো সেই সিচুএয়্শানে আমি একটা ক্লাসিক ডায়লগ দিয়্ছিলাম যেটা এই মুহুর্তে মনে নেই ঠিক।
    বারুইপুরে নামার সময় ট্রেন থেকে পা বাড়াচ্ছি এদিকে স্টেশন আর আসে না। কতক্ষন পরে দেখলাম পায়ের নীচে স্টেশন। কি আজব ব্যপার। রিক্সা স্ট্যান্ডে যত যাচ্ছি তত দেখি লোক বাড়ছে, তরপর দেখি রিক্সায় মানুষ - সব রিক্সায়। তখন বাধ্য হয়ে আমাকে হাঁটতে হলো।
    আজ সকালে আমি বাড়িতেই জেগেছি দেখলুম।
  • Blank | 180.153.65.102 | ১১ জুলাই ২০১৩ ১৭:৩৫618290
  • কিশানু আমার নামে কিসব কুচ্ছো রটাচ্ছে
  • Blank | 180.153.65.102 | ১১ জুলাই ২০১৩ ১৭:৩৫618289
  • অমনি না রে, আরো কিছু গাঁজা এক্সট্রা আছে
  • san | 113.21.185.62 | ১১ জুলাই ২০১৩ ১৭:৩৯618291
  • চমৎকার ভ্রমণকাহিনী । বেঁচে থাক , দারোগা হ।
  • Hungarian Horntail | 131.241.218.132 | ১১ জুলাই ২০১৩ ১৭:৪১618292
  • ধুস্‌, এরকম কনফিউজনমার্কা জিনিসের চেয়ে বোধিলাভ ঢের ভালো। কেমন যেন ফিলোজফার ফিলোজফার গোছের ফিলিং হয়;-)
  • শ্রী সদা | 132.176.98.243 | ১১ জুলাই ২০১৩ ১৭:৪৪618293
  • কুচ্ছো আবার কি ! আমি মরছি নিজের জ্বালায়, তার মধ্যে ফোন করে এক গাদা খিস্তি এবং সর্বোপরি খালে সাঁতরে মাঝরাতে লেকটাউন থেকে কেষ্টপুরে আসার কুপ্রস্তাব - এসব কি ভুলেচি নাকি ! এদিকে যার ফ্ল্যাটে ছিলাম সে হতভাগা তখন দু টাকার মাল খেয়ে দুশো টাকার বাওয়াল দিচ্ছে, ইচ্ছে করছিল স্মির্নফের বোতলটা ওর মাথায় ভাঙি।
  • কৃশানু | 177.124.70.1 | ১১ জুলাই ২০১৩ ১৭:৪৬618294
  • স্বপ্নের উড়ান তো পুরো!!
  • Blank | 180.153.65.102 | ১১ জুলাই ২০১৩ ১৮:০৮618296
  • অরিজিৎ দার সেই বাম বুদ্ধ হয়ে হাসি ঃ)
  • Lama | 213.132.214.156 | ১২ জুলাই ২০১৩ ১২:৪৪618297
  • একশো টাকায় আজকাল কতটা পাওয়া যাচ্ছে? আমাদের জৈবনকালে দু টাকায় পুরিয়া আর আঠেরো টাকায় বস্তা পাওয়া যেত
  • de | 69.185.236.52 | ১২ জুলাই ২০১৩ ১৩:৪৪618298
  • গপ্পোটা বেশ সিকি৯ হচ্চে ঃ)) -- ডিডিদা অনবদ্য!!!
  • de | 69.185.236.52 | ১২ জুলাই ২০১৩ ১৩:৪৬618299
  • অ্যাল -- এইজন্নি অতোগুলো জানালা খুলে রাখতে নাই ঃ(((

    বুনান মহাপুরুষের পায়ের ধুলো পাওয়া যাবে এট্টু? ঃ)
  • kabya | 59.249.52.66 | ১২ জুলাই ২০১৩ ১৬:০৪618300
  • ধুরর....

    ব্ল্যান্কির কিসুই নেশা হয় নি।
    হলে কি আর সব কিছু এমন পোস্কার করে মনে রেখে বলতে পারতো?

    ওমন পা টলা কে নেশা বলে নাকি? নেশা এমন হবে দেখবে হয়ত শেয়ালদা ইস্টিশন এ ই ঘুমিয়ে পরলে।

    কি জে কয় এরা।
    সব পোলাপান
  • kabya | 59.249.52.66 | ১২ জুলাই ২০১৩ ১৬:০৮618301
  • এই সব বাজে ব্যাপার নিয়ে টই খোলা কখন ই উচিত না।

    কোথায় বলে মেয়ে রা ২০ তেই বুড়ি। আর আমার ৩০ পেরিয়ে গেলো। কি দুখু। আজকাল আর ঝারি মারতেও ইচ্ছা হয় না, মনে হয় হয়্তো বয়স এ ছোটো ই হবে। এ জে কি দুখু আমার,

    এই গুরু তে সেই দুখু কে আবার নতুন করে মনে করিয়ে দিলো গো
  • কৃশানু | 177.124.70.1 | ১২ জুলাই ২০১৩ ১৬:১০618302
  • বয়সে ছোট/ বড় হলে নিদেন পক্ষে ঝারি-ও মারা যাবে না, এ তো মারাত্মক সানি !!
  • Kaju | 131.242.160.180 | ১২ জুলাই ২০১৩ ১৬:১৪618303
  • মেয়েরা ঝারি মারে? আমরা ছেলেরাই তো সে দোষে দুষ্ট জানতাম। কাউকেই তো মনে হয় না কাহারো পানে চায় ! কানে গান গুঁজে জানলা দিয়ে কোন দিকে যে চে থাকে আর নয়ত অন্তহীন ফোন। অবশ্য আপনারা চালাক খুব, সে 'বেডরুম'-এ কে যেন কইসিল। আমরা ছেলেরা এত করেও লুকোতে পারি না। বা পারি হয়ত। কী জানি।
  • kabya | 59.249.52.66 | ১২ জুলাই ২০১৩ ১৬:৩৬618304
  • আরে বয়স এ ছোটো মনে হলে কেমোন ভাই ভাই লাগে তো, বাচ্ছা বাচ্ছা ভাব একটা।

    আমার কি আর পরকীয়া করা হবে? যদি ও আমার অনেক দিন এর সখ পরকীয়া পেরেম করার। কে জানে হবে কিনা!

    আর ই য়ে ...
    ঝারি কেনো মারবো না? ভগবান চোখ দিয়েচে দেখার জন্য ই তো নাকি।
  • শ্রী সদা | 132.176.98.243 | ১২ জুলাই ২০১৩ ১৬:৪২618305
  • ঝারি খুব ভালো জিনিস। সেদিন কগনির আপিসের সামনে দেড় ঘন্টা অপেক্ষা করতে হয়েছিল, ক্ষী করে যে সময় কেটে গেল বুঝতেই পারলাম না।
  • কৃশানু | 177.124.70.1 | ১২ জুলাই ২০১৩ ১৬:৪৭618307
  • আমাদের আপিসের সামনে আর যেন দেখতে না হয়। মনে থাকে যেন।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভালবেসে মতামত দিন