এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  সিনেমা

  • তিরিশ বছর বয়সঃ-

    তাতিন
    সিনেমা | ১০ জুলাই ২০১৩ | ৪০০৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • শ্রী সদা | 132.176.98.243 | ১২ জুলাই ২০১৩ ১৬:৫৫618308
  • বোঝো। ঝারির মতো ওপেন সোর্স জিনিসের আবার আমার-তোমার কি ?
  • | 18.37.227.99 | ১২ জুলাই ২০১৩ ১৭:১০618309
  • ত্রিশের বিবাহিত আর অবিবাহিত দুটো আলদা মেরুর বাসিন্দা হয়ে যায়|
  • Blank | 180.153.65.102 | ১২ জুলাই ২০১৩ ১৭:৫৩618310
  • ঝারি একটা শিল্প। চোখ দিয়ে দেখার মধ্যে সেই শিল্প নেই। এমনি চোখ দিয়ে দেখা সেই পাওয়ার টেনিসের মতন। সত্যিকারের শিল্পীরা ঝারি মারে।
    যেমন এখন টালিগঞ্জ তো ইউনিটেকের ১১ঃ৪৫ এর v9 বাসে একজন বেশ ঝারিয়েবল যায়।
  • Blank | 180.153.65.102 | ১২ জুলাই ২০১৩ ১৭:৫৫618311
  • সব ভুলে যাওয়ার মতন নেশা, শুধু মদ গাঁজাতে হয় না। আরো অনুপান লাগে। গাঁজাতে হয়, তবে হাওয়া লাগে প্রচুর। কিন্তু আমি একদম জিরোর মতন নেশা করি না। ওতে মজা থাকে না।
    জিরোর আগের মুহুর্ত অব্দি ঝিম হয়ে বসে থাকি।
  • Blank | 180.153.65.102 | ১২ জুলাই ২০১৩ ১৭:৫৭618312
  • ১০০ তে ভালো মতন ৬ টা সিগ্রেট হয়।
  • কৃশানু | 177.124.70.1 | ১২ জুলাই ২০১৩ ১৭:৫৭618313
  • ঠিক। জিরো কখনো-ই ভালো না। যেমতি করিনা কাপুর।
  • Blank | 180.153.65.102 | ১২ জুলাই ২০১৩ ১৭:৫৯618314
  • ঠিক, যে জন্যি প্রি চো ভালো
  • Kaju | 131.242.160.180 | ১২ জুলাই ২০১৩ ১৮:৫৪618315
  • আমার একটা প্রশ্ন আছে। যাকে ঝারি মারছি, সে যদি ঘাড় ঘোরালেই চোখে চোখ পড়ে আর সুচতুর অভিনয় সত্ত্বেও ধরে ফেলে যে তাকে ঝারি মারছিলাম, তাহলে সে কি ভালো ভাববে আমাকে? বিশেষ করে সে যদি রোজ ঠিক ১০টা বাজতে দশের ২২১-এ ওঠে আর সেখানে আমিও থাকি? সে তো সুযোগ থাকলে অন্য বাসে চলে যেতে পারে। যায়নি অবশ্য।
  • তাতিন | 34.217.194.161 | ১২ জুলাই ২০১৩ ২০:১৫618316
  • কাজু কি নাগেরবাজার নাকি?
  • kabya | 59.249.113.182 | ১২ জুলাই ২০১৩ ২১:৪৭618318
  • হে হে হে

    এরম হলে আমি তার দিকে তাকিয়ে হেসে ফেলি।
  • + | 213.110.243.22 | ১২ জুলাই ২০১৩ ২১:৫৮618319
  • ১০টা১০এ নাগেরবাজার? দেখি, কোনোদিন সময় করে উঠতে পারলে
  • কৃশানু | 213.147.88.10 | ১২ জুলাই ২০১৩ ২২:০১618320
  • তোর সুবিধে হলো না গান্ধী। কস্তুরবা-র অভিশাপ লেগেছে। টাইমিং ভুল দেখছিস।
  • siki | 132.177.215.106 | ১২ জুলাই ২০১৩ ২২:২০618321
  • ঝারি নিয়ে শিব্রামের একটা সুন্দর কবিতা ছিল। পরে টুকে দেব।
  • কৃশানু | 213.147.88.10 | ১২ জুলাই ২০১৩ ২২:২২618322
  • কিন্তু কাজুকে কেউ একটু হেল্প করবে না? সবাই নিজের স্বার্থ দেখছে?
  • kabya | 59.249.113.182 | ১২ জুলাই ২০১৩ ২২:৩১618323
  • আরে বল্লুম তো ফিক করে হেসে দিতে।

    দেকো ভাই কাউকে ঝারি মারতে গিয়ে যদি চোখ এ চোখ পড়ে যায় তালে জানবে অপর জন ও হয়্তো তোমাকে ই ঝারি মারছিলো। তাই ফিক করে হেসে দিয়ে আলাপ জমিয়ে ফেলার চেস্টা করে ফেলাই ভালো।
  • কৃশানু | 213.147.88.10 | ১২ জুলাই ২০১৩ ২২:৩৩618324
  • আরে কাজু তো সে হিন্ট দিয়েই রেখেছে। লাস লাইন পড়ুন। ও বেচারা খুবই লাজুক। আরেকটু হেল্পাতে হবে।
  • sosen | 218.107.178.181 | ১২ জুলাই ২০১৩ ২২:৪৪618325
  • তিরিশের উপ্রে এ টই এ লেকা যাবেনেকো? যাক বাবা শান্তি পেলুম।
  • শ্রী সদা | 127.194.200.41 | ১২ জুলাই ২০১৩ ২৩:১১618326
  • কমরেড কাজুদা লাল সেলাম। এগিয়ে চলো। খুলে বলো।
  • + | 213.110.243.22 | ১২ জুলাই ২০১৩ ২৩:৫৩618327
  • এগিয়ে চলো, না পারলে বল। সাথে আছি, বাসভাড়া তোমার। ২০মিনিট লেটও আর হবেনা
  • rivu | 140.203.154.17 | ১৩ জুলাই ২০১৩ ০০:০০618329
  • কল্লোল 11 Jul ২০১৩ এর কবিতাটা কার? খুব সুন্দর।
  • শ্রী সদা | 127.194.200.41 | ১৩ জুলাই ২০১৩ ০০:০০618330
  • গান্ধীদা ঃ)
  • a | 132.179.110.147 | ১৩ জুলাই ২০১৩ ০০:৩৮618331
  • হু দির কথাটায় হাজার খানেক ক দিলুম। আজকাল মনে হয় কিছুই দেখা হল না, খুব ভয় হয়!!!
  • Kaju | 69.93.246.135 | ১৩ জুলাই ২০১৩ ১৮:৪১618332
  • সিকিস্যার এরম কেসে ঠিক এ কবিতাটার কথা তুলবেই, জানি তো। এই যে প্রথমটা।

    http://www.calcuttaweb.com/kabita/kabitadisplay.php?id=56

    কিন্তু ব্যাপারটা তো তা নয়। এ তো মুখ ঘুরিয়ে নেয়া নয়, তাকাতেই আমার দিকে ফেরা, সে মুস্কিলের খুব। কিন্তু এ মোটেও তাকায় না। গান শুনবে কানে না অন্যদিকে দেখবে? একদিন কোন বাস যাবে এই ছুতোয় জিগেস করেছিলাম 'এটাই ছাড়বে বলল?', তাও তার অন্যমনস্কতা আর ইয়ারফোনের সাতপুরু বাধা অতিক্রম করে। বেশ মিষ্টি করে উত্তর দিয়েছিল, 'জিগেস করিনি, এটাই দাঁড়িয়ে শুধু দেখলাম, তাই উঠে পড়লাম।' আমিও বেশ গম্ভীর করে 'ও' বলে সিটে চলে গেছিলাম। অন্য দিন চোখাচুখির চান্সই নাই, হয়ও নাই। আমিই মাঝেসাঝে... তাও খুব নির্বিকার মুখ করে। জয়ার আগের স্টপেজে নেমে যায়। বেশ ছোট আমার চেয়ে, কলেজে পড়ে মোনয়। ইদানীং আর ওই টাইমে দেখছি না বেশ কদিন। অবশ্য আমারও এত সিনক্রোনাইজ করে বেরোনো মুস্কিল।

    কিন্তু অন্য কারুর ক্ষেত্রে হয়ত হঠাৎ একবার সেকেন্ড দুয়েকের জন্যে তাকিয়েছি, অমনি ঘুরে আমার দিকে। তক্ষুনি বুঝে ফেলে কী করে কে জানে?
  • কৃশানু | 213.147.88.10 | ১৩ জুলাই ২০১৩ ১৯:১৬618333
  • গান্ধী, পারবি? একটু খাটনি আছে মনে হচ্ছে।
  • rabaahuta | 78.224.201.112 | ১৪ জুলাই ২০১৩ ১০:১৫618334
  • ফুরোলে পঁয়ত্রিশ
    বয়স বাঘের মতো তেড়ে আসে
    শুধু দুর্বা ঘাসে আর অসুখ সারে না।
    মোড়ে মোড়ে ওড়ে শিস
    ঠোঁটে ঠোঁটে হয়ে যায় রিলে
    একটি মাত্র তিলে আর
    সাম্রাজ্য কাড়ে না।

    কবিরুল ইসলাম
  • + | 213.110.243.22 | ১৪ জুলাই ২০১৩ ১১:৫৮618335
  • খাটনি কিসের??? এত ছোটবেলাকার অভ্যেস
  • খাইখাই | 24.96.84.121 | ১৪ জুলাই ২০১৩ ১২:২১618336
  • এই সব হেল্প টেল্প করতে হলে আমাদের মত প্রৌঢ় লাগে - জীবন চলিয়া গেছে বহু বহু বছর পায়ে পায়ে - একটু পিতা, একটু গুরুজন, একটু চালশে পড়া বুড়ো, যারা কাজুর প্রতিদ্বন্ধী হবে না, আবার প্রতিপক্ষকে একটু ভরষা দিতে পারবে, আর কাজুকে যোগাতে পারবে কিছু কৌশলগত সময়োচিত উপদেশ ইঃ। কে আছেন কলকাতার গুরু ৪০এর কাছাকাছি এবং সহৃদয় পুরুষ ঃ)
  • san | 113.245.14.67 | ১৪ জুলাই ২০১৩ ১২:২৫618337
  • আমারো আজকাল হুচি আর অয়নেরই হাল , খালি মনে হয় হাতের ফাঁক দিয়ে সব দেখা শোনা ফস্কে গেল । একটুর জন্য। আরেকটু আগে খেয়াল হলেই সব ঢেলে সাজানো যেত ইত্যাদি।
  • Kaju | 69.93.193.174 | ১৪ জুলাই ২০১৩ ১৮:০২618338
  • কোনো হেল্প লাগব না মোর। এই 'দূর দূর তুম রহে'-টাই বেশ লাগে। কারুর জন্যে অপেক্ষা, যে কোনোদিন জানতেও পারবে না, বা সর্বসাধারাণের জানা তাকে প্রকাশ্য দিবালোকে আনবে না, শুধু একজনই তাহার খবর জানে। শুধু আমার পদ্যগুলান, আকারে ইঙ্গিতে এক-আধ লাইনের ইশারায় চিনবে তারে। এই যে একটা 'কাছে ছিলে দূরে গেলে' ব্যাপার, এর চেয়ে ভালো কিছু হয়? আমি মোটেও গতানুগতিক লাইনে যেতে আগ্রহী নই। তাতে সব মাটি হয়ে যায়। আর শুধু কি একজন? দুবেলা আসা যাওয়ার পথের ধারে সেই 'সে'-র পলিমর্ফিজম চলছে, একের পর এক সাবক্লাস এই 'সে' কে ইনহেরিট করে চলেছে। public virtual base নয় যদিও, private virtual base প্রত্যেকে, যার ডায়মন্ড স্ট্রাকচার সম্পূর্ণ করতে কেউ না-ই বা থাকল। কেউ-ই ফোকাসে নেই, আবার অনেকেই আছে মিলিয়ে মিশিয়ে, অত সোজা তারে চিনে ফেলা যে এ-ই সে? ঃ))
  • Kaju | 69.93.202.72 | ১৪ জুলাই ২০১৩ ১৮:০৯618340
  • if('সে' != আমাদের এখানকার সে)
    {
    read শেষের লাইনগুলো;
    }
    else
    {
    break;
    }
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খারাপ-ভাল প্রতিক্রিয়া দিন