এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  সিনেমা

  • তিরিশ বছর বয়সঃ-

    তাতিন
    সিনেমা | ১০ জুলাই ২০১৩ | ৩৯৯৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কৃশানু | 213.147.88.10 | ১৪ জুলাই ২০১৩ ২১:১৩618341
  • সে তো আমারও মনে হয়, স্যান্দি। ফ্রাস্ট্রেশন চেপে রাখি।
    কিছুই খাওয়া হল না, কিছুই পড়া হলনা, কিছুই দেখা হল না, শোনা হল না। কোথাও ঘোরা হল না। জানলাম না বুঝলাম না কত কিছুই।
  • বাঘা বাইন | 132.177.198.183 | ১৪ জুলাই ২০১৩ ২১:৪৬618342
  • এখনও আছে সময়
    আর বিলম্ব নয়!
  • আই | 122.79.36.117 | ১৪ জুলাই ২০১৩ ২২:৩১618343
  • সব থেকে আগে বলে কিছুই খাওয়া হলো না। :P
  • কৃশানু | 213.147.88.10 | ১৪ জুলাই ২০১৩ ২২:৩৭618344
  • আহা, ওটা ইম্পরট্যান্ট না?
  • kahiptaashaa | 78.224.206.247 | ১৫ জুলাই ২০১৩ ০৩:৪১618345
  • নিজের পদ্য কোট করা বড়ই বিড়ম্বনা, কিন্তু নতুন লেখা তো আর হবে না, এদিকে এইসব অতীতচারণ আমার প্রিয় সাবজেক্ট।
    তো কি আর করা, মার্জনা করবেন।

    Name: kahiptaashaa Mail: Country:

    IP Address : 203.99.212.54 Date:28 May 2010 -- 05:47 PM

    আরএকটু সময় পেলেই, তিব্বত যাওয়া যেত রাণাঘাট হয়ে।
    আর একটু সময় শুধু, ধুলোমাখা পায়ে ফেরা যেত ঘরে
    লোডশেডিঙের আগে পড়ার টেবিলে, বসা যেত, আর
    লেখা যেত ৬নং প্রশ্নের পুরোটা উত্তর ভালোভাবে।
    আর একটু সময় পেলেই, ছোঁয়া যেত সব পরমাদ,
    তুলে রাখা যেত নীড়ে, পড়ে যাওয়া পাখিদের শিশু;
    আরেকটু সময় শুধু পাওয়া গেলে, বালুঘড়ি উল্টিয়ে দেখা যেত
    ঝড়ের তাড়স কৈশোরে- আর মরে গেল যারা, লেভেলক্রসিঙে
    শুধুশুধু, আরেকটু সময় পেলে, জানা যেত কি ছিল এমন বিষাদ।
    আর একটু সময় শুধু, পাওয়া যেত যদি, সকলেই জেনে যেত
    বৃথা হয়রানি, বৃথা খুনোখুনি, এইসব; কবিদের মানস প্রতিমা;
    আর জীবনের সুখ, আঁতিপাতি- জেনে যেত শীতল প্রদেশ শুধু
    এতটুকু সোজা পথ, রাণাঘাট হয়ে।

    ---------------------------------------------------------------
    আসলে যাদবপুরের আনন্দদা একটা গান বেঁধেছিল, যদি আরেকটু সময় পেতাম। আর কিছু মনে নেই। এখন কোথায় আনন্দদা, কোথায় যাদবপুর, আর কই সময়।
  • শঙ্খ | 118.35.9.186 | ১৫ জুলাই ২০১৩ ০৫:৪৫618346
  • শুধু কবিতার জন্য আমি সুকান্তের কানমলা তাচ্ছিল্য করেছিঃ

    তিরিশ বছর বয়স
    ------------------

    তিরিশ বছর বয়স কী দুঃসহ
    চুপিচুপি নেয় গ্রীন কার্ডের ঝুঁকি,
    তিরিশ বছর বয়সেই অহরহ
    ভদ্রলোকের ক্লাবে উৎসুক উঁকি।

    তিরিশ বছর বয়সের নেই ভয়
    আজ ইউএস কালকেই ইয়োরোপ,
    নৌকরি-ডাইস-মনস্টারের জয়–
    ম্যানেজারকেও বলে দিতে পারে 'চোওপ'।

    এ বয়স জানে লিভ-ইন করার পুণ্য
    ভিটামিন ভি-ট্রোজান-রেডবুলে,
    উইকেন্ডের রাত থাকে না শূন্য
    উইকডেতে কুইকি হলেই চলে।

    তিরিশ বছর বয়সে জেরবার
    আরো তিরিশ মর্টগেজ লোন টানা,
    এ বয়সে মার্কেট আজ বুল কাল বেয়ার
    লগ্নি নিয়ে ঝামেলিঃ ফোরেক্স না সোনা?

    তিরিশ বছর বয়স নেশা করবার
    পাবে ক্লাবে মদ-গাঁজার তুফান,
    ধুমকি এলে পা ঠিক মতো রাখা ভার
    নাড়ি এবং রক্তধারায় লেগেছে তার টান।

    তিরিশ বছর বয়সে প্রোমোশন আসে
    ম্যানেজারকে দিতে পারলে হুড়ো,
    এ বয়স কালো অ্যাপ্রেইজালের ফাঁসে
    কল গড়েছেন 'হাইক' পাবার, চন্ডীদাসের খুড়ো

    তবু তিরিশের শুনেছি খিস্তি-স্ল্যাং
    এ বয়স বাঁচে ফাকে আর ওহ-শিটে,
    বিপদের মুখে কোলিগকে এ বয়স মারে ল্যাং
    এ বয়স প্রেম করে ফেসবুক চ্যাটে।

    এ বয়স জেনো ভীরু, কাপুরুষ নয়
    পথ চলতে এ বয়স যায় না থেমে,
    এ বয়সে তাই নেই কোনো সংশয়–
    এ দেশের বুকে তিরিশ আসুক নেমে।
  • siki | 132.177.198.183 | ১৫ জুলাই ২০১৩ ০৫:৫৩618347
  • নাজুক, নাজুক!
  • r2h | 76.87.81.237 | ১৫ জুলাই ২০১৩ ০৬:১৫618348
  • ভদ্রলোকের ক্লাবে, হাহা, চরম
  • কল্লোল | 37.97.221.242 | ১৫ জুলাই ২০১৩ ১০:৩৫618349
  • রিভু। ১১ জুলাই ২০১৩। ওটা আমারই ইনস্ট্যান্ট কাব্য।
    কিছুদিন আগে আমার এক সদ্য ৪০এর বন্ধুর জন্য লিখেছিলাম -

    চল্লিশ তোর চল্লিশ তোর চল্লিশ হলো বলে
    ধূলোখেলা আর নাদানীতে ভরা সময়কে পিছু ফেলে
    এই তো সময় এবার নতুন জীবন শুরু হবে
    চল্লিশ তোর চল্লিশ তোর চল্লিশ হলো সবে

    এই টইটা দেখে মনে হলো তিরিশদের জন্যও লেখা যাক এক পিস।
  • কল্লোল | 37.97.221.242 | ১৫ জুলাই ২০১৩ ১০:৩৯618199
  • ওহো ভুলে গেছি। চল্লিশটা গান হিসাবে লেখা। ওটা গাওয়া হয়েছিলো।
  • কৃশানু | 177.124.70.1 | ১৫ জুলাই ২০১৩ ১০:৫৫618200
  • শঙ্খদা - দুর্দান্ত হয়েছে। ফেবুতে শেয়ার করতে পারি? লিখব মায়াপাতার-র বন্ধু শঙ্খদার লেখা।
    জানাবেন।
  • Kaju | 131.242.160.180 | ১৫ জুলাই ২০১৩ ১১:৩২618201
  • একটা বাজে ভুল করেছি কাল, অবশ্য তাড়াহুড়োয়। সদা হয়ত বুইলে বুইত, আর কেউ ধরতে পারে নাই। কাল রাতে স্ট্রাউসট্রুপ স্বপ্নে গলা টিপতে এসেছেন দেখি !

    - 'কী লিখেছিস হতভাগা !'
    - 'হ্যাঁ স্যার পরে মনে পড়ল, virtual public / private base লিখতে হবে। নেট বন্ধ করেই খ্যাল হল। আর হবে না। এমনিতে ঠিকই লিখি, ওখানেই আর কি...
    - 'তাও ভালো, নিজে বুঝেছিস। নইলে আজই তোর মুন্ডু আর হাত দুটো ছিঁড়ে নিয়ে যেতাম। কাল থেকে কী করে আর MR নাবাতিস দেখতাম। (খানিক ভেবে) তবু কিছু শাস্তি তো তোর প্রাপ্য। শুরু কর রেকনের কোডটা ম্যাপ রিডিউস অ্যালগো লাগিয়ে, এক্ষুনি।'
    - 'ওরে বাবা, গেছি !'
    - 'কোনো কথা না। আধ ঘন্টার মধ্যে আসছি আমি'।

    ধড়মড় করে উঠে বসলাম ঘেমে নেয়ে। ও-ও-ও-ঃ স্বপ্ন ! বেঁচে গেছি বাবা !
  • শ্রী সদা | 132.176.98.243 | ১৫ জুলাই ২০১৩ ১৫:০৯618202
  • বোঝো। OOP র গুরুদেব কিশানুদা থাকতে কিনা সদা, যে কিনা সেদিন ইন্টারভিউতে ভার্চুয়াল ফাংশান ভুলে গিয়ে উদোম চাট খেল ;)

    দুবেলা আসা যাওয়ার পথের ধারে সেই 'সে'-র পলিমর্ফিজম চলছে, একের পর এক সাবক্লাস এই 'সে' কে ইনহেরিট করে চলেছে। ~ লাইনটা একঘর লাগলো। সাহসে কুলোলে ফেবুর স্ট্যাটাসে টুকে দিতুম :P
  • Kaju | 131.242.160.180 | ১৫ জুলাই ২০১৩ ১৫:২৭618203
  • আবার দেখলুম public virtual-ও দিব্যি চলে। ওই জন্যেই স্বপ্নে বকা দিল স্ট্রাউসট্রুপ, সত্যি সত্যি নয়। ;-)

    কনটেক্স্ট ছাড়া ফেবু-তে দিলে লোকে বুইদে পারবে না তো। constructor না থাকলে new করবি কেমনে আর this-ই বা কইবি কারে?
  • কৃশানু | 177.124.70.1 | ১৫ জুলাই ২০১৩ ১৫:৩১618204
  • OOP এর অনেক বাঘা বাঘা লোক আছে। অজ্জিদ্দা GoF এর নাম না করে জল খায় না। সিকি, লসাগু-দা সবাই জাভার লোক। কিশানু-দাকে আবাজ দেওয়া কেন হে ছোঁড়া? কিশানু-দা এখন ডক বানায়, টেস্টকেস লেখে (হাই লেভেল?) আর সার্ভার চলছে না বলে অফশোর থেকে আমরা কেউ কাজ করতে পারিনি বলে দিনে একটা স্ট্যাটাস মেল লেখে।

    সিপিপি-তে/ নাকি জাভায় কি বেস ক্লাসে বেস লিখতে হয়? মানে ও জায়গাটা একটু শক্ত ঠেকলো। ভুলে গেছি, এগুলো সব আট বছর আগে শিখেছিলাম। ডট নেটে ওটা লাগে না।

    আর ইয়ে, কাজুর পলিমর্ফিস্ম কি স্ট্যাটিক না ডায়নামিক ;-)
  • Kaju | 131.242.160.180 | ১৫ জুলাই ২০১৩ ১৫:৩৭618205
  • না ওটা virtual inheritance বোঝাতে base-টা base-ই লিখলাম। 'সে'-ই হত আসলে। জাভায় উহা নাই। ওনলি সিপিপি। হেবি জিনিস। রিসেন্টলি এক জায়গায় লাগিয়ে বড় আনন্দলাভ করিয়াছি। মাঝের লেভেলের সাবক্লাসে যার যে ফাংশান পছন্দ, পদ্যে কল্পপ্রতিমায় লাগিয়ে নিতে কী সুবিধে !

    আর এই পলিমর্ফিজম তো অবশ্যই ডায়নামিক। ঃ)
  • শ্রী সদা | 132.176.98.243 | ১৫ জুলাই ২০১৩ ১৫:৩৮618206
  • নাহ বেস বলতে বোধয় বেস ক্লাসটার নাম বলেছে, অর্থাৎ - সে ঃ)
  • শ্রী সদা | 132.176.98.243 | ১৫ জুলাই ২০১৩ ১৫:৪১618207
  • কাজুদা, অত কন্টেক্সট, কনস্ট্রাক্টর কিসু লাগবে না, এই লাইনটুকু লিখে দিলেই আমার ডেস্ট্রাকটর কল হয়ে যাবে।
  • kumu | 69.178.156.153 | ১৫ জুলাই ২০১৩ ১৫:৪৭618208
  • এবার গ্রীষ্ম তিরিশে পড়লো,
    তাও কোথাও নেই কোরক
    কৃষ্ণচূড়ার,
    তবে তাই হোক,
    এবার গ্রীষ্ম তিরিশে পড়লো।
  • Kaju | 131.242.160.180 | ১৫ জুলাই ২০১৩ ১৫:৪৭618210
  • নাঃ তাহলে দরকার নেই। কালিদাস হোস নি বসে থাকা ডালে কোপ মেরে। শেষে ভূত হয়ে segmentation fault, core dump - এক্কেরে বিতিকিচ্ছিরি কান্ড।
  • sinfaut | 131.241.218.132 | ১৫ জুলাই ২০১৩ ১৫:৪৭618211
  • যাকে বলে জিসিও হয়ে যাবে।
  • কৃশানু | 177.124.70.1 | ১৫ জুলাই ২০১৩ ১৫:৫২618212
  • সাপ্রেস ফাইনালিজ এর মত একটা লাইফ লাইন থাকা উচিত :-)
    আর কুমুদিকে কনগ্রা :-) শ্যামলদাকেও।
  • kumu | 69.178.156.153 | ১৫ জুলাই ২০১৩ ১৫:৫৭618213
  • শ্যামলদা কোদ্দিয়ে এলেন? হ্যাঁ?
    এইজন্য আজকাল কবিতা টবিতা লিকি না-
  • কৃশানু | 177.124.70.1 | ১৫ জুলাই ২০১৩ ১৬:০০618214
  • ইকি, আমি ভাবলাম তিরিশ বছর পূর্ণ হলো বুঝি !!
  • kihim | 24.96.64.188 | ১৫ জুলাই ২০১৩ ১৬:০৪618215
  • class তায় আবার virtual - তাদের্কে রাস্তাঘাটে দেকা যাচ্চে - এ কেয়ং কতা? ওর তো instance ই create হবে না। আর শুধু class দেকা যায় না কি?
  • de | 69.185.236.51 | ১৫ জুলাই ২০১৩ ১৬:০৪618216
  • ঝারির মতো এট্টা হাই-লেভেলের শিল্পেও এরা কোড এনে ফেল্লো ঃ((
    কাজুর "সে" ভালো লাগলো --

    শঙ্খও দারুণ!
  • Kaju | 131.242.160.180 | ১৫ জুলাই ২০১৩ ১৬:১০618217
  • হুঁ হুঁ, কিহিম, ইহা এত্ত সোজ্জা নহে। সব ক্লাসই কনক্রীট, কেবল ইনহেরিট করিবার সময়ে ভার্চুয়াল করিতে হয়। একটু জটিল আসে কেসটা। ওরম ভুলভাল দিকে extrapolate করবেন না। স্ট্রাউসট্রুপ বড় হুটপাট চলে আসেন স্বপ্নে, বেগড়বাই হলেই ! তায় নতুন ভার্সন C++11 নিয়ে বই বেরোলো সদ্য।
  • Kaju | 131.242.160.180 | ১৫ জুলাই ২০১৩ ১৬:১২618218
  • দে-দি, এসে পড়ল তো কী করব? আমি তো দেখি জীবনের অনেক কিছুই OOP এর ফিলোসফি দিয়ে ব্যাখ্যা করা যায়।
  • কৃশানু | 177.124.70.1 | ১৫ জুলাই ২০১৩ ১৬:১৭618219
  • কিহিম কি কইলো? ভার্চুয়াল ক্লাসতো ঠিক তেমন জিনিস নয়। মানে কোনো নতুন OOP কনসেপ্ট নয়। আর একটা ক্লাসের সব মেথড-ও যদি ভার্চুয়াল হয়, তার দিব্য ইনস্ট্যান্স হবে তো।
  • kihim | 24.96.64.188 | ১৫ জুলাই ২০১৩ ১৬:২০618221
  • হুমম, ভুলে গেছিলুম - কোন method pure virtual হলে instance হবে না।

    কাজ তা হবে, আমি ++ ১.০ পড়েছিলাম বোধয়, এহন তো সব ই অন্যরকম হতেই পারে ঃ)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। চটপট মতামত দিন