এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  ছবি

  • বিশ্বকর্ম্মা পূজায় ঘুড়ি ওড়ানো হয় কেন?

    তাতিন
    ছবি | ১৭ সেপ্টেম্বর ২০১৩ | ৩৬৮৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • b | 135.20.82.164 | ১৮ সেপ্টেম্বর ২০১৩ ১৪:২৫619171
  • বিশ্বকর্ম্মা-র মূর্তি প্রায় কার্ত্তিকঠাকুরের মত কেন?
    ========
    শ্রী বি- প্রণীত
    (এ যাবৎ দাঁড়ি কমা সেমিকোলন সুদ্ধ সম্পুর্ণ অপ্রকাশিত)
    =============
    বাংলা মঙ্গলকাব্যের প্রাচীন ধারা, যা একাধারে সাংখ্যদর্শনের সাথে লোকায়ত ধর্ম্মের একটি সন্তত মিলনের ঐতিহ্য বহন করে চলেছে, যা আমাদের গ্রাম বাংলার জনমানসে নিরন্তর আনন্দধারার মত আজো বহমান, এবং সর্বোপরি যা আমরা, ইংরাজী শিক্ষায় শিক্ষিত মেকলের শহুরে অনুগামীরা ভুলতে বসেছি, তা আমাদের এই শিক্ষাই দেয় যে ....
    ( আগামী সংখ্যায় সমাপ্য)
  • jhiki | 216.53.152.168 | ১৮ সেপ্টেম্বর ২০১৩ ১৪:২৬619172
  • বস্তুতঃ সেকেন্ড আর থার্ড ইয়ারে শেখা স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং-এর কিছু বেসিক ফান্ডা ছাড়া চাকরী জীবনে কলেজের কোন বিদ্যাই কাজে আসেনি।
  • Reshmi | 129.226.173.2 | ১৮ সেপ্টেম্বর ২০১৩ ১৪:২৮619173
  • আমিও আইটি না, আমারো তেল নিয়ে কারবার, তবে উৎপাদন নয়, পরিশোধন। ওয়ার্কশপের অভিজ্ঞতা আমারো কোন কাজে আসে নি। কোনো কেমিকাল ইঞ্জিরই এইসব অভিজ্ঞতা কোন কাজে আসে বলে মনে হয় না।
  • de | 190.149.51.68 | ১৮ সেপ্টেম্বর ২০১৩ ১৪:৩১619174
  • বুঝেছি -- থ্যাংকু সবাইকে -- বোঝানোর জন্য!
  • de | 190.149.51.69 | ১৮ সেপ্টেম্বর ২০১৩ ১৪:৩৩619175
  • যা বুঝলাম -- তা হোলো, সকলের কাজে আসে না -- তো তাদের এই সময়ে অন্য কিছু শেখানো যেতো, যা ভবিষ্যতের পেশায় কাজে লাগবে। অবশ্য, অতো আগে বোঝাও মুশকিল, কে কোন পেশায় স্টিক করবে!
  • Lama | 213.99.212.224 | ১৮ সেপ্টেম্বর ২০১৩ ১৫:০৫619176
  • ভবিষ্যতের পেশা বুঝবে কি করে? যেমন আমি কখনো ভিস্যুয়ালাইজার হয়ে যাব সেটা বোঝা শিবের অসাধ্য ছিল। আইটিতে তাও কোনো কোনো মাইনিং ইঞ্জিনিয়ার আসে। আমি এমনকি আইটি গাইও নই। উক্ত কাজে আমি নিজেকে ছাড়া কাউকে আজ পর্যন্ত দেখি নি। তো কলেজ আর জানবে কি করে 'এই ব্যক্তিকে কাঠকয়লা দিয়ে রেখাচিত্র আঁকা শেখালে ভবিষ্যতে এর উপকার হবে'?

    অবশ্য কলেজ থেকে বেরিয়ে প্রথম কিছু বছর এমন কাজ করেছি যেখানে ঐসব ছেনিহাতুড়ি-ওয়েল্ডিং এর বিদ্যা একটু আধটু কাজে এসেছে।
  • Lama | 213.99.212.224 | ১৮ সেপ্টেম্বর ২০১৩ ১৫:১০619177
  • ঝিকির কলেজ যাওয়াটা রীতিমত খবর হয়েছে দেখলাম। আমাদের সাতানব্বুইয়ের অনেকেই বলছিল 'অমুক আজ কলেজ যাচ্ছে।' :)

    ষোলই জুন আমরা জম্পেশ করে গেট টুগেদার করে ফেললাম। দেশে আর কটাদিন আগে এলে পারতিস
  • jhiki | 216.53.152.171 | ১৮ সেপ্টেম্বর ২০১৩ ১৫:২৩619178
  • টই যখন ঘেঁটেই গেছে আরো ঘেঁটে দিই।
    এক পরিচিত শিকাগোর কাছে এক ইউনিতে মেকানিকাল এ ভর্তি হয়েছে এবার। তার বাবার কাছে জানলাম যে তার ফার্স্ট সেম-এ ওয়ার্কশপ নেই।
  • jhiki | 216.53.152.169 | ১৮ সেপ্টেম্বর ২০১৩ ১৫:২৭619179
  • লামা দা, আমার জীবন এখন আমার ইচ্ছা দ্বারা সম্পূর্ণ নিয়ন্ত্রিত নয় ...... ভাটে বর্ণিত 'ভালো মা' হওয়ার চেষ্টায় আছি :)
  • | 24.97.78.6 | ১৮ সেপ্টেম্বর ২০১৩ ১৫:৩৬619181
  • কিন্তু যারা ধর মেরিন কিম্বা ইলেকট্রনিক্স অ্যান্ড টেলেকমিউনিকেশান বা কেমিক্যালে ভর্তি হয় তাদের ক্ষেত্রে কি শুরু থেকেই জানা থাকে না যে এদের কার্য্যক্রমের সাথে ছকোনা বল্টু বানানোর কোনও যোগ নেই?
    সেক্ষেত্রে ঐগুলো অপ্রয়োজনীয় বোধে বাদ দেওয়া যায় না?
  • Blank | 180.153.65.102 | ১৮ সেপ্টেম্বর ২০১৩ ১৬:১৩619182
  • আমাদের আইটি, কম্পু সায়েন্সের ফার্স্ট ইয়ারেও এই সব জালি কাজ করতে হতো।
  • cb | 209.67.203.141 | ১৮ সেপ্টেম্বর ২০১৩ ১৬:২০619183
  • ঐখানেই এক অদ্ভুত ডায়ালগ শুনেছিলাম, এক অ্যাসিস্টান্ট স্যারের কাছে, " বুদ্ধিটা কি ব্যান্কে জমা রেখে এসেছ?" আর এই ডায়ালগ শুনি নি :)
  • Kaju | 131.242.160.180 | ১৮ সেপ্টেম্বর ২০১৩ ১৬:২৮619184
  • এ ডায়লগ তো অনেক শুনেছি, নতুন কিছু না।
  • /\ | 69.160.210.2 | ১৮ সেপ্টেম্বর ২০১৩ ১৬:৩২619185
  • কেমিক্যালে ফাইল করে করে বল্টুর মাথা ছকোনা করেছিলাম বটে। সেবিদ্যা এই সেদিন কাজে এল। একটা করাত কিনলাম বাড়ির জন্যে, তার দাঁতে ধার দিতে গিয়ে, যাকে বলে সাঁঙাল। ছোট্টো তেকোনা ফাইল দিয়ে ঘষে করতে হয়।
  • kumu | 132.161.122.0 | ১৮ সেপ্টেম্বর ২০১৩ ১৭:২৪619186
  • আমাদের সেই প্রি-ডায়নোসর যুগেও মেয়েরা হু হা ওয়ার্কশপ করত এবং ড্রয়িংবোর্ড বইত।
  • cb | 209.67.203.140 | ১৮ সেপ্টেম্বর ২০১৩ ১৭:২৮619187
  • কাজু আর আমি একসাথেই শুনেছি নিশ্চই, হয়্ত এক ই ক্লাসে
  • kumu | 132.161.122.0 | ১৮ সেপ্টেম্বর ২০১৩ ১৭:২৯619188
  • আর এইজন্ন আমি কেসির ফ্যান।যা করে ভাল করে করে।
  • Kaju | 131.242.160.180 | ১৮ সেপ্টেম্বর ২০১৩ ১৭:৩১619189
  • নাঃ আমি ইঞ্জি-তে শুনেছি বলে মনে হয় না, স্কটিশ কলেজে এইচেসের ফিজিক্স প্র্যাক্টিকালে অরূপ রায়ের হাতে রিপিট খেয়েছি বার কয়েক, তখনি শুনে থাকব। ঃ)
  • Ishan | 202.43.65.245 | ১৮ সেপ্টেম্বর ২০১৩ ২০:২৭619190
  • শুধু বাজে গপ্পো। ঝিকি আর ল্যামি দুজনেরই চেহারা আমি বিলক্ষণ জানি। কে কত হাতুড়ি পেটাতে পারে, তাও জানা আছে। এদের তুলনায় আমিই যা একটু পেশীবহুল ছিলাম। :)

    বিক্কলেজের প্রচুর শিক্ষা আমার জীবনে প্রচুর কাজে লেগেছে, কিন্তু তার কোনোটাই ক্লাসরুমের না। এই যেমন ঝিকির আরেক প্রিয়তম বান্ধবী আমাকে ঘাড়ে ধরে প্রোগ্রামিং শিখিয়েছিল ঝাড়া একমাস ধরে (সে কী যন্ত্রণা, খালি মারতেই বাকি রেখেছিল), সেই দিয়েই এখনও করেকম্মে খাচ্ছি। ওয়ার্কশপে কী যে করেছিলাম, কে জানে।

    হাতুড়ি পেটানোটা ইয়ার্কি। কিন্তু এইটা ফ্যাক্ট, যে, বিক্কলেজের মেয়েরা কক্ষনো ড্রয়িং বোর্ড বইতনা। ঝিকি একবার বলে দেখাক বইতো। কতো যে গালাগাল দিয়েছি এই পার্শিয়ালিটির। এখন বললে হবে?

    পুঃ আমি ফোরম্যানকে ভুল করে ওভারসিয়ার লিখেছি। আমার যে কী হবে।
  • siki | 131.243.33.212 | ১৮ সেপ্টেম্বর ২০১৩ ২০:২৯619192
  • তো কারা বইত ওদের বোর্ড?

    আমাদের কলেজে তো যে যার বোর্ড নিজেই বইত।
  • kc | 188.61.96.29 | ১৮ সেপ্টেম্বর ২০১৩ ২০:৪১619193
  • বোর্ড বওয়াটা কি জিনিস? আমরাতো কোনওদিনই বোর্ড বইনি। কাউকে বইতেও দেখিনি। না না স্মৃতি এতটা বিশ্বাসঘাতকতা কিছুতেই করছেনা। কিহিম আর স্চ কনফার্ম করবে আশা করি।
  • Reshmi | 132.161.131.5 | ১৮ সেপ্টেম্বর ২০১৩ ২০:৪৩619194
  • আমিও কনফার্ম করলাম। কখোনো বোর্ড বইতে হয়নি।
  • kc | 188.61.96.29 | ১৮ সেপ্টেম্বর ২০১৩ ২০:৪৬619195
  • না না তক্কোটা যেখান থেকে হচ্ছে সেখান থেকে রেশমীর সাক্ষ্য মানা হবেনা বুইতেই পারছি। বরং ফরিদা বলুক। ওমনাথ বলুক, তাতিন বলুক, ন্যাড়াদা বলুক, অপ্পন বলুক, কাজু বলুক, দীপু বলুক,
  • jhiki | 149.195.254.43 | ১৮ সেপ্টেম্বর ২০১৩ ২০:৫৫619196
  • আমদের বোর্ড ড্রয়িং ক্লাসের পাশের ঘরে জমা থাকত। তার জন্য মাসিক কিছু চার্জ দিতে হত।
  • aka | 81.91.99.231 | ১৮ সেপ্টেম্বর ২০১৩ ২০:৫৬619197
  • আমি লেদ মেশিন দেখেছি।
  • sch | 123.193.252.125 | ১৮ সেপ্টেম্বর ২০১৩ ২০:৫৭619198
  • KC da প্লেন টেবল সার্ভের সময় ক্যাম্পে কয়েকবার বোর্ড বয়েছি - আর কোনো দিন কিছু বয়েছি বলে জানি না
  • Ishan | 214.54.36.245 | ১৮ সেপ্টেম্বর ২০১৩ ২০:৫৮619199
  • ওহো আমাদের হস্টেলগুলি ছিল কলেজ থেকে মিনিমাম হাফ মাইল দূরে। মেয়েদের পান্ডিয়া একটু কাছে ছিল। ছেলেদের উলফও। ড্রয়িং বোর্ড থাকত হস্টেলে। ফার্স্ট আর সেকেন্ড ইয়ারে সাত সকালে সেসব টানতে টানতে নিয়ে যেতে হত। হাত-ফাত ব্যথা হয়ে একশা। ওদিকে মেয়েদের ড্রয়িং বোর্ড থাকত ড্রয়িং রুমে। তারা ঝাড়া-হাত-পা হয়ে হস্টেল থেকে লাফাতে লাফাতে ড্রয়িং করতে চলে যেত। এই হল কেস।

    ঢপ মারছি কিনা, লামা, অজ্জিত, ঝিকি, যে খুশি সাক্ষ্য দিক না।
  • jhiki | 149.195.254.43 | ১৮ সেপ্টেম্বর ২০১৩ ২১:০০619200
  • তবে কলেজ শুরুর পর মাসখানেক লেগেছিল এই ব্যবস্থা চালু হতে। ততদিন ড্রয়িং ক্লাসে বোর্ড নিজেদেরই বয়ে নিয়ে যেত হত।
  • kc | 188.61.96.29 | ১৮ সেপ্টেম্বর ২০১৩ ২১:০৭619201
  • ক্যাম্পের কথা আলাদা। তাছাড়া ক্যাম্পে আমরা হোস্টেলের জনতারা ছিলাম মেস কমিটি। একফোঁটা পড়া নাকরেই চোখ বুজে এ।

    ক্যাম্পের ভাইভাতে জিম্বো একটা কন্পাস সাজিয়ে জিজ্ঞেস করছেন, এটা কী?
    এক অবতার উত্তর দিল কম্পাস স্যার। জিম্বো রেগে গিয়ে আবার জিজ্ঞেস করছেন - "কী কম্পাস?"
    সেই পাবলিক - "ম্যাগনেটিক কম্পাস"
    জিম্বো - "নন ম্যাগনেটিক কম্পাস হয়?"
    ছাত্র - হয়তো স্যার, পেন্সিল কম্পাস।"

    নিজ্জলা সত্যি কথা। সে পাবলিক এখন শাপুরজিতে বেশ বড় সাহেব।
  • kc | 188.61.96.29 | ১৮ সেপ্টেম্বর ২০১৩ ২১:১০619204
  • আমাদের হোস্টেলতো কালেজ থেকে দুমাইল দূরে ছিল। সেই যাদবপুর থানার পাশে। বোর্ড তো কেলাশেই থাকত। কালেজের বোর্ড। অন্য কালেজে বোর্ড কিনতে হয়? ইবাবা। ক্ষি বিচ্ছিরি ব্যাপার।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আলোচনা করতে প্রতিক্রিয়া দিন