এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  ছবি

  • বিশ্বকর্ম্মা পূজায় ঘুড়ি ওড়ানো হয় কেন?

    তাতিন
    ছবি | ১৭ সেপ্টেম্বর ২০১৩ | ৩৬৮২ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • kc | 188.61.96.29 | ১৮ সেপ্টেম্বর ২০১৩ ২১:১০619204
  • আমাদের হোস্টেলতো কালেজ থেকে দুমাইল দূরে ছিল। সেই যাদবপুর থানার পাশে। বোর্ড তো কেলাশেই থাকত। কালেজের বোর্ড। অন্য কালেজে বোর্ড কিনতে হয়? ইবাবা। ক্ষি বিচ্ছিরি ব্যাপার।
  • siki | 131.243.33.212 | ১৮ সেপ্টেম্বর ২০১৩ ২১:১২619205
  • আমাদের হস্টেল থেকে বইতে হত। মোটামুটি এক কিলোমিটার। তবে ইলেকট্রিকাল তো, এক বছরই বয়েছিলাম।
  • aka | 81.91.99.231 | ১৮ সেপ্টেম্বর ২০১৩ ২১:১৪619206
  • বাবা ইঞ্জিনিয়ারিং পড়তে হলে তো ব্যায়াম ট্যায়াম করে যেতে হবে। আমাদেরও নিয়ে যেতে হত একটা খাতা। তাই সময় মতন যেতে পারতাম না।
  • jhiki | 149.195.254.43 | ১৮ সেপ্টেম্বর ২০১৩ ২১:২০619207
  • বোর্ড তো তাও ভলো। ফার্স্ট ইয়ারে হোস্টেলের এক তলায় জল ঢুকে যাওয়ার পর তৎকালীন অধক্ষ্য বলেছিলেন ট্যাঙ্ক ইত্যাদি ঘাড়ে নিয়ে ওপরের তলার চলে যেতে।
  • kc | 188.61.96.29 | ১৮ সেপ্টেম্বর ২০১৩ ২১:২৫619208
  • ট্যাঙ্ক মানে? বিক্কালেজে নিজের নিজের ট্যাঙ্কও রাখতে হত? একতলাতেই?
  • jhiki | 149.195.254.43 | ১৮ সেপ্টেম্বর ২০১৩ ২১:২৭619209
  • আমরা যথারীতি যাইনি, আর ডিরুকে বলেছিলাম আমরা জয়েন্ট দিয়ে এসেছি, কোন শারীরিক সক্ষমতার পরীক্ষা দিয়ে নয়।
  • jhiki | 149.195.254.43 | ১৮ সেপ্টেম্বর ২০১৩ ২১:২৯619210
  • আমাদের সব্বারই তো একটা করে লোহার সিন্দুক ছিল।
  • | 24.97.49.239 | ১৮ সেপ্টেম্বর ২০১৩ ২১:৩১619211
  • যাঃ এটাও বিই কলেজবেলা হয়ে গেল!!

    ইঞ্জি কলেজের এই আগ্রাসনের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানালাম।
    ও আকা-আ-আ
    ও হনু-উ-উ
  • jhiki | 149.195.254.43 | ১৮ সেপ্টেম্বর ২০১৩ ২১:৩৬619212
  • আমরা সাক্ষাৎ বিশ্বকর্মার চ্যালা দ-দি, আমরা না লিখলে হবে?
    কেসি দা, ওটা ট্রাঙ্ক হবে, ঘুম্পাচ্ছে তার ওপর ফোন থেকে লিখছি। যাই ঘুমাই।
  • kc | 188.61.96.29 | ১৮ সেপ্টেম্বর ২০১৩ ২১:৪৯619073
  • ট্রাঙ্ক? কেন হোস্টেলের ঘরে ছোট ছোট লোহার আলমারী থাকতনা? আমরা যাকে লকার বলতাম? থাকতনা? এমা, বিক্কালেজ তো ক্ষুবই বাজে কালেজ।
  • শ্রী সদা | 24.96.47.221 | ১৮ সেপ্টেম্বর ২০১৩ ২২:৩২619074
  • এক সময় যতই খিস্তি দিই না কেন, ওয়ার্কশপের ফান্ডা পরে বেশ কিছু জায়গায় কাজে লেগেছে। আগের চাগ্রিতে জয়েন করার পর একদিন প্রোডাকশন দেখতে গেছি, অনেক সিনিয়র টেকনিশিয়ান আছে আর আমি সদ্য কলেজ পাশ, তখন ফাইনাল সেমের রেজাল্ট ও পাই নি। পষ্টো বুঝলাম এখন থেকে একটু কড়া না হলে দুদিন পরে কেউ পাত্তা দেবে না। ভাগ্যক্রমে একজন দেখলাম সল্ডারিং করছে ভুল নিয়মে, বোর্ডে এত হিট দিচ্ছে যে মেটাল ভালো গলছে কিন্তু একটু পরে ট্র্যাক উঠে চলে যাবে , বা পরে কেউ রিওয়ার্ক করতে গেলে ইসে ইয়েতে উঠে যাবে। দুবার ওয়ার্কশপের স্যারের নাম জপ করে তাকে গিয়ে বললাম , এরকম করে সলডার করে না, আয়রনটা দাও আমি দেখাচ্ছি। তার পরের দু বছর কেউ ট্যাঁ ফোঁ করেনি ঃ)
    তাপ্পর হঠাৎ একদিন আইটি গাই হয়ে গেলাম। এখন টিমের লোকজনকে বলি , জানিস এই যে বোর্ডগুলো দেখছিস, এক সময় এই সব হাতে বানিয়েছি ঃ)
  • রোবু | 213.147.88.10 | ১৮ সেপ্টেম্বর ২০১৩ ২২:৪২619075
  • আমিও আকাদার মতন। লেদ মেশিন দেখেছি। খুবই লাজুক ছিলাম তো, আমি পিছনে থাকতাম। এই সব ওয়ার্কশপের কাজ উতসাহীরা করে দিত। কী দরকার।
    তবে লেদ মেশিনও একবার দুবার দেখেছি। জেনারেলি ওই সময় পিজি ওয়ানে টিটি খেলতে যেতাম।
  • /\ | 127.194.199.202 | ১৮ সেপ্টেম্বর ২০১৩ ২২:৫৫619076
  • সায়েন্স কলেজে ড্রয়িং বোর্ড ড্রয়িং রুমেই থাকতো। ক্লাসের সময় একটু কাপড়ে মুছে ধুলো সাফা করে নিলেই চলতো। তাও অন্যদের রেগুলার ক্লাস চললে দরকার হত না।
  • PM | 233.223.159.169 | ১৮ সেপ্টেম্বর ২০১৩ ২৩:০২619077
  • যদুপুরের ব্লু আর্থ ওয়ার্ক্শপের কথায় মনে পড়লো----শ্রীল শ্রীযুক্ত সাধন ঘোষ কে কারুর মনে আছে?
  • sch | 126.203.199.60 | ১৮ সেপ্টেম্বর ২০১৩ ২৩:৪১619078
  • বিলক্ষণ
  • Ishan | 202.43.65.245 | ১৯ সেপ্টেম্বর ২০১৩ ০০:৫৭619079
  • আরে ঝিকির ঘুম পেয়েছে বলে যা খুশি বলা হবে? আমাদের দস্তুরমতো লকার ছিল। বেশিরভাগেরই ট্রাঙ্কও থাকত, আমার ছিলনা। আমি ছিলাম প্রকৃত সর্বহারা। জামাকাপড়ও বিশেষ ছিলনা, কিন্তু সেসব নিয়ে এখানে কথা বলা ঠিক হবেনা।

    উলফ আর পান্ডিয়ায় প্রত্যেকবছরই একতলায় জল ঢুকত। তাছাড়া কোনো না কোনো হস্টেলে প্রায়ই জল থাকতনা। তখন তারা সক্কালবেলায় উঠে ফার্স্ট লবি আগলে দাঁড়িয়ে পড়ত। একে আমরা বলতাম স্ট্রাইক। আমাদের সহমর্মিতাবোধ ছিল প্রবাদপ্রতিম। কোনো হস্টেল স্ট্রাইক করেছে জানা মাত্র বাকি হস্টেলের সমস্ত জনতা সহমর্মিতায় ঘুমিয়ে পড়ত। যারা ভুল করে চলে যেত তারা হস্টেলে ফেরার সময় দোতলা থেকে মাথায় জল ঢেলে দেওয়া হত। একে আমরা বলতাম জল-বাওয়ালি। জল বাওয়ালি থেকে বাঁচার একটাই উপায় ছিল। মাথায় ক্যালকুলেটার নিয়ে, "ক্যালক্য ক্যালকু জল দিসনা" বলে চিল্লাতে চিল্লাতে হস্টেল বা হলে ঢুকতে হত। এ থেকে বোঝা যায় আমরা বাওয়াল করলেও অমানুষ ছিলাম না।
  • Lama | 126.193.128.233 | ১৯ সেপ্টেম্বর ২০১৩ ০১:২৭619080
  • সিদ্ধার্থ ঘোষালের ময়ূরকন্ঠী জিনস মাসখানেক উলফের একটা চেয়ারের ওপর রাখা ছিল। প্যান্টটার একটা পা সেই একমাস মেঝেতে ঠেকে ছিল। সেবার যখন একতলার বারান্দা ভাসল, উলফে বেড়াতে গিয়ে দেখি ঘোষালের প্যান্ট ধোয়া ময়ূরকন্ঠী জল চৌদিকে থইথই কচ্ছে।
  • Lama | 126.193.128.233 | ১৯ সেপ্টেম্বর ২০১৩ ০১:২৮619081
  • স্সাল্লা ক্যালকু যেন সিখন্ডি
  • aranya | 154.160.226.53 | ১৯ সেপ্টেম্বর ২০১৩ ০১:৪০619082
  • ফার্স্ট ইয়ারের পর রেজাল্টের ভিত্তিতে ডিপার্টমেন্ট পাল্টানো যেত, আমাদের কলেজে। তাই ফার্স্ট ইয়ারে সবার এক সিলেবাস, ইনক্লুডিং ওয়ার্কশপ, ইঞ্জিনিয়ারিং ড্রয়িং ইঃ
  • Arpan | 126.202.144.11 | ১৯ সেপ্টেম্বর ২০১৩ ০২:০৫619084
  • (যদুপুরে) কলেজের বোর্ড কলেজে থাকত। বাড়ির বোর্ড বাড়িতে।

    যেমতি খাঁচার পাখি আর বনের পাখি। দুটোকে এক করে ফেললে হবে গা!
  • ppn | 126.202.144.11 | ১৯ সেপ্টেম্বর ২০১৩ ০২:০৭619085
  • আবার মহামতি সাধন ঘোষের কথাও এয়েছে! তিনি একদা আমার অর্কুটের ফ্রেন্ডলিস্টে ছিলেন।
  • s | 182.0.249.87 | ১৯ সেপ্টেম্বর ২০১৩ ০৯:৫১619086
  • এটা তো দেখছি বিক্কলেজের টই হয়ে গেল।
    ল্যামিকে লামাদা বলছে, ঝিকি, রেশমি কোন ইয়ার?
    সিভিলে একটা ওয়ার্কশপ ছিল যেটা শুধু সিভিলের। অন্য কোন ডিপ শালা ঐ ওয়ার্কশপে ঢুকতে পেত না। উহার নাম হাইড্রোলিক্স। একদিক দিয়ে জল আসছে, হয় পাম্পে উঠছে, নয় অন্যদিকে বাধাবিপত্তি পেরিয়ে কিভাবে ফ্লো করছে তাই নিয়ে গবেষনা, বার্নলিবাবুর থিয়োরেম। তা এখানে স্ট্রিক্টলি জুতোমোজা পরে যাওয়া নিয়ম। কিন্তু আমাদের মতন বিশ্বপাকা জনতা তো আছেই, হাওয়াই চপ্পল ফটফটিয়ে গেছি। সমান্য কথাকাটাকাটি হয়েছে কি কারনে, অপরপক্ষ প্রতিশোধ নিতে কিছু কায়দায় আমার পায়ের একপাটি চটি পা থেকে খুলে সেই জলের স্রোতে ভাসিয়ে দিয়েছে। সেই চটি একের পর এক বাঁধ, জলপ্রাত, জলস্রোতের মধ্য দিয়ে প্রবলবেগে মোটরের সাকশান পয়েন্টের দিকে ধাবমান। লাঠি, রড, শিক, কত রকম কায়দা করে শেষে গরীবের সেই একপাটি চটি উদ্বার হয়েছিল।
  • + | 213.110.243.22 | ১৯ সেপ্টেম্বর ২০১৩ ১০:০০619087
  • S দা, বল্লেই হল?? হাইড্রলিক্স ল্যাবে মেকনিকাল-সিভিলের সমানে সমান অধিকার। গরম পুকুর থেকে জল তুলে পাম্প মোটরে চালিয়ে আবার সেই পুকুরে ফিরিয়ে দাও। তবে এই একটি ল্যাব বেশ লাগত
  • jhiki | 216.53.152.0 | ১৯ সেপ্টেম্বর ২০১৩ ১০:০০619088
  • s এর পরিচয়? আমি ৯৭।
    হাইড্রোলিক্স ল্যাবের ঐ জলে আমরা কাগজের নৌকা ভাসাতাম!
  • s | 182.0.249.87 | ১৯ সেপ্টেম্বর ২০১৩ ১০:০৭619089
  • হ্যাঁ ঠিক মেকানিকালও ছিল।
    আর জানিনা এটা বলে সেক্সিট বদনাম জুটবে কিনা, যা সব তাবড় তাবড় নারীবাদিরা এখানে ওঁত পেতে বসে আছে, কিন্তু চটিটা হাইঅড্রোলিক্সের নালার ওধার দিয়ে যাচ্ছে বলে শিকটা এক বান্ধবীর হাতে দিয়ে বল্লাম যে ওদিক দিয়ে চটিটা টেনে তোল। তা সে শিকটা জলে ফেলল, যেন ছিপ ফেলছে। শোভন গম্ভীর মুখে বলল, বিদিশা পোনা মাছ টোপ গিলেছে, এবার ছিপটা তুলে নে।
  • Reshmi | 129.226.173.2 | ১৯ সেপ্টেম্বর ২০১৩ ১০:০৮619090
  • s কে - আমি বিক্কলেজের না, যদুপুরের। লিখলাম না কস্মিনকালে বোর্ড বইতে হয়নি।
  • s | 182.0.249.87 | ১৯ সেপ্টেম্বর ২০১৩ ১০:১২619091
  • ঝিকি আমি ল্যামির আগের ব্যাচ। '৯৪
  • kc | 204.126.37.78 | ১৯ সেপ্টেম্বর ২০১৩ ১০:১৯619092
  • s টা কে শুভজিৎ না সম্বৃত?
  • s | 182.0.249.87 | ১৯ সেপ্টেম্বর ২০১৩ ১০:২৩619093
  • শুভজিৎ ঃ-)
    kc আপনি/তুমি/তুই কে???
  • kc | 204.126.37.78 | ১৯ সেপ্টেম্বর ২০১৩ ১০:৪৩619095
  • ঃ) আমি কেসি। যদুপুর সিভিল।৯৪
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঠিক অথবা ভুল প্রতিক্রিয়া দিন