এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • দুধ ও দুধ থেকে তৈরী খাবারের গুণাগুণ।

    kumu
    অন্যান্য | ২২ অক্টোবর ২০১৩ | ৬৫৯৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • kiki | 69.93.245.74 | ০৯ নভেম্বর ২০১৩ ১৯:০৯620734
  • ওহ চাট্টে। দুটো পেয়ার।
  • dd | 132.167.7.217 | ০৯ নভেম্বর ২০১৩ ১৯:১৫620735
  • ইভোলিউশনের গোড়ার দিক থেকেই, মানুষে মাংসো খেতো। মানুষ ইস কার্নিভরাস এনিমেল।

    লিং ফিং আবার কিসের জন্য দরকার? আমি জানি, তাই লিখে দিলাম।
  • kiki | 69.93.245.74 | ০৯ নভেম্বর ২০১৩ ১৯:২০620736
  • ঃ)
    আমি তো লিং দিলেও পড়িনা। অত পড়াশুনা আমার পোষায় নাকো।
  • riddhi | 117.217.133.184 | ০৯ নভেম্বর ২০১৩ ২০:০৯620737
  • আচ্ছা সোসেন , ভারতে কত রিসেন্টলি, মিউটেশন টা এসেছে, এটা কি জিনোম স্টাডি করে এস্টিমেট করা যায়? এরকম কিছু গেস আছে?
  • π | ০৯ নভেম্বর ২০১৩ ২০:৫৭620738
  • '-১। যথেষ্ট সময় পায়নি এখনো, রিসেন্ট ইউরোপিয়ান মিউটেশন -ই ভারতে এসেছে ।'

    এটা ঠিক বুঝলাম না। স্টাডিতে তো দেখিয়েছে, 'the most common lactose tolerance mutation made a two-way migration out of the Middle East less than 10,000 years ago. While the mutation spread across Europe, another explorer must have brought the mutation eastward to India – likely traveling along the coast of the Persian Gulf where other pockets of the same mutation have been found, Gallego Romero said.'
  • sosen | 111.219.210.61 | ০৯ নভেম্বর ২০১৩ ২০:৫৮620739
  • করা যায়। গোদাভাবে বলছি- যে সব কমিউনিটির স্যাম্পলিং করা হবে তাদের evolutionary অরিজিন এর সময় সম্পর্কেও জানতে হবে। কতটা inbred , migrate করেছে কিনা , করলে কখন। কো-ইভল্ভিং জিন সিলেক্ট করতে হবে।আর স্যাম্পলের সাইজ-ও বড় হতে হবে। তারপর কতটা স্প্রেড করেছে SNP তার হিসেব দিয়ে মাপা যায়। মার্কার এনালিসিস টাইপ
    এখন যেহেতু পৃথিবীতে যে কটা মিউটেশন আছে সেগুলো মোটামুটি জানা, আর সেগুলোর সময় ও আনুমানিকভাবে জানা, তাই কত পার্সেন্ট স্প্রেড করেছে সেটা জানলে করা কঠিন নয়। ভারত না বলে যদি এক একটা ট্রাডিশনাল কম্যুনিটি ধরে মাপা যায় তাহলে মনে হয় আরেকটু সোজা হবে। একটা SNP থাকলে সোজা, কিন্তু আরো থাকতে পারে, সেক্ষেত্রে জটিল হবে, কোনটা আগে এসেছে বোঝা কঠিন।

    এখানে স্যাম্পলের সাইজ মানে বুঝতেই পারছেন---:) বড় প্রজেক্ট।
  • π | ০৯ নভেম্বর ২০১৩ ২১:০০620740
  • আর সেকেণ্ডারি ইন্টালারেন্সটা নিয়েও কথা হওয়া দরকার। ওটা অনেকেরই হয়। সবকিছু ট্রেইট হতে হবে, এমন তো নয়। ফলটা কী দাঁড়াচ্ছে, সেটা গুরুত্বপূর্ণ।
  • sosen | 125.241.4.56 | ০৯ নভেম্বর ২০১৩ ২১:১১620742
  • allele এস্টাব্লিশমেন্ট এর জন্য যথেষ্ট সময় পায়নি-এরকম হতে পারে। তবে ভারত সম্পর্কে খুব একটা জানিনা।
  • a x | 86.31.217.192 | ০৯ নভেম্বর ২০১৩ ২১:১৯620605
  • ঋদ্ধি, বিভিন্ন মডেল আছে মিউটেশনের বয়স নির্ধারণ করার - খুব সোজা করে বললে বেসিকালি লিংকেজ ডিসইকুইলিব্রিয়াম থেকে দেখা হয়। এমনি রিকম্বিনেশনের ফলে দুটো লিংকড জিনের একসাথে আসার বা না আসার যে সম্ভাবনা, তার সাথে মিউটেশনের ফলে আসার সম্ভাবনা মিলিয়ে দেখা। মিউটেশন হলে শুরুতে এই ডিসইকুইলিব্রিয়াম সবচেয়ে বেশি, পরে, সময়ের সাথে সাথে কমবে। এটা মাপতে বিভিন্ন স্ট্যাস্টিকাল মডেল আছে। যেমন ব্রেস্ট ক্যান্সারের BRCA1, BRCA2 মিউটেশন দেখতে Goldgar মডেলের ব্যবহার।
  • riddhi | 117.217.133.184 | ০৯ নভেম্বর ২০১৩ ২১:৫৩620606
  • সোসেন, অক্ষদা, থ্যান্কু। রিলেটেড পেপারসগুলো দেখলাম। অনেকটা ক্লিয়ার হল। হ্যাঁ, স্যম্পেল সাইজ সত্যি ক্রিটিকাল।
  • π | ০৯ নভেম্বর ২০১৩ ২২:০৮620607
  • ইউরোপে ক্যাটল ডোমেস্টিকাইজেশন শুরু হল কবে থেকে ? ঐ ৯-১০০০০ হাজার বছর আগে থেকেই না ?
  • ঈশান | ১০ নভেম্বর ২০১৩ ০০:১১620608
  • দুটো জিনিস ক্লিয়ার নয়।

    ১। "পকেট পশুপালনের নয়। মিউটেশন হটস্পট তৈরী হয়েছে বিভিন্ন পকেটে। সেখান থেকে ছড়িয়ে পড়েছে, কারণ সিলেক্টিভ উত্কর্ষ ছিল ডিফল্ট এর থেকে বেশি । এরকম হটস্পট আরো বিভিন্ন মিউটেশন-এর আছে।"

    ক) "সিলেক্টিভ উৎকর্ষ ছিল ডিফল্টের চেয়ে বেশি।" -- এইটার মানে কি?
    খ) পশুপালন যে পকেটে শুরু হয়েছে, সেখানেই মিউটেশন হয়েছে? "এই মিউটেশন গুলোর ছড়িয়ে পড়ার সময়কে ম্যাপ করা যায় একদম ক্যাটল ডোমেস্টিকেশনের ম্যাপের সাথে। " -- এর মানে কি এই, যে, পশুপালন আর আর দুধে টলারেন্সের মিউটেশন একদম ম্যাচ করে যাচ্ছে?
    গ)এরকম কোনো ম্যাপ না থাকলে ঠিক আছে। কিন্তু থাকলে, পরের প্রশ্ন। ভারতে না হলেও হাজার দুই বছর আগে পশুপালন শুরু হয়েছিল (আরও আগেই হয়েছিল, কিন্তু দুই হাজার টা নিশ্চিত)। কিন্তু সেখানে দুধে এত ইনটলারেন্স কি এটাই দেখায় না, যে মিউটেশন বনাম পশুপালনের কোনো খাপে খাপ ম্যাপ নেই?

    ২। ভারত বা চিনের বেশিরভাগ লোকেরা যদি এই মূহুর্তে দুধে ইনটলারেন্ট হয়, এবং এই ইনটলারেন্স যদি আদৌ দূর না হতেও পারে, তাহলে "ভারতের বেশিরভাগ লোকেরই দুধ সহ্য হয়না" -- এই স্টেটমেন্টে ভুল কিছু আছে কি?
  • kosno | 127.194.198.63 | ১০ নভেম্বর ২০১৩ ০০:২১620609
  • দুগ্ধজাত দ্রব্যে অসুবিধেটা ক্লিয়ার নয়। আর ল্যাকটোজটুকু ছাড়া অন্য কিছুতেই কোনো সমস্যা হাইলাইটেড হল না এখনো। কিন্তু দুধ মানে কি শুধুই ল্যাকটোজ?
  • riddhi | 117.217.133.184 | ১০ নভেম্বর ২০১৩ ০০:২৬620610
  • আগেরটা ভুল টইতে গেছিল। এখানে তুলছি
    {ঋঃ- ক্যাটল ডোমেস্টিকেশান ইউরোপে আর ইন্ডিয়াতে খুব একটা বেশী টাইম ল্যাগে শুরু হয়নি যা দেখলাম। একটা বোধহয় ৯০০০ আর একটা ৭০০০। তাই এখানেও খুব দ্রুত ছড়ানো উচিত। কিন্তু সিলেকশান প্রেসার আলাদা ভাবে আসতে পারে।কোথাও একটা পড়লাম,ইউরোপে চাষের খারাপ অবস্থার জন্য দুধের ওপর নির্ভরতা বেশী বেড়ে গেছিলো, ইন্ডিআতে সেটা নাও হতে পারে। সেক্ষেত্রে ইউরোপে আরো দ্রুত ছড়াতে পারে।

    সোঃ- "হটস্পট -এর কাছে অনেক তাড়াতাড়ি ছড়াবে। ইন্ডিয়ার কাছাকাছি কোনো হটস্পট নেই।" }
    হট্স্পটের ব্যপারটা ঠিক কি? এটা কি কিছু বিশেষ সিকোয়েন্সের মিউটেশান হবার বেশী ক্ষমতা? তাহলে সেটা জিওগ্রেফিকালি ভেরি করবে কেন? না কি , সিলেকটিভ প্রেসার?
  • গুরুচন্ডালি | ১০ নভেম্বর ২০১৩ ০০:২৯620611
  • ভারতে হাজার চার পাঁচ বছর আগেই পশুপালন শুরু বোধহয়। কেই কনফার্ম করুন। ইউরোপে বলছে ৭-৮০০০ বছর আগে। এবার সেটাই প্রশ্ন ছিল, তাহলে ভারতে টলারেন্স তুলনায় কম কেন ? আর চীনের কেসটা কী ? সেখানে ক্যাটল ডোমেস্টিকাইজেশন সেভাবে হয়নি, তাই কি ?

    আর আরো একটা কথা যোগ করতে চাই, যেটা আগেও লিখেছিলাম। সেকেন্ডারি ইন্টলারেন্সের কারণে আরো বেশ কিছু সংখ্যক মানুষ দুধে ইন্টলারেন্ট হবেন। মানে, ইন্টলারেন্টের সংখ্যাটা এই মিউটেশন না থাকা লোকের সংখ্যার থেকে আরো বেশি হবার কথা।
  • গুরুচন্ডালি | ১০ নভেম্বর ২০১৩ ০০:৩০620612
  • ও, ঋদ্ধির পোস্টটা এই দেখলাম।
  • π | ১০ নভেম্বর ২০১৩ ০০:৩১620613
  • উফ্ফ! এই লগিন ! এটা আমি ঃ(
  • | 127.194.85.30 | ১০ নভেম্বর ২০১৩ ০০:৩২620614
  • ধুর দুধ নিয়ে এত কথা হচ্চে। কবির দাবি টাও জানিয়ে রাখি

    " দুধ না খেলে হবে না ভালো ছেলে"

    ( অবশ্য মেয়ে দের সম্পর্কে কবি কিচ্ছু বলেন নি!! ঃ(()
  • riddhi | 117.217.133.184 | ১০ নভেম্বর ২০১৩ ০০:৩২620616
  • আগে এই ইন্টলারেন্স আর এলার্জি নিয়ে বদ্ধমূল ধারনা ছিল ওটা বড়লোক আর ন্যাকাদের হয়। এখানে এসেও রিপাবলিকান ব্লগে দেখেছি, লেফ্ট লিবারালদের এলার্জি বেশী হয়।

    যাই হোক, এই রেট (১৮%) এত কম, আইডিয়া ছিল না!। ঐ জিনগুলো কি কাঁচা কসাল, নাকি অন্য নানা কারনে টলারেন্স/ইনটলারেন্স আসতে পারে।
  • riddhi | 117.217.133.184 | ১০ নভেম্বর ২০১৩ ০০:৩৯620617
  • হিন্দী সিনেমায় হামেশা দেখি সুহাগ রাত সিনে, বৌ এক গামলা দুধ নিয়ে ঢোকে। এটা কি সিলেকশান প্রেসার বাড়ানোর তালে?
    ওদিকে ইন্টার্নেশনাল মার্কেটে ভারতীয় পুরুষের যৌনজীবন নিয়ে কুকথা শোনা যায়। এর জন্য কি ল্যাঃ ইঃ দায়ী?
  • | 127.194.85.30 | ১০ নভেম্বর ২০১৩ ০০:৪৩620618
  • যে কোন জিনিসে জল মেশানো রিদ্ধির স্বভাব। ওটা গামলা নয় গ্লাস হবে। ঃ))
  • π | ১০ নভেম্বর ২০১৩ ০০:৪৩620619
  • ঃ))
    এই রেটটা অবশ্য দঃ ভারতকে ইন্কুল্ড করে। দঃ ভারতে কি পশুপালন সেভাবে হয়ইনি ?
    তবে আমি চীন নিয়ে জানতে সত্যি আগ্রহী। এতটা ইনটলারেন্স! ওখানে পশুপালনের কী ইতিহাস ?
  • sosen | 111.219.210.61 | ১০ নভেম্বর ২০১৩ ০০:৫৭620620
  • রিদ্ধি, এটা জিওগ্রাফিকাল হটস্পট। অঞ্চলগত হাই সিলেকশন প্রেসার, যেটা একটা মিউটেশন-এর জন্ম দিচ্ছে এবং হাই সিলেক্টিভ অ্যাডভান্টেজ দিচ্ছে। দানাশস্যের একসেস, মাংসের দিকে কম প্রেফারেন্স, অনেক কিছুই সিলেকশন প্রেসার হিসেবে কাজ করতে পারে। জীয়গ্রাফিকালি সিলেকশন প্রেসার তো আলাদা হবেই, ডিগ্রী চেঞ্জ হবে। এগ্রিকালচার-এর সাথে কিভাবে মানুষ মানিয়ে নিচ্ছে সেটা বোধহয় একটা ফ্যাক্টর। জমির উর্বরতা ফ্যাক্টর। ইত্যাদি। সেগুলো ভারত,চীনে আলাদা হতে পারে। গ্রেইন ডিপেন্ডেন্স এর কথা-ও ভাবতে হবে। অল্টারনেটিভ ফুড সোর্স কেমন ছিল ইত্যাদি। মেসোলিথিক শিকারী মানুষ--নিওলিথিক ফার্মার এই transition -এর সময় মিউটেশনগুলো আলাদা আলাদা ভাবে এক-ই ফাংশনাল রোল নিয়ে এসেছে বিভিন্ন জায়গায়। সেই স্পট গুলো থেকে ছড়িয়ে পড়েছে মাইগ্রেশনের সময়। সব মানুষের মধ্যে এক মিউটেশন হচ্ছে তা তো আর নয়। কোনো এক জেনারেশনে কয়েকটা , বা হয়ত একটা মানুষের মধ্যে হয়েছে, তারপর ব্রিডিং হয়ে হয়ে ছড়িয়েছে। আউট ব্রিডিং দরকার হয়েছে। ইত্যাদি। ডমিন্যান্ট এলিল হওয়ায় সুবিধে হয়েছে।

    (ডি এন এ র কিছু বিশেষ সিকোয়েন্সের মিউটেশান ফ্রিকোয়েন্সি বেশি থাকে, তাকেও হটস্পট -ই বলে। কিন্তু এখানে জিওগ্রাফিক হটস্পট -এর কথা বলা হচ্ছে। )
  • riddhi | ১০ নভেম্বর ২০১৩ ০১:০৯620621
  • "এগ্রিকালচার-এর সাথে কিভাবে মানুষ মানিয়ে নিচ্ছে সেটা বোধহয় একটা ফ্যাক্টর। জমির উর্বরতা ফ্যাক্টর। ইত্যাদি। সেগুলো ভারত,চীনে আলাদা হতে পারে। গ্রেইন ডিপেন্ডেন্স এর কথা-ও ভাবতে হবে। অল্টারনেটিভ ফুড সোর্স কেমন ছিল.."
    হ্যাঁ, এটাই ভাবছিলাম! ক্লিয়ার হল, থ্যান্ক্স!
  • sosen | 111.219.210.61 | ১০ নভেম্বর ২০১৩ ০১:১৫620622
  • আমি এ নিয়ে আর খুব বেশি কিছু জানি না। এইটুকুন বেসিক নলেজ ছিল। আর পরে কিছু হলে পড়ে দেখব। এই মুহূর্তে নতুন কিছু হয়নি বলে মনে হয়।

    এটা LeCHE প্রজেক্ট এর সাইট, মারি কুরি একশন ফান্ড-এর ছিল প্রথমে-২০০৯-২০১৩, ওদের সব পেপার এখানে আছে।
    https://sites.google.com/a/palaeome.org/leche/

    ২০০৭ এ এই পেপারটা ক্লাসিক, তবে আরো আছে,
    http://www.pnas.org/content/104/10/3736.abstract

    রিভার্স হাইপথেসিস এর -ও পেপার আছে অনেক।
  • lcm | 118.91.116.131 | ১০ নভেম্বর ২০১৩ ০২:২০620623
  • দাঁড়াও, অত সহজে ওভাবে কি দুধ তুলে দেওয়া যায় নাকি।

    ২০১১ সালে সারা পৃথিবী জুড়ে মোট ৭৩ কোটি টন দুধ ডেয়ারি ফার্ম গুলো ডেলিভার করেছে। এর মধ্যে বৃহত্তম প্রোডিউসার হল ভারত, প্রায় ৬.২ কোটি টন দুধ বছরে।

    আর দুধের কাস্টমার ?
    ৬ বিলিয়ন - দুধ এবং দুগ্ধজাত প্রোডাক্টের কাস্টমার - প্রায় পুরো হিউম্যান পপুলেশন।

    জেনারেলি কোন কোন প্রাণীর দুধ খায় মানুষ, বা, বিক্রি হয়?
    গরু, মোষ, ভেড়া, ছাগল, উট, ইয়াক, গাধা, ঘোড়া, হরিণ এবং সম্গোত্রীয় প্রাণী।

    কবে থেকে দুধ খাচ্ছে মানুষ?
    Humans first learned to regularly consume the milk of other mammals following the domestication of animals during the Neolithic Revolution or the development of agriculture.... সোজা বাংলায় ধরো ৮-১০ হাজার বছর হল।

    এখন কথা হল - এতই যদি বিষাক্ত একটা ব্যাপার, তাইলে এদ্দিন এসব খেয়ে মানুষের চলল কি করে। জনসংখ্যাই বা এত বাড়ল কি করে? শুধু তাই নয়, বলছে --- ... Milk is a key contributor to improving nutrition and food security particularly in developing countries. Improvements in livestock and dairy technology offer significant promise in reducing poverty and malnutrition in the world....

    তাইলে বোঝো! দুম করে দুধ বাজে বললে হবে। ইতিহাস, ভূত, ভবিষ্যৎ দেখতে হবে না।
  • riddhi | ১০ নভেম্বর ২০১৩ ০৪:২৭620624
  • লসাগু দা, ৬৭% পৃথিবীর জনতার দুধ হজম করতে অসুবিধে হয়, এটা কিন্তু ফ্যাক্ট গুগলকাকু বলছে। বিষাক্ত নয়, কিন্তু সমস্যা হ্যাস।

    দুগ্ধজাত প্রোডাক্ট আবার আলাদা ব্যাপার। ল্যাক্টোস ইন্টলারেন্ট হলেও চীজ ইঃ খাওয়া যায়।
  • riddhi | ১০ নভেম্বর ২০১৩ ০৪:২৮620625
  • চীনে কালচারাল রিবোলিউশানের সময় মাও দুধ বর্জন করার ডাক দিয়েছিল- বুর্জোয়া ড্রিন্ক বলে। এটাও ফ্যাক্ট ঃ(
  • sm | 122.79.36.1 | ১০ নভেম্বর ২০১৩ ০৮:১৫620627
  • রিদ্ধি, একটা কথা বুঝতে অসুবিধা হচ্ছে, lactose ইন্তলেরেন্স হলেই কি দুধ খাওয়া বন্ধ করতে হবে? ইন্তলেরান্স এর মাত্র সবার সমান নয়। কারো সামান্য পাতলা পটি হয়, কারো পেট ব্যথা, তো কারো এলার্জি। এবার কেউ যদি খুব মাইল্ড সিম্প্তমস গ্রাঝ্য করে দুধ খেয়ে যেতে পারেন তাতে আপত্তি কোথায়? বহু মানুষ বছরের পর বছর তাই করে আসছেন।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা মনে চায় মতামত দিন