এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ঐন্দ্রিলার মৃত্যু কয়েকটি প্রস্ন।

    Kamalendu Chakrabarti লেখকের গ্রাহক হোন
    অন্যান্য | ১৩ অক্টোবর ২০১৩ | ২৫৫৭৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • সিকি | ২২ অক্টোবর ২০১৩ ০০:০০621239
  • কমলেন্দুবাবু আবার সেন্টি মারছেন। উত্তরটা নিয়েই সরাসরি আসুন না।
  • Bhagidaar | 216.208.223.1 | ২২ অক্টোবর ২০১৩ ০০:২৬621240
  • যুক্তিবিহীন প্রমানবিহীন কথার সঙ্গে মতানৈক্য প্রকাশ করলেই সেটা চিত্কার হয়ে গেল?
  • Atoz | 161.141.84.162 | ২২ অক্টোবর ২০১৩ ০০:৩১621241
  • ভাগীদার,
    ননী হলো নবনীত, মানে সদ্য সদ্য দুধ থেকে তোলা হচ্ছে যে ফ্যাট। আর মাখন তো তারপরে কিছু প্রসেস করে পাওয়া যায়।
  • Bhagidaar | 216.208.223.1 | ২২ অক্টোবর ২০১৩ ০০:৩২621242
  • ননী কি তাহলে সর ?
  • Atoz | 161.141.84.162 | ২২ অক্টোবর ২০১৩ ০০:৩৭621243
  • না, সর তো দুধকে জ্বাল দিয়ে রেখে দিলে উপরে পড়ে।
    কিন্তু সদ্য পাওয়া দুধে ঐ লাঠি ঘোরানোর মতন ননী তোলার প্রসেসটা করলে উপরে ননী পাওয়া যায়।
    সর থেকেও ঘি করা যায়, প্রচুর মোটা মোটা সরকে ভালো করে বেটে বুটে নিয়ে জ্বাল দিতে হয়, তারপরে রেখে দিতে হয়, আস্তে আস্তে পাত্রের তলায় ঘী জমা হয়।
  • শিশুর পিতা | 127.194.194.161 | ২২ অক্টোবর ২০১৩ ০০:৩৮621244
  • ভাগী,
    স্টাডিটা যদি এই হয় যে, অপরাধী শিশুরা স্বাভাবিক শিশুদের চেয়ে বেশি - অন্য দুধ খেয়েছে - তবে ব্যাখ্যাটা যে যেমন পারে করবে। মায়ের দুধের মাধ্যমে মানবিক গুণাবলী বেশি সংক্রামিত হয়, আর অন্য প্রাণির দুধের মাধ্যমে তাদের বৈশিষ্টাদি সংক্রমণের ক্ষীণতম সম্ভাবনা থেকে যায় এটা যেমন একটা ব্যাখ্যা; কেবল মানুষের দুধেই মানুষের মস্তিষ্কের গ্রোথ ও মানবিক গুণাবলী বিকাশের প্রয়োজনীয় স্টিমুলেশন আছে, অন্য দুধে নেই - এটাও তেমনি একটা ব্যাখ্যা। কোনোটাকে একেবারে নাকচ করে দেওয়ার মতো স্টাডি ও গবেষণা যথেষ্ট হয়েছে কি?
  • Bhagidaar | 106.2.241.35 | ২২ অক্টোবর ২০১৩ ০০:৪০621245
  • বুঝলাম, চার্নিং যাকে বলে
  • Atoz | 161.141.84.162 | ২২ অক্টোবর ২০১৩ ০০:৪২621246
  • আরে দুধের মাধ্যমে কী বলছেন? গোটা গোটা প্রাণী কেটেকুটে রেঁধে খেয়ে ফেল্লে, মাছের মুড়ো দিয়ে মুড়িঘন্ট খেলে--এসব করলে তো তাহলে পাঁঠা শুয়োর মাছ--এদের গুণাবলী আমাদের মধ্যে একেবারে যাকে বলে ইয়ে হয়ে ঢুকে পড়ছে!!!!
    ঃ-)
  • শিশুর পিতা | 127.194.194.161 | ২২ অক্টোবর ২০১৩ ০০:৫২621247
  • পড়ছে না। মৃত জীবের ভেতরের জিনিস, মৃত্যুর অনেকক্ষণ পর ধুয়ে মুছে আবার রেঁধে (রান্না একটা বিশাল কেমিকাল রিয়্যাকশন চেন) খাচ্ছেন। আর দুধটা জীবন্ত প্রাণীটি তার সমস্ত আবেগ, হরমোন, এনজাইম সহ আগ্রহ সহ নিঃসরণ করছে। জাস্ট গরম করে না করে খেয়ে ফেলছেন।
  • সিকি | ২২ অক্টোবর ২০১৩ ০০:৫৯621074
  • ওমনাথের লজিক পড়ে আমার এই ছবিটা মনে পড়ে গেল।



    এই লজিকে মাঝে মাঝে আমাদের মানুষ টানুষ কেটেকুটে খাওয়া উচিত, যাতে আমরা মানুষের মত ব্যবহার করতে শিখি।
  • সিকি | ২২ অক্টোবর ২০১৩ ০১:০০621075
  • জন্মের পর ছ মাস পর্যন্ত, মায়ের দুধই শিশুর এক এবং একমাত্র খাবার। এই ছমাস তাকে জলও খাওয়ানো যায় না। ছ মাসের পর থেকে তাকে অন্য অন্য খাবার, জল ইত্যাদি খাওয়ানো শুরু করা যেতে পারে। মোটামুটি এই তো গল্প। সব খেতে পাল্লে গরুর দুধ কী দোষ কল্ল?
  • T | 24.139.128.15 | ২২ অক্টোবর ২০১৩ ০১:০২621077
  • বললে হবে, টেনিদা সেই কবেই বলেছে, বেশী মুরগী খাস নি প্যালা...
  • শিশুর পিতা | 127.194.194.161 | ২২ অক্টোবর ২০১৩ ০১:০২621076
  • Eat এর লজিক কোন ওমনাথ দিল? সিকি অনেক ইন্টারভিউ নিয়ে পরিশ্রান্ত হয়ে পড়েছে। একটু ঘুমিয়ে বিশ্রাম নিক।
  • π | ২২ অক্টোবর ২০১৩ ০১:০৩621079
  • নাঃ, ওমনাথের লজিক তার উল্টো দাঁড়াচ্ছে। কেটেকুটে খেলে তো কোন এফেক্ট পড়বে না বলছে।

    যাই হোক, আগে ওমনাথের লজিকটাই হজম করি। দুধের মধ্যে দিয়ে গরুর আবেগ আগ্রহ মানুষের মধ্যে ট্রান্স্ফার হয়ে যাওয়া ইত্যাদি।
  • শিশুর পিতা | 127.194.194.161 | ২২ অক্টোবর ২০১৩ ০১:০৩621078
  • তবু সিকি কমলেন্দু ডাক্তারের দেওয়া ফেসবুকের লিংকটা পড়বে না। সোজা কারন, ওটা ইংরিজিতে লেখা আছে।
  • সিকি | ২২ অক্টোবর ২০১৩ ০১:০৯621080
  • ধোর বাল। ঐ সুতোয় আমার পোস্ট দিব্যি আছে, দেখতে পাও না?
  • Bhagidaar | 216.208.223.1 | ২২ অক্টোবর ২০১৩ ০১:১০621081
  • শিশুর পিতার বক্তব্য পরলাম, এবং আবার বলি অনেকাংশেই একমত।
    তবে ওই যে লিখেছেন "স্টাডিটা যদি এই হয় যে, অপরাধী শিশুরা স্বাভাবিক শিশুদের চেয়ে বেশি - অন্য দুধ খেয়েছে " আমি তো এইখানেই আটকে গেছি। বাক্য তে "যদি" বলে একটা কথা রয়েছে.।তাই আগে আমি এই স্টাডি নেড়ে চেড়ে দেখব, তার বিস্সাস্যোগ্যতা যাচাই করব, তারপর পরের কথায় যাব। ইহজীবনে হয়ে উঠবে বলে মনে হয়না, তবে চেষ্টা করব.।
  • সিকি | ২২ অক্টোবর ২০১৩ ০১:১১621082
  • সরি, একটু রুড হয়ে গেছি হয় তো। তবে সুতোয় কমলেন্দুবাবুর এই বক্তব্য আসে আমার পোস্টের পরিপ্রেক্ষিতেই। তার উত্তরেও আমার পোস্ট আছে। খানিকক্ষণ চলার পরে যখন দেখলাম কাজের কথা কিছু এগোচ্ছে না, আনফলো করে দিই। আজ সকালে উঠে অবশ্য আবার সব পড়েছি। তাতে করে বক্তব্য বিশেষ পাল্টায় নি।
  • শিশুর পিতা | 127.194.194.161 | ২২ অক্টোবর ২০১৩ ০১:২২621083
  • আমি কিসুই পড়ব না। তবে ১০০% তক্কো করব। এনি ডাউট? স্টাডি ও পড়িনি। যে স্টাডির কথা লিখেছে লিংক দেওয়ার দায়িত্ব তার।
    তবে সিকি অন্য থ্রেডের কথা বলছে। আমি বলছি ২ এর পাতায় কমলেন্দু ডাক্তারের পোস্টে উল্লিখিত ফেসবুকের লিংকের কথা। মোস্টলি ওটা ফেবুর ব্লগ গোছের কিছু, নিজের লেখালেখি রাখার পেজ। ফেবুগুরুর থ্রেড ক্লোজড গ্রুপ ( জানিনা কেন) হওয়ার দরুণ আমি দেখতে পাই না। আমি ফেবুগুরুর মেম্বার নই। আমি যে লিংকের কথা বলছি সেখানে সিকির কোনো কমেন্ট নাই। দেবর্ষি, নিতিন, আর জালালুদ্দিনের আছে।
  • শিশুর পিতা | 127.194.194.161 | ২২ অক্টোবর ২০১৩ ০১:২৩621085
  • না না, ধোর বাল বললে রাগ করব কেন? ও তো আমিও বলতে পারি। জাস্ট বলছি না তাই। অন্য কোনো কারন নেই।
  • T | 24.139.128.15 | ২২ অক্টোবর ২০১৩ ০১:৩১621086
  • উঁহু, ব্যাপার খুবই জটিল। আমরা গরুর দুধ খাই, গরু আবার ঘাস খায়। ফলে আমাদের সকলেরই নমনীয় সহনীয় ইত্যাদি হওয়ার কথা, এদিকে সিকি 'ধোর বাল' বলে ফেলল...
  • শিশুর পিতা | 127.194.194.161 | ২২ অক্টোবর ২০১৩ ০১:৩৪621087
  • পড়াশুনো বড় বালাই। জনস্বাস্থ্য বীমা নিয়ে মত দিতে গিয়ে দেখি নাকি সাইট ঘেটে জিনিসটা ঠিক কি আর কিভাবে চলে তার বিশখানা পি ডি এফ পড়তে হবে। তারপর তার কাউন্টার করে ৯০০ পাতার কি স্পেশালিস্ট কমিটির রিপোর্ট আছে সেটা পড়তে হবে। তারপর RSBY এর বদলে অন্য কি একটা সিস্টেম আগে চলত সেটা পড়তে হবে। তবে জ্ঞানগর্ভ বক্তব্য রাখা যাবে। পাগোল? অতকিছু করলে আমিই না নতুন সিস্টেম ডিজাইন করে মার্গদর্শন করাতাম? এখানে দেখি কবে কোথায় কোন কোন স্টাডি আর সার্ভে হয়েছে সেগুলো ডিটেলস পড়ে, কাউন্টার করে তবে সওয়াল করা যাবে। আমার তো কোনো স্টাডি আর সার্ভেই পোষায় না। গাদা রিসার্চ ওয়ার্ক দেখে মনে হয় কিভাবে পি এইচডি ছেলেপিলেগুলো ডিগ্রি পেতে হাবিজাবি ছক করে দিনরাত ঘেঁটে যাচ্ছে। তাই শুধু ফালতু তর্কাব বলে ঠিক করেছি। অবস্থানের পক্ষের স্টাডি চোখ বুজে মেনে নেবো, বিপক্ষের স্টাডি পেলেই খুঁটে খুঁটে খুঁত বের করব।
  • শিশুর পিতা | 127.194.194.161 | ২২ অক্টোবর ২০১৩ ০১:৩৯621088
  • আর পাই কি দুধের মধ্যে দিয়ে মায়ের আবেগ আগ্রহ শিশুর মধ্যে ট্রান্স্ফার হয়ে যাওয়া বিশ্বাস করে? সেটা না করলে আবার গরু অবধি যাওয়া যাবে না। বিশ্বাসই লিখলাম, প্রমাণ তো হাতে নাই, যার আছে সে দেবে।
  • π | ২২ অক্টোবর ২০১৩ ০১:৩৯621089
  • কিন্তু বাঘ যে আবার রান্না না করেই গরু খায় ! তাইলে বাঘ কেন গরু না ?
  • ঈশান | ২২ অক্টোবর ২০১৩ ০১:৪৭621090
  • আমি বাঘের দুধ খেতে চাই। তেজ কমে যাচ্ছে বাড়ানো দরকার। শৈশবাবস্থায় খেলেই ভালো হত, কিন্তু বুড়ো বয়সে খেয়েও একটু উবগার হবে না কি?
  • শিশুর পিতা | 127.194.194.161 | ২২ অক্টোবর ২০১৩ ০১:৫০621091
  • হ্যাঁ নরমাংসভোজীরা অবশ্য বেশিটাই জানোয়ার। আর বাঘ ও স্কুল কলেজে যায় না তো, গোরুর মতোই। অংকও করে না। চারটে পা ও আছে। খুব বেশি আলাদা না।
  • Atoz | 161.141.84.239 | ২২ অক্টোবর ২০১৩ ০১:৫৪621092
  • আহা রান্না না করেও তো কত জিনিস---
    এই যে স্যালাড, কুচি কুচি করে কাটা শাকপাতা টোমাটো ফোমাটো---

    মানুষে কি গাছপালা হয়ে যাচ্ছে খেয়ে খেয়ে?
  • শিশুর পিতা | 127.194.194.161 | ২২ অক্টোবর ২০১৩ ০১:৫৫621093
  • ঈশান খাওয়া শুরু করুক, আমরা স্টাডি করব। তেজোমিটার রেডি রাখতে হবে। সুযোগ পেলেই পেপার ছাপা হবে কাগুতে। ডাইরেক্ট বাট থেকে খেতে পারলে মনে হয় বেশি লাভ।
  • শিশুর পিতা | 127.194.194.161 | ২২ অক্টোবর ২০১৩ ০১:৫৭621094
  • কেন বিবেকানন্দই তো বলেছিল, শাকপাতা খেয়ে খেয়ে জাতিটার রজোগুন জলাঞ্জলি গেল। তমোগুণে ঢেকে গেল। পাঠার মাংস খাও। সেবেলা তো অভিজিৎ পাল কে দুয়ো দিতে আটকায় না।
  • Atoz | 161.141.84.239 | ২২ অক্টোবর ২০১৩ ০২:০০621096
  • শেষে কুমড়ো বলি দিয়ে খেল! কী আর বলবো! ঃ-)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভেবেচিন্তে মতামত দিন