এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ঐন্দ্রিলার মৃত্যু কয়েকটি প্রস্ন।

    Kamalendu Chakrabarti লেখকের গ্রাহক হোন
    অন্যান্য | ১৩ অক্টোবর ২০১৩ | ২৫৫৮১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • T | 24.139.128.15 | ২২ অক্টোবর ২০১৩ ০২:০১621097
  • খবরদার ঢ্যাঁড়শ খাবেন না।
  • Atoz | 161.141.84.239 | ২২ অক্টোবর ২০১৩ ০২:০২621098
  • আলু খেলেও কী একটা দোষ যেন বাড়ে-
    আর তেঁতুল? সেতো আরেককাঠি উপরে। ঃ-)
  • শিশুর পিতা | 127.194.194.161 | ২২ অক্টোবর ২০১৩ ০২:০৪621099
  • কেন, ঢ্যাড়সে প্রচুর রাফেজ, ভালো হাগু হবে। এমনকি আলু খেলেও আলুর দোষ হয় না, ওগুলো প্রোভার্ব, মানুষেরই বানানো। প্রকৃত ঢ্যাড়সের বদগুন দেখাতে হবে আগে।
  • শিশুর পিতা | 127.194.194.161 | ২২ অক্টোবর ২০১৩ ০২:০৫621100
  • ঐজন্যেই শেষ বয়সে কুমড়োর মতো স্বাস্থ্য হচ্ছিল।
  • Atoz | 161.141.84.239 | ২২ অক্টোবর ২০১৩ ০২:০৭621101
  • শেষ বয়স? কিন্তু উনি তো ----মানে তিনি তো ঊনচল্লিশেই---
  • ঈশান | ২২ অক্টোবর ২০১৩ ০২:০৮621102
  • আচ্ছ, প্রায় সব ছেলেই তো মায়ের দুধ খায়। তাইলে মিসোজিনি কমেনা কেন? ওমনাথের থিয়োরি কি বলে?

    অবশ্য দুধ খেয়ে নাও কমতে পারে। হয়তো মাংস প্রেসক্রাইব করবে। ওরে বাবা। :)
  • Atoz | 161.141.84.239 | ২২ অক্টোবর ২০১৩ ০২:১০621103
  • তারপরে দেখুন ---ছাগলের কেসটা। এটা খুব ইম্পো, ভুলবেন না। আমাদের উনি মানে জাতির পিতা, তিনি তো ছাগলের দুধ খেতেন শুনেছি সারাজীবন। ঃ-)
  • Bhagidaar | 216.208.223.1 | ২২ অক্টোবর ২০১৩ ০২:১১621104
  • তক্কাতক্কিতে আমি খুব একটা যেতে চাইনা, কিন্তু ওই, বিষয়টা যদি একটু নিজের পড়াশুনার দিক ঘেঁসা হয় ----

    তা আপনি সব সময় বুড়ো গুলোর পক্ষ অবলম্বন করেন কেন?
  • a x | 138.249.1.194 | ২২ অক্টোবর ২০১৩ ০২:১২621105
  • ও মা ডকিন্স বল্লেই সব মেমেমেমে করে দৌড়বে আর কমলেন্দু বল্লেই তা ভাট?
  • শিশুর পিতা | 127.194.194.161 | ২২ অক্টোবর ২০১৩ ০২:১৩621107
  • ঈশান আবার মা মানেই পিতৃতন্ত্রের উল্টোদিক - এসব মনে করে নাকি? এই সেদিন বলল ইন্দিরা গান্ধী আর মমতার কথা, যে এরা থেকেও কিছু পিতৃতন্ত্র কমে নি। আবার আজ বলছে মায়ের দুধ খেলেই মাতৃতন্ত্র থাবা গেড়ে বসার কথা - কি যে বলে?

    শেষ বয়সে মানে বেঁচে থাকার শেষ দিকে যে বয়স ছিল, তখন ।
  • Atoz | 161.141.84.239 | ২২ অক্টোবর ২০১৩ ০২:১৫621108
  • বাপেরা এই সুযোগ হারাবেন না, নিজের আবেগ টাবেগ দিয়ে ছেলেকে নিজের পক্ষে আনতে যদি চান, হর্মোন থেরাপি করে দুধ উৎপাদন করে ছেলেকে নিজের দুধ খাওয়ান। হাজার হোক বেসিক ডিজাইন তো রেডিই রয়েছে।
    ঃ-)
  • শিশুর পিতা | 127.194.194.161 | ২২ অক্টোবর ২০১৩ ০২:১৬621109
  • বুড়োগুলোকে হ্যাটা দেওয়া খুব সহজ আর দেবার জন্যে সবাই লেজ তুলে বসে আছে তাই। তারাও ঠিক নেটে বাংলা লিখে অভ্যস্ত না হওয়ায় আর ছেলেছোকরার ত্যাদড়ামিতে অসহায় বোধ করতে পারে তাই। এছাড়া "যে পক্ষে পরাজয়, সে পক্ষ ত্যাজিতে মোরে ...." এসব তো মোল্লা ই লিখে গেছেন।
  • শিশুর পিতা | 127.194.194.161 | ২২ অক্টোবর ২০১৩ ০২:১৮621110
  • ঋতুপর্ণ বেঁচে থাকলে এটা নিয়েও স্টাডি দেখে যেতাম।
  • Atoz | 161.141.84.239 | ২২ অক্টোবর ২০১৩ ০২:১৮621111
  • হ্যাঁ হ্যাঁ শি পি, ঠিক করেছেন। উভয় পক্ষের মতামতই জানা দরকার। বলা তো যায় না কখন কোন্‌টা ---

    কিন্তু ছাগলের কেসটা, স্যর?
  • π | ২২ অক্টোবর ২০১৩ ০২:১৯621112
  • ভাগীদার, মায়ের দুধে অক্সিটোসিন থাকে , সেটা শিশুর মধ্যে ট্রান্সফার হবার সাথে সাথে তার স্ট্রেস রেসপন্স, মেন্টাল হেল্থ ইত্যাদি মডুলেটেড হওয়া নিয়ে বোধহয় স্টাডি আছে। অন্য দুধ খেলে এই হরমোনাল তফাত হতে পারে। কিন্তু তাতে গরুর গরুত্ব কীভাবে ট্রান্সফারড হয় জানিনা। এনিওয়ে, ব্রেস্টফিডিং এর উপযোগিতা নিয়ে তো প্রচুর স্টাডি হয়েছে।
  • Atoz | 161.141.84.239 | ২২ অক্টোবর ২০১৩ ০২:২০621113
  • আহা শি পি, ঋতুপর্ণ ক্যানো, বাপেরা বাপ হিসাবেই তো ছেলেকে খাওয়াবেন। মা হয়ে নয় তো! মেয়ে-বাচ্চাকে খাওয়াবে তার মা।
  • শিশুর পিতা | 127.194.194.161 | ২২ অক্টোবর ২০১৩ ০২:২৩621114
  • ঠিক কি জানতে চান? গান্ধীর মধ্যে ছাগলের গুণাবলী ছিল সেটার জাস্টিফিকেশন কনফার্ম করতে চান? নাকি গান্ধীর মধ্যে ছাগলের গুণাবলী এসেছিল কিনা বুঝতে চান? দ্বিতীয় ক্ষেত্রে গান্ধীজীর জীবন ও কর্ম পড়ে অনুধাবন করতে হবে, আর প্রথম ক্ষেত্রে নেতাজী কি খেত সেই ডেটা পাশাপাশি রাখতে হবে।
  • Atoz | 161.141.84.239 | ২২ অক্টোবর ২০১৩ ০২:২৪621115
  • হ্যাঁ, কারেন্ট টপিকেই তো আছি শি পি। মানুষ গরুর দুধ খেলে যদি গরুর গুণাবলী মানুষের মধ্যে যায়, তাহলে ছাগলের দুধ খেলে---
    কী বলেন?
    ;-)
  • Bhagidaar | 216.208.223.1 | ২২ অক্টোবর ২০১৩ ০২:৩১621116
  • পাই, ব্রেস্ত্ফীদিং এর স্বপক্ষেই তো কথা বললাম এর আগে।

    প্রথম ৬-৭ মাস মাতৃদুগ্ধের বিকল্প নেই। কোনো ফর্মুলা, অন্য কোনো প্রাণীর দুধ, কিছুতেই হবেনা।
    কিন্তু আমার আপত্তি পরবর্তীকালে দুধ খাওয়ার ফল নিয়ে যে ক্লেম করা হচ্ছে তা নিয়ে।
    শিশু যদি পরবর্তীকালে অন্য প্রাণীর দুধ খায় তাহলে কি ক্ষতি? স্টাডি হয়েছে কি কোনো? যেখানে আর সব ফ্যাক্টরের জন্য কন্ট্রোল করা হয়েছে?
    বোভাইন অক্সিতসিন কি আদৌ হিউমান অক্সিতসিন রিসেপটার কে স্তিমুলেত করতে পারে? গরুর দুধে যা পাওয়া যায় সেই লেভেলে? অক্সিতসিন এর হাফ লাইফ কত? হিট ল্যাবাইল কিনা? আর কি কি ফ্যাক্টর ট্রান্সফার হয়?
  • শিশুর পিতা | 127.194.194.161 | ২২ অক্টোবর ২০১৩ ০২:৩২621118
  • গান্ধীজীকে ছাগল বলবেন তো বললেই হয়। আমাকে দিয়ে বলাতে চাইছেন কেন? গরুর দুধ খেলে গরুর গুণাবলী মানুষের মধ্যে যায় - এটাও আমি বলিনি তো। মানুষের দুধ না খেলে কি কি হয় সেটা অক্ষ বলেছেন। আরো অনেকে বলেছেন। মানুষের দুধ না খেয়ে গোরু ছাগলের দুধ খেলেও সেটা ভ্যালিড থাকে, অর্থ`ৎ সেগুলোই হয় এই আর কি। তাছাড়া মানুষের দুধের মধ্যে দিয়ে অক্সিটোসিন ইত্যাদি গেলে গরুছাগলের দুধ থেকে অনুরূপ কিছু যেতেই পারে, কিংবা অন্তত অক্সিটোসিন যে যাচ্ছে না সেটাও কনফার্ম করা যায়, জানতে চান তো খুঁজে টুজে কোথায় কি স্টাডি আছে পড়ুন।
  • a x | 138.249.1.202 | ২২ অক্টোবর ২০১৩ ০২:৩৪621119
  • আরেহ সাটা! এটা কি ভাগিই লিখল না সোসেন - এই স্পিসিস স্পেসিফিক রিসেপ্টরের কথাটা? ভাগি অঙ্কের লোক না?
  • শিশুর পিতা | 127.194.194.161 | ২২ অক্টোবর ২০১৩ ০২:৩৭621120
  • হর্মোন থেরাপি করেই যদি ফেল্ল তবে আর বাপ থাকল কতটা, আদ্দেক মা তো হয়েই গেল। এটুজেড যে কি কয়। আগের পোস্টে অক্ষ না পাই হবে। ঘুমের টাইপো।
  • Bhagidaar | 216.208.223.1 | ২২ অক্টোবর ২০১৩ ০২:৪১621121
  • সোসেন এখন গভীর ঘুমে। তাছাড়া সোসেন এমন একক মার্কা বাংলা লেখেনা।

    HHB 8)
    যে রান্ধে সে ----
  • Atoz | 161.141.84.239 | ২২ অক্টোবর ২০১৩ ০২:৪১621122
  • আহা শি পি, বাপের দুধ আর মায়ের দুধ কি এক নাকি? বাপের দুধ তো বাপীয় আবেগে পরিপূর্ণ হবার কথা!
  • a x | 138.249.1.202 | ২২ অক্টোবর ২০১৩ ০২:৪২621123
  • না না এটারও এক্সপ্ল্যানেশন এই বাজারে ইসিলি দেওয়া যেত। কিন্তু ছোট বাচ্চাকাচ্চাদের সামনে আর ..>
  • Atoz | 161.141.84.239 | ২২ অক্টোবর ২০১৩ ০২:৪৩621124
  • অক্ষ, ইন্ডাকশনে শিখে ফেলেছে ভাগীদার। ঃ-)
  • Atoz | 161.141.84.239 | ২২ অক্টোবর ২০১৩ ০২:৫২621125
  • আর এই স্পিসিস-স্পেসিফিক ব্যাপার নিয়ে কিছু খটকা আমার দেখা দিয়েছে।
    একটা ডকুতে দেখাচ্ছিল এক চিড়িয়াখানায় কতগুলো ছোটো ছোটো বাঘের বাচ্চাকে ওদের মা কোনো কারণে পরিত্যাগ করে, মানে শুধু খাওয়ানো বন্ধ করেছে তাই না, একদম যেন দেখতেই পাচ্ছে না, কাছ দিয়ে হেঁটে যাচ্ছে তবু নিজের বাচ্চাদের চিনতে পারছে না, ছুঁয়েও দেখছে না।
    এই অবস্থায় এই বাচ্চাগুলোকে দেওয়া হয় একটা বড়ো গোল্ডেন রিট্রিভার মায়ের কাছে, সেই মায়ের দুধ খেয়ে এরা বেঁচে যায়।
  • dudh | 146.165.223.44 | ২২ অক্টোবর ২০১৩ ০২:৫৭621126
  • দুধ নিয়ে কিছু স্মৃতি দুম করে মনে এল। এই টইয়েই লিখছি। ৯০% শহুরে আর হারামি বাঙ্গলি বাচ্চাদের মত আমিও দুধ নিয়ে রোজকার বাওয়ালটা দিতাম। মা বা ঐ জাতীয় কেউ কন্স্ট্যান্ট পেছনে ছুটছে গেলাস নিয়ে। আরো পাঁচ চামচ কম্প্ল্যান দাও, তবেই খাব। বিদেশে এসে প্রথম রুমেমেটি বেরুল গুজরাটি। গ্যালন গ্যালন সাদা দুধ খায়। আমার থেকে দু বছর ম্যক্স বড় হবে। ভাল ছেলে, একটু একটু করে জমছে। একদিন সন্ধ্যেবলা লিভিং রুমে ঢুকতেই ঝপ করে একটা বড় গ্লাস বাড়িয়ে দিল।
    'লে পি" । আমি সাপ দেখার মত চমকালাম। " ইয়ে কেয়া?? মে ইয়েসব নেহি পিতা"
    " আরে তেরে অউর মেরে লিয়েই তো গ্রসারি সে আজ লায়া হুন। জামকে দোনো দুধ পিয়েঙ্গে। সুবহ শাম, ফির দেখ হেল্থ কেয়া বনতা হেই। সালমান খান সুবাহ সুবহ কেয়া পিতা হই কুছ মালুম ভি হে"
    আমি বল্লাম "সালমান খান! ! উ তো দিন রাত দারু পিতা হে, পিকে ঐশ্বর্জো কো মারতা হে, উস্কা সিভি মে দুধ কা নাম গন্ধ নেহি হে, তেরা কুছ কনফিউশান হো রাহা হে"
    "আরে নশে মে এক আদমি গালি দে সকতা হে, একদম খরাব খরাব গালি লেকিন" এবারে বিজয়ীর হাসি হেসে "মারনে কে লিয়ে তাকাত কাহন সে মিলেগা? হুইস্কি তাকত দেগা, বিয়ার দেগা?"
    "মুঝে একচুয়ালি দুধ আচ্ছা নেহি লাগতা, উতনা"
    "কেয়া বাত কর রহা হই !!! উস দিন প্লন বানায়া জিম কে বাদ তু আউর মে.."(কোন এক মদ্যপানের আসরে করা চুক্তি)
    আমিঃ "ইহান পে মিলতা হে না চকোলেট মিল্ক, মে ও পিয়ুঙ্গা, তুম ইয়ে পিনা, চালো ডান ডিল"
    ছেলেটা উঠে দাঁড়াল। "নাম হে পি এইচ ডি স্টুডেন্ট, আর হার্কাট বচ্চো জেইসান। মর্দ বন, মর্দ, গ্লাস পকড়" ছেলেটার মেজাজ চড়ছে আর আমার ভয়। আস্তে আস্তে বল্লাম
    "কম্প্ল্যান জাতীয় কুছ হে?"
    "হটা সাওয়ান কি ঘটা। বি আ ম্যান। গেট আ লাইফ ডিউড। গো রিয়াল, লিভ লাইফ কিঙ সাইজ লে,লে পকড়"।
    দু চুমুক দিয়ে আমি "আরে য়াহান পে তো স্বর হে কৈ ছাকনি হই কেয়া"
    স্বর মানে বুঝিয়ে বল্লাম "দেখো, don't get me wrong স্বর মুঝে আচ্ছা লাগতা হে, লেকিন সির্ফ রাবড়ি মে"। ছেলেটা ফায়ার।
    "সালা নখরিলে বাঙ্গালী, তু পিয়েগা ইয়া নেহি"। সেদিন ধক ধক করে খেয়ে নিলাম।
    আরো দু তিনটে রুমমেট জুটল। ও একটু আলাদা থাকতে শুরু করল। "ল্যাক্টোস- ইন্টলারেন্স" জাতিয় কিছু জার্গন শিখলাম
    অজুহাত হিসেবে কাজে এল। এই নিয়ে হাসাহসিও হল। দুধের বড় ক্যানটা পড়ে থাকত ফ্রিজে, সাইজে বড় আর নিঃসঙ্গ। আমরা সবাই টাকা দিতাম। সেই নিয়ে বলেওছিল, "মেরে লিয়ে অলগ সে দুধ কিয়ুন, কৈ নেহি পিতা"। কিন্তু ওর দুধ প্রেম কে সম্মান করতাম। বান্ধবী চলে যাবার পর জিম আর দুধের পরিমানটাও বেড়ে গেছিল। বাড়িতে তখন মেয়েরা আসত, মাল পার্টি হত। ও থাকত না। এই হ্যা হ্যা হি হির মাঝে দু এক মেম ছুঁড়ি স্বাভাবিক কৌতুহল দেখাত। দূরে ব্যকলনিতে ওটা কার silhouette, সুর্যাস্তের গায়ে হেলান দিয়ে স্ট্রঙ্গ এন্ড সাইলেন্ট রাজপুত্তুরটি হয়ে বসে কে ও, ওর কিসের এত আত্মমগ্নতা? তার থেকেও বড় প্রশ্ন," what's that white shit in his hand, he is always drinking this white thing" রহস্য করে বলতাম "নট শিওর"। মেম বলত " from his expression seems like some strong bad stuff, something really strong, don't you think?" আমি মাথা নাড়তাম।
  • Bhagidaar | 216.208.223.1 | ২২ অক্টোবর ২০১৩ ০৩:০৪621127
  • বেশিরভাগ nutrient ইউতিলায়জেশানে কোনো অসুবিধে হবেনা, কিন্তু ইমিউন সিস্টেমে অনেক ঘাটতি থেকে যাবে।
  • Bhagidaar | 216.208.223.1 | ২২ অক্টোবর ২০১৩ ০৩:১১621129
  • আমি আবার দুধের ব্যাপারে আমার বয়েসী বেশির ভাগ বাচ্চার থেকে আলাদা ছিলাম। দুধ খেতে খুব ভালবাসতাম। মাছ মাংশ খেতাম তাও দু বেলা দুধ, বিনা বাক্যব্যয়ে, বড় গেলাস ভর্তি, বর্ন্ভিটা কমপ্ল্যান কিছু ছাড়াই চলত।
    অনেক বড় বয়েস অবধি দুধ খেতাম, তারপর আমেরিকা এলাম, প্রথম প্রথম খেতাম কিন্তু তারপর আসতে আসতে কমতে লাগলো খাওয়া, আর সেই থেকেই একটা ইনটলারেন্স জন্মালো। দেশে থাকাকালীন কোনকালে দুধ খেলে পেট খারাপ হবে এই চিন্তা করতে হয়নি, তাই ল্যাকতস ইনটলারেন্স ইত্যাদি নেই জানি.। কিন্তু এখন আর খেতে পারিনা।

    I মিস দুধ। :(
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। সুচিন্তিত মতামত দিন