এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ঐন্দ্রিলার মৃত্যু কয়েকটি প্রস্ন।

    Kamalendu Chakrabarti লেখকের গ্রাহক হোন
    অন্যান্য | ১৩ অক্টোবর ২০১৩ | ২৫৫৭১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • jhiki | 233.255.225.78 | ২১ অক্টোবর ২০১৩ ০৮:৩৪621174
  • থ্রেডটা পড়া যাচ্ছেনা। বিকল্প কি দিয়েছেন? মোষ, ছাগল, ঊট নাকি বাঘের দুধ?
  • cm | 122.79.37.0 | ২১ অক্টোবর ২০১৩ ০৮:৫২621175
  • বিকল্প পাস্তুরায়িত দুগ্ধ।
  • jhiki | 233.255.225.78 | ২১ অক্টোবর ২০১৩ ০৮:৫৮621176
  • দুধটা কিসের?
  • cm | 122.79.37.0 | ২১ অক্টোবর ২০১৩ ০৯:০৭621177
  • আরো একটা বিশেষণ দিয়ে দি তাহলেই হবে স্ট্যান্ডার্ডাইজ্ড।
  • sch | 132.160.114.140 | ২১ অক্টোবর ২০১৩ ১৩:০২621179
  • কমলেন্দুবাবুর সংজ্ঞায় যা প্রপার পেরেন্টিং তা প্রায় বিশেষ কারোর হয় বলে মনে হয় না। তা সত্তেও তো বাচ্চারা দিব্যি বড় টড়ো হচ্ছে, মারা যাচ্ছে না। এখানে ঐন্দ্রিলার মৃত্যুর সাথে সেটার প্রাসঙ্গিকতা কি হল বুঝলাম না

    যুক্তিহীন ভাট মাড়ানিদের পেরেন্টিং ও খুব ভালো না কমলেন্দু বাবু।নিজের দিকে একটু তাকান
  • Kamalendu Chakrabarti | ২১ অক্টোবর ২০১৩ ১৩:০৭621180
  • http://www.guruchandali.com/guruchandali.Controller?portletId=8&porletPage=2&contentType=content&uri=content1381671673667#writehere

    হা, আমি সেই লোক যাকে জনৈক পিতা আমাকে ডাক্তারদের থ্রেট বলেছেন। হা, আমি সেই লোক যাকে অনেকে পাগল বলে। আমি সেই লোক যে ধুধপানকে বিস্পান বলে। হা, আমি জানি আমাকে নিয়ে লকে মস্করা করে। তাই বলে তো নিজের জ্ঞান-বিদ্যা বা অভিজ্ঞতাকে নিজেই অস্বীকার করতে পারি না।
    সারা দুনিয়া এখন মানতে শুরু করেছে all non-human milks and milk products are bad. আমি নিয়ে সারা জীবন কাটিয়েছি
  • kiki | 69.93.203.102 | ২১ অক্টোবর ২০১৩ ১৩:১৫621181
  • সবাই আপনাকে পাগল ভাবছে না। ইনফ্যাক্ট আপনার মত ভাবে না বললেও বেশিরভাগ ডঃ যে যুক্তিটা দেন সেটা ফেলে দেবার নয়। যেকোন স্তন্যপায়ী জীবের দুধ ঠিক তার অন্য খাবার খেতে শেখার আগে পর্যন্ত্যই লাগে। তারপরে আর লাগে না।

    আপনি এভাবে বলুন। তখন দেখবেন এই পাব্লিকের দল ই আহা উহু করে আপনার যুক্তি নিয়ে পরে যাবে। দাদা খানিক পলিটিক্স ও শিখতে হয় যে।ঃ)
  • Kamalendu Chakrabarti | ২১ অক্টোবর ২০১৩ ১৩:৪০621183
  • আমার মনে হয় সমাজে দুই শ্রেণীর লোক থাকে, সঙ্খ্যাধিক্ষে শয়তান আর অল্প সংখ্যাল্পে পাগল। সমাজের অব্যবস্থা, কষ্ট অন্যায় দেখে কিছু লোক পাগল হয়ে যায়। কিন্তু শয়তানদের সক্ত মস্তস্ক এসবেও নিজেকে মান্যে নিয়ে সুস্থ থাতে পারে। পাগলামি একটা রোগ, ওষুধ খেলে সেরে যায়, কিন্তু শয়তানী একটা স্বভাব যার কোনও চিকিতাসা নেই।
    সারা দুনিয়া এখন মানতে শুরু করেছে all non-human milks and milk products are bad. আমি নিয়ে সারা জীবন কাটিয়েছি এই বিষয়ে কাজ করে। সেখানে কয়েজনের মন্ত্যবে বা বিরোধিতায় নিজেকে অবিশ্বাস করতে পারিনা। আমি বেশ কয়েবার আমার কাজের জন্য যেমন পুরস্কৃত হয়েছি, তেমনি শারীরিক নিগ্রহও সহ্য করেছি। কিন্তু একান্তভাবে কাজ করে চলেছি। গেলেলিও বা ডাঃ সুভাষ মুখোপাধ্যায় নতুন বলতে গিয়ে শেষ গিয়েও শেষ হন নি। আমি সমাজের মানুষদের স্বাস্থ্যের জন্য তোমাদের টিটকার মেনে নিতে কস্ত হয়। তোমাদের বঝাতে না পারার অক্ষমতার কথা ভেবে কষ্ট পাই।
    একটাই ব্যাপার হয়তো আমি দেখে যেতে পারব না, তবে নিশ্চিন্ত হয়ে মরতে পারব এই ভেবে আমার এই কথা ধীরে ধীরে সবাই মেনে নেবে।
  • jhiki | 233.255.230.71 | ২১ অক্টোবর ২০১৩ ১৩:৪৯621184
  • পাই আর cm পড়া করে নি।
    ডাক্তারবাবু, দুধ না খেলে বাচ্চারা, ক্ষেত্রবিশেষে বড়রাও প্রাতঃরাশে কি খাবে? সাধারনতঃ দুধ আর সিরিয়ালই তো খাওয়া হয়।
    আর শরীরের ক্যালসিয়ামের প্রয়োজনই বা কিভাবে মিটবে?
  • শিশুর পিতা | 69.160.210.2 | ২১ অক্টোবর ২০১৩ ১৪:০৩621185
  • বেশ কিছু জাতীয় ও আন্তর্জাতিক স্তরের পুরস্কার পাওয়া প্রায় একটা গোটা জীবন কাটিয়ে ফেলা বহু বিখ্যাত অখ্যাত সংস্থার থেকে মূল্যবান রেকগনিশন পাওয়া একজন পেশাগত ডাক্তারের সঙ্গে কথা বলার ধরণটি লক্ষ্যনীয়। বিশেষতঃ sch এর। প্রপার পেরেন্টিংএর অভাব নিয়ে এর চেয়ে ভালো আর ইলাবোরেটিভ পোস্ট আর সম্ভব ছিল না।
  • kumu | 69.178.37.21 | ২১ অক্টোবর ২০১৩ ১৪:১৮621186
  • কমলেন্দুবাবু,
    ডেয়ারী প্রডাক্টের ক্ষতিকর দিকগুলো নিয়ে লেখা পেপারের রেফ পাওয়া যাবে?
    এই টইটির বিষয়বস্তু থেকে আলোচনা দূরে সরে যাচ্ছে।একটি নতুন টই খুললে ভালো হয়।
  • সিকি | ২১ অক্টোবর ২০১৩ ১৪:২১621187
  • কমলেন্দুবাবু,

    যা হচ্ছে আপনার তরফে তা হল ইমোশনাল সেন্টিমেন্টাল কথাবার্তা। বক্তব্যের সপক্ষে হার্ড ফ্যাক্ট কিছু পাই নি। আমি আপনাকে পাগল ইত্যাদি কিছু ভাবি নি, তবে জন্মের ছমাস পর থেকে শুরু করে আজ পর্যন্ত আমি মোটামুটি নিয়মিত গরুর দুধ খেয়ে আসছি। তেমন কিছু তো টের পাই নি শরীরে বিষ ঢুকছে বলে। আমার মত লাখ লাখ মানুষও খাচ্ছে। কপিলদেব সারাজীবন মোষের দুধ খেয়ে অমন তাগড়াই চেহারা করলেন, ভারতকে বিশ্বকাপ এনে দিলেন।

    ঠিক কী কী রিয়্যাকশনের প্রভাবে কী কী ক্ষতি হয় মানুষের শরীরে, যার জন্য আপনি গরু মোষ ইত্যাদির দুধকে বিষবৎ বলছেন, একটু বোঝান না। আমি বুঝতে আগ্রহী।
  • সিকি | ২১ অক্টোবর ২০১৩ ১৪:২৩621188
  • মানে ক্ষতিকর বলতে যদি ইঞ্জেকশন দেওয়া গরুর দুধ বা "মিলাবটি" দুধ খাবার কথা বলেন, তা হলে অবশ্য আমার কিছু বলার নেই। সেগুলো ক্ষতিকর সবাই জানে। আমি বলছি বিশুদ্ধ গরুর দুধের কথা। আর হ্যাঁ, আলাদা একটা টই খুলে লিখলে খুব উপকার হয়।
  • শিশুর পিতা | 69.160.210.2 | ২১ অক্টোবর ২০১৩ ১৪:৪৪621189
  • সিকি কি কমলেন্দুবাবুর দেওয়া ফেসবুকের লিংক টা পড়ে কমেন্ট করল?
  • সে | 203.108.233.65 | ২১ অক্টোবর ২০১৩ ১৪:৫২621190
  • বাচ্চাদের জন্যে মায়ের দুধই সবচেয়ে ভালো। গরুর দুধ বাছুরের জন্যে ভালো, মনুষ্য শিশুর জন্যে ভালো নয়। এ ব্যাপারে অনেক বছর আগে কিছু পড়েছিলাম (ইন্টারনেটের আগে)।
    তবে মায়ের দুধের বিকল্প হিসেবে গরুর দুধের প্রচলন অনেক দেশেই ছিলো (বেবিফুড আসবার অনেক অনেক আগে থেকেই)। কিন্তু সেটা শিশুর স্বাস্থ্যের জন্যে সবসময় ভালো নয়। বিশুদ্ধ গরু দুধের কথাই বলছি।
  • sch | 132.160.114.140 | ২১ অক্টোবর ২০১৩ ১৫:০৪621191
  • kamalndu babu র সিভি নিয়ে আলোচনা করার জায়গা এটা নয় । শিশুখাদ্যের বিষয়ে ওনার যদি কিছু আবিষ্কার থাকে সে কথা একটা টই খুলে উনি লিখতে পারেন। যার ইচ্ছে পড়বে, যার হবে না পড়বে না।

    এই টইটার নাম দিয়েছেন "ঐন্দ্রিলার মৃত্যু কয়েকটি প্রস্ন।" (বানানটা অপরিবর্তিত রাখলাম, পুরষ্কার পাওয়া ডাক্তার তো তাই হয়তো বাংলা অভিধানটাও ওনার মতো করে নিয়েছেন) - গোরুর দুধ খাওয়ার সাথে বিষয়টার কোনো সম্পর্ক নেই। সেই কুমীরের রচনার মতো ব্যাড পেরেন্টিং থেকে উনি নিয়ে এসেছেন অনেক বাবা মা-ই জানেন না কিভাবে বাচ্ছাদের খাওয়া দাওয়া করতে হয়।

    যে কারণেই ঐন্দ্রিলার মৃত্যু হয়ে থাকুক (মানসিক অত্যাচার বা ভুল চিকিৎসা) সেটি বিচার সাপেক্ষ। কিন্তু ঘটনাটি খুবই দুঃখজনক। আমরা জানি না এই পাতায় ঐন্দ্রিলার কোনো আত্মীয় আসেন না, কিন্তু এই মৃত্যুর পরে যদি তারা জানেন যে একটি কম্যুনিটিতে আলোচনা হচ্ছে

    "ছোটবেলায় অন্যান্য শিশুদের মতো, ওর লালনপালন করা হয় নি। যাকে ইংরাজিতে বলা হয় parenting." আর

    "কিন্তু ওকে আমরা সঠিক পথে চলতে শেখাতে পারিনি। বড়দের ভুলের খেসারৎ দিয়ে হারিয়ে গেলো সে।
    তাই, পিতামাতাদের বলি..."

    পরোক্ষ ভাবে বাবা মা'ই ঐন্দ্রিলার মৃত্যুর জন্যে দায়ী, তাদের বোধহয় ভীষণ আনন্দ হবে। এই অনুভূতিগুলো যার মধ্যে নেই তার পেরেন্টিং নিয়ে প্রশ্ন থাকে তো অবশ্যই। তিনি যতই পুরষ্কার পান তাতে তার upbringing ভালো এটা প্রমাণ হয় না
  • শিশুর পিতা | 69.160.210.2 | ২১ অক্টোবর ২০১৩ ১৫:০৫621192
  • বেবিফুড ইত্যাদিও কত বাজে তা নিয়ে উনি কয়েকপাতা বলতেই পারেন।
  • শিশুর পিতা | 69.160.210.2 | ২১ অক্টোবর ২০১৩ ১৫:২১621194
  • অনুভূতির ব্যপার না, যতটুকু চিনেছি এই কথাগুলো, যা উনি বিশ্বাস করেন, এখনই মেয়েটির মা বাবা বা কোনো আত্মীয়কে সুযোগ পেলে নির্দ্বিধায় বলবেন। কমিউনিটিতে আলোচনা তো তুশ্চু। টাইপো বা নেটে বাংলায় লেখার ডিফিকাল্টি নিয়ে আলোচনার ইচ্ছে নেই। একক এ বিষয়ে শেষ কথা বলবেন। বিচার সাপেক্ষ কোনো ঘটনা/ক্রাইম নিয়েই কোনো কমিউনিটিতে আলোচনা না করা বা কোনো মৃত্যুরপর মৃতের কাছের লোকেদের মানসিক আঘাতপ্রাপ্তির সম্ভাবনায় এমনকি তাঁদের সম্ভাব্য দোষ-ভুল নিয়ে আলোচনা না করা বিষয়ে sch এর স্ট্যান্ডটি ও যে একটি স্ট্যান্ড মাত্র, বিপরীত মতপোষনকারীরা সকলেই যে অনুভূতিহীন, ব্যাড পেরেন্টিং ও poor upbringing এর শিকার নন এটাও sch মেনে নেওয়ার চেষ্টা করে দেখতে পারেন।
  • jhiki | 233.255.230.71 | ২১ অক্টোবর ২০১৩ ১৫:২৬621196
  • মেয়েটি যদি সত্যিই প্যাংক্রিয়াটিস এ মারা যায়, আর বাবা মা ঘুণাক্ষরেও তার পেটের অসুখ টের না পান ( মারা যাওয়ার দিন তিন চার আগে প্রথম ডাক্তার দেখানো হয়, মেয়েটি নিয়মিত মোম/ চাউমিন এসব খেত এসব কাগজে পড়েছি) তাহলেও তাকে গুড পেরেন্টিং বলতে হবে?
    কাগজে তো এও পড়েছি, সে বাথরুমে আটকে থাকার কথা প্রথম ডাক্তারকে বলে, বাবা বা মাকে নয়, তা সত্ত্বেও তারা গুড পেরেন্ট?
    স্কুলের বিরুদ্ধে FIR তো মেয়েটি বাবা-ই করেছিলেন, এখন স্কুল তো পো ম রিপোর্টে ভর করে মানহানির মামলা করতেই পারে।
  • aka | 79.73.9.7 | ২১ অক্টোবর ২০১৩ ১৫:২৬621195
  • প্রশ্নঃ

    অন্য দুধ যেমন গরু, ছাগল, মোষ ইত্যাদির দুধ খারাপ তার কারণ যে দুধে ভেজাল নয় সেটা রুলড আউট করবেন কি করে? সেদিনই ডকুমেন্ট দেখলাম দুধ তৈরি হচ্ছে শ্যাম্পু ও আরও কি কি সব কেমিক থেকে। ও খেলে তো শরীর খারাপ করবেই।

    তবে ছোটোবেলায় ব্রেস্ট ফিডিংয়ের কোন বিকল্প নেই এই নিয়ে কোন সন্দেহ নেই।
  • sch | 132.160.114.140 | ২১ অক্টোবর ২০১৩ ১৫:৩১621197
  • উনি কি বিশ্বাস করেন সেটা কেউ কি জানতে চেয়েছেন। উনি একজন ভদ্র লোক হলে অযাচিত উপদেশ দিতে যাবেন না। নিজের জানা বিষয় নিয়ে মত প্রকাশ করা আর কোনো বিষয়ে আদ্ধেক তথ্য নিয়ে কিছু মন গড়া সিদ্ধান্তে আসা দুটো সম্ভবতঃ এক না।

    তবে উনি করিৎকর্মা লোক এতে সন্দেহ নেই - সাথে একটা দালাল নিয়ে মার্কেটে এসেছেন।

    গুরু শেষ অব্দি চাইল্ড স্পেশালিস্টের দালালির জায়গা হবে এটা কেউ ভাবে নি মনে হয়
  • | 24.97.68.225 | ২১ অক্টোবর ২০১৩ ১৫:৪২621198
  • কমলেন্দু,

    আমার প্রশ্নটার উত্তর পাওয়া যাবে কি? ঐন্দ্রিলার খবরের কাগজে প্রকাশিত ছবি দেখে আপনি বুঝতে পারছেন যে তার পেটের সমস্যা ছিল? ছোটবেলায় শ্বাসকষ্ট হত? এবং সে অঙ্কে দূর্বল ছিল?

    যদি উপরের প্রশ্নগুলির উত্তর 'হ্যাঁ' হয়, অন্তত একটা প্রশ্নের উত্তরও 'হ্যাঁ' হয় তাহলে একটা সংবাদপত্রের ছবির লিঙ্ক ধরে বিস্তারিত বলবেন কি যে কোন কোন লক্ষণ দেখে আপনি উপরোক্ত ধারণায় পৌঁছেছেন?
  • sch | 132.160.114.140 | ২১ অক্টোবর ২০১৩ ১৫:৫২621199
  • ঝিকি, আমি ডাক্তারি সম্বন্ধে কিছু জানি না - যদি সত্যি প্যামক্রিয়াটাইটিসে মেয়েটি মারা গিয়ে থাকে তাহলে নেট থেকে এটুকু পেলাম

    "Acute pancreatitis

    Acute pancreatitis is a sudden inflammation that occurs over a short period of time. In the majority of cases, acute pancreatitis is caused by gallstones or heavy alcohol use. Other causes include medications, infections, trauma, metabolic disorders, and surgery. In up to 30% of people with acute pancreatitis, the cause is unknown.

    The severity of acute pancreatitis may range from mild abdominal discomfort to a severe, life-threatening illness. However, the majority of people with acute pancreatitis recover completely after receiving the appropriate treatment."

    (source: http://www.webmd.com/digestive-disorders/digestive-diseases-pancreatitis)

    দুটো জিনিস এর থেকে বোঝা যাচ্ছে, acute pancreatitis খুব অল্প সময়ের মধ্যে হতে পারে (occurs over a short period of time), সেক্ষেত্রে "ঘুণাক্ষরেও তার পেটের অসুখ টের" পেতে না-ও পারেন। আর এর কারনগুলোর মধ্যে medications, আর trauma আছে। সেক্ষত্রে মনে হয় না বাবা-মা'র কিছু করার আছে।

    আর এটা chronic রোগ কি না সে বিষয়ে এইটুকু বলা যায়

    "Chronic pancreatitis occurs most commonly after an episode of acute pancreatitis and is the result of ongoing inflammation of the pancreas.

    In about 45% of people, chronic pancreatitis is caused by prolonged alcohol use. Other causes include gallstones, hereditary disorders of the pancreas, cystic fibrosis, high triglycerides, and certain medicines."

    আশা করি এর পর কেউ বলে বসবেন না মেয়েটি নিশ্চয় নিয়মিত আলকোহল সেবন করত - " ব্যাড পেরেন্টিং"

    একজন বাচ্ছার না বলা কথাগুলো তার মন থেকে বের করতে পারেন বলেই চাইল্ড সাইকোলজিস্ট রয়েছেন - সেটাই তার প্রফেসানাল কোয়ালিফিকেশান।

    বাবা মা ব্যাড না গুড এই তক্কে না গিয়ে, শুধু সংবাদপত্র থেকে পাওয়া কিছু অর্ধসত্যের ভিত্তিতে একটি মৃত শিশুর বাবা মা-কে অনুমান নির্ভর লজিক দিয়ে কাঠগড়ায় তোলাটা আমার মনে হয় খুব নিম্নরুচির কাজ।

    রুচির সংজ্ঞা অবশ্য পেরেন্টিং এর ওপর নির্ভর করে।
  • শিশুর পিতা | 69.160.210.2 | ২১ অক্টোবর ২০১৩ ১৬:০২621201
  • ভদ্রলোকেদের কিংকর্তব্য নির্ধারণের দালালি sch পেয়েছেন জেনে ভালো লাগল। পেশা হিসেবে অভিনব, ক্লায়েন্ট ও কমিশন রেট জানালেই দল পাল্টাবার ব্যপারে আলোচনা করা যেতে পারে।
  • jhiki | 233.255.230.71 | ২১ অক্টোবর ২০১৩ ১৬:০২621200
  • বাবা মা-ই পরম সত্য এতো আমাদের সভ্যতা! কেন যে কুরুচিবান লোকেরা বাবা মায়ের দোষ ধরতে যায়!
  • sch | 132.160.114.140 | ২১ অক্টোবর ২০১৩ ১৬:০৮621202
  • ঝিকি - মা বাবা ভালো বা মন্দ যা খুশী হতেই পারে। সেটা নিয়ে আলোচনা করার জায়গা অন্য। একটি শিশুর মৃত্যুর সাথে এটাকে জড়িয়ে কিছু হাফ নলেক বেসড আলোচনা প্রাসঙ্গিক না। আর আপনি কিন্তু প্রতি যুক্তি দিলেন না এক্ষেত্রে acute pancreatitis এ মারা গেলে কেন সেটা বাবা মা'র দোষ হবে ?
  • jhiki | 233.255.230.71 | ২১ অক্টোবর ২০১৩ ১৬:০৯621203
  • কাগজে এটাও পড়েছি যে মেয়েটির প্রায় পেটে ব্যাথা করত।
    যে চলে গেছে তার বাবা মাকে কাঠগড়ায় দাঁড় করিয়ে আমার কোন লাভ ক্ষতি নেই, থাকলে তা স্কুলের আছে। তবে এই সব আলোচনার ফলে যদি একজন বাবা মাও তাদের শিশুর সমস্যা অন্য দৃষ্টিকোণ দিয়ে দেখেন তো তাতে সমাজেরই লাভ।
  • jhiki | 233.255.230.71 | ২১ অক্টোবর ২০১৩ ১৬:১৩621205
  • আমিও ডাক্তার নই বা নেট ঘেঁটে ডাক্তারী করি না। এই টই এ একজন ডাক্তার লিখছেন, আশাকরি করি তিনি উত্তর দেবেন।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। পড়তে পড়তে মতামত দিন