এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • দিল্লী বিধানসভা নির্বাচন ২০১৩

    ঈশান লেখকের গ্রাহক হোন
    অন্যান্য | ০৮ ডিসেম্বর ২০১৩ | ১২০৬৫১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • π | ০৯ ডিসেম্বর ২০১৩ ০২:২৬625417
  • 16. PROTECTING THE COMMON MAN FROM RISING PRICES
    16.1. Electricity bills would be halved and 700 litres water would be provided free.
    16.2. Clamp-down on hoarding and profiteering that increases commodity prices.
    16.3. Regulating the fees of private schools; providing high quality education in government schools
    16.4. Improving public healthcare system, so that all common people have access to high quality
    healthcare irrespective of their ability to pay.
    16.5. Corruption is a significant factor behind rising prices; this shall be brought under control by passing
    the Delhi Jan Lokpal Bill.
    16.6. Black economy is a major factor behind rising prices, and election funding is the nadir of this black
    economy. AAP seeks to present an alternative on how elections can be fought with clean money.
    16.7. The Public Distribution System (PDS) is a way to protect the common people from rising prices, but
    corruption is rampant in this system. PDS shops would be monitored by Mohalla Sabhas, rations will
    not be replaced by cash transfers and pulses and oils would be added to the PDS.

    স্বাস্থ্য, শিক্ষার প্রাইভেটাইজেশনের বিরুদ্ধে অনেক কথাই আছে।
  • π | ০৯ ডিসেম্বর ২০১৩ ০২:২৮625418
  • আমি একজনের লেখা কোট করেছিলাম। সেরকম প্রচুর লোকই মনে করে। কংগ্রেস , বিজেপির লোকজন। আআপ হচ্ছে তৃতীয় ধারার বামপন্থী নকশালপন্থী লোকজনের আড়ত।

    তৃতীয় ধারার অনেক লোকজন সমর্থন করছেন, এটাও ফ্যাক্ট ঃ)
  • a x | 86.31.217.192 | ০৯ ডিসেম্বর ২০১৩ ০২:৩১625419
  • কংগ্রেস বিজেপির মনে করার কথা হচ্ছে বুঝি? অ!
  • π | ০৯ ডিসেম্বর ২০১৩ ০২:৩৪625420
  • দেশের নানা গণ আন্দোলনের কর্মীদের একটা বড় অংশ আআপ কে সমর্থন করছে। মানো ইয়া না মানো ঃ)
  • a x | 86.31.217.192 | ০৯ ডিসেম্বর ২০১৩ ০২:৩৭625421
  • সমর্থন করার সাথে প্রগতিশীল বামপন্থী মনে করা কীভাবে এক হয়ে যায়? বিজেপির লোক তো প্রচার করছে বিনায়ক সেন ইত্যাদির মত টেররিস্ট আছে আপ-এ!
  • a x | 86.31.217.192 | ০৯ ডিসেম্বর ২০১৩ ০২:৪০625422
  • কেজরিওয়ালকে আমি কাছ থেকেই দেখেছি। AIDর সাথে বেশ কিছুদিন কাজ করেছি যখন। কেজরিওয়ালের বিশাল বেস AID সেখান থেকে অর্থাৎ গান্ধিয়ান সোশ্যালিসমে বিশ্বাস রাখেন যারা তাদের সাপোর্ট তো থাকবেই।
  • π | ০৯ ডিসেম্বর ২০১৩ ০২:৪১625423
  • ইকনমিক পলিসি নিয়ে যোগেন্দ্র যাদব ঃ

  • π | ০৯ ডিসেম্বর ২০১৩ ০২:৪২625424
  • গান্ধীয়ান সোশ্যালিজম প্রগতিশীল নয় ? ঃ)
  • a x | 86.31.217.192 | ০৯ ডিসেম্বর ২০১৩ ০২:৫১625425
  • কথাটা এসেছিল ঈশানের কথার উত্তরে - যে সব প্রগতিশীল বামপন্থী এই গান্ধি টুপির ইমেজ ইত্যাদি। দুটো আলাদা সেটের কথা। আর এই আসল বিষয় থেকে সরে টেক্স্ট সাবটেক্স্ট নিয়ে এই একই ধরণের তর্ক, ক্লান্তিকর।
  • π | ০৯ ডিসেম্বর ২০১৩ ০৩:৩৭625427
  • ঃ)
  • Sibu | 118.38.17.78 | ০৯ ডিসেম্বর ২০১৩ ০৩:৪৮625428
  • আবাপ কয়েছেঃ

    "জনমোহিনী অর্থনীতির যে মডেল খাড়া করেছেন সনিয়া, তাতে শুধু ভারতের কাহিনিই দুর্বল হয়নি, দুর্বল হয়ে পড়েছে কংগ্রেসও।...কিন্তু ঘটনা হল, এই প্রশ্নে কংগ্রেসকে কাঠগড়ায় তুললে বিজেপিকে ছাড় দেওয়া যায় কী ভাবে! দান-খয়রাতিতে বিজেপি-শাসিত দুই রাজ্য মোটেই কম যায়নি।"

    মা আমায় আর ঘুরাবি কত।
  • π | ০৯ ডিসেম্বর ২০১৩ ০৩:৫২625430
  • আআপ কে শুধু অ্যান্টি করাপশন মুভমেন্ট বলে ট্রিভিয়ালাইজ করা ঠিক নয়, সেটা নিয়ে আগে কথা হচ্ছিল। যোগেন্দ্র যাদব, প্রশান্ত ভূষণদের কথা থেকে সেটা অন্ততঃ বোঝা যাওয়া উচিত।

    কিন্তু এই অ্যাণ্টি করাপশন মুভমেন্টের অংশটাকেও যখন ট্রিভিয়ালাইজ করার প্রাণপণ চেষ্টা দেখি, তখন এই কথাগুলোই মনে হয়। প্রগতিশীল বাম আঙিনা থেকে এরকম অ্যাসেসমেন্ট এসেছে দেখে ভাল লাগলো।

    ...From all available indications, Aam Aadmi Party has drawn huge support from the poorest inhabitants of the city, even while it has drawn equally substantial support from the middle class sections – especially middle class youth...

    Everything was stinking – and yet our free radicals, the custodians of political propriety and correctness, could see nothing. Except their own fears that were projected, as always, to some external enemy. These radicals are always comfortable with power and all their free-floating bile (of which there is a surfeit in the virtual domain) is always reserved for those who come out and fight. They could not see what the common person on the street has come to understand long ago: that the entire political class is a surrogate of the rich and the powerful. The rich and the powerful it is who fund their election campaigns, and keep their political machines well-oiled. And in a perverse way, all parties from the Left to the Right have come to believe that only by groveling before capital can they run their governments successfully...

    http://kafila.org/2013/12/08/aap-halts-bjp-advance-in-delhi/
  • Sibu | 118.38.17.78 | ০৯ ডিসেম্বর ২০১৩ ০৩:৫২625429
  • আরো মনিমুক্তোঃ

    প্রথম ইউপিএ সরকারের সময় থেকেই সনিয়া গাঁধী কংগ্রেসকে গরিব মানুষের দল হিসেবে প্রতিষ্ঠিত করতে চেয়েছেন। ...সে কারণে কেন্দ্রে সরকার গঠনের পরে নানা ধরনের সামাজিক প্রকল্প গ্রহণ করে আমজনতাকে সঙ্গে নিয়ে কংগ্রেসকে এক ধরনের ‘ইনক্লুসিভিস্ট অ্যাপ্রোচ’-এ নিয়ে যেতে চেয়েছিলেন তিনি। এর প্রেক্ষাপটে দলের তাত্ত্বিক মস্তিষ্ক ছিলেন অমর্ত্য সেন ও জঁ দ্রেজ। সেই নীতি রূপায়ণের মঞ্চ ছিল জাতীয় উপদেষ্টা পরিষদ (এনএসি)। আর রাহুল গাঁধী ছিলেন সেই দৃষ্টিভঙ্গির প্রধান ‘ব্র্যান্ড অ্যাম্বাসাডর’।
    চার রাজ্যের নির্বাচনী ফল কিন্তু সনিয়া গাঁধীর সেই জনকল্যাণমুখী দৃষ্টিভঙ্গিরও বিপর্যয়। নরসিংহ রাওয়ের জমানায়, ১৯৯১ সালে তৎকালীন অর্থমন্ত্রী মনমোহন সিংহ যে সংস্কারের জয়ধ্বজা উড়িয়েছিলেন, ইউপিএ গঠনের পর মনমোহন-চিদম্বরম-মন্টেক জুটি কিন্তু চাইলেও সেই অভিমুখে হাঁটতে পারেননি। উল্টে কিছুটা অনিচ্ছার সঙ্গেই একশো দিনের কাজ, খাদ্য সুরক্ষা-সহ একের পর এক প্রকল্প ঘোষণা করতে বাধ্য হয়েছেন সনিয়া গাঁধীর চাপে।...সরকারের প্রশাসনিক ব্যর্থতা আর নীতিপঙ্গুত্বের হাত ধরে সামাজিক প্রকল্পগুলির বিস্তর ফাঁকফোকর প্রকাশ্যে এসেছে। তাতে ক্ষোভ বেড়েছে আমজনতার। ফলে যে সামাজিক প্রকল্প, ভর্তুকি-রাজের উপর নির্ভর করে এই সে দিনও কংগ্রেস শীর্ষ নেতৃত্ব ভোট-বৈতরণী পার হওয়ার কথা ভেবেছিলেন, সে সবই ডুবেছে জনতার রোষে!

    সুতরাং আরো উদারনীতি??
  • S | 109.27.138.238 | ০৯ ডিসেম্বর ২০১৩ ০৪:০১625431
  • ধরলাম আআপ-এর নীতি শুধুমাত্র অ্যান্টি করাপশন। তাতেই মনে হয় অনেক কাজ এমনিই হয়ে যাবে। আর তাছাড়া দুই বড় দলের-ও তো একটা করেই নীতি আছে - ১) মন্দির বানাও, ২) রাজতন্ত্র বজায় রাখো। আর তিতিয় শক্তির নীতি হোলো তাত্বিক কচকচানি।
  • π | ০৯ ডিসেম্বর ২০১৩ ০৪:৫৮625432
  • aaaap ke niye nirbaachaner aage kon miDiyaay sebhaabe kon kabhaarej dekhini. tehelakaay kichhu lekhaa beriyechhil. ekhaane ekaTaa bistaarit bishleshhaN chhil. soshyaal aar ikanamik palisi niyeo aalochanaa chhil. Jaa`nraa balachhen, aaaap r kon soshyaal aar ikanamik palisi nei, taa`nder aage deoyaa Jogendra Jaadaber saaxaa`tkaarer iu Tiub li`m aar ei lekhaaTaa parhe dekhate balabo.
    http://www.tehelka.com/the-incorruptibles/?singlepage=1

    A political affairs committee was formed, which has been debating every conceivable issue such as land reforms and the Armed Forces Special Powers Act.

    While some of the more complex issues are still being debated, the party is certain of the broad strokes. Its four immovable tenets are: 1. Swaraj, where decision-making should happen at the lowest denominator of our democracy, which is the panchayat; 2. Aam Aadmi first, where policies should be drafted with the last person or most vulnerable in mind; 3. Zero tolerance of majoritarianism and, therefore, no politics of caste, class or religion; and finally 4. The Constitution, which is the frame of reference for justice, equity and diversity...

    the party has so far taken a public position against inflated electricity bills, which is being pulled out of a larger critique of the market. The party believes that the provision of basic public works is still the State’s job. But there is equally the belief within the party that in some areas, the market is essential. That small- and medium-scale enterprises need to be encouraged. On the other hand, the party strongly critiques crony capitalism. The policy group says their public position against Reliance Industries can be seen as an evidence of that.

    Yadav sums up what could be the making of a nuanced position. “We are clear as a party that believes in equality and social justice. What is the best instrument for achieving that? Is it the State or the market? I do hope the AAP does not take a dogmatic view on all these questions. I personally think that the old Left got it wrong in so many respects. They married the moral objectives of egalitarianism with a large number of orthodoxies about the role of the State,” he says.... "
  • π | ০৯ ডিসেম্বর ২০১৩ ০৫:০০625433
  • ধুর , কী হয়ে গেল লেখাটা। শুরুতে এইটা লিখেছিলাম।

    আআপ কে নিয়ে নির্বাচনের আগে কোন মিডিয়ায় সেভাবে কোন কভারেজ দেখিনি। তেহেলকায় কিছু লেখা বেরিয়েছিল। এখানে একটা বিস্তারিত বিশ্লেষণ ছিল। সোশ্যাল আর ইকনমিক পলিসি নিয়েও আলোচনা ছিল। যাঁরা বলছেন, আআপ র কোন সোশ্যাল আর ইকনমিক পলিসি নেই, তাঁদের আগে দেওয়া যোগেন্দ্র যাদবের সাক্ষাৎকারের ইউ টিউব লিং আর এই লেখাটা পড়ে দেখতে বলবো।

    http://www.tehelka.com/the-incorruptibles/?singlepage=1
  • ঈশান | ০৯ ডিসেম্বর ২০১৩ ০৮:৩২625434
  • আবার তহেলকা? :-)

    নাঃ, আমি ডান-বাঁ বিতর্কে ঢুকিনি। সে ঢুকলে কেন আপ লেফট স্পেকট্রামের অংশ নয় সেটা জানতে চাইতাম। কিন্তু এখন যেটা দেখে ফুর্তি লাগছে সেটা হল রাজনৈতিক লোকজের রিঅ্যাকশন। মূলতঃ বামপন্থীদের। আমরা অ্যাদ্দিন শ্রেণী সংগ্রাম করে ফাটিয়ে দিলাম, অর্থনীতি নিয়ে কত বললাম, আর এই মাল, স্রেফ করাপশন নিয়ে দেড়খানা অনশন করল, তারপর গান্ধীটুপি পরে, মিডিয়ার তেমন ফোকাস ছাড়া, স্রেফ কমাসে দিল্লীতে ইলেশনে এরকম একখানা রেজাল্ট করে ফেলল? স্রেফ সাড়েতিনদিন রাজনীতি করে? ইয়ার্কি পায়া হ্যায়? জরুর কোই ঘোটালা হ্যায়। :)

    বামপন্থী ছাড়া বাকিরা দেখছি মডেলটা কো-অপ্ট করার ছেষ্টা করছেন। রাহুল গান্ধী তো প্রকাশ্যেই। বিজেপিও খানিক চুপে চুপে। মূলধারায় থাকতে গেলে ওসব করা আবশ্যক।
  • dd | 132.167.13.182 | ০৯ ডিসেম্বর ২০১৩ ০৮:৪৪625435
  • সত্তি। (আঃ) ঈশেন আমার মুখের কতাটা কেড়ে নিলে গো।

    বুজিরা নেই, মানোববাবুরা নেই, মিডিয়া নেই এমন কি কল্লোল ও কিছু করে নি। শুধু সিকির সাপোর্টেই আআপা হুলিয়ে জিতে গ্যালো।

    তত্ব ফত্ব কিছু নেই। চীফ মেন্টর বেঁকে বসলেন। দু একটা স্টিং অকালে ঝরে পরলো। তাও ও -কিসুতেই কিসু হোলো না।

    মাইরী, এই জনগন নিয়ে আর পারা যাচ্ছে না।
  • Sibu | 118.38.17.78 | ০৯ ডিসেম্বর ২০১৩ ০৮:৫৬625436
  • এগডা কতা কিচুতেই আজ অবদি বুজতে পেলুম না। জ্যানাগ্যান যদি এতোই ইয়ে তো এই হাজার হাজার বচোর ধরে কোরাপ্ট লোকজন কি করে জ্যানাগ্যানের ইয়ে মেরে যাচ্ছে!! নাকি কোরাপশন, সোসন ইত্যাদি একটা লেপট লিবারেল চক্রান্ত, আসলে এক্সিস্ট করে না।।
  • Sibu | 118.38.17.78 | ০৯ ডিসেম্বর ২০১৩ ০৮:৫৮625438
  • ডিঃ হাজারের মদ্যে চৌতিশ আর গত আড়াই বচোর ইনক্লুডেড।
  • | 127.194.81.219 | ০৯ ডিসেম্বর ২০১৩ ০৯:০৮625439
  • এখানেই তো নেতা দের ক্রেডিট । লোক কে বোকা বানানো এবং প্রত্যাশা পুরন করবে বলে ভয় দেখানো এবং ভোট বাগানো। কোন কোন পার্টি কিছু প্রত্যাশা পুরন করে কেউ কিছু ই করে না। তখন আবার বিকল্প পার্টি কে ভোট দেওয়া এবং একই ঘটনার পুনরাবৃত্তি। এর মধ্যে যা প্রতাশ্যা পুরন হয় সেটাই সাধারন মানুষের লাভ।

    কবি তো এমনি এমনি কাঁদেন নি। অনেক দুঃখে...
  • Sibu | 118.38.17.78 | ০৯ ডিসেম্বর ২০১৩ ০৯:১৫625440
  • এই "প্রত্যাশা পুরন করবে বলে ভয় দেখানো" - এটা কিন্তু একটা হেবি ফ্রয়েডিয়ান স্লিপ। ঃ-)
  • dd | 132.167.13.182 | ০৯ ডিসেম্বর ২০১৩ ০৯:২৭625441
  • সে যাই ই হোগ্গে, এবারে বোধয় ওয়ালমার্ট ঠিক এসে যাবে। দুগ্গা দুগ্গা।

    আহা, কতোদিনের সখ আমার।
  • aka | 76.190.162.85 | ০৯ ডিসেম্বর ২০১৩ ০৯:৩৩625442
  • ওয়ালমার্ট এলেই কিন্তু লেফট লিবারালরা খচে যাবে। আআপ এর কথাবার্তা দিব্যি সুন্দর।
  • Sibu | 118.38.17.78 | ০৯ ডিসেম্বর ২০১৩ ০৯:৩৬625443
  • বালমার্ট আমার ঠিক পচুন্দো না। কস্টকো হয় না?
  • সিকি | ০৯ ডিসেম্বর ২০১৩ ০৯:৪০625444
  • সেনসেক্ষ আর নিফটি নাপাচ্চে। তুড়ুকলাফ দিচ্ছে। কালপরশুর মধ্যেই ওয়ালমার্ট এসে যাবে খন।
  • PM | 181.7.105.112 | ০৯ ডিসেম্বর ২০১৩ ০৯:৪১625445
  • জভেদ আখতারের সাথে কেজরিঅওয়াল &co এর এই মুখোমুখি আলোচনাটা কি কেউ দেখেছেন?

  • dd | 132.167.13.182 | ০৯ ডিসেম্বর ২০১৩ ০৯:৪৩625446
  • সুদু লেপ লিঃরা বা ক্যানো? গতো বছোর যখন কংরেস ওয়ালমার্টের হয়ে তদ্বির করছিলো তখন "ওয়ালমার্ট তাড়াও,দেশ বাঁচাও" আন্দোলনে কাঁধে কাঁধ মিলিয়ে প্রতিরোধ আন্দোলনে সামিল ছিলো, সিপিএম, তিনো ভাজপা .....এঁয়ারা সব্বাই।

    ভাজপার উমা ভারতী কইলেন ওয়ালমার্ট দেশে আসলে উনি সেই দোকানে আগুন লাগিয়ে দেবেন,ইঃ।

    তখুনি জান্তেম যে এবার ভাজপা একবার ক্ষমতায় আসলেই ঝটপট ওয়ালমার্টরে হাত ধরে নিয়ে আসবেন। তখন আবার কংরেস,তিনো,সিপিএম সেই আবার বেরিকেড গড়ে তুলবেন। মানে মিছিমিছি। এলেবেলে।
  • Ishan | 60.82.180.165 | ০৯ ডিসেম্বর ২০১৩ ০৯:৪৬625447
  • ১০০% নিশ্চিত না, তবে আআপও ওয়ালমার্টের বিরোধীইই। নতুন সিলেবাস তো, আরেকবার রিভাইজ মেরে বলতে হবে। :)
    তবে শিক্ষা ও স্বাস্থ্যে সম্পূর্নভাবেই বেসরকারীকরণের বিরুদ্ধে, এটা দেখেছি।

    মোস্ট লাইকলি ডিডিদার আশা পূর্ণ হবেনা। :)
  • সিকি | ০৯ ডিসেম্বর ২০১৩ ০৯:৫১625449
  • আপের গপ্পোটা আমি ভাবছি একবার লেখার চেষ্টা করি। আমি আপের লেখাপত্তর পড়ি নি, এখানে সেখানে দেওয়া বিভিন্ন ভিডোও ফলো করি নি, ইকোনমিকসের তো কিসুই বুঝি না, অ্যাজেন্ডাগুলো অল্পস্বল্প পড়েছি, কিন্তু অন্য কোনও পার্টির অ্যাজেন্ডা কস্মিনকালেও পড়ি নি (তিনোমুল ছাড়া, ওদের অ্যাজেন্ডায় হেব্বি খোরাক ছিল, লোকে ফরোয়ার্ড করেছিল) ফলে তুলনা করারও সুযোগ পাই নি।

    পলিটিকাল ডেমোক্রেসির এক্সারসাইজ থেকে শতহস্ত দূরে থাকি, প্যান, পাসপোর্ট আধার ইত্যাদি কার্ড সময়ে বানানো হয়ে গেলেও আজ পর্যন্ত আমি ভোটার কার্ড বানাই নি, ফলে টিপিকালি কোনও পার্টিকে মরাল সাপোট দেবার বাধ্যবাধকতা আমার নেই। সিকিনীর চাকরির সুবাদে কংরেসের কিছু কেষ্টুবিষ্টুকে কাছ থেকে দেখেছি, আর পাড়ার লোক হবার সুবাদে কেজরিওয়ালকে দেখেছি দু একবার। তাও পাশের পাড়া। ওর অ্যাকচুয়াল পাড়ার লোকজন ওকে রোজই দ্যাখে, এমনিই।

    তো, মনে হয়, পাতি আতাক্যালানে আমজনতা গ্রুপে আমি কিছুটা হলেও বিলং করি। এই অবস্থান থেকে একটা নির্মোহ ব লিখতে ইচ্ছে করছে আপ-কে নিয়ে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভেবেচিন্তে মতামত দিন