এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • দিল্লী বিধানসভা নির্বাচন ২০১৩

    ঈশান লেখকের গ্রাহক হোন
    অন্যান্য | ০৮ ডিসেম্বর ২০১৩ | ১১৯৬৮৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • riddhi | 117.217.133.50 | ০৯ ডিসেম্বর ২০১৩ ১৯:১৮625517
  • কুড়ি শুনেই সিকি এলার্ট। কুড়ি-কটি হলে তাও একটা কথা হত।
  • π | ০৯ ডিসেম্বর ২০১৩ ১৯:২১625518
  • সিকি, হ্যাঁ। কাল কেজরিওয়ালের হিসেব শুনে মনে হল, এটা অন্যান্য মেনস্ট্রিম পার্টির তুলনায় অন্তত ১০-১৫ গুণ কম।
  • π | ০৯ ডিসেম্বর ২০১৩ ১৯:২৩625519
  • এবং সমস্ত খরচের হিসেবও বোধহয় সাইটে দেওয়া আছে বা দেওয়া হচ্ছে। শুনেছিলাম। চেক করিনি।
  • ranjan roy | 132.167.181.216 | ০৯ ডিসেম্বর ২০১৩ ১৯:২৫625520
  • অক্ষদার পয়েন্টটা খুব স্পষ্ট হল না। ধনবল কথাটাও রিলেটিভ। বাণিজ্যিক নাটকের দলের বাইরে অন্য দলগুলো (গ্রুপ-নব-গণ-প্রগতিশীল) যখন নাটক করে তখনো কিছু খরচা হয়।
    এখন ইলেকশান লড়তে গেলে কিছু টাকা লাগবেই।
    কত ধন ব্যয় হলে সেটাকে 'ধনবল' না বলে শুধু 'ধন' বলা হবে সেটার মাপকাঠি ঠিক করা নিয়ে কথা হোক।
    (ডিঃ no pun intended.)
  • a x | 86.31.217.192 | ০৯ ডিসেম্বর ২০১৩ ১৯:৩২625521
  • রঞ্জনদা, আপাতত দেখা যাচ্ছে অন্তত কোটির লেভেলে লাগবে, অর্ডার অফ ম্যাগনিচিউডে খুব তফাৎ নেই মেইনস্ট্রীম পার্টির সাথে। ইভেন রিজিওনাল পার্টি হিসেবেও। সিসিটিভি ইন্স্টল করতে হবে পাড়ায় পাড়ায়। যদ্দুর মনে পড়ছে কেজরিওয়াল বর্খা দত কে বলল বিজেপি ৮০ কোটি খরচ করেছে। আপ ২০ কোটি খরচ করেছে। গিভেন বিজেপির "ভ্রষ্টাচার" ৮০ আর ২০।
  • সিকি | ০৯ ডিসেম্বর ২০১৩ ১৯:৩৪625522
  • পঞ্চাশ হাজার একলাখ দশলাখে ইলেকশন লড়া যায় না সেটা তো সত্যিই। বেসিক কিছু খরচাপাতি আছেই। নইলে ঐ এক পাবলিকের সঙ্গে আলাপ হয়েছিল আইবিএমে থাকাকালীন, কী যেন নাম ছিল তার পার্টির, একটা বুলবুলভাজা লিখেছিলাম সেই ২০০৭ সালে, সেই রকমের পার্টি হবে। প্রতি ইলেকশনে নরেন মোদীর বিরুদ্ধে লড়ে আর জামানত বাজেয়াপ্ত হয়ে যায়।
  • a x | 86.31.217.192 | ০৯ ডিসেম্বর ২০১৩ ১৯:৩৮625524
  • রি-ইলেকশন হলে আবার টাকা তোলার বলও থাকতে হবে।
  • π | ০৯ ডিসেম্বর ২০১৩ ১৯:৩৮625523
  • যদ্দুর মনে পড়ে, কেজরিওয়াল বরখা দত্তকে বলেছিলেন, অন্য দলগুলি পার ক্যান্ডিডেট ২-৪ কোটি টাকা খরচ করে।
  • cm | 127.247.114.38 | ০৯ ডিসেম্বর ২০১৩ ১৯:৪১625525
  • আর এ রাজনীতিবিহীন রাজনীতিতে উৎসাহীরা আসলে কারা। আমি ঐ বাচ্চাগুলোর কথা বলছি যারা সবে বিধায়ক/বিধায়িকা হলেন।
  • রোবু | 213.147.88.10 | ০৯ ডিসেম্বর ২০১৩ ১৯:৪৩625528
  • এসএমকে কেউ উত্তরটা দিয়ে দিন, নইলে উনি ইগনোরড ফিল করবেন যে!
  • সিকি | ০৯ ডিসেম্বর ২০১৩ ১৯:৪৩625527
  • রিইলেকশনে সেই লেভেলে খরচা লাগে না হয় তো। প্রোপাগান্ডা তো সেন্ট পার্সেন্টই হয়ে গেছিল। তবু এখনও দেশবিদেশের প্রচুর লোক আপকে ডোনেট করতে রাজি আছে, আপ নিজেই ডোনেশন নেওয়া বন্ধ করে দিয়েছিল তাদের কোটা কমপ্লিট হয়ে গেছিল বলে। আবার চালু করলেই টাকা আসবে হয় তো। ইন ফ্যাক্ট এতদিন যারা স্কেপটিকাল হয়ে টাকা দেয় নি, তাদের অনেকেই এইবারে টাকা দেবে।
  • a x | 86.31.217.192 | ০৯ ডিসেম্বর ২০১৩ ১৯:৪৪625529
  • এত গেল ধনবল। এবার বাহুবল।

    ধরুন পোস্ট নন্দীগ্রাম। একদিকে সিপিএম ও তৃণমূল, সেখানে থার্ড অল্টার্নেটিভ হিসেবে আপের মত কাউকে দেখতে পান? লাশ ফেলে দেবে তো টেরিটোরিয়াল লড়াইতে। যদিনা মাওবাদীদের কাছে আউটসোর্স করতে পারে। যেখানে যেখানে অসম্ভব ভায়োলেন্ট পলিটিকাল ব্যাকগ্রাউন্ড, যথা পঃবঃ, সেখানে বাহুবল ছাড়া? একটা ওয়ান পয়েন্ট অ্যাজেন্ডা বা র‌্যালিং পয়েন্ট কাজ করেছে, অনেক কিছুর কনভার্জেন্ট পয়েন্ট তইরি হয়েছে, কেজরিওয়ালের মধ্যে লোকে ক্রেডিবিলিটি দেখেছে, পার্সোনাল হনেস্টির দৌলতে, কিন্তু ধনবল, বাহুবল ছাড়া ভোট লড়া কোনোভাবেই সম্ভব না। ধনবল রিলেটিভ তো বটেই, কিন্তু অ্যাটলিস্ট সেম অর্ডার অফ ম্যাগনিচিউডে।
  • সিকি | ০৯ ডিসেম্বর ২০১৩ ১৯:৪৭625530
  • বাচ্চা কারে কন? ইউপিএ টু তে এমপি হলেন আগাথা সাংমা, কত বছর বয়েসে? ১৯৮০ সালে জন্ম। এমপি হলেন ২০০৯ সালে, ২৯ বছর বয়েসে।

    সারা ভারতে খুঁজলে অমন কচি কচি বিধায়ক অনেক পাওয়া যাবে।
  • সিকি | ০৯ ডিসেম্বর ২০১৩ ১৯:৪৮625531
  • দিল্লির পলিটিক্স আবার খুব সৌজন্যবোধের পলিটিক্স। এখানে পলিটিকাল কারণে লাশ টাশ পড়ে না।
  • | ০৯ ডিসেম্বর ২০১৩ ১৯:৪৯625533
  • এই অক্ষ'র পয়েন্টটাই আমি ভাবছিলাম। ধনবল আর বাহুবল ছাড়া সারা ভারতে ভোটে লড়তে পারবে না কেউই। দুই একটা ছোট সফি সফি পকেটে পারলেও পারতে পারে।

    পশ্চিমবঙ্গের পাঞ্চায়েত নির্বাচনে বহুবছর ধরেই তো 'বিরোধীশূন্য' অটোমেটিক সিলেকশান হয় শাসকদলের (যখন যে থাকে আর কি), তার বিরুদ্ধে লড়তে গেলে বাহুবল মাস্ট, সেই বাহুবল অ্যাফোর্ড করতে গেলে ধনবলও দরকার।
  • সিকি | ০৯ ডিসেম্বর ২০১৩ ১৯:৪৯625532
  • আচ্ছা, সরি, অক্ষদার বাহুবলের পোস্ট ভুল ইন্টারপ্রেট করেছিলাম।

    হ্যাঁ, সে সব চ্যালেঞ্জ তো আছেই। থাকবেই। বিহার ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ আসাম নর্থ ইস্ট, সব তো লাশেরই রাজনীতির এলাকা।
  • cm | 127.247.114.38 | ০৯ ডিসেম্বর ২০১৩ ১৯:৫০625534
  • আহা ওরা বাচ্চা সেটাতো ঠিক। ওরা কি করেন? আগাথা সাংমা বড়লোকের বিটি, অন্য বাচ্চাযাদের কথা মনে পড়ছে সবাই তাই।
  • সিকি | ০৯ ডিসেম্বর ২০১৩ ১৯:৫১625535
  • কেজরি খড়গপুরে ছিল চার বছর। পবঙ্গের ইলেকশন দেখেছে কি? :)
  • cm | 127.247.114.38 | ০৯ ডিসেম্বর ২০১৩ ১৯:৫৬625536
  • ঐ বয়সে অনেক স্বপ্ন থাকে তো। কে জানে, হয়ত এরা সত্যি কিছু পারবে।
  • রোবু | 213.147.88.10 | ০৯ ডিসেম্বর ২০১৩ ১৯:৫৯625538
  • আআপ নিয়ে আমার দু পয়সাঃ
    বিজেপি কংগ্রেস দিল্লিতে আসছে না, এটা খুবই ভালো ব্যাপার।

    কিন্তু খুব আনন্দও করতে পারছি না। কেন?
    ১) আআপ এর একটা প্রধান শক্তি সোশ্যাল মিডিয়া (অন্যতম নয়)।
    সেখানে আআপ এর পরিচিতি কিন্তু শুধুই একটা অ্যান্টি করাপশন পার্টি হিসেবে, সব ঠিকই আছে, এরা এসে করাপশনের মুখে ঝাঁটা মারবে। পাইদি অনেক লিং দিয়েছে, কিন্তু সেগুলোর কথা সোস্যাল মিডিয়াতে শুনতে পাওয়া যাচ্ছে না। সেগুলো নিয়ে প্রচার-ও ততটা নেই, যতটা এই অ্যান্টি করাপশন নিয়ে আছে।
    এবার প্রশ্ন হচ্ছে, শিক্ষায় প্রাইভেটাইজেশন, এফডিআই এগুলো নিয়ে আআপ-র এখনো সুর চড়া করবার দরকার পরে নি। কিন্তু যখন দরকার হবে, তখন করবে তো? ধরে নিলাম করবে। কিন্তু তখন ওদের এই সাপোর্ট থাকবে তো?

    ২) এজেন্ডা দেখে আমি বলতেই পারি আআপর চিন্তা ভাবনা আমার দারুণ পছন্দ। কিন্তু সেক্ষেত্রে বামদলগুলো কী দোষ করল? এজেন্ডা তো ভালোই থাকে বরাব। কাজেই, আআপ আগে ক্ষমতায় আসুক। যেগুলো বলছে সেদিকে সদর্থক পদক্ষেপ করুক, তারপর ডিসিশন নেব যে সমর্থন করব কী করব না। আপাতত, আমি উদগ্র সমালোচনা বা উদ্বাহু নৃত্য কোনোটারই
    পক্ষে নই।

    ৩) অ্যাপলিটিকাল পলিটিক্স ব্যাপারটা নিয়ে আমার সন্দেহ দূর হচ্ছে না। ফেসবুক টুইটারে সমস্ত অভিনন্দন কিন্তু এই মর্মে পড়ছে, যে 'পলিটিক্স' না করে কোনো দল যে কংগ্রেস বিজেপিকে মাটি নেওয়াতে পারে, তা খুবই আনন্দদায়ক। ঠিক এখানেই আমার সংশয়। আআপ যখন ক্ষমতায় আসবে, ডিসিশন নেবে, ইকনমিক পলিসি নেবে - এক কথায় 'পলিটিক্স' করবে, তখন এই সাপোরটারদের স্ট্যান্ড কী হবে? তখন এই সাপোরটারদের চাপে অরিজিনাল এজেন্ডা গুলো চাপা পড়ে যাবে না তো?

    আই উইল কিপ মাই ফিঙ্গার ক্রসড ফর নাও। বাট আই অ্যাম হ্যাপি, দ্যাট নাইদার বিজেপি নর কংগ্রেস কুড ফর্ম দা গভারন্মেন্ট।
  • সংহারক | 24.139.193.76 | ০৯ ডিসেম্বর ২০১৩ ২০:০০625539
  • কেও একজন দেখলাম লিখেছে - "এত গেল ধনবল। এবার বাহুবল।"
    পাবলিক যখন মাঠে নামে তখন পার্টির বাহুবল দিয়ে তাদের আটকানো যায় না। ফরাসী দেশে যায়নি, সোভিয়েত দেশে যায়নি, কেশপুর-শাসনেও যায়নি _ _ _ জনগণ যদি সক্রিয় ভাবে AAP কে সমর্থন করে ভারতবর্ষেও কোনো হার্মাদ-জল্ল্হাদ বাহিনীর ক্ষমতা নেই AAP কে থামায়।
  • a x | 86.31.217.192 | ০৯ ডিসেম্বর ২০১৩ ২০:০৪625540
  • কেজরিওয়ালের মতে তো কং আর বিজেপি মিলে সরকার করবে ঃ-)
  • রোবু | 213.147.88.10 | ০৯ ডিসেম্বর ২০১৩ ২০:০৬625541
  • ওই টাং ইন দা চিক কমেন্টটা আমার ভাল লেগেছিল, বাই দা ওয়ে :-)
  • সংহারক | 24.139.193.76 | ০৯ ডিসেম্বর ২০১৩ ২১:০৫625543
  • AAP জেতার পর থেকেই দেখছি বামেদের মধ্যে একটা ভয় ঢুকে গ্যাছে যে ওদের এজেন্ডা AAP হাইজ্যাক করতে পারে। এই থ্রেড-এ কিছু কমেন্টএ তা প্রকাশ পাচ্ছে.। তা করলেই বা অসুবিধা কি! আপনারা যখন নিজেদের এজেন্ডা অনুযায়ী কাজ করতে পারছেন না, ওদের করতে দিন। আমি চাড্ডি হয়ে সমর্থন করছি, আর আপনারা বামপন্থী হয়ে এমন একটা দলকে সমর্থন করতে পারছেন না যারা সিস্টেম তাই খোলনলচে পাল্টে দিতে চাই !!! কিমাশ্চর্যম !!!!!
  • রোবু | 213.147.88.10 | ০৯ ডিসেম্বর ২০১৩ ২১:১৬625544
  • সিস্টেমটাই খোলনলচে পালটে দিতে চায়?
  • নেতাই | 132.177.195.87 | ০৯ ডিসেম্বর ২০১৩ ২১:১৭625545
  • আর এ নিয়ে কিছু বলব না বলেছিলাম জানি। তাও।
    রোবুর প্রথম পয়েন্ট টা যাস্ট ভুল।

    মিডিয়া কভারেজ আন্না হাজারের সময় ভালো হয়েছিলো। বিজেপি ভালো হাওয়া দিয়েছিলো এর কারনে। সত্যি। এটা কেজরিওয়ালের পরিচিতি খানিক বাড়িয়েছিলো। সত্যি। কিন্তু আপ এর পিছনে মিডিয়া সাপোর্ট কোথায় ছিলো!!!! আপ এর প্রথম দশ মাস কবার কেজরিওয়াল কে নিয়ে খবর হয়েছে? শেষ একমাস তো নেগেটিভ প্রচার প্রচুর হয়েছে। টিভিতে টিভিতে দুদিন ধরে শুধু স্টিং অপারেশান দেখিয়ে গেছ৩। আপ এর রিপ্লাই ভালো করে দেখায়ই নি।

    আপ এর বিশাল গ্রাউন্ড ওয়ার্ক ছিলো। ছোট ছোট যায়গায় বক্তৃতা দিয়ে বা অন্যভাবে পাবলিএর সাথে ইনটারাক্ট্করেছে। দিল্লিতে এমন ঘর নেই আপ গিয়ে কড়া নাড়েনি। সব ই ভলেন্টিয়ার দিয়ে। কেউ কেউ এগুলো দেখেও দেখছেনা। সব দোষ মিডিয়ার ঘাড়ে চাপাচ্ছে দেখে খারাপ লাগছে।
  • নেতাই | 132.177.195.87 | ০৯ ডিসেম্বর ২০১৩ ২১:১৯625547
  • আমি বোধয় আবার ভুল বুঝে লিখলাম ঃ(((
  • রোবু | 213.147.88.10 | ০৯ ডিসেম্বর ২০১৩ ২১:১৯625546
  • সোশ্যাল মিডিয়া বলেছি, ফেসবুক, টুইটার। আআপকে নিয়ে মেন্সট্রিম মিডিয়া মেতেছে, প্রধানতঃ কাল থেকে।
  • siki | 132.177.156.204 | ০৯ ডিসেম্বর ২০১৩ ২১:৩৬625549
  • আমি তো বাড়িতে হিন্দুস্তান টাইমস নিই, তাতে কিন্তু আপ নিয়ে প্রায় রোজই খবর থাকত। যখন যতটা থাকা দরকার। বাকি তাদের গ্রাউন্ডওয়ার্ক ইত্যাদি নিয়ে তারা কখনওই মিডিয়ার হাইপ চায় নি, চুপচাপ ফুলে ছাপ মেথডে তারা ক্যাম্পেনিং চালিয়ে গেছে।

    আপের ক্যাম্পেনিং স্টাইলটাও অন্য ধরণের। কখনও সে রকমের জনসভা করে নি, মহল্লায় গেছে, সোসাইটিতে গেছে, পাঁচশো হাজার লোকের সাথে কথা বলেছে, কথা শুনেছে। এবং যে যে মহল্লায় একাধিকবার যাওয়া দরকার, সেখানে একাধিকবার গেছে। ওপরে লিংকটায় তাই লিখেছে। নিউ দিল্লি এলাকার ঐসব স্লামে ওরা অনেকবার গিয়ে গিয়ে বেস বাড়িয়েছে। মিডিয়াকে ডাকে নি। জানায় নি। অথচ মিডিয়ার গাড়ি ঐসব স্লামের আশেপাশে চব্বিশ ঘন্টা ঘোরাঘুরি করে।মিডিয়া টেরও পায় নি। এসব গ্রাউন্ডওয়ার্কের গল্প এখন বেরোচ্ছে তাই।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আদরবাসামূলক মতামত দিন