এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • দিল্লী বিধানসভা নির্বাচন ২০১৩

    ঈশান লেখকের গ্রাহক হোন
    অন্যান্য | ০৮ ডিসেম্বর ২০১৩ | ১১৯৬৫৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • siki | 132.177.156.204 | ১০ ডিসেম্বর ২০১৩ ০০:০৬625583
  • আন্নার মুভমেন্ট আবার কোনটা? জনলোকপাল আন্দোলন কেজরির ব্রেনচাইল্ড। কেজরি খুঁজে বের করে আন্নাকে এবং আন্দোলনের পোস্টার বয় বানায়।
  • রোবু | 213.147.88.10 | ১০ ডিসেম্বর ২০১৩ ০০:১১625584
  • এসেমকে ক। গুরুতে প্রথম একটা লজিকাল পোস্ট করার জন্য।
  • sm | 122.79.36.127 | ১০ ডিসেম্বর ২০১৩ ০০:২৮625585
  • @ রোবু, ধন্যবাদ। এতদিনে আপনি আমার মাত্র একটা পোস্ট এর মানে খুঁজে পেলেন! আচ্ছা নিরেট মাথা তো আপনার ! আপনাকে নিরেট না গবেট কোনটা বলব? সুস্থ থাকুন।
  • π | ১০ ডিসেম্বর ২০১৩ ০০:৪৬625587
  • এইটা মনে হয় ঠিকঠাক আআপ কোলকাতার পেজ।

    https://www.facebook.com/AAPKolkata
  • π | ১০ ডিসেম্বর ২০১৩ ০০:৫৯625589
  • অনেকগুলো সিটেই একটুর জন্য হেরেছে।

    Garnering 28 seats in an impressive debut, the Aam Admi Party came close to scripting a political history by finishing second in 20 of the 70-seat Assembly, losing some of them with only a narrow margin.

    Stunning many a political heavyweights, the greenhorn conceded, out of those 20, only two seats to Congress while losing the remaining to BJP. While AAP's candidate from R K Puram seat, Shazia Ilmi missed the Assembly bus by mere 326 votes to BJP's Anil Kumar Sharma, it lost Sultanpur Majra seat to Congress' Jai Kishan by only a little over 1,100 votes.

    The crucial Rajinder Nagar seat saw Transport Minister Ramakant Goswami finishing with the third spot and AAP losing to BJP by about 1,800 votes. In Bijwasan, Dwaraka, Kalkaji and and Tri Nagar each, the new party lost by a margin of 2000-3000 votes..

    http://www.deccanchronicle.com/131209/news-politics/article/aap-finishes-second-20-seats
  • ঈশান | ১০ ডিসেম্বর ২০১৩ ০১:০২625590
  • অক্ষকে। হ্যাঁ, দেখলাম তো। বেশ খোলামেলা কথাবার্তা। "কেজরিওয়ালের এখন হারানোর কিছু নেই, তাই হুইসলব্লোয়ার হয়েছেন, ইত্যাদি"।
  • π | ১০ ডিসেম্বর ২০১৩ ০১:০৯625591
  • মোলেস্টেশন চার্জ ও চলে এল। এই ধর্মেন্দ্র কোহলীর দিদিকেই তো নির্বাচনের আগে হত্যা করা হয়েছিল বলে অভিযোগ।
  • a x | 138.249.1.198 | ১০ ডিসেম্বর ২০১৩ ০১:১০625593
  • উঁহু!

    তরুণঃ "Let’s look at Kejriwal metabolism. What you said is bang on. Kejriwal has nothing to lose at this point. Till Kejriwal had something to lose, he was negotiating for settlement. Alright? I am not going to say anything more, I will leave it at that. "
  • ঈশান | ১০ ডিসেম্বর ২০১৩ ০১:১৮625594
  • হ্যাঁ, এইটাই তো শুনলাম। যদ্দিন পর্যন্ত কেজরিওয়ালের কিছু হারানোর ছিল (টাকাপয়সা মিন করেননি), তদ্দিন তিনি নেগোশিয়েট করার চেষ্টা করছিলেন। এখন হারানোর কিছু নেই, তাই হুইসলব্লোয়ার হয়েছেন।

    মানে, এটা তো ঠিকই। যদ্দিন আন্না হাজারের ছাতার তলায় কিছু অ্যাচিভ করার সম্ভাবনা ছিল (লোকপাল হোক আর যাই হোক) তদ্দিন নেগোশিয়েট করার চেষ্টা চলছিল নানা ফর্মে। যখন সবই গেল, তখন কেজরিওয়াল পলিটিক্সে নামলেন। এ তো কোনো গোপন কথা নয়। তরুণ তেজপাল কী আর নতুন কথা কয়েছেন। :)

    কিন্তু এতে সমস্যাটা কি?
  • a x | 138.249.1.202 | ১০ ডিসেম্বর ২০১৩ ০১:১৯625595
  • what settlement?
  • a x | 138.249.1.202 | ১০ ডিসেম্বর ২০১৩ ০১:২০625596
  • বলে রাখি, তরুণের কথা আমি আদৌ বিশ্বাস করছিনা।
  • a x | 138.249.1.206 | ১০ ডিসেম্বর ২০১৩ ০১:২১625597
  • এটা রবার্ট ভদ্রর কেসের কথা - এখানে কি নেগোশিয়েট করে কি সেটলমেন্টের কথা বলতে চাইছে?
  • ঈশান | ১০ ডিসেম্বর ২০১৩ ০১:২৩625598
  • ও মা তাহলে এই ভিডিও দেবার মানে কি?

    কী সেটলমেন্ট তো বলেনি। রাজনৈতিকই ধরলাম।
  • a x | 138.249.1.194 | ১০ ডিসেম্বর ২০১৩ ০১:২৪625599
  • মানে রাজনৈতিক সেটলমেন্ট হলে রবার্ট ভদ্রের কেস কেজরিওয়াল চেপে যেত?
  • ঈশান | ১০ ডিসেম্বর ২০১৩ ০১:৩৩625600
  • গ্রসলি বলেছে তো। একজন মহিলা সাংবাদিক ভদ্র কেসে অনেক কিছু জোগাড় করে নানা কত্তাকে দিয়েছেন, কেউ ছাপেননি। শেষমেশ কেজরিওয়ালকে অ্যাপ্রোচ করাতে তিনি জিনিসটা দিনের আলোয় আনেন।

    শুনে তরুণ তেজপাল বললেন, "Let’s look at Kejriwal metabolism. What you said is bang on. Kejriwal has nothing to lose at this point. Till Kejriwal had something to lose, he was negotiating for settlement. Alright? I am not going to say anything more, I will leave it at that. "

    তো, এর মানে আমি যা করেছি, সে হল, যদ্দিন নেগোশিয়েট করার ছিল তদ্দিন সেটলমেন্ট খুঁজছিল। এখন ব্যাটার হারানোর কিছু নেই তো কি করবে। বাঁশি বাজাচ্ছে। তেজপালের মতে, হ্যাঁ, হারানোর কিছু থাকলে রবার্ট ভদ্রর কেসে দুম করে বাঁশি বাজিয়ে দিতেন না কেজরিওয়াল।

    তেজপালের মতে এইটাই ডায়নামিক্স। লোকে সবসময়েই বাঁশি সেল্ফ ইন্টারেস্টে বাজায়। কিন্তু তাতে কোনো সমস্যা নেই। বাজালেই হল। ইত্যাদি।
  • গ্লিকসুং প্লুকইয়াং | 130.56.135.251 | ১০ ডিসেম্বর ২০১৩ ০১:৫২625602
  • আজকে সীমাপুরী তে আআপ এর নবনির্বাচিত এমএলএ ধর্মেন্দ্র কোলি র একটা মিছিল গোছের বেড়িয়েছিল । সেটার ওপর বোমা চার্জ হয় । আআপ এর সমর্থকরা (লিটারেলি চার থেকে চুরাশি) মোটামুটি পুলিশ স্টেশনের সামনে অবরোধে বসে পড়ে, রাস্তাও বন্ধ হয়ে যায় । [এটা আমার ফ্ল্যাটমেট এর মুখে শোনা, সে এই অবরোধে আটকা পড়েছিল] ।
    যাই হোক, বিকেলে হঠাৎ ই শোনা গেল, পরাজিত কংগ্রেস প্রার্থী তথা বহুদিনের এমএলএ ধিঙ্গান ধর্মেন্দ্র কোলি র বিরুদ্ধে অভিযোগ এনেছে, কোলি না কি ধিঙ্গানের বাড়ীতে চড়াও হয়ে বাড়ীর মহিলা দের মোলেস্ট করেছে । শস্তা রাজনীতির একটা সীমা থাকার কথা, কিন্তু সীমাপুরী তে সেই সীমা ও নেই আর ।
    প্রসঙ্গত উল্লেখ্য এই ধর্মেন্দ্র কোলি র দিদি সন্তোষ কোলি বস্তিবাসী আন্দোলনের এক নেত্রী ছিলেন । প্রথমে আআপ এর পক্ষ থেকে সীমাপুরী তে তাকেই প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছিল । কিন্তু রহস্যজনক ভাবেই গাড়ী চাপা পড়ে মারা যান সন্তোষ, এলাকার লোকের মতে এটা পরিকল্পিত খুন এবং পেছনে সেই ধিঙ্গান । ধিঙ্গানের বিরুদ্ধে ক্ষোভ এতোটাই যে, বহু টাকা ঢেলেও বস্তিবাসীদের দিয়ে কংগ্রেসের হয়ে প্রচার করাতে পারেনি কংগ্রেস । আর এখন এরকম ট্রিক খেলছে ।
  • π | ১০ ডিসেম্বর ২০১৩ ০১:৫২625601
  • এই ভীর সিং ধিঙ্গন , যাঁর উপরে 'অ্যাক্সিডেন্টে' মৃত সন্তোষ কোহলীকে ভয় দেখানোর অভিযোগ আছে, তাঁর স্ত্রী ই এবার মোলেস্টেশনের অভিযোগ আনলেন।
    আর কী কী হয়, সেটাই দেখার।

    http://ibnlive.in.com/news/delhi-aap-candidate-from-seemapuri-hit-by-car-battles-for-life/403058-3-244.html
  • গ্লিকসুং প্লুকইয়াং | 130.56.135.251 | ১০ ডিসেম্বর ২০১৩ ০১:৫৪625604
  • আমার ধারণা আআপ এর পরের টার্গেট হরিয়ানা । অবাক হবো না, অশোক খেমকা পদত্যাগ করে আআপ এর মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হলে ।
  • গ্লিকসুং প্লুকইয়াং | 130.56.135.251 | ১০ ডিসেম্বর ২০১৩ ০১:৫৬625605
  • আর ইয়ে, IAC র আন্দোলনের সংগঠন টার নেতৃত্বে পুরোটাই কেজরি আর মণীষ শিশোদিয়া । আন্না কে আনা হয়েছিল মুখ হিসেবে, সেজন্য কেজরি নিশ্চই এখন পস্তাচ্ছে । কেজরির নেতৃত্বেই দিব্যি আন্দোলন হতে পারতো । আন্নার থেকে ওর ক্রেডিবিলিটি মোটেই কম নয়।
  • π | ১০ ডিসেম্বর ২০১৩ ০২:০০625606
  • এরপরেও বলা হবে, দিল্লির রাজনীতি খুব সৌজন্যবোধের রাজনীতি ? বাহুবল কোন ফ্যাক্টর নয় ?
  • গ্লিকসুং প্লুকইয়াং | 130.56.135.251 | ১০ ডিসেম্বর ২০১৩ ০২:০৭625607
  • দিল্লি তে রাজনীতি বলতে সেরকম কিস্যুই ছিল না । আমাদের যিনি হোম ডেলিভারি দেন, রতনদা, তিনি প্রায় ত্রিশ বছর হলো দিল্লী তে । তিনিই বললেন, এই ভোটের আগে বিধানসভার ভোট আসতো যেতো, কেউই বিশেষ পরোয়া করতো না ।
  • s | 182.0.249.87 | ১০ ডিসেম্বর ২০১৩ ০৩:৪২625608
  • পড়ুন।
    http://www.tehelka.com/why-kejriwal-could-be-the-delhi-cm/
    অংশবিশেষ।
    If the BJP indeed forms the government, and if it crumbles right away, as it most likely would, then Delhi’s Lieutenant Governor, Najeeb Jung, would have no option but to invite Kejriwal whose AAP has the second-highest number of seats in the assembly at 28. At which point, it would make sense for Kejriwal to go ahead and form the government.

    Of course, it would be a minority government. But why would he care? The AAP’s refrain is that it has entered politics not to gain power but strictly to keep politics honest and people-oriented. As CM, Kejriwal and his ministers would run an aggressive administration sending the corrupt to the cleaners. And there would be total media attention on them, thus ensuring that their every such action is magnified in public imagination.

    So any time the Congress and the BJP pull down its government, the AAP would claim that it is being targeted for cleaning up the system from within, and thus become an instant martyr in the cause of probity and integrity in public life. Neither the BJP nor the Congress would dare to bring down Kejriwal’s government, at least not in the short run.
  • S | 109.27.138.238 | ১০ ডিসেম্বর ২০১৩ ০৪:১২625609
  • কিন্তু এই ভাজপাকে সমর্থন দেওয়ার ব্যাপারটা বুঝলাম না।
  • siki | 132.177.215.64 | ১০ ডিসেম্বর ২০১৩ ০৭:১৩625610
  • ল্যাপটপ অন করে মূল্যবান মতামত পরে দেব, আপাতত পাইকে বলে যাই, কোহলী আর কোলি দুটো আলাদা সারনেম। ঘোষ আর ঘোষালের মত। সন্তোষ সার ধর্মেন্দ্র, কোলি। কোহলী নয়।
  • π | ১০ ডিসেম্বর ২০১৩ ০৮:১২625612
  • কিন্তু এই সেই সুভাষ দত্ত ? তিনি তৃণমূলে যোগ দিয়েছিলেন না ?
  • dd | 132.167.13.211 | ১০ ডিসেম্বর ২০১৩ ০৮:৪৯625613
  • আরে, ঠিক্কাছে,ঠিকাছে।
    এই ইলেকশন তো শেষ। ফলাফল সবারই জানা।২০১৪ তে কি হবে জানেন? না?

    তো হিন্দুর রাম বাবুর প্রেডিকশন শুনুন।
    ছোটো বিকল্প পার্টী,কিনা তিনো,সিপিএম,হরিয়ানা ভিকাশ পাট্টী, অন্ধ্রের জগন,বিহারের নিতীশ, মায়াওতী ইঃ - এঁয়ারা সব মিলিয়ে ১৩০-১৫০ সীট পাবেন। কুড়িয়ে কাচিয়ে কংরেস ও তাই। তখন কি হবে?

    ঐ খিচুরী বিকল্প ফ্রন্ট সরকার গড়বে। বাইরে থেকে সাপোট দেবে কংরেস। যাস্ট আইডিয়া করুন, কারাত,মায়াওতী,অজিত সিং,মুকুল রায় - এ`য়ারা প্রধান মন্ত্রী টন্ত্রী হবেন। হরি হে। তার আগে যেনো আমাকে এনারাই করে বিদেশে রেখে দিস রসে বসে।

    তবে শিবুর কথা মতোন অনেক গুলি কচি পাঁটার প্রাণ বাঁচবে। মাইন্ড ইট।
  • সিকি | ১০ ডিসেম্বর ২০১৩ ০৯:৩৪625615
  • বাড়িতে কেবল হিন্দুস্তান টাইমস আসে, তাই আপাতত একটা কাগজই মুখস্ত করতে পেরেছি সকাল থেকে।

    ধর্মেন্দ্র কোলির কেসটা, কিছু একটা ঘটেছে। পুলিশ আপাতত সাতটা ধারায় কেস দিয়েছে কোলির নামে, অ্যারেস্ট করেনি, বলেছে তদন্ত শেষ হলে, দরকার মনে করলে অ্যারেস্ট করবে। কোলি নিজে না করলেও আপ-এর সাপোর্টাররা করেছে, কংরেস নেতর বাড়িতে ভাঙচুরের ছাপ স্পষ্ট, বোমাও ছোঁড়া হয়েছে, এবং আপ সাপোর্টাররাই করেছে এসব, কোলির বক্তব্য "আমি তো বাড়িতে ঢুকি নি, আমি বাইরে জিপে বসে ছিলাম।"

    বুঝুন একবার।

    দোষী সাব্যস্ত হলে কোলির গল্প এখানেই শেষ। সন্তোষ কোলির ভাই, যিনি একজন ডেডিকেটেড আপ অ্যাক্টিভিস্ট ছিলেন, তার ভাই, দেখলেই বোঝা যাচ্ছে, খুবই অল্প বয়েস, ম্যাচিওরিটি আসে নি, যে ধরণের রাজনীতি দেখে এসেছে, এই বয়েসেই চারপাশে এত সাপোর্টার বেস পেয়ে ধরাকে সরা জ্ঞান করেছে। ফলে চাপ বাড়ল কেজরির ওপর।

    খবরঃ

    ১) বিজেপি, আপ, কেউই কেন সরকার গড়তে চাইছে না - http://www.hindustantimes.com/specials/coverage/myindia-myvote/chunk-ht-ui-myindiamyvote-delhi/why-bjp-aap-aren-t-staking-claim-in-delhi/sp-article10-1160982.aspx

    ২) ফাইন প্রিন্ট - ধুলো থিতিয়ে আসার পর দেখা যাচ্ছে, মোদি ওয়েভ নয়, বিজেপির লগে ইহা নিতান্তই রিপল এফেক্ট। http://www.hindustantimes.com/specials/coverage/myindia-myvote/chunk-ht-ui-myindiamyvote-topstories/the-fine-print-vote-share-reveals-a-different-story-for-bjp/sp-article10-1160997.aspx
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। হাত মক্সো করতে প্রতিক্রিয়া দিন