এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • অরবিন্দ কেজরিওয়ালঃ আবার আশাভঙ্গ নাকি অনেক দিনের সযত্নে লালিত স্বপ্ন কে চুঁয়ে ফেলা ?


    অন্যান্য | ১২ জানুয়ারি ২০১৪ | ১৮২৯৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কল্লোল | 125.241.79.154 | ১৪ জানুয়ারি ২০১৪ ০৯:৪৬629761
  • দারুন সাক্ষাতকার।
    http://www.epaper.eisamay.com/Details.aspx?id=8892&boxid=978906

    দেহি।
    এই জিনিসটাই অনেকে বোঝে না। একটা সংগঠনে থাকলেই সবার সব বিষয়ে একই মত হতে হবে, এমন কোন মাথার দিব্যি নেই। এই অবধি অনেকেই মাথা নাড়বেন।
    আমি মনে করি সেই মতপর্থক্য পাবলিক ডোমেনেও আনা যায়। তাতে সংগঠনের স্বচ্ছতাই বাড়ে। এতে অনেকেই একমত হবেন না। সত্যি কথা বলতে কি, কাশ্মীর নিয়ে, আফস্পা নিয়ে কেজরীওয়াল ও প্রশান্তর মতপার্থক্য খোলাখুলি বাইরে এসেছে, এটা সংগঠনের স্বাস্থ্যের লক্ষণ। অবশ্যই এই বিষয়টি অন্যরকম সংগঠনভাবনার প্রকশ।
  • কল্লোল | 125.241.79.154 | ১৪ জানুয়ারি ২০১৪ ১০:৩৬629783
  • তবে আমার মনে হয় আপ সাফল্যের ফাঁদে পড়ছে। এখনই ওদের মোদী-টোদী নিয়ে ভাবার কি আছে। দিল্লীতে ওদের কাজ করুক ঠিকঠাক। একটা গুড গভর্নেন্স দিক। লোকে ডাকবে ওদের।
  • ম্যামি | 69.93.210.89 | ১৪ জানুয়ারি ২০১৪ ১২:০৫629805
  • কেন ভালো লাগলো কল্লোল? কৃষি সমবায় বলেছেন বলে?
  • কল্লোল | 125.242.171.5 | ১৪ জানুয়ারি ২০১৪ ১৪:২৫629816
  • ম্যামি। ওনার এই বক্তব্য আমার আগেও ভালো লেগেছিলো। সেটা নিয়ে খুব তক্কোও হয়েছিলো। তাই এবারও ভালো লাগলো। উন্নয়ন নিয়ে অন্যভাবে ভাবতেই হবে।
  • ম্যামি | 69.93.210.89 | ১৪ জানুয়ারি ২০১৪ ১৪:৩০629827
  • :)
  • cm | 122.79.37.143 | ১৪ জানুয়ারি ২০১৪ ১৫:০২629838
  • ম্যামির খোঁচায় কল্লোলদার দেওয়া লিঙ্ক পড়লাম। উন্নয়ন বলতে কি বুঝি এবং কেন বুঝি এ প্রশ্নের উত্তর খোঁজা নেহাতই জরুরী। আর এর মাঝেই থাকতে পারে বামপন্থী বিকল্পের ভিত্তি। তবে এই মুহুর্তে মনে হয় না বড় বামদলগুলির কেউই এই প্রশ্নের উত্তর খুঁজছেন।
  • কল্লোল | 125.242.162.236 | ১৪ জানুয়ারি ২০১৪ ১৫:৫৯629861
  • এই খোঁজটা যে কতোটা জরুরী, তা বাম দলগুলো কোন কলে বুঝবে কি না আমার সন্দেহ আছে। বাম বলতে আমি সিপিআই থেকে মাওবাদী সকলকেই ধরছি।
    কারন এরা মানতে রাজি নয় যে ক্ষমতা একটা শক্তি যা পুঁজির মতোই নিজের নিয়মে চলে। এদের মতে ভালো মানুষ/দলের হাতে ক্ষমতা ভালো, খারাপ মানুষ/দলের হাতে ক্ষমতা খারাপ। ফলে এদের উন্নয়নের অ্যাজেন্ডা সেই বৃহৎ শিল্পায়নের গপ্পো, যা কিনা আসলে ক্ষমতার গপ্পো।
  • arindam | 24.139.193.79 | ১৪ জানুয়ারি ২০১৪ ১৬:১১629872
  • কল্লোলদা
    আপনার লেখা থেকে একটা প্রশ্ন আসছে মনে।
    আপনার লেখায় "ক্ষমতার টক্কর নিতে পারে কিনা অ-ক্ষমতা।যা আপনি দেখতে চান।
    অর্থাৎ কেন্দ্রীভূত ক্ষমতা না হয়ে তাকে ছড়িয়ে দেওয়ার কথা বলছেন। ক্ষমতার বিকেন্দ্রীকরন।
    একটা ছোট উদাহরণ দিই, কাজের গতি বা স্বচ্ছতা আনতে অনেক সময় স্বায়ত্তশাসন জরুরী হয়ে পড়ে। স্বায়ত্তশাসন জারি হয়। স্বায়ত্তশাসিত সংস্থাকে কথায় কথায় কেন্দ্রীভূত ক্ষমতার(পড়ুন মূল কেন্দ্রীয় সংস্থার) ওপর নির্ভর করতে হয়না। সে নিজেই ক্ষমতাবান হয়ে ওঠে। আর ঠিক তখনই দেখা যায় সে আরও বড় আকারের ঘাপলা করতে শুরু করে। ক্ষমতার অপব্যবহার। চূড়ান্ত।

    একটা বড় পিরামিড স্ট্রাকচার ভেঙে ছোট ছোট যে স্ট্রাকচারগুলো পেলাম তারাও এক। সেই পিরামিডই হ'ল।

    যদি কিছু ভুল হয় ভাবনার। ধরিয়ে দেবেন।

    আপনি যে গণতন্ত্রের স্বপ্ন দেখছেন। বলা ভাল, আমরা সকলেই দেখি সেখানে কিন্তু ঘুরেফিরে ব্যক্তিগত স্তরে সততার প্রশ্নটাই বড় হয়ে আসছে। তাই নয় কী?
  • confused | 131.241.218.132 | ১৪ জানুয়ারি ২০১৪ ১৬:১৫629883
  • http://zeenews.india.com/news/nation/was-kumar-vishwas-paid-to-compare-narendra-modi-with-shiva-asks-mallika-sarabhai_903943.html
    এই গুরুতেই তো দিল্লি ইলেকশন চলাকালীন কুমার বিশ্বাস নিয়ে কত কথা বলা হলো যেমন ওই চুটকুলা কবি সম্মেলনে হাস্যকৌতুক হিসেবে পরিবেশন করা হয়েছে,লিটারালি নিতে নেই ইত্যাদি। এবার?
  • কল্লোল | 111.63.164.8 | ১৪ জানুয়ারি ২০১৪ ১৭:৫৫629894
  • অরিন্দম।
    না, আমি বড় পিরামিডের বদলে ছোট পিরামিড চাইছি না। তাতে কিছুই পাল্টায় না। যেটা পবতে আরাও অনেক জায়গায় পঞ্চায়েতে হয়েছে।
    ঐ কেজরীর দরবারের জায়গায় জনতার দরবার করলে সমস্যা কিছুটা কম হয়। সবাই মুখ্যমন্ত্রীর কাছে যাবে কেন? মুখ্যমন্ত্রী সবার কাছে যাবে। এলাকা ভাগ করে যাবে।
    এভাবে রাজস্থানে বেশ কিছু পঞ্চয়েতে কাজ হয়। জনতা প্ল্যানিং ও জনতা অডিট। নিখিল দে/অরুণা রায়/শঙ্কর সিংরা করে থাকেন। খুব সফলভাবে চলছে। এখান থেকেই আরটিআইয়ের ভাবনা মাথায় আসে।


    সরকারী নিয়মের ফলে মন্ত্রীসভা, প্রশাসনে পিরামিড থাকবেই। তাকে নিষ্ক্রিয় করতে এই পদক্ষেপগুলো জরুরী।
    ব্যক্তিগত স্তরে সততা দিয়ে খুব অল্প কিছু করা যায়। কিন্তু পাল্টা কর্মসূচী দরকার। তা নাহলে বুদ্ধবাবুর ব্যক্তিগত সততা নিয়ে আমার তো কোন দ্বন্দ্ব নেই। কিন্তু তা দিয়ে আর কিইবা করতে পেরেছেন? পার্টির লোকাল নেতারা বলেছেন সিঙ্গুরে সব পতিত জলা জমি আর একফসলা জমি নেওয়া হচ্ছে। বুদ্ধবাবুকে তাইই মানতে ও বলতে হয়েছে।
  • ম্যামি | 69.93.210.89 | ১৪ জানুয়ারি ২০১৪ ১৯:০৫629905
  • সংগঠন নিয়ে বক্তব্য পড়লাম। এলোমেলো নয়, যথেষ্ট গোছানো।
  • PM | 24.207.55.3 | ১৪ জানুয়ারি ২০১৪ ১৯:৩৪629916
  • সিস্টেম সিগ্গির কেজরীওয়াল কে খেয়ে , হজম করে ঢেঁকুর তুলবে কদিনের মধ্যে। বছর দশেক বাদে সিস্টেম-এর আবার দরকার হলে আবার একটা "কেজরিওয়াল" বানিয়ে নেবে নিজের বা জনগনের পছন্দমতো । জগজীবন কে নিয়েও লোকে এককালে স্বপ্ন দেখেছিলো।

    জগজীবন যায় কেজরী আসে সব-ই অনিত্য। সিস্টেমটাই শুধু নিত্য। বাকি সবটাই মায়া-"মেট্রিক্স"। সিস্টেমের শরীরটা ধরে রাখার জন্য মাঝে মাঝে জামা কাপড় পাল্টে নতুন করে হাজির হবার দরকার পরে----উল্টে দেখো পাল্টে গেছি। এই আর কি
  • কল্লোল | 125.241.114.142 | ১৪ জানুয়ারি ২০১৪ ২০:১৫629927
  • ম্যামি। ধন্যবাদ। গোছানো তো বুঝলাম, কিন্তু তোমার মন্তব্য পেলুম না।
  • arindam | 69.93.241.57 | ১৪ জানুয়ারি ২০১৪ ২০:৩৮629938
  • কল্লোলদা
    আপনি বুদ্ধদেবাবুর ব্যক্তিগত সততা নিয়ে সন্দিহান নন। বেশ। আমি শুধু একটা ঘটন বলি, কোথায় আমার স্বপ্নভঙ্গ...

    বন্ধ বা হরতাল সমর্থন করবনা। মূখ্যমন্ত্রী বুদ্ধদেব বাবুর কড়া বক্তব্য...
    ঠিক সেইদিন বিকেলবেলায় সিটুর নেতা শ্যামল চক্রবর্তীর পাশে বসে সিটুর বন্ধকে সমর্থন করা...

    পার্টি কমরেড আর মূখ্যমন্ত্রী বুদ্ধদেব দ্বন্দে আটকে থাকেন উত্তরনের পথ দেখাতে পারেন না। সেটাই একমাত্র?

    ব্যক্তিগত স্তরে সততার ব্যাখ্যা কী হবে? ছোট করতে করতে তো জাস্ট "একটা" বিয়ে করা ছাড়া আরকিছু দাঁড়ায় না।

    আপনি যেটা বলছেন মূখ্যমন্ত্রী সকলের কাছে যাবে...এটা সম্ভব? দৈনন্দিন হাজার কাজ সামলে মূখ্যমন্ত্রীর জেলায় জেলায়, গ্রামে গ্রামে, প্রান্তরে প্রান্তরে সর্বত্র পৌঁছন সম্ভব? সম্ভব হবেনা। আর তখনই"পতিত জলা জমি আর একফসলা জমি নেওয়া হচ্ছে" এইরকম অন্ধবিশ্বাস করে ধৃতরাষ্ট্র হতে হবে।
  • রোবু | 213.147.88.10 | ১৪ জানুয়ারি ২০১৪ ২০:৪১629949
  • মূল আলোচনার একটু বাইরে। ট্র্যাক হারিয়ে যাবার চান্স আছে। তাও না বলে পারছি না। একটা বিয়ে করাকে এই নিয়ে দুবার দেখলাম সততার মাপকাঠি হিসেবে। এটা কেন হচ্ছে, ঠিক বুঝলাম না।
    এর রিপ্লাই না দিলেও চলে। রেজিস্টার করা দরকার বোধ করলাম, তাই।
  • arindam | 69.93.241.57 | ১৪ জানুয়ারি ২০১৪ ২০:৪৯629960
  • জাস্ট সততার মাপকাঠি জানতে এইরকম লিখতে হচ্ছে। একজন মূখ্যমন্ত্রী। একজন প্রশাসনিক স্তরের সৎ আধিকারীকের...সততার মাপকাঠি কী?
    নিজে ঘুষ নেন না কিন্তু অন্যকে ঘুষকে নিতে দেখলে চুপ করে থাকেন, কিছু বলেন না!
    ভালোমানুষ। সাতে নেই পাঁচে নেই। ভালো মানুষ কি? ভালো আর মানুষের মাঝে স্পেসটা উড়িয়ে দিলাম...
  • কল্লোল | 125.242.150.176 | ১৪ জানুয়ারি ২০১৪ ২১:০৬629972
  • অরিন্দম।
    "দৈনন্দিন হাজার কাজ সামলে মূখ্যমন্ত্রীর জেলায় জেলায়, গ্রামে গ্রামে, প্রান্তরে প্রান্তরে সর্বত্র পৌঁছন সম্ভব?"
    দিল্লীতে সম্ভব। হাজার হাজার কাজ আবার কি? কাজ তো মানুষের জন্যই। তাদের কাজের জন্যই তাদের কাছে যেতে হবে। মুখ্য কেন, সব মন্ত্রীকেই যেতে হবে।
    আমি আগেই বলেছি। বড় বা মাঝারী রাজ্য হলেই আপকে সংগঠন নিয়ে সৃষ্টিশীলভাবে ভাবতে হবে।

    "বন্ধ বা হরতাল সমর্থন করবনা। মূখ্যমন্ত্রী বুদ্ধদেব বাবুর কড়া বক্তব্য.....
    ঠিক সেইদিন বিকেলবেলায় সিটুর নেতা শ্যামল চক্রবর্তীর পাশে বসে সিটুর বন্ধকে সমর্থন করা..."
    আমি এর মধ্যে কোন অসততা পাই নি। অসহায়তা পেয়েছি। কারন এরা বিশ্বাস করেন সংগঠনের বক্তব্য "একটা"। সেটা এদের পিরামিড সংগঠনভাবনা থেকেই উৎসারিত। কেজরী বা প্রশান্তর হয়তো ওরকম সংগঠনভাবনা নেই তাই তারা এক সংগঠনে থেকেও দু রকম মতামত জানাতে পারছেন।
  • ম্যামি | 69.93.210.89 | ১৪ জানুয়ারি ২০১৪ ২২:১১629983
  • মন্তব্য আর কী? সহমত হলাম। ট্রান্সপারেন্সি বিষয়েও সহমত। Sunlight is the best disinfectant.
  • Ekak | 132.172.244.251 | ১৪ জানুয়ারি ২০১৪ ২২:১৩629994
  • কল্লোলদা
    আগেও একটা প্রশ্ন করেছি ,উত্তর পাই নি তাই আবার করছি ।

    যে কোনো একটা দিস্ত্রিবিউশোন মডেল নাও । ধরো সরকার সাব্সিদায়স্দ রেটে সার দেবে । এবার একটা পিরামিড বা পাঁচশ পিরামিড বা নন হায়ারার্চিকাল ম্যানেজমেন্ট যে কোনো মডেল দিয়ে বুঝিয়ে দাও কিভাবে চাষী অবধি সেটা পৌছবে মিনিমাম বিউরক্রাসী পেরিযে ।

    স্টেট যতদিন রিসোর্স দিস্ত্রিবিউশোন আঁকড়ে থাকবে যক্ষের মত ততদিন বিউরক্রাসী - করাপশন এর কোনো সমাধান নেই । আঅপ খুব বেশি হলে ব্যাড বিউরক্রাসী সরিয়ে গুড বিউরক্রাসী আনবে ফর দ্য টাইম বিইং । সেটা কয়েক বছরের মধ্যে আগের জায়গায় ফিরে যাবে । এটা আমার মনে হয়েছে ।

    তুমি একটু সরকারী মডেল দিয়ে বোঝাও স্টেট এর ওপর জান মালের ওনারশিপ রেখেও কিভাবে বেটার মেন্ট সম্ভব । সিরিয়াসলি বুঝতে চাই ।
  • কল্লোল | 111.63.177.216 | ১৫ জানুয়ারি ২০১৪ ০৫:৩১630016
  • এলাকার পঞ্চয়েত সদস্যদের নিজ নিজ এলাকায় গ্রাম ধরে ধরে সভা হবে। কার কতো সার লাগবে সেটা সকলে বসে অ্যাসেস করবে। সেই ডেটা নিয়ে সব পঞ্চয়েত সদস্যরা বসবে। সেই অনুযায়ী সার তুলে দেওয়া হবে পঞ্চয়েত সদস্যের হাতে। সে এলাকায় ফিরে সভা ডেকে সার বাঁটবে। এবার অন্য এলাকার পঞ্চায়েত সদস্য সেই এলাকায় এসে অডিট করবে সভা ডেকে। তাতে অভিযোগ উঠলে, সেই এলাকার পঞ্চয়েত সদস্যকে জবাবদিহি করতে হবে। গরমিল থাকলে চুরির মামলা হবে।

    এই মডেলটা রাজস্থানে বহু পঞ্চয়েতে চলে।
    http://en.wikipedia.org/wiki/Social_audit
    http://accountabilityindia.blogspot.in/2009/10/experiences-from-bhilwara-nrega-social.html
    http://www.thehindu.com/opinion/lead/article35155.ece
  • কল্লোল | 125.242.232.39 | ১৫ জানুয়ারি ২০১৪ ০৮:০৮630027
  • এগুলো নিয়ে নাড়াচাড়া করতে গিয়ে খুব কৌতুহলদ্দীপক কিছু লেখা পাচ্ছি। রাষ্ট্র নিয়ে মার্কস আর বাকুনিনের তর্ক। মার্কস যে সব যুক্তিতে বাকুনিনকে ওড়াচ্ছেন, সেগুলো আজ বেশ দুর্বল লাগছে। বাকুনিনের গড অ্যান্ড স্টেট বেশ ভলো লেখা।
  • lcm | 118.91.116.131 | ১৫ জানুয়ারি ২০১৪ ০৯:০৩630038
  • আজকের যে গভর্নেন্স সিস্টেম বেশীর ভাগ রাষ্ট্রে দেখা দেখা যায়, সেটা বহুদিনের। ক্ষমতা যাতে কুক্ষীগত না হয়, তার জন্যে দুহাজার বছর আগে অ্যারিস্টট্‌ল ফান্ডা দিয়েছিলেন মিক্স্‌ড গভর্নমেন্টের - তিন ভাগ - লেজিস্‌লেটিভ, জুডিসিয়ারি, আর এক্সিকিউটিভ। এটাকেই ঘুরিয়ে ফিরিয়ে, কখনও তিনভাগ, কখনও দুইভাগ - ইলেকটোরাল, আপার হাউস, লোয়ার হাউস... হ্যান ত্যান কম্বিনেশন চলে আসছে। কম্যুনিস্টরা যে সব দেশে গভর্নমেন্ট চালিয়েছে তাতে মাত্র এক ভাগ - পার্টি, ব্যস। শ্যাভেজ ইলেকটোরাল প্রসেসটাকে ডাম্প করেন নি, সোভিয়েত, চায়না, কিউবা বাতিল করেছিল। বেসিক্যালি, ক্ষমতার বিকেন্দ্রীকরণে এই কোনো সিস্টেমে কাজ হয় নি। বরং, পাওয়ার আর গভর্নেন্স ক্রমশ সিনোনিমাস হয়ে উঠেছে।
    অনেকের মতে এর মূল কারণ হল - মানি, কারেন্সি-র আবিষ্কার এবং প্রভাব। মানি ইজ দ্য অব্স্ট্যাক্‌ল ফর পিপ্‌ল টু হ্যাভ রিয়্যাল পাওয়ার। ইন্টারান্যাশনাল ট্রেডিং-এর পেছনে কারেন্সি-র বড় ভূমিকা, আজকের বিশ্বায়নের বুনিয়াদ। জাতীয় স্তরে ডোমেস্টিক কারেন্সি, আর আন্তর্জাতিক স্তরে গ্লোব্যালি পাওয়ারফুল কারেন্সি হল ক্ষমতার চাবিকাঠি। তাই, ক্ষমতা=টাকা, এই ইকোয়েশনটা না ভাঙলে বড়, মাঝারি, ছোট - কোনো পিরামিডের কিছু হবে না।
    এবার ধরুন এটা কিভাবে ভাঙা যায়? বা, আজকের এই সময়ে দাঁড়িয়ে আদৌ ভাঙা সম্ভব কী? অনেকে মনে করেন, যাদের কাছে টাকা নেই, এমন মানুষ গভর্নেন্সে এলে, বা সৎ মানুষ এলে - ভাঙা যাবে, না ভাঙলেও ক্লিন হবে। কিন্তু, বেশীদিন টিঁকবে কী?
    তার মানে গভর্নেন্স ব্যাপারটাকে ভাঙতে হবে, মানে এখন যেভাবে আছে। ধরুন, এই যে আপ ভোটে জিতল, অরোবিন্দো মুখ্যমন্ত্রী হল, মন্ত্রীসভা হল - এর কী দরকার আছে? মুখ্যমন্ত্রীর দরকারটা কী? মন্ত্রীসভারি বা দরকার কী? এসব ছাড়া কি সিটি/রাজ্য/দেশ অ্যাডমিন্স্‌ট্রেশন চালানো যায় না। গেলে কীভাবে। যদি ঠিক বুঝে থাকি কল্লোলদা কিছুটা এই লাইনে আলোচনা করতে চাইছেন।
  • | 127.194.85.203 | ১৫ জানুয়ারি ২০১৪ ১০:২৯630049
  • বাহ এল সি এম দা। পরিষ্কার বুঝতে পারলাম। থ্যাঙ্কু।
  • aap | 131.241.218.132 | ১৫ জানুয়ারি ২০১৪ ১১:৩৩630060
  • " কেজরী বা প্রশান্তর হয়তো ওরকম সংগঠনভাবনা নেই তাই তারা এক সংগঠনে থেকেও দু রকম মতামত জানাতে পারছেন।"
    - ভিন্নমত পোষণ করি। প্রশান্তের বক্তব্য তো সংগঠনের মন্তব্য নয়। আপ আস আ পার্টি প্রশান্ত ভূষণ কে সাপোর্ট করে না পরিস্কার জানিয়েছে , এও জানিয়েছে ওটা প্রশান্তের ব্যক্তিগত মত,অরবিন্দ প্রশান্ত কে ওভাররাইড করেছে ,হয়ত তার ই ফলশ্রুতি প্রশান্ত এরপর ১৮০ ডিগ্রী উল্টো স্টেটমেন্ট দিয়েছে । সেটা কারুর পছন্দ না হলে নাই হতে পারে কিন্তু সত্যি তো এটাই ।
  • কল্লোল | 111.63.141.255 | ১৫ জানুয়ারি ২০১৪ ১১:৪৫630071
  • মনে হয় না। প্রশান্ত বলেছে ওকে ভুল কোট করা হয়েছে। ও বলেছিলো আফ্স্পা থাকবে কিনা তাই নিয়ে রেফারেন্ডাম নেওয়া হোক। কিন্তু প্রচার হচ্ছে - কাশ্মীর ভারতে থাকবে কি না তাই নিয়ে রেফরেন্ডাম নেওয়া হোক।

    অফস্পা নিয়ে অন্য কথা প্রশান্ত কি বলেছে ১৮০ ডিগ্রী ঘুরে? আমি দেখিনি। হয়তো মিস করে গেছি। একটু জানাবেন।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আদরবাসামূলক প্রতিক্রিয়া দিন