এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • অরবিন্দ কেজরিওয়ালঃ আবার আশাভঙ্গ নাকি অনেক দিনের সযত্নে লালিত স্বপ্ন কে চুঁয়ে ফেলা ?


    অন্যান্য | ১২ জানুয়ারি ২০১৪ | ১৮২৯৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pinaki | 148.227.189.9 | ১৫ জানুয়ারি ২০১৪ ১৫:৩১630094
  • কোনো ইস্যু নিয়ে একটা দলের পাঁচজন পাঁচরকম প্রকাশ্যে বলে বেড়ালে কনফিউশন হয়। ফাংশনাল প্লেনে বেশ কিছু অসুবিধে হয়, বিশেষতঃ যেখানে কর্মী সমর্থক এবং আপামর জনতার এই মতপার্থক্যকে সম্মানসহ ধারণ করার ম্যাচিওরিটির সীমাবদ্ধতা রয়েছে। একটা খুব ম্যাচিওরড সমাজে এটা প্র্যাকটিস করা যেতে পারে হয়তো (আইডিয়ালি)। খুব সিওর নই। এমনকি আমরা যারা নিজেদের খুব ম্যাচিওরড বলে ভাবি, তারাই অনেকসময় একটা দলের এই ধরণের মতের ভিন্নতা প্রকাশ্যে এলে সেটাকে সেই দলের দুর্বলতা, কোহেশনের অভাব, এমনকি কখনো কখনো দ্বিচারিতাও ভেবে থাকি। কাজেই ব্যাপারটা অত সহজ নয়। কিন্তু দলের মধ্যে অবশ্যই মতের পার্থক্যকে যথাযথভাবে ধারণ করার সিস্টেম থাকা উচিত, মাইনরিটি যাতে কোনঠাসা না ফীল করে সেটা নিশ্চিত করা উচিত। ভিন্ন মতের প্রতি শ্রদ্ধার মনোভাব থাকা উচিত, দলের মধ্যে এবং বাইরে।

    আর বিপ্লব পরবর্তী রাশিয়ার সোভিয়েতগুলো প্রথম কয়েক বছর বিকেন্দ্রীভূত গণতন্ত্রের প্র্যাকটিস শুরু করেছিল। পরে বাইরের থ্রেট ইত্যাদির অজুহাতে সোভিয়েত গুলোর ইলেকশন বন্ধ করে দেওয়া হয়। সমাজতন্ত্রের সবকিছু উড়িয়ে না দিয়ে ঐ অংশটুকু থেকে এই গণতন্ত্রের প্র্যাকটিস সম্বন্ধে শেখার সুযোগ আছে বলে আমার মনে হয়। লেনিনের দলত্যাগী কাউটস্কি লেখাতেও সমাজতান্ত্রিক গনতন্ত্রে মানুষের অংশগ্রহণ কিভাবে হবে সে সম্বন্ধে ধারণা দেওয়া আছে অনেকখানি। এমনিতে স্টেটলেস সোসাইটি তো মার্কসবাদী থেকে অ্যানার্কিস্ট সবাই চেয়েছে। সমস্যাটা তো কিভাবে সেখানে পৌঁছোবো সেই নিয়ে। কেনই বা পুঁজিবাদী সমাজ আমাকে খামোকা বিকেন্দ্রীভূত গণতন্ত্রের প্র্যাকটিস করার সুযোগ দেবে এই পাওয়ার স্ট্রাকচারের মধ্যে? পুঁজির কেন্দ্রীভবন বজায় থাকবে আর রাজনৈতিক ক্ষমতা বিকেন্দ্রীভূত হয়ে যাবে - এ কী সম্ভব?
  • কল্লোল | 111.63.208.9 | ১৫ জানুয়ারি ২০১৪ ১৬:৩৭630105
  • আপ। ধন্যবাদ। হ্যাঁ কাশ্মীর নিয়ে প্রশান্তভূষণ ভালোই পাল্টি খেয়েছেন। আরও কেজরীর কথায় মালুম এরা অন্য সংগঠন ভাবনায় চলছে না।
    আশাভঙ্গ।

    পিনাকী। একদম ঠিক।
    "পুঁজির কেন্দ্রীভবন বজায় থাকবে আর রাজনৈতিক ক্ষমতা বিকেন্দ্রীভূত হয়ে যাবে - এ কী সম্ভব?" - এটাই মার্কসীয় সমাজতন্ত্রের মূল সমস্যা।
  • Ekak | 132.172.244.251 | ১৫ জানুয়ারি ২০১৪ ২২:৫২630116
  • সেইজন্যেই বাজার টা খোলা দরকার । খানিকটা খোলা বলে কিছু হয়না ওতে টেলি স্ক্যাম হয় । সরকার -শিল্পপতি আঁতাত তৈরী হয় । এরা যে করাপশন করাপশন করে নাচছে ওটা রোগ নয় উপসর্গ , স্টেট কন্ত্রল্ড মার্কেটের ।বদ্ধ জলে মশা ডিম পারছে । আর আঅপ সেইদিকেই হাঁটছে আরও বেশি বিউরক্রাসী জড়িয়ে ।আ নিউ সেট অফ দেস্তায়ন্দ টূ বি করাপ্তেদ ইন্দিভিদুয়াল্স । সব শালা ঘুরে ফিরে এই গোত্ত তাতেই ঢোকে ।
  • anirban | 146.152.14.106 | ১৫ জানুয়ারি ২০১৪ ২২:৫৩630127
  • "ভিন্ন মতের প্রতি শ্রদ্ধার মনোভাব থাকা উচিত, দলের মধ্যে এবং বাইরে" - এইটা খুবই মুশ্কিল। "ব্যক্তি সংগঠনের অধীন, নিম্নতর কমিটি উচ্চতর কমিটির অধীন" - যদি দলের স্ট্রাকচারের ও গঠনতন্ত্রের মূল কথা হয় তাহলে দলে অন্যমত পোষন/প্র্যাকটিস করা যায় না। আর দলীয় স্ট্রাকচারের এই রিজিডিটির জন্য পুঁজির কেন্দ্রীভবনকে দায়ী করা যায় না। ওটা আপাতত সরকারী ক্ষমতার ক্ষেত্রে কিছুটা খাটে বটে - কিন্তু প্রায় সমস্ত জায়গায় দল আর সরকার তো মিলে মিশে যায়। কমিউনিস্ট দলগুলির ক্ষেত্রে তো বটেই।
  • কল্লোল | 125.244.227.62 | ১৫ জানুয়ারি ২০১৪ ২৩:১৮630138
  • একক। খোলা বাজার কোথায় অপারেট করে? কোন বা কোন কোন দেশে?
  • Ekak | 132.172.244.251 | ১৬ জানুয়ারি ২০১৪ ০০:১৫630149
  • কোনো দেশেই সম্পূর্ণরূপে করেনা কিন্তু অনেক উন্নত দেশেই প্রধান চালিকা শক্তি হিসেবে করে । সরকারের কাজ নয় শিল্পের জন্যে জমির দালালি করা । সরকারের কাজ নয় থ্রী জি নিয়ে সিদ্ধান্ত নেওয়া । সরকারের কাজ চাষী বাজারদর পাচ্ছে কিনা দেখা , আমার বাড়িতে এয়ারটেলের ব্রড ব্যান্ড গত ৩ মাস ধরে দিনের অধেক সময় থাকেনা এটা দেখা । কনসিউমার রাইটস , সিভিল রাইটস , হিউম্যান রাইটস এগুলো ইম্প্লেমেন্তেদ হচ্ছে কিনা সব ক্ষেত্রে এটা দেখা সরকারের কাজ । ভ্যানেক এর আরও কিছু লোকজন বলছেন আগে থেকেই বৈসম্য রয়ে গেছেবলে ফ্রি মার্কেটে মনোপলি আসবে । বিকট যুক্তি । যেই মুহুর্তে আমার রাইটস ইম্প্লিমেন্তেদ হবে এয়ারটেলের বিরুদ্ধে মামলা করে সাতদিনে সমাধান পাওয়ার তখনি আরও কোম্পানি হু হু করে এগিয়ে আসবে বেটার সার্ভিস নিয়ে । বাজার কে ক্রমশ ফ্রি করতে থাকা তো পসিটিভ এভোলিউশন । এবং তার সঙ্গে রাইটস ডকুমেন্ট আর ইমপ্লিমেন্ট করা । আ আ প কে নিয়ে আশা তৈরী হয়েছিল কারণ এই লোকগুলো দীর্ঘদিনের একটিভিস্ট ব্যাক গ্রাউন্ড থেকে এসেছে । এদের এটলিস্ট বোঝা উচিত গলদ টা মার্কেট খুলে দেওয়ার নয় গলদ টা মার্কেটের দালালি সরকারের মূল কাজ হয়ে যাওয়ায় । এই এগিয়ে যাওয়ার রাস্তা বন্ধ হবে আরও বেশি বিউরক্রাসী দিয়ে মোড়া রিসোর্স দিস্ত্রিবিউশোন মডেল নিয়ে এলে । সে গুড হোক বা ব্যাড । এপ্রচ্টাই ব্যাড । এটা ঘটনা যে রাতারাতি এটা হবেনা কিন্তু সেই রাস্তায় আসতে আসতে না এগোলে বদ্ধ জলায় মশা ডিম পারবে । বারবার করাপশন বারবার নতুন সরকার । লার্ভা মারার জন্যে পাল পাল গাপ্পি পোষ নানারকম রঙ্গীন লেজয়ালা কিন্তু জলের ফ্লো আটকে রেখেছি :/
  • কল্লোল | 125.241.36.246 | ১৬ জানুয়ারি ২০১৪ ১১:৩৫630160
  • আমি তো ফ্রি মার্কেট বলতে বুঝি অবাধ প্রতিযোগীতা। সেটা তো কোথাওই নেই।
    অনেক আগে অন্য কোন একটা সুতোয় আমার প্রশ্ন ছিলো,
    জ্বালানী তেলের দাম সব কোং এর এক কেনো হয়?
    মানে আমি বলতে চাইছি একটা শহরে শেল নিচ্ছে (ধরা যাক) ৫টাকা লিটার, ক্যালটেক্স নিচ্ছে ৮টাকা ৯০পয়সা লিটার, গাল্ফ অয়েল নিচ্ছে ৮টাকা ৯৫ পয়সা লিটার।
    এরকম হয় না কেন?
    সে বেলা অয়েল কার্টেল দাম ঠিক করে কেন? আর সব কোং নিষ্পাপ মুখ করে সেটা মেনে নেয় কেন? এরাই তো ফ্রি মার্কেট বলে চেঁচায়।
    আইবিএম, ডেল, ডেলয়েড, ইওয়াইএর মতো কোংরা সরকারের কাছে সস্তায় জমি চায় কেন? এরাই তো ফ্রি মার্কেট বলে চেঁচায়।
  • কল্লোল | 125.241.36.246 | ১৬ জানুয়ারি ২০১৪ ১১:৪৩630169
  • টাইপো। ক্যালটেক্স নিচ্ছে ৮টাকা ৯০পয়সা লিটার, গাল্ফ অয়েল নিচ্ছে ৮টাকা ৯৫
    ভুল।
    পড়তে হবে
    ক্যালটেক্স নিচ্ছে ৪টাকা ৯০পয়সা লিটার, গাল্ফ অয়েল নিচ্ছে ৪টাকা ৯৫
  • lcm | 118.91.116.131 | ১৬ জানুয়ারি ২০১৪ ১১:৫৬630170
  • ওস্তাদেরা বলেন ফ্রি মার্কেটের জন্যেই তো দামে এই কনসিস্টেন্সি - অর্থাৎ, একটা কোম্পানী একই জিনিস বেশী দামে বেচলে তার থেকে কেউ কিনবে না। কম্পিটিশনই তো বাধ্য করেছে দাম লাইনে রাখতে, দাম বেলাইন হলে ব্যবসা উঠবে।

    এই যেমন, মোবাইল ফোন কলের খরচ, ফ্রি মার্কেটে রেট কমতে কমতে তো ...

    বা ধরা যাক আলুর সিজনে আলুর দাম, ঐ চন্দ্রমুখীই কমতে কমতে ৮ টাকা কিলোতে ...

    এই সব, আর কি.... তাই তো বলে...
  • Ekak | 24.99.42.110 | ১৬ জানুয়ারি ২০১৪ ১২:১৩629196
  • হ্যা ,কারণ ইন্ডিয়াতে ফ্রি মার্কেট বলে কোনকালে কিসসু হয়নি । যা হয়েছে সেটা ক্রনি ক্যাপিতালিস্ম । ব্যবসায়ী গোষ্টির সঙ্গে স্টেট এর আঁতাত ।
    এটা সবার আগে ভাঙ্গা দরকার । এর শুরু সেই স্বাধীনতার আগে । আমরা এখন চেঁচাই অমুক দলের পার্টি ফাঁদে টাকা এলো কদ্দিয়ে ? স্বাধীনতার আগে জাতীয় কংগ্রেসের ফান্ড কারা ভরত ইতিহাস বলে ? দাদাভাই নৌরাজি থেকে জামসেদজি কত টাকা ঢেলেছেন হিসেব আছে ? সিরাজের সঙ্গে যুদ্ধ নিয়ে নাটক লেখে বাঙালি । কেঁদে ভাসায় মোহনলালের নামে । ওই যুদ্ধ টা যে আই ওয়াশ । অর্থ স্বার্থের বিন্যাস টা আগেই ঠিক হয়ে গেছিল সেই নিয়ে কোনো নাটক দেখিনি । মোদ্দা কথা স্টেট থেকে ব্যবসা কে এমনভাবে আলাদা করা দরকার যেন স্ক্যাম করার জায়গাই না থাকে । আঁখো সে সুরমা চুরাকে কেয়া হোগা ,আঁখ চুরালো যো সুরমা লাগানে ক়া ফুরসত হি না মিলে । স্টেট এর কাজ রাইটস ইমপ্লিমেন্ট করা । সেটাই করুক মন -প্রাণ দিয়ে আর বাজার কে নিজের মত প্রতিযোগিতা করতে দিক । এটা তো আমাদের দেশে হয়না একেবারেই । বাজারের বিরুদ্ধে মানুষের যত অভিযোগ ,খেয়াল করে দেখো এগুলো সবকটাই বাজারকে বেঁধে রাখার জন্যে তৈরী হওয়া দুর্নীতি নিয়ে অভিযোগ । ইন্ডিয়াতে তারাই ক্যাপিতালিস্ম ,ফ্রি মার্কেট বলে চেঁচায় যারা আসলে ঘোমটার তলায় ঘুষ দেয় বা নেয় । অন্যের টেন্ডার স্ক্র্যাপ করার্সময় এদের সব ফ্রি মার্কেট লজিক উড়ে যায় । এটা ফ্রি মার্কেট নয় । পলিটিকাল পার্টিগুলো এর সুযোগ নিয়ে পকেট ভরে । একটাও সেক্টরে ফ্রি মার্কেট হলে সবচে আগে পেছন মারা যাবে এই সো কোল্ড এমেন্সী গুলোর যারা ইউএসে তে চাপ খেয়ে এখানে এসে স্টেট এর সঙ্গে আঁতাত করে মানুষ কে চুদু বানাচ্ছে । সরকার যদি এসব দালালি ছেড়ে শুধু রাইটস ইম্প্লিমেন্টেশন নিয়ে কঠোর হয় তাহলে এদের সমূহ সর্বনাশ । স্টেটের ওপর প্রেসার টাও আমাদের সেদিক দিয়েই দেওয়া উচিত ।
  • ম্যামি | 69.93.215.122 | ১৬ জানুয়ারি ২০১৪ ১৬:০২629197
  • স্টেট এর কাজ রাইটস ইমপ্লিমেন্ট করা -- এটা কিন্তু কনজার্ভেটিভদের অবস্থান। মার্কিন যুক্তরাষ্ট্রে এখন রিপাবলিকানরা এইটা বলে।
  • ম্যামি | 69.93.215.122 | ১৬ জানুয়ারি ২০১৪ ১৬:১৯629198
  • একটু ভুল বললাম। রিপাবলিকানরা যখন রাইটস বলে তখন ব্যক্তি স্বাধীনতার কথাই বলে। আন্ডারপ্রিভিলেজড দের অর্থনৈতিক রাইটসকে বাদ দেয়। উদাহরণ, তাদের মতে ওবামাকেয়ার চালু করা উচিত না। কারণ তাহলে ব্যক্তির নিজে পছন্দ করার অধিকার হরণ করা হবে। রিপাবলিকানরা ফুড স্ট্যাম্পও উঠিয়ে দিতে বলেছে। কারণ হিসেবে বলেছে, দেশের ওভারল রিসেশন একটু সামলে যাবার পরেও ফুড স্ট্যাম্প ব্যবহার হচ্ছে, তাই থেকে অনুমান, কাজ করার সুযোগ থাকা সত্বেও ফ্রিতে খাবার নিচ্ছে। এগুলো বলার সঙ্গে সঙ্গে প্রতিবার তারা মনে করায় যে স্টেটের কাজ হল গভর্নেন্স এবং শুধুই গভর্নেন্স।
  • Sibu | 118.23.96.158 | ১৬ জানুয়ারি ২০১৪ ১৬:৩৭629199
  • ফ্রি মার্কেট মানে কি? লেসে ফেয়ার না অন্য কিছু? ইকনমিক্স ১০০ এর ফ্রি মার্কেট, অস্ট্রিয়ান ইকনমিস্টদের ফ্রি মার্কেট নাকি তৃতীয় কিছু?
  • cm | 122.79.36.122 | ১৬ জানুয়ারি ২০১৪ ১৭:২১629200
  • ফ্রী মার্কেট মানে কি কত গুলো ইন্ডিপেন্ডেন্ট র‌্যান্ডম ভ্যারিয়েবল নাকি আনকনস্ট্রেইন্ড মোশন। ও সব বাস্তবে হয়না।
  • | 127.194.87.104 | ১৬ জানুয়ারি ২০১৪ ১৭:২২629201
  • অত তথ্য এবং তত্ত্বের কচ্কচি তে না গিয়ে আমাকে তোমরা একটা বাংলা কথা বলো দুর্নীতি মুক্ত স্বচ্ছ সরকার কি একেবারেই "সোনার পাথর বাটি"?
  • Ekak | 24.99.61.108 | ১৬ জানুয়ারি ২০১৪ ১৭:৪৭629202
  • গভর্মেন্ট যদি গভর্নেন্স এর বাইরে সময় নষ্ট করে তাহলে সোনার পাথরবাটি । জাস্ট ভেবে দেখো তোমার কোম্পানির প্রডাকশন আর কোয়ালিটি কন্ট্রোলের ম্যানেজার এক লোক । তাহলেই মজা টা বুঝবে "সততা " কতটা ঢপের জিনিস ।

    এখন ফ্রি মার্কেটের ব্যাখ্যা কি ,ক্লাসিকাল থিওরি থেকে গুরুচরণ অবধি কপচিয়ে একখান এসে নাবানো যায় হাতে সময় থাকলে কিন্তু সেটা করার বিন্দু মাত্র ইচ্ছে নেই । সেই কারণেই লিবারেতেরিয়ান এপ্রোচ ইত্যাদি টানি নি । আইল্যান্ড পলিটিক্স কে প্রশ্রয় না দিয়ে কম্পারেটিভ ওয়ে তে ধীরে ধীরে গভ কে দিস্ত্রিবিউশোন চ্যানেল থেকে সরিয়ে শুধু স্ট্রং গভর্নেন্স এর দিকে নিয়ে যাওয়ায় বিশ্বাসী । এন্ড অবভিয়াসলি ইউসিং মডার্ন কম্পারেটিভ পলিটিক্স টুলস । এই তুই ওই দলের আমি এই দলের মার্কা ছাগলামি থেকে বেরোনো দরকার । বিইং পলিটিকাল ইস নত বিইং পার্তিসান । নেভার । রাতারাতি ফ্রি মার্কেট সম্ভব না বা উদ্বাহু হয়ে প্রাইভেট পোলিস প্রাইভেট মিলিশিয়া এসব থিওরি ও মারাচ্চি না । জাস্ট আস্কিং টু কীপ দ্য ডোর ওপেন ফর মর এন্ড মর কম্পীতিষণ এন্ড স্টপ স্টেট -বিসনেস হাউস আন হলি নেক্সাস । এটা এচিভ করতে গেলে ফ্রি মার্কেট এর পথেই হেঁটে দেখতে হবে । পরে এসে বিশদে লিখছি । ইচ্ছে থাকলে উপায় হয় । কোনকিছুর ১০০ % হয়না বলে আদৌ হয়না এরকম নয় । কোনো ইদীয়লোজির ঘরে টিকি বাঁধা নেইত যে ১০০% ইমপ্লিমেন্ট দেখিয়ে মাত করতে হবে । আলটিমেটলি রাইটস টু এভরিবডি এই একটাই দাবি বা আইডিয়া যাই বলো । সেটা একেবারে সবাই মিলে বেঁচে থাকার তাগিদে ।
  • ম্যামি | 69.93.215.122 | ১৬ জানুয়ারি ২০১৪ ১৮:১০629203
  • @ শিবু

    ফ্রি মার্কেট মানে লেসে ফেয়ার, তাই তো জানি। ইকনমিক্সের পারফেক্ট কম্পিটিশন নয়। অ্যান্টি ট্রাস্ট ল-ও লেসে ফেয়ারের বিরোধী। লেসে ফেয়ার একটা আদর্শ। প্র্যাক্টিশনার রিগান ও থ্যাচার। এদের গুরুমশাই হলেন হায়েক।
  • Sibu | 118.23.96.158 | ১৬ জানুয়ারি ২০১৪ ১৮:২১629204
  • ম্যামি,

    আসলে আমি বুঝতে চাইছি একক ফ্রি মার্কেট বলতে কি বোঝে। ফ্রি মার্কেট লেবেলের তলায় অনেক রকম কনসেপ্ট বাজারে চলে তো, তাই। ঃ-)

    আর রিসেন্ট ওয়াল স্ট্রীট মেল্ট ডাউনের পর ফ্রি মার্কেটে এমন অখন্ড বিশ্বাস বড় একটা দেখি না সেটাও একটা ব্যাপার।
  • cm | 122.79.36.40 | ১৬ জানুয়ারি ২০১৪ ১৮:৫৮629205
  • গভর্নেন্সের আওতায় কি আসবে? কেন আসবে? সে প্রশ্নও তো আসতে পারে।
  • ম্যামি | 69.93.215.122 | ১৬ জানুয়ারি ২০১৪ ১৯:০২629207
  • বুঝলাম শিবু। একক কী বোঝে সেটা জানতে চাইছ।
  • cm | 122.79.36.40 | ১৬ জানুয়ারি ২০১৪ ১৯:১২629208
  • লেসে ফেয়ারের প্রথমপাঠ http://en.m.wikipedia.org/wiki/Laissez-faire
    কিন্তু এখানে হায়েকের বক্তব্য একজায়গায় একটু অন্যরকম ঠেকছে। বিশেষ করে ব্যাঙ্কিং এর ক্ষেত্রে।
  • রোবু | 213.147.88.10 | ১৬ জানুয়ারি ২০১৪ ২০:৪০629209
  • দুর্নীতি মুক্ত স্বচ্ছ মানুষ কি একেবারেই "সোনার পাথর বাটি"?
  • কল্লোল | 125.242.131.1 | ১৬ জানুয়ারি ২০১৪ ২০:৫৮629210
  • ধুর বাবা। কম্পিটিশনটা কোই?
    সকলে তো দিব্যি একসাথে বসে দরদাম ঠিক করে ফেলে তেলের বেলায়। ঐযে কি একটা আছে ওপেক না কি। ওরা কি করে? বাজারের ডিমান্ড-সাপ্লাই ঠিক করবে দাম। ওপেক কে ও কেন?
  • bratin | 122.79.38.30 | ১৬ জানুয়ারি ২০১৪ ২১:২৫629211
  • উঁহু, দুর্নীতি মুক্ত স্বচ্ছ রাজনৈতিক নেতা।
  • রোবু | 213.147.88.10 | ১৬ জানুয়ারি ২০১৪ ২১:৫৫629212
  • উঁহু, দুর্নীতি মুক্ত স্বচ্ছ মানুষ।
  • S | 109.27.138.238 | ১৬ জানুয়ারি ২০১৪ ২৩:০৮629213
  • ওপেক কি দাম ঠিক করে, নাকি নিজের নিজের দেশের সাপ্লাইটা জাস্ট ডিসাইড করে।
  • S | 109.27.138.238 | ১৬ জানুয়ারি ২০১৪ ২৩:০৯629214
  • আর কেন বাবু নাকি বুঝিয়ে গেছিলেন যে ক্যাপিটালিজমের স্বার্থেই সরকার মাঝে মাঝে ওস্তাদি করতে হবে।
  • lcm | 118.91.116.131 | ১৭ জানুয়ারি ২০১৪ ০৮:১৯629215
  • না, না, ওপেক ঠিক প্রাইস কন্ট্রোল করে না। আর করলে,
    ইউএসএ-তে এক গ্যালন গ্যসোলিন ৩.৬৬ ডলার, আর, নরওয়ে-তে ১০.০৮ ডলার হবে কেনো।
  • arindam | 69.93.253.207 | ১৭ জানুয়ারি ২০১৪ ০৮:২৯629218
  • একটা জিনিস ব্ঘুরপাক খাচ্ছে মনে।
    পুঁজিবাদী অর্থনীতি তার বিকাশের স্বাভাবিক ছন্দেই অতি-উৎপাদনজনিত যে পর্যায়কালীন সংকট তৈরী করবে তা পুঁজিবাদী অর্থনীতিকেই বিপদের মুখে ফেলবে। তদজনিত, সামাজিক দ্বন্দ্ব/বৈষম্য প্রকটতর হবে। তাকে সামলানোর ক্ষমতা জানা নেই পুঁজিবাদের।
    তাই স্বাভাবিকভাবেই মনে হয় উৎপাদনের নিয়ন্ত্রণ ও বন্টন ব্যবস্থা সমাজতান্ত্রিক হলেই ভাল হয়।

    কল্লোলদা , পিনাকী বা অন্যরা কী বলেন এই বিষয়ে জানতে ইচ্ছে করছে।
  • cm | 122.79.39.17 | ১৭ জানুয়ারি ২০১৪ ০৮:২৯629216
  • ওপেক ঘরোয়া দাম ঠিক করেনা বলা ভালো।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা খুশি মতামত দিন