এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • নাগরিক সুবিধে, যা পাওয়ার কথা ছিল কিন্তু পাওয়া যায় না

    তাপস দাশ
    অন্যান্য | ১৮ মার্চ ২০১৪ | ৫১৭০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • সে | 188.83.87.102 | ১১ এপ্রিল ২০১৪ ১৫:২৫630410
  • টইয়ে এডিটর আছে বলে মনে হয় না।
    আমি এমনি কথার পৃষ্ঠে লিখেছি। ঃ-)
  • তাপস দাশ | ১১ এপ্রিল ২০১৪ ১৫:২৯630411
  • তাহলে শুরু করে দিন । ইচ্ছে আর সময়-সুযোগ মত ।
  • তাপস দাশ | ১১ এপ্রিল ২০১৪ ১৫:৩৯630412
  • এই পুজোর সময়ে আর দোলের আগে, দুবার একই ট্রেনে একই গন্তব্যে গেলুম । পদাতিকে এন জে পি । স্টেশনে আগেভাগে পৌঁছনো ছোটবেলার অভ্যেস । এখনো ছাড়তে পারিনি, বহু রকমের তিরস্কার-গঞ্জনা ইত্যাদি সত্ত্বেও । তো স্তেশনে পৌঁছে ওয়েটিং রুমেই তো বসতে হয় । শিয়ালদা স্তেশনে দুবারের একবারও দেখলাম না এসি চলছে । এ খেপে নালিশ জানাতে গিয়ে শুনলাম, একটা ফরমাল চিঠি লিখে যথা জায়গায় জমা দিতে হবে ।
    যার কাছ থেকে শুনলাম, তিনিও খুব আগ্রহী অভিযোগ জমা পড়ার ব্যাপারে, কিন্তু তিনি কিনা অভিযোগ জমা নেন না !
    জার্নির আগে কে এরকম অভিযোগ লিখে জমা দিতে যাবে, কে জানে !
  • তাপস দাশ | ১১ এপ্রিল ২০১৪ ১৫:৫৬630414
  • গুরুর আগের লাইন দেওয়া সংক্রান্ত লেখা আমি পড়েছিলাম । এটা কি সেইটাই ?
  • সে | 188.83.87.102 | ১১ এপ্রিল ২০১৪ ১৫:৫৯630415
  • এটা ফর্ম 24H নিয়ে লেখা। জন্মের সার্টিফিকেট পেতে কী পরিমান যন্ত্রণা পোয়াতে হয়।
  • Ekak | 24.96.20.252 | ১১ এপ্রিল ২০১৪ ১৬:০৫630416
  • সরকারের এই বিভিন্ন দপ্তরে ফর্মাল কমপ্লেইন অনেকেই করে উঠতে পারেন না জাস্ট ফরম্যাট থাকেনা বলে । রেইল থেকে শুরু করে যেখানে যত সরকারী দপ্তর আছে তাদের কমপ্লেইন এর ফরম্যাট গুলো কিভাবে একজায়গা করা যায় ? মোবাইল থেকে এক্সেস করা যাবে আবার ইন্টারনেট এক্সেস না থাকলে পাড়ার দোকান থেকেও প্রি ফর্ম্যাতেদ প্রিন্ট পাওয়া যাবে । এইরকম । কিছু লোক এসব দু-পাঁচটাকায় প্রিন্ট করে বেচে ব্যবসা করবে করুক কিন্তু ছড়িয়ে দেওয়া জরুরি । আসতে আসতে মানুষ জানবে অমুক সাইটে সব পাওয়া যায় । যদ্দিন না ই-গভর্নেন্স হচ্ছে তদ্দিন এটলিস্ট সেমি অটোমেটিক ওয়েতে এক্সেসের একটা রাস্তা হোক ।
  • Ekak | 24.96.20.252 | ১১ এপ্রিল ২০১৪ ১৬:১৫630418
  • এরা এপ্লিকেশন ফর্ম গুলো রাখে । কিন্তু কমপ্লেইন ফর্ম দেখছিনা । সেগুলোই দরকার ।
    http://india.gov.in/my-government/forms
  • তাপস দাশ | ১১ এপ্রিল ২০১৪ ১৬:১৫630417
  • আমি জানি না, ইন্ডিয়ান রেলের সাইট এ এরকম ফর্ম হয়ত পাওয়া যায় । সাইট খুঁজে দেখে বের করতে হবে । যত সহজে রিজার্ভেশন স্লিপ পাওয়া যায়, তত সহজে তো অভিযোগপত্র পাওয়ার কথা নয় ।
  • Ekak | 24.96.20.252 | ১১ এপ্রিল ২০১৪ ১৬:১৮630420
  • ঐটাকেই তো ইনেক্সেসিব্ল করে রাখা হয় । যত সহজে জিনিস কিনতে পারেন তত সহজে কি ক্রেতা সুরক্ষায় মামলা করতে পারেন ? এগুলো পয়েন্ট বেসিসে ছাপিয়ে ছড়িয়ে দিলে লাল-সবুজ লিফলেট ছড়ানোর চে বেশি কাজ হবে । আর কমপ্লেইন নাম্বার প্রি প্রিন্টেড থাকলে ভবিষ্যতে আর্তিআই করার সময় ট্র্যাক করা যাবে । সেটা অবশ্য দুরের ব্যাপার । প্রথমটাই হোক ।
  • তাপস দাশ | ১১ এপ্রিল ২০১৪ ১৬:২৬630421
  • এন যে পি স্টেশন থেকে দার্জিলিং পুলিশের ব্যবস্থাপনায় প্রি পেইড ট্যাক্সি বুথের কথা শুনেছিলাম । দেখেওছিলাম । এবার ভাবলাম, আগে থেকে গাড়ি না ঠিক করে ওখান থেকেই গাড়ি নেব । কম খরচে হবে । সেই মোতাবেক স্টেশনে নেমে বুথে গেলাম । প্ল্যাটফর্ম থেকেই ড্রাইভাররা ছেঁকে ধরছে । বললাম আমি প্রি পেইডে যাব । বলল একই ভার, ওখানে যা, তাই দিয়ে দেবেন । আমি বললাম, তাহলে সঙ্গে থাকুন, ওখান থেকে রিসিট নিয়ে নিই । বলে গটমটিয়ে হেঁটে গেলাম । বুথে গিয়ে বললাম, গাড়ি আছে? বলল, কোথায় যাবেন? বললাম, কার্সিয়ং । বলল, না, দার্জিলিঙ্গের গাড়ি আছে । কার্সিয়ং গেলেও একই ভাড়া । সঙ্গের যে ড্রাইভার ছিল, সে অল্প হেসে বলল, এবার যাবেন? ১২০০

    উঠে পড়লুম ।
    ও, বলতে ভুলেছিলাম যে বুথের দুটো জানালা, একটা দিয়ে আগে মাথা গলিয়ে ড্রাইভার কিঞ্চিত শলা দিয়েছিল, কাউন্টারের লোকটিকে । আমি কাউন্টারে কথা বলার আগেই ।
  • তাপস দাশ | ১১ এপ্রিল ২০১৪ ১৬:২৯630423
  • ঠিক কী ভাবে এগুলো লোকের কাছে সহজলভ্য করা যেতে পারে? মানে সেটার একটা পদ্ধতি লাগবে তো!
  • সে | 188.83.87.102 | ১১ এপ্রিল ২০১৪ ১৬:২৯630422
  • একককে - ফর্ম 24H কিনতে পাওয়া যায় না। এটি বিনামূল্যে দেওয়া হয়। এটি আপনার দেয়া ঐ সাইটেও পেলাম না।
    কলকাতা কর্পোরেশনে কম্‌প্লেইন্‌ করবার কোনো জায়গা নেই। ওপেনলি সবকিছু চলছে। বাধা দেবার কেউ নেই।
    আগে যখন "হাতে লেখা" বার্থ সার্টিফিকেট ছিলো (সন ২০০০ এর আগে), তখন সমস্যা কম ছিলো। কারণ তখন ঘুষ খেয়ে ভুলভাল সার্টিফিকেট বানিয়ে দিতো, অরিজিনাল না নিলেও চলত।
    এরপরের যুগে হাতে লেখা ও কম্পিউটারাইজ্‌ড্‌ দুটোই পাশাপাশি চলতে থাকে, যখন যার যেটা দরকার। এখন কম্পিউটারাইজ্‌ড্‌ ছাড়া গত্যন্তর নেই, তাই চুরিও ভয়ানকভাবে বেড়ে গিয়েছে। এতটাই করাপ্‌শান যে নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যায় না।
    প্রতিবাদ করবার কেউ নেই।
  • তাপস দাশ | ১১ এপ্রিল ২০১৪ ১৬:৩৪630424
  • সে - কমপ্লেন করার জায়গা অফিসিয়ালি থাকতে বাধ্য । মানে আপনি যদি আদালতে গিয়ে বলেন, কমপ্লেনের জায়গা নেই, তখন আদালতে প্রমানিত হবে, আপনি ভুল বলছেন ।
    আসলে যেটা নেই, সেটা হলো, কার্যত নেই ।
  • সে | 188.83.87.102 | ১১ এপ্রিল ২০১৪ ১৬:৩৬630425
  • জিনিসপত্র কম্পিউটারাইজ্‌ড্‌ করে দেবার ফল সবসময় ভালো না ও হতে পারে। বিশেষতঃ যেসব জায়গায় "নাগরিক সুবিধে" পাওয়া যায়।
    হাতে গরম উদাহরণ আজ এইমাত্র পেলাম।
    ভারতীয় ডাক বিভাগের কীর্তি। বিদেশে চিঠি পাঠাতে গেলে সম্ভ্বতঃ ডাক কর্মীদের সেটা কম্পিউটারে এন্ট্রি করিয়ে একটা টিকিট চিঠির গায়ে জুড়ে দিতে হয় - রেজিস্ট্রি চিঠি।
    তো দেশের নামের প্রথম দুটো হরফ টাইপ করলেই ঐ দুটো হরফের মিল দেওয়া নামের বেশ কিছু দেশের অপশন আসতে পারে। ডাক কর্মীর বোধহয় তর সয় নি, প্রথমটাতেই এন্টার মেরে দিয়েছেন।
    ফলে SW টাইপ করেই Enter করে দেওয়ায়, Switzerland এর চিঠির ওপরে টিকিট পড়ে যাচ্ছে Swaziland।
    এটা Sweden এর চিঠিতেও হতে পারত।
    শ্যামবাজার পোস্টাপিসের কান্ড। চিঠি অনেক ঘুরে টুরে অবশেষে এসেছে, এই ভাগ্যি!
  • Ekak | 24.96.20.252 | ১১ এপ্রিল ২০১৪ ১৬:৩৭630426
  • প্রথমেই দুনিয়ার লোকের কাছে সহজলভ্য করা সম্ভব নয় । সবার কাছে ইন্টারনেট নেই তো । প্রথমে মালগুলো তুলে দিতে হবে নেটে । যে খুশি নাবিয়ে ছাপিয়ে নিতে পারে । যত সাইবার কাফে আছে সবাইকে জানানো যে অমুক সাইটে পাওয়া যায় । একটা ছোট কাগজে ধ্যাবরা পেনদিয়ে লিখে বাইরে টাঙ্গাবে । দু পয়সা রোজগার হবে তার । ধরুন শ্যাম বাজার মোর , মানিকতলা মোর , এইভাবে হাজরা মোর অবধি যদি কভার করা যায় খারাপ কি । এছাড়া যেকোনো সরকারী আপিসের বাইরে যারা বসে । টুক টুক করেই ছড়াক না । লোকে জানুক কমপ্লেইন ফর্ম এভেইলেবল । এটিএম মেশিন ওয়ালাদের ও ধরা যেতে পারে । সরকারী ফর্ম বিনি পয়সায় দিয়ে মানুষের উবগার কচ্চি । খুব নিরীহ মুখ করে কত্তে হবে ।
  • সে | 188.83.87.102 | ১১ এপ্রিল ২০১৪ ১৬:৩৮630427
  • তাপসবাবু,
    বিশ্বাস করুন - নেই। আমি খুঁজেছি। নেই।
    যদি ভদ্রমহোদয়ের কেউ এই কম্‌প্লেইন করবার ঘর বা জানলা বা অন্যকিছু খুঁজে পান, তবে দয়া করে ফর্ম 24H জনিত সমস্যার কথা জানান। এটা খুব খুব পুরোনো রোগ, কিন্তু সারানো দরকার।
  • তাপস দাশ | ১১ এপ্রিল ২০১৪ ১৬:৪১630428
  • নেই যে এ নিয়ে আমার কোনো সন্দেহ নেই । কিন্তু নেই এ কথা আপনি প্রমাণ করতে পারবেন না । প্রবলেম এইখানে । মানে আমি যা বুঝেছি ।
  • তাপস দাশ | ১১ এপ্রিল ২০১৪ ১৬:৪৫630429
  • 'আরো ভলান্টারিজম' নামে একটা toi খোলা হোক । নিরীহ মুখ করে আমি খুলতে পারব না, সে খুলবেন ?
  • তাপস দাশ | ১১ এপ্রিল ২০১৪ ১৬:৪৯630431
  • আমি কিন্তু সিরিয়াসলি বলেছি, কারণ এককের দেওয়া পদ্ধতি আমার যুক্তিযুক্ত ও সম্ভাব্য বলে মনে হয়েছে । কিন্তু ইটা একজনের পক্ষে ফিজিবল না ।
  • সে | 188.83.87.102 | ১১ এপ্রিল ২০১৪ ১৬:৫০630432
  • তাপসদা,
    এই টইটাই থাক না কেন? অনেকগুলো হয়ে গেলে তখন ট্র্যাক রাখা যাবে?
    আমি সত্যিই চাই এই বার্থ সার্তিফিকেটের সমস্যার সমাধান হোক, প্লস ডেথ সার্টিফিকেটের সমস্যা।
    আরো আছে, কোর্ট থেকে নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপার কিনবার সমস্যা। ওখানেও চক্র।
    স্ট্যাম্প পেপার কিনে, আমরা নিজেরাই সেখানে আমাদের বক্তব্য টাইপ করতে পারি (অনেকে করেন ও), কিন্তু অধিকাংশ লোককেই দালাল বা টাইপিস্ট ধরতে হয়। ভুল ইংরিজিতে টাইপ করা হয় (পড়ুন, বাধ্য করা হয়), তারপরে মুহুরি ও উকিলের খপ্পরে পড়তেই হবে।
    সামান্য একটা এফিডেভিটের জন্যে জঘন্য একটা সিস্টেমের মধ্যে দিয়ে যেতে হয়। একেবারে আদালত চত্তরেই।
    কাকে অভিযোগ করবেন?
  • তাপস দাশ | ১১ এপ্রিল ২০১৪ ১৬:৫৪630433
  • আপনি স্ট্যাম্প পেপার কিনতে পান? আমাকে সবসময়ে হয় বেশি দামী না হয় বেশি দাম দিয়ে স্ট্যাম্প পেপার কিনতে হয় । আর ওই পাতাগুলোর সাইজ এমন যে ওগুলো বাড়িতে এনে প্রিন্ট করা যায় না ।
  • সে | 188.83.87.102 | ১১ এপ্রিল ২০১৪ ১৬:৫৬630434
  • এককের লিঙ্কে নীচেরটা দেখছি রাজ্যের মধ্যে অপশন শুধু তামিলনাডু Health and Family Welfare এ। http://india.gov.in/topics/health-family-welfare
    বাকি রাজ্যগুলো গেল কোথায়?
  • Ekak | 24.96.20.252 | ১১ এপ্রিল ২০১৪ ১৭:০০630435
  • একজনের পক্ষে কখনই ফীসিব্ল না । টিম চাই ।
    আরও একটা বাধা আছে । প্রথমেই জেনে রাখা ভালো । ধরুন চাঁদমুখ করে সিয়ার্পিয়েফ এর হেড কে গিয়ে বললেন আমরা একটা সার্ভিস ফীডব্যাক ফর্ম (ভুলেও কমপ্লেইন বলবেন না , সরকারী লোকেরা কমপ্লেইন শব্দটায় ভুত দেখে ) বানাতে চাই । জিনিস হারিয়ে গেছে , রেলের সার্ভিস কেমন (বাজে বলবেন না ) এই এই আলাদা হেডে । আপনি কি বলতে পারেন মূল কি কি পয়েন্ট সেই চিঠি তে থাকতে হবে ? ব্যাস । পুরো কেলো হয়ে যাবে । বসিয়ে রাখবে ।চা খাওয়াবে । তারপর বলবে এই নিয়ে অপরয়ালার সঙ্গে কথা না বলে অফিসিয়ালি কিছু জানানো সম্ভব না । যত ওপরে যাবেন এই সমস্যা । ডিজি রা আরও ভদ্র এবং আরও নন কনক্লুসিভ । কায়দা করে নীচের লেভেল থেকে ইনফরমেশন সংগ্রহ করতে হবে যে রেগুলার প্রাকটিস কী ।আলটিমেটলি কাজ টা বেয়ায়নি বা সংবিধান বহির্ভূত নয় তাই কেও কিছু বাগ্রা দিতে পারবেনা ।
  • সে | 188.83.87.102 | ১১ এপ্রিল ২০১৪ ১৭:০৩630436
  • স্ট্যাম্প পেপার কিনতে পাইনি তো! কিনতে চেয়েছিলাম, কিন্তু পারিনি।
    অথচ। অথচ যে কোম্পানীতে চাকরি করতাম, তাদের অফিসে দেখেছি একতাড়া স্ট্যাম্প পেপার রাখা আছে। অফিসের কেরাণীবাবু ওতে সময়ে সময়ে টাইপ করেন, যখন যাদের এফিডেভিট দরকার। সমস্তটাই এক পেজে এঁটে যায়।
    কিন্তু কোর্ট চত্তরে আপনাকে টাইপিস্ট দিয়ে টাইপ করাতে হবে, দু লাইনের মধ্যে প্রকান্ড গ্যাপ। এক পাতার লেখা, দু পাতা ধরে লিখবে।
    এই ফর্ম্যাটে লেখে,
    I, Omuk Chandra Tomuk, S/O Late Khagen Chandra Tomuk, aged about 45 years....
    যত বলি, date of birth লিখুন, টাইপিস্ট শুনবেই না!
  • সে | 188.83.87.102 | ১১ এপ্রিল ২০১৪ ১৭:১৩630437
  • এই নিন পাওয়া গেছে। অনলাইন।
    https://www.kmcgov.in/KMCPortal/jsp/ComplaintNew.jsp
    কিন্তু কলকাতার ঠিকানা চাই। তাতো আমার নেই।
    তবে কি কম্প্লেইন করা যাবে না?
  • তাপস দাশ | ১১ এপ্রিল ২০১৪ ১৭:১৫630438
  • আরে আমি একসময়ে পস্তাপিসে এম আই এস এর টাকা তুলতে যেতুম । সেখানে একটা পার্ট আছে, যেটা আমি টাকা পাওয়ার পরে কত টাকা পেলাম সেটা লিখে সই করে দেওয়ার কথা । কিন্তু সেটা আগেই ফিলাপ করে দিতে হবে । সেটাই নাকি দস্তুর । দু তিন মাস বিতর্ক করলাম, পেছনের লোকজন খুব বিরক্ত হয়ে বলল, আমরা সবাই সই করছি আগে, আপনার কী প্রবলেম?
    ফলে আমিও ওই দস্তুর মানতে বাধ্য হলাম ।
    টাইপিস্ট আর কী করবে? দস্তুর মানা ছাড়া?
  • তাপস দাশ | ১১ এপ্রিল ২০১৪ ১৭:১৮630439
  • কেন? আপনি যে ঠিকানা থেকে প্রবলেম ফেস করেছেন, সেখানকার ঠিকানা দিলে হবে না? মানে ফর্ম দেখে মনে হলো, কে এম সি -র কোন এলাকার সমস্যা সেইটা জানাতে হবে ।
  • তাপস দাশ | ১১ এপ্রিল ২০১৪ ১৭:২২630440
  • এড্রেস লাইনে এখন যেখানে থাকেন সেখানকার এড্রেস দিন, আর কম্প্লায়ন্ট ডিটেলসে ওয়ার্ড নম্বর দিন ।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। দ্বিধা না করে মতামত দিন