এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • নাগরিক সুবিধে, যা পাওয়ার কথা ছিল কিন্তু পাওয়া যায় না

    তাপস দাশ
    অন্যান্য | ১৮ মার্চ ২০১৪ | ৫১৬৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • সে | 188.83.87.102 | ১১ এপ্রিল ২০১৪ ১৭:৫২630443
  • ট্রেড লাইসেন্সের ফর্ম অনলাইন রয়েছে, কিন্তু বার্থ সার্টিফিকেটের ফর্ম অনলাইন নাই।
    https://www.kmcgov.in/KMCPortal/jsp/TradeLicence.jsp
  • pi | 24.139.209.3 | ১৫ মে ২০১৪ ১০:২৬630444
  • দূষণ নিয়ে এখানে কথা হচ্ছিল। কোলকাতায় পরিবেশ আদালতের বেঞ্চ খুলছে। এখন পরিবেশ সংক্রান্ত নানা মামলা মোকদ্দমা করার অনেক সুবিধা হবে।
  • pi | 24.139.209.3 | ১৫ মে ২০১৪ ১১:০৪630445
  • '...আদালতের তিন সদস্য বিপিন মুখোপাধ্যায় , অশোককুমার চন্দ এবং সঙ্গীতা পালের বেঞ্চ বলেছে , রেলকর্তারা নিজেদের আইনটিই ভালো ভাবে পড়েননি৷ রেলওয়ে অ্যাক্ট , ১৯৮৯ -এর ১০০ নম্বর ধারার দ্বিতীয় অংশে বলা হয়েছে , কোনও বৈধ যাত্রীর হেফাজতে থাকা মালপত্রও যদি রেলের গাফিলতিতে খোয়া যায় , তা হলে ক্ষতিপূরণ দিতে হবে৷ সে জন্য মাল ‘বুক’ করা বাধ্যতামূলক নয়৷ এর পরই ট্রেনের টিকিট পরীক্ষক এবং নিরাপত্তার দায়িত্বপ্রান্ত আধিকারিকদের ভূমিকার তীব্র সমালোচনা করেছে আদালত৷ বেঞ্চ প্রশ্ন তুলেছে , স্লিপার কোচের টিকিট কেটেও কি যাত্রীদেরই নিজেদের মাল পাহারা দিতে হবে যাতে রেলের নিরাপত্তারক্ষীরা নিশ্চিন্তে ঘুমোতে পারেন ? রেলের কর্মীরা নিজেদের উপরি আয়ের জন্য বৈধ যাত্রীদের তুলনায় ট্রেনে উঠে পড়া অবৈধ যাত্রীদের দেখাশোনাতেই ব্যস্ত থাকেন৷ বৈধ যাত্রীদের জন্য উন্নত পরিষেবা নিশ্চিত করার ব্যাপারেও রেল কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে আদালত৷..'

    http://www.epaper.eisamay.com/Details.aspx?id=11357&boxid=17844531
  • pi | 24.139.221.129 | ০৬ জুন ২০১৪ ১৩:৩৮630446
  • ভাটে লিখেছিলাম, এখানেও থাক।

    বাড়ির আশেপাশে মোবাইল টাওয়ার বসানোর নিয়ে বিধিনিষেধ নিয়ে বিস্তারিত জানতে আগ্রহী।ক'দিন আগে একটা মিইং হল , আবাদার লোক্জনের সাথে। ওঁদের গ্রামে রিলায়েন্সের তিন তিন খানা টাওয়ার বসেছে, খুব কাছাকাছিই। ওঁরা এর মধ্যে মোবাইল টাওয়ার নিয়ে কিছু পড়াশুনা করেন ও জানতে পারেন এর থেকে ক্ষতি হয়। এবারে ওঁদের বক্তব্য, গত কয়েক বছর ধরে ওখানে কিছু অসুখ বিসুখ বেড়ে গেছে, যা কিনা ওঁরা এতগুলো টাওয়ারের কারণে হতে পারে বলে মনে করছেন। এই নিয়ে ওঁরা আন্দোলন করেন, প্রায় ৩০০ লোক ছিলেন তাতে। মেয়েরাই মূলতঃ। এর মধ্যে আবার চতুর্থ টাওয়ার বসানো হয়। সেটা বসানোর সময় ওঁরা বাধা দেন, কিছু যন্ত্রপাতি ফেলে দেন। এখন কী করা যায়, তাই নিয়ে জানতে চাইছিলেন। ণা এ ব্যাপারে দেখছে কী করা যায়, নিয়ম কানুন কী আছে। স্বাস্থ্যের ব্যাপারে পুণ্যব্রত দা দেখবেন, সার্ভে আর ক্যাম্প করে। কিন্তু এর আইনকানুন আর স্বাস্থেয়্র উপর প্রভাব নিয়ে এতরকমের কন্ট্রাডিক্টিং রিপোর্ট আছে, যে কারুর এনিয়ে ভালোভাবে কিছু জানা থাকলে, সেটা জানালে ভালো হয়।
  • pi | 24.139.221.129 | ০৬ জুন ২০১৪ ১৩:৫৮630448
  • হ্যাঁ, এটা দেখেছিলাম। ঐজন্যই বলছি অনেক কন্ট্রাডিক্ট্রি রিপোর্ট আছে। আজকের আবাপ দেখুন।
  • pi | 24.139.221.129 | ০৬ জুন ২০১৪ ১৪:১৮630450
  • আজকের আবাপ থেকেঃ

    'শহরাঞ্চলে মোবাইল টাওয়ার বসানোর ক্ষেত্রে আগেই কড়াকড়ি চালু করেছিল রাজ্য। এ বার সেই বিধি চালু করা হচ্ছে গ্রামাঞ্চলেও। সম্প্রতি পঞ্চায়েত দফতরের বিশেষ সচিব রাজ্যের সব জেলাশাসককে চিঠি পাঠিয়ে এই বিধি রূপায়ণ করার নির্দেশ দিয়েছেন।
    মোবাইল টাওয়ারের তেজস্ক্রিয়তা থেকে নানা ধরনের রোগ ছড়াতে পারে, এমন আশঙ্কা অনেকেই করেন। তা নিয়ে দেশ জুড়ে বিভিন্ন মহলে কথাও উঠেছে। সে-কথা মাথায় রেখেই যত্রতত্র টাওয়ার বসানোর উপরে কিছু বিধিনিষেধ জারি করেছে কেন্দ্রীয় টেলি-যোগাযোগ মন্ত্রক। মোবাইল টাওয়ারের বিকিরণ মাত্রাও আন্তর্জাতিক মানের থেকে অনেকটাই কমিয়ে দেওয়া হয়েছে।
    বিধিনিষেধের এই কড়াকড়ি ইতিমধ্যেই শহরাঞ্চলে জারি করা হয়েছে। ফলে যত্রতত্র মোবাইল টাওয়ার বসানোর ক্ষেত্রে অনেকটা লাগাম টানা গিয়েছে বলে সরকারের দাবি। পরিবেশকর্মীদের অভিযোগ, গ্রামে এই বিধিনিষেধ না-থাকায় সেখানে যত্রতত্র মোবাইল টাওয়ার বসানো হচ্ছে। তাতে লাগাম টানতেই গ্রামাঞ্চলেও ওই বিধিনিষেধ রূপায়ণ করার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান পঞ্চায়েত দফতরের কর্তারা।
    কী রয়েছে ওই নির্দেশে? গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতিগুলিকে বলা হয়েছে, টাওয়ার বসানোর আগে টেলিকম মন্ত্রকের অধীন ‘টার্ম সেল’ ছাড়পত্র দিয়ে থাকে। বিকিরণের মাত্রা ছাড়াও টাওয়ারের উচ্চতা, অবস্থান নির্দিষ্ট করা থাকে সেই ছাড়পত্রে। সেই অনুযায়ী টাওয়ার বসানোটাই বিধি। শহরে এই বিধি কঠোর ভাবে মেনে চলা হলেও এত দিন গ্রামাঞ্চলে তা মেনে চলা বাধ্যতামূলক ছিল না। অবশেষে পঞ্চায়েত এলাকাতেও এই বিধিনিষেধ কড়া ভাবে প্রয়োগ করা হবে। বিধি মানা হচ্ছে কি না, তা দেখার সঙ্গে সঙ্গে টাওয়ার বসানোর আগে সংশ্লিষ্ট সংস্থার লাইসেন্স এবং দমকল ও পরিবেশ দফতরের ছাড়পত্র যাচাই করে নিতে হবে।'
  • সিকি | ০৬ জুন ২০১৪ ১৪:৫৭630453
  • ইন ফ্যাক্ট এটা নিয়ে আমার গুচ্ছ সন্দেহ আছে। আমাদের হাউসিংয়ে প্রচুর মোবাইলের টাওয়ার সিগনাল বুস্টার ইত্যাদি লাগানো আছে। কিন্তু একই সঙ্গে আমাদের হাউসিংয়ে অজস্র চড়ুই, শালিক, পায়রা এবং কাঠবেড়ালিও আছে। বছরের পর বছর ধরে। সংখ্যায় কমতেও দেখি নি, বাড়তেও দেখি নি।
  • তাপস দাশ | ০৭ জুন ২০১৪ ২৩:১৭630454
  • পুরসভা এলাকায় যেসব পুরকর্মীরা বাড়ি বাড়ি থেকে জঞ্জাল তুলে নিয়ে যান, তাঁরা কিছু এলাকায় রবিবার আসেন না । জঞ্জাল সাফ করার ব্যাপারটা জরুরি পরিষেবার মধ্যে পড়ে না?
  • Arpan | 125.118.156.184 | ০৮ জুন ২০১৪ ১৩:০৭630455
  • সে-র জন্যঃ

  • তাপস | 122.79.37.141 | ১৮ আগস্ট ২০১৪ ২৩:১২630456
  • একটা নার্সিং হোমে রবিবার ছুটি । টেস্ট ফেস্ট হয় না । আমরা জেনে গেছি ও মেনে নিয়েছি । কিন্তু কাল একই সঙ্গে জন্মাষ্টমী ছিল । সেই উপলক্ষে আজ ল্যাবে হাফ ছুটি । তাই কিছু টেস্ট হতে পারল ও কিছু হতে পারল না । কার? না যাকে ইমার্জেন্সি ওয়ার্ড থেকে সরাসরি ভর্তি করে নেওয়া হয়েছে - ইমার্জেন্সি বলেই । ইউএসজি হ'ল কিন্তু ইসিজি হলো না । ৭০ বছরের একজন মানুষ - যাঁর ইউরিন বন্ধ হয়ে গেছে - তিনি ৪৮ ঘন্টার বেশি সময় ধরে ভর্তি থাকছেন, ইসিজি ছাড়া l আর প্রথমবার তাঁকে ডাক্তার (যাঁর আন্ডারে পেশেন্ট ভর্তি) দেখলেন ২৪ ঘন্টার কিছু পর ।
  • siki | 132.177.146.23 | ১৮ আগস্ট ২০১৪ ২৩:২৯630457
  • ভারতে একমাত্র কলকাতাতেই এগুলো সম্ভব হয়। ওয়ান্ডারফুল বৃহৎ আটচালা একটি।
  • শ্রী সদা | 212.142.113.50 | ১৯ আগস্ট ২০১৪ ০০:০৮630458
  • মোবাইল টাওয়ারের তেজস্ক্রিয়তা ? তেজস্ক্রিয়তা মানে তো রেডিওঅ্যাকটিভিটি।
  • তাপস | 233.29.204.178 | ২৯ অক্টোবর ২০১৪ ১৩:৪৪630459
  • Kaju mail: country:

    IP Address : 131.242.160.210 (*) Date:28 Oct 2014 -- 03:41 PM

    সব জায়গাতেই এই ল্যাজে খেলানো কান চুল্কোনো ফোনে লোককে দাঁড় করিয়ে রেখে মোবাইলে হুঁহুঁ সময়ের মা বাপ নেই পাব্লিক। আজকে ডেটা কার্ডের একটা কোয়্যারি ছিল, ভোদাফোএন গেলাম, ২৪ নম্বর টোকেন, আমার আগে ৪ জন। ৪ খানা কাউন্টার, একটা দিয়ে ঢিসির মিস্র করে চলছে, অন্য তিনটেতে হয় খুকুমণি ফোএন হুঁ হুঁ, নয়ত নতুন কনেকশন নেবে সেই নিয়ে এনগেজ করে রেখে দিয়েছে, যেন বাইরে থেকে কেউ নতুন সিম নেয় না, ওখানেই করতে হবে, শালা !! অফিসের দেরি হয়ে যাচ্ছে, গা চিড়বিড় কচ্চিল। আজ যা গেছে না সকালে। একবার অ্যাক্টিভেট করো, একবার রিচার্য করাও, তারপরে ১১১ করে সেই ১ টিপুন ২ টিপুন...প্লাস টাকা কেটে নেয়।
  • তাপস | 233.29.204.178 | ২৯ অক্টোবর ২০১৪ ১৩:৫৬630460
  • ওই ভোদাতেই - উডল্যান্দস-এর পাশে একটা সেন্তার আছে । গত ৬ মাসে ৪ বার ওখানে কী অভিজ্ঞতা ! ৩ বার গিয়ে জানা
    গেল - ওদের দোকান বড় হচ্ছে - তাই বিল নেওয়া বন্ধ । জিগেস করলুম, "কোনভাবে এ কথা কাস্তমারদের জানান হয়েছিল কিনা !" "না, সেরকম তো কোন নিয়ম নেই ।আপ্নি কিয়স্কে জমা দিয়ে দিন ।" "কার্ড দিয়ে কিয়স্কে জমা তো বন্ধ হয়ে গেছে ।" "তাহলে একটু পাশের এটিয়েম থেকে তুলে আনুন ।" "এটা তো ক্রেদিত কার্ড ।" "ও, তাহলে তো বাড়ি থেকে দিতে পারবেন !" "আমি তো বাড়ি যাব না আজ।" "তাহলে অন্য কোন জায়গায় দিয়ে দিন, এই তো শরত বসু রোডেই" । ৩ বার এক বৃত্তান্ত । চতুর্থটা একটু আলাদা । "যে বিল জমা নেবে - সে ট্রেনি । আআগে সে ব্যাঙ্কিং ক্লিয়ার করবে । এক ঘণ্টা ঘুরে আসুন" । বাকি যারা শিক্ষানবিশ নন, তাঁরা নানা গুজবে মত্ত হয়ে রইলেন । আর খরিদ্দাররা চুল ছিঁড়লেন ।
  • d | 144.159.168.72 | ২৯ অক্টোবর ২০১৪ ১৫:২৮630461
  • কি আজব! ভোদাফোনে এমন কেন হবে? কলকাতায় কি সবই অদ্ভুত?
    এক তো কাস্টমারদের প্রচন্ড অ্যালার্জী অনলাইনে পে করতে। এই যে দিলাম ভোদা অনলাইন ক্যুইক পে'র লিঙ্ক। এইটা ইউজ করে নিজের সুযোগ সুবিধেমত রেতেরবেলা পে করে দিলেই চলে তো।
    https://www.billdesk.com/pgidsk/pgmerc/vodafone/VODAFONE_details.jsp

    দ্বিতীয়তঃ এমনি ক্ষেত্রে ফোন বের করে মন দিয়ে ভিডিও করে ফেবুতে ছড়িয়ে দিলেই হয়। অ্যাটাচ করে রিজিওনাল হেডের কাছে পাঠালেও হয়। সাঁৎ সাঁৎ করে লাইনে চলে আসবে।
  • hu | 188.91.253.22 | ২৯ অক্টোবর ২০১৪ ১৫:৩৯630462
  • দমদি, বাড়ির ট্যাক্স অনলাইন পে করা যায়? ইলেকট্রিক বিল দেখলাম করা যাচ্ছে। আমরা এখনও এনরোল করিনি। তুমি কি অনলাইন দাও? দেশের বিভিন্ন পরিসেবার ক্ষেত্রে যারা ইন্টার্নেট ব্যবহার করেন তাঁরা একটু লিখুন না!
  • তাপস | 233.29.204.178 | ২৯ অক্টোবর ২০১৪ ১৫:৫৪630464
  • আমার অনলাইন ক্যালানেপনা ভয়াবহ ইতিহাস সমৃদ্ধ । শেষ ছিল - রম্ভা যাওয়ার টিকিট টু এন্ড ফ্রও । সেই টিকেট বেরল না, টাকা কেতে নিল । এপ্লিকেশন ইতাদি করতে করতে এবং কয়লাঘাতে যেতে যেতে ক্লান্ত । তাপ্পর জিগেস করল আপনি যে আইডি আআর পাসওয়ার্ড দিয়ে টিকিট কেতেছহিলেন সেটা বলুন, আমি ৬ মাস পর সে সব ভুলে গিয়েছিলাম । এ মনিহার আমায় নাহি সাজে বলে অনলাইন টাকা পহার লেন্দেন ছেড়ে দিয়েছি । তাতে ক্ষতি আবিশ্যি আমারি হয়েছে ।
  • তাপস | 233.29.204.178 | ২৯ অক্টোবর ২০১৪ ১৫:৫৯630465
  • হু, এর আগের পাতায় একটা লিঙ্ক আছে - একটু খুঁজে দেখতে পারেন
  • Blank | 180.153.65.102 | ২৯ অক্টোবর ২০১৪ ১৬:১৩630466
  • আই আর সি টি সি তে টাকা কেটে নিলে তো নিজে থেকেই ৩ দিন পরে ফেরত আসে। কোনো অ্যাপ্লিকেশান করতে হয় না। বহুবার হয়েছে এমনি।
  • তাপস | 233.29.204.178 | ২৯ অক্টোবর ২০১৪ ১৬:২০630467
  • সেটা আমায় সবাই বলেছেন । এখানেও বলেছেন, অন্য বন্ধুরাও । আমার ক্ষেত্রে হয়নি । আমি এমনকি ওদের আমার পাসবুক ডিটেলও দিয়েছিলাম । যেখানে পষ্ট দেখা যাচ্ছে যে টাকা ওদের কাছে জমা পড়েছে
  • jhiki | 149.194.228.39 | ২৯ অক্টোবর ২০১৪ ১৬:২৯630468
  • আমারও বহুবার হয়েছে, তবে ফেলইড ট্রান্সাকশনেও দশ টাকা কাটে।

    এম সি ডি তে বাড়ীর ট্যাক্স অনলাইন দেওয়া যায়, কলকাতায় জানিনা।
  • d | 144.159.168.72 | ২৯ অক্টোবর ২০১৪ ১৬:৩১630469
  • আমি আপনাকে ট্রেনিং দিতে পারি কিম্বা আপনার কাজগুলো করে দিতে পারি
    (উপযুক্ত মূল্যের বিনিময়ে)
    মু হা হা হ্যা হা

    হুচি, জানিনে। এই বছর থেকে নাকি দিতে পারার কথা, ভাই বলল। আগের বছরগুলো এখনও আসে নি বোধহয় নেটে।
  • তাপস | 233.29.204.178 | ২৯ অক্টোবর ২০১৪ ১৬:৩২630470
  • ব্রাকেট বাদ দেন - :-)
  • d | 144.159.168.72 | ২৯ অক্টোবর ২০১৪ ১৬:৩৪630471
  • হ্যাঁ ফেইলড ট্র্যান্সাকশানের টাকা ৩ দিনের মধ্যেই অ্যাকাউন্টে বা ক্রেকায় ফেরত চলে আসে।
  • তাপস | 233.29.204.178 | ২৯ অক্টোবর ২০১৪ ১৬:৩৮630472
  • আমার আসেনি । আমার আসেনি । আমার আসেনি ।
    (বোল্ড হরফের বদলে ৩ বার)
  • jhiki | 149.194.228.39 | ২৯ অক্টোবর ২০১৪ ১৬:৫৬630473
  • তাপসের সমস্যা বুঝতে পারছি। আমার বাড়ীর একজন আর অফিসের একজন (যে আবার বাড়ীর জনের বন্ধু) এই সমস্যায় ভোগে ... অগত্যা মানবতার খাতিরে.....
  • তাপস | 233.29.204.178 | ২৯ অক্টোবর ২০১৪ ১৬:৫৯630475
  • :-(
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। হাত মক্সো করতে প্রতিক্রিয়া দিন