এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • নাগরিক সুবিধে, যা পাওয়ার কথা ছিল কিন্তু পাওয়া যায় না

    তাপস দাশ
    অন্যান্য | ১৮ মার্চ ২০১৪ | ৫১৭৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • d | 144.159.168.72 | ২৯ অক্টোবর ২০১৪ ১৭:০১630476
  • :-)))))
  • . | 24.99.46.171 | ৩০ অক্টোবর ২০১৪ ০৮:১০630477
  • অনলাইন আইডি আর পাসওয়ার্ড কি করে মানুষ ভুলে যায়? গেস্ট না হলে সেটা ভোলা সম্ভব নয়।আমার নিজের গ্রাহক হিসাবে ন্যুনতম দায়িত্বও নেই?
    এখন মোটামুটি সবকিছুই অনলাইন করা যায়।irctc তো এমনও ব্যব্স্থা করেছে যে আগে থেকেই টাকা জমা রাখা যায় ওদের অ্যাকাউন্ট যাতে ততকালের টিকিট কাটার সময় ব্যান্কের সময় টা কম লাগে।
  • সিকি | ৩০ অক্টোবর ২০১৪ ০৯:৪৫630478
  • ১। আইআরসিটিসিতে ট্রান্স্যাকশন ফেল করলে টাকা তিন চারদিনের মধ্যে ফেরত চলে আসে। অ্যাকাউন্ট থেকে কাটা হলে অ্যাকাউন্টে, ক্রেডিট কর্ডে কটা হলে কার্ডেই সেটা অবার ক্রেডিট হয়ে যায়। এর জন্য কোনও আইডি পাসওয়ার্ড মনে রাখতে হয় না।

    ২। তাপস সত্যিই গত শতাব্দীর লোক :) ব্যাঙ্কের পাসবুক আছে? তোমার কাছে আইডি পাসওয়ার্ড মেনটেন করার থেকে পাসবুক মেনটেন করা সোজা লাগে? :-)

    ৩। আর ভোডাফোনের গল্প পড়ে আমি একটু ভেবলে গেছি - ভোডাফোন অনেক দিক দিয়ে ক্যালানে কিন্তু এই ধরণর এক্সপিরিয়েন্স কখনও হয় নি, এগুলো কি শুধু কলকাতাতেই হয়?

    আমার ভোডাফোনের গল্প অন্যরকম। শ্যালিকা আমার কর্পোরেট কানেকশনের একটা নাম্বার ইউজ করত, তো তার অফিসেও কর্পো কানেকশন হয় বলে ঠিক হল যে আমার নম্বর যেটা ও ইউজ করে সেটা ওর নামে ট্র্যান্সফার করে দেব। দোষের মধ্যে ভোডা স্টোরে গিয়ে বলে ফেলেছিলাম এ আমার শালী হয়। ও মা, কিছুতেই ট্রান্সফার করল না। কী কারণ? না, ব্লাড রিলেশন ছাড়া সিম কানেকশন নাকি ট্রান্সফার হয় না। ওর আর আমার বাবার নাম এক নয়। তাই হবে না। এদিকে আমি শিওর জানি যে আমি কানেকশন নেবার সময়ে কোথাও আমার বাবার নাম দিই নি। জিজ্ঞেসও করলাম, বলুন তো আমার বাবার নাম কী? তাও বলতে পারল না, কিন্তু কানেকশন আর ট্রান্সফার হল না, অতএব সারেন্ডার করে দিলাম কানেকশনটা।

    গত মে মাসে আমার সমস্ত ভোডাফোন কানেকশন পোর্ট করে এয়ারটেল করিয়ে নিয়েছি। অনেক বেটার।
  • hu | 188.91.253.22 | ৩০ অক্টোবর ২০১৪ ০৯:৪৯630479
  • কি আজব নিয়ম! বৌকেও ট্রান্সফার করা যাবে না তাহলে?
  • d | 144.159.168.72 | ৩০ অক্টোবর ২০১৪ ০৯:৫৬630480
  • হ্যাঁ আমারও ধারণা এইগুলো শুধু কলকাতাতেই হয় বা আরো পরিস্কার করে বলতে গেলে শুধু পশ্চিমবঙ্গেই হয়।

    ও ভাই তাপসবাবু, যেটা বলার ছিল আপনাকে সেটা হল এই আইডি পাসওয়ার্ড মানে পাসওয়ার্ড তা সে যেখানকারই হোক না কেন, ব্যাঙ্ক, irctc , ভোদা, ফেসবুক ওয়্যাটেভার কক্ষণো কক্ষণো কাউকে দেবেন না। সে যদি আপনার টাকা ফেরত দিতে চেয়ে চায় বা যে কারণেই চাক, পাসওয়ার্ড কক্ষণো চাইতে পারে না। আপনার মনে ছিল না এক্ষেত্রে বলব মন্দের ভাল। নাহলে হয়ত ঐ দিয়ে আরো চাট্টি টিকিস কেটে ফেলা হত অজ্ঞাত পরিচয় ব্যক্তি দ্বারা।
  • Tim | 188.91.253.22 | ৩০ অক্টোবর ২০১৪ ০৯:৫৭630481
  • তা কেন, রক্তের সম্পর্কের কাউকে বে করলেই যাবে
  • সিকি | ৩০ অক্টোবর ২০১৪ ০৯:৫৮630482
  • :)
  • Tim | 188.91.253.22 | ৩০ অক্টোবর ২০১৪ ০৯:৫৮630483
  • আমার মত স্বল্পপরিচিত ও সহৃদয় ব্যক্তিদের পাসওয়ার্ড দিলেও ভয়ের কিছু নেই।
  • mila | 135.252.83.196 | ৩০ অক্টোবর ২০১৪ ১১:০৫630484
  • এবার কলকাতা গিয়ে ভোদাফোন ষ্টোর এ খুব ই খারাপ অভিজ্ঞতা হয়েছে, একটা মোবাইল ইন্টারনেট এর জন্যে মাত্র ৬ দিন যেতে হয়েছে সল্ট লেক ভোদাফোন স্টোরে, কানেকশন নিতে একদিন, তারপর বিভিন্ন সমস্যার কারণে আরো ৫ দিন, আর ভোদাফোন কাস্টমার কেয়ার কিছুই জানেনা, সে বলল লক্ষী পুজোয় ভোদাফোন ষ্টোর বন্ধ, গিয়ে দেখি খোলা, একজন কাস্টমার এর দেখলাম যে কলব্যাক টিউন সাবস্ক্রাইব করেনি তবু পয়সা কাটছে, তিনি ভোদাফোন এর সমস দেখাচ্ছেন তবুও কাউন্টার এর লোক বলছে আমাদের সিস্টেম এ দেখাচ্ছেনা তাই আমরা কিছু করবনা, আপনি যা করার করে নিন, পুলিশ এ যান
    যা দেখলাম সল্ট লেক ভোডাফোন ষ্টোর এ বয়স্ক মানুষ রা যান বেশি, তাদের অনেক ধৈর্য এবং বাবা বাছা করে রিকোয়েস্ট করেন
  • mila | 135.252.83.196 | ৩০ অক্টোবর ২০১৪ ১১:০৬630351
  • ভোডাফোন সম্পর্কে বেশ ভালো ধারণা ছিল, এর আগে অনেক সমস্যা খুব তারাতারি সমাধান হয়েছে, কিন্তু দেখছি সার্ভিস এখন খুব ই খারাপ হয়ে গেছে
  • Shibir | 113.16.71.21 | ৩০ অক্টোবর ২০১৪ ১১:২৩630352
  • না শুধু কলকাতায় এরকম হয়না ।

    স্থান লুরু । একদম তাপসের মত অভিজ্ঞতা কিন্তু ভোদা নয় এয়ারটেল । সিম এক্টিভেট করাতে ২.৫ থেকে ৩ ঘন্টা লাগে ।
    hdfc ব্যাঙ্ক এ ডেবিট কার্ড রিপ্লেস করতে ৪৫ মিনিট থেকে ১ ঘন্টা ।

    স্থান হায়েদ্রাবাদ - লুসিদ এ mri করাতে ৬ ঘন্টা লাগে । 3 ঘন্টা ধরে এম্বুলেন্স এ ঘুরিয়েছিল এক সেন্টার থেকে আরেক সেন্টার ।

    কলকাতা থাকাকালীন মনে হত কলকাতার লোকেরা খুব unprofessional । কিন্তু এখন সাউথ এসে ধারনাটা বদলেছে ।
  • kumu | 11.39.26.16 | ৩০ অক্টোবর ২০১৪ ২০:১২630353
  • আমিও বলব-বিজলী,জল,গ্যাস,ট্যাকসো,ফোনের বিল ইত্যাদি সবি আমি অনলাইনে করে থাকি।ভোডাতে এখন অব্দি প্রব্লেম হয় নাই।অবিশ্যি তার এক কারণ এই যে আমি কোনদিন সশরীরে ওদের দোকানে যাই নাই।
  • সিকি | ৩০ অক্টোবর ২০১৪ ২১:২১630354
  • বিল পে করার জন্য আমি আজ পজ্জন্ত কারুর দোকানে যাই নাই। ও হ্যাঁ, গাজিয়াবাদের বিজলি বিল লাইনে গিয়ে জমা দিতে হত, তা সে-ও এক বছর মত হল অনলাইনে পে করা যায়।
  • Arpan | 125.118.62.116 | ৩১ অক্টোবর ২০১৪ ১০:১২630356
  • * ছাঁটাই
  • Arpan | 125.118.62.116 | ৩১ অক্টোবর ২০১৪ ১০:১২630355
  • লুরুর ভোদাফোনের স্টোরে আমাকেও দেড় ঘন্টা ওয়েট করতে হয়েছে, কিন্তু সে সময় ভয়াবহ লাইন ছিল।

    পোস্ট পেড পেমেন্ট অনলাইন না দিতে চান, ব্যাঙ্কে ইসিএসের ব্যবস্থা করুন। মোটমাট সব জায়গাতেই কর্মী চাঁটাই চলছে, চলবে, কাজেই অনলাইন হতেই হবে সে আপনি চান বা না চান।

    কলকাতায় ইতুপুজা, মনসাপুজা ইত্যাদি কারণে সার্ভিস পেতে সমস্যা হয় সে কলকাতার ইনহেরেন্ট সমস্যা। আর সে নিয়ে বেশি কিছু বলতে গেলে চর্বিত চর্বণ হয়ে যাবে।
  • sm | 233.223.159.183 | ৩১ অক্টোবর ২০১৪ ১০:৫৩630357
  • @ অর্পণ,একটা প্রশ্ন পাছে, অনলাইন পেমেন্ট সব্বাই কে করতে হবে কেন? আমাদের দেশে প্রায় ৯০ শতাংশ লোকের কম্পু নেই আর৭০- ৮০ শতাংশ লোকের সঙ্গে নেটের যোগাযোগ নেই।
    বিদেশের অভিজ্ঞতা একটু আলাদা। ওখানে মোটামুটি বুড়ো বুড়ি ছাড়া সকলেরই নেট এর সঙ্গে যোগাযোগ আছে।
    ওখানে মূলত ৪ রকম ভাবে কাউন্সিল ট্যাক্স , ইলেকট্রিক বিল, টিভি লাইসেন্স ফী এগুলো দেওয়া যায়।
    ১।অনলাইন পেমেন্ট বাই কার্ড। এখানে হ্যাকিং সমিস্যে আছে। কয়েক বিলিয়ন টাকা ফ্রদ হয় প্রতিবছর।
    খুব সিকিওর সিস্টেম নয়।
    ২। সংস্থা গুলি কে ফোন করে কার্ড মারফত পেমেন্ট। ঝামেলা কম। নিজে ইউস করে বলছি, আমার মতে বেস্ট।
    ৩। সব সব সংস্থার অফিস বা দেসিগ্নেটেদ জায়গায় ক্যাশ পেমেন্ট।
    ৪। বিলের কপি বা অকোউন্ট নাম্বার উল্লেখ করে চেক মারফত বাই পোস্ট পেমেন্ট। এই টি বয়স্ক লোকেরা বেশি ইউস করে।

    ভারতে চার নম্বর টি ব্যবহার করা মুশকিল। কারণ পোস্টাল সিস্টেম ভারী খাম খেয়ালী।
    দু নম্বর টি কেন বেশি ব্যবহৃত হবেনা?
    আর তাপস কে জানাই , অনলাইন পেমেন্ট ক্রেডিট কার্ডে করুন। যাতে পেমেন্ট হয়ে গেলেও আপনি আটকাতে পারেন।ডেবিট কার্ড হলে মুশকিল।
  • সিকি | ৩১ অক্টোবর ২০১৪ ১১:১০630358
  • ৯০ শতাংশটা সঠিক শতাংশ কিনা জানি না, তবে অনেক লোকের ইন্টারনেট নেই বলে যাদের আছে তারাও অনলাইন ফেসিলিটি ইউজ করবে না, এটা কেমন কথা?
  • sm | 122.79.39.165 | ৩১ অক্টোবর ২০১৪ ১১:৩৯630359
  • আমার ব্যক্তব্য ছিল বিকল্প উপায় এত দুর্বল কেন?
    যাদের ইন্টারনেট ব্যবহারে অনীহা তারা ভারতের মত দেশে ২ নম্বর বিকল্প টি কেন ভালো করে ইউস করতে পারবেনা?
    আর ইন্টারনেট ফ্রডের ঝুকি টাও মনে রাখবেন।
    এই জন্যই উন্নত দেশ গুলি চেক ব্যবস্থা তুলব তুলব করেও তুলে দেয় নি।
    কারণ শতাব্দী প্রাচীন এই চেক পেমেন্ট ঠিক মত লিখতে পারলে ঝুকি খুব কম।
  • lcm | 118.91.116.131 | ৩১ অক্টোবর ২০১৪ ১১:৪৪630360
  • ২ নম্বরটা রিস্কি। কে ফোন তুলবে, কার্ড নাম্বার কোথায় লিখে রাখবে হয়ত... ইন ফ্যাক্ট, অনলাইন-এর থেকেও ফোনে ক্রেডিট কার্ড বা ব্যাংক অ্যাকাউন্ট নম্বর দেওয়া বেশী রিস্ক।
  • sm | 233.223.159.253 | ৩১ অক্টোবর ২০১৪ ১২:০৭630362
  • উহু,প্রথমত আপনি সেই সংস্থার প্রদত্ত ফোন নাম্বারে ফোন করছেন। আর বেশিরভাগ ক্ষেত্রেই আপনাকে কোনো ব্যক্তির সঙ্গে কথা বলতে হবে না। কথা হবে , অতমেটেদ ভয়েস এর সঙ্গে অর্থাত ভয়েস রেকর্ডার আপনার ভয়েস অথবা টেলিফোনের বোতাম টেপা কে রেকগনাইস করছে। জালি হবার চান্স বেশ কম।।
  • lcm | 118.91.116.131 | ৩১ অক্টোবর ২০১৪ ১২:২৩630363
  • ও বাবা, মেশিনের সঙ্গে কথা - মানে আইভিআর - সিরিজ অফ প্রশ্ন - ইয়েস/নো-র বাইরে উত্তর হলে ... ভুল টাইপ এন্ট্রি হলে ঠিক করা ঝামেলা - মেশিনের কল ফ্লো-র চক্রব্যুহ, এউই মেনু সেই মেনু ঘুরে আবার ব্যাক টু মেইন মেনু - - - আজকাল ফোন করি না। মেশিনের সাথে কথা এক মহা ঝামেলা। আইভিআর কোম্পানীগুলোর অবস্থা...
  • lcm | 118.91.116.131 | ৩১ অক্টোবর ২০১৪ ১২:২৫630364
  • তাছাড়া, অনেক ইউটিলিটি কোম্পানীগুলো পে বাই ফোন হলে এক্স্ট্রা কনভেনিয়েন্স ফি চার্জ করে।
  • তাপস | 126.203.180.13 | ৩১ অক্টোবর ২০১৪ ১৩:৩৬630365
  • এখানে একটা কথা শুধিয়ে ফেলি । অনলাইন পেমেন্ট, সিকিউর্ড কানেকশন না হলে সকলেই বারণ করে । সিকিউর্ড কানেকশনের আমি যদ্দুর জানি - প্রথম ও প্রধান শর্ত হল - অরিজিনাল উইন্ডোস ব্যবহার করা (আপেলের কথা বললাম না, কারণ অর এবরিজিনাল হয় না বোধহয়) । এবার শুধু উইন্ডজ নয়, অন্য সমস্ত সফ্টওয়ারও অরিজিনাল হওয়া বাঞ্ছনীয় । অধিকাংশ জনতাই কিন্তু অরিজিনাল উইন্ডজ ব্যবহার করেন না । তাঁদের ক্ষেত্রে কি অনলাইন পেমেন্ট করা খুব ঠিক হবে? দ্বিতীয়ত নেটের সিকিউর কানেকশন । অধিকাংশ নেট ব্যবহারকারী পাড়ার কেবলের নেট ব্যবহার করেন । সেটা খুব একটা নির্ভরযোগ্য কি?
  • - | 152.4.206.228 | ৩১ অক্টোবর ২০১৪ ১৩:৫২630366
  • এহেহে কেউ আপনাকে অনেকগুলো গুল ঝেড়ে দিয়েছে। (মাইক্রোসফটের কোন সেলসম্যান না তো?)

    সিকিওর কানেক্শনের সাথে উইন্ডোজ বা অন্য কোন সফটওয়ার অরিজিনাল হওয়ার কোন সম্পর্ক নেই। ক্র্যাকড উইন্ডোজ, অফিস, অ্যাডোব ইত্যাদি ব্যবহার করে নিশ্চিন্তে অনলাইন পেমেন্ট করতে পারেন, যদি আপনার ব্রাউজার ঠিক থাকে। মানে ক্রোম বা ফায়ারফক্স। সিকিওর পেমেন্টের জন্য এসএসএল নামে একটা নেটওয়ার্ক লেয়ার ব্যবহার করা হয়, এখন সব ব্রাউজার এই লেয়ার সাপোর্ট করে। যদি ক্রোম ব্যবহার করেন তো পেপ্যাল বা এসবিআই এর সাইটে গিয়ে লগইন করতে গেলে দেখবেন ক্রোমের অ্যাড্রেস বারের বাঁদিকটা সবুজ হয়ে গেল। মানে আপনি সিকিওর। তবে অ্যান্টি ভাইরাসটা আপডেটেড রাখবেন, যাতে কেউ ব্রাইউজার হাইজ্যাক করতে না পারে, রুটকিট বা কিলগার ইনস্টল না করতে পারে। এবার ক্র্যাকড উইন্ডোজ থেকে যতো খুশী পেমেন্ট করুন।
  • তাপস | 126.203.180.13 | ৩১ অক্টোবর ২০১৪ ১৩:৫৬630367
  • গুল ধারণা নেট থেকে সংগৃহীত । আমি এখন গুল-ফুল খেয়ে অরজিনাল ইউজ করছি । কিন্তু থেঙ্কু । ডিটেইল গুলো হেবি কাজে লাগবে ।
  • - | 152.4.206.228 | ৩১ অক্টোবর ২০১৪ ১৪:০২630368
  • আর পাড়ার কেবল নেটওয়ার্ক থেকে নির্ভয়ে অনলাইন পেমেন্ট করুন। এখন বেশীর ভাগ ফিনান্সিয়াল ট্রান্সাকশনে এন্ড টু এন্ড এনক্রিপশন ব্যবহার করে। আপনার পাড়ার কেবল নেটওয়ার্কোয়ালা প্যাকেট স্নিফার লাগিয়ে বসে থাকলেও পাসওয়ার্ড পাবে না। অ্যান্টি ভাইরাসটা আপডেটেড রাখবেন। আমি বাড়ীর কম্পুটারে ক্যাসপার্সকি ব্যবহার করি। এক বছরে একটা কম্পুটারে লাগালে দাম পড়ে চার থেকে পাঁচশো টাকা। জীবনে এই একটিমাত্র সফটোয়ার টাকা দিয়ে কিনেছি। রাশান সফটোয়ার। আগে এটাকেও ক্র্যাক করে চালাতাম, কিন্তু তারপর কেমন বিবেকে লাগল বলে কিনতে শুরু করলাম।
  • তাপস | 126.203.180.13 | ৩১ অক্টোবর ২০১৪ ১৪:১৩630369
  • আমি কুইখিল । অরজিনাল । যে আবার মাঝে মাঝে গুরুর সাইটকে সম্ভাব্য বিপজ্জনক বলে চিহ্নিত করে
  • d | 24.97.40.198 | ৩১ অক্টোবর ২০১৪ ১৪:১৭630370
  • উবুন্টু ব্যবহার করলে আর জালি উইন্দোজ কিম্বা কুইখিল কিচ্ছুটি লাগবে না।
  • - | 152.4.206.228 | ৩১ অক্টোবর ২০১৪ ১৪:২২630371
  • ওটাও ভালো, আমার দুয়েকটা বন্ধু ব্যবহার করে দেখেছি। অনলাইন পেমেন্ট সাইবারকাফে বা অন্য পাবলিক কম্পু বা অফিসের কম্পু থেকে না করাই ভালো কারন এগুলোতে কিলগার বা রুটকিট থাকতে পারে। বাড়ীর কম্পু বা নিজের ল্যাপটপ থেকে করার চেষ্টা করবেন। আর লগইন করার সময়ে ভার্চুয়াল কিবোর্ড ব্যবহার করবে। এটা করলে কিলগার ইনস্টল থাকলেও শুধু কয়েকটা মাউস ক্লিক রেকর্ড হবে, আর ভার্চুয়াল কিবোর্ডের লেআউট সেশন টু সেশন পাল্টায় বলে সেই মাউস ক্লিক থেকে ইমেজে ম্যাপ করা কঠিন। যদি সাইটে ভার্চুয়াল কিবোর্ড থাকে তো অবশ্যই সেটা ইউজ করবেন, না থাকলে আপনার অ্যান্টি ভাইরাসের কিবোর্ড অন করে সেটা ইউজ করবেন।
  • jhiki | 149.194.228.39 | ৩১ অক্টোবর ২০১৪ ১৫:০৪630373
  • কিন্তু অনলসিনে ট্রান্সাজকশন করে গেলেই তো রেজিস্টার্ড ফোন নাম্বারে মেসেজ আসে। পাসওয়ার্ডও আসে। ঐ ব্যাপারটাকে কীভাবে হ্যাকাররা ক্র্যাক করে?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভ্যাবাচ্যাকা না খেয়ে মতামত দিন