এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • আমাদের চুরি জালিয়াতি

    damayantee
    অন্যান্য | ১৭ আগস্ট ২০০৬ | ৮২২০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dam | 61.246.74.169 | ২৩ আগস্ট ২০০৬ ২০:০৫631240
  • তবে আমি যা দেখছি, ভারতীয় মেজর কোম্পানিগুলো বেশ ঝাড়ের। অপেক্ষাকৃত ছোট কোম্পানিতে এই জাল সিভি ইত্যাদি বলেই না, বা বললেও না করলেই মেনে নেয়। অ্যামেরিকান কোম্পানি যারা এখানে দোকান খুলেছে accenture, Fidelity, i-flex এরা কি সিভি তে জালি করতে বলে? কেউ জানেন?
  • Arjit | 128.240.229.65 | ২৩ আগস্ট ২০০৬ ২০:১১631241
  • টিসিএস, উইপ্রো, ইনফি - এদের দেখলে আমার গ্ল্যাডিয়েটরের সেই সীনটা মনে পড়ে যায় - যেখানে ক্রীতদাসদের ক্যালিবার মার্কেটিং হচ্ছে, ক্লায়েন্ট গা-হাত-পা টিপেটুপে দেখছে, আর পছন্দ হলে একটা ছাপ্পা মেরে দিচ্ছে।

    আজ শুনলাম আইটি ইন্ডাস্ট্রিতে ইউনিয়ন তৈরীর প্ল্যান হচ্ছে - সিটুর, এর মধ্যেই (গত দুই তিন দিনে) হাজার দশেকের বেশি মেম্বরশিপ অ্যাপ্লিকেশন জমা পড়েছে।
  • dam | 61.246.74.169 | ২৩ আগস্ট ২০০৬ ২০:২৪631242
  • সায়ন্তন,

    আপনি খামোখাই রাগারাগি করছেন মশাই। "আপনি" -- এই ব্যক্তিকে আমি আদৌ কিস্যু বলি নি। আপনি যাদের কথা বলছেন তাদের সব্বাইকে বলছি। সেটা সজল, সোমবর্ত্ম, সুহাসিনী, সুভেদি যেই হোন না কেন।

    যাত্রা, মেলোড্রামা এসবকে আপনি ঘৃণা করেন কিনা জানি না, আমি করি না। শীতের দিনে বাড়ী গেলে দিব্বি যাত্রা দেখতে যাই, আনন্দও পাই। তবে তর্ক বা আলোচনার সময়ে ঐগুলো আনলে সেগুলো ঠিক নিরপেক্ষ তর্ক হয় না।

    মোসায়েব দেখবেন না কেন? সারা পৃথিবীর কোটি কোটি কোম্পানির সমস্ত লেভেলেই মোসায়েবও আছে আবার ঠিকঠাক মেরুদন্ড ওয়ালা লোকও আছে। নিজের কাজে ঠিক থাকলে মোসায়েবি করতে হয় না -- এটা আমাত মত।

    "ধক" এ আপত্তি? রিয়েলী? আহা একজন তো দেখলাম চুরির স্বপক্ষে দালালী করতে গিয়ে "কার জ্বলে", "নার্সিসাস কমপ্লেক্স" জাতীয় ভাষাও ব্যবহার করে গেছেন। ব্রেশ ব্রেশ।

    অ্যাই দেখুন --- আমি কোন মেন্টালিটির পরিচয় দেব, বা আমার কি বলার অধিকার আছে সেটা আপনি বলে দেবেন, অথচ কোম্পানি যাদের মাইনে দিচ্ছে তাদের কোম্পানি কেন ঠিক করবে তারা কি দেখবে। কিরম প্যারাডক্স হয়ে গেল যে মশাই।

    আপনার খুড়ীমা এরকম কথা বলেন বুঝি? তা আমি কি করে জানব? আমার তো আর খুড়ীমা নেই। থাকলেও কাকীমা বা কাকিমনি বলতাম খুড়ীমা নয়। অ্যাই দেখুন এই ব্যক্তিগত কথাটাও আপনিই কওয়ালেন। আবার আমি ই নাকি ব্যক্তিগত বললাম?

    মেরুদন্ডহীনতা? কার? আমারে কইলেন নিকি? তা জানলেন ক্যাম্নে? আর এইটা ব্যক্তিগতও নয়, আক্রমনও নাই, কি বলেন?

    বড় করে এক গ্লাস জল খান, আর তারপরে তর্কটা তর্কের মত করেই নিন।
  • Sayantan | 59.160.140.1 | ২৩ আগস্ট ২০০৬ ২০:২৯631243
  • দময়ন্তীদি,

    এই যে। আপনার খুরে খুরে প্রণাম।

    বেশ বড় ক'রে এক গেলাস জল খেলাম। একটা অ্যান্টাসিডও।

    আপনার লাগলে জানাবেন।
  • Arjit | 128.240.229.65 | ২৩ আগস্ট ২০০৬ ২০:৩৫631244
  • ধুত্তেরি।
  • tan | 131.95.121.127 | ২৩ আগস্ট ২০০৬ ২৩:০৫631245
  • কামন কামন!
    আরে সায়ন্তন,পিছিয়ে যান কেন মহায়? গুছিয়ে বলুন!
    দেখুন তো কেমন পয়েন্টে পয়েন্টে খুলেমেলে লিখেছেন দময়ন্তী!
    আপনি নাকে না কেঁদে অন্তত কিছু সলিড দিন,নইলে তক্কো জমছে না তো!
  • tan | 131.95.121.127 | ২৩ আগস্ট ২০০৬ ২৩:১৩631246
  • এই থ্রেডে সোমনাথের লেখাগুলোর কোনো মাথামুন্ডু অর্থ থাকছে না।অবশ্য কোথায়ই বা থাকে?
    সোমনাথ,যা বলার পস্ট করে কন মহায় যদি আদৌ কিছু বলার থাকে।ট্রেনের টিকিটে আত্মমৈথুন বা সেলফোনে বিবেকানন্দ গুলাইয়া মিশাইয়া ফেলিবেন না চলচিত্তচঞ্চরির মত।
    ধইন্যবাদ।

  • a x | 192.35.79.70 | ২৪ আগস্ট ২০০৬ ০৩:২২631247
  • ও বাওয়া এত কিছু কবে হল? আর ইদিকে আমি নাকি ভাবছিলাম গুরু কেমন থিতিয়ে পড়েছে! লাগ লাগ নারদ নারদ।
  • tan | 131.95.121.127 | ২৪ আগস্ট ২০০৬ ০৩:২৫631248
  • অক্ষ,
    লাগ লাগ বত্তিরিশ।:-)))
  • a x | 207.69.137.202 | ২৪ আগস্ট ২০০৬ ০৪:১১631250
  • বত্তিরিশ কি দাঁত? না সাড়ে জুড়ে ভাজা?
    আচ্ছা এই যে দিন রাত গান ডাউনলোড করি, এও তো চুরি। উহার বেলা?
  • Paramita | 143.127.3.10 | ২৪ আগস্ট ২০০৬ ০৪:৫৮631251
  • তাই কবি বলেছেন,

    কেঁচো খুঁড়তে সাপ বেরোনো
    আর
    ঠক বাছতে গা উজাড়

    এই রে ভুল সুতোয় ঢুকে পড়েছি।

  • tan | 131.95.121.127 | ২৪ আগস্ট ২০০৬ ০৫:০৭631252
  • অক্ষ,কবি বলিয়াছেন গান ও শিশু--এই দুই যারা ভালোবাসেনা তারা মানুষ খুন করতে পারে।তাই গান ডাউনলোডের ব্যাপারে কবি কি বালবেন বোঝা যায়,অন্যটার ব্যাপারে কিছু কইতে পারছি না,আইন আছে।:-)))
  • tan | 131.95.121.127 | ২৪ আগস্ট ২০০৬ ০৫:০৮631253
  • বলবেন হবে,আকার নেই।
  • Somnath | 210.212.137.6 | ২৪ আগস্ট ২০০৬ ১৮:৪৯631254
  • কথাটা খুব সহজ। সামারি হল এইটুকু -
    ১) চুরি জালিয়াতি ছিঁচকেমি সবই আসলে মরালিটি নির্মিত একটি লক্ষ্মণরেখার বাইরের অবস্থান।
    ২) রেখাটি প্রত্যেক ব্যক্তি নিজের বেড়ে ওঠা ও আর্থ-সামাজিক অবস্থান অনুসারে টানেন। এবং রিলেটিভিটি জানলেই জানা যায় প্রত্যেক ব্যক্তি মানুষের ক্ষেত্রে রেখাটির অবস্থান পাল্টে যায়।
    ৩) জাস্টিফিকেশন বিহীন মরালিটি একটি মৃত শব্দ। অর্থাৎ বাস্তব-অস্তিত্ববিহীন।

    সুতরাং শব্দগুলি, যাদের একত্রে "অপরাধ" বলে সেট বানানো যায়, আসলে প্রত্যেকের ব্যক্তিগত নির্মাণ। কারণ ঘটমান বর্তমানে কর্তার কাছে তার কৃতকর্মটি জাস্টিফায়েড, সেজন্যেই তিনি কাজটি করছেন। "অপরাধ" এই কনসেপ্টটি তাই ভিন্নতর টাইমস্প্যানে ভিন্নতর ব্যক্তিমানুষের মরালিটির ধারণা দ্বারা ডিফাইনড। অর্থাৎ প্রতি মুহুর্তের বাস্তবে শব্দটি জাস্ট নেই।

    এইবার যে মরালিটি আদতে নেই কিন্তু যার অস্তিত্বের কল্পনায় মানুষ তার চারদিকে বৃত্ত তৈরি করে, যার সীমানার বাইরে ঘটতে থাকা ঘটনাগুলোকে সে বিভিন্ন অপছন্দের ও ঘৃনার নাম প্রদান করে যখন এই শ্লাঘাটুকু অনুভব করে, যে সে ঐ কাজগুলো করছে না বলে সে অপরাপর লোকেদের তুলনায় শ্রেষ্ঠতর - তখন সে আয়নামুগ্‌ধতার স্বপ্নরাজ্যে প্রবেশ করে মাত্র।

    এবং একইভাবে লোককে ছিঁচকে ভাবা ও লোককে বোকা বা লুজার ভাবার মধ্যে বিশেষ ফারাক নেই, মরালরেখাটির অবস্থানগত তারতম্য ছাড়া।

    অক্ষ-র লজিক আবার লিখতে হবে কারণ তার উদাহরণের ঘটনাদুটির ক্ষেত্রেও নিজস্ব অবস্থানের বাইরে এলে দেখা যায় অন্য কারো মরাল গণ্ডীতে অফিসে কাজ না করে এমনকি পুরোনো বন্ধুর সাথে গল্প করাও অন্যায্য হতে পারে। অর্থাৎ ঘটনা-১ ও ঘটনা-২ দুটোকেই কেউ অপছন্দের ডাস্টবিনে ফেলতে পারে। এমনকি নিজের মোবাইলও অফিস আওয়ার্সের মধ্যে ব্যক্তিগত প্রয়োজনে ব্যবহারের ক্ষেত্রেও কারো আপত্তি থাকতে পারে। সেক্ষেত্রে ঐরকম আরো নানা শব্দের উৎপত্তি ও ছোঁড়াছুড়ি চলতে থাকবে।

    সিটি দেওয়ার দাবি সমর্থন করার জন্যে শব্দের টুইস্ট পদ্ধতির সাহায্য নিতে হবে। অর্থাৎ আমরা কখন সিটি দিই? রূপমুগ্‌ধ হলে, গুণমুগ্‌ধ হলে। এ ঘোর কলিকালে নিজের মরালিটির গন্ডি সীমিততম করে এনে তার মধ্যেও ডিগনিফায়েড ভাবে বেঁচে থাকার প্রচেষ্টা অবশ্যই সাধুবাদ যোগ্য, অর্থাৎ বিস্ময়মুখরতা বা সিটিযোগ্য।
    আমি দিতে পারলে তাকেও দিতাম, ওপেন বুক পরীক্ষার দিনেও যে, কোনো বই খাতা না এনে নিজের স্মৃতিনির্ভরতায় পরীক্ষাটি সম্পন্ন করার চেষ্টা করে। বাহবা। সাবাশ।
  • tan | 131.95.121.127 | ২৪ আগস্ট ২০০৬ ১৯:৩৭631255
  • চন্দ্রকান্ত নকলনবিশ!!!!
    সাতসকালে এই ড্যাকরার মুখ দেখে ফেল্লাম? ছি ছি ছি ছি!
  • tan | 131.95.121.127 | ২৪ আগস্ট ২০০৬ ১৯:৩৮631256
  • এ হে হে রাম রাম হরি হরি,এটা এখানে যাবে না,যাবে ভাটিয়ালিতে।

  • tan | 131.95.121.127 | ২৪ আগস্ট ২০০৬ ১৯:৪৬631257
  • সোমনাথ,অনেক কথাই বলা যেতো আপনের ঐ যুক্তি(?)গুলি কাটাতে,কিন্তু বাজে বাওয়ালি না করে সংক্ষেপে বলি,
    ১।এই অপরাধ নিরপরাধ সব ব্যক্তিগত ব্যাপার বলে দুনিয়া মেনে নিলে চোর ডাকাত খুনী রেপিস্ট ইত্যাদি প্রভৃতি সবাই নিজেকে খালাস করে ফেলতে সমর্থ হবে।কারণ অত্যন্ত হীন অপরাধীরও নিজের স্বপক্ষে বহু কথা বলার থাকে।
    ২।কিন্তু সমাজ ব্যক্তিগত ধারণায় চলে না, ভাগ্যিস!
    ৩।তাহলে সামন্যতম নিরাপত্তা কারুর থাকতো কি? পথে ঘাটে খুন করে খুনী চালিয়ে দিতো আরে আমি তখন স্ট্রেসে ছিলাম,আরে ওটা আমার ব্যাড চাইল্ডহুডের এফেক্ট.. ইত্যাদি
    ৪।আর আরেকটা কথা হলো নিজে চুরি করা জালিয়াতি করা অপরাধ,অন্যকে তা করতে প্ররোচিত করাও তাই কিন্তু।

  • omnath | 210.212.137.6 | ২৫ আগস্ট ২০০৬ ০৯:৫৬631258
  • মাঠে নেমেই তিনটে সেমসাইড। দেড়খানা মাত্র কিছুটা কাজের কথা।

    সাধে ট্যান খেলতে নামলে মামু খুশি হয়ে ওঠে?
  • tan | 131.95.121.127 | ২৫ আগস্ট ২০০৬ ১৯:২৩631259
  • খুব সহজ সরল কথা।
    মামু চোর জালিয়াত বা তাদের দালাল বা ভবদুলাল নয় বলেই খুশী হয়ে ওঠে ট্যান খেলতে নামলে বা জেকোনো জায়গায় সুযুক্তি দেখলে।
  • ranjan roy | 122.168.76.10 | ১৮ অক্টোবর ২০০৭ ০০:১০631262
  • Tan,
    চুরি? ছিঁচকেমি? জাস্টিফিকেশন?
    আগে কও কি চুরি করলা? মন চুরি আর পার্স চুরি কি একগোত্রের হইল?
    সইত্য কথা কই- চুরির মাল ভোগ করার আনন্দই আলাদা। লোকে মুখে স্বীকার করতে লজ্জা পায়।
    আমি বই আর মিস্টি চুরি করতে লজ্জা পাই না। গতমাসে কইলকাতা গিয়া বইয়ের তাকে চোখে পড়ল middle eastwestern civilisation এর বিজয় নিয়া বিখ্যাত রিপোর্টারের বইটা, -যেটা নিয়া r এবং অরিজিত বড় ভাল লেখতাছে।
    ত' বইয়ের মালিকেরে কইলাম-পড়া যখন হইছে ত' আমারে দে। কয় কি- না, অনেকবার রেফারেন্সে কাজে লাগবো।
    হালায় আমার আপন ভাই! সহোদর ভাই!
    আমিও শোধ নিছি। দুইডা অমর্ত্য সেন আর একটা তদন্ত কমিটির রিপোর্ট মাইরা দিছি। ব্যাগে ঢুকাইছি। উপরে " মিস মার্পল''।
    আর শীর্ষেন্দুর গল্পের(ট্যাংকি সাফ") সেই শ্বশুর? যে জামাইয়ের গামছায় নাক মুইচ্ছা অনাবিল আনন্দ পায়! (আমিও পাই) কি কইবেন?

    ছ্যাঁচড়ামি? আমি কই এইতা ব্যক্তিগত ও বটে আবার অন্যদের জইন্য কতটা ক্ষতিকর সেইটা ও দেখতে হইবো। after all ক্রিমিনল ল' তো রাষ্ট্র বা সমাজের বিরুদ্ধে অপরাধের লেইগ্যা!

    কোন একটা বিদেশি জ্যাজের শোনা গান অক্ষম বাংলায় এরকম শোনাবে--যদি প্রতি রোববার গির্জেয় যাই, আর সোমবার মদ গিলে রাসতায় গড়াগড়ি খাই,---তবে কার বাপের কি? কার বাপের কি?

    চ্যাং
  • tan | 131.95.121.132 | ১৮ অক্টোবর ২০০৭ ০০:৫০631263
  • শেষ চ্যাং টা কি?
    চৈনিক কোনো কানেকশান নাকি?:-)))
  • vikram | 134.226.1.234 | ১৮ অক্টোবর ২০০৭ ১৪:৪৯631264
  • আরে: রঞ্জনবাবু, বিবি কিং এর ব্লুজ সামিটে এই গির্জায় যাই আর গড়াগড়ি খাই টা শুনেছেন নাকি? জাস্ট দুরন্ত!

    বিক্রম
  • ranjan roy | 122.168.76.10 | ১৮ অক্টোবর ২০০৭ ২১:৪৩631265
  • বিক্রম,
    গানটা আমাকে ৭৯-৮০ তে এক গানপাগল বন্ধু জোগাড় করে এনে শোনায়। লাইভ শোনার সৌভাগ্য হয়নি।
    Tan,
    ঐ চ্যাং হল আমি যে পিসি হ্যান্ডল করার ব্যাপারে কতটা প্রাগৈতিহাসিক গাড়ল তার নমুনা। "চ্যাংড়ামি' লিখতে গেলুম, তা' চ্যাং এমন লাফিয়ে নীচে দৌড় মারলে যে কিছুতেই তাকে কার্সর দিয়ে বাগে আনা গেল না।
  • bb | 117.195.168.224 | ০৪ অক্টোবর ২০০৮ ১২:৫৯631266
  • d কে ধন্যবাদ এই থ্রেডটা পাঠানোর জন্য। আমার ক্ষুদ্র ম্যানেজারিয়াল অভিজ্ঞতা থেকে কিছু প্রশ্ন:

    ১)আমরা নিজেরা কোম্পানীর প্রতি কতটা সৎ?
    ২) প্রচুর মাইনে পাওয়ার পরে বাবা-মার বাড়িতে থেকেও, বাড়ীভাড়া জনিত ভাতা claim করে ট্যাক্স ফাঁকি দেওয়া, বা স্বামী স্ত্রী দুজনে চাকরীকরে একই বাড়ীতে থেকে দুবার বাড়ীভাতা নেওয়া কতটা যুক্তিযুক্ত?
    ৩) আমরা নিজেরা অবাধ স্বাধীনতা উপভোগ করার উপযোগী? অফিসের সময়ে আমরা কিন্তু সমস্ত নিজস্ব কাজ including travel planning, web surfing for best airfares ইত্যাদি করে থাকি।
    ৪) অফিসের bandwidth ব্যাবহার করে অবাধে গান বা ফিল্ম ডাউনলোড করার ফলে আজকাল কোম্পানীগুলো এই access control করতে বাধ্য হয়েছে এটাই সত্য।

    অন্যদের কি মতামত?
  • Blank | 203.99.212.224 | ০৪ অক্টোবর ২০০৮ ১৩:৫৪631267
  • আজকাল আমাদের আপিসে নতুন নিয়ম চালু হয়েছে। লোকাল কলের জন্য ফোন ইউজ করতে পারো। অফিসিয়াল মেল ও ইউজ করতে পারো পার্সোনাল কাজে ... তবে তাতে ছবি ইত্যাদি পাঠানো যাবে না। টেক্সট অনলি।
    যে ই-মেলে এই নতুন নিয়ম এসেছিল তাতে পরিষ্কার ঐ কথা গুলো লেখা ছিল, যে গুলো শুচিস্মিতা দি বলেছে আগে। অর্থাৎ 'আমরা বুঝি আমাদের লোকেদের অনেক সময় তেই কাজ করতে হয় অতিরিক্ত সময়ে। আজকালকার জগতে সবাই প্রচন্ড স্ট্রেসড, তাই সবারই দরকার কিছু রিলিফের। তার জন্য নতুন নিয়ম হলো ... ইত্যাদি'
  • arjo | 24.214.28.245 | ০৫ অক্টোবর ২০০৮ ২২:০৪631268
  • কোম্পানির কাছে - মানে ম্যানেজারের কাছে - কাজের লোকজনের সাতখুন মাপ। তখন আপনারা যাকে চুরি বলছেন কোম্পানি বলে পার্কস। ঐ ছোটখাটো ব্যাপার স্যাপারে প্রাইভেট কোম্পানি কাজের লোকজনের ক্ষেত্রে অনেক রুল ব্রেক করে। তবে ম্যানেজারের সম্মতি নিয়ে করতে হয়। আর অকাজের হলে এইসব একদমই বরদাস্ত করে না। যাদের অ্যাপ্রাইজাল ভালো হচ্ছে না তাদের কখনোই করা উচিত না। ধরা পরলে ভালো বাঁশ। তবে চুরি ফুরি না। কোম্পানির গুড বুকে থাকলে এইসব পার্ক্সের জন্য এলিজিবল হবেন নইলে নয়। যা করবেন ম্যানেজারের এবং তার বসকে জানিয়ে করুন। বুক ফুলিয়ে রুল ব্রেক করুন ধক থাকলে। নইলে ভালো ছেলের মতন কোম্পানি প্রদত্ত রুল মেনে নিয়ে চুরি করছি না মনে করে বেশ ভালো বোধ করুন। উচিত বা অনুচিতের প্রশ্ন নয়। বার্গেইনের প্রশ্ন। প্রাইভেট কোম্পানিতে অন্তত।
  • Arijit | 61.95.144.123 | ০৭ নভেম্বর ২০০৮ ১০:৪৪631270
  • অল ওয়ার্ক অ্যাণ্ড নো প্লে মেকস জ্যাক আ ডাল বয়।

    এই সার্ফিং, মেল ইত্যাদি নিয়ে কড়াকড়ি এক্কেরে ভাল্লাগে না। এগুলোও কি ওপরওয়ালাকে জানিয়ে অনুমতি নিয়ে করতে হবে? কাজ থাকলে সেটা করে দিলেই তো হল রে বাবা।
  • shyamal | 24.119.209.40 | ০৭ নভেম্বর ২০০৮ ১১:২৮631272
  • অরিজিতের সঙ্গে একমত। আমি কখন ইন্টারনেট সার্ফ করব আর কখন কাজ করব সেটা কোম্পানির কেউ ঠিক করবেনা। করব আমি। আমাদের সেল্ফ-ম্যানেজড টীমে একজন কোঅর্ডিনেটর আছে। সে কিছু বলতে এলে তাকে বলা হয়, টীমে কেউই শিশু নয়। সকলেই জানে খদ্দের পয়সা দিচ্ছে আর কাজ না হলে সে পয়সা বন্ধ হবে আর আমাদের চাকরি যাবে। এই সিচুয়েশনে কেন কেউ স্ল্যাকিং করবে?
    লোককে শিশুর মত ট্রীট না করে এমপাওয়ার করলে আখেরে কোম্পানির লাভ হয়।
    এ প্রসঙ্গে আমার মনে হয়েছে দেশে এটা চলে কারণ দেশে ম্যানেজার-কর্মি প্রায় বাবা-ছেলে সম্পর্ক যেটা আমেরিকাতে নেই। তাই দেশে বাবা ছেলেকে বকলে লোকে মাইন্ড করেনা। এখানে সে অবস্থায় ম্যানেজারকে পাঁচটা কথা শুনতে হবে। কারণ ম্যানেজার সব সময়েই সারপ্লাস রিসোর্স।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খেলতে খেলতে মতামত দিন