এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • কলকাতার রাস্তার আওয়াজ

    vikram
    অন্যান্য | ১৩ জুলাই ২০০৬ | ৭৫৭৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • vikram | 134.226.1.136 | ১৩ জুলাই ২০০৬ ১৩:৪৩634096
  • রাধাপ্রসাদ গুপ্তর লেখা একটি বই আছে পুরনো কোলকাতার ফেরিয়ালার ডাক ও রাস্তার আওয়াজ নিয়ে। গোলা বই। কিন্তু সেই বই নিয়ে এখানে আলোচনা নয়। এখানে আমাদের সময়ে কলকাতার আওয়াজ + ফিরিওয়ালা নিয়ে লিখতে অন্‌জুরোধ করা হচ্ছে। কি আছে কি নেই কি দেখিনি সব একটু দেখা জাবে।
    আর কাবলিদা লিখলে আমরা ডাইনোসর পেয়ে জাবো। কাঅবলিদা লিকে ফেলুন।

    বিক্রম

  • r | 61.95.167.91 | ১৩ জুলাই ২০০৬ ১৩:৪৭634107
  • হ্যাঁ, বিক্রম তো একেবারেই বালক! সে আর কলকাতার রাস্তার কিই বা শুনেছে। তার উপর থাকে লেক গার্ডেন্সে! সেইখানে তো রিক্‌শার প্যাঁক প্যাঁক ছাড়া কিছুই শুনতে পায় নি। বড়রা বিক্রমের জ্ঞানলাভের স্বার্থে কিছু বলুন। :-)
  • dd | 202.122.18.241 | ১৩ জুলাই ২০০৬ ১৩:৫৬634118
  • আহ।

    ভিকিদাতো ফেরিওলা চোখেই দেখে নি। আগে অরে ফেরিওলার ছবি দেখাও (রঙীন)। পরে নয় গল্প শোনানো যাবে ।
  • vikram | 134.226.1.136 | ১৩ জুলাই ২০০৬ ১৪:০৬634129
  • অপুত্রকে পুত্র দ্যাও নির্ধনকে লোন।

    বিক্রম
  • vikram | 134.226.1.136 | ১৩ জুলাই ২০০৬ ১৪:০৯634140
  • লেক গাডেনে এগুলো সত্যি কম। তবে শোনা দু একটা দিয়ে দি:

    স্‌স্‌স্‌স্‌স্‌স্‌স সিল কাটাআআও
    ধারওয়ালা ধারওয়ালা

    আর রাস্তার আওয়াজের মধ্যে আমাদের উল্টোদিকের বাড়ির দুটো ডোবারম্যান ছিলো/আছে। মরলে নতুন আসে। তারা গভীর রাতে চান্দের দিকে তাকিয়ে কুইইইইইইইইইইই করে একটা পাখি না শেয়াল টাইপ আওয়াজ করতো।

    বিক্রম
  • Arjit | 82.39.106.54 | ১৩ জুলাই ২০০৬ ১৪:৪১634151
  • কেন - কাঁধে বাক্স নিয়ে কাঠি বরফ বেচতে আসতো - "আ-ই-চ-কি-রি-ম" শোননি? বা "বাসন - থালা-বাসন"?
  • vikram | 134.226.1.136 | ১৩ জুলাই ২০০৬ ১৫:৫১634162
  • বা বাআ তারো ও কনাথের চরোনে শেবলাগে এ এ এ এ মহাদে এ এ এ এ এব (মহাদেব টা খুব হুংকার দিয়ে)।

    বিক্রম
  • J | 160.62.4.10 | ১৩ জুলাই ২০০৬ ১৬:৩০634173
  • শুধু ফেরিওয়ালার ডাক? বিকেলে যে রাস্তার ধারের গঙ্গার জলের কল থেকে লমবাআআআআ পাইপ পাইপ দিয়ে রাস্তা ধোয়া হতো? গরম পীচের রাস্তায় সেই জল পড়ার আওয়াজ? কেকে শুনেছে? হাত তোল।
  • J | 160.62.4.10 | ১৩ জুলাই ২০০৬ ১৬:৩২634184
  • চা আ লের খুদ্‌বিক্‌রিআ সে এ এ এ এ এ এ ..............
  • J | 160.62.4.10 | ১৩ জুলাই ২০০৬ ১৬:৩৩634097
  • এ শিশিবোতল খাতাবৈবিক্রি.....এ কগোওওওওস্‌!
    (ওরাই আসলে ছেলেধরা)
  • J | 160.62.4.10 | ১৩ জুলাই ২০০৬ ১৬:৩৫634098
  • শিইইইইইইল... ক্‌টাওওওওও............
  • Parolin | 213.94.228.210 | ১৩ জুলাই ২০০৬ ১৬:৪১634099
  • সেবার গরমের ছুটিতে বাবা কোলকাতা বেড়াতে(!) নিয়ে গেলেন।

    আমার শখ সুইমিং পুল দেখবো , তা সবাই মিলে গেলুম হেদো।

    সে এক মুটকু লোক, হাতে চকচকে পেতলের কেটলি নিয়ে হেদোর চারদিকে ঘুরে ঘুরে হুংকার

    চ্ছা: চ্ছা আ আ আ আ

    শেষের আ দুটোর শুরু কোমলে আর শেষ কড়িতে।
  • J | 160.62.4.10 | ১৩ জুলাই ২০০৬ ১৬:৪৩634100
  • বাসন কেনা বেছের ফেরিওয়ালা। মাথায় ঝুড়িতে কাঁসা পেতলের বাসল, একহাতে সেই ঝুড়ি ব্যালেন্স, অন্য হাতে কাঁসরের মতো এক হাতেই বাজিয়ে চলেছে, " ট্যাং-ট্যাং-ট্যাং-ট্যাম-ট্যাং্‌ট্যাট্যাং"।
    আর ঐ "ট্যাং্‌ট্যাট্যাং" এর সময়ে, কাংসর বলো বা হাতের সেই থালাটা বলো, বাঁই করে ঘুরতে ঘুরতে শূণ্যে দুহাত ওপরে উঠে চমৎকার জাগলিঙে ফেরৎ আসত বাসনওয়ালীর কাঁচের চুড়ি পরা হাতে। খট্‌খটে শুকনো পিচগলা পীচগলা গ্রীষ্মের দুপুরে। রাস্তায় তখন শুধু বাসনওয়ালী আর আকাশে ঘুরছে চিল।
  • Parolin | 213.94.228.210 | ১৩ জুলাই ২০০৬ ১৬:৪৪634101
  • আমার শ্বশুরমশাই এয় মুখে শোনা -
    দুপুরবেলা যখন কোলকাতা ঝিমোচ্চে, রাস্তা থেকে আওয়াজ
    বে এ ল ফু ই ই ই ই ই ই ই ই
  • saa | 217.206.227.224 | ১৩ জুলাই ২০০৬ ১৬:৫৪634102
  • আর ইনকেলাব জিন্দাবাদ?
  • Somnath | 59.145.225.101 | ১৩ জুলাই ২০০৬ ১৭:৩০634103
  • লোকটা ঠিক দুপুর বেলাতেই যেত। হাতে একটা মাটির ভায়োলিন। তাতে স্ট্রিং এ ছড় টেনে টেনে বাজাতে বাজাতে যেত। নিচে আর একটা মাটির ড্রাম মতো জিনিস গড়াতে গড়াতে একটানা ট্রাট ট্রাট শব্দ করতে করতে যেত। ড্রামস্টিক এর মতো কিছু একটা ওটাকে বাজাতো। মা ঘুমোতো তখন, আর আমি জানলায় চড়ে দেখতাম ওদের, ওকে আর ওর ঝোলা ভর্তি বাজনা গুলো। দুবার কিনেছিলাম, মনে আছে টেঁকাতে পারিনি, বাজাতেও না। ছবিটা আর শব্দগুলো তবু এখনো সাথে আছে বেশ ঝাপসা, তবু আছে।

    শুনতে কি চাও তুমি সেই খেলনাওলাটার সুর (?)
    তার মাটির দোতারা সে বাজাচ্ছে কবে থেকে ......

    ছেলেবেলার সেই বেহালা বাজানো লোকটা
    চলে গেছে বেহালা নিয়ে, চলে গেছে গান শুনিয়ে

    ইত্যাদি প্রভৃতি

    আইসক্রিম গাড়ি গেলে না চেঁচালেও বোঝা যেত। আধভাঙা পিচরাস্তায় রাবারের চাকা চলার একটা ধড়ফড়ানি আছে, সেটা ঘুমন্ত দুপুরের বুকে জেগে থাকে।
  • J | 160.62.4.10 | ১৩ জুলাই ২০০৬ ১৭:৩৬634104
  • বে এ এ এ এ ল, কু ই ই ই ই ই ই ই-----------
    ওটা দুপুরে নয়, ভরা সন্ধ্যেয় রে!
  • Parolin | 213.94.228.210 | ১৩ জুলাই ২০০৬ ১৭:৪১634105
  • যা: কেলো ।

    উনি ভুল শুনেছিলেন না আমি।
  • J | 160.62.4.10 | ১৩ জুলাই ২০০৬ ১৭:৪২634106
  • রাস্তার আওয়াজ আরো হয়।
    সন্ধ্যেবলা গোয়াবাগানের পার্কের মুখের একটা বাড়ীর সামনে ছোকরা ছেলেরা গলা উঁচু করে ডাকত চারতলার বন্ধুকে, -
    জয়োনোওও...
    অনেক সময়ে , জয়ন্তর ছোরি্‌হ্‌দ জানলা দিয়ে মুখ বের করে রেগে উত্তর দিতো - নেই! বেরিয়ে গেছে।

  • J | 160.62.4.10 | ১৩ জুলাই ২০০৬ ১৭:৪৩634108
  • পারো, তুমি।
  • J | 160.62.4.10 | ১৩ জুলাই ২০০৬ ১৭:৪৪634109
  • উ:, বাংলাদেখতে পাচ্ছিনা ডানদিকে, কি কেলো! ওটা "জয়ন্ত", "ছোড়দি"
  • J | 160.62.4.10 | ১৩ জুলাই ২০০৬ ১৭:৪৮634110
  • আর ছিলো ভিখিরির ডাক। হপ্তায় হপ্তায় বৈরাগীর গান গাইতে আসা, প্রতি মঙ্গলবার সকাল নটায় সে আসত পাড়ায়, বাড়ীর সামনে দাঁড়িয়ে গাইত, " একবার এসো শ্রী হরি...", মা মা, মাগোও, দুটি ভিক্ষা হবে মা আ আ আ!
  • J | 160.62.4.10 | ১৩ জুলাই ২০০৬ ১৭:৫০634111
  • রাত দশটার দিকে পাড়ার পাগল চেঁচাত, বাড়ীর সামনে, "রুটি দে!"
  • Parolin | 213.94.228.210 | ১৩ জুলাই ২০০৬ ১৭:৫৩634112
  • কোলকাতা নয় , মাদ্রাজে সকালে সব্জীওয়ালা হাঁক পাড়ত -

    কিরে কিরে কিরে এ এ

    আমি শনি-রোববারে মাঝে মাঝেই উল্টে হাঁকাতুম
    "কিছু নয় রে নয় রে নয় রে " ।

    তারপর একাই একাই সে কি গড়াগড়ি খেয়ে হাসি।

  • J | 160.62.4.10 | ১৩ জুলাই ২০০৬ ১৭:৫৩634113
  • মড়া নিয়ে শ্মশানে যাবার শব্দ, " বলো হরি ই হরি বো ও ল"
  • J | 160.62.4.10 | ১৩ জুলাই ২০০৬ ১৭:৫৫634114
  • লালাবাগান আর গৌরীবাড়ীর মাস্তনদের মধ্যে লোকাল বোমাবাজির ফাইট, পেটো পড়ার শব্দ, পুলিশের গাড়ীর শব্দ, তারপর চিৎকার, বা বু য়া আ আ আ আ ............!
  • J | 160.62.4.10 | ১৩ জুলাই ২০০৬ ১৮:০৯634115
  • ষেতকালের সকালে,
    "নলেন পয়লা গুড়"
    আর
    "জয়নগরের মোয়া,
    ফুরিয়ে গেলে আর পাবে না
    জয়গরের মোয়া"
  • J | 160.62.4.10 | ১৩ জুলাই ২০০৬ ১৮:১০634116
  • উ:! শীতকালের সকালে।
  • J | 160.62.4.10 | ১৩ জুলাই ২০০৬ ১৮:১১634117
  • সাপুড়ের বাঁশির আইয়াজ?
    গোল হয়ে ভীড় করে দেখছে শুনছে পাড়ার লোক।
  • J | 160.62.4.10 | ১৩ জুলাই ২০০৬ ১৮:১৫634119
  • আসত পুতুল নাচিয়ে।
    সেখানেও ভীড়।
    তার হাতে কাপড়ের তিনটে পুতুল। দুটো বউ আর একটা বর।
    সেই দুই সতীনের ঝগড়া যখন চরমে উঠত, ঐ মোড়ের বাড়ীর বারান্দা থেকেও শোনা যেত, দুই পুতুল সতীন একে অন্যকে গাল পাড়ছে,
    -তোর ছেলে নিমতলার ঘাটে যাক।
    -তোর ছেলে ক্যাওড়াতলার ঘাটে যাক।
    -তোর ছেলে কাশীমিত্তিরের ঘাটে যাক.........

    দুই সতীনের গলাই সেই বেটাছেলে পুতুল নাচিয়ের গলা।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লড়াকু মতামত দিন