এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • কলকাতার রাস্তার আওয়াজ

    vikram
    অন্যান্য | ১৩ জুলাই ২০০৬ | ৭৫৭৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • J | 160.62.4.10 | ১৩ জুলাই ২০০৬ ১৮:২৪634120
  • ডাবওয়ালাও ডাক পেড়ে ফিরি করত, আর ডাকত তালশাঁসওয়ালা।
    আখওয়ালা। কুলওয়ালী। ঘুঁটেওয়ালী।
    আরো ডাকত ঝালাই ওয়ালা, ফুটো টিনের বালতি ঝালাই করত। চাবিওয়ালা। তার হাতে বিরাট একটা গোল রিঙ্গে গোটা পঞ্চাশ চাবি; সেই চাবির ঝনাৎ ঝনাৎ শব্দেই মালুম হতো সে আসছে। এরা তো রোজ রোজ আসে না, আসে কালে ভদ্রে। এরা যখন আসে তখন তৈরী থাকতে হয়, চাবি হারানো তালা, ছেঁদা বালতি, ভোঁতা শিলনোড়া নিয়ে।
  • J | 160.62.4.10 | ১৩ জুলাই ২০০৬ ১৮:২৪634121
  • ডাবওয়ালাও ডাক পেড়ে ফিরি করত, আর ডাকত তালশাঁসওয়ালা।
    আখওয়ালা। কুলওয়ালী। ঘুঁটেওয়ালী।
    আরো ডাকত ঝালাই ওয়ালা, ফুটো টিনের বালতি ঝালাই করত। চাবিওয়ালা। তার হাতে বিরাট একটা গোল রিঙ্গে গোটা পঞ্চাশ চাবি; সেই চাবির ঝনাৎ ঝনাৎ শব্দেই মালুম হতো সে আসছে। এরা তো রোজ রোজ আসে না, আসে কালে ভদ্রে। এরা যখন আসে তখন তৈরী থাকতে হয়, চাবি হারানো তালা, ছেঁদা বালতি, ভোঁতা শিলনোড়া নিয়ে।
  • J | 160.62.4.10 | ১৩ জুলাই ২০০৬ ১৮:৩৫634122
  • কাঁচের চুড়ি আর শোনপাপড়ি এরাও ডেকে যেত।
  • Parolin | 213.94.228.210 | ১৩ জুলাই ২০০৬ ১৮:৩৬634123
  • আমাদের সোনামুখিতে আসতো প্রায়-বে-আব্রু চকচকে কালো গায়ের একদল সাঁওতাল ছেলেমেয়ে। মাদল ,বাঁশী , সাঁওতালি গান আর কোমর জড়িয়ে তালে তালে পা ফেলে সহজ সেই নাচ।
    আওয়াজ পেলেই পড়ি মড়ি করে দৌড়ে দেখতে যেতুম। মা পেতলের গামলা ভরে চাল-সব্জী আর টাকা দিতেন।

    ওদের কারোর কাছে আবার থাকতো এক ঝুড়ি পিয়াল। নাচ শেষে তার সওদা। শালাপাতার তেকোনা ঠোঙ্গা , তিরিশ না চল্লিশ পয়্‌সা।

    আর আসতো বহুরুপী।বেশির্ভাগই ডাকত সাজতো আর হু হু হা হা হা হাসি। অসম্ভব ভয় পেতাম। পাড়ায় তাদের আওয়াজ শুনতে পেলেই একছুটে রান্নাঘরে মায়ের কাছে।
  • J | 160.62.4.10 | ১৩ জুলাই ২০০৬ ১৮:৪১634124
  • বর্ষার শেষ দুপুরে ঝুড়ি মাথায় হেঁকে যেত কালো জাম, আর জামরুল। এগুলো বাজারে গিয়ে কিনতে হতো না।
    আর দুপুরে "লে বু উ উ উ উ উ উ উ: !"
  • J | 160.62.4.10 | ১৩ জুলাই ২০০৬ ১৮:৪৭634125
  • আর আওয়াজ হতো বটী দুর্গাপুজোর আর জগদ্ধাত্রীপুজোর ভাসানের সময়ে সন্ধ্যে আর রাত্রি গুলো। যত পাড়ার যত ক্লাব আছে, সব ড্রাম বাজিয়ে, ব্যাঁডপার্টির বাজনা বাজিয়ে সব চলেছে ভাসানে। আমরা ঝুঁকে পড়ে দেখতাম বারান্দা থেকে। তাদের আওয়াজে কানে তালা গাছে, তবু খুব মজা।
    পুজোর মাইকের আওয়াজ তো আছেই। ডেসিবেলের আইন তখনো হয় নি।
  • J | 160.62.4.10 | ১৩ জুলাই ২০০৬ ১৮:৫২634126
  • এতক্ষণ ধরে শুধু আমি আর পারোই বকবক কচ্ছি, আর সব গেলো কই? তারা কেউ কলকেতার রাস্তার আওয়াজ শোনেনি, নাকি আমাদের ত্যাগ কল্ল?
    ইনলিকাব জিন্দাবাদ,
    আমাদের দাবী মানতে হবে মানতে হবে মানতে হবে........
    আবার কখনো,
    ভোট দিন ভোট দিন
    কংগ্রেসকে ভোট দিন।
    কিম্বা...
    মরীচঝাঁপির উদ্বাস্তুদের ওপর অত্যাচারীর কালো হাত ভেঙ্গে দাও গুঁড়িয়ে দাও-
    গুঁড়িয়ে দাও, গুঁড়িয়ে দাও-

  • dd | 202.122.18.241 | ১৩ জুলাই ২০০৬ ১৮:৫৩634127
  • ২০৩০ সাল

    সকাল দশটা। নি:ঝুম পার্ক স্ট্রীট। হু হু করে ছুটে চলেছে বেন্টলে, বি এম ডব্লু,- সিল্কের মতন মসৃন রাস্তা।

    গাড়ীতে বসেই ভিডিও ফোনে কথা কইলাম সুজারল্যান্ডে। গাড়ীর ভিতর কানসাসের মিঠে পল্লীগিতি।

    আধঘন্টায় পৌছে যাবো বদ্ধমানে - হোথায় বিশ্বের সবচে বড় হেল্‌থ সিটির উদ্বোধন।

    নি:শব্দ এই যাত্রায় ঝট করে কান বুলিয়ে নেই দৈনিক গুরুচন্ডালীতে। সুইচ টিপতেই অডিও এডিশন গম গম করে উঠলো।

    আর কোনো আওয়াজ নেই.....
  • J | 160.62.4.10 | ১৩ জুলাই ২০০৬ ১৮:৫৫634128
  • আগে কলকাতার রাস্তার আওয়াজগুলোকে আলাদা করে চেনা যেত।
    এখন সব মিলেমিশে একটা এমন নয়েজ, যেটা থেকে কোনটা কিসের আওয়াজ তা চিনে নেয়া খুব টাফ।
  • J | 160.62.4.10 | ১৩ জুলাই ২০০৬ ১৯:০৪634130
  • তারপরে রাস্তায় চলতে, বাড়ীর টিভির গমগমে আওয়াজ, বিগ্‌কাপোন, " ডিডি ডিডি ডিডি.... চোখ বন্ধ করে ভরসা করা যায়"
  • Parolin | 213.94.228.210 | ১৩ জুলাই ২০০৬ ২০:০৬634131
  • যোদি ,কাল কলকেতেয় ফোনে করে জিগাবো ওটা বেলফুই না বেলকুঁই। হারলে খাওয়াবে বলো।

    সোনামুখির রাস্তার আর একটা আওয়াজ মনে পড়ে গেল , সে এক সাধু ছিল। সবাই ডাকত হরিবাবা। তিনি শুধু রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতেন আর উচ্চৈস্বরে বলতেন -
    " একবার হরি বল রে এ এ এ "
    আর কেউ হরি বলে ফেললে সে কি আনন্দ।

    আরো আছে , বাড়ির পাশেই মনোহরতলার মন্দির। সেখানে সারা কার্তিক মাস জুড়ে মঙ্গলারতি হয়। ভোরের আলো ফোটার আগে। আরতির পরে কীর্তনীয়াদের পাড়া ঘুরে ঘুরে গান "শুক বলে ওগো সারে ঘুমায়োনা আর........"

    লেপের ওম আর সে গান .............

  • J | 160.62.4.10 | ১৩ জুলাই ২০০৬ ২০:১৩634132
  • জিগেস কোরো। কিন্তু আমার যুক্তিটাও শোনো। বেলফুল ফুল হয়ে ফুটে গেলে তার তখন তেমন দাম থাকে না। বেলকুঁড়ির মালাই বিকোয়। ফোটাফুলের মালা বিকোতে চায় না। নানা বিক্রেতা নানা সুরে ডাকে। তবে আজকাল কি আর বিকোয় ফুলের মালা? বহুকাল তো সেসব আর দেখিনি কোলকেতায়। অনেক আওয়াজ একেবারেই মিলিয়ে গেছে, তেমনি নতুন আওয়াজ জুড়েছে প্রচুর।
  • Parolin | 213.94.228.210 | ১৩ জুলাই ২০০৬ ২০:১৯634133
  • হক কথা যোদি। যুক্তি মেনে নিলুম ।

    দক্ষিণের রাস্তায় কিন্তু বহুত বিকোয়। বেশিরভাগ ফুল বিক্রেতারাই কিন্তু মহিলা। দশাশই চেহারা , দ্রুত-হাতে মালা বুনে যায় আর মুখে সে কি চিতকার

    পু পু পু পু এ এ
  • J | 160.62.4.10 | ১৩ জুলাই ২০০৬ ২০:৩৬634134
  • দক্ষিন মানে দক্ষিণ কোলকেতা? :-)
    স্ট্রীকটলি কোলকেতার আওয়াজ চেল্লামেল্লি নিয়ে আলোচনা হচ্ছে, নইলে বিক্কম খচবে।
  • Parolin | 213.94.228.210 | ১৩ জুলাই ২০০৬ ২০:৪৯634135
  • খচে দেখুকি না একবার।
    গ্লোবাল ভিলেজ নিয়ে এইসান একখান বক্তিমে দেবো না।

    আর টই এর কোনো গাইড্‌লাইন আছে না কি ? এখেনে যে বেদ-বেদো-কদবেল একাকার হয়ে ঘেঁটে থাকে , তার বেলা ?
  • J | 160.62.4.10 | ১৩ জুলাই ২০০৬ ২০:৫৪634136
  • পাড়ায় পাড়ায় চাগ্রী না পাওয়া বেকার ছেলেরা মোড়ের রক পালিশ করত। চেঁচিয়ে আড্ডা দিতো, আর হাসির কথা হলে একসঙ্গে হাসত ম্‌উহাহাহাহাহাহাহা... বহুৎ দূর থেকে শোনা যেত।
    আবার চাকুরে ও বুড়োদের আড্ডাও হতো পাড়ার মোড়ে চায়ের দোকানে রকে, সেখানেও গলানীচু করে বিশেষ কেউ কথা বলত না, আওয়াজের কোনো আগল ছিলো না। সেগুলোও ছিলো কলকাতার আওয়াজ।
    লোকের সন্ধ্যেবেলা প্রচুর সময় থাকত। মানে বেটাছেলেদের। তারা অফিস থেকে ফিরে গুলতানিতে ব্যস্ত থাকত। কলকাতায় বেশিরভাগ পাড়ায়ই তখন টিভি সেভাবে আবিষ্কৃত হয় নি। হলেও সেটা ছিলো মেয়েদের দেখবার জিনিস। টিভির চিত্রমালা আওয়াজও ছিলো, বা চিত্রহার। কিন্তু নাম শুনেই বোঝা যাচ্ছে ওগুলো মেয়েদের জিনিস। বেটাছেলেরা টিভির আওয়াজকে অত পাত্তা দিতো না, তবে খেলা টেলার সিধা প্রসারণ হলে, এক সঙ্গে পাড়া কেঁপে উঠত, "আ আ আ উ ট!!!"
  • J | 160.62.4.10 | ১৩ জুলাই ২০০৬ ২০:৫৯634137
  • লাস্ট বাস চলে যাবারো বেশ অনেক পরে যেতো লাস্ট ট্রাম। মধ্যরাত। সারকুলার রোডের ট্রামলাইনের ওপর ধাতব শব্দ করে চলে যেত ট্রাম। তারপরে আওয়াজ খুব কম, দুয়েকটা রিকশা তাতে মাতাল সওয়ারী, ক্বাচিৎ বলহরিহরিবোল। তারপরে সব চুপ।
  • J | 160.62.4.10 | ১৩ জুলাই ২০০৬ ২১:০৩634138
  • পারো, ইউ আর কারেক্ট। লেক গার্ডেন্স যদি কোলকেতা হয় তবে, ...... ঠিকাছে। সবই গ্লোবালাইজেশান। উদিকে সাইকেল রিক্‌শা ছিলো না? তার আওয়াজ আর হাতে টানা রিক্সার আওয়াজ পুরো আলাদা। হাতে টানা রিক্সার রিক্সাওয়ালার হাতে ঘন্টি থাকতো, পেতলের ঘন্টি। রিক্সা উল্টোলেও তার আওয়াজ ছিলো। অনেকটা বিশ্বকর্মা পুজোর দিনে ভোকাট্টা আওয়াজের মতো।
  • vikram | 134.226.1.136 | ১৩ জুলাই ২০০৬ ২১:০৮634139
  • গড়িয়াহাটের মোড়ে ফুটপাথে জামা বিকোচ্ছে

    ফড়িফ্‌ফাইব ফড়িফ্‌ফাইব ফড়িফ্‌ফাইব বলে পয়ঁতাল্লিশ টাকা দামে।

    বিক্রম

  • tan | 131.95.121.251 | ১৩ জুলাই ২০০৬ ২১:১১634142
  • বাসে বাসে বাসে? কন্ডাকটরেরা? যখন স্টপেজের নামগুলো বলে? গাছতলা গাছতলা গাছতলা? গাঁজা পার্ক গাঁজা পার্ক গাঁজা পার্ক????
  • Parolin | 213.94.228.210 | ১৩ জুলাই ২০০৬ ২১:১১634141
  • ধুস্‌স যোদি , তুমি না। তোমার আউট শুনে এত্তবড় করে লিখলাম ভোকাট্টা , তারপর দেখি বলে দিয়েছো।
    তবে সোনামুখির ওদিকে সবাই রথের দিন ঘুড়ি ওড়ায় , বিশ্বকর্মাপুজোর দিনে না।
  • Parolin | 213.94.228.210 | ১৩ জুলাই ২০০৬ ২১:১৫634143
  • ও ট্যান , তোমার বাসের কথায় মনে পড়ে গেল। বর্ধমানের এক গ্রামের নাম কুন্ডপুষ্করিণী।
    বাসের কন্ডাকটরা বলে -
    এ কুঁড়পুকুর কুঁড়পুকুর।
  • tan | 131.95.121.251 | ১৩ জুলাই ২০০৬ ২১:২২634144
  • এই গাঁজা পার্কের নাম শুনে মাইরি আমি প্রথমে ভীষণ থতমত খেয়ে গেছিলাম! গাঁজা গাছের পার্ক? নাকি যেখানে লোকে গাঁজা খায় এমন পার্ক? :-)))
    বিডন স্ট্রিটকে কেন জানি বিডনি স্ট্রীট বলে চেঁচায়।
  • Tirthankar | 130.207.94.244 | ১৩ জুলাই ২০০৬ ২১:২৪634145
  • আশির দশকের প্রথমদিকে পার্ক সার্কাস অঞ্চলে কিছু ছেলেছোকরা মিলে একটা ভলান্টারি সৎকার সমিতি বানিয়েছিল; মড়া কাঁধে তারা স্মশানে যেতো এই স্লোগানটা দিতে দিতে -

    সবাই বলো! আবার বলো!
    থামলে কেনো? বলেই ফ্যালো !
    জোরসে বলো ! প্রেমসে বলো !
    হলোটা কি ? ভুলে গেছো ?

    প্রথম তিনটে লাইন ষাট ডেসিবেলে, লাস্ট লাইনটা একশো ষাট। পিলে চমকে ওঠার যোগাড়!
  • Tirthankat | 130.207.94.244 | ১৩ জুলাই ২০০৬ ২১:২৭634146
  • আর বি টি রোডে আই এস আই-এর সামনে কন্ডাকটররা চেঁচিয়ে "ট্যাসটিকাল, ট্যাসটিকাল' (স্ট্যাটিস্টিকাল) বলে। অশ্লীলতার চূড়ান্ত একেবারে!
  • tan | 131.95.121.251 | ১৩ জুলাই ২০০৬ ২১:৩০634147
  • তাইতেই কাত? নামটা তীর্থংকরের জায়্‌গায় তীর্থংকাত দেখে আমি চেয়ার থেকে মাটিতে! ভূমিসাৎ!:-))
  • Tirthankar | 130.207.94.244 | ১৩ জুলাই ২০০৬ ২১:৩১634148
  • টি-এর আধিক্যে আমার নামের শেষেও একটা টি এসে গেছে!
  • tan | 131.95.121.251 | ১৩ জুলাই ২০০৬ ২১:৩৯634149
  • লজেন্স বিক্রেতা কি বাসে উঠতো? কি ভালো ভালো ছড়া বলতো!
    "লর্ডসের আনারস/যত চুষবেন তত রস"
  • vikram | 134.226.1.136 | ১৩ জুলাই ২০০৬ ২১:৫৬634150
  • তনু,
    গাঁজা পার্কে গাঁজা খাওয়া হয়।

    বিক্রম
  • dd | 202.122.18.241 | ১৩ জুলাই ২০০৬ ২২:০৫634152
  • ভিকিদা
    সব পার্কেই গাঁজা খাওয়া হয়।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা মনে চায় মতামত দিন