এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • বিকল্প, শ্রমনিবিড়, পরিবেশবান্ধব, উন্নততর শিল্পায়ন। কী ভাবছেন সবাই?

    শুভ
    অন্যান্য | ২৫ মে ২০১৪ | ২২৯৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • PL | 103.115.84.195 | ২৫ মে ২০১৪ ০৮:৫৬636311
  • উইন্ড পাওয়ার্ড, সোলার পাওয়ার্ড প্ল্যান্ট আর সমুদ্রের ঢেউ থেকে পাওয়ার তৈরি করে চলা প্ল্যান্ট। শ্রমনিবিড় হবে কিনা জানিনা, তবে পরিবেশবান্ধব তো হবেই।
  • PL | 103.115.84.195 | ২৫ মে ২০১৪ ০৯:১৯636346
  • আচ্ছা। আর বায়োফুএল নিয়েও অনেক কাজ হচ্ছে না? মাঝে মাঝে পেপারে পড়ি।
  • cm | 233.236.237.233 | ২৫ মে ২০১৪ ০৯:৩৬636357
  • আশা করব শুভ নিজের ভাবনাও জানাবেন।
  • দেব | 135.22.193.146 | ১৩ জুন ২০১৪ ১৪:৩৬636368
  • পরিবেশবান্ধব শিল্পায়ন বলে কিছু নেই। যা আছে তা হল বেশী পরিবেশ দূষণ বনাম কম। লাইনটা কোথায় টানবেন সেই হল প্রশ্ন।

    আর সেরকমই পরিবেশবান্ধব বহুতল, পরিবেশবান্ধব মল, পরিবেশবান্ধব ট্যাক্সি, পরিবেশবান্ধব 'ইকো পার্ক', পরিবেশবান্ধব রাস্তা বলে কিছু হয় না।

    আর 'বিকল্প' শিল্পায়নটা কি জিনিস?
  • dupoysa | 131.241.218.132 | ১৩ জুন ২০১৪ ১৭:৩৭636379
  • "শ্রমনিবিড় " : কি ধরনের শ্রম -দক্ষ না অদক্ষ ?
    অদক্ষ শ্রম কে প্রতিযোগিতার বাজারে accomodate করা সম্ভব ? শুধু বড় শিল্পে নয় - কুটির শিল্পেও । ভাবুন তো একটা কাঁচা হাতের বোনা তাঁতের শাড়ি কিনবেন নাকি দক্ষ হাতের বোনা শাড়ি কিনবেন ? অদক্ষ কে নিজে খেটে দক্ষ হতে হবে । IT manufacturing অথবা কুটির শিল্প সব শিল্পেই টিকে থাকতে গেলে তাই নিয়ম ।
  • কল্লোল | 111.63.144.152 | ১৪ জুন ২০১৪ ১১:০০636390
  • অদক্ষ শ্রম মনে কি? কেউ একটু বুঝিয়ে বলবেন?
    সকলেই প্রথমে অদক্ষ থাকে, কাজ করতে করতে শেখে। এটা তাঁতি, কুমোর, কামার ইঃ ক্ষেত্রে প্রযোজ্য।
    আর কিছু মানুষ কারিগরী বিদ্যালয়ে নানান কাজ শেখে, তারপর শিল্পক্ষেত্রে আসে। তারাও অ্যাপ্রেন্টিসগিরি করে তবেই "দক্ষ" হয়।
    তাই বলছিলুম অদক্ষ শ্রম মনে কি?
  • কল্লোল | 111.63.144.152 | ১৪ জুন ২০১৪ ১১:০১636401
  • *মানে
  • haripada | 122.79.36.102 | ১৪ জুন ২০১৪ ১২:৪৮636412
  • মনে হয় আনস্কিলড লেবার বোঝাতে চেয়েছেন। যেমন রাজমিস্ত্রির সাথে যোগাড়ে।
  • কল্লোল | 111.63.135.188 | ১৪ জুন ২০১৪ ১৪:৩২636312
  • তাই কি? দুপয়সা কি হরিপদর সাথে একমত?
  • haripada | 122.79.37.7 | ১৪ জুন ২০১৪ ১৮:৩৮636323
  • নাঃ আমি যে অর্থে বলেছি সে অর্থে বলেননি বলেই মনে হচ্ছে। উনি তো অদক্ষ শ্রমের উদাহরণ হিসেবে কাঁচা হাতের শাড়ির কথা বলছেন। আমার উদাহরণে অদক্ষ শ্রম দক্ষ শ্রমের সাথে সাথে যায় তার অপরিহার্য অঙ্গ সে।

    যত গোল হয়েছে এসবের আলাদা আলাদা দাম হয়ে।
  • jhiki | 149.194.251.166 | ১৪ জুন ২০১৪ ১৯:০১636327
  • আলাদা দাম না দিলে মানুষ দক্ষতা অর্জন করবে কীসের আশায়?
  • haripada | 122.79.39.113 | ১৪ জুন ২০১৪ ১৯:৫০636328
  • পাকা বাড়িতে থাকবে বলে।
  • jhiki | 149.194.251.166 | ১৪ জুন ২০১৪ ২১:৩৫636329
  • সেতো অদক্ষ লোকেরাও পাকা বাড়ীতেই থাকবে বলছেন!!
  • কল্লোল | 111.63.153.75 | ১৫ জুন ২০১৪ ২২:০২636330
  • হরিপদ বলছেন, অদক্ষ শ্রম মনে -
    "আমার উদাহরণে অদক্ষ শ্রম দক্ষ শ্রমের সাথে সাথে যায় তার অপরিহার্য অঙ্গ সে।"
    উদাটি আর একটু নির্দিষ্ট করলে সুবিধা হয়।
  • su | 86.118.6.148 | ১৬ জুন ২০১৪ ০০:৫৯636331
  • অফশোর উইন্ড টারবাইন ও সম্ভাবতা খুব একটা এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি নয় - মেরিন ইকোলজি র নাকি প্রচুর ক্ষতি হচ্ছে এর ফলে - লোকাল ফ্লোরা এন্ড fauna এর উপরে ইমপ্যাক্ট ও অপরিসীম ।
  • su | 86.118.6.148 | ১৬ জুন ২০১৪ ০১:১৭636332
  • বায়োফুয়েল নিয়েও যে পরিবেশের উপরে ইমপ্যাক্ট নেই তা নয়। বায়োফুয়েল এর জন্য চাষ হলে - দু ভাবে তার ইমপ্যাক্ট পরে, ফুড ক্রপ এর থেকে corn ইত্যাদি তে লাভ বেশি বলে ফুড ক্রপ এর বদলে corn তৈরি হলে খাদ্য শস্যের দাম বাড়ে, ফলে গ্লোবাল ইকোনমিক disparity ও বাড়ে।।দুর্ভিক্ষের সম্ভাবনা ও বাড়ে। অন্যদিকে চাষের জমিতে ফুড ক্রপ এর বদলে বায়ো ফুয়েল এর জন্য চাষ হলে ঘাটতি মেটাতে deforestation বাড়ে। কোন একটা স্টাডি তে নাকি দেখা গিয়েছিল, এই deforestation এর জন্য পরিবেশ এর উপরে যে ইমপ্যাক্ট [অক্সিজেন ইত্যাদির জন্য ], সেটা প্রতি একর জমির জন্য বায়ো ফুয়েল এর সুফল পেতে [break even হতে ] ৯০+ বছর লেগে যেতে পারে ।
  • haripada | 122.79.36.120 | ১৬ জুন ২০১৪ ০৮:৪৯636333
  • রাজমিস্ত্রী ও যোগাড়ে। তবে দাবীটি উদাহরণ স্পেসিফিক নয়। অর্থাৎ ঘুরিয়ে বললে আমি দক্ষ অদক্ষ বিভাজনে বিশ্বাস করিনা।
  • কল্লোল | 125.241.17.146 | ১৬ জুন ২০১৪ ০৯:০২636334
  • যোগাড়ের কাজ কি? বালি, সিমেন্ট ও জল দিয়ে মিশ্রনটি তৈরী করা। ইঁটের জোগান দেওয়া ইঃ
    এই দুটো কাজই আমার আপনার মতো কাউকে দিয়ে করিয়ে দেখবেন - দক্ষ-অদক্ষ টের পাওয়া যাবে। যেমন মাটি কাটার কাজ। আমার আপনার মতো কাউকে দিতে দুহাত চাওড়া দুহাত লম্ব ও দু হাত গভীরতার একটা গর্ত খুঁড়তে দিয়ে দেখুন - দক্ষ-অদক্ষ টের পেয়ে যাবেন।
    এটুকুই বলার ছিলো।
  • haripada | 122.79.36.154 | ১৬ জুন ২০১৪ ১০:২৫636336
  • কল্লোলদা কি আমায় বকা দিলেন? আমি ঐগুলো করে দেখেছি বলেই বিভাজনে বিশ্বাস করিনা।

    তবে সকলেরই করে দেখা উচিত।
  • :-( | 131.241.218.132 | ১৬ জুন ২০১৪ ১০:৩৬636337
  • চটকল মালিক খুনের পর আর কি শিল্প আসবে ?এইভাবেই এক কালে কত কারখানা বন্ধ হয়ে গেছিল। নিজেদের পায়ে কুড়ুল মারা !
  • কল্লোল | 116.66.157.243 | ১৬ জুন ২০১৪ ১৩:৩৫636338
  • হরিপদ।
    এই দ্যাখো আপনিই তো লিখলেন Date:14 Jun 2014 -- 06:38 PM আমার উদাহরণে অদক্ষ শ্রম দক্ষ শ্রমের সাথে সাথে যায় তার অপরিহার্য অঙ্গ সে।
  • haripada | 122.79.36.116 | ১৬ জুন ২০১৪ ১৪:২৬636339
  • আর৮ঃ৪৯?
  • কল্লোল | 111.63.141.167 | ১৬ জুন ২০১৪ ১৬:৫৩636340
  • তাতে আবার লিখলেন - আমি ঐগুলো করে দেখেছি বলেই বিভাজনে বিশ্বাস করিনা।
    কোনটা ধরবো?
  • haripada | 122.79.39.95 | ১৬ জুন ২০১৪ ১৭:২০636341
  • আমি একসাথে দুটো জিনিস লিখেছি।

    ১)সাধারণ জনমানসে ওরকম একটা বিভাজন আছে। লেবার মিনিস্ট্রি আনাস্কিলড এবং স্কিলড ক্লাসিফিকেশন করে। সেটার কেন জাস্টিফিকেশন নেই। একে অপরের অপরিহার্য অঙ্গ ইত্যাদি।

    ২) আমার ব্যাক্তিগত মত। সেটাও স্পষ্ট করেই লিখেছি।

    আবারো স্পষ্ট করেই লিখেদি আমার গায়ে খাটার অভিজ্ঞতা আছে।
  • hmm | 131.241.218.132 | ১৬ জুন ২০১৪ ১৭:৩৫636342
  • বুঝলাম না । একজন অভিজ্ঞ রাজমিস্ত্রী বা লেবার আর আমাদের গায়ে খাটার এন্ড প্রোডাক্ট কোয়ালিটির মধ্যে পার্থক্য নেই ?!
  • S | 81.191.150.74 | ১৬ জুন ২০১৪ ২৩:২৭636343
  • স্কিলড আর আনস্কিলড লেবারের ক্লাসিফিকেশন করার সবচেয়ে সহজ উপায় হচ্ছে সেই কাজটা করার জন্যে কতটা শিক্ষা/অভিজ্ঞতা দরকার। কল্লোল, হরিপদ, আমি বা রাজমিস্ত্রি, যোগাড়ে সবাই বালি, সিমেন্ট মেশাতে পারব, অল্প কিছু দিনের চেষ্টায়। একজন ডাক্তার বা কম্পিউটার সায়েন্টিস্ট মাস খানেকের চেষ্টায় ইঁট বওয়া বা বালি মেশানোতে অভিজ্ঞ হতে পারবে কিন্তু একজন জোগাড়ে এক মাসের চেষ্টায় স্পেশালিস্ট সার্জন হতে পারবে না বা জাভা, C++ প্রোগ্রাম লিখতে পারবে না, ক্যানসারের ড্রাগ আবিষ্কার করতে পারবে না, দেশের অর্থনৈতিক পলিসি ঠিক করতে পারবে না ইত্যাদি কারণ এগুলো করতে গেলে কিছু স্পেশাল শিক্ষা আর অভিজ্ঞতা দরকার। এখানে ক্যাচ ওয়ার্ড হচ্ছে স্পেশালাইজড শিক্ষা আর অভিজ্ঞতা। এখন একজন যোগাড়ে কেন সেই শিক্ষা পায় নি সেটা ভিন্ন তর্ক। কিন্তু দিনের শেষে, যোগাড়ের কাজ যে কেউ শিখে নিতে পারে অল্প কিছু দিনের মধ্যে, তাই সেটা স্কিলড লেবার নয়। অন্যদিকে যেসব প্রফেশন স্কিলড লেবার হিসাবে ক্লাসিফায়েড, সেগুলো প্রপার শিক্ষা ছাড়া আয়ত্ত করা কঠিন।
  • কল্লোল | 122.110.90.176 | ১৭ জুন ২০১৪ ০৫:৪৪636344
  • এই যে। উন্নয়নের ঠেলা সামলানো গেলো না।
    http://www.epaper.eisamay.com/Details.aspx?id=12087&boxid=162440421
    ======================================

    Name: dupoysa IP Address : 131.241.218.132 (*) Date:13 Jun 2014 -- 05:37 PM
    " "শ্রমনিবিড় " ঃ কি ধরনের শ্রম -দক্ষ না অদক্ষ ?
    অদক্ষ শ্রম কে প্রতিযোগিতার বাজারে accommodate করা সম্ভব ? শুধু বড় শিল্পে নয় - কুটির শিল্পেও।"

    কথাটা হলো কাজটা জরুরী কিনা। কতো তাড়াতাড়ি একজন জাভা জানা মানুষ অভিজ্ঞ জোগাড়ে হবেন বা কত তাড়াতারি একজন জোগাড়ে জাভা প্রোগ্রামার হয়ে উঠবেন, সেটা নয়। জোগাড়ের দরকার আছে কি নেই - এটাই মাপকাঠি।

    বড়, মাঝারী, কুটির যে কোন শিল্পে যদি "অদক্ষ" শ্রমের দরকার থাকে তো তার চাহিদাও আছে। Accommodate করার প্রশ্নই ওঠে না, তার চাহিদার জোরেই সে থাকবে।
    এখানে ঐ সব "অদক্ষ" কাজের যন্ত্রায়ন হয় খরচ কামানোর নামে। আসলে ওয়ার্ক ফোর্সের সংখ্যা কমানো (ইউনিয়ান কমজোরী করা)ও পিএফ ইঃ দায়িত্ব ঝেড়ে ফেলার কুমতলবে।
  • dupoysa | 131.241.218.132 | ১৭ জুন ২০১৪ ১২:৪১636345
  • বেশ। কিন্তু উত্তর পেলাম না - "ভাবুন তো একটা কাঁচা হাতের বোনা তাঁতের শাড়ি কিনবেন নাকি দক্ষ হাতের বোনা শাড়ি কিনবেন ? " অথবা নিজের বাড়ি তৈরির সময় পয়সা দিয়ে আমাকে হরিপদ কে রাজমিস্ত্রী / লেবার হিসেবে নিয়োগ করবেন না একজন অভিজ্ঞ "দক্ষ" রাজমিস্ত্রী /লেবার কে ?
  • lcm | 118.91.116.131 | ১৭ জুন ২০১৪ ১৩:১৩636347
  • একসময় হাল-বলদে চাষ হইত। ডোঙায় কইর‌্যা ক্ষেতে জল দেওয়া হইত। অনেক অনেক মানুষের জীবিকা ছিল ক্ষেতি।
    এখন ট্রাক্টর হইসে, ইলেকট্রিক পাম্প হইসে - অটোমেশন হইসে, ক্ষেতি-আবাদে এখন আর অত লোক লাগে না।

    ভাগ্যিস যন্ত্রায়ণ হইসে, নইলে ১২০ কোটিরে খাবার জোগাইনো...।
    দু হাজার বছর আগে বুদ্ধ কইসিলেন - ক্ষুধার্তরে বাণী দিও পরে, আগে দিও খাবার।
    এখন থাগলে কইতেন - আগে খাবার দাও, পরে ইন্টারনেটে প্রেম দিও।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ক্যাবাত বা দুচ্ছাই মতামত দিন