এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • বিকল্প, শ্রমনিবিড়, পরিবেশবান্ধব, উন্নততর শিল্পায়ন। কী ভাবছেন সবাই?

    শুভ
    অন্যান্য | ২৫ মে ২০১৪ | ২২৯৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • haripada | 122.79.36.178 | ১৭ জুন ২০১৪ ১৩:১৫636348
  • আপনি অদক্ষ বলতে ঠিক কি বোঝাচ্ছেন বলুন তো? হেড মিস্ত্রি হয় দক্ষ তার বয়স বেশ আর তার তলায় অদক্ষ (ছেলে ছোকড়ারা) থাকে। জন্মেই কি আর কেউ ছুটতে থাকে সেই হাঁটি হাঁটি পা পা করেই শুরু হয়।
  • কল্লোল | 125.242.252.162 | ১৭ জুন ২০১৪ ১৪:৩৭636349
  • Name: dupoysa IP Address : 131.241.218.132 (*) Date:17 Jun 2014 -- 12:41 PM
    বেশ। কিন্তু উত্তর পেলাম না - "ভাবুন তো একটা কাঁচা হাতের বোনা তাঁতের শাড়ি কিনবেন নাকি দক্ষ হাতের বোনা শাড়ি কিনবেন ? "

    আপনি কি ধারনা থেকে এই পোস্টটা করেছেন, বুঝতে পারলাম না। আমি তো কোনদিন কোথাও "কাঁচা হাতের বোনা তাঁতের শাড়ি" দেখিনি। সুতোর গুণগত মানের পার্থক্যে দামের পার্থক্য হয়। কিন্তু কাঁচ হাতের বোনা তাঁতের শাড়ি বাজারেই আসে না। যারা শিক্ষানবীশ তাদের বোনা শাড়ি বাজারে আসার প্রশ্নই নেই। তারা শাড়ি বোনেও না। একটু একটু করে তাদের হাতে তাঁত ছাড়া হয় অভিজ্ঞরা পাশে দাঁড়িয়ে থেকে সারাক্ষন দেখিয়ে দেন। ঠিক না হলে খুলে ফেলে আবার বোনা হয়।
  • কল্লোল | 125.242.238.122 | ১৮ জুন ২০১৪ ০৮:৫২636351
  • ধন্যবাদ অরণ্য। আমি তুলতে যাচ্ছিলাম।
    অসাধারণ এক পবিত্র ক্রোধ।
  • aranya | 154.160.5.25 | ১৮ জুন ২০১৪ ০৮:৫৭636352
  • জয়া-দি নমস্য ব্যক্তি, খুবই শ্রদ্ধা করি ওনাকে
  • lcm | 118.91.116.131 | ১৮ জুন ২০১৪ ০৯:০৮636353
  • হাজার হাজার বছর ধরে কত প্রাকৃতিক ঘটনা ঘটল - আর এখন হয়েছে এই এক ফ্যাচাং - দুনিয়ায় সব কিছু মানুষের দোষে - বেশী বৃষ্টি হলে মানুষের দোষ, বৃষ্টি কম হলে মানুষের দোষ।
    তার চেয়ে চলুন আমরা সকলে মিলে মৃত্যু যাপন করি - কয়েক শত কোটি আমরা মারা যাই - তাইলে প্রকৃতি শান্তিতে থাকে - মরতে তো হবেই এমনিতে ।
  • aranya | 154.160.5.25 | ১৮ জুন ২০১৪ ০৯:৪২636354
  • জঙ্গলের স্তর, ম্যানগ্রোভ অরণ্য ধ্বংসের ফলে যে আয়লায় ক্ষতি অনেক বেশি হয়, আম্রিগার বায়ু অঞ্চলের জঙ্গল ব্যাপক হারে কাটা না পড়লে যে হারিকেন ক্যাটরিনা-য় ক্ষতি অনেক কম হত, এ নিয়ে কোন বিতর্ক আছে বলে মনে হয় না
  • ঈশান | ১৮ জুন ২০১৪ ০৯:৫২636355
  • ইকিরে এইটা থাকতে আমি ভাটে এত বাণী দিলাম? কেউ একবার সাবধানও করলনা? এখানে সবাই অপ্রাকৃতিক অকালকুষ্মান্ড। জঘইন্য।
  • lcm | 118.91.116.131 | ১৮ জুন ২০১৪ ০৯:৫৬636356
  • এই যে, ধরো ইয়োলোস্টোন পার্ক, শীতে ঠান্ডা বরফ, ৭ থেকে ১০ ফুট বরফ। বলে ৬০০০ বছর আগেও নাকি দু-তিন হাজার ফিট বরফের নীচে ছিল।
    বিচ্ছিরি, কুচুটে পারমানবিক সভ্যতা, আকরিক সভ্যতা তো আর কদিনের, দুধের শিশু, মেরেকেটে দেড়্শো বছর - তার আগে কি করে বরফ গলত। ক্যাটাররিনার বাবার সাইজের হ্যারিকেন আমেরিকায় হয়েছে - কোনো অনু-পরমানু বিশ্লেষণ ছাড়াই।
  • haripada | 122.79.38.48 | ১৮ জুন ২০১৪ ০৯:৫৭636358
  • সব কিছু মানুষের দোষে নয়। একদা ডাইনোসরের বর্জ্যথেকেও নাকি গ্লোবাল ওয়ার্মিং হৈছিল।
  • lcm | 118.91.116.131 | ১৮ জুন ২০১৪ ০৯:৫৯636359
  • তব্বে, ডাইনোদের থেকে শিক্ষা নেওয়া উচিত, এবার হাগু চেপে বসে থাকা ছাড়া আর কিই বা উপায়...
  • কল্লোল | 125.241.44.51 | ১৮ জুন ২০১৪ ১০:০৫636360
  • মানুষের দোষ তো বটেই। শেষ তিন/চারশো বছর ধরে মানুষ প্রকৃতিকে যথেচ্ছ "ব্যবহার" করেছে। আজ তার প্রতিক্রিয়া জানাচ্ছে প্রকৃতি।
    http://www.epaper.eisamay.com/Details.aspx?id=12087&boxid=162440421
    এটা পরিবেশ ও বনমন্ত্রকের বিশেষজ্ঞ কমিটির রিপোর্ট।
    হালটা বোঝা যাচ্ছে?
    মরতে চাইছেন? আপনার চাওয়া না চাওয়ার উপর বসে নেই প্রকৃতি। উত্তরাখন্ডের প্রকৃতির এই হামলায় কত মানুষ মারা গেছেন তা খোঁজ রাখেন? সরকারী হিসাবেই ১০০০০এর ওপর।
    এর পর আছে উষ্ণায়ন। বছর দুয়েক আগেও অনেকেই ব্যাঙ্গ করেছেন, "চক্রান্ত তত্ত্ব" খুঁজে পেয়েছেন। এবারের গরমে টের পাচ্ছেন নিশ্চই "চক্রন্ত" নয় এটা প্রত্যাঘাত। পরিবেশে ক্রমাগত দূষণ বাড়িয়ে যাওয়ার প্রাকৃতিক প্রত্যাঘাত। আজ ইউএনও বাধ্য হচ্ছে বলতে গোলকোষ্ণতা অন্ততঃ দু ডিগ্রি কমাতে হবে। নইলে অদূর ভবিষ্যতে সমুদ্রপৃষ্ঠ আর দুই/তিন মিলিমিটার উপরে উঠলেই আজকের উপকূল (চেন্নাই থেকে ক্যালিফোর্নিয়া) পুরোপুরি ডুবে যাবে।
    মরতে তো হবেই। এখন, জলে ডুবে মরবেন, না গরমে ঝলসে, সেটা আপনি বেছে নিতে পারেন হয়তো।
  • কল্লোল | 125.241.44.51 | ১৮ জুন ২০১৪ ১০:০৭636361
  • লিখে পরে মনে হলো। মানুষের দোষে বললে সেই সব মানুষদের অপমান করা হয়, যারা আজও প্রকৃতির সাথে বাঁচেন।
    আসলে এটা বেশ কিছু লোভী মানুষের দোষ।
  • কল্লোল | 125.241.44.51 | ১৮ জুন ২০১৪ ১০:১২636362
  • একটা অসঐব্য কোশ্ন পেলো। লসাগু কি ডাইনোদের পরিমানে, ইয়ে মানে, বর্জ্য ত্যাগ করেন নাকি?
  • aranya | 154.160.5.25 | ১৮ জুন ২০১৪ ১০:১৩636363
  • হারিকেন আগে হয়েছে, ভবিষ্যতেও হবে।
    কিন্তু হারিকেনে ক্ষয়্ক্ষতি কতটা হবে, তার সাথে উপকূলবর্তী ম্যানগ্রোভ জঙ্গলের ঘনত্বের সরাসরি সম্পর্ক - জঙ্গল যত কমবে, ক্ষতি হবে তত বেশি
  • lcm | 118.91.116.131 | ১৮ জুন ২০১৪ ১০:১৩636364
  • আপনাদের মরণ আটাকানোর জাদু জানা আছে নাকি।
    ৭০০ কোটি (বেড়ে ৯০০ র পথে) মানুষের ক্ষুধা, বাসস্থান - আরো নেবে, আরো খাবে।

    পিথিবি এমনিই ঝলসে যাবে, আপনে এখন জঙ্গলে বসে ঝলসানো মাংসো খেলেও যাবে, নাইলেও যাবে। আমরা কেউ আটকাতে পারবো না, বড়জোর নেটে বসে তক্কো করতে পারবো।
  • lcm | 118.91.116.131 | ১৮ জুন ২০১৪ ১০:১৪636365
  • হে হে, ডাইনো হেগে মড়ল - আর ক্ষুদ্রাতিক্ষুদ্র পোকাগুলি কি কইর‌্যা উধাও হইল।
  • lcm | 118.91.116.131 | ১৮ জুন ২০১৪ ১০:১৫636366
  • বোঝো ! কি যে বলো। ঝড়ে ক্ষয়ক্ষতি তো এক্শো বছর আগের থেকে অনেক অনেক কম। আগে তো মানুষ কিছু জানতেও পারত না।
  • - | 109.133.152.163 | ১৮ জুন ২০১৪ ১০:১৬636367
  • কিন্তু ডাইনোদের সময়ও কি লোভী মানুষেরা ছিল?
    পিটি আর কল্লোলের মধ্যে কি শুধু এইই পার্থক্য একজন তিরিশ বছরের টাইম স্প্যান কেন চিরস্থায়ী হলনা ভেবে দুঃখু করেন আরেকজন তিনশো বছরের সময়্কালটা হারিয়ে গেল ভেবে চিন্তিত হন? এইটুকুই?
    বিসর্জনের জন্যই তো বোধন হয়। ধ্বংস হওয়াটাই তো সৃষ্টির নিয়তি। মহাকাশ কি একই রকম থাকে নাকি? সূর্যও তো ঠান্ডা হয়ে যাবে একদিন। সে কি মানুষ সোলার এনার্জী ব্যবহার করছে বলে না কি?
    মহা মুশকিল! ঃ-)
  • lcm | 118.91.116.131 | ১৮ জুন ২০১৪ ১০:১৭636369
  • ওহো ড্যাশ-এর কথাটা একজন কইল সেদিন। বলল, সুজ্জো থেকে সোলার শুষে নিলে সুজ্জো যখন নেতিয়ে যাবে - তখন খুব দুর্দিন হবে। অবশ্য তেমন কথা এখনও অ্যাল গোর সাহেব কন নাই।
  • aranya | 154.160.5.25 | ১৮ জুন ২০১৪ ১০:২৪636370
  • ম্যানগ্রোভ ফরেস্টের লেয়ার ঝড়-কে অ্যাবসর্ব করে, তাই ড্যামেজ কম হয়।

    এর বাইরে এ নিয়ে কোন বক্তব্য নেই।

    ১০০ বছর আগে ঝড়ে কত ক্ষতি হত, এখন কি অবস্থা - এ সম্বন্ধে কোন রিপোর্ট থাকলে দিতে পার, পড়ব।
  • লেফটি | 132.164.126.36 | ১৮ জুন ২০১৪ ১০:২৯636371
  • গুহামানবরা মিলেমিশে দিব্যি থাকত, শিকার করত আর ছবি আঁকত। কিন্তু কয়েকটা গুহামানব এমনি লোভী আর শয়্তান ছিল যে ব্যাটারা বললো আমরা চাষ করে খাব। এই নিওলিবারাল গুহামানবগুলো তখোন গুহার থেকে বেরিয়ে এসে বনজঙ্গল কেটে সাফ করে চাষ করতে লেগে গেল। এমনকি অনেকটা জঙ্গল সাফ করে গ্রাম বানিয়ে একসাথে থাকতে শুরু করলো। এই নিওলিবারাল গ্রামবাসীগুলোর লোভের কোন সীমাপরিসীমা ছিলনেকো।
  • - | 109.133.152.163 | ১৮ জুন ২০১৪ ১০:৩০636372
  • ১০০ বছর কেন অরণ্য? ১০০০০০০ বছর আগের পৃথিবী নিয়ে আগ্রহ নেই আপনার? এই ১০০ সংখ্যাটাই বা এল কোথা থেকে? এবং কেন?
  • lcm | 118.91.116.131 | ১৮ জুন ২০১৪ ১০:৩১636373
  • The 5 Most Devastating Hurricanes in U.S. History

    1893 : Cheniere Caminanda Hurricane (LA)
    1893 : Sea Islands Hurricane (GA/SC)
    1900 : Galveston, Texas Hurricane
    1928 : Southeast Florida/Lake Okeechobee Hurricane
    2005: Hurricane Katrina (MS/LA)

    আগের ৫০০ বছরের ইতিহাস ঘাঁটলে, তেমনভাবে তো রেকর্ড মাকজোক রাখা নেই - নইলে বেরোতো আরো।
  • aranya | 154.160.5.25 | ১৮ জুন ২০১৪ ১০:৩২636374
  • কল্লোল-দার লিঙ্কের রিপোর্ট-টা পড়ছিলাম।

    সুপ্রিম কোর্টের নির্দেশে তৈরী বিশেষজ্ঞ কমিটি রেকমেন্ড করেছে - অলকানন্দা ও ভাগীরথী-র অববাহিকায় অন্তত ২৩ টা জলবিদ্যুৎ প্রকল্প অবিলম্বে বাতিল করার জন্য।

    এলসিএম, এনি কমেন্টস?
  • সিকি | ১৮ জুন ২০১৪ ১০:৩৪636375
  • লসাগুদার দশটা সাতেরো এএমের বক্তব্যটা এক বিহারের ম্ন্ত্রীও ভেবেছিলেন। জলবিদ্যুৎ প্রকল্পের বিরোধিতা করে বলেছিলেন জল থেকে সমস্ত উর্জা বের করে নিলে সেই জল দিয়ে তারপরে ক্ষেতিবাড়ি হবে কী করে?

    এই ডায়ালগটা শূল সিনেমায় ইউজ করা হয়েছিল।
  • aranya | 154.160.5.25 | ১৮ জুন ২০১৪ ১০:৩৫636376
  • ওতে হবে না, এলসিএম :-) , একই ক্যাটাগরি-র স্টর্মের ক্ষেত্রে, উপকূলবর্তী জঙ্গলের লেয়ার কমছে বলে ক্ষতির পরিমাণ বাড়ছে কিনা -সেইটা দেখতে হবে
  • aranya | 154.160.5.25 | ১৮ জুন ২০১৪ ১০:৩৭636378
  • @ -, ১০০ সংখ্যাটা এলসিএম-এর একটা পোস্ট থেকে এসেছে
  • lcm | 118.91.116.131 | ১৮ জুন ২০১৪ ১০:৩৭636377
  • Most Devastating stroms in Indian subcontinent:

    - Backerganj cyclone, Bangladesh, 1584. Death toll: 200,000.

    - Hooghly River cyclone, India and Bangladesh, 1737. Death toll: 350,000.

    - Coringa cyclone, India, 1839. Death toll: 300,000.

    - Chittagong cyclone, Bangladesh, 1897. Death toll: 175,000.

    - Bhola cyclone, Bangladesh (East Pakistan), 1970. Death toll estimated at 150,000 to 550,000.

    - Great Bombay Cyclone, India (from the Arabian Sea), 1882. Death toll: 100,000.

    - Cyclone 02B, Bangladesh, 1991. Death toll: 140,000.
  • lcm | 118.91.116.131 | ১৮ জুন ২০১৪ ১০:৩৯636380
  • অরণ্য - বাপু, বলো তো এই সব বাঘা বাঘা ঝড়ের পেছনে কারা ছিল - হাতির বিষ্ঠা, না পরমাণুবোমা?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। পড়তে পড়তে প্রতিক্রিয়া দিন