এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • অব কি বার _ সরকার- ভোটের লাইভ আপডেট ২০১৪

    π লেখকের গ্রাহক হোন
    অন্যান্য | ১৬ মে ২০১৪ | ১৩৭৪৮০ বার পঠিত | রেটিং ৫ (১ জন)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • π | ১৮ মে ২০১৪ ২১:৫২637105
  • না, এটার সাথে বিজেপি র কোন সম্পর্ক নেই , সেটাই বলতে চাইছিলাম।
  • :-I | 69.93.198.131 | ১৮ মে ২০১৪ ২১:৫৩637106
  • কল্লোলবাবুকেঃ ধন্যবাদ। আপনার বিভিন্ন লেখা থেকে বোঝা যায় আপনি অনেক আগে থেকে রাজনীতির সাথে যুক্ত (আপনার লেখায় কোনকালে পি পি এফ-এর গৌতম ভদ্রর নামও দেখেছিলাম মনে হয়)। তাই এলাহাবাদ ব্যাঙ্ক আর হিন্দমোটর-এর কথা লিখেছিলাম। লেখা যেতো রেমিংটন-এর নামও(এর তদানীন্তন মালিক পাসারির নাম আপনার ভুলে যাওয়ার কথা নয়), স্টীল অ্যাণ্ড অ্যালায়েড প্রোডাক্ট্‌স্‌, ম্যাকনীল অ্যাণ্ড মেগর-এর ঘটনাসমূহ, বিনয় চৌধুরীর অপসারণ, শংকর সেনের পদত্যাগ জাতীয় ঘটনা,...স্বরাজ পাল, সরোজ মজুমদার থেকে শুরু করে পরবর্তী কালে সঞ্জীব গোয়েঙ্কা, পুরো টোডি গ্রুপ, হর্ষ নেওটিয়া প্রভৃতির নামের সাথে যুক্ত হয়ে জ্যোতিবাবুর পুরোনো রেল সংগঠনে থাকাকালীন বৈপ্লবিক ঔজ্জ্বল্য অনেকটাই হারায়। সঙ্গে চন্দন বসুর নাম বা পার্টির আরও অনেক কার্যকলাপ এর মাত্রা বাড়ায়। সিঙ্গুর, নন্দীগ্রাম কফিনে পেরেক পুঁতেছে মাত্র।

    পাশাপাশি নকশালদের অজস্র ফ্যাক্‌শন্‌-এর 'হম কিসিসে কম্‌ নেহী' কর্মসূচী সামগ্রিকভবে পুরো বামপন্থাকেই অপ্রাসঙ্গিক করে দিয়েছে বলে (আমার)মনে হয়।

    তবে আজকের পরিপ্রেক্ষিতে কে দোষী আর কে নির্দোষ, কে বিপ্লবী আর কে প্রতিবিপ্লবী, কে মেকি আর কে হঠকারী, এর তরজাটা এই যে এখানে চলে, তা বোধহয় ঠিক নয়। সময়টা অনেক ক্রিটিকাল, এবং আরও খারাপের দিকেই বইতে চলেছে।

    এই পাতা থেকে হয়তো বিরাট কিছু ঘটানো সম্ভব হবে না, হলে তো ভালোই হতো, কিন্তু বিপরীতে আমরা লড়ছি, একে অন্যের সাথে শ্লেষ, ব্যঙ্গ, খোঁচা নিয়ে... "বালখিল্য"-দের মায়াপাতার মস্তিতে মশগুল হতে।

    আমরা বাড়িতে বসে এখন এই মুহুর্ত্তে দেখছি স্টার আনন্দ তাদের মূল লক্ষ্য সামনের কর্পোরেশন ভোটে বিজেপিকে আরও শক্ত জায়্গায় সূক্ষ্মভাবে নিয়ে যাওয়াকে কিভাবে সম্পাদন করছে। (২৪ ঘণ্টাও তৃণমূলের ব্যর্থতা প্রমাণে প্রায় একই প্রতিপাদ্য নিয়ে উপস্থিত)। তবে আমার মনে হয় উভয়েরই বার্তা একই উদ্দেশ্যে প্রচারিত।

    দর্শকের সামনে ফ্যাক্ট্‌স্‌ & ফিগার্স তুলে ধরে দেখানো হচ্ছে এই ভোটে কলকাতার ১৪১টি ওয়ার্ডের মধ্যে ২৩টি ওয়ার্ডে বিজেপি ১ম স্থানে ও ৪৭টিতে ২য় স্থানে। এবং তার পাশাপাশি বিজেপি অফিসে তাদের পরিশ্রমী কর্মীরা কত খুঁটিয়ে খুঁটিয়ে ওয়ার্ড ভিত্তিক বিশ্লেষন করতে ব্যস্ত। যে কাজটার জন্য আগের সিপিআই সিপিএমকে লোকে টুপি খুলে কুর্নিশ করতো, এবং বিরোধীরা হাত কামড়াতো এই ক্ষমতা তাদের কিছুতেই আসছে না বলে।
    (পিটি বাবু কি শুনলেন?)
    আরেকটা কথা পিটিবাবু- আপনাকে কিছু লিখতে ভয় লাগে যদিও তবু বলি প্লিজ্‌ রাগ করবেন না, আপনার অন্য কন্‌সিস্টেণ্ট্‌ পৌনঃপুনিকতার কথা বাদ দিয়ে এই যে দিন দু তিন প্রভাত মুখুজ্জের 'মাস্টারমশাই' গল্পটার বারবার উল্লেখ করছেন, তাতে ওই শিক্ষিত 'হারান মাস্টার'এর গ্রামের নামও ছিল নন্দীগ্রাম। উপসংহারে চতুর নবীন শহুরে শিক্ষকের চাতুরীর কাছে তাঁর হেরে(?) যাওয়াটা থেকে কি মনে হয় না যে এই স্বল্পবিদ্যা, মিডিয়ক্রিটির উপরে উঠে আসা কত ভয়ঙ্কর। এই পশ্চিমবঙ্গে এই মিডিয়ক্রিটির রমরমা আজ হঠাৎ করে এলো না এই প্রক্রিয়ার শুরু অনেকদিন আগে আর তারই পরিণতি বর্তমান? এটা নিয়েও কোনো "Horns of Dilemma" আছে? নাকি "I don't know" ?)
  • π | ১৮ মে ২০১৪ ২২:০৪637107
  • না, না, এসব কী বলছেন ? মিডিয়া বিজেপিকে আরো শক্ত জায়গায় নিয়ে যাবার জন্য সূক্ষ্ণভাবে কাজ করে চলেছে ? মিডিয়া আবার এসব করে নাকি ?ঃ)
  • cm | 233.187.114.33 | ১৮ মে ২০১৪ ২২:০৯637108
  • মিডিয়া বোধহয় এই প্রথম ময়দানে নামল!
  • :-I | 69.93.198.131 | ১৮ মে ২০১৪ ২২:১২637109
  • π
    মোডী ভাই জেতার পরবর্তী ভাষণে যাদের প্রতি কৃতজ্ঞতা সরাসরি ঘোষণা করে জানিয়েছেন, মিডিয়ার নাম তাদের প্রথম তিনজনের মধ্যে ছিল। }8-(
  • π | ১৮ মে ২০১৪ ২২:১৩637110
  • ঃ)

    অনেকেরই সেটা মানতে আপত্তি দেখলাম তো, তাই বললাম ঃ)
  • Ekak | 24.99.106.61 | ১৮ মে ২০১৪ ২২:১৫637111
  • আরে মিডিয়া তো মিডিয়াম । দোল খেলায় পিচকিরি থাকবেনা :) কিন্তু পিচিকিরির মুখ কার দিকে সেটা রাজনীতি । পিচকিরি ঠিক করেনা ।
  • PL | 103.115.84.195 | ১৮ মে ২০১৪ ২২:১৮637112
  • "না, এটার সাথে বিজেপি র কোন সম্পর্ক নেই , সেটাই বলতে চাইছিলাম।"

    তাহলে ভুল করেছি, সরি। তবে জাগৃতিযাত্রার যে মেসেজ, এন্ত্রেপ্রেনেউর তৈরী করা, এটা আমার ভালোই লাগলো। মোদীও মনে হয় এই যায়্গাটায় গুরুত্ব দেয়।
  • }8-( | 69.93.198.131 | ১৮ মে ২০১৪ ২২:২২637113
  • এ পিচকিরি শুধু কি দোল খেলে? দোলায় না? আর যে দেশের অনেকেই (আমাকে নিয়ে) রাজনীতিজ্ঞানে এখনও মায়ের হাঁটুতে 'ঘুঘুর সই, পুতুল কই" দোল খাওয়ার অবস্থা, তারা এই দুলুনিতে কোথায় কখন মিডিয়া দোলনা থেকে ছিটকে পড়ব কেউ কি জানি?
  • PL | 103.115.84.195 | ১৮ মে ২০১৪ ২২:২৩637115
  • "আরে মিডিয়া তো মিডিয়াম । দোল খেলায় পিচকিরি থাকবেনা ঃ) কিন্তু পিচিকিরির মুখ কার দিকে সেটা রাজনীতি । পিচকিরি ঠিক করেনা ।"

    Ekak, আগে একটা পোস্ট করেছিলাম। ভোট বেরনোর দিন সকালবেলা এক বিজেপি নেতা মার্শাল ম্যাকলুহানকে কোট করেছিলেন, দ্য মিডিয়াম ইস দ্য মেসেজ। বোধায় ওনাকে প্রশ্ন করা হয়েছিল সোশ্যাল মিডিয়ার ব্যবহার নিয়ে, কিন্তু ঠিক মনে পড়ছে না। পুরো একঘর লেগেছিল। দুতিনটে বন্ধুকে ফোন করেছিলাম, আমাদের দেশের পলিটিশিয়ান মার্শাল ম্যাকলুহান কোট করছে রে! এ দলের জয় কেউ আটকাতে পারবেনা।
  • ঈশান | ১৮ মে ২০১৪ ২২:২৫637116
  • মার্শাল ম্যাকলুহানকে কে কোট করেছিলেন?
  • PL | 103.115.84.195 | ১৮ মে ২০১৪ ২২:২৮637117
  • এটা মনে করার খুব চেস্টা করছি। বোধায় মনোহর পারিকার, কারন সকালের দিকে উনি NDTV তে একবার এসেছিলেন। কিন্তু তখন এত চ্যানেল স্কিপ করছিলাম যে এখন ঠিক মনে পড়ছেনা।
  • PL | 103.115.84.195 | ১৮ মে ২০১৪ ২২:৩১637118
  • ধ্যাত্তেরি কোটটাও উল্টো লিখেছি
  • Ekak | 24.99.106.61 | ১৮ মে ২০১৪ ২২:৩২637119
  • পিএল

    এটা ঘটনা । এদের আইদীয়লোজি এবং এক্স্পসার প্রচন্ড বেড়েছে । বিজেপি আর সেই বাজপেয়ী জমানায় আটকে নেই এটা বাকিরা বুঝছেনা । চাড্ডি ভার্সাস বাম তর্ক গুলো খেয়াল করুন যে কোনো সোশাল মিডিয়া তে । বাম রা যেটা করে তা হলো একদম সিম্পলি হনুমান বলে আক্রমন এবং একটা গরুর ছবি দিয়ে চাড্ডি খেপানো । কিন্তু বারংবার চিহ্ন কে আক্রমন করে করে তার পেছনের আইডিয়া টা অক্ষত রয়েছে , আরও মজবুত হয়েছে যেটা একটা রাইট এক্সট্রিম সোসিও ইকনমি । সেটা যতই খারাপ হোক এখন বললেও কেও শুনবেনা কারন সেগুলো গোকুলে বাড়ানোর জন্যই সামনে চিহ্ন গুলো রাখা ।
  • s | 182.0.249.87 | ১৮ মে ২০১৪ ২২:৩৩637120
  • বিজেপি এই নির্বাচনে ১০০০০ কোটি টাকা মত খরচ করেছে। সব রাজনৈতিক দল মিলে প্রয় ৩০০০০ কোটি টাকা।
    ১। এই টাকাতে দেশব্যাপী অন্তত একটা প্রকল্প হতে পারত।
    ২। একটা পার্টি পুরো প্রচারের খরচের ১/৩ খরচ করেছে। তার তো স্বাভাবিক রিটার্ণ থাকবে।
  • PL | 103.115.84.195 | ১৮ মে ২০১৪ ২২:৩৬637121
  • Ekak, এক্স্যাক্টলি! ট্র্যাডিশনাল চাড্ডিদের বাইরেও বিজেপির একটা মাস এক্সেপ্ট্যান্স তৈরী হচ্ছে, যারা ধর্ম নিয়ে হয়তো অল্প একটু মাথা ঘামায় (আমি যেমন এখানে ওখানে টুক করে প্রনাম ঠুকে দি), কিন্তু তার চেয়েও বেশি aspirational.
  • PL | 103.115.84.195 | ১৮ মে ২০১৪ ২২:৩৭637122
  • *আর ট্র্যাডিশনাল চাড্ডিদের বাইরেও
  • π | ১৮ মে ২০১৪ ২২:৫৬637123
  • একক, একটু জেনেরালাইজ করছিস। চাড্ডি বনাম বাম তর্কে এই তুই চাড্ডি, চল ফোট বে , তর্কের এই অ্যাপ্রোচটা আমারো পছন্দ নয়। ইন ফ্যাক্ট গ্রুপে প্রচুর লোকে অভিযোগ করেছে, আমরা হিন্দুত্ববাদীদের স্পেস দিচ্ছি, তাদের গ্রুপ থেকে বের করছিনা, এটা ঠিক নয়। সে কারণে গ্রুপ থেকে অনেকে চলেও গেছেন। আর এক দলের দাবি, এঁরা থাকুন, কিন্তু এঁদের খিস্তি করার ফ্রি হ্যাণ্ড দেওয়া হোক, এঁদের কেবল খিস্তিই প্রাপ্য, তর্ক চলে না, ঐ সিদ্ধার্থের চাড্ডি দেখলে ক্যালাও অবস্থান আর কি ঃ)
    যদিও এটা ঠিক যেকোন এক্সট্রিমিস্টদের সাথে ঠিক তর্ক হয়না, তর্ক করে অবস্থানের কোন পরিবর্তন ও ঘটানো যায়না, শেষমেশ ব্যাপারটা খিস্তিখাস্তাতে চলে যাবার প্রভূত সম্ভাবনা থাকে, তা সত্ত্বেও প্রথম থেকেই সেই মোড নেওয়ার সাথে সহমত হতে পারিনি, যতটা সম্ভব আটকানোর চেষ্টাও করেছি।
    কিন্তু মুড়ি মুড়কি যেকোনো বিজেপি সমর্থকের সাথেই এই লাইনে তর্ক হয়, সেটাও নয়। এই পি এল এর মতন যাঁরা বিজেপি র অর্থনৈতিক নীতির সমর্থক আছেন, তাঁরাও ভালমতনই ভিসিবল, ইন ফ্যাক্ট এঁদের দেখেই মনে হয়েচিল, পঃবংগে মোদি হাওয়া লাগতে শুরু করে দিয়েছে, তো, এঁরাও এঁদের রাইটিস্ট অর্থনীতির স্ট্যাণ্ড অ্যাসার্ট করেছেন, আর এঁদের সাথে তর্কে কিন্তু অনেকেই এনগেজড হয়েছেন, খিস্তিখাস্তা ছাড়াই। কিন্তু ঐ আর কি, ব্যাপারটা শেষমেশ মোদি ভজনায় পর্যবসিত, অনেকেরই মনে হয় একজন দাঙ্গাবাজকে নিয়ে সুস্থ বিতর্ক চালানোর মানে হয়না, ঐ চাড্ডি কেলাও মোডে চলে যায় লোকজন, আর মোদীভক্তরাও সেটা মেনে নিতে পারেন না, এই আর কি।
  • এমেম | 127.194.253.138 | ১৮ মে ২০১৪ ২২:৫৯637124
  • ইয়ে PL
    একটা কথা বলার ছিল আপনার ৮ ১৫ নিয়ে। (কথা বলতে গেলে আগে হাত তুলতে হচ্ছে :()
  • কল্লোল | 111.63.144.172 | ১৮ মে ২০১৪ ২৩:০১637126
  • পিটি।
    তোমরা কেন্দ্রীয় ক্ষমতায় যেতে চাও ভারতবর্ষে!!!
    খুব ভালো।
    তার জন্য যে সব কৌশল নেওয়া হলো এই শেষ ২০ বছরে তাতে মুছে যাবার প্রান্ত সীমায় দাঁড়িয়ে।
    কুডোজ।
  • Ekak | 24.99.106.61 | ১৮ মে ২০১৪ ২৩:১৩637127
  • পাই
    এখনো পর্যন্ত মোটের ওপর যা এতিচিউদ দেখেছি তাই বোল্লুম । আমার দেখা তো আংশিক অবশ্যই । একটা আইডিয়ার বিরুদ্ধে লড়তে গেলেও সেই আইডিয়া তা যে অবস্থান করে সেটা আগে স্বীকার করতে হয় । বাম -এরা এটা স্বীকার করেননা । ওনাদের কাছে ওনাদের টা ক্রিয়া আর বাকি সব প্রতিক্রিয়া । অন্ধের মত জঙ্গলে হাঁটতে গিয়ে কেও যদি হাতির গায়ে ধাক্কা খেয়ে ভাবে যে হাতি টা প্রতিক্রিয়া ,আমি আসলে একটু জোরে গুঁত মেরেছিলুম ; তাহলে যা হয় আর কি :)
  • sm | 122.79.39.80 | ১৮ মে ২০১৪ ২৩:৫৪637128
  • এত বিপর্যয়ের পরেও পকাশবাবু মনে হয় সেক্রেটারি পদ টা ধরে রাখতে পারবেন কারণ কেরালা লবি সাপোর্ট করবে।
  • এমেম | 127.194.253.138 | ১৯ মে ২০১৪ ০০:১২637129
  • ৮-১৮ বলছিলাম। যাকগে থাক। অয়েল সাবসিডি নিয়ে কারো সঙ্গে মতের মিল হবে না।
  • ঈশান | ১৯ মে ২০১৪ ০০:৫১637130
  • মিডিয়া নিয়ে চাট্টি বাণী দিয়ে দিই। দ্যাখেন মিডিয়ার ব্যাপারটা অত একমাত্রিক নয়। অন্ততঃ এই ক্ষেত্রে। শুধু পক্ষে বিপক্ষেরও ব্যাপার নয়। মিডিয়াকে এত সৃজনশীলভাবে ব্যবহার করা, সেই ভিপি সিংহের সময় শেষ দেখেছি। তারপরে মোদী।

    ভিপি সিংএর গপ্পোটা একটু মনে করিয়ে দিই। সেই সংরক্ষণের গপ্পো। সংরক্ষণ নীতি ঘোষণার পর থেকেই ক্যাম্পাসে ক্যাম্পাসে আন্দোলন। মিডিয়া কভারেজ। ছাত্রদের একের পর এক আত্মাহুতি, এবং আরও মিডিয়া কভারেজ। বস্তুত, মিডিয়ার একটা বড়ো অংশ সে সময় ভিপি সিংএর বিরুদ্ধেই ছিল। কিন্তু তাতে ভিপি সিং এর কিছু এসে যায়নি। যত আন্দোলন এগিয়েছে, যত মিডিয়া কভারেজ হয়েছে (পক্ষে বা বিপক্ষে), সবকটাই ভিপি সিং এর কাজে লেগেছিল। যত খবর ছড়িয়েছে বাজারে, পক্ষে হোক, বা বিপক্ষে, সবকটাই ভিপি সিং এর কাঙ্খিত মেরুকরণকে আরও প্রকট করেছে। যাঁরা ভিপি সিং এর চরম বিরোধী ছিলেন, তাঁরাও বস্তুত ওঁর কাজেই এসেছেন।

    এইবার, কুড়ি বছর পরে মোদী প্রায় একই ঘরানার একটি জিনিস ঘটাতে সক্ষম হয়েছেন। কেউ তীব্রভাবে মোদীর পক্ষে বলেছেন। কেউ তীব্রভাবে বিপক্ষে। পুরোটাই শুধু মোদী-রাহুল মেরুকরণকে স্পষ্ট করেছে। যারা রাহুলের বিপক্ষে, সবাই মোদীকেই গন্তব্য মেনেছেন বা মানতে বাধ্য হয়েছেন। দেশের দু-একটি রাজ্য এর অল্প ব্যতিক্রম। কিন্তু বেশিরভাগটাই এই।

    এই তীব্র মেরুকরণের হাওয়া অনেকটা মার্কিনি রাষ্ট্রপতি নির্বাচনের মতো হয়ে দাঁড়িয়েছে। সেটাই বিজেপির কাঙ্খিত ছিল। দরকার ছিল এমন একটা স্পেস, যেখানে মাঝখানের ধূসরত হাওয়া হয়ে যায়, জেগে থাকে শুধু দুটি প্রান্ত, রাহুল ও মোদী।

    মিডিয়া, বাম, আআপ, আমরা, সবার এখানে একটা রোল নেবার কথা ছিল। যে, এই দ্বিমেরু ডিবেটকে ঘুলিয়ে দিয়ে তৃতীয় পক্ষটিকে সামনে আনা। অর্থাৎ, গুজরাত আসলে কী ও কেন। বিকল্প উন্নয়ন কী ও কেন। এইগুলো সামনে আনা। মিডিয়া সেটা পারেনি। বামরা পারেনি। কেজরি, খানিক চেষ্টা করেছিলেন, পারেননি। কিন্তু সময় চলে যায়নি, এখনও পারা যায়।

    এই বলতেই মনে পড়ে গেল, ভিয়েতনাম যুদ্ধের সময়, যুদ্ধবিরোধীরা তৃতীয় পক্ষ বানানোর একটা অনুরূপ প্রচেষ্টা নিয়েছিলেন, যেটা সফল হয়নি। হলে হয়তো পৃথিবী অন্যরকম হত।
  • ঈশান | ১৯ মে ২০১৪ ০০:৫৮637131
  • * ভিয়েতনাম যুদ্ধের সময়, মার্কিনদেশে, যুদ্ধবিরোধীরা তৃতীয় পক্ষ বানানোর একটা অনুরূপ প্রচেষ্টা নিয়েছিলেন, যেটা সফল হয়নি।
  • π | ১৯ মে ২০১৪ ০০:৫৯637132
  • তীব্রভাবে মোদির বিপক্ষে কোন মিডিয়াকে দেখলে ? মানে প্রো রাহুল , অ্যান্টি মোদি ?
  • ঈশান | ১৯ মে ২০১৪ ০১:০৭637133
  • দেখিনি। তেহেলকা ছিল এক, সে তো মায়ের ভোগে।( এটারও কী অদ্ভুত টাইমিং।) তবে ব্যক্তিগতভাবে কেউ কেউ লিখেছেন।
  • ঈশান | ১৯ মে ২০১৪ ০১:০৯637134
  • সরি প্রশ্নটা ভুল পড়েছি। প্রো রাহুল অ্যান্টি মোদি -- একটিও দেখিনি। ওটা কারো পক্ষে, এই বাজারে লেখা মনে হয় সম্ভব ছিলনা। :-)
  • π | ১৯ মে ২০১৪ ০১:১১637137
  • আমি ঐ ট্রুথ অব গুজরাতকে আর আউটলুককেও কিছুটা দেখেছি। কিন্তু তারা প্রো-রাহুল মনে হয়নি। আর ট্রুথ অব গুজরাত তো মেইনস্ট্রিম মিডিয়াও নয়।
    আর ব্যক্তিগত লেখাগুলোকে আমার তৃতীয় পক্ষের পক্ষ থেকে চেষ্টা বলেই মনে হয়েছে।
  • lcm | 118.91.116.131 | ১৯ মে ২০১৪ ০১:১১637135
  • "He has been inspired by China's model of high-growth, top-down development. But the country he will govern is India: messy, diffuse and democratic." - NYT 5/17/2014

  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা খুশি মতামত দিন