এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • অব কি বার _ সরকার- ভোটের লাইভ আপডেট ২০১৪

    π লেখকের গ্রাহক হোন
    অন্যান্য | ১৬ মে ২০১৪ | ১৩৫৭৬৪ বার পঠিত | রেটিং ৫ (১ জন)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • নেতাই | 131.241.98.225 | ১৯ মে ২০১৪ ১১:১২637238
  • ইয়েস
  • ranjan roy | 24.99.212.54 | ১৯ মে ২০১৪ ১১:১৪637240
  • সিপিএম এর দলীয় বিশ্লেষণ বলছে ওদের থেকে বেশি ভোটার বিজেপিকে দিয়েছে, তিনোর তুলনায়।
  • sm | 122.79.38.120 | ১৯ মে ২০১৪ ১১:১৫637241
  • আমি সিপিএম সমর্থক নই তবে আশা রাখি সিরিয়াস শুভানুধ্যায়ীরা সদস্যপদ গ্রহণ করবেন, বাঁধা রোজগার থাকলে লেভি দেবেন। নচেৎ কেউ ভাট করছে কিনা কি করে বুঝব? এ পাতাতেই ভাটের সাজেশন এবং তা সেকন্ড করাও চলছে।

    কেমন যেন সন্দ হচ্ছে সিপিএমের ছাতা না থাকলে বাঙালির প্রথাগত বামাচার ও তজ্জনিত আত্মপ্রসাদ লাভে সঙ্কটের আশঙ্কাহেতু এত বুদ্ধিপ্রদান চলছে।
    -----
    cm কে একটা প্রশ্ন আগেই করেছিলাম, আবার করছি। লেভি টা কি বস্তু এবং কেন লেভি দিলেই জ্ঞান দেওয়া যাবে।
    নিচের লিংক টা দেখুন তো একটু, প্লিস ।আপনার ব্যক্তব্য শুনতে আগ্রহী।
  • একক | 24.99.74.5 | ১৯ মে ২০১৪ ১১:১৯637243
  • রঞ্জনদা আবার ধৈর্য্য ধরে বোঝালেন বিমান বসু বাজে কথা বলেছেন :)

    একটা পার্টি যাকে জনগণ কালেক্তিভলি ডিমট করে শাসক দল থেকে বিরোধীর আসনে বসিয়েছে এবং সেখানেও সে কোনো পারফর্ম করতে পারেনি তারা আবার সেই ডিমোশন টাকে অজুহাত বানায় !!! এদের কী একেবারে ছাঁটাই করা উচিত ছিল তাহলে :) কথা বার্তা শুনলে মনে হয় সিক্রেট সোসাইটি চলছে !
  • ranjan roy | 24.99.212.54 | ১৯ মে ২০১৪ ১১:২৬637244
  • একক,
    ঃ)))।
    আসলে এই পাতায় সম্ভবতঃ সিএম ই লিখেছিলেন যে এখানে একতরফা সিপিএম ব্যাশিং দেখে খুব রাগ হয়। তাই ওনাকে প্রবল সমর্থক ভেবেছিলাম।
    যেমন আমি এখনো প্রবল বাম, কিন্তু কোন দলই মনে ধরে না।
  • Du | 230.225.0.38 | ১৯ মে ২০১৪ ১১:৩০637245
  • রঞ্জনদা, আমি টই খুঁজতে পারছি না আজকাল অনুসন্ধান থেকে
  • Ekak | 24.99.74.5 | ১৯ মে ২০১৪ ১১:৩৪637248
  • "সমর্থক " কালচার টা তুলে দিন । বাম দল পাবেন । দ্বন্দের এর রাজনীতি তে আবার সমর্থক কী ?
    পলিটবুরো বুঝি , হায়কমান্দ বুঝি ইভেন পেইড ক্যাডার নিয়েও কোনো সমস্যা নেই । কিন্তু বাম রাজনীতি তে আগমার্কা চোখ বুঝে থাকা সমর্থক বলে কিস্যু হতে পারেনা । যদ্দিন সমর্থক থাকবে তদ্দিন বাম রাজনীতির নামে অন্য কিছু র চাষ হবে ।
  • PT | 213.110.246.230 | ১৯ মে ২০১৪ ১১:৩৪637246
  • পব বা ভারতের অনুন্নয়নের জন্য কমুনিস্টিদের দায়ী করার সময় দ্রুত শেষ হয়ে আসছে। এর পরে আর কাকে দায়ী করবেন তার তালিকা বানাতে থাকুন।
  • Ekak | 24.99.74.5 | ১৯ মে ২০১৪ ১১:৩৫637250
  • আগের পোস্ট রঞ্জন দা কে ।
  • কল্লোল | 111.63.181.80 | ১৯ মে ২০১৪ ১১:৩৫637249
  • সিপিএম বা অন্য মূলধারার বামেদের নিয়ে আর আলোচনার খুব কিছু নেই। ওরা এখন ফুরিয়ে যাওয়া শক্তি। এই নির্বাচনে সিপিএম ছাড়া অন্য সব দল ধুয়ে মুছে গেছে। ত্রিপুরা আর কেরালা নিয়ে বাঁচতে হবে সিপিএমকে।
    আমার ধারনা এবারের পার্লামেন্টে বিজেপির বিরুদ্ধে গলা তুলে কথা বলার কেউ নেই।
    কারন -
    ১) যে অর্থনৈতিক "সংষ্কারগুলো" বিজেপি করবে সেগুলোই কং করতো শরিকদের হুড়ো না খেলে। তাই কং চুপ থাকবে।
    ২) আরটিআই, জমি অধিগ্রহণ বিল আর শিল্প গড়তে পরিবেশ ছাড়পত্র আইন শিথিল হবে। তাতে সকল পার্টিই খুশী হবে।
    ৩) মানবাধিকার কমিশনগুলোকে ঠুঁটো করে দেওয়া হবে। তাতেও সকল পার্টিই খুশী হবে।
    চ্যাঁচাতে চাইবে আপ। কিন্তু চ্যাঁচাবে কে? কেজরী থাকলে পারতো। চ্যাঁচাবে তৃণ - কিন্তু ভুলভাল। মমতা থাকলে ভুলভাল চ্যাঁচানিও একটা পর্যায়ে নিয়ে যেতো। আরজেডিতে লালু নেই। চ্যাঁচানোর লোকও নেই।
    এবার প্রশ্ন এই মহাসংখ্যার বিরুদ্ধে শুধু চেঁচিয়ে কিই বা হবে। আমি পব বিধানসভায় বিধান রায়ের আমলে সিপিআইএর জ্যোতি বসুর কথা মনে রাখতে বলবো। ঠিকঠাক বলতে পারলে, একজনই কাফি।
  • কল্লোল | 111.63.181.80 | ১৯ মে ২০১৪ ১১:৩৬637251
  • সিপিএম বা অন্য মূলধারার বামেদের নিয়ে আর আলোচনার খুব কিছু নেই। ওরা এখন ফুরিয়ে যাওয়া শক্তি। এই নির্বাচনে সিপিএম ছাড়া অন্য সব দল ধুয়ে মুছে গেছে। ত্রিপুরা আর কেরালা নিয়ে বাঁচতে হবে সিপিএমকে।
    আমার ধারনা এবারের পার্লামেন্টে বিজেপির বিরুদ্ধে গলা তুলে কথা বলার কেউ নেই।
    কারন -
    ১) যে অর্থনৈতিক "সংষ্কারগুলো" বিজেপি করবে সেগুলোই কং করতো শরিকদের হুড়ো না খেলে। তাই কং চুপ থাকবে।
    ২) আরটিআই, জমি অধিগ্রহণ বিল আর শিল্প গড়তে পরিবেশ ছাড়পত্র আইন শিথিল হবে। তাতে সকল পার্টিই খুশী হবে।
    ৩) মানবাধিকার কমিশনগুলোকে ঠুঁটো করে দেওয়া হবে। তাতেও সকল পার্টিই খুশী হবে।
    চ্যাঁচাতে চাইবে আপ। কিন্তু চ্যাঁচাবে কে? কেজরী থাকলে পারতো। চ্যাঁচাবে তৃণ - কিন্তু ভুলভাল। মমতা থাকলে ভুলভাল চ্যাঁচানিও একটা পর্যায়ে নিয়ে যেতো। আরজেডিতে লালু নেই। চ্যাঁচানোর লোকও নেই।
    এবার প্রশ্ন এই মহাসংখ্যার বিরুদ্ধে শুধু চেঁচিয়ে কিই বা হবে। আমি পব বিধানসভায় বিধান রায়ের আমলে সিপিআইএর জ্যোতি বসুর কথা মনে রাখতে বলবো। ঠিকঠাক বলতে পারলে, একজনই কাফি।
  • কল্লোল | 111.63.181.80 | ১৯ মে ২০১৪ ১১:৩৭637252
  • যাঃ দুবার পোস্ট হলো।
  • নেতাই | 131.241.98.225 | ১৯ মে ২০১৪ ১১:৩৯637253
  • ফ্রিতে বিদেশ যাত্রার টিকিট পেতে গেলে সিকিদাকে আরো ফেমাস হতে হবে। এই যে ইনি পেয়ে গেলেন।
    http://www.epaper.eisamay.com/Details.aspx?id=11450&boxid=16353731
  • নেতাই | 131.241.98.225 | ১৯ মে ২০১৪ ১১:৪০637255
  • দুবার বলাতে বক্তব্য জোড়ালো হয়েছে কল্লোলদা
  • ranjan roy | 24.99.212.54 | ১৯ মে ২০১৪ ১১:৪০637254
  • পিএল কে একটি প্রশ্নঃ
    সাবসিডি কেন খারাপ? বা কোন সময়ে ভালো?
    য্দ্দূর জানি ইউরোপে, বিশেষ করে ফ্রান্সে কৃষি হাইলি সাবসিডাইজ্ড। হেল্থ ও শিক্ষা বহুদেশে সাবসিডাইজ্ড।
    আর প্রণববাবুর ভারত সরকার কর্পোরেট কে ট্যাক্স সাবসিডি দিচ্ছিলেন-- এ নিয়ে কোন আপত্তি?
  • নেতাই | 131.241.98.225 | ১৯ মে ২০১৪ ১১:৪১637256
  • খারাপ কারন ইহা বাই ডেফিনিশান ইনেফিসিয়েন্ট। এ তো স্পষ্ট লেখা রয়েছে।
  • নেতাই | 131.241.98.225 | ১৯ মে ২০১৪ ১১:৪২637260
  • কর্পোরেট কে ট্যাক্স সাবসিডি টা চলবে। এটা উন্নয়ন কে সাহায্য করে।
  • jhiki | 190.214.232.70 | ১৯ মে ২০১৪ ১১:৪২637259
  • কেজরি আর যোগেন্দ্র যাদবের লোকসভায় যাওয়া দরকার ছিল। এখন দিল্লীর কোটায় ওনারা রাজ্যসভায় যেতে পারেন হয়ত। আমি ঠিক নিয়ম জানিনা।
  • ranjan roy | 24.99.212.54 | ১৯ মে ২০১৪ ১১:৪২637257
  • একক,
    ঃ)))))
  • ranjan roy | 24.99.212.54 | ১৯ মে ২০১৪ ১১:৪৪637262
  • নেতাই,
    ঃ))))))
  • ranjan roy | 24.99.212.54 | ১৯ মে ২০১৪ ১১:৪৪637261
  • নেতাই,
    বেশ। তাহলে কর্পোরেটকে ট্যাক্স সাবসিডি? ন্যানো প্রোজেক্টে বাম সরকারের টাটাকে প্রস্তাবিত ইন্টারেস্ট সাবসিডি?
  • নেতাই | 131.241.98.225 | ১৯ মে ২০১৪ ১১:৪৬637263
  • যা ল্যাখাজোখা আছে তার চে বেশী বলতে পারবোনা। ইন্টারেস্ট সাবসিডি এখোনো আছে? মূলটাই আর নাই। সুদ টুকু পড়ে আছে তাহলে।
  • sm | 122.79.38.120 | ১৯ মে ২০১৪ ১১:৪৯637264
  • দেখুন মহান নেতাদের ভুল ডিসিশন অনেক সময় বিপর্যয় ডেকে আনে। যেমন প্রচুর বিহারী জনতার সঙ্গে কথা বলে জেনেছি, তারা নীতিশ কুমার কে রিয়েলি পছন্দ করে। পছন্দ করার কারণ, মোটামুটি সৎ, দক্ষ প্রশাসক, বিহারের প্রচুর উন্নতি করেছেন আর আইন শৃন্ল্খলা বজায় রেখেছেন। আবার জনগণ এও মনে করে সমস্ত টাই সম্ভব হয়েছে বি জে পি র সঙ্গে হাত মিলিয়ে ও জোট বেধে। বি জে পি সঙ্গে না থাকলে উনি এইসব করতে পারতেন না। নীতিশ সংখ্যালঘু ভোট ব্যাঙ্কের আশায়, বি জে পি র সঙ্গ ত্যাগ কে, এক কোথায় গাদ্দারী বা বিশ্বাসভঙ্গতা ভেবেছে ।
    জনতা নীতিশ এর থেকে মুখ ফিরিয়েছে।
    এখানে কংগ্রেস এর থেকে মুখ ফিরিয়েও মমতার সেই ইমেজ হয় নি।কারণ রাজ্যে কংগ্রেস এর বিশ্বাসযোগ্যতা বলে কিছু ছিল না, আগে থেকেই ।

    আবার মুলায়েম শিকার, ঠিক সময়ে ভুল সিদ্ধান্ত নেবার। কেন্দ্র থেকে মমতা সমর্থন তুলে নেবার পরপর মুলায়েমও সমর্থন তুলে নিলে হয়ত সরকার পরে যেত। তখন ইলেকশন হলে মুলায়েম খান চল্লিশ সিট বাঁধা ছিল। কারণ সদ্য সদ্য অখিলেশ বিপুল ভোটে জিতে এসেছে। বি জে পি ও গ্রাউন্ড ওয়ার্ক এর টাইম পেতো না। অতি লোভ, তাতি--

    কেজ্রী সারা জাগিয়ে এসেও, নিজের সরকার নিজে ফেলে দিল। জনতার কাছে ভিতু স্ট্যাম্প পেল। আগে থেকেই আন্নার সঙ্গে সম্পর্ক ছিন্ন করার একটা কালো স্পট তো ছিলোই। মানুষ এখন ভাবে, এইলোক সামলাতে পারবে তো ?
    এখন প্রত্যেক পার্টি র একটাই লক্ষ্য বি জে পি কখন মেজর ভুল স্টেপ নেবে। তবে নরেন ভাই পাকা মাথা। অল রেডি মমতা ও জয় ললিতা কে উন্নয়ন এ লোক দেখানো সাহায্যের কথা ঘোষণা করে দিয়েছেন। বোকার মত টাইট মারব এই সব রাবিশ কথা বার্তা বলছেন না।
    তবে বি জে পি র সুবিধে প্রকৃত বিরোধী এখন রিজিওনাল পার্টি। কংগ্রেস কে আগামী কয়েক বছরে ধীরে ধীরে পঙ্গু করলেই হলো।
  • Ekak | 24.99.74.5 | ১৯ মে ২০১৪ ১১:৫৫637265
  • সাবসিডি তো কোনো দান খয়রাত নয় । মাছের তেলে মাছভাজা ।এবার দিস্ত্রিবিউশোন নিয়ে গোলমাল ।
  • Arpan | 52.107.175.155 | ১৯ মে ২০১৪ ১১:৫৯637266
  • দিল্লির কোটায় পারবেন যদি দিল্লিতে বিধানসভায় আপের যথেষ্ট সংখ্যক আসন থাকে।

    কিন্তু রাজ্যসভা নির্বাচন তো সারা দেশ জুড়ে কিছুদিন আগেই হয়ে গেল। এখন জাস্ট ওয়েট মাডি মোড।

    বিজেপির রাজ্যসভাতে এখনো বোধহয় সংখ্যাগরিষ্ঠতা নেই - বিরোধীদের এই জায়গাটাকে হাতিয়ার করতে হবে।
  • Arpan | 52.107.175.155 | ১৯ মে ২০১৪ ১২:০৪637267
  • রঞ্জনদা সাবসিডি নয়, সাবসিডির ডিস্ট্রিবিউশন নিয়েই যাবতীয় ঝাম।

    আইটি কুলি বলে পলিসি ইম্প্লিমেন্টেশনের ফাঁকটা আগে চোখে পড়ে।
  • j | 230.227.106.153 | ১৯ মে ২০১৪ ১২:০৬637268
  • রাজ্যসভার ধাঁধা কাটাইবার জন্য বিজেপির বর্তমান অবস্থা

    http://www.moneycontrol.com/news/politics/bjps-guide-to-tackle-rajya-sabha-challenge_1088122.html

    Under article 118 of the constitution, the president can call a joint session of both the houses to pass any bill that is not a constitutional amendment bill. This means bills like the Food Security Bill, the Land Acquisition Bill, or other such UPA rights legislations can be overturned or amended – assuming this is something the BJP wants to do. In a joint sitting, the total number of members (LS plus RS) would be 795 – 545 from the Lok Sabha, including two nominated members, and 250 Rajya Sabha members in its full strength, including 12 nominated ones. With 340 seats in the Lok Sabha, the BJP needs only 60 votes from the Rajya Sabha in a joint setting.

    Read more at: http://www.moneycontrol.com/news/politics/bjps-guide-to-tackle-rajya-sabha-challenge_1088122.html?utm_source=ref_article
  • Arpan | 52.107.175.155 | ১৯ মে ২০১৪ ১২:০৮637271
  • বুঝলাম। পোনুদাও মনে হয় ঐতিহ্য মেনেই কোন বাওয়ালে যাবেন না।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। চটপট প্রতিক্রিয়া দিন