এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • অব কি বার _ সরকার- ভোটের লাইভ আপডেট ২০১৪

    π লেখকের গ্রাহক হোন
    অন্যান্য | ১৬ মে ২০১৪ | ১৩৩৪২১ বার পঠিত | রেটিং ৫ (১ জন)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • π | ১৯ মে ২০১৪ ২০:৪৪637404
  • যাহ, বঙ্গের জন্য ডিডিদার মিডিয়া দানোব থিয়োরি ফুস হয়ে গেল ? ঃ)
  • dd | 132.171.119.5 | ১৯ মে ২০১৪ ২০:৪৯637405
  • ওহ।

    মিডিয়াই এদানীর বুজি। একটি পাঞ্চিং ব্যাগ। মানে সর্বকালীন সিয়ার এজেন্ট টাইপ। ব্রেশ ব্রেশ।
  • PL | 103.115.84.195 | ১৯ মে ২০১৪ ২০:৫৬637406
  • তবে আধুনিক যুগের মিডিয়া কিন্তু কোন মনোলিথিক এন্টিটি না, যথেষ্ট হেটেরোজেনাস একটা বস্তু। মেইনস্ট্রীম, নন-মেইনস্ট্রীম, প্রিন্ট, ইলেকট্রনিক, সোশ্যাল, ব্লগ, কতোরকম আউটলেট। নিউজের ওপর কোন একটা গ্রুপের মনোপলি অনেকটাই ভেঙ্গে গেছে। আর এই যে গুগল গ্লাস, অ্যানড্রয়েড ঘড়ি এইসব বেরোচ্ছে, এতে নিউস ডিসেমিনেশন বা অপিনিয়ন প্রোপাগেশন আরো পাল্টাবে। আশা করব বিজেপি এই নতুন নতুন অপরচুনিটিগুলো ব্যবহার করবে, অন্য পার্টিগুলোও করবে হয়ত।
  • π | ১৯ মে ২০১৪ ২০:৫৭637407
  • না না মিডিয়া আমার কিচ্ছু করেনি মা, মিডিয়া আমার বড্ডো ছেলেমানুষ, এও আরেক সিনড্রোম ঃ)
  • ঈশান | ১৯ মে ২০১৪ ২১:২৯637408
  • মিডিয়া নে এত ক্যাচালের কী আছে? মিডিয়ার কিছু প্রভাব জনমানসে পড়ে। যেমন পলিটিকাল পার্টিদের ক্যাম্পেনের কিছু প্রভাব পড়ে। সেটা গোল্লা নয়। আবার ভোটের ফল ঠিক করে দেয় এমনও না। লোকের এক্ষপিরিয়েন্সের যথেষ্ট মূল্য আছে।

    ওদিকে মিডিয়ারও নানা জটিলতা আছে। একদিকে কর্পোরেট প্রেশার। অন্যদিকে বাজার। সে বাজার মানে আবার জনতার "চাহিদা"। "চাহিদা" মানে আমি-আপনি, যারা আবার মিডিয়া (নেট,খবরের কাগজ, টিভি) এর খানিক দ্বারা প্রভাবিত।

    সব মিলিয়ে জটিল ব্যাপার। মিডিয়া ঠিক দানো নয়, কিন্তু অ্যানালিসিসের যোগ্য তো বটেই।
  • π | ১৯ মে ২০১৪ ২১:৩৬637410
  • সাংবাদিকদের কাছেই বরং ঘরের খবত শোনা যাক, তাঁরা কী কী ফেস করেছেন , করছেন।
    সাগরিকা ঘোষ, সিদ্ধার্থ ভরদারাজন, নিখিল ওয়াগলের্দের এই টুইটগুলো পড়ছিলাম। ওপেন ম্যাগাজিন , ইন্ডিয়া টুডে, সিএনএন আইবিএন .. কোথায় কী খেলা চলছে ...
    http://scroll.in/article/655950/Why-CNN-IBN's-Sagarika-Ghose-may-no-longer-criticise-Modi

    আর এই লেখাটাও।
    http://www.openthemagazine.com/article/nation/modi-media-and-money
    বলছে, এই লেখাটাই হর্তোষ বালের শেষ লেখা,ওপেন ম্যাগের জন্য, এরপরই উনি স্যাকড হন।

    ক'দিন আগে ভাটে লিখেছিলাম, একজন প্রাক্তন সাংবাদিক এর স্ট্যাটাসের কথা।
  • PL | 103.115.84.195 | ১৯ মে ২০১৪ ২১:৩৬637409
  • ঈশানের পোস্টটা ভালো লাগল। মিডিয়া আর তার নানান স্টেকহোল্ডারদের মধ্যে বেশ জটিল একটা সিম্বায়োটিক সম্পর্ক আছে মনে করি। আর মিডিয়া অ্যানালিসিস কোর্স তো অনেক জায়্গাতেই পড়ানো হয়।
  • PT | 213.110.247.221 | ১৯ মে ২০১৪ ২১:৩৭637411
  • যাক, আজকের রাতের ঘুমটা গাঢ় হবে!
  • cm | 116.208.27.213 | ১৯ মে ২০১৪ ২১:৪৬637412
  • কেন? ওপরের সব কথা পব বাদে বাকি ভারতের পরিপ্রেক্ষিতে পব হল সিঙ্গুলার পয়েন্ট।
  • ঈশান | ১৯ মে ২০১৪ ২১:৫০637415
  • আমাকে কইলেন? উপরের সব কথাই পবর ক্ষেত্রেও প্রযোজ্য। ধরুন, এবারের ভোটের রিগিং সম্পর্কেও।
  • cm | 116.208.27.213 | ১৯ মে ২০১৪ ২১:৫২637416
  • না না আমি পিটিদাকে বল্লুম গাঢ়ঘুমের কোন কারণ নাই।
  • ঈশান | ১৯ মে ২০১৪ ২২:০১637417
  • তবে তেহেলকার "ঘটনাচক্র"টা অদ্ভুতই লাগে। বাজারে আবার বিজেপি সরকার, অরুণ শৌরির আগমনবার্তা পাওয়া যাচ্ছে। এবং তেহেলকা ধ্বংসস্তূপ। গতবারে মামলা-মোকদ্দমা-এফ-আই-আর করে যা হয়নি, এবার প্রায় জাতীয় ঐকমত্যের ভিত্তিতে তেহেলকার সেই ধ্বংসসাধন সম্পূর্ণ। এখন আর তরুণ তেজপাল জেলে থাকলেই বা কী, খোলা হাওয়াতে ঘুরে বেড়ালেই বা কী।

    এইটা অদ্ভুত লাগে। বাকি সবকিছু ঠিকই আছে। তবে সেকেন্ড থটে এটাও ঠিকই আছে। দিল্লী, মুম্বাই আর নেট জগতের সোসালাইটদের খুঁটে খাওয়া অভ্যাস করা ভালই। কে কোথায় আছে, দেখা হয়ে যায়।
  • π | ১৯ মে ২০১৪ ২২:০৪637418
  • অরভিন্দ পানাগারিয়া ঃ
    'NREGA has failed to produce any meaningful public assets. The Right to Education (RTE) Act promotes input norms and does nothing at all for improved student outcomes.'

    এদুটোর উপর কোপ পড়বে মনে হয়।
  • PL | 103.115.84.195 | ১৯ মে ২০১৪ ২২:১৮637419
  • তেহেলকা নিয়ে এমন হইচই হলো, আমি তো তরুন তেজপালের নামই আগে তেমন জানতাম না। আর কোর্টে কোনকিছু কেস ওঠার আগেই দেখি সব্বাই লোকটাকে দোষী বলে দাগিয়ে দিল! (আগেই ডিসক্লেমার দিয়ে দি, তেজপাল দোষী না নির্দোষ এই নিয়ে আমার কোনরকম ওপিনিয়ন নেই। কোর্টে যা ফয়্সালা হবে তাই হবে)। কিন্তু আজকাল অনেক ব্যাপারে অফিসেও বেশ ভয়ে ভয়ে থাকতে হয়।
  • এমেম | 127.194.254.238 | ১৯ মে ২০১৪ ২২:৫২637421
  • কিসের ওপর কোপ পড়বে? শিক্ষার অধিকারের ওপরে?

    'does nothing at all for improved student outcomes.' এটা নিয়ে আমরা টইতে আলোচনা করেছি পাই। মনে করালাম।
  • SC | 160.212.30.167 | ১৯ মে ২০১৪ ২২:৫২637420
  • জসবন্ত সিনহা কে মনে হয়না আনবে। উনি অদ্বানিপন্থী। সৌরিকে কে আনতে পারে, তবে অর্থমন্ত্রী করে নয়।
    shourie একটু purist লোক, সবার সাথে বিরোধ হবে। আগে মনেহয় পার্টি থেকে বারও করে দিয়েছিল একবার।
    জেটলিই সম্ভবত অর্থ পাবেন। আর পানাগরিয়াকে আনা হতে পারে, advisor হিসেবে। ভগবতির অনেক বয়স।
  • SC | 160.212.30.167 | ১৯ মে ২০১৪ ২২:৫৭637422
  • এ তেহেল্কাও সে তেহেলকা ছিল না। এদের গোয়াতে থট ফেস্ট (তাই নাম ছিল তো?) এর টাকা কথা থেকে আসত জিগান তো?
    এদের আবার সবচেয়ে বড় শেয়ার হোল্ডার আমাগো তিনু এম পি, কে ডি সিং সাহেব। দুষ্টু লোকে বলে চিট ফান্ড ব্যবসার ফ্রন্ট এন্ড এসব।
  • π | ১৯ মে ২০১৪ ২২:৫৯637423
  • 'As a reporter on the BJP beat, I remember party spokespersons holding up impromptu press briefings for a Times Now reporter to arrive. Much to our chagrin, the channel had better access to BJP leaders and was invariably the first to get a coveted ‘exclusive’ sit-down interview with Modi (or any other BJP leader). Its anchor Arnab Goswami’s interrogative, offensive and subjective style of anchoring, done in the Fox News mould, is shrill and minimalistic. It reduces issues to a simple formula of ‘for’ and ‘against’, of neat binary oppositions, since this works better with TV audiences, but it also tends to carry a ‘hidden’ preference for a ‘muscular’ state.

    What this loud and vituperative media drumbeat has done is create ‘a sense of inevitability’. “It has helped to rescale Modi from a regional Gujarati satrap, a state never considered very significant in national politics, to a potential national leader,” says Santosh Desai, a marketing guru and social observer.'
  • ঈশান | ১৯ মে ২০১৪ ২৩:০৪637424
  • এসব নিয়ে বহু ক্যাচাকেচি হয়ে গেছে। তেহেলকা কেন থট ফেস্ট করে টাকা তুলবে। কেন ইনভেস্টমেন্ট নেবে। আইনতঃ নয়, সে নিয়ে বাওয়াল দেবার হলে আগেই দেওয়া হত, মূলতঃ নৈতিক জায়গা থেকে। যাঁরা সমালোচনা করেছেন, তাঁরা বা তাঁদের অ্যাজেন্ডা, সকলই তেহেলকায় স্পেস পেয়েছিল যদিও। ইনভেস্টমেন্ট না জোগাড় করে কিকরে চলবে, সে নিয়েও কোনো আলোকপাত দেখিনি। এখনকার খুব র‌্যাডিকাল ম্যাগাজিন, ফার্স্ট পোস্ট, সে তো দেখেছিলাম টাটার সাহায্যধন্য।

    তা সে যাক, এখন তেহেলকা গেছে, ভালো হয়েছে। এখন এইসব স্বাধীন বিপ্লবীরা সমবায় পদ্ধতিতে একটা বিকল্প মিডিয়া বানিয়ে দেখান। চক্ষু সার্থক করি।
  • PL | 233.190.182.236 | ১৯ মে ২০১৪ ২৩:১৪637427
  • SC, টাকার সোর্সের প্রশ্ন তো অন্য। তেজপালের মামলার বিষয় তো অন্য। আমর মনে হয় কারুর বিরুদ্ধে মামলার ফয়্সালা হওয়ার আগেই সবাই ধরে নিল লোকটা দোষী, এটা ঠিক না। তাহলে আর দেশে আইন কানুন আছে কেন? বিচার শেষ হওয়ার পরেই তো বোঝা যাবে দোষী না নির্দোষ।
  • SC | 160.212.30.167 | ১৯ মে ২০১৪ ২৩:১৬637428
  • তফাত তা মনেহয় "ডিগ্রির", মানে essar এর কাছ থেকে নিচ্ছি, না অন্য কারুর কাছ থেকে। চিট ফান্ড না legitimate ব্যবসা। উল্টো দিকেও তর্ক করতে পারে কেউ, 'ভালো কর্পোরেট' কেউই নয়। যাহোক, এটা অফ টপিক।
    অন টপিক, আমার মনেহয় না, তেহেলকা র কেস বিজেপি ইচ্ছে করে বানিয়েছিল। যে মেয়েটা কমপ্লেন করেছিল, তার ইন্টিগ্রিটি নিয়ে কেউই প্রশ্ন তোলেনি, সোমা, রানা আয়ুব, কেউই না।
    হ্যান, একবার কমপ্লেন হওয়ার পরে গোয়ার বিজেপি সরকার লাফিয়ে লাফিয়ে prosecute করতে গেছে, পুলিশ, রাজ্য প্রসাশন দারুন একটিভ হয়ে পড়েছে, কি করে একে জেলে রাখা যায় । কিন্তু কোর্ট বায়াসড এরকম অভিযোগ ওঠেনি।
  • SC | 160.212.30.167 | ১৯ মে ২০১৪ ২৩:১৭637429
  • PL , আমি একমত।
  • π | ২০ মে ২০১৪ ০০:৩৪637431
  • রেফঃ ১১ঃ০৮ এর পোস্ট - বারাণসীর ইভিএম এর কেসে হিসেবগুলো ঠিক লেখেনি মনে হয়। এরকম কোন কারচুপি হয়নি বলেই মনে হয়।

    প্রথমতঃ ওখানে ৫৫% ভোট পড়েনি, দেখলাম 58.7 % পড়েছে ।
    তারপর , মোট ভোটারও কম ধরা হয়েছে দেখলাম। সংখ্যাটা পেলাম,১৭৬৬৯৬০। ওঁরা যে সংখ্যাটা ( ১৫৩২৪৩৮) নিয়ে হিসেব করেছেন , সেটা তো ২০০৯ এর ভোটার সংখ্যা !!

    যা ভোট পড়েছে, তা এই হিসেবের থেকে বেশি তো হচ্ছে না ! এক্কেবারে ঠিকই আছে।

    এরকম ২ লাখ ভোট কারচুপি, তাও আবার এইরকম একটা হাইপ্রোফাইল কেন্দ্রে, যেখানে সবার নজর, সেটা করার বোকামি কোন পার্টিই করবেনা।
  • ঈশান | ২০ মে ২০১৪ ০০:৩৬637432
  • তরুণ তেজপাল বাদ্দ্যান। ও অন্য সুতোয় বলা যাবে। কিন্তু আপনারা এত লিং দেন কেন। আপিস করব, না এসবই পড়ব?
  • ঈশান | ২০ মে ২০১৪ ০০:৪৫637433
  • এই করেই তো এরা বিশ্বাযোগ্যতা হারায়। বিজেপিকে এক্সপোজ করতে গিয়ে নিজেরাই এক্সপোসড।
  • π | ২০ মে ২০১৪ ০০:৫৪637434
  • * ভোটার টার্নাউট ঃ 58.22
    ১৭৬৬৯৬০ এর ৫৮.২২ ।
  • SC | 160.212.30.167 | ২০ মে ২০১৪ ০২:৫১637435
  • রামবিলাস পাসওয়ান কি রেল পাবেন? যখন সবে এন ডি এ তে এসেছেন রামবিলাস, তখন এন ডি টি ভি র এক সাংবাদিক (নামটা মনে করতে পারছি না) বলেছিলেন পাসওয়ান হচ্ছে ভারতীয় রাজনীতির সবচেয়ে বুদ্ধিমান হাওয়ামোরগ। রাজনীতির হাওয়া কোনদিকে ঘুরবে, পাসয়ানের মত কেউ বলতে পারেন না। দেখা যাচ্ছে সেটাই সত্যি প্রমানিত হলো।
    শুধু জামুয়া ছাড়া আর কোনো জায়গায় শক্তি নেই, অথচ সেই নিয়েই পাসওয়ান কি সব গেম খেললেন।
  • SC | 34.3.22.185 | ২০ মে ২০১৪ ০৫:০৬637437
  • ইটা জাস্ট না শেয়ার করে পারছি না। পড়ে আমর যাকে বলে ROTFL :
    the PM reportedly said to Mrs Gandhi, "As head of government, I have to take responsibility, not you."

    কংগ্রেসের বৈঠক নিয়ে এন ডি টি ভি র খবর। :D
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খেলতে খেলতে মতামত দিন