এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • অব কি বার _ সরকার- ভোটের লাইভ আপডেট ২০১৪

    π লেখকের গ্রাহক হোন
    অন্যান্য | ১৬ মে ২০১৪ | ১৩৩৪৩৫ বার পঠিত | রেটিং ৫ (১ জন)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • jhiki | 190.214.232.88 | ২৬ মে ২০১৪ ০৭:৫০637538
  • কোন
  • :-) | 24.96.59.198 | ২৬ মে ২০১৪ ০৭:৫৮637539
  • ঝিকি একদম বুলস আই মেরেছেন ।
    গুরুর "লেফট লিবারেল" জনতা ভাবতেই পারেন নি তাদের ডেন এ এসে বিজেপির হয়ে কথা বলে যাবে লোকজন। রেগে অগ্নিশর্মা হবেন না , ওতে ব্লাড প্রেসার বাড়ে ;-)
  • pi | 127.194.4.161 | ২৬ মে ২০১৪ ০৮:৪৩637540
  • যাচ্চলে প্রশ্নটা তো সেইসব বিজেপি সমর্থকদের নিয়ে, যাঁরা ফ্যামিলি ভয়ালুজ নিয়ে এত বাত্তেল্লা মেরে গেলেন। অবশ্য দেবার মত উত্তর না থাকলে তাঁরা সেফ এক্সিট নিতেই পারেন।
  • - | 109.133.152.163 | ২৬ মে ২০১৪ ০৯:১৩637541
  • ও, হরি! পাই বিজেপি সরকার কি করবেন তাই নিয়ে আপনার প্রশ্ন নয়, কোথাকার কোন বিজেপি সমর্থক কি বলচেন তাই নিয়ে আপনি চিন্তিত??
    আমি বুঝতেই পারিনি!!
    আমি ভেবেছিলাম, এই টইতে যেহেতু "সরকার" নিয়ে আলোচনা হচ্ছে, আর আপনি মোদী সরকারের শপথ নেবার দিনে কি করিতে হইবের পোস্টার দিচ্ছেন, তাই এটি সরকার সংক্রান্ত আলোচনা! কিন্তু তা নয়!! মোদী বা বিজেপি সরকার আর চিন্তার বিষয় না, কোথায় কে হহপাবিজেপি ভাট দিলেন, সেই দিকেই মন দেওয়া স্থির করলেন।
    যাক, নিশ্চিন্ত ঃ-) পাঁচ নয়, পঁচিশ বছর, কমপক্ষে।
  • pi | 127.194.4.161 | ২৬ মে ২০১৪ ০৯:১৫637542
  • আহা, এই টইতেই কে দিতে বলেছে ! ভাটে আপনাকে প্রশ্ন করার পর থেকে আর সেখানে আপনাকে দেখা গেলনা কিনা, তাই এখানে দেখা পেয়ে মনে করিয়ে দিলুম ঃ)
  • pi | 127.194.4.161 | ২৬ মে ২০১৪ ০৯:২০637543
  • আর এত উত্তেজিতই বা হচ্ছেন কেন, ভুলভাল দেখছেন, লিখছেন ! এই টইতে আমি মোদী সরকারের শপথ গ্রহণ করার দিন কী করিতে হইবে, তাই নিয়েও কিচ্ছু লিখি নাই ঃ)
  • সিকি | 131.241.127.1 | ২৬ মে ২০১৪ ০৯:২৪637544
  • বিজেপি সরকার কোদ্দিয়ে এল এর মধ্যে। ফ্যামিলি ভয়ালুজের বক্তব্য রেখেছিলেন ড্যাশ। ওখানে বারকয়েক জিজ্ঞেস করবার পরে ড্যাশের থেকে উত্তর পাওয়া গেল না, বরং ড্যাশ ওদিকে লিখলেনই না। এইখানে ড্যাশের দেখা পাবার পরে এখানে ড্যাশকে জিঞেস করা হল, তো ড্যাশ বললেন, ওখানকার কথা এখানে কেন।

    এর মধ্যে বিজেপি সরকার এল কোদ্দিয়ে।
  • - | 109.133.152.163 | ২৬ মে ২০১৪ ০৯:২৯637545
  • এলো তো টইএর নামে!
  • - | 109.133.152.163 | ২৬ মে ২০১৪ ০৯:৩৫637546
  • ও, ভাটে লিখতে হব্যা? ওক্কে, যেদিন আবার ভাট বকতে ইচ্ছে হবে গিয়ে বকে আসব।
    ইয়ে, ৯ টা ২৯ যিনি জিগিয়ে ছিলেন তাঁর কিন্তু ভাটের প্রশ্ন ছিল না। শুধু মনে করিয়ে দেওয়া।

    তো, ঝিকি, ২৫ মের ১২টা ২০ আর ২১ তাইলে সিরিয়াসলি নেবার কিছু নাই। ওগুলি ভাটের পোস্ত, ঘটনাচক্রে এখানে এসেছে মাত্র ঃ-)
  • jhiki | 190.214.232.73 | ২৬ মে ২০১৪ ০৯:৩৮637548
  • সিকি, সেদিনের ভাট আরএকবার পড়ে দেখতে পারো। ফ্যামিলি ভ্যালুজের কথা এসেছিল, কারণ দাবী করা হয়েছিল বিজেপি সরকার এলেই নাকি কিছু ফ্যামিলি ভ্যালুজ (কী কী তার ডিটেলও কেউ কেউ দিয়েছিলেন) জনগণের ওপর চাপিয়ে দেবে। আমি সেই ভবনাগুলোর স্বপক্ষে কিছু প্রমাণ দিতে বলেছি, কারণ ঐ কথাগুলোকে কাউন্টার করতেই '-' ফ্যামিলি ভ্যালুজ নিয়ে তাঁর মতামত ব্যক্ত করেছিলেন।
  • সিকি | 135.19.34.86 | ২৬ মে ২০১৪ ০৯:৪০637549
  • আপনার যেখানে ইচ্ছে লিখুন। ভাট আর টইয়ের মাঝে কোনও চীনের প্রাচীর নেই। ওখানে লিখলেন না, ফলোআপের পরেও, তাই এখানে খোঁজখবর করা হয়েছিল।

    নটা উনতিরিশ যিনি জিগিয়েছেন, তিনি বোধ হয় আপনাকে জিগান নি। অনর্থক ত্যানা প্যাঁচান কেন?
  • সিকি | 135.19.34.86 | ২৬ মে ২০১৪ ০৯:৪৯637550
  • সে তো স্পেকুলেশন। ঘরপোড়া গরু সিঁদুরে মেঘ দেখলেই ডরায়। বিজেপির জমানাতেই জ্যোতিষকে পঠ্যক্রমের অন্তর্ভূক্ত করার চেষ্টা হয়েছিল। জ্যোতিষ ব্যাপারটা অনেকের ফ্যামিলির ভেতরেই ঢুকে বসে আছে। সেটা সরকারি এন্ডোর্সমেন্ট পেলে সরাসরি ফ্যামিলি ভ্যালুজে গিয়েই সুড়সুড়ি দেয়।

    কোনও সরকার কি ফ্যামিলির মাঝখানে গিয়ে বলে মেয়ের বিয়ে দাও, বেশি পড়িও না, শালীন পোশাক পরাও, রাতের দিকে ভাই বা বাবা ছাড়া একা একা ছেড়ো না? সরাসরি বলা হয় না, কিন্তু ইনডিরেক্টলি ইম্পোজ করা হয়। বিজেপির পোষা বাঁদরের দল এর আগে এমন অনেক কিছু করেছে মুম্বাইতে, ম্যাঙ্গালোরে, ব্যাঙ্গালোরে। সেই জন্যেই ভয়টা লাগে। আর এই রকমের বিরোধীশূন্য সরকার তো, চাইলেই যা খুশি করে ফেলতে পারে, বিরোধিতা করারও কেউ থাকবে না। একেবারে ফাঁকা মাঠ।

    সেটা বাদ দিলেও, মূলত ড্যাশের বক্তব্যের প্রেক্ষিতেই আলোচনাটা চলেছিল। ড্যাশদের মতন মানুষদের নিয়েই তো বিজেপির এই এত বড় সাপোর্টবেস।
  • q | 125.112.74.130 | ২৬ মে ২০১৪ ১০:০১637551
  • (১) জ্যোতিষ
    (২) সরস্বতীবন্দনা
    (৩) ইতিহাসের নতুন ভাষ্য
  • ঈশান | ২৬ মে ২০১৪ ১০:০৭637552
  • রাজনাথ সিং বিজেপির জাতীয় কর্মসমিতির মিটিং এ সভাপতির ভাষণে "বিশ্বায়ন কিভাবে ফ্যামিলি ভ্যালুজ" ধ্বংস করছে, এই নিয়ে মনোজ্ঞ বক্তব্য পেশ করেছিলেন। এছাড়াও, তাঁরা নারীমুক্তিতে বিশ্বাস করেন না, নারীশক্তিতে করেন, এরকম দাবীও রেখেছিলেন।
  • kc | 204.126.37.78 | ২৬ মে ২০১৪ ১০:১১637553
  • এসব হলেও বিজেপি ভোটে জিতেছে জনগণের ভোটে। জনগণের উপর আস্থা রাখুন। জনগণ ভুল করেনা। বেশী বেগরবাঁই দেখলে জনগণই বিজেপি কে তাড়িয়ে দেবে। অত প্যারানইয়া নিয়ে নাই বা থাকলেন। ঃ-))
  • ঈশান | ২৬ মে ২০১৪ ১০:১৩637555
  • প্যারানইয়া কোতায় দেখলেন? ফ্যাক্টো স্টেট করছি তো।
  • | ২৬ মে ২০১৪ ১০:১৪637557
  • ক্কি তাম্‌শা!
  • kc | 204.126.37.78 | ২৬ মে ২০১৪ ১০:১৪637556
  • আর স্পেশালি, এই নারীমুক্তি ব্যাপারটা কী? নারীশক্তিই বা কী? প্রশ্নটা শুধুমাত্র ঈশেনকে। অন্য কাউকে নয়।
  • kc | 204.126.37.78 | ২৬ মে ২০১৪ ১০:১৭637559
  • আরে ওটা তো বিজেপির নিজস্ব মিটিং, নিজেদের মিটিঙ এ যে যা খুশী তাই বলে। সেইরকমই কোনও মিটিং এ আবার কেউ সিপিএমকে কেউটে সাপ ফাপ বলে মেরে ফেলার পরমর্শও দিয়ে থাকেন। তখন তো এত বাইট খচ্চা করতে দেখিনি বাপু।
  • jhiki | 190.214.232.88 | ২৬ মে ২০১৪ ১০:১৯637561
  • সেরকম তো অন্য ক্যাডারের দল কান ঝালাপালা করিয়ে গণসঙ্গীত শুনিয়েছে, দীর্ঘদিন কেবল টিভির মুখ দেখতে দেয়নি এরকম আরো কতকী!!

    আর জ্যোতিষ যতদুর সম্ভব কম্পালসারি ছিল না।

    মুশকিল হল দল আর সরকারের বিভাজনটা অনেকেই মানতে চাননা।
  • সিকি | 131.241.127.1 | ২৬ মে ২০১৪ ১০:১৯637560
  • আর এই যে গে-সেক্সকে ক্রিমিনালাইজড করার তোড়জোড় চলছে অপিশিয়াল লেভেলে, এইটা কোনওভাবে ফ্যামিলি ভ্যালুজে অ্যাটাক বলে মনে হয় না?

    নাকি ফ্যামিলি মানেই স্বামী, স্ত্রী আর সন্তান? দুটি গে পুং বা দুটি লেসবি স্ত্রীং মিলে ফ্যামিলি তৈরি হয় না?
  • ঈশান | ২৬ মে ২০১৪ ১০:২১637562
  • আমার মনে হয়, নারীশক্তির জাগরণ মানে হল বাধ্যতামূলভাবে সাস ভি কভি বহু থির বহুর মতো ইয়ব্বড়ো সিঁদুর লাগিয়ে শাড়ি-টাড়ি লাগিয়ে হেবি পাওয়ারফুলি পরিবার ও ৫০০০ কোটি টাকার পারিবারিক বিজনেস সামলানো। :-)

    তবে ওটা ইয়ার্কি। এসবের আমি কি জানি। রাজনাথ সিং বলেছেন। উনি ভালো বলতে পারবেন। বিশ্বায়নের বিরোধিতা, পারিবারিক মূল্যবোধ এর জাগরণ, নারীমুক্তির বদলে নারীশক্তির উত্থান ঘটানো -- এসব কী, এবং কীভাবে হবে, জানতে আমি কিউরিয়াস। নরেন মোদী ও রজনাথ সিংকে জিগান।
  • ঈশান | ২৬ মে ২০১৪ ১০:২৭637563
  • হ্যাঁ। ও বিজেপির নিজস্ব মিটিং। সেখানের আপিশিয়াল বক্তব্য বিজেপির নিজস্ব সাইটে তোলা আছে। সরকারটা বিজেপির নিজস্ব সরকার। তারা রামন্দির বানাবে আর গোরু হত্যা নিষিদ্ধ করবে -- এই দাবী নিয়ে ক্ষমতায় এসেছে।

    এইসব আর কি। বিজেপি কিকরে সব রকম সাপোর্টার বেসকে সামলায়, এট্টু দেখি। :-)
  • kc | 204.126.37.78 | ২৬ মে ২০১৪ ১০:২৭637564
  • কোন চ্যানেলে গণসঙ্গীত শোনায়? জানতে চাইছি। সাবক্রিপশন নেব। সেই চ্যানেল উঠে গেলে নাম বললেও হবে। ইউটিউবে দেখব।
  • ঈশান | ২৬ মে ২০১৪ ১০:২৯637565
  • ভালো কথা, বিশ্বস্ত প্রগতিশীল বামপন্থী পুঁজিবাদী চব্বিশ ঘন্টা নাকি বিজেপি হয়ে গেছে? :-)
  • pi | 127.194.4.161 | ২৬ মে ২০১৪ ১০:৩১637566
  • আর দল নিয়ে, দলের সমর্থকদের মতামত নিয়েই বা প্রশ্ন করা যাবেনা কেন ?
  • kc | 204.126.37.78 | ২৬ মে ২০১৪ ১০:৩২637567
  • সরকার বিজেপির নাকি? এনডিয়ের না?
    ওগুলো বাজার গরম করা কথা। মনে হয়না ওরা এসব নিয়ে বেশী এগুবে।
  • kc | 204.126.37.78 | ২৬ মে ২০১৪ ১০:৩৩637568
  • যেসব "প্রশ্নগুলো সহজ / আর উত্তরওতো জানা" সেসব প্রশ্ন করে কী লাভ?
  • cm | 233.231.231.119 | ২৬ মে ২০১৪ ১০:৩৭637570
  • কেবল বুদ্ধি না দিলেই হল। রাস্তার লোকের বুদ্ধিশুনে ফিল্টার করে কোনটা সুবুদ্ধি আর কোনটা দুর্বুদ্ধি বের করা খরচ সাপেক্ষ ব্যাপার।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খারাপ-ভাল মতামত দিন