এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • অব কি বার _ সরকার- ভোটের লাইভ আপডেট ২০১৪

    π লেখকের গ্রাহক হোন
    অন্যান্য | ১৬ মে ২০১৪ | ১৩৩৪৩৩ বার পঠিত | রেটিং ৫ (১ জন)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | ০৫ জুন ২০১৪ ০৯:৪৩637670
  • শুদ্ধুমাত্র ইংরিজি বলতে না পারার হীনম্মন্যতা কি ভয়ংকর সর্বগ্রাসী!
    আহারে .........
  • SC | 34.3.22.185 | ০৫ জুন ২০১৪ ০৯:৪৪637672
  • যাহোক, অন টপিক, এইটা খুব কাজের।
    ইউ পি র মুসলিম ভোট কার দিকে গেছে সেটা নিয়ে প্রথম থেকেই কৌতুহল ছিল। এখান থেকে ক্লিয়ার হলো:
    http://election-results.ibnlive.in.com/
  • SC | 34.3.22.185 | ০৫ জুন ২০১৪ ০৯:৪৮637673
  • sm , উপরের লিংক দেখুন। আমি অন্য স্টেট দেখিনি, কিন্তু চাইলেই দেখতে পারেন।
    আমাদের এখনকার অর্থমন্ত্রীও বেশ দিগ্গজ লোক, ইন ফ্যাক্ট, অসীমের থেকেও বেশি দিগ্গজ মনে হয়।
    ইনি তো আবার ডিউক এ ফাকাল্টি ছিলেন। তবে আবার ওই দিগ্যজ্পনা দিয়ে রাজনীতি তে কিলাভ!
  • | ০৫ জুন ২০১৪ ০৯:৫১637674
  • ও হ্যাঁ SC কে এটা অনেকদিন জিগ্যেস করবার ছিল। কথায় কথায় মমতার হয়ে অনেকদিন ধরে প্রচার করার চেষ্টা করে যাচ্ছেন যে ওটাই নাকি আপনার 'ছোটলোকদের ভাষা', সাব অল্টার্নদের ভাষা' ইত্যাদি। বুঝলাম।
    তা মমতা নিজে আশুতোষ কলেজে পড়েও ভাষার অমন দৈন্য, তাও নাহয় ধরেই নিলাম যে সে ইচ্ছে করেই 'ছোটলোকদের সাথে' নিজেকে সমান দেখানোর জন্য করছেন। কিন্তু তাহলে মহিলা, অমন সাহিত্যিক, গায়কদের পেছনে অমন লেউ লেউ করে ঘোরেন কেন? ধমকে ধামকে, নানাপ্রকার ছল চাতুরি করে যারাই কোনও না কোনও ক্ষেত্রে একটু আধটুও নাম করেছেন তাদের সমর্থন পাওয়ার জন্য অমন করেন কেন? আর ঐ কবিতা ইত্যাদি না লিখে খেউড়, তরজা ইত্যাদি লুপ্তপ্রায় ধারাগুলোকে মূলস্রোয়্তে ফিরিয়ে আনার চেষ্টাই বা করেন না কেন? 'বন্দ্যোপাধ্যায়' পদবীটিই বা ত্যাগ করেন না কেন?
  • sm | 122.79.39.28 | ০৫ জুন ২০১৪ ০৯:৫১637675
  • ও আর একটা কথা। স্মৃতির শিক্ষাগত যোগ্যতা টা বিষয় নয় আমার কাছে। একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচিত সরকার কাকে মন্ত্রী করবে এবং কোন ডিপার্ট মেন্টের সেটা তাদের নিজস্ব বিষয়। জনগনের দেখার বিষয় হলো, সেই ব্যক্তি ঠিক মত কাজ করতে পারছেন কিনা। স্বাস্থ্য মন্ত্রী হর্ষবর্ধন না গোবর্ধন থুড়ি, কংগ্রেস আমলে গুলাম নবী এই নিয়ে আমার বিশেষ মাথা ব্যথা নাই। কিন্তু এখানে ইসু টা অন্য, স্মৃতি তার হলফ নামায় দু রকম তথ্য দিয়েছেন , যেটা ভালো ইংরিজি বলে ঢাকা যাবে না।
  • | ০৫ জুন ২০১৪ ০৯:৫২637676
  • সত্যি বলতে কি মহিলাকে দেখলে তো প্রচন্ড কমপ্লেক্সে ভোগেন বলে মনে হয়। আপনি যাইই বলুন উনি তো মনে হয় নিজের ভাষার দৈন্য নিয়ে বেশ সজাগ। তাইই অমন ভিখিরিপনা। :-)
  • SC | 34.3.22.185 | ০৫ জুন ২০১৪ ০৯:৫৮637677
  • আপনার উত্তরটা প্রশ্নেই আছে। আমি প্রচার মমতার "হয়ে" করছিলাম না। আমি মমতাকে নিয়ে মধ্যবিত্তের রিঅ্যাকশন নিয়ে বলছিলাম।
    এই যেমন উপরে আমি স্মৃতি ইরানীর হয়ে (বা বিজেপির হয়ে) প্রচার করছিলাম না। স্মৃতির কাজ নিয়ে গালমন্দ করুন না, মমতার কাজ নিয়েও করুন। লালুপ্রসাদ চোর বলুন। কিন্তু রাজনীতি ভদ্রলোকের পাড়া, এখানে বাবা "ওসব" চলবে না, এটাতে আপত্তি আছে।

    আর মমতা কেন ভদ্রলোক হতে চান। "wannabe " তাই। ভীষণ ভীষণ একটা অদেখ্লেপনা আছে, বুদ্ধদা যেরকম ঘ্যাম নিয়ে কবিতা ফবিতা বলতেন, unio হবেন। তার কারণ সারাজীবন ভদ্রলোকেদের রাজনৈতিক সান্নিধ্যে ঘুরেছেন, হ্যাটা খেয়েছেন, লোকে মুখ টিপে হেসেছে সেগুলো দেখেছেন, তাই উনি তাদের মুখ বন্ধ করতে চান, "আমি কিন্তু রবি ঠাকুর jani, কবিতা লিখি" এটা বলে।
  • SC | 34.3.22.185 | ০৫ জুন ২০১৪ ০৯:৫৯637678
  • আমি তো আপনার সাথে একমত।
  • jhiki | 190.214.232.82 | ০৫ জুন ২০১৪ ১০:০০637679
  • স্মৃতিকে দেখে কমপ্লেক্সে ভোগে মনে হয়? ভাশার দৈন্য?? চোখ-কানের ডাক্তার ডাকতে হবেঃ)

    আর মমতাকে দেখে হলে একটাই কথা, পৃথিবীতে দেখার আরো অনেক জিনিস আছে ঃ)
  • jhiki | 190.214.232.82 | ০৫ জুন ২০১৪ ১০:০১637681
  • *ভাষা
  • SC | 34.3.22.185 | ০৫ জুন ২০১৪ ১০:০৩637682
  • স্মৃতি তো ইংরিজি জানা, বেশ উচ্চ মধ্যবিত্ত, তার এসব কোম্প্লেক্ষ থাকতে যাবে কেন?
    বাঙালি ঘরে জন্মালে থাকতে পারত অবশ্য । আমি তো একজনের বাড়িতে এরকমও আরেকজন কে হ্যাটা দিতে শুনেছিলাম, যে পিএইচডি করেনি, ও আবার কি জানে!
    তবে উত্তর ভারতে এসব ঘ্য়ামের কেস একটু কম মনে হয়।
  • | ০৫ জুন ২০১৪ ১০:০৫637683
  • আরে না ঝিকি স্মৃতিকে না। সত্যি বলতে আমি দেখিই নি স্মৃতিকে সেভাবে। এই সম্প্রতি খবরের মাঝে যে টুকরো ঐটুকু।

    ঐজন্য ওঁর দুরকম তথ্য দেওয়া নিয়ে আপত্তি ছাড়া অন্য কোনও বিষয়ে এখনও মতামত তৈরী করে উঠতে পারি নি।
  • jhiki | 190.214.232.82 | ০৫ জুন ২০১৪ ১০:১১637684
  • স্মৃতির মা তো বাঙালী-ই ঃ)

    দু-রকম তথ্যটা কেন সেটা আমিও জানতে ইচ্ছুক, তবে আমাদের দেশে এসব জানা যায়না ঃ(
  • riddhi | 117.217.133.50 | ০৫ জুন ২০১৪ ১০:১২637685
  • "আপনি কি সামনা সামনি তাদের নিগ্রো বলেই ডাকেন বা সাহস করেন ? তারা কি সেটাকে স্পোর্টইংলি নেয়?"

    দু এক জন নিজেরা নিজেদের নিগাহ বলছিল।তাই আমিও কুল হবার জন্য বলেছি, কিছু মনে করেনি, ওদের মধ্যে একজন বলল ওটা পার্ট ওফ স্পিচ। নিশ্চয়ী অনেকে ওফেন্ডেদ হয়, আবার অনেকে হয় না । হ্যান, অবশ্যই ওফিশিয়াল ডকুমেন্ট বা আতেল মহলে এইসব বলব না, নাতো চাকরি যাবে। তবে পেপার আর আতলামো মারিয়ে, না কালো মানুষ, না গরীব মানুষ, না মুসলমান , না মেয়েমানুষ কারুর কোন উপকার হয়েছে। বহু কমেডি শোতে নিগাহ ব্যবহৃত হয়।
  • | 60.82.180.165 | ০৫ জুন ২০১৪ ১০:২৮637686
  • অত বেশি নিগাহ হলে অন্যত্র নিশানা হয়ে যাবে।এমনকি এই সাদাঅধ্যুষিত মিডওয়েস্টে এন ওয়ার্ড বল্লে ক্যাল খেয়ে একঘরে হয়ে যাবার সম্ভাবনা প্রবল।
  • haripada guchhaait | 122.79.36.124 | ০৫ জুন ২০১৪ ১১:০৪637687
  • দ ৯ঃ৪৩ এ অসুখটি ঠিক ধরেছেন। আর অন্য ভাষায় বললে ইউরোপে সময় না কাটাবার ফল ও বলা যেতে পারে।

    ৮ঃ৪৪ এর লুক্কায়িত বক্তব্য আরো মারাত্মক। মুসলমান আর কালোদের সাথে বাওয়ালির অ্যাসোশিয়েশন তৈরির চেষ্টা। মোদীর ভিত্তি কোথায় তা কি আমাদের অজানা।
  • riddhi | 117.217.133.50 | ০৫ জুন ২০১৪ ১১:২৯637688
  • মিডোয়েস্ট আবার কোন জায়গা নাকি, সাদা কালো সবাই গাম্বাট । ওখানে তো ওরমি হবে।
  • SC | 34.3.22.185 | ০৫ জুন ২০১৪ ১১:৩০637689
  • :P :P :P
  • riddhi | 117.217.133.50 | ০৫ জুন ২০১৪ ১১:৪৭637692
  • "৮ঃ৪৪ এর লুক্কায়িত বক্তব্য আরো মারাত্মক।"
    ঃ))) হ্যান, এস-স-সে গেছে। ভাবছিলাম এইটা কখন আসবে। লুক্কায়িত অভিসন্ন্ধি, ক্লোসেট ফ্যাসিবাদ, ছদ্মবেশী হিটলার ।
    দুনিয়ার সব মানুষের ভেতরের খবর জেনে বসে আছে কে? ফ্রয়েড না, ইয়ুং না, পাড়ার কুচুটে বিধবা পিসীর থেকেও দশ গুন কুচুটে সর্বজ্ঞানী বাংলার বাম আতেল।
    মুসলমানের বাওয়ালি বলা মানে তাকে মোডির সাথে কানেক্ট করে দাও , ব্রিটনি শুনছে, দাও তাকে সালা সিয়ার সাথে জুড়ে। ওহে হরিপদ, আপনার থেকে দশগুন মোসলমান বন্ধু আমার আছে। আমার জামাইবাবু মোসলমান। আমার কালো মেয়েদের হেব্বি লাগে। তাই বলে বাওয়ালি কে বাওয়ালি ই বলব।

    আপনার মত ভাল কিন্তু থিওরিটিকাল জম্বিরা আছে বলে মোদী দশ গোল দিয়ে বারবার ক্ষমতায় আসবে। আর এইগুলোকে থিওরীটিকাল ভাট ই বা বলি কি করে? কিসের বালের থিওরি, একটু লজিকালি ভাবলে কি এই 'লুক্কায়িত' থিওরী আদৌ আসবে? এর একটাই উৎস - নির্লজ্জ কুচুটেপনা।
  • | 60.82.180.165 | ০৫ জুন ২০১৪ ১১:৪৭637690
  • নিগ্রো বা নিগার শব্দটির মধ্যে যে ঘেন্নাটি লুকিয়ে আছে সেটা মিডওয়েস্টের সাদাকালো নির্বিশেষে সব গাম্বাটরা বুঝতে পেরেছে জেনে আমি আনন্দিত হয়ে ঘুমোতে গেলাম।

    তোমার স্মার্টনেসের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি হোক।
  • de | 69.185.236.51 | ০৫ জুন ২০১৪ ১১:৫০637693
  • কিছু কিছু মন্ত্রকে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা দরকারী বলেই মনে হয় - যেমন অর্থ মন্ত্রক, আইন মন্ত্রক ইঃ - তেমনি মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক। যা যা বিষয়পত্র নিয়ে ডিল করতে হবে মন্ত্রী যদি তা কিছুই না বোঝার মতো অবস্থায় থাকেন, সব বিষয়েই যদি অতিরিক্ত আমলানির্ভরশীলতা থাকে, তাহলে স্ট্রং ডিসিশন নেওয়া যায় না। এখানে মহিলা বা পুরুষ, উচ্চবর্ণ-নিম্নবর্ণ ইঃ আলোচনা অবান্তর। আর স্মৃতি ইরানীর কাজ তো শুধু কনভেন্ট অ্যাকসেন্টে ইংরাজী বলা হবে না -- আরো অনেক কিছু কাজ থাকবে। সুতরাং ইংরাজী কতো ফটফটিয়ে বলতে পারেন তা দিয়ে কিছুরই বিচার হবে না।

    আর বন্দ্যোপাধ্যায় আবার কবে থেকে নিম্নবর্ণীয় হলো? তিনো তেও তো উপরতলাতে উচ্চবর্ণেরই ছড়াছড়ি!
  • grin | 131.241.218.132 | ০৫ জুন ২০১৪ ১২:২১637694
  • রিদ্ধি ৭-১৭ am 3rd -4rth প্যারা একদম বুলস আই আঁতেল দের সম্পর্কে :-) তবে খিস্তি না হলেই ভালো হত ।
    ১১-৪৭ লাস্ট প্যারা ও - "ভাল কিন্তু থিওরিটিকাল জম্বিরা আছে বলে মোদী দশ গোল দিয়ে বারবার ক্ষমতায় আসবে। " - নাজুক ।
    খাস হোম গ্রাউন্ড-এ "holier than thou " গুরুজন দের গোল খেতে হলে তো জ্বলবেই !
  • haripada guchhaait | 122.79.36.107 | ০৫ জুন ২০১৪ ১২:৫৩637695
  • মোদী ক্ষমতায় আসবে কারণ জনতা সবাইকে ট্রাই করে দেখতে চায়। এ ছাড়া কোন কারণ নাই। যে কারণে মমতা একই কারণে মোদী।
  • quark | 138.141.79.13 | ০৫ জুন ২০১৪ ১৩:০১637696
  • দে, অনেকেই ব'লে থাকেন মন্ত্রীরা আর কী করবেন, সব তো আইএএসরাই করবে। অথচ তাঁরাই এটা মনে করিয়ে দিতে ছাড়েন না কপিল সিব্বল ছড়িয়ে ছিলেন, কিম্বা মুরলী জোশী এসে জ্যোতিষবিদ্যা পড়াতে শুরু করেছিলেন ইত্যাদি প্রভৃতি।
  • sm | 122.79.36.140 | ০৫ জুন ২০১৪ ১৩:০৫637697
  • জনতা কে অতটা নাদান ভাবার কোনো কারণ নেই। বাজারে তৃত্বীয় ফ্রন্ট নামে এক অস্ত্বিত্ব ছিল।মুলায়েম ছিল, মায়াবতী,নীতিশ,আপ সব ছিল। তাদের ভরাডুবি হয়েছে, একটাই কারণ, জনগণ দিল্লিতে একটা শক্তপোক্ত সরকার দেখতে চেয়েছে। আশা করেছে লাগাম ছাড়া মূল্যবৃদ্ধি রুখতে পারবে,মানুষ করে কম্মে খেতে পারবে। কিছু হবে কিনা, ভবিষ্যত বলবে। কিন্তু খালি ট্রাই মারার জন্য ট্রাই করে নি।
    আপনার যুক্তির মত সরলরৈখিক নয়।
  • ঈশান | ০৬ জুন ২০১৪ ০৮:২০637699
  • আরে বিধান রায় বা জ্যোতি বোসের মতো বুকের পাটা কটা লোকের আছে। রবীন্দ্রনাথ বাঙালিকে জানতেই হবে। ইংরিজি বলতেই হবে। জানুক না জানুক, পারুক না পারুক। নইলে থুতু ফেলে ডুবে মরাই ভালো।

    এই যে, আবাপর এই ছবিখানা দেখুন।


    সবই ঠিক ছিল। খালি কোশ্নো হল, নেপোলিয়ান কি ইংরিজিতে কথা বলতেন? নিশ্চয়ই না। অনুবাদই যখন উদ্ধৃতিটা বাংলায় দিলেই হত। কিন্তু সে করা যাবেনা। ফোরেন মাল, সুইট ইংলিস, আভিজাত্য, সব সমার্থক। :-)
  • ঈশান | ০৬ জুন ২০১৪ ০৮:২২637700
  • ছবি আসেনা কেন? এই যে লিংক। আরেকবার দিলাম।
  • ঈশান | ০৬ জুন ২০১৪ ০৮:২৩637701
  • ধোর। পুরো খবরেরই লিংক থাক। নেপোলিয়নের উদ্ধৃতিটা দেখে নেবেন।
  • | ০৬ জুন ২০১৪ ০৮:২৬637704
  • নেপোলিয়ান কি ইংরিজিতেও কথা বলতেন? :-)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। না ঘাবড়ে প্রতিক্রিয়া দিন