এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • অব কি বার _ সরকার- ভোটের লাইভ আপডেট ২০১৪

    π লেখকের গ্রাহক হোন
    অন্যান্য | ১৬ মে ২০১৪ | ১৩৩৪২৪ বার পঠিত | রেটিং ৫ (১ জন)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • PL | 132.164.98.69 | ২৮ মে ২০১৪ ১৩:৩৩637638
  • হুঁ, এমনিতেও বারবার বলা হচ্ছে এটা মোদীর মন্ত্রীসভা, মোদীর ক্থাতেই চলবে। রাজনাথ আর জেটলি ছাড়া হেভিওয়েট বোধায় আর কেউ নেই। আর একটা কাগজে পড়ছিলান যে মন্ত্রীরা এবার অনেক বেশী নিজের নিজের দপ্তরের টেকনোক্র্যাটদের ওপর নির্ভরশীল হবেন। এগুলো মাথায় রাখলে স্মৃতি ইরানি ঠিকই আছেন।
  • jhiki | 190.214.232.78 | ২৮ মে ২০১৪ ১৪:২৯637639
  • তাহলে বিরোধীরা একরকম মেনেই নিচ্ছে যে মোদী সুপারম্যান!

    একই মানুষ একসাথে প্রধানমন্ত্রীর দপ্তর সামলাবে, বকলমে গুজরাট শাসন করবে, HRD , পরিবেশ মিনিস্ট্রি চালাবে ইঃ ইঃ ঃ))))

    জ্জিও কাকা!
  • PT | 213.110.243.21 | ২৮ মে ২০১৪ ১৯:১৩637641
  • HRD মন্ত্রীর (এবং সোনিয়ার) শিক্ষাগত যোগ্যতা নিয়ে আলোচনা অর্থহীন। গত বছর august মাসে DBT যে রিসার্চ প্রপোসাল approve করেছে তার টাকা এখনো রিলিজ করা হয়নি। গবেষণার বিষয় ইতিমধ্যে তামাদি হয়ে যাওয়ার কথা!!
  • PT | 213.110.243.21 | ২৮ মে ২০১৪ ১৯:৩৭637642
  • যাঁরা জানতে চাইছিলেনঃ
    According to Irani’s affidavit filed with the Election Commission of India in 2004 (below), she holds a bachelor's degree in arts from the Delhi University (School of Correspondence). She passed out in 1996, says the declaration signed by her.......

    ....Interestingly, in the recent 2014 election affidavit (below) with the Election Commission, Irani claimed that she only completed Part I (first year) of her bachelor's degree in commerce in the year 1994 from Delhi University's School of Open Learning (correspondence)..............
    http://www.rediff.com/news/report/the-strange-case-of-smriti-irani-ba-pass-in-2004-undergrad-in-2014/20140528.htm
  • quark | 138.141.79.59 | ২৮ মে ২০১৪ ২০:০০637643
  • এখন দেখুন, আইএএস আমলারা তো আর অশিক্ষিত কিম্বা ১২ কেলাস পাস নন। তাঁরাই তো দপ্তর চালান। তা মন্ত্রীর পদটা তুলে দিলে কী ক্ষতি?
  • S | 81.191.150.74 | ২৮ মে ২০১৪ ২০:৩২637644
  • আমলাদের কি জনগণ নির্বাচিত করে পাঠিয়েছে ? আমলাদের কাজের একটা চেকস অ্যান্ড ব্যালেন্স দরকার।গণতান্ত্রিক ব্যাবস্থায় নির্বাচিত মন্ত্রীদের সেই কাজটা করার কথা।
  • quark | 138.141.238.234 | ২৮ মে ২০১৪ ২১:৫৬637645
  • মাইরি! সবাই তা মনে করেন না।
  • Arpan | 125.118.165.158 | ২৮ মে ২০১৪ ২২:২৬637646
  • স্মৃতির সাথে সোনিয়ার তুলনা হয় কী করে? সোনিয়া তো কখনো মন্ত্রিত্বে আসেননি। আসলে তুলনা করা যেত।

    তবে অজয় মাকেনের টুইটটাই বোকা বোকা। হারের জ্বালা মেটানোর অক্ষম চেষ্টা।
  • Arpan | 125.118.165.158 | ২৮ মে ২০১৪ ২২:৩৫637648
  • ঝিকিকেঃ মোদির কথাই সেশ কথা আর মোদিই সবকিছু করবে এই দুটো স্টেটমেন্টে তফাৎ আছে। মোদি তথা বিজেপি আমেরিকান প্রেসিডেনশিয়াল সিস্টেম পছন্দ করে(ন), বিলিতি ধাঁচের ক্যাবিনেটের বদলে।

    মোদি নিজের আন্ডারে কোন ইম্পর্ট্যান্ট পোর্টফোলিও রাখেননি - ওনার কাজই হবে পলিসি মেকিং, ডেলিগেশন এবং ক্যাবিনেটের ওপর নজরদারি। একদম সঠিক সিদ্ধান্ত।

    কিন্তু এতে করে সুপারম্যান বলা হল কোথায় সেইটাই তো বুইলাম না! ঃ)
  • SC | 160.212.30.248 | ২৯ মে ২০১৪ ০১:৪০637649
  • স্মৃতি ইরানিকে সবচেয়ে প্রথমে আক্রমন অজয় মাকেন করেননি, করেছিলেন মোদী ভক্ত বলে পরিচিত বিখ্যাত মধু কিশ্বর।
    বিজেপির বুদ্ধিজীবী মহল এখন স্মৃতি ইরানিকে নিয়ে aRaaRi বিভক্ত।
    একদিকে মধু কিশ্বর বলছেন মন্ত্রিন্ত্ব গুলো মোদীর বাপের জায়গীর নয়, অন্যদিকে স্বপন দাশগুপ্ত বলছে রবীন্দ্রনাথও তো স্কুলে যাননি।
    http://ibnlive.in.com/news/qualification-row-madhu-kishwar-calls-smriti-irani-nalayak/474908-37-64.html
  • SC | 160.212.30.248 | ২৯ মে ২০১৪ ০১:৪১637650
  • #sitbackandenjoy

    (ব্যক্তিগত ভাবে আমার স্মৃতি ইরানীর qualification নিয়ে কোনো আপত্তি নেই। উনি কেমন কাজ করেন, সেটাই দেখার )
  • PT | 213.110.243.23 | ২৯ মে ২০১৪ ০৮:২৩637651
  • "রবীন্দ্রনাথ স্কুলে জাননি" এটা বোধহয় আরাবুল সম্পর্কেও বলা হয়েছে এর আগে। রবীন্দ্রনাথ যে এতদিন বাদেও সর্বভারতীয় রাজনীতিতে রেলেভ্যান্ট সেটা দেখে ভাল লাগছে।।
    কিন্তু যে মিডিয়া এতদিন ধরে "রেলমন্ত্রক কোন টেকনোক্র্যাটকে দেওয়া হোক" বলে লাফালাফি করছিল তারা হঠাৎ স্মৃতি ইরানির ক্ষেত্রে ল্যাদ খেয়ে "কলেজে যায়নি তো কি হয়েছে" বলে চ্যাঁচাচ্ছে। মিডিয়া কি সত্যি নতজানু হয়েছে মোদী ঝড়ে?
    আর Election Commission-এর affidavit-এ অসত্য তথ্য দেওয়া নাকি ক্রিমিনাল অফেন্স? বিভিন্ন IIT বা National Laboratory-র প্রধানদের ভুল কাজের জন্য যিনি ধমকাবেন আগামী ৫ বছর তিনি এরকম একটা অসত্য/অর্ধসত্য দিয়ে ইনিংস শুরু করলেন?
  • PT | 213.110.243.23 | ২৯ মে ২০১৪ ০৮:২৩637652
  • **যাননি
  • riddhi | 146.165.191.61 | ৩১ মে ২০১৪ ০১:০৩637654
  • এই পিটিদা, এই স্মৃতি যা চোস্ত ইংরেজী জানে না, আপনার মার্কেজ পড়া বুদ্ধদেব ধুতিতে হেগে ফেলবে । তারপর আপনার ধরুন এই অসীম দাশগুপ্ত, আরো সব যারা আছে। শুধু অমর্ত্য সেনের পোঙ্গায় ঘুর ঘুর করলে হবে? আর ভালই তো বুদ্ধি আছে! মানে আই আই টি আই আই এম এর আঁতেলদের জন্য কাফি।
    স্টালিন কি পাশ কেউ জানে? যাস্ট উচ্চমাধ্যমিক বোধহয়। কিন্তু ফ্রি টাইমে ফালতু না ভাটিয়ে বই পড়ত।পরে মায়াকোভস্কির মত টপ ক্লাস আঁতেল কে ফিডব্যাক দিয়ে ঘ্যাম নিত - লেভেলটা বুঝুন। এই স্মৃতি কিছুদিন পর দেখবেন বিশ্বভারতীর কোন বাঙ্গালী মাস্টার কে একটা থিসিস নিয়ে হাল্কা চেটে দিল। এই রঙ্গীলার উর্মিলা, ১৬ বছর বয়সে, জামা খুলে নেমে পড়ল, পড়াশোনার স্প্যন দেখলে যাস্ট ভির্মি খেয়ে যাবেন। ওর যা বিশ্বসাহিত্যের ফান্দা, বৃন্দা কারাতের নেই। আরে মানুষ পড়াশোনা করে, বিশেষ করে আজকালকার অনেক অভিনেতাদের একটা রিচ ইন্তেলেকচুয়াল লাইফ থাকে। এম এল খান্না বা ইরোদোভ সলভ করেনি নাহয়।
  • PT | 213.110.243.23 | ৩১ মে ২০১৪ ০৭:৪৮637655
  • "এই পিটিদা, এই স্মৃতি যা চোস্ত ইংরেজী জানে না, আপনার মার্কেজ পড়া বুদ্ধদেব ধুতিতে হেগে ফেলবে"
    স্মৃতি কি ইংরিজির মাস্টারি করতে এয়েছেন নাকি?

    "শুধু অমর্ত্য সেনের পোঙ্গায় ঘুর ঘুর করলে হবে?"
    তক্কে জেতার জন্য আর কত নামবেন? হঠাৎ ইনি কেন এই আলোচনাতে?

    "স্টালিন কি পাশ কেউ জানে?"
    জানিনা তবে এটা জানি যে স্মৃতিকে তোল্লাই দিতে স্ট্যালিনকে নিয়ে টানাটানি রাস্তার চায়ের দোকানেও হয়না আর ঘোর বিজেপি সমর্থকও এমনতর যুক্তির আমদানি করেনা।

    কে কিসের জন্য কোন মন্ত্রীসভা আলোকিত করে সে খবর আমাদের নাগালের বাইরে.......
    কেউ কি জানে হঠৎ কেন বোম্বাগড়ের যন্ত্রী
    ব্রাত্য ভাগিয়ে পার্থকে করে রাজ্য শিক্ষামন্ত্রী?
  • quark | 138.141.238.234 | ০১ জুন ২০১৪ ১৪:২৭637657
  • রিদ্ধির পোস্টটা বেশ নোংরা আর এলোমেলো। অল্প বয়সে প্র্থম প্রথম খিস্তি শিখে ট্রেনে-বাসে নিজেদের মধ্যে হাহা হোহো টাইপস্‌!
  • pi | 24.139.221.129 | ০৩ জুন ২০১৪ ২০:০০637659
  • স্ট্যাটিস্টিক্সের লোকজন বা অন্যরা, এই বিশ্লেষণটা কেউ দেখলেন ?
    http://indiatogether.org/why-modi-bjp-won-and-upa-lost-government

    এটা ইন্টারেস্টিং লাগলোঃ
    The MP rating factor is statistically insignificant. This means that trying to find out whether a party won or lost, based on the MP performance/ record in that individual constituency, did not yield any analytical results in these elections. This is perhaps understandable, given that the elections were fought more on the basis of party support or party leaders’ support. MP or MP candidates did not necessarily determine voter choice
  • riddhi | 117.217.134.128 | ০৫ জুন ২০১৪ ০৭:১৭637661
  • "রিদ্ধির পোস্টটা বেশ নোংরা আর এলোমেলো। "
    উলিবাবা রে। আমাদের ক্লাস এইটের বাংলার মি স (হেবি হেবি সেক্সি) আমার ফার্স্ট টার্মের এসে তে মার্জিনে অবিকল এই কমেন্ট করেছিলেন (ওনার নামে একটা মুয়াআহ্হ্হ্হ্হ)

    এই পিটিদা,কোয়ার্ক, আপনারা কি স্মৃতি ইরানির স্পিচ/ইন্টারভিউ শুনেছেন? ওন এনি গিভেন ডে, এই মহিলার সাথে ভাট মারব দ্যান অসীম দাশগুপ্ত। সালা বোরিংচোদা মাল, অমর্ত এয়ারপোর্টে নামলে জুল জুল চোখ নিয়ে পিছু নেয়।

    এবার কাজ এর কথা। এখানকার তাবত আতেঅলদের বোকাচোদা বানিয়ে (এক্সেপ্ট ডিডি দা) মোদী জিতে গেছে তো? এটা ফ্যাক্ট তো ? তাই বেফালতু এর ওর পোদে চিমটি না কেটে একটা ওবজেক্টিভ আলোচনা হোক ? স্ট্যাট বলছে মুসলিম কমিউনিটিতেও বিজেপির ভোট পার্সেন্ট বেড়েছে। আর সেই বাড় ইউ পি এর রেটের্র থেকে বেশী। ডেভেলপমেন্ট একটা ধপ সেটা সবাই খেয়ে নিল? নাকি ধপ ছিল না পুরোটা?

    মোদী একটা হাড় হারামির বাচ্চা, এটা আমি মনেকরি, সঠিক ইংরেজি প্রতিশব্দ পাচ্ছিলাম না, কিছুদিন আগে একক সেটা সাপ্লই দিলেন - একটা rogue । মালটার চেহারা কথাবার্তা, হাবভাব, ক্লাসিক রোগ এলিমেন্ট। ওর সালা বালের বুদ্ধি আছে, ছেনো গুন্ডা যা, ও ও তাই। । বা*ট টা রোজ আবার প্রাণায়ম করে। কিন্তু ও জিতে গেছে- এটা ফ্যাক্ট আর বাকিরা নিজেদেরটা চুষছে।
  • riddhi | 117.217.134.128 | ০৫ জুন ২০১৪ ০৭:২৬637662
  • এইইইই পিটিদা, অমর্ত্যকে আমি আনব কি করে? উনি তো বোস্টনে আছেন !!
    আপনি কোনদিন বোস্টন গেছেন? আমি ওখানে একবছর থেকেছি। তুমুল সেক্সি জায়গা। বিশেষ করে ঐ কেম্ব্রিজের জায়গয় যা ফুরফুরে হাওয়া দেয় না, উফ! ইনিকুয়ালিটি নেই, মানে খুব কম। মার্টিন স্করসেজ 'ডিপার্টেড' বলে একতা সিনেমা বানিয়েছিলেন সাউথ বস্তনের গ্যাং স নিয়ে। বোস্টনের ধনী দরিদ্র সবার প্রচুর চয়েস আছে, জীবনের সব ক্ষেত্রে। আপনার পেয়ারের অমর্ত্য ওখান বসে সোস্যাল ওয়েল্ফ্যেআরের বুলি কপছান। আর আপনার মত লোকেরা কলকাতার গরমে ঘামতে ঘামতে উনাকে ডিফেন্ড করে যান! আপনাদের জন্য করুনা হয়।
  • haripada guchhaait | 122.79.36.52 | ০৫ জুন ২০১৪ ০৮:০৩637663
  • শুধুমাত্র বক্তব্যটুকু ভদ্রভাবে প্রকাশ করলে ভালো লাগে। এ আমার ব্যক্তিগত মতামত। কুশব্দের প্রয়োগেই ভাষা মেঠো ভাষা হয়না।
  • riddhi | 117.217.133.50 | ০৫ জুন ২০১৪ ০৮:৪৪637665
  • মেঠো ভাষা প্রয়োগ করতে আমার বাপের দায় পড়েছে। আপনার নাম হরিপদ আপনি মেঠো ভাষা চর্চা করুন। আমার নাম রিদ্ধিমান, আমার বাড়ির সামনে মুসলমানরা বাওয়ালি করত , আর বিদেশে নিগ্রোরা। আমার মনে যা ভাষা আসে, উর্দু, খিস্তি, ইয়ান্কি, যা যখন মনে আসে আমি তাই বলব।
  • PT | 213.110.247.221 | ০৫ জুন ২০১৪ ০৮:৪৪637664
  • শুধু করুণা ছড়া আর কি-ই বা দিতে পারি?
  • riddhi | 117.217.133.50 | ০৫ জুন ২০১৪ ০৮:৫৯637666
  • নাহ, এই পিটিদা সালা হেব্বি ভাল লোক। পিটিদার সাথে ইন ফিউচার নো বাওয়ালি, মা কালী। মানে যাকে বলে পিওর জেন্টলম্যান টাইপ। আমার মার্টিন স্করসেজ দেখা ইন্তিউশান ও তাই বলত। কেউ রেকর্ড দেখাতে পারবে না না, আমি পিটিদার পোঁদে একবারো ফালতু লেগেছি। ভুল হয়ে গেলঃ(
    কিন্তু পিটিদা সিপি এম হয়ে এত ভাল লোক হল কি করে। আমার হোল ফ্যামিলি সিপিএম। সব কটা পাক্কা হারামীঃ(
  • সিকি | 135.19.34.86 | ০৫ জুন ২০১৪ ০৯:৪০637667
  • ঋদ্ধিকে আগেও বলেছিলাম। আরেকবার বলি। খিস্তির স্টক এখানে প্রায় কারুরই কম নেই, বিভিন্ন ধরণের এবং লেভেলের খিস্তি প্রায় সকলেরই জানা আছে এখানে। শুধু একটা কথা - বক্তব্যে এত বেশি খিস্তি ইউজ করলে বক্তব্যের ধার কমে যায়, মূল বক্তব্যের কনটেন্ট থেকে ফোকাস সরে যায়। যদি খিস্তি না মেরে নিজের বক্তব্য প্রকাশ করতে না পারো তা হলে বুঝতে হবে তোমার বাংলা ভোক্যাবসের ভাঁড়ারে শর্টেজ আছে।

    এখানে বিভিন্ন ব্যাকগ্রউন্ডের বিভিন্ন বয়েসের লোকজন আসেন, সেটুকু মাথায় রেখে কমেন্ট পোস্ট করলেই সবার ভালো লাগবে।
  • SC | 34.3.22.185 | ০৫ জুন ২০১৪ ০৯:৪১637668
  • স্মৃতি কে নিয়ে পি টি দা কি বলল? রেগে গেছে নাকি? যে ১২ পাস পি টি দা দের মত অধ্যাপকদের ওপর ছড়ি ঘোরাবে। :)
    আর ভাই! মমতা থেকে স্মৃতি, একে অশিক্ষিত, তে আবার মেয়ে, উপরে বসে ছড়ি ঘোরাচ্ছে। ভাবুন দিকি ছোটলোক গুলোর ইয়ে।

    আহারে, এসব ভদ্রলোকেদের দেখলে একটু করুনা হয়। কেমন একটা দিছি কিন্তু ক্ষমতা দিচ্ছি না একটা বেশ খেলা খেলেছিলেন, মার্কস লেনিন, আরো কতকিছু হাতিঘোড়া আবোল তাবোল গল্প দিয়ে ভট্টচার্য বসু দের ক্ষমতার উপরতলায় বসিয়েছিলেন। কোথা থেকে যে কি হয়ে গেল, ছোটলোক গুলো, লাই দিয়ে দিয়ে মাথায় উঠে গেল। :)
  • | ০৫ জুন ২০১৪ ০৯:৪৩637670
  • শুদ্ধুমাত্র ইংরিজি বলতে না পারার হীনম্মন্যতা কি ভয়ংকর সর্বগ্রাসী!
    আহারে .........
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঠিক অথবা ভুল প্রতিক্রিয়া দিন