এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • অব কি বার _ সরকার- ভোটের লাইভ আপডেট ২০১৪

    π লেখকের গ্রাহক হোন
    অন্যান্য | ১৬ মে ২০১৪ | ১৩৫৭৮৬ বার পঠিত | রেটিং ৫ (১ জন)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • PL | 103.115.84.195 | ১৯ মে ২০১৪ ১২:০৮637270
  • Ranjan Roy, নেতাই, আমি সাবসিডিকে বাই ডেফিনিশন ইনেফিসিয়েন্ট বলেছি। কারন সাব্সিডি দিলে ডেড ওয়েট লস হয় সাপ্লাই আর ডিমান্ড কার্ভ সরে যায় - এটুকুই ক্রুগম্যান ইত্যাদি পড়ে বুঝেছি। আবার দেখুন এটাও লিখেছি যে রিয়েলপলিটিক মেনে খেলেতে গিয়ে প্রত্যেক সরকারই সাবসিডি দেয়, তবু চাইব সাবসিডি দেবার ট্রেন্ড যেন উর্দ্ধমুখী না হয়। আমার মনে হচ্ছে এখানে অনেকেই বাইনারী মোডে প্রশ্ন করছেন। সাবসিডী খারাপ বলেছে? তার মানে সাব্সিডীর পুরোপুরি বিরোধীতা করে নিশ্চয়ই। cm অবশ্য বললেনও, যেকোন নডেলের এক্স্ট্রীম কেসটাই আলোচনা করা উচিত। এটা আমার মত নয়, আমি মডেলের এক্স্ট্রীমে গেলে অস্বস্তি বোধ করি কারন অতোটা নলেজই আমার নেই যে এক্স্ট্রীম পয়েন্ট নিয়ে আলোচনা করবো।

    "য্দ্দূর জানি ইউরোপে, বিশেষ করে ফ্রান্সে কৃষি হাইলি সাবসিডাইজ্ড। হেল্থ ও শিক্ষা বহুদেশে সাবসিডাইজ্ড।"

    কৃষি হাইলি সাবসিডাইজ্ড, ইউরোপ ও আমেরিকাতেও, সেটা ঠিক না, এর আগে PT কেও বলেছি। কিছুদিন আগে অবধি EU তে চিনি হাইলি সাবসিডাইজ্ড ছিল যার ফলে ক্যারিবিয়ান ও আরো কিছু নেশন EU জোনে সুগার এক্স্পোর্ট করতে পারছিল না (দামে পোষাচ্ছিল না)। এই নিয়ে WTO তে অনেকে নালিশ করে এখন EU চিনিতে সাব্সিডি কিছু কমিয়েছে। এইভাবেই অন্যান্য দেশেও সাব্সিডি আস্তে আস্তে কমানো উচিত মনে করি।

    বেসিক স্বাস্থ্য আর শিক্ষা ফ্রি হওয়া উচিত মনে করি, আগেও দুবার লিখেছি। এটা কিভাবে হবে সেই নিয়ে কোন আইডিয়া নেই, কোন সরকার করতে চাইলে তাকে এই ইস্যুতে সমর্থন করবো।
  • PL | 103.115.84.195 | ১৯ মে ২০১৪ ১২:১৫637272
  • * বেসিক স্বাস্থ্য আর বেসিক শিক্ষা
  • PT | 213.110.246.230 | ১৯ মে ২০১৪ ১২:১৬637273
  • "নিশ্চয়ই লবে @ পিটি ৯-৫৪! শুধু দেখে যান।"

    কারা যেন ঢক্কানিনাদ করেছিল যে রাজীব আর স্যাম পিত্রোদা মিলে নাকি ভারতকে টেকনোলজির উচ্চতম মার্গে নিয়ে যাবে। কি হয়েছিল? As the data bears out, Pitroda’s strategy to grow tele-density through indigenous development in CDoT failed conclusively. http://www.livemint.com/Opinion/biNfQImaeobXxOPV6pFxqI/The-story-of-Indias-telecom-revolution.html

    UPA2-তে বামেরা না থাকায় শৃঙ্খলমুক্ত মনমোহন অর্থনীতিতে নতুন জোয়ার আনবেন এমনটা দাবী করেছিলেন বিদগ্ধ জনেরা। আবাপ দীর্ঘ সম্পাদকীয় লিখেছিল। অনেকে দাবী করেন যে আমেরিকান কাগজ-টাগজেও এসব লেখালেখি হয়েছিল।
    ৫ বছরের মধ্যেই মনমোহনের পলিসি আঁস্তাকুড়ে!!

    বাজপেয়ীর যে "ইন্ডিয়া-শাইনিং" ঢপ পাবলিক খায়নি সেটা এত বছর পরে খাওয়ানোর দায়িত্ব নিয়েছেন মোদী। দেশে -বিদেশে সেই খবর ছড়িয়ে পড়ছে।
    http://www.washingtonpost.com/world/hindu-nationalist-narendra-modis-party-heads-to-victory-in-indian-polls/2014/05/16/c6eccaea-4b20-46db-8ca9-af4ddb286ce7_story.html
    http://www.post-gazette.com/news/world/2014/05/17/PM-elect-promises-a-shining-India/stories/201405170077
  • lcm | 118.91.116.131 | ১৯ মে ২০১৪ ১২:২১637274
  • আর, এত কথা হল, আর, ভারতের একটি অঙ্গরাজ্য পশ্চিমবঙ্গের রেকর্ড তিন দশকের বেশী বাম শাসনের পরের অবস্থা - নাহ থাক! সবই তো সবাই জানে।
  • Ekak | 24.99.74.5 | ১৯ মে ২০১৪ ১২:৩১637275
  • ক্রুগম্যান এর পয়েন্ট অনস্বীকার্য্য কিন্তু সাবসিডি কে তার প্রচলিত ফর্মের বাইরে এনে উত্সাহভাতা হিসেবে ব্যবহার করা যায় ।
    যেমন ১০০ টাকা অবধি পাওয়ার ইউস করলে ফ্রি । ১০১-থেকে ২০০ তে ২০% সাবসিডি । ২০০ র ওপরে নো সাবসিডি । কেজ্রী এরকম একটা চেষ্টা চালিয়েছিল ।
    ন্যাচারাল রিসোর্স -পাওয়ার এগুলোতো সীমিত । তাই এই মডেল সেখানে অপচয় বন্ধ করতে কাজে লাগে । ইভেন আমার মনে হয় বড় ইন্দাস্ত্রী তে পাওয়ার এন্ড রিসোর্স অডিট হওয়া উচিত । ওয়েস্টেজ করলে চরা ফাইন । এভাবেই ব্যাটারি চালিত গাড়ি তে সাবসিডি দেওয়া যায় । সোলার সিস্টেমে সাবসিডি দেওয়া যায় । মানে এই সাবসিডি গুলো ওপেন মার্কেট রেখেই দেওয়া যায় । ক্ষতি নেই । শিক্ষা -স্বাস্থ্যে সাবসিডি খুব গোলমেলে জিনিস । সরকার যদি সার্ভিস নিজের হাতে রাখে তাহলে ঠিক আছে ।কিন্তু খোলা বাজারে বসে স্বাস্থ্য বা শিক্ষায় সাবসিডি দেওয়ার মানে কর্পোরেটের পকেটে টাকা সাইফন করা ।
  • ranjan roy | 24.99.212.54 | ১৯ মে ২০১৪ ১২:৩৯637276
  • পি এল, ও অর্পণ,
    বুঝলাম।
    পিটি,
    স্যাম পিত্রোদার নীতি ও ব্যর্থতা মনোমোহনের ব্যর্থতা তো বুঝলাম। সিপিএম এর ইলেকশন ম্যানিফেস্টোতে কৃষিনীতির পরিবর্তন কেন মুখ থুবড়ে পড়লো? কেরালাতে? যেখানে ১১/২০ হবে বলে কারাতবাবুরা বলছিলেন? সেখানে ৪ থেকে ৫?
  • PT | 213.110.246.230 | ১৯ মে ২০১৪ ১২:৪০637277
  • সেই পুরনো রোগ। পব-কে গোটা ভারত থেকে আলাদা করে দেখার চেষ্টা।
    ১৯১১ সালে রাজধানী দিল্লীতে চলে গিয়েছে আর অর্থনীতির কাঠামো দিল্লীতেই ঠিক হয়-বাঙালী আর কবে বুঝবে?
  • π | ১৯ মে ২০১৪ ১২:৪১637279
  • এখন আবার সব হিসেব অন্যরকম দেখাচ্ছে যে। ২৪ ঘণ্টার সাম্প্রতিকতম হিসেব অনুযায়ী, তৃণমূলের ভোট % প্রায় কমেনি বললেই চলে, কংগ্রেসের ১% বেড়েছে! বামেদের কমেছে ১১% আর বিজেপির বেড়েছে ১৪%। তাহলে আর কাদের কমলো, অন্যান্য, নির্দল ?
  • PL | 103.115.84.195 | ১৯ মে ২০১৪ ১২:৪১637278
  • Ekak, নিশ্চয়ই। আর আপনি যে উদাহরনটা দেখালেন পাওয়ার নিয়ে, ওটাকে বোধায় Pigouvian subsidy বলে, ক্রুগম্যানেই আছে। কেজরির উচিত ছিল এক্সপেরিমেন্টটা পুরো শেষ করা, দেখতাম কি হয়। ওরকম হঠাত করে রিজাইন করে সর্বনাশ করেছে।

    "শিক্ষা -স্বাস্থ্যে সাবসিডি খুব গোলমেলে জিনিস" - একমত। এই নিয়ে ভারতবর্ষে কেস স্পেসিফিক স্টাডি হওয়া উচিত একেকটা স্টেট ধরে আর একেকটা সেগমেন্ট ধরে। সব যায়্গা বা সব সেগমেন্টের চাহিদা একরকম নয়, তাই সবাইকে এক ছাতার তলায় আনা বোধায় উচিত হবেনা।
  • ranjan roy | 24.99.212.54 | ১৯ মে ২০১৪ ১২:৪২637281
  • কেরালায় সন্ত্রাস নেই ( অবশ্যি চন্দ্রশেখরকে খুন করা আছে)। বুজি নেই। তবে সিপিএম কেন ৫?
    কারাত-বৃন্দাকে বলি-- "এতই তোর বুদ্ধি হলে, আজ কেন তোর ক্যাঁতা বগলে?"
  • ranjan roy | 24.99.212.54 | ১৯ মে ২০১৪ ১২:৪৩637282
  • তাহলে গোটা ভারতে মোদি হাওয়া কেন কেরালায় আটকালো?
  • lcm | 118.91.116.131 | ১৯ মে ২০১৪ ১২:৪৪637283
  • ওহো, কেন্দ্রের দোষ! খেয়াল থাকে না...
  • ranjan roy | 24.99.212.54 | ১৯ মে ২০১৪ ১২:৪৫637284
  • রুটি-পাল্টানোর রাজ্যকে একটু ক্রেডিট দিন তো! অনেক মোদি-মোদি হয়ে্ছেঃ)))
  • π | ১৯ মে ২০১৪ ১২:৪৯637285
  • কিন্তু শিক্ষা, স্বাস্থ্য তো সবারই বেসিক অধিকার।

    শিক্ষা, স্বাস্থ্যের বেসরকারিকরণ নিয়ে আলোচনা লোকে এড়িয়ে যায়, সব সরকারই এটা চালিয়ে যায়, বিজেপি সম্ভবতঃ আরো বেশি চালাবে ( কালকের আবাপ মডেল অনুযায়ী), সেই নিয়ে কোন আন্দোলনেও লোকজনের উৎসাহ দেখিনা। ঐ, কিছু লোকজন এই নিয়ে ফাটা রেকর্ডের মত বলে চলে। এগুলো কি যথেষ্ট গুরুত্বপূর্ণ ইশ্যু নয় ? লোকজনের আয় বেড়ে কতটা কী লাভ হয়, যদি সেটা শিক্ষা আর স্বাস্থ্যের পিছনেই চলে যায় ?
  • PT | 213.110.246.230 | ১৯ মে ২০১৪ ১২:৫০637286
  • এদ্দিন যে শুনে এলাম কেরালাই পার্ফেক্ট মডেল? ঐজন্যেই কেরালর সিপিএম বঙ্গের সিপিএম থেকে বেশী ভালো কেননা তারা ঐ রুটি সেঁকার মধ্যে দিয়ে যায়? এখন তাহলে কান্নাকাটি কেন?

    আরে মহায়, সারা ভারতে যাকিছু বাম এমনকি বামিশ (= সামান্যতম বাম; leftish; leftist নয়) সব ধরাশায়ী। গোবলয়ে যারা নিজেদের সোশালিস্ট বলে দাবী করত তাদের অবস্থাটাও দেখুন। নিম্নবর্গের নেত্রীর কপালে শূন্য। আর ক্ষমতায় থাকা নীতিশ-তিনি নাকি দুর্দান্ত কাজ করছিলেন। সারা ভারত ধন্যি ধন্যি করছিল -তার অবস্থাও দেখুন।

    আর যাদের এত বুদ্ধি-সব জানে তাদের সঠিক পথ কি জিগালে বুদ্ধি দেয় সারা জীবন বিরোধীতার চর্চা করতে।
  • lcm | 118.91.116.131 | ১৯ মে ২০১৪ ১২:৫৫637287
  • সঠিক পথ বাম পথ। কথায় আছে - when nothing goes right, go left । ধরাশায়ী হবার সঠিক পথ যে ভারতের বামপন্থা সে নিয়ে তো এখন তেমন সন্দেহ নাই। পরে কি হবে দেখা যাবে।
  • PL | 103.115.84.195 | ১৯ মে ২০১৪ ১২:৫৬637288
  • (বেসিক শিক্ষা আর বেসিক স্বাস্থ্য) আর (শিক্ষা, স্বাস্থ্যের বেসরকারিকরণ) এই দুটোর মধ্যে বোধায় বিরোধ নাও থাকতে পারে। একটা স্তর অবধি শিক্ষা আর স্বাস্থ্য ফ্রি, তার বেশী হলে কিনতে হবে আর সেখানে প্রতিযোগীতা হবে। এবার কোন স্তর অবধি কোনটা ফ্রি সেই নিয়ে কোন ধারনা নেই। আমি যদি বলি মাধ্যমিক অবধি ফ্রি তো একজন বলবে উচ্চমাধ্যমিক কেন নয়? আর পাশের আরেকজন বলবে কেলাশ নাইনই যথেষ্ট। এগুলো নিয়ে স্টাডি হওয়া উচিত মনে করি।
  • Ekak | 24.99.74.5 | ১৯ মে ২০১৪ ১৩:০০637289
  • স্বাস্থ্যে খামোখা সাবসিডি দেবে কেন দুনিয়াশুধ্ধু লোক কে । নিম্ন রোজগার যাদের তাদের হেলথ ইন্সিওরেন্স বা ইএসাই সরকার নীয়গকর্তার কাছ থেকে বুঝে নেবে । বেশি রোজগার যাদের তারা নিজের দায়েত্ত্ব নিজে বুঝে নেবে । যাদের ট্যাহা পহা নাই তারা মরিং যাবে । ব্যাস ।
  • PT | 213.110.246.230 | ১৯ মে ২০১৪ ১৩:০৭637290
  • "যাদের ট্যাহা পহা নাই তারা মরিং যাবে"
    আহা, ইহাই সার কথাং!
    এটা সকলে মেনে নিলে আর কোন তক্কই নেই।
  • de | 69.185.236.54 | ১৯ মে ২০১৪ ১৩:০৯637292
  • কনফারেন্স ইঃ সেরে আপিসে এসেছি আজ। ঢোকার সাথে সাথেই জনগণ হইহই করে মিষ্টির বাক্স নিয়ে এলো। নাকি গত শুক্কুরবার থেকে আমার জন্যই রাখা আছে! সারা আপিসে আমি একমাত্র ঘোষিত মোদী-বিরোধী!

    ইদিকে বামেরাও ধুয়েমুছে গেলো - ফোঁস ফোঁস নিশ্বাস ফেলা ছাড়া আর কোন উপায় দেখিনা!

    আমাদের দেশে নির্বাচনের এই ট্রেন্ড টা অদ্ভূত! ডেমোক্রেসীতে স্ট্রং অপোজিশনের প্রয়োজন আছে এটাই যেন দেশের মানুষ ভুলে গিয়েছে। বিরুদ্ধকন্ঠ বিহীন এমন অটোক্রেটিক লোকসভা নির্বাচনে খুব কম রাজ্যেই বিরোধী ব্যালান্স রয়েছে। যেখানে যাকে দেওয়ার, ঢেলে ভোট দিয়েছে মানুষ। অন্য দলের দিকে ফিরেও তাকায়নি। বিচ্ছিরি সিচুয়েশন। কেজরিওয়াল, যোগেন্দ্র যাদব, মেধা পাটকর এঁদের বর্ণময় উপস্থিতি থাকলে সংসদে আরো ভালো আলোচনা, ডিবেট ইঃ হোতো।
  • de | 69.185.236.54 | ১৯ মে ২০১৪ ১৩:১১637293
  • আমি ব্যক্তিগতভাবে সবচেয়ে বেশী দুঃখু পেয়েছি মুনমুন সেনের কাছে বাসুদেব আচারিয়ার হারে। এও কি সম্ভব?
  • π | ১৯ মে ২০১৪ ১৩:১৩637294
  • মানে ফ্রি টা সরকার ই দেবে তো ? নাকি বেসরকারি প্রতিষ্ঠান দেবে, আর গরীব লোকজনকে সরকার সাবসিডি দিয়ে ফ্রি করবে , কোনটা বলতে চাইলেন ?

    আর সরকারকেই যদি দিতে হয়, তাহলে আর লেস গভর্নমেন্ট নীতি খাটছে কোথায় ?
  • Ekak | 24.99.74.5 | ১৯ মে ২০১৪ ১৩:১৫637295
  • পিটি
    ওটা অলরেডি সংখ্যাগরিষ্ট মনে করে বলেই ভোট বাক্সে তার ফল দেখছেন । অবশ্য একদল লোক আছে যারা বিশ্বাস করে যে এত জব জেনেরেট হবে যে কেও মরিং যাওয়ার মত পরিস্থিতি আসবেনা । তাঁরা ওই ইউতপিয়া থাকুন । আমি নাই :) মুরগি ছাড়াতে গিয়ে দুচার ফোঁটা রক্ত হাতে লাগলে তাই নিয়ে ন্যাকামির মানে নেই :) সেই যখন মাংস খাবই।
  • Tim | 188.91.253.21 | ১৯ মে ২০১৪ ১৩:২০637296
  • একক কে ক
  • ranjan roy | 24.99.44.8 | ১৯ মে ২০১৪ ১৩:২২637297
  • কিসের কান্নাকাটি মহায়?
    ওই এক কেরালাই (রুটি পরিবর্তন মডেল) মোদির বিজয়রথ আটকে দিয়েছে।বল্লে হবে?শুধু সিপিএম এর---? ত্রিপুরার তুলনা শুধু কং এর মিজোরাম । সেই দুটি।
    আপনি ঠিকই বলেছেন রাজনীতি সাবালকদের জন্যে।

    ইলেকসন র‌্যাপ
    -----------------
    সিপিএম কেন হারে?
    --কেন্দ্রের দোষ।
    মোদি কেন দিদি ঘরে?
    --কেন্দ্রের দোষ।
    রেজ্জাক কেন হাসে?
    --কেন্দ্রের দোষ।
    লক্ষ্মণ দিদি পাশে?
    --কেন্দ্রের দোষ।
    থার্ড ফ্রন্ট গেল ভোগে?
    --কেন্দ্রের দোষ।
    গরু মরে কোন রোগে?
    --কেন্দ্রের দোষ।
    সুধা যে আঁচল পাতে?
    --কেন্দ্রের দোষ।
    ফল পেল হাতে-নাতে!
    --কেন্দ্রের দোষ।
    আর নই রাষ্ট্রীয়?
    --কেন্দ্রের দোষ।
    প্রতিবাদ মিয়োঁ মিয়োঁ?
    --কেন্দ্রের দোষ।
    কমিশন ! কমিশন!
    --কেন্দ্রের দোষ।
    পেঁদিয়ে বৃন্দাবন,
    --কেন্দ্রের দোষ।
    এসি গাড়ি কেন চড়ি?
    --কেন্দ্রের দোষ।
    বুজির গলায় দড়ি!
    --কেন্দ্রের দোষ।
    ওবামা বাড়ায় হাত,
    --কেন্দ্রের দোষ।
    চীনও আছে সাথ সাথ,
    --কেন্দ্রের দোষ।
    কেন যে হেরেছি আজ?
    --কেন্দ্রের দোষ।
    দিল্লিতে গেরুয়া সাজ?
    --কেন্দ্রের দোষ।
    রামছাগল জনগণ ?
    --কেন্দ্রের দোষ।
    নাকে কাঁদি সারাক্ষণ?
    --কেন্দ্রের দোষ।
    ========================
  • π | ১৯ মে ২০১৪ ১৩:২৪637298
  • কী কাণ্ড ! এই বাজারে শিখা মিত্র বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়ে (সম্ভবতঃ) কংগ্রেসে যোগদান করছেন !
  • সিকি | 131.241.127.1 | ১৯ মে ২০১৪ ১৩:২৫637299
  • "ডেমোক্রেসিতে স্ট্রং অপোজিশনের প্রয়োজন আছে, এই সুইপিং ভিক্ট্রি গণতন্ত্রের পক্ষে খুব খারাপ" -- এইটা বলতে গিয়ে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে শুনলাম, অপোজিশন সংখ্যায় বেশি হওয়া মোট্টেই ভালো নয়, সংসদের অধিবেশন চালাতে দেয় না, খালি হল্লা মাচিয়ে বিল পাশ করা আটকে দেয়, ধর্না বসায়, ক্যাচর ম্যাচর করে। :)
  • π | ১৯ মে ২০১৪ ১৩:২৬637300
  • কেন, সেতো এখানেও শুনলাম ঃ)
    এমনই অপোজিশন না, কোয়ালিশন নিয়েও ঃ)
  • π | ১৯ মে ২০১৪ ১৩:২৭637301
  • *এমনকি
  • j | 230.227.106.153 | ১৯ মে ২০১৪ ১৩:২৮637305
  • রঞ্জনদা ছড়াটাতে কেন্দ্র্রের কেটে সিপিএমের করে দিন

    নিজেই নিজের ওপর এত খুশি হয়ে যাবেন ....... .....
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। কল্পনাতীত মতামত দিন