এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • অব কি বার _ সরকার- ভোটের লাইভ আপডেট ২০১৪

    π লেখকের গ্রাহক হোন
    অন্যান্য | ১৬ মে ২০১৪ | ১৩৫৭৭৮ বার পঠিত | রেটিং ৫ (১ জন)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • PL | 103.115.84.195 | ১৯ মে ২০১৪ ০৯:৪২637205
  • নিস্চয়ই! চাইলে ব্র্যান্ড ম্যানেজমেন্ট আর বিশেষ করে ব্র্যান্ড ভিসিবিলিটি ইন মিডিয়া, এই নিয়ে প্রহ্লাদ কাক্কারের কিছু কাজ রেফার করে দেখতে পারেন।
  • PL | 103.115.84.195 | ১৯ মে ২০১৪ ০৯:৪৫637206
  • আগের পোস্টটা lcm কে।

    jhiki, ভুল কথা। ব্র্যান্ড প্রতিদিন, প্রতিনিয়ত বিক্কিরি করতে হয়। দেখছেন না, টিভিতে তাবড় তাবড় কং নেতারা এসে একথা স্বীকার করে যাচ্ছেন? ঃ)
  • lcm | 118.91.116.131 | ১৯ মে ২০১৪ ০৯:৪৬637207
  • কিন্তু আন্দামানের লোক আর কাকে ভোট দেবে, মোদির জায়গায় যে কয় দাঁড়ালেই জিতে যেত।
    আর, গুজরাটের এই যে আহামরি যে সব হয়েছে, সে সব মোদির বদলে মেহ্তা বা প্যাটেল থাকলেও হত। গুজরাটিরা বরাবরই ব্যবসা-বাণিজ্য মন দিয়ে করে।
  • jhiki | 190.214.232.70 | ১৯ মে ২০১৪ ০৯:৪৮637208
  • সেতো মেলা ভাঙার পর কং এর বোধোদয় হয়েছে! হয়েই বা কী? সেই পরিবারের বাইরে তো বেরোতে পারছে না ঃ)
  • PT | 213.110.247.221 | ১৯ মে ২০১৪ ০৯:৫৪637209
  • "এই পশ্চিমবঙ্গে এই মিডিয়ক্রিটির রমরমা আজ হঠাৎ করে এলো না এই প্রক্রিয়ার শুরু অনেকদিন আগে আর তারই পরিণতি বর্তমান..."

    অনিলায়নের মত এটাও আমি বুঝে উঠতে পারিনি এখনো। তর্কের খাতিরে ধরেই নিলাম যে বাম সরকারের হাত যেখানে ছিল সেখানে মধ্যমেধা গজিয়েছে। যেখানে ছিল না?-যেমন ধরুণ আবাপ গোষ্ঠী। এখান থেকে কটা রবীন্দ্রনাথ, মাণিক জীবনানন্দ বেরলো গত সাড়ে তিন দশকে। আরেকটু বাইরে তাকালে-কি দেখা যাচ্ছে সারা ভারত জুড়ে? বিজ্ঞানে? আমার বাবা আমার বাল্যকালে যে কজনের নাম বলত ৫০ বছর বাদেও আমার ছেলেকেও সেই কজনের নাম বলছি আমিও। বামেরা আটকে ছিল উচ্চমেধার চর্চা সারা ভারত জুড়ে?

    ইন্দিরার চামচেরা সমাজতন্ত্রের গপ্প শুনিয়েছিল, মন্মোহনের চামচারা উন্মুক্ত অর্থনীতির গপ্প শুনিয়েছিল। এবার মোদীর পালা। পারলে উৎপল দত্তের "এবার রাজার পালা" নাটকটা দেখে নেবেন।

    আর ভারতের সেই ১৩৭ নম্বর স্থান? বামেরা তো সমাধিস্থ-"এবার ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে"-লবে তো?
  • jhiki | 190.214.232.70 | ১৯ মে ২০১৪ ০৯:৫৬637210
  • আমর জীবনের প্রথম বস (গুজ্জু) বলেছিল, বঙ্গাল কা মাথা অউর গুজরাট কী খাতা ঃ))

    তবে, কেশুভাই প্যাটেল ছড়াচ্ছিল বলেই দিল্লী থেকে মোদীকে গুজরাট পাঠানো হয়েছিল।
  • Arpan | 125.118.162.114 | ১৯ মে ২০১৪ ১০:০০637212
  • বোঝো! বিধাননগর, ভবানীপুর, জোড়াসাঁকো। আর সামনের বছরই পুরসভা নির্বাচন।

  • cm | 116.213.18.223 | ১৯ মে ২০১৪ ১০:০০637211
  • রঞ্জনদা আমি সিপিএম সমর্থক নই তবে আশা রাখি সিরিয়াস শুভানুধ্যায়ীরা সদস্যপদ গ্রহণ করবেন, বাঁধা রোজগার থাকলে লেভি দেবেন। নচেৎ কেউ ভাট করছে কিনা কি করে বুঝব? এ পাতাতেই ভাটের সাজেশন এবং তা সেকন্ড করাও চলছে।

    কেমন যেন সন্দ হচ্ছে সিপিএমের ছাতা না থাকলে বাঙালির প্রথাগত বামাচার ও তজ্জনিত আত্মপ্রসাদ লাভে সঙ্কটের আশঙ্কাহেতু এত বুদ্ধিপ্রদান চলছে।
  • lcm | 118.91.116.131 | ১৯ মে ২০১৪ ১০:০১637215
  • বাম চামচাগুলো কম্যুনিজমের গপ্পো শুনিয়েছিল - সব গেছে।
  • jhiki | 190.214.232.70 | ১৯ মে ২০১৪ ১০:০১637213
  • একটু মন্ত্রবলে ভারতের জনসংখ্যা ঘনত্ব কমিয়ে ফেললে তালিকায় ১০০র ওপর পৌঁছে যেত!
  • j | 230.227.106.153 | ১৯ মে ২০১৪ ১০:০৩637216
  • উত্তরপাড়া বিধানসভায় বিজেপি দ্বিতীয় স্থানে ! এমনকি ১০% বুথে এজেন্ট না থাকা সত্ত্বেও আটটি ওয়ার্ডে তিনোমুলকে হারিয়ে প্রথম স্থানে আর শ্রীরামপুর বিধানসভায় প্রথম স্থানে। চুঁচড়ো -চন্দননগরেও বিজেপি প্রচুর ভোট পেয়েছে

    কলকাতা , আসানসোলের পরেই বিজেপির নেক্স্ট ডেস্টিনেশন সিকির হুগলী
  • - | 109.133.152.163 | ১৯ মে ২০১৪ ১০:০৪637217
  • নিশ্চয়ই লবে @ পিটি ৯-৫৪! শুধু দেখে যান।
  • নেতাই | 131.241.98.225 | ১৯ মে ২০১৪ ১০:০৮637218
  • এসবের জন্য একটা অন্য টই খুললে হয়না?
  • - | 109.133.152.163 | ১৯ মে ২০১৪ ১০:০৯637219
  • এল্সিএম ৯-টা ২৮শে একটা কাজের ইন্ফো (খড়্কুটো) দিলেন ডুবন্ত আঁতেল বাঙালীর জন্য ঃ-) ধন্যবাদ!
  • analysis | 131.241.218.132 | ১৯ মে ২০১৪ ১০:২৬637221
  • বনগা বসিরহাট ডায়মন্ড হারবার এ এত বিপুল ভোট বাড়ার পেছনে কি দেগঙ্গা ,ক্যানিং দাঙ্গার অবদান নেই ?
  • Du | 230.225.0.38 | ১৯ মে ২০১৪ ১০:২৬637220
  • সিপিএমের অবস্থা খারাপ নিয়ে এত চিন্তার কি আছে সেইটা বুঝছি না। এই পাতাতেই তাদের সম্বন্ধে যে সব কথা বলা হয়েছে সেটা যারা বলেছিলেন যদি বিশ্বাস করে বলেছিলেন তাহলে তারাই আবার এ নিয়ে চিন্তা করছেন কেন ? যে পার্টি ভোটের জন্য একটা ট্রেনকে উড়িয়ে দিতে পারে বলে আপনারা ইন্টারনেটের পাতায় বলতে পারেন সেই পার্টিকে উজ্জীবিত করে তোলার জন্য নিদান দেওয়া কেন?

    সংসদে বাম বক্তব্য বলার জন্য এখন থেকে শুরু করলে প্রকৃত বামরাই সেই দায়িত্ব পালন করতে পারবেন। শূন্য আর ১০ এ খুব বেশি তফাৎ তো নয়। তাহলে মেকী বামদের নিয়ে না চিন্তা করে সেইটাই করা বেশি ভাল নয় কি?

    বাম ভোটাররা যদি মোদীকে ভোট দিয়ে থাকে তবে নেতাদের দোষ দিয়ে লাভ নেই। বাম ভোটারদের নিজেদের একটা দায়িত্ব থাকে - নেতার কথায় তারা মোদীর বিরোধিতা করে না বলেই মনে করি।
    এটা যদিও প্রমাণিত নয় যে তারাই বিজেপিকে ভোট দিয়েছে - হলে হতে পারে শেষ দিকে যারা উন্নয়ন চেয়ে বামের কাছে এসেছিল তারা দিয়েছে বিজেপিতে, হতে পারে যারা মোদীর বিরুদ্ধ ভোট ভাগ হতে দিতে চায়নি তারা দিয়েছে মমতাকে। আর যারা ফ্লোটিং ভোটার মমতার পরিবর্তনে হতাশ হয়েছে তারা দিয়েছে বিজেপিকে। এইরকমও হতে পারে।
  • নেতাই | 131.241.98.225 | ১৯ মে ২০১৪ ১০:৩৪637222
  • দেগঙ্গার কেসটা কী?
    এবিপি আনন্দে তথাগত রায় কিছু একটা বলার চেষ্টা করছিল। সুমন দে চেপে দিয়েছিল।
  • একক | 24.99.74.5 | ১৯ মে ২০১৪ ১০:৪৫637224
  • ডু

    বাম ভোটারের সজ্ঞা টা কী ? যারা উন্নয়ন হোক না হোক বাম কে বছরের পর বচ্ছর ভোট দেয় ? আর যারা কাজ দেখে ভোট দেয় তারা সবাই ফ্লোটিং । তাই তো ?
  • নেতাই | 131.241.98.225 | ১৯ মে ২০১৪ ১০:৫২637226
  • হ্যাঁ
  • Du | 230.225.0.38 | ১৯ মে ২০১৪ ১০:৫৪637227
  • মুক্ত অর্থনীতিতে বামত্বের আর তো খুব কিছু পড়ে নেই। মোদী বিরোধিতা ফান্ডামেন্টাল সেইরকম কিছু বলেই মনে করি যেটা বাম ভোটারের অংশ। সেইটা না থাকলে 'মানুষ 'মোদীকে ভোট দিয়েছেন বলাই ভাল বাম ভোটার বেরিয়ে গেছে বলার মানে হয় না। আর ফ্লোটিং টা আমি পরিবর্তনের ভোটারদের সম্বন্ধে বলেছি যারা এক থেকে মমতাকে ১৯ টি সীট দিয়েছিলেন।
  • Arpan | 52.107.175.152 | ১৯ মে ২০১৪ ১০:৫৫637228
  • দুদির পোস্টে প্রবল অভিমানের হাওয়া। কিন্তু সত্যের খাতিরে বলি সিপিয়েম জ্ঞানেশ্বরী ওড়ানোর মত হঠকারী কাজ করতে পারে, এ কথা গুরুর সিপিয়েম বিরোধী জনতার অধিকাংশই সেদিন বিশ্বাস করেননি বলেই মনে করি (ভুলও হতে পারি চার বছর আগের টই)।

    আর আমার যেটা মনে হয় এবারের পঃবঙ্গের ভোট প্রচণ্ড পোলারাইজড এনভায়রনমেন্টে হয়েছে। সংখ্যালঘুদের ভোট সিপিয়েমের দিকে যায়নি। নতুন প্রজন্মের অনেকে বিজেপিকে ভোট দিয়েছে, বাকিটা শাসকদলকে। এইরকম কিছু হয়েছে।

    অবশ্যই আমার নিজস্ব অনুমান।
  • SC | 34.3.22.185 | ১৯ মে ২০১৪ ১০:৫৮637229
  • বাম বাম করে এত কান্নাকাটি করে খুব একটা লাভ আছে বলে মনে হয় না। মোদী যদি ঠিকঠাক খেলতে পারেন, আর বঙ্গ থেকে ইভেন বাবুল সুপ্রিয় গোছের লিডারও নামাতে পারেন, তাই কাউন্টার করতে বামেদের অস্তিত্বের সংকট হবে। সাকুল্যে দুটো সিট, তাও কোনরকমে ভোট কাটাকাটি করে, এদেরকে পশ্চিমবাংলায় খুব একটা সিরিয়াস পলিটিকাল ফোর্স বলতে আপত্তি আছে। ওনারা এখন কেরালাভিত্তিক পার্টি (আর ত্রিপুরা ভিত্তিক)।
  • একক | 24.99.74.5 | ১৯ মে ২০১৪ ১০:৫৯637230
  • নাহ ভোটার বেড়িয়ে যাওয়ার লজিক নিয়ে মাথা ঘামাই না কারণ কনশাস ভোটার মাত্রেই নিজের স্বার্থে চলবে । সাময়িক হোক বা লং টার্ম স্বার্থ থাকবেই । কাজেই কেও কারো ক্রীতদাস নয় যে অন্য বাবু খুঁজে নিয়েছে বলে কাঁদতে হবে বা তাই নিয়ে আঁক কষতে হবে ।
  • Du | 230.225.0.38 | ১৯ মে ২০১৪ ১১:০১637233
  • অর্পণ , ভেবেছেন বা বিশ্বাস করেছেন এমন আমি বলিনি। বাকীটা টই ভাট দেখে নিও সইত্যের জন্য ।
  • ranjan roy | 24.99.212.54 | ১৯ মে ২০১৪ ১১:০১637232
  • সিএম,
    কম্যুনিস্ট পার্টির সদস্যরাই শুধু লেভি দেয়। সদস্য শুধু তারাই যারা পার্টির সংবিধান ও মূল আদর্শকে মানে, মেনে নিয়মিত দলের জন্যে সাংগঠনিক দায়িত্ব পালন করে। এটা কোর গ্রুপ। এছাড়া থাকে বিরাট সমর্থক গ্রুপ ও ফ্রন্ট অর্গানাইজেশনের মেম্বার। যেমন কিসান-ছাত্র-শ্রমিক-মহিলা ইত্যাদি। তারা আদৌ সংবিধান মানতে বাধ্য নয়। তারা লেভিও দেয় না। তারা সাম্যবাদ বা নিরীশ্বরবাদী দর্শন মানতে বাধ্য নয়।
    এরাই দলের শক্তি ও দলকে জেতায়। এর নইলে এটা শুধু দীক্ষিতদের মধ্যে আলোচনায় সীমাবদ্ধ থাকত। সিরিয়াস কমিউনিস্ট পার্টি ভুলের দায়িত্ব নেয়, আত্মসমালোচনা করে--ব্যক্তিগত স্তরেও।
    বিমান বসু বাজে কথা বলছেন।

    সম্ভবত ঃ ১৯৪২ নাকি ৪৮ এ পার্টির বিপর্যয়ের পর রণদিভের দায়িত্ব স্বীকার করে আত্মসমালোচনামূলক ডকু ছিল-- " I will unmask myself"। প্রথম যৌবনে পড়েছিলাম।
    সোভিয়েত রাশিয়া বা চীনেও সব সময় কোন বিপর্যয়এর জন্যে কোন লাইনের প্রব্ক্তাঅদের দায়ী করা হয়েছে। ট্রটস্কি-বুখারিন-জিনোভিয়েভ-কামেনেভ-লিউ শাও চি-- পেংতে হুএয়ি উদাহরণ।
  • নেতাই | 131.241.98.225 | ১৯ মে ২০১৪ ১১:০১637231
  • তাহলে ঠিক আছে। ফাজিল লিটিকাল ফোর্স ই নাহয় বলুন।
  • Arpan | 52.107.175.146 | ১৯ মে ২০১৪ ১১:০৭637234
  • সে পড়ব অবশ্যই, আগেই লিখেছি আমি ভুলও হতে পারি, তবে "আপনারা" শব্দটা সমবেত প্রণাম স্টাইলের হয়ে গেল আর কী।
  • ranjan roy | 24.99.212.54 | ১৯ মে ২০১৪ ১১:০৯637235
  • Du,
    সেই ট্রেন ওড়ানোর ভাট/টই দেখলাম। এমন একটাও নাম দেখলাম না যাঁরা সিপিএম ট্রেন উড়িয়েছে বলে লিখে এখন আবার সিপিএম এর জন্যে সহানুভূতি দেখাচ্ছে।
    আপনি কাইন্ডলি একটা/ দুটো নাম বলুন।
  • ranjan roy | 24.99.212.54 | ১৯ মে ২০১৪ ১১:১১637237
  • খবরে দেখলাম-- সিপিএম/সিপিআই এবার রাষ্ট্রীয় দলের ,মান্যতা হারাচ্ছে। সত্যিই কি?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা মনে চায় মতামত দিন