এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ৭২ কে ফিরিয়ে আনলে ৭৭ ফিরি আসবেই

    তথাগত
    অন্যান্য | ০৫ মে ২০১৪ | ৩০৫৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • T | 59.249.131.78 | ০৫ মে ২০১৪ ১৬:৪৮639632
  • ইডি কে হুমকি দিচ্ছে --
    আন্দোলনকারী দের পেটাচ্ছে --
    সিবিআই তদন্তের বিরোধিতা করছে --
    গৌতম দেব - সুজন চক্রবর্তী কে নোটিশ ধরাচ্ছে --
    অতএব সারদার টাকা তৃণমূল মারে নি । ওপাড়ার লোকেরা এসে মেরেছে ।
  • T | 59.249.131.78 | ০৫ মে ২০১৪ ১৬:৫০639661
  • সারদা চোর নিয়ে মানুষের কোন বিভ্রান্তি নেই । এক বছর আগে শুনলাম, “যা গেছে তা গেছে ।“ স্যাটাস্যাট বজ্র-আঁটুনি আইন হবে । আমরা জানতাম, কিস্যু হবে না, স্যাটাস্যাট আঁকা ছবির টাকা জনগন ফেরৎ পাবেন না । আমরাই ঠিক, হয় নি । গতকাল শুনলাম, “বিচার হবে রাজ্যেই !” কেমন সে বিচার ? চলুন যাই গড়িয়া নরেন্দ্রপুর স্টেষানের মাঝে ।
    *
    প্রতারিত এজেন্ট ও আমানতকারীরা আন্দোলন করছিলেন বা বলা যেতে পারে কাঁদছিলেন, অসহায়ের মত হুঙ্কার দিচ্ছিলেন, শ্লোগান দিচ্ছিলেন । সারদা চোর নিয়ে মানুষের কোন বিভ্রান্তি নেই । পড়ল কথা সভার মাঝে, যার কথা তারই বাজে !! কার গায়ে লাগল ? তিনফুলি দেশপ্রেমিকদের । জনৈক কাউন্সিলার, বিভাস মুখার্জীর নেতৃত্বে সমাজসেবী বীরেরা লাঠি রড নিয়ে সর্বস্বান্তদের উপর ঝাপিয়ে পড়লেন । মুখ্যমন্ত্রী বলেছেন, “বিচার হবে রাজ্যেই !” পুরুষ মহিলা নির্বিশেষে রক্তাক্ত হয়ে ছত্রভঙ্গ হয়ে গেল । জয়ন্ত হালদার, বিজয় সাঁপুই, সইফুদ্দিন মন্ডলের অবস্হা আশঙ্কাজনক । আইন আইনের পথে চলছিল । পুলিস প্রথমে ঠুঁটো জগন্নাথ পরে সর্বস্বান্তদের আটক করে কেস দিল । যেমন হবার কথা । বিচার হবে রাজ্যেই !!
    *
    এমন গণতান্ত্রীক পরিবেশে আত্মহত্যা করা সহজ । ৬৪তম আত্মহত্যাকারী কল্যাণীর জহিউল হক এবং ৬৫তম আত্মহত্যাকারী সিউড়ির সাদাতপুরের বৈদ্যনাথ মিত্র । সারদা চোর নিয়ে মানুষের কোন বিভ্রান্তি নেই । কেবল বিচারহীনতায় মৃত্যু । তা গরীব মানুষ একটু মরবে, তাতে কি সিন্ধু আবার বিন্দু হবে ?
    *
    কিন্তু ঘটনা গোপনে পাশ ফিরে শু’ল । কুণাল ঘোষ আত্মহত্যার হুমকি দিয়ে বসলেন । এবার কি তবে চোরেদের পালা ? আপনাদের কী মনে হয় ? বিচারটা কি রাজ্যেই হবে ?
    *
    হ্যাঁ, নির্বাচনের দিন আপনিই বিচারক । ৬৫টি মৃত আত্মার সাওয়াল শুনুন, মি লর্ড, সারদা চোর নিয়ে মানুষের কোন বিভ্রান্তি নেই । রায় দিন ।
  • T | 59.249.131.78 | ০৫ মে ২০১৪ ১৬:৫০639650
  • পুরা কালে আমার ৩টি ছাতা ছিল । রোদ ছাতা, বৃষ্টি ছাতা, আড়াল ছাতা । নীল সাদা রোদ ছাতা হালকা, কালো বৃষ্টি ছাতা ছিল কর্মঠ ও ভারি । আড়াল ছাতা পেয়েছিলাম একসাথে ১০ প্যাকেট সিগারেট কিনে । ছাতায় Made for each otherএর শ্লোগান ও ছবি ছিল, আয়তনে বেঢপ । নিশ্চিন্তে দুজনে আড়াল করে বসা যেত । একবার আড়াল ছাতার আড়ালে এতটাই বিভোর হয়ে গেছি যে ছাতাটা কখন হাওয়ায় উড়ে গেছে খেয়াল করি নি । রক্ষী এগিয়ে আসতে সম্বিৎ ফিরল । ব্ব্যাস সাথে সাথে আমরা তুমুল চিৎকারে ঝগড়া শুরু করে দিলাম । ও আমাকে বলছে – রাক্ষস, আমি বলছি – খোক্কস । রক্ষী বেচারা বেকায়দায় পড়ে আমতা আমতা বললেন, আপনারা একটু আস্তে ঝগড়া করুন, নয়ত, ছাতার আড়ালে –
    *
    গুজরাতে যখন দাঙ্গা হল, তখন তিনি ছিলেন NDA সরকারের মন্ত্রী । মোদীজীকে বরখাস্ত করা উচিৎ কি না প্রশ্নে, তিনি মোদীজীর পক্ষে ভোট দিলেন । গুজরাত ভোটে মোদীজী জিততে ফুল পাঠালেন । সেই মোদীজী ব্রিগেডে এসে বড় মুখ করে বাংলার দুই হাতে লাড্ডুর স্বপ্ন দেখানেন – মোদী মমতা লাড্ডু । মাথাতেও দিলেন প্রণব লাড্ডু । কিন্তু ভোটারের মন বড় বালাই । হঠাৎ রাক্ষস-খোক্কস বলে কোমড় বেঁধে ঝগড়া ।
    *
    রাজনাথ সিংহজী এবার আড়াল ছাতার আড়ালে এসে বললেন, ক্ষমতায় এলে রাজ্যের জন্য বিশেষ আর্থিক প্যাকেজ দেওয়া হবে । (যেন জনগন ওনার কাছে ধন গচ্ছিত রেখেছে ।) তিনি বুঝতেই পারছেন না, মমতা বি.জে.পির বিরূদ্ধে লড়াই করছেন কেন ? সম-মতাদর্শী দলেরা তো একসাথে ধর্ম-নিরপেক্ষ বামেদের বিরূদ্ধে লড়াই করেছে !! অনেক দিন বাদে আড়াল ছাতার কথা মনে পড়ল । রোদ-ঝড়-জল নয়, দৃষ্টি রোধক প্রেমকথা । Made for each other ।
    *
    TMCকে একটি ভোট মানে আগামী লোকসভা নির্বাচনে BJPকে একটি ভোট । আপনি কি মোদীজীকে ভোট দেবেন ?
  • T | 59.249.131.78 | ০৫ মে ২০১৪ ১৬:৫১639672
  • মুখ্যমন্ত্রী যখন বিধানসভায় দাঁড়িয়ে বলেন, টাকা দিয়ে বিচার কেনা যায়, তখন তা নির্দিষ্ট রাজনৈতিক দলের দৃষ্টিভঙ্গীতে স্বীকৃত সত্য । ভারতীয় বিচার ব্যবস্হা তাঁর বক্তব্যের বিরোধীতা করে নি । তবে আর কাল্পনিক বলে লঘু করছেন কেন ?
  • T | 59.249.131.78 | ০৫ মে ২০১৪ ১৬:৫২639694
  • একটি মেয়ের শরীরে আগুন লেগেছিল । সর্বপ্রথম যে উপস্হিত হয়েছিল, সে দেখল চুল থেকে পায়ের নখে আগুন । কোথা থেকে নেভাতে শুরু করবে বুঝতে না পেরে ও লোক জোগাড় করতে পালিয়ে গিয়েছিল । মেয়েটি মারা যায় । পরে বলেছিল, কোথায় যে আগুন লেগেছিল মেয়েটি সঠিক তথ্য দিতে পারে নি । সঠিক তথ্য না পাওয়ায় ....
    *
    সুধীর কুমার রাকেশ বা সুনীল কুমার গুপ্তারা আর শুনতে পাচ্ছেন না, বুঝতে পারছেন না । কোন খবরের কাগজ (চিট ফান্ডের বাদে কারণ ওনারা সততার প্রতীকে বিশ্বাসী) পড়তে পারছেন না, কোন সংবাদ মাধ্যমের (চিট ফান্ডের বাদে কারণ ওনারা সততার প্রতীকে বিশ্বাসী) জ্বলন্ত ছবি দেখতে পাচ্ছেন না । তখন বুঝতে হবে রোগ জটীল । চটজলদি চিকিৎসায় সারবে না । সঠিক তথ্য পাচ্ছেন না বা নিচ্ছেন না ....
    ভ্যায় বা প্রোরলোভনে প্রভাবিৎ হোবেন না । - বিজ্ঞাপনে সুনীল কুমার গুপ্তা ।
    *
    ষোড়শ লোকসভা নির্বাচনের পঃবঙ্গের তৃতীয় পর্যায়ের ভোট প্রহসনে পরিণত করেছে লুম্পেন বাহিনী । রক্তাক্ত । লুম্পেন বাহিনীর সামনে কেন্দ্রীয় সামরিক বাহিনী লুকিয়ে পড়ছে । ভয়াবহ । এই নির্বাচনে মাওবাদী হামলা ছাড়া এমন নজির সারা ভারতে নেই । বাংলার শান্তি শৃঙ্খলা প্রশ্নাতীত ।
    *
    সমস্ত বিরোধী দলের উচিৎ একসাথে সমস্ত তথ্যের মহাভারত নিয়ে দিল্লীতে কেন্দ্রীয় নির্বাচন কমিশনারের কাছে হাজির করা । তিনিও পরাজয় মানবেন কি না, দেখা যাক !! খুব তাড়াতাড়ি । নয়ত বাকী দুই দফারও দফা রফা হয়ে যাবে । সুধীর কুমার রাকেশ বা সুনীল কুমার গুপ্তারা দেখতে পাবেন না, শুনতে পাবেন না । রোগ জটীল ।
  • T | 59.249.131.78 | ০৫ মে ২০১৪ ১৬:৫২639683
  • সদাশিববাবু প্রায় আশি বছরে দেহত্যাগ করেছেন । তাঁর শ্রাদ্ধ-শান্তির দিন দিল্লী নিবাসী প্রায় সমবয়স্ক এক বৃদ্ধ ছুটে এলেন । বললেন, দীর্ঘ দিন দিল্লীতে প্রতিবেশী ছিলাম । কথা ছিল পাশে থাকার । বয়সের ভারে পারি নি । খবরটা শুনে ছুটে এলাম । মৃত মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করা মৃত্যুর বরাবর ।
    *
    তালিকাটা রোজ দীর্ঘতর হচ্ছে । চিট ফান্ডের প্রতারিত আরেক ব্যক্তি আজ আত্মহত্যা করলেন । ওনারা এখন স্রেফ সংখ্যা । ৬৫ টেট পরীক্ষায় মারা গেছে রীতা দাস, আত্মহত্যা করেছে রুমা দাস । ৮০ জন কৃষক ফসলের মূল্য না পেয়ে আত্মহত্যা করেছেন । কামদুনি, মধ্যমগ্রাম, খরজুনা, গেঁদে, রাণীতলা ... তালিকাটা রোজ দীর্ঘতর হচ্ছে ... ধর্ষিতাদের খুন করেছে দেশপ্রেমী দামালেরা । শতাধিক বিরোধী কর্মী খুন, খুন হৃদয় ঘোষ, নাসিরুদ্দিন, তপন দত্ত, অশোক ঘোষের মত তৃণমূলীরা, খুন তাপস চৌধুরীর মত পুলিশ ... তালিকাটা রোজ দীর্ঘতর হচ্ছে ...
    *
    এতগুলো মৃত প্রাণ কেউ বিচার পান নি । বিন্দু থেকে সিন্ধু হয়েছে, বিচার হয় নি । আদালতের দুয়ার থেকে দুয়ারে ঘুরেছে অতৃপ্ত আত্মারা । সব তুচ্ছ ঘটনা, ছোট্ট ঘটনা । এখন দামাল রাজ ।
    *
    আগামী ৭ ও ১২ তারিখে আপনি বিচারক । ভারতের গণতন্ত্র আপনাকে সে অধিকার দিয়েছে । আপনি সুপ্রীম কোর্ট । মৃত মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করা মৃত্যুর বরাবর ।
  • T | 59.249.131.78 | ০৫ মে ২০১৪ ১৬:৫৩639705
  • গ্রামের নাম সন্দেশখালির ঝুপখালি । কেন্দ্র বসিরহাট । দারুণ উন্নয়ন যজ্ঞ চলছে । সেই আনন্দে এক আদিবাসীর কাছে দেশপ্রেমী দামালেরা অর্থ দাবী করেন ভালবেসে । সেই ব্যক্তি মা-মাটি-মানুষের দাবী না মেটানোয় সততার প্রতীকের প্রতিনিধিরা তাঁর কন্যাকে একটু বলাৎকার করেছেন ভালবেসে । ভোটের মরসূমে বিজেপির প্রার্থী শমীক ভট্টাচার্য নির্যাতিতার পরিবারের সাথে দেখা করতে গেছেন ভালবেসে । তাতে ক্ষিপ্ত দেশপ্রাণ তিনফুলিরা শমীকবাবু ও তাঁর লোকজনকে বেধরক মেরেছেন ভালবেসে । গাড়ি ভেঙেছেন ভালবেসে ।
    *
    আপনারাও অনেকে ভালবাসেন গোপনে । গোয়েবলের মত বলে বসেন, কেন ৩৪ বছ্ছর !! ভালবেসে আপনারা ঠিকই বলেন । ৩৪ বছ্ছরে যদি সংবাদপত্র থাকত, দূরদর্শন থাকত, থানা পুলিস থাকত তবে রোজ এসব দেখাত ভালবেসে । আপনারা রোজ এসব দেখেছেন আর ভেবেছেন, কবে আপনার প্রিয় দামালেরা একটু সুযোগ পাবে ভালবেসে । আপনারাও অনেকে ভালবাসেন গোপনে । দামালদের ভোট দেবার সময় ভালবেসে ভাববেন না, নিজেকে বোকা বানাওing । ভাববেন না, প্রতিটি ধর্ষণে ভালবেসে আপনার অবদানের কথা ।
    *
    বালুবাবু একটু সরাসরি কথা বলতে ভালবাসেন । তিনি সিপিএমকে ভালবেসে তাদের কর্মীদের উপর ধর্ষণের মাহাত্ম চাপাবেন । সিপিএমের কুকর্ম থেকে নজর ঘোরাতে নাকি ভালবেসে শমীকের আগমন । তিনি TMCর উপর ভালবেসে দোষ চাপাতে চেয়েছেন । সত্যি, ভালবাসা কী অন্ধ !! আর তাতেই ৭ জন দেশপ্রেমিক সততার প্রতীক ভালবেসে জখম হয়ে গেলেন । ভালবাসার কোন অঙ্ক কিন্তু মেলে না, এটাই নিয়ম ।
    *
    এত ভালবাসা আপনি রাখবেন কোথায় ? এরকম নিত্যি নতুন কিশোরীকে ভালবেসে দামালেরা একটু ধর্ষণ করবেন, আর আপনি একটা ভোট দেবেন না ভালবেসে ? গুরু, আপনি কিন্তু নিরপেক্ষ !!! ৩৪ বছ্ছরের নিরপেক্ষ !!! বুকের জ্বালায় পেট ও পেটের নিচে সব জ্বলছে । জেলুসিলে কাজ হচ্ছে না । উদীত সূর্যের দেশের তেল চাই । আপনার চান্স কবে আসবে, কিচ্ছু বলা যায় না !!! কুণাল ঘোষ, নাসিরুদ্দিন, তপন দত্ত, হৃদয় ঘোষ, কিষেণজী, সুদীপ্ত সেন ... বাঙালীরা ভালবাসার কাঙাল গুরু !!!
  • T | 59.249.131.78 | ০৫ মে ২০১৪ ১৬:৫৪639727
  • ছোটবেলায় বাদলকাকুর রিক্সায় ইস্কুল যেতাম । তারপর হীরালালদার বাসে । বাদলকাকু বা হীরালালদা বয়সে দাদু হতে পারতেন । কিন্তু আমাদের অভিভাবকদের ডাকটা গলায় বসে গিয়েছিল । আমরা “আপনি” বলে সম্বোধন করতাম, কারণ আমাদের অভিভাবকরাও তাই বলতেন । বাদলকাকু বা হীরালালদার শাসন মেনে নিয়েছিলাম, ভয় পেতাম ।
    *
    সেদিন দেখলাম এক পুল কারের চালককে বাপ বেটায় বেধরক মারছে রাস্তায় গাড়ি খারাপ হয়ে গিয়েছিল বলে । মুখের শ্রীবচনের উল্লেখ করলাম না । কারণটা কী ? বাপ রোদে আধ ঘন্টা অতিরিক্ত দাঁড়িয়ে । ফোন করতেও ড্রাইভার তোলেন নি । কেন ? ড্রাইভার ব্যস্ত ছিলেন গাড়ি সারাতে । সেই বাপের বেটা গালাগালিতে বাপকা বেটা, সিপাই কা ঘোড়া ।
    *
    “কে তুই হরিদাস ! ... তাকানোটাই ভয়ঙ্কর ! তাকাচ্ছে আর জ্বালিয়ে দিয়ে যাচ্ছে ! হাড়ি খুলে দিলে একটা ভাতও থাকবে না । অনেক কিছু জানি । এখন বলছি না । পরে বলব । আমায় সার্টিফিকেট দিতে হবে না ! গুজরাতের দুর্ভাগ্য একটাই । এ রকম শয়তান, ভয়ঙ্কর একজন লোক বসে আছে ।“ – এক রাজ্যের প্রশাসনিক প্রধাণের মুখের ভাষা ।
    *
    সমাজের অভিভাবকদের ভাষা নতুন প্রজন্মের মুখে বসে যাচ্ছে । নগরে যখন আগুন লাগে, দেবালয় কিন্তু লেলিহান শিখা থেকে বাদ যায় না । সাধু সাবধান !!
  • T | 59.249.131.78 | ০৫ মে ২০১৪ ১৬:৫৪639716
  • আজ সিদ্ধার্থ শঙ্কর রায় বেঁচে থাকলে লজ্জা পেতেন । তাঁর সমস্ত রেকর্ড পশুশক্তিতে হেলায় ভাঙল বর্তমান সরকারী দল । ৯টি কেন্দ্রে ১৭৩৩০ টি বুথে ভোট । কটা সাংবাদিক ? কটা ক্যামেরা ? খয়রাশোল, ইছলাবাদ, আরামবাগ, কাঁকসা, চন্ডীবাটি, শ্রীরামপুর, উত্তরপাড়া, লিলুয়া, ময়ূরেশ্বর, সাদাইপুর, আমতা, শালিমারের ক্যামেরা দেখাল রক্ত আর ভোট লুঠের অবাধ্য কাহিনী । না কোথাও কোন প্রশাসন, কেন্দ্রীয় বাহিনী নেই । সরকারী দলের পঞ্চায়েত সদস্যর নিজেরাই ভোট দিয়ে দিলেন ।
    *
    এই অবধি ঠিক ছিল । কিন্তু রাজ্যের মুখ্য নির্বাচন কমিশনার যেভাবে বললেন, কিছু বিক্ষিপ্ত ঘটনা ছাড়া নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ হয়েছে, সেখানেই সাদা কালোর contrastএ গণতন্ত্রের রক্তটা প্রকট হল ।
    *
    কংগ্রেসের রাজ্য সভাপতি বললেন, নির্লজ্জ অবাধ লুন্ঠন । বিজেপি ৯টি কেন্দ্রেই পুনঃনির্বাচন দাবী করল । বামেরা ৮ টি কেন্দ্রের ৮২৬ টি বুথে পুনঃনির্বাচন দাবী করল । আর সুনীল কুমার গুপ্তা বললেন ...
    *
    রহস্য উন্মোচিত হল । ধর্ষিত হল গণতন্ত্র ।
  • de | 69.185.236.51 | ০৫ মে ২০১৪ ১৭:৩৯639633
  • এগুলো কি কোন পত্রিকা বা ম্যানিফেস্টো থেকে?
  • T | 24.139.128.15 | ০৫ মে ২০১৪ ১৮:৩১639641
  • বলাই বাহুল্য এই T আর আমি এক নই।
  • b | 24.139.196.6 | ০৫ মে ২০১৪ ২০:১০639642
  • হইত্যের খাতিরে কই, কে তুই হরিদাস ইস্যুতে আমি দিদির পাশে।
  • cm | 127.247.114.190 | ০৫ মে ২০১৪ ২০:৩৭639643
  • ঠিক কইছেন, আমিও মাথায় টুপি পইর‌্যা ছেকুলার সাজছি।
  • T | 59.203.182.101 | ০৫ মে ২০১৪ ২২:৪৩639644
  • de -- ওগুলো কোন পত্রিকা বা ম্যানিফেস্টো থেকে নই ...
  • T | 59.203.182.101 | ০৫ মে ২০১৪ ২২:৪৭639645
  • b-- আপনি একদম ঠিক ... তুই তুকারি করা ... হরিদাস পাল বলা এটা তো আমাদের ঐতিহ্য না ... দারুন দারুন
  • তাপস | 122.79.39.92 | ০৫ মে ২০১৪ ২২:৫০639646
  • অন্য একটা নিক নিলে ভালো হত না? গুলিয়ে যেতে পারে তো ! আইপি দেখে দুজনকে আলাদা করা চাপের ব্যাপার ।
  • টি | 59.203.182.101 | ০৫ মে ২০১৪ ২২:৫৪639647
  • আমি না হই এটাই নিলাম...
  • টি | 59.203.182.101 | ০৫ মে ২০১৪ ২২:৫৫639648
  • আমরা রোবট নই । এই ফিরোজা আসমানের নিচে সৃষ্টি সুখের উল্লাসে আমরা স্বাধীন । কোন পোষ্টের দিকে তাকিয়ে আমার ল্যাম্পপোষ্ট নই, আমরা ত্রিফলা নই, আমরা বর্শা তীক্ষ্ণ একাগ্র ।
    *
    ফুরফুরা শরীফের দুই হুজুর পীর ইব্রাহিম সিদ্দীকি ও পীর কাশেম সিদ্দীকি যখন জনসভায় বলেন, সংখ্যালঘুদের সাথে বে-ইনসাফি করা হয়েছে, তখন আমরা তা ফতোয়া মনে করি না । আমরা মনে করি দুই স্বাধীন মানুষের স্বাধীন মত প্রকাশের জায়েজ আছে । মেদিনীপুরের সুতাহাটা আর ভাঙরের ঘটকপুকুরে আক্রান্ত হলেন দুজন পীর । আমাদের এলহান – খবরদার !
    *
    রাজ্যের তৃতীয় দফার ভোটে যে ভাবে লুম্পেন বাহিনী ৯টি লোকসভা কেন্দ্রে ভোট লুঠ করল, এবং নির্বাচন কমিশন চোখ বন্ধ করে রইল তার বিরুদ্ধে আগামী ৯ই মে সকাল ৯টায় আমরা যাদবপুর থেকে গড়িয়ায় হাঁটব মানুষের গণতান্ত্রীক অধিকার সুনিশ্চিত করতে । আমাদের এলহান – খবরদার ! আপনি আসবেন তো ?
    *
    আমরা রোবট নই । আমরা বেহেমিয়ান । কোন জঞ্জিরে আমাদের বাঁধা যায় না । আমরা তোমার প্রেমে আছি, আছি অপ্রেমে । আর হয়ত কোন দিন বসব না তোমার মুখোমুখি । তবুও বসন্ত আসবে নিয়ম করে । রক্ত পলাশে, নীল আকাশে থাকবে আমার এই অস্পৃশ্য কয়েদ করা শব্দ । হঠাৎ দেখা ফুরাবে পথের বাঁকে সময়ের চোরাস্রোতে । তবু কমরেড বলে ডেক, লাশের পাশে রক্ত নিশান রেখ ।
  • টি | 59.203.182.101 | ০৫ মে ২০১৪ ২২:৫৮639649
  • মূল প্রসঙ্গে আসি, যেদিন রাবড়ী দেবী বিহারের মসনদে বসলেন, বাঙালীরা হেসেছিল । অনেকে গলা ফুলিয়ে বলতেন, বাংলায় এসব ভাবা যায় না । দেশের সাংস্কৃতিক রাজধানী । না, রাবড়ী দেবী একটিও অশ্লীল শব্দ ব্যবহার করেন নি । আজ বাংলাকে দেখে সারা ভারত হাসছে । বাংলা ও বাঙালীকে খোরাক করে দিয়েছে আত্মঘাতী বাঙালী ।
  • টি | 59.203.182.101 | ০৫ মে ২০১৪ ২২:৫৯639652
  • বাদলকাকুকে মনে পড়ে । শিক্ষা শুরু শহরতলীর এক মাদ্রাসায় । আঞ্জুমান আরা বেগম মাদ্রাসা । দুলে দুলে পড়া – আলিফ, বে, তে, সে ... সে সুর আজো কানে বাজে, জুম্মাবারের নামাজ ... বাদলকাকু রিক্সা থামিয়ে পীরের দরগায় মাথা ঠুকত । আনিসুর মিঞা টুপ করে কোলে তুলে নিয়ে বলত, এই জাহান পেরিয়ে জান্নাতের পথ । আনিসুর মিঞার প্রসারিত দুই হাতে জাহানটার আকার আয়তন জরীপ করার চেষ্টা করতাম । যেন জান্নাতের হদিশ তালুবন্দী ... আসমান থেকে জমিন ... তারপর জান্নাত ... কোন প্রগাঢ় বিশ্বাসে আনিসুর মিঞা মাথায় হাত রেখে বলেছিলেন, তুই পারবি আকাশ ...
    আমি দুর্বোধ্য এবং অবধ্য বিশ্বাসে ক্লান্ত । কোন তরতিবে কয়েদ নই ।
  • pi | 24.139.209.3 | ০৫ মে ২০১৪ ২২:৫৯639651
  • রিক্সাওয়ালাকে তুই তোকারি করার রেওয়াজ ছিল না ?! :o
  • টি | 59.203.182.101 | ০৫ মে ২০১৪ ২৩:০০639653
  • মনে করে দেখুন, সিদ্ধার্থ শঙ্কর রায়েয় আমলে জরুরী অবস্হার সেই কালো দিনগুলির কথা । তারপর ৩৪ বছর এই বাংলায় আর ওরা মুখ দেখাতে পারে নি । মুখোশ বদল করে লুম্পেনরা মা-মাটি-মানুষের ছলনায় আবার নামিয়ে এনেছে ভয়ঙ্কর সন্ত্রাসের দিন । সন্ত্রাস বিশ্ব ইতিহাসে কোন দিন শেষ কথা বলে নি । সন্ত্রাস যত বাড়বে, ততই নিশ্চিত নিঃশ্চিহ্নতার অতলে ডুববে এই দল । কিছু মানুষ যারা আজ ফায়দা তুলছেন, লুম্পেন তালিকায় থাকবেন তারা নিরুত্তর ।
  • টি | 59.203.182.101 | ০৫ মে ২০১৪ ২৩:০২639654
  • রুশো বলেছেন, সাম্যহীন গণতন্ত্র সোনার পাথর বাটি । একটি ভোটের গণতন্ত্র জনগনকে মুক্তি দিতে পারে না । পঃবাংলার তৃতীয় দফার ভোটের পর শুনলেন সুধীর কুমার রাকেশ ও অনুব্রত মন্ডলের এক বিবৃতি । ওনারা যৌথ সাংবাদি সম্মেলন করলেও অবাক হতাম না । সাম্যহীন গণতন্ত্রে এটাই নির্বাচন কমিশন । গতকাল আরেক আমানতকারী/এজেন্ট আত্মহত্যা করেছেন । সংখ্যাটা দাঁড়াল ৬৪ কিন্তু বিচার ব্যবস্হা সংবেদনশীল হয়ে নড়বে না । এটাই System ।
  • টি | 59.203.182.101 | ০৫ মে ২০১৪ ২৩:০৩639655
  • চিরকাল স্বৈরাতন্ত্রীরা মা-মাটি-মানুষের মুখোশ পরেই আসেন । সে ব্ল্যাক শার্ট হোক বা নাৎসী বা বাইক-বাহিনী - চরিত্রটা এক ।
  • PM | 233.223.153.66 | ০৫ মে ২০১৪ ২৩:০৭639656
  • টি যে বড় এখনো ৩৪ বছর শুনলেন না? ব্যাপার কি? অন্যায়, ঘোর অন্যায়।

    নাকি কবডি খেলার মতো আগে বিপক্ষ খেলোয়ার কে ঢুকতে দেওয়া হচ্ছে দম শেষ করার জন্য? ঃ)
  • টি | 59.203.182.101 | ০৫ মে ২০১৪ ২৩:১২639657
  • pi--সমস্ত রকম সম্মান রাখেই বলছি ... আপনি কোন সমান্নিও ব্যাক্তি কে তুই তুকারি করতে পারেন না ... যদি না একটা বড় _____ হন...
    এবার আসি রিক্সাওয়ালা দের প্রসঙ্গে পারসনালি আমি বা আমার সারকেল এ যারা বা যাদের সঙ্গে আমি ঘোরা ফেরা করি তার তো আতলিস্ত " দাদা যাবেন ই বলে " তুই তুকারি টা করি না।।

    ও ভুলেই গালেম এটা তো দিদির রাজত্ত যাকে যা খুসি বলতে পারেন ... কেও কিছু বলবে না।
  • টি | 59.203.182.101 | ০৫ মে ২০১৪ ২৩:১৩639658
  • নির্বাচন কমিশনের কর্মীরা সরাসরি তৃণমূল কর্মী দ্বারা আক্রান্ত হয়েছেন । (১)২৫শে মার্চ – হাবড়া, (২)১লা এপ্রিল – হাওড়া, (৩)১০ঐ এপ্রিল – মানিকচক, (৪)২১শে এপ্রিল – কেশপুর, (৫)২৬শে এপ্রিল – শালবনি এবং (৬)২৬শে এপ্রিল – জামবনি । নিশ্চিন্ত থাকুন, তালিকা দীর্ঘতর হবে । তৃণমূলীরা ৩৪ বছরের গল্প টুকে দেবেন । কবে ? কোথায় নির্বাচন কমিশন আক্রান্ত হয়েছেন ? ওসব জানি না, ৩৪ বছর ...
    *
    আপনারা জানছেন না, এক গল্প টুকলে আপনিও গণতন্ত্রের হত্যাকারীর তালিকায় গোপনে থাকছেন । ভবিষ্যতেও বলবেন তো, হ্যাঁ, ৩৪ বছরের গল্প টুকে সারদা, টেট দূর্নীতি, ধর্ষণ, খুনের গোপন সহায়ক ছিলাম ? বাবুমসাই, এত্তো ভালোবাসা ভালো নয়
  • টি | 59.203.182.101 | ০৫ মে ২০১৪ ২৩:১৫639659
  • pi---- র জন্য

    “কে তুই হরিদাস ! ... তাকানোটাই ভয়ঙ্কর ! তাকাচ্ছে আর জ্বালিয়ে দিয়ে যাচ্ছে ! হাড়ি খুলে দিলে একটা ভাতও থাকবে না । অনেক কিছু জানি । এখন বলছি না । পরে বলব । আমায় সার্টিফিকেট দিতে হবে না ! গুজরাতের দুর্ভাগ্য একটাই । এ রকম শয়তান, ভয়ঙ্কর একজন লোক বসে আছে ।“ – এক রাজ্যের প্রশাসনিক প্রধাণের মুখের ভাষা ।
  • Ekak | 24.99.166.38 | ০৫ মে ২০১৪ ২৩:১৯639660
  • রাজ্যে মমতা কেন্দ্রে মোদী পুরো জমে যাবে ! ওটাই চাই ।
  • pi | 24.139.209.3 | ০৬ মে ২০১৪ ০১:৫৭639662
  • আমার বা আপনার তুই তোকারির কথা তো হচ্ছে না। সেটা ঠিক বেঠিকের কথাও হচ্ছে না। অবশ্যই বেঠিক। কিন্তু ছোট থেকেই রিক্সাওয়ালাদের তুই তোকারি করতে বা আপনি না বলতে হরবখত শুনে এসেছি। গুরুতে সেই নিয়ে আগেও অনেকবার লিখেচি, অন্যেরা লিখেছেন। সেই কথা হচ্ছে। এই তুইতোকারির 'কালচর' টা থেকে আমরা বাঙালীরা মুক্ত, একথা একেবারেই মনে হয়নি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা খুশি মতামত দিন