এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ৭২ কে ফিরিয়ে আনলে ৭৭ ফিরি আসবেই

    তথাগত
    অন্যান্য | ০৫ মে ২০১৪ | ৩০৬০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • টি | 59.203.157.19 | ০৬ মে ২০১৪ ১৪:৫২639696
  • রাঞ্জন বাবু একদম ঠিক বলছেন...

    না আমার ই ভুল হইয়াছে দেকছি - কেন তুই তুকারি করবেন না - বেশ করেছেন তুই তুকারি করে ...

    যারা এটা কে সমর্থন করছেন তাদের কে বলছি ... আপনারাও কোন না কোন প্রত্রিস্তান এ কাজ করেন সেখেনেও এই কালচার টা চালু হোলে কেমন লাগবে ...
  • টি | 59.203.157.19 | ০৬ মে ২০১৪ ১৪:৫২639697
  • রাঞ্জন বাবু একদম ঠিক বলছেন...

    না আমার ই ভুল হইয়াছে দেকছি - কেন তুই তুকারি করবেন না - বেশ করেছেন তুই তুকারি করে ...

    যারা এটা কে সমর্থন করছেন তাদের কে বলছি ... আপনারাও কোন না কোন প্রত্রিস্তান এ কাজ করেন সেখেনেও এই কালচার টা চালু হোলে কেমন লাগবে ...
  • b | 135.20.82.164 | ০৬ মে ২০১৪ ১৪:৫৫639698
  • দারুণ লাগবে।
  • টি | 59.203.157.19 | ০৬ মে ২০১৪ ১৫:০২639699
  • আর কে যেন ভোটের কথা বললেন এটা তার জন্নে...

    আমার নিজস্ব একটা রাজনৈতিক বিশ্লেষণ আপনাদের মতামতের অপেক্ষায় রাখলামঃ যারা বলত বামপন্থীরা রিগিং করে ক্ষমতায় ছিল - তারা নিজেরাও জানত তারা মিথ্যা বলছে। আর আজ তাদের দেওয়ালে পিঠ ঠেকে গেছে বলেই তারা হিংস্র হয়ে উঠছে। একটা কথা - আমি কোন আবেগ থেকে বলছি না - একটি লোকসভা কেন্দ্রে AVERAGE VOTER 15 - 18 LAKH. এবার তার মধ্যে বামপন্থী ভোট আছে ৩৮% - ৩৯% (গত ৩ বছরে এমন কিছু ঘটে নি যে এই % কমবে বরং উল্টো হবে) বাকি ভোট ভাগ হবে CONG. TMC BJP R মধ্যে। এবার যদি ভোট দানের % ৮০ - ৮২ হয় তাহলে AVERAGE VOTE CASTING 15 TO 16 LAKH. এর মধ্যে বামপন্থীরা পাবে AVERAGE 6 TO 6.24 lakh. DIFF. AROUND 10 LAKH ভাগ হবে বাকি তিন দলের মধ্যে। প্রশ্ন এটা বুথ দখল করে যে ভোট ছিনতাই হল তা যদি ১ লাখ হয় তাহলে আমার হিসাবে বামপন্থী দের ২৫ থেকে ৩০ হাজার ভোট কমল। আর একটা মাথায় রাখতে হবে যে ANTI - INCUMBENCY FACTOR এবার কাজ করবে শাসক দলের বিরুদ্ধে। ফলে খুব কি ক্ষতি হোল বরং শাসক দলের আসল চেহারা ফাঁস হয়ে গেল তাই না ? মনে রাখতে হবে এটা পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি বা বিধানসভা নির্বাচন নয় এটা লোক সভা নির্বাচন। এটা আমার ব্যক্তিগত মতামত মাত্র।
  • টি | 59.203.157.19 | ০৬ মে ২০১৪ ১৫:০৮639700
  • হা হা হা ...।।

    ধুরুন একজন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার কে ... লোকাল নেতা " ছেন দা " এসে বলছে ওই " টি " আমার ফাইল টা ছেরে দে অনেক দিন তো হল ... সমস্ত রকম সম্মান রেকেই বলছি পিওন বলছে ওই " টি " শইতান টা বড্ডও খাটাই / খাত্তাছে তো।।

    হা হা হা ...
    দারুন লাগবে////
  • de | 69.185.236.53 | ০৬ মে ২০১৪ ১৫:১৫639701
  • এদ্দিন বাদে একজন নতুন বামপন্থী এলেন গুরুতে তাও যদি এমন সব পোস্ট করেন! যেগুলো কপি-পেস্ট করছেন সেগুলো ঠিকই আছে, নিজের লেখা পোস্টগুলো একটু নিজে পড়ুন না টি, কিস্যু বোঝা যাচ্ছে না যে!

    আর টইয়ের নামটা কি? বাহাত্তরের সাথে সাতাত্তর ফ্রী? নাকি, ৭৭ ফিরে আসবে?
  • de | 69.185.236.53 | ০৬ মে ২০১৪ ১৫:১৮639702
  • লসাগুদার ছবিতে Date:06 May 2014 -- 11:37 AM, মমতাদিদি, জ্যোতি-বাবু আর কুণাল ঘোষ কে কি ভাবছে সেটা নিয়েই একটা গপ্পো হয়ে যায় ঃ)) -- ছবিটা কিন্তু দারুণ! কুণাল ঘোষের হাসি না হাঁচি কোনটা পাচ্ছে তা বোঝার উপায় নেই!
  • j | 230.227.106.153 | ০৬ মে ২০১৪ ১৫:২২639703
  • ওটা বোধহয় কুনাল নয় , মনে হচ্ছে জল শোভন
  • nt | 103.115.84.195 | ০৬ মে ২০১৪ ১৫:৫৫639704
  • " যারা বলত বামপন্থীরা রিগিং করে ক্ষমতায় ছিল - তারা নিজেরাও জানত তারা মিথ্যা বলছে।"

    উফ এটা কিন্তু কাকা হেব্বি দিলে, যাকে বলে একঘর :d :d শুধু তোমাদের দিকের একজন লোক কয়েকদিন আগে আজকালে কিসব যেন বেফাঁস লিখে ফেলেছিল
  • বিঃ দ্রঃ | 233.29.202.234 | ০৬ মে ২০১৪ ১৬:০৬639706
  • "আমার নিজস্ব একটা রাজনৈতিক বিশ্লেষণ আপনাদের মতামতের অপেক্ষায় রাখলামঃ যারা বলত বামপন্থীরা রিগিং করে ক্ষমতায় ছিল - তারা নিজেরাও জানত তারা মিথ্যা বলছে। আর আজ তাদের দেওয়ালে পিঠ ঠেকে গেছে বলেই তারা হিংস্র হয়ে উঠছে। "

    রিগিং করে ক্ষমতায় ছিল এ কথা যারা বলছে তারা মিথ্যা বলছে, এটা ঠিক বিশ্লেষণ নয় । এটা মতামত হতে পারে, অব্সার্ভেশন হতে পারে, কিন্তু এ বিশ্লেষণ নয় ।
    দেওয়ালে পিঠ থেকে গেছে বলে তারা হিংস্র হয়ে উঠছে, এটা বিশ্লেষণ হতে পারে । কিন্তু সেটা প্রথম মতামত বা অব্সার্ভেশন নিরপেক্ষভাবেই হতে পারে । কিন্তু ভ্রান্ত অব্সার্ভেশন সাপেক্ষ বিশ্লেষণ করলে সেটা ভ্রান্ত হতে পারে । সে বিশ্লেষণ অনুসারে পথ নির্দিষ্ট করলে তাতে ভুল হতে পারে ।
  • cm | 127.247.114.110 | ০৬ মে ২০১৪ ১৬:০৭639707
  • গুরুর পাতাতেই ছি পি এম কাউন্ট করলে বুঝবেন বামফ্রন্টের রিগিং-এর দরকার হওয়ার কথা নয়। আর তৃণ কাউন্ট করলে বুঝবেন বুজি ছাড়া ওরা আসতে পারত না।
  • হায় | 233.29.202.234 | ০৬ মে ২০১৪ ১৬:১৭639708
  • গুরুর পাতা দিয়ে যদি বিচের হত তাইলে নমো র জামানত জব্দ হয়ে যেত!
  • pi | 24.139.209.3 | ০৬ মে ২০১৪ ১৬:২১639709
  • ঃ)
  • cm | 127.247.114.43 | ০৬ মে ২০১৪ ১৯:২৪639710
  • দূর চুপ চাপ ফুলে ছাপদের ধরলেই বুঝবেন নমোর জামানত জব্দ হওয়ার কিছু নেই।
  • Ranjan Roy | ০৬ মে ২০১৪ ১৯:৩৫639711
  • অনিল বসুর ৬ লক্ষ ভোটের বিশ্বরেকর্ড ও বহু জায়গায় তৎকালীন বিপক্ষের পোলিং এজেন্ট না থাকাও কি গুরুর পাতা দিয়ে বোঝা যাবে?
    আচ্ছা, হীরা ছেড়ে অন্য আলোচনার জন্যে অন্য টই আছে না?
    যত্ত সব মোচা ঘন্টঃ))))
  • টি | 59.249.15.168 | ০৬ মে ২০১৪ ১৯:৫১639712
  • de- please post গুল ভাল করে পড়ুন ...

    আরে হা ।। de-- আপনি ও রকম ২ টো কপি / পেস্ট করে দাখেন না ...

    ব্যাপার টা এরকম হল না আমি জানি না বলে বাকি রাও লিখতে পারে না...।

    বেশ ভাল।।
  • টি | 59.249.15.168 | ০৬ মে ২০১৪ ১৯:৫৫639713
  • মাঝে মাঝেই দেখছি কতগুলো স্তাবক - পড়া শোনা নেই / কার প্রোফাইলে কিভাবে POST করতে হয় জানে না পোষ্ট করতে হয় তাই পোষ্ট করছে ! আবার হুমকি দিচ্ছে ! সেই তিন নং ছানা গুলোর জন্য এই পোষ্ট উৎসর্গ করলাম।
    আমাদের হীরক রানী কে দেখে ভারি মজা লাগে - আসলে হীরক রাজের মত হীরক রানীর গোটা কয়েক মন্ত্রী নামক রবারের মেরুদণ্ডওয়ালা পুতুল আছে - আর আছে কতগুলো রোবট
    মনে পড়ে সেই কথা গুলো -
    "যায় যদি যাক প্রাণ / হীরকের রাজা ভগবান"
    একজন সংহিত মানুষ ভবিষ্যৎ কে দেখতে পাওয়া মানুষ দেখেছিলেন ২০১১ - ২০১৪ সাল অথবা তার পরের অনাগত ভবিষ্যৎ তাই তিনি বানিয়েছিলেন "হীরক রাজার দেশে" বলুন তো কেন তিনি উপেন্দ্রকিশোর রায় কে অতিক্রম করে এই লেখা লিখলেন ? কারণ তিনি জরুরি অবস্থা দেখেছিলেন আর বুঝেছিলেন তাঁর অন্তর্দৃষ্টিতে এই রাজ্যে / এই দেশে কি ঘটতে চলেছে
    এখন আমরা কি দেখছি রানী আর তার স্তাবকদের আচরণে
    "পড়ল কথা হাটের মাঝে / যার কথা তার গায়ে বাজে"
    মিলে যায় কি সত্যজিৎ রায়ের লেখা শব্দ গুলো - তিনি জানতেন আসতে পারে এই রকম রাজা আর রানী।
    আমার কথা শুনতে হবে না - রানীকে দেখেছেন আর মন যদি খোলা রাখেন
    হীরক রাজকেও চিনতে অসুবিধা হবে না !
    চিনে নিন সাথী চিনে নিন - রাজা আর রানীকে চিনে নিন
    চিল দুটোর নখ আর দাঁতকে চিনে নিন।
  • Rana | 131.241.218.132 | ০৬ মে ২০১৪ ২০:০৯639714
  • ইয়ে, চিলের কি দাঁত হয়?
  • dd | 132.171.82.112 | ০৬ মে ২০১৪ ২০:৫২639715
  • হয়। চিলের দাঁত হয় তো।

    অ্যাক্চুয়ালি চিলের ধারালো শিং দুটিকেই কবির দৃষ্টিতে দাঁত বলা যায়।
  • Rana | 131.241.218.132 | ০৬ মে ২০১৪ ২১:০২639717
  • বাপরে, কবির কি ঊর্বর কল্পনা। ঘিলুতে পুরো পঞ্চগব্য মেরে তৈরী। বাঙলার মাটি এমন ঊর্বর হলে কি আর পেঁয়াজ সত্তরে যায় ? ঃ(
  • rabaahuta | 172.136.192.1 | ০৬ মে ২০১৪ ২১:১৮639718
  • হাঁসের দাঁত হয়, আমি জানি।
  • pi | 24.139.209.3 | ০৬ মে ২০১৪ ২১:৩১639719
  • আমিও। আমি হাঁসের দাঁত খিঁচুনি খেয়েছি।
  • | ০৬ মে ২০১৪ ২১:৪৫639720
  • পাই তো হাঁসের মুখ ব্যাঙ্চানির ছবি লাগিয়েছিল একবার। দাঁত খিঁচুনিও ছিল নাকি সঙ্গে?

    SCর বক্তব্য একেবারেই মানা গেল না। কেন সেটা পরে লিখছি।
  • dd | 132.171.82.112 | ০৬ মে ২০১৪ ২২:১৬639721
  • সজারুর কি দাঁত হয় ?

    মধুসুদনপুরের এক আবছায়া সন্ধ্যায় এক সজারুকে দেখেছিলাম, আমার দিকে ঘাড় ফিরিয়ে, বাঁকিয়ে দুই ভুঁড়ু, শুট করে আশবাবলার ঝোপে ঢুকে পরেছিলো। ভালো মতোন খ্যাল কত্তে পারি নি। কিন্তু মনে হচ্ছিলো যেনো একটু মুচকি হাসি লেগে ছিলো আলতো করে।বোধয় দাঁত ও ছিলো।

    তবে জিরাপের দাঁত আছে। এটা আমি এক বিজ্ঞাপনে সুস্পষ্ট দেখেছি।
  • Ekak | 24.99.196.85 | ০৬ মে ২০১৪ ২২:১৯639722
  • সজারুদের হাত দেখেছেন ? উল্টে দিলে দেখা যায় । একদম অবিকল দু-তিন মাসের মানুষের বাচ্চার মত নরম ছোট ছোট আঙ্গুল ওয়ালা হাত । দারুন দেখতে !
  • dd | 132.171.82.112 | ০৬ মে ২০১৪ ২২:২৩639723
  • ন্না রে একক।

    এতোটা বয়স হোলো অথচো কখনো কোনো সজারুকে উল্টে দেই নি। জীবনে কতো কাজ যে বাকী থেকে গেলো.........হরি হে।
  • Ranjan Roy | ০৬ মে ২০১৪ ২৩:১৩639724
  • কোলাব্যাঙের হাসি ও দাঁত।
    আমি তখন আদিবাসী গাঁয়ে ব্যাংকের ট্রেনী। রাত্তিরে সাপের ভয়ে লাইট জ্বেলে রেখে টেবিলের ওপর চাদর পেতে ঘুমুতাম। আর লাইটের কত রকম পোকামাকড়! একটা হুমদো মত কোলা রাতভর ঘুরে ঘুরে ওইসব পোকা ধরে খেত। তখন ওর জিভ ও ছোট ছোট দাঁতের মত দেখেছিলাম বলে মনে হয়।
    কিন্তু আমার সঙ্গে চোখা চোখি হলেই লাজুক হেসে মাথা নীচু করে একটা গর্তে সেঁধিয়ে যেত। আমি চোখ ফেরালেই আবাঅর যে কে সেই। এভাবে প্রায় ওর প্রেমে পড়ে যাচ্ছিলাম, ও তো মনে হয় পড়েই গেছল।
    এমন সময় ট্রান্সফার ! ট্রান্সফার!
  • Rana | 131.241.218.132 | ০৬ মে ২০১৪ ২৩:৩৮639726
  • বনলক্ষ্মীর দাঁত দেখেই তো অতো বড়ো রহস্যের সমাধান হোলো গোলাপ কলোনীতে সেদিন। সাধে কি বলে "দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝেনা"।
  • টি | 59.136.24.136 | ০৭ মে ২০১৪ ০১:৫৪639728
  • রানা বাবু---- একদম ঠিক বলছেন " ইয়ে, চিলের কি দাঁত হয়?"

    অ্যান্ড নেক্সট --" বাপরে, কবির কি ঊর্বর কল্পনা। ঘিলুতে পুরো পঞ্চগব্য মেরে তৈরী। বাঙলার মাটি এমন ঊর্বর হলে কি আর পেঁয়াজ সত্তরে যায় ? "

    তা রানা বাবু-- ঈশ্বর না করুক চিলের কি দাঁত টা যেন আপনাকে যেন না দেখতে না হই ।

    আর কাদের ঘিলু পুরো পঞ্চগব্য মেরে তৈরী সেটা সমাই বলে দেবে ...

    বাঙলার মাটি এমন ঊর্বর হলে কি আর পেঁয়াজ সত্তরে যায় ? একটু সংশোধন করে বলি আলু - ১৮/- , চাল- ৩৮-৪৮/-

    দারুন দারুন ...।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লুকিয়ে না থেকে মতামত দিন