এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ৭২ কে ফিরিয়ে আনলে ৭৭ ফিরি আসবেই

    তথাগত
    অন্যান্য | ০৫ মে ২০১৪ | ৩০৫৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • PT | 213.110.247.221 | ০৬ মে ২০১৪ ০৭:৪১639663
  • তাই বলে এক্জন বাঙালী মুখ্যমন্ত্রী, দেশের অর্থ্মন্ত্রী আর সম্ভাব্য প্রধানমন্ত্রীকেও তুই-তুকারি করবেন নাকি?
    জাস্টিফিকেশন.... জাস্টিফিকেশন....!!
  • pi | 24.139.209.3 | ০৬ মে ২০১৪ ০৮:২৩639664
  • জাস্টিফিকেশন বলে দেখতে চাওয়ার এই অদম্য ইচ্ছাকে কুর্নিশ জানাই।
  • tt | 208.7.62.204 | ০৬ মে ২০১৪ ০৮:৩৪639665
  • গুজরাতের দুর্ভাগ্য একটাই । এ রকম শয়তান, ভয়ঙ্কর একজন লোক বসে আছে ।

    এটা বলার সাহস যিনি দেখিয়েছেন তাঁকে আমার সেলাম। দিদি আপনি এগোন, আমরা আপনার সাথে আছি। আমরা মেঠো লোক। আমাদের ভাষাই আপনার ভাষা। মেকি ভদ্রতার রাজনীতি আমরা করিনে। ওসব নন্দন মার্কা ভাষন শুনতে আমাদের বয়েই গেছে!
  • PT | 213.110.247.221 | ০৬ মে ২০১৪ ০৮:৩৯639666
  • আসলে চাঁচাছোলা নিন্দাও তো শুনিনি তাই ধন্দে থাকি....

    এই "শয়তান"-এর বাংলায় পা রাখার রাস্তা দিদিই তৈরি করেছেন-তাঁর পুর্বসূরীকে বাড়িতে ডেকে নিয়ে এসে মালপোয়া খাইয়ে। বিজেপি আর অটলজি না থাকলে মোদীর রাজনৈতিক জন্ম হত না।
  • s | 182.0.249.87 | ০৬ মে ২০১৪ ০৯:১৯639667
  • এই টই-এর বাকী বক্তব্যের সম্বন্ধে কমেন্ট করব না। রাজনৈতিক প্রচারের টই-ও খোলা হল গুরুতে, এটা দেখা গেল। এবং সব রাজনৈতিক প্রচারের মতই বহু মিথ্যা কথা লেখা আছে।
    যাই হোক, যে তুইতোকারি নিয়ে সামান্য আলোচনা হয়েছে, তার পরিপ্রেক্ষিতে এই ভিডিওটা দিলাম।

    এখানে স্পষ্ট বলা হচ্ছে 'কে ভাই তুমি হরিদাস পাল', 'তুই' না।
  • PT | 213.110.247.221 | ০৬ মে ২০১৪ ০৯:২৪639668
  • আর চিদম্বরমকে তুই-তোকারির প্রসঙ্গে কোন লিং?
  • সিকি | 135.19.34.86 | ০৬ মে ২০১৪ ১০:৩৫639669
  • ইয়ে, বুজিরা কখনও অটলজিকে মালপোয়া বা নলেন গুড়ের সন্দেশ খাওয়ায় নি?
  • s | 182.0.249.87 | ০৬ মে ২০১৪ ১০:৪১639670
  • ও ডিঃ দেওয়া হয় নি।
    তুই তোকারি করা শিষ্টাচার বিরোধী। মমতা যেখানেই প্রকাশ্যে তুই তোকারি করেছেন, অশিষ্ট আচরণ করেছেন।
    এর তীব্র নিন্দা করছি।

    পিটিদা এবার খুশি তো?
  • SC | 34.3.22.185 | ০৬ মে ২০১৪ ১০:৪২639671
  • টি এর সন্গস্কৃতি টাই বাংলার একমাত্র সন্গস্কৃতি নয়।
    অনেকেই বাড়িতে মা বাবাকেও তুই তুকারী করে কথা বলে।
    পি টি বা টি দের ভাষায় তারা "ছোটলোক"।

    রাগের জায়গাটা কি? একটা "ছোটলোক" বাংলার মুখ্যমন্ত্রী হয়েছে।
    সে তুই তুকারী করছে?
    আর তাতে বাঙালির মাথা কাটা যাচ্ছে।
    আফটার অল, ভারতে বাঙালির একটা সম্মান আছে, বিদ্বান, সজ্জন, শিক্ষিত ভদ্রলোক হিসেবে।
    পুরো মাটিতে মিশে গেল গো।
    কোথায় আমাদের মুখ্যমন্ত্রী সন্গস্ক্রিতিবান হবেন, ভদ্রলোক হবেন, তা না কোথা থেকে একটা ছোটলোক কে ধরে এনেছে।

    মমতার প্রতি এই একটা ব্যাপারে আমার অনেক অনেক সমর্থন রইলো। মোদী কে যেটা বলেছেন, একদম খাপে খাপ হয়েছে।

    যে ভদ্রলোক বানচোত গুলোর গায়ে লেগেছে, তারা অভ্যেস করে নিক আসতে আসতে। ভদ্রলোকের ছড়ি ঘোরানোর দিনগুলো শেষ হয়ে আসছে।
  • s | 182.0.249.87 | ০৬ মে ২০১৪ ১০:৪৫639673
  • বিজেপিকে মমতা ডেকে এনেছে আবার এই নির্বাচনে বিজেপির ভোট কাটার উপর ভরসা করে কিছু আসনে বামেরা জয়ের প্রত্যাশা করছে।
    অংক কি কঠিন দাদা।ঃ)
  • j | 230.227.106.153 | ০৬ মে ২০১৪ ১১:০১639674
  • জোট করে মালপো খাইয়ে রেল -কয়লা মন্ত্রী হওয়া আর তথাকথিত প্রত্যাশার মধ্যে পার্থক্য নেই বোধহয়
  • PT | 213.110.246.230 | ০৬ মে ২০১৪ ১১:০৫639675
  • অংক অনেক সময় সহজও!
    যে তিনটে রাজ্যে বামেরা সরকারে ছিল/আছে সেখানে বিজেপি কোন পাত্তাও পায়নি। পব থেকে বাম বিদায়ের সময় থেকেই বিজেপি জায়গা পেতে শুরু করেছে। আর এই ভোট কাটাকাটি করার জন্য বামেরা পব-তে বিজেপিকে নিমন্ত্রণ জানায়নি।
    অন্যদিকে যখন বামেরা বিজেপিকে "বর্বর" বলেছিল তার কাছ্কাছি কোন সময়ে পব-র এক্জন এম-পি অটলজীর মন্ত্রীসভায় মধু-গুড় উপভোগ করছিলেন।
    সে দেনা মেটাতে হবেনা?
  • lcm | 118.91.116.131 | ০৬ মে ২০১৪ ১১:০৮639676
  • j | 230.227.106.153 | ০৬ মে ২০১৪ ১১:০৯639677
  • যখন দুর্মুখ অনিল বোস বা আনিসুর কদর্য ভাষা ব্যবহার করেন তখন এই "তারা অভ্যেস করে নিক আসতে আসতে" জাস্টিফিকেশনটা পাওয়া যায় ?

    আর হ্যাঁ জানি না আপনার "ছোটলোক" দের সঙ্গে মেশার অভিজ্ঞতা কতদূর , তারা কখনই এইরকম কথায় কথায় গালাগালি , তুইতোকারি আর মিথ্যাচার করেন না

    হ্যাঁ এইরকম ভাষা ব্যবহার করে "ভদ্র-ছোট " নির্বিশেষে একটি শ্রেণী - তাদের বলা হয় লুম্পেন

    দয়া করে সব "ছোটলোককে" লুম্পেন ক্যাটেগরিতে ফেলে দেবেন না
  • PT | 213.110.246.230 | ০৬ মে ২০১৪ ১১:১৪639678
  • ছবিটা কি "পব-র এক্জন এম-পি অটলজীর মন্ত্রীসভায় মধু-গুড় উপভোগ করছিলেন"-এর প্রত্যত্তুরে এল? ছবির ঐ ভদ্রলোকের মুখ্যমন্ত্রীত্বের কালে (এবং তার পরেও) বিজেপি পব-তে পায়ের বুড়ো আঙুলটাও রাখতে পারেনি।

    হুঁ, হুঁ, রাজনীতির অংক কি কঠিন দাদা!! ছবি দেখিয়ে সে অংকের সমাধান বের করা কি অতই সহজ?
  • lcm | 118.91.116.131 | ০৬ মে ২০১৪ ১১:৩৭639680
  • ঠিক আছে, তাইলে। এ ছবি নিয়ে এমনি কোনো পোশ্নো নাই, নীল পাঞ্জাবি চশমা পড়া লোকটি তো দম আটকে ফেলেছেন, আর তার পাশের লোকটির চক্ষু ছনাবড়া
  • PT | 213.110.246.230 | ০৬ মে ২০১৪ ১১:৪২639682
  • এইরেঃ জ্যোতিবাবু ইডির কাছ থেকে ডাক পেলেন বলে.....
  • SC | 34.3.22.185 | ০৬ মে ২০১৪ ১১:৪২639681
  • আমি কলকাতা শহরের ছেলে নই, আমার যথেষ্টই অভিজ্ঞতা আছে বিভিন্ন ধরনের লোকের সাথে মেশার।
    অনিল বসু যদ্দুর মনে পড়ছে, মমতাকে পতিতা বলেছিলেন। সেটাতে আপত্তি করেছিলাম (কন্টেন্ট নিয়ে ), ওনার ভাষা নিয়ে আমার কিছু বক্তব্য নেই।
    বরং, আপনাকেই এর থেকে ভালো উদাহরণ দিয়।
    কৃষক নেতা বিনয় কন্গার বলেছিলেন, মেধা পাটেকার পরের বার এলে গ্রামের মেয়েরা পেছন দেখাবে, বা এই জাতীয় কিছু।
    তাতে বিরোধীরা ওনার সমালোচনা করেছিলেন। আমি সেখানে খারাপ কিছুই দেখিনা, উনি ওনার মত করে বলেছেন, আমার তো আপত্তিজনক লাগেনি।

    গালাগাল, তুই তোকারির সাথে মিথ্যাচারের কোনো সম্পর্ক নেই। মার্জিত, শিক্ষিত ভাষা ব্যবহার করা লোকও দিব্যি মিথ্যাচার করে। আমি এমন অনেককে দেখেছি।

    আপনি মমতার মিথ্যাচার নিয়ে বলুন, আমি সহমত হব। এর সাথে ভাষার সম্পর্ক তৈরী করে আসলে অবচেতনে, "ওই ছোটলোক ক্লাসের লোক তো, তাই মিথ্যাচার করে" এই ধরনের একটা মেসেজ দেওয়ার চেষ্টা করছেন।
  • lcm | 118.91.116.131 | ০৬ মে ২০১৪ ১১:৫০639684
  • ইডি কে?
  • j | 230.227.106.153 | ০৬ মে ২০১৪ ১১:৫৩639685
  • আবার বলছি তথাকথিত সাধারণ নীচের তলার মানুষ কথায় কথায় অনিল বোসের মত বা ইয়ে দেখানো বা নেত্রীর মত "সতী সাজে জোতি বোস " বলে না

    বলে লুম্পেনরা

    লুম্পেনকে গরীব মানুষের প্রতিনিধি দেখানোর পদ্ধতিটি খুব পুরোনো এবং চেনা
  • PT | 213.110.246.230 | ০৬ মে ২০১৪ ১১:৫৭639686
  • নীলজামা পরা লোকটি কুণাল না?

    "পি টি বা টি দের ভাষায় তারা "ছোটলোক""
    আপনি এতটা দায়িত্ব নিয়ে নেবেন না আমার হয়ে। মহারাষ্ট্রে শিক্ষিত সম্প্রদায়ের মধ্যেও স্বামি-স্ত্রীকে "তুই-তুকারি" করা হয়ে থাকে। ইদানিং ক্লাস-মেটকে বিয়ে করার পরে পব-তেও স্বামী-স্ত্রীকে "তুই-তুকারি" করতে শুনেছি।

    তাই বলে একজন মুখ্যমন্ত্রী কেন্দ্রের অর্থমন্ত্রীকে-"তুই আমার গায়ে টাচ করে দেখ" বলা কোন ভাবেই সমর্থন করা যায় নাকি? এই বাক্যটিতে সত্যাচার-মিথ্যাচার কিছুই নেই-শুধু ভদ্রতা বোধের অভাব রয়েছে বিস্তর।
  • lcm | 118.91.116.131 | ০৬ মে ২০১৪ ১২:০০639687
  • গরীব মানুষের প্রতিনিধি তো সব পার্টি।
    আমি আজ অবধি কোনো দেশে কোনো পার্টির কথা শুনিনি যারা বলেছে - আমরা বড়লোকদের প্রতিনিধি, আমাদের ভোট দিন।
  • lcm | 118.91.116.131 | ০৬ মে ২০১৪ ১২:০২639688
  • পেয়েছি, ED=Enforcement Directorate
    উইকি বলছে, The Directorate General of Economic Enforcement is a law enforcement agency and economic intelligence agency responsible for enforcing economic laws and fighting economic crime in India.

    ইকনমিক ইন্টেলিজেন্স এজেন্সি !
  • SC | 34.3.22.185 | ০৬ মে ২০১৪ ১২:২৬639689
  • আচ্ছা, তাহলে তুই তোকারি তে কোনো আপত্তি নেই। ভালই তো।
    টাচ করে দেখতে বলার মধ্যে আমি তো খারাপ কিছুই দেখলাম না। সি পি এম এর কেউ বললেও দেখতাম না।
    কন্টেন্ট নিয়ে আমি বেশি চিন্তিত।
  • dd | 132.171.64.160 | ০৬ মে ২০১৪ ১২:৩৯639690
  • বোঝো।
    ক্রমেই এই টই কমপেরাটিভ ফিলোলজি,আর্বান সোসিওলজি আর পাতি ব্যাকরণে যাকে বলে পর্যবসিত হয়ে যাচ্ছে।

    একটু আমোদের জন্য কোথায় যে যাই? বল মা তারা।
  • Ranjan Roy | ০৬ মে ২০১৪ ১৩:১৫639691
  • ডিডি,
    "বাম-বুজি-রূপকথা" টইয়ে যান।ঃ))))
  • PT | 213.110.246.230 | ০৬ মে ২০১৪ ১৩:২০639692
  • আসুন, কাল থেকে আমারা রাস্তা ঘাটে দাদু-ঠাকুমাদের বয়সী মানুষদের তুই-তুকারি করা শুরু করি! শুধু "কন্টেন্ট"-তা খেয়াল রাখবেন!!

    আর এতে বাংলা ভাষারও একটা উপকার হয়। তুমি, আপনি ইত্যাদির ঝক্কি বাদ গেলে ইংরিজির you ব্যবহারের মত আমাদের ভাষটাও সরলীকৃত হয়ে যায়।
  • Ranjan Roy | ০৬ মে ২০১৪ ১৩:২৫639693
  • SC,
    হল কি আপনার? বড্ড রেগে গেছেন? আপনি তো মুখ্যমন্ত্রীও নন, খেটে খাওয়া গরীব্গুর্বো ও নন। হটাৎ এই পাতায় ব-কারে নেমে এলেন কেন?
    হ্যাঁ, আমি নিজেকে ভদ্রলোক মনে করি এবং মুখ্যমন্ত্রীর ওই ভাষণে আমার কিঞ্চিৎ অস্বস্তি হয়েছে। তাহলে আমি আপনার অভিধা অনুসারে "বানচোত" হয়ে গেলাম? অর্থাৎ ভগ্নী-গমনকারী!!!!

    অসংসদীয় ভাষা বলে একটা কথা আছে না? সাধারণ মানুষ নিজেদের মধ্যে যে লিঙ্গোই ব্যবহারই করুক , সেটা পাবলিক ফোরামে সংসদীয় পদে থাকা ব্যক্তির ব্যবহারে শোভন নয়। সে ব্যক্তি কোনো বসু- কোঙার-- রহমান হলেও।
    আমার অস্বস্তি সেখানে।

    ডিঃ আমি ও আমার স্ত্রী নিজেদের মধ্যে তুই করেই (ঊভয়তঃ ) কথা বলি, বন্ধু মনে করি বলে। কিন্তু তাই বলে কি একজন আর একজনের অফিসে গিয়ে ওই ভাবেই সম্বোধন করব?
  • cm | 127.247.113.222 | ০৬ মে ২০১৪ ১৪:২৫639695
  • "অনেকেই বাড়িতে মা বাবাকেও তুই তুকারী করে কথা বলে।"
    মুখ্যমন্ত্রীও বলতেন কিনা আমি জানিনা, যারা লিখছেন তারা জানবেন।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভেবেচিন্তে মতামত দিন