এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • বর্ণ হিন্দু বিশেষ সুবিধা বলে আসলে কিছু নেই। পুরো ব্যাপারটাই ভারতবাসীকে হীনমন্য করতে মেকলের সন্তানদের সৃষ্ট একটা মিথ।

    Su
    অন্যান্য | ১০ জুন ২০১৪ | ৪৭৫৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • s | 188.63.97.34 | ১০ জুন ২০১৪ ১৭:৪১642504
  • as far as caste and communal politics is concenrned it is the congress party of india who created such corrupt politics in india. and when hindus ruled india their was no problem for hindus and when british and islam invaded india they suppressed the powerfull hindus they were not corrupt and they supported the corrupt hindus they follow european and arab master and ever since the hindus who were honest in india started suffering. and thanks god we have hindu party now rising and bihar is a good example that they dont want to play cast politics.
    as far as india is a rising ecconomy is concenrned their is nothing wrong with rising ecconomy it is congress party which was and is ruling india for 6o years and is very pro muslim and procristian and very anti hindu is the reason poor hindus are ingnored and it is time for hindus to be ruled by hindus and ( if white man elect a white man and their is nothing wrong then their is nothing wrong hindu elect hindus) if jews elect jews and their is nothing wrong then it is same for indians too.if italins elect hindus then we can think about secularism until then we want to take care of our peoples welfare and stop money being spend on rich christians and job creating for rich christians in america . it is time for job creating for poor hindus in india
  • | 60.82.180.165 | ১০ জুন ২০১৪ ১৭:৫০642526
  • মনে হচ্ছে আমি ইংরেজি লিখেছি!
  • | 60.82.180.165 | ১০ জুন ২০১৪ ১৮:০১642537
  • দলিত নিম্নবর্গের লোকেরা আসলে মিথ। যাক।এইবার ঠুলিফুলি খুলে শান্তিতে নদীর হাওয়া খেয়ে আসা যাবে।
  • Bh | 186.10.100.230 | ১০ জুন ২০১৪ ১৮:০৪642548
  • যার সাংবিধানিক স্বীকৃতি নেই সেটার অস্তিত্ব স্বীকার করা যায় না।
  • b | 188.63.97.34 | ১০ জুন ২০১৪ ১৮:৫১642559
  • দলিত-ওবিসি-নিম্নবর্গ এসব কংগ্রেস, সিপিএম, তিনোর ভোটব্যাংক, কোটা-বানিজ্য বাড়ানোর প্রচারের ফসলবিশেষ।
  • san | 52.104.25.62 | ১০ জুন ২০১৪ ১৮:৫৩642570
  • উইম্মা , আমি ইংরিজি পড়েই মোহিত !
  • সিকি | ১০ জুন ২০১৪ ১৮:৫৭642581
  • আমিও বাকরুদ্ধ। একটু মিরিন্ডা খেয়ে নিই।
  • haripada | 122.79.36.58 | ১০ জুন ২০১৪ ১৯:১৭642592
  • আপনারা যাই বলেন ইঙ্গ্রিজি হরফে লেখায় বেশ ওজন এসেছে। দেবনাগরী হলে আরো ভাল হত।
  • Rit | 213.110.246.22 | ১০ জুন ২০১৪ ১৯:২৬642603
  • জেমস জয়েসের ইউলিসিস। বাক্যহারা আমি। ঃ)
  • 0 | 123.21.78.109 | ১০ জুন ২০১৪ ১৯:৩১642505
  • যারা শুরুটা জানেন না তাদের জন্য।
    বিতর্কের শুরু হয় অন্য টইতে লেখা মন্তব্য নিয়ে।

    Name: দ , IP Address : 24.97.86.208 (*) , Date:07 Jun 2014 -- 12:45 PM

    " ... সুবিধেভোগী বর্ণহিন্দুর কাছে রামের মত রাবিশ একটা চরিত্র যে আদর্শ হবে তাতে আর আশ্চর্য্য কি! ঐ ঐতিহ্যের বলেই থানায় গেলে জাত জিগ্যেস করে তবে অভিযোগ নেবে কিনা স্থির হয়। ...''
    http://www.guruchandali.com/guruchandali.Controller?portletId=8&porletPage=2&contentType=content&uri=content1400814754402&contentPageNum=3#.U5cOenb0Qb4
    ---------------------------------------
    -- উপরের মন্তব্যের মধ্যে "সুবিধেভোগী বর্ণহিন্দু" এই কথাটা নিয়েই তর্ক।

    এক্পক্ষ বলছেন যে, বর্ণহিন্দুরা একসময় জাতিভেদের সুবিধে ভোগ করেছে এবং সেই ঐতিহ্য এখনও কায়েমী ভাবে চলছে কারণ সমাজ-শিক্ষা এসব এখনও পিছিয়ে।

    অন্যপক্ষ বলছেন -- যা ছিল তা একসময়ে ছিল। স্বাধীনতার পরে এখন তো আর আইনতঃ সেই সব সুবিধে নেই। বরঞ্চ পিছিয়ে-পড়া জাতিদের বিভিন্ন সুবিধে-সংরক্ষণ দেওয়া হয়।
    -----------------------------
    আমার নিজের দুপয়সা -- দুটো মতই ঠিক। আগে সুবিধে ছিল , এখনও তার রেশ ভালোই আছে।
    এখন আইনতঃ সুবিধে নেই। দীর্ঘ-বঞ্চনার ক্ষতিপূরণ হিসেবে সংরক্ষণের সুবিধে পিছিয়ে-পড়া জাতিগুলো পায়।

    রঞ্জন'দা HUF গঠনের সুবিধের কথা লিখেছেন। ওটা ভুল ছিল। ঐ সুবিধে সব হিন্দু, বৌদ্ধ, শিখ, আর জৈনরা পেয়ে থাকেন।
  • তাপস দাশ | ১০ জুন ২০১৪ ২১:২৫642516
  • নিম্নবর্নীয় মহিলা ধর্ষণ ও তা নিয়ে আদালতের রায় - রায়টি বাস্তবিক মিথীকৃত, তাই এই নয়া টইয়ে আবার দিলাম ।

    Name: তাপস দাশ

    IP Address : 126.203.208.52 (*) Date:09 Jun 2014 -- 11:54 PM

    একটু কানুন উদাহরণ

    "এই মেয়েরা প্রত্যেকেই কমিনের কাজ করে ও রোজ মজুরি পায় । *** ভগবতীয়া দেবী, রাধিয়া দেবী, সুমা দেবী, দরিয়া দেবী সকলেই নিমিয়া দেবীর সঙ্গে পুনাসী ড্যামে কাজ করে এটা নিমিয়া দেবীর সাক্ষ্যের ৮ নং প্যারায় জানা যায় । এই সমস্ত মেয়েকে তাঁদের সমগোত্রীয় ভাবা ভুল হবে যাঁরা ভদ্র ও বিশিষ্ট পরিবারের মেয়ে । সেইসব মহিলার সামাজিক মর্যাদা হারানোর ভয় বা তাঁদের নিজেদের ও তাঁদের সন্তানদের ভবিষ্যত জীবনের ভয় থাকতে পারে ।" ---- পারারিয়া ধর্ষণ মামলার রায়ের অংশ । কেস নং ২৮/১২/৮৮ - দেওঘর । ফার্স্ট এডিশনাল সেসন্স জাজ ওমপ্রকাশ সিং ।

    পারারিয়া গণধর্ষণে পুলিশ ছিল অভিযুক্ত । পুলিশের বিরুদ্ধে ফরিয়াদী হয়েছিলেন পাঁচ 'নিচু জাতের' মহিলা, যাঁদের কথা জজসাহেবের রায়ের বয়ানে লেখা আছে ।
  • Ranjan Roy | ১১ জুন ২০১৪ ০০:২১642518
  • @০,
    একটু রেফারেন্স দিন।
    HUF এর মত মুস্লিম UF, ক্রিশ্চান UF , জৈন UF কনসেপ্ট কোন আইনে আছে? আমার ভুল শুধরে নেব।
  • সে | 188.83.87.102 | ১১ জুন ২০১৪ ০১:৫৭642519
  • রঞ্জনদা,

    এইটে? মুসলিম ক্রীস্ঠান নেই তবে বৌদ্ধ, শিখ, আর জৈনরা তো রয়েছেন দেখছি।

    1. What is an HUF? Ans: An HUF, or a Hindu Undivided Family, is a separate tax entity in addition to individual persons who are members of such a family. If you are Hindu, Buddhist, Jain or Sikh, you can have an HUF as a separate tax entity. You can claim all tax benefits under Wealth Tax and Income Tax. An HUF is eligible for those exemptions that are available to a resident Indian who is not a senior citizen. It can own property and also have its own business.

    http://www.moneycontrol.com/news/tax/how-to-save-tax-throughhindu-undivided-familypart-i_645079.html
  • U | 214.8.156.142 | ১১ জুন ২০১৪ ১৩:৩০642520
  • দলিত-ফলিত বলে কিছু নেই। এইসব কনসেপ্ট ধান্ধাবাজ বাবা আম্বেদকরের তৈরি যার ডাইরেক্ট প্রোডাক্ট হচ্ছে খোবরাগাড়ের মতো কিছু প্রিভিলেজড সুবিধাভোগী গান্ডু।
  • Ranjan Roy | ১১ জুন ২০১৪ ১৪:২২642521
  • সে, অনেক ধন্যবাদ! বুদ্ধিস্ট, জৈনি ও শিখেরা পায় তাহলে? শুধরে নিলাম। কিন্তু বিবাদ যেটা নিয়ে, অর্থাৎ মুসলিম ও ক্রিশ্চানর আগে পায় না-- এই পারসেপশনটা ঠিকই আছে।
    U,
    সংবিধান প্রণেতাদের মুখ্য আম্বেদকারকে গাল দেওয়ার আগে একটু তথ্য দিলে ভাল হয় না? মহাভারতের একলব্যের আঙুল কেটে গুরুদক্ষিণা দেওয়ার কথা? স্মৃতির বিধানে কেন একই অপরাধে ব্রাহ্মণ ও শুদ্রদের আলাদা শাস্তি? ভারতে দাসপ্রথা? দলিত কি আমবেদকরের মস্তিষ্ক প্রসূত? নাকি আজকের? গান্ধীজির হরিজন? অস্পৃশ্যতা? দক্ষিণে রামস্বামী নাইকারের আন্দোলনের ভিত্তি? কেন পারিয়াদের গলায় ঘন্টা বেঁধে রাস্তায় বেরোতে হত?
    কেন উচ্চবর্ণের পুরুষ নিম্নবর্ণের স্ত্রীকে বিয়ে করলে সেটা অনুলোম বিবাহ এবং সেটা অনুমোদিত বিবাহ? আর নিম্নবর্ণের পুরুষ যদি উচ্চবর্ণের নারীকে বিবাহ করে তবে সেটা অসিদ্ধ প্রতিলোম বিবাহ? কেন প্রতিলোম বিবাহের সন্তানকে বর্ণসংকর ( বাস্টার্ড) বলা হবে?
    মহারাষ্ট্রে মহাত্মা জ্যোতিবা ফুলের আন্দোলন ও বিরাট দলিত সাহিত্য দেখুন। অন্ততঃ দুটি বই-- ফুলে রচিত "গুলামগিরি"( হিন্দিতে) এবং ইংরেজিতে অর্জুন দামলে সংকলিত "Poisoned Bread" -- দলিত গল্প, কবিতা ও স্মৃতিকথার সংকলন।
    এখনো হিন্দিবলয়ে দলিতদের সঙ্গে ট্রিটমেন্ট দেখুন। দুদিন আগেই যেটা বেরিয়েছে---দলিত যুবককে ঘোড়ায় চড়ে বিয়ে করতে যাবার আস্পর্দ্ধা দেখানোয় লিঞ্চ করা হয়।
  • শিবাংশু | ১১ জুন ২০১৪ ১৫:৫৮642522
  • "দলিত-ফলিত বলে কিছু নেই। এইসব কনসেপ্ট ধান্ধাবাজ বাবা আম্বেদকরের তৈরি যার ডাইরেক্ট প্রোডাক্ট হচ্ছে খোবরাগাড়ের মতো কিছু প্রিভিলেজড সুবিধাভোগী গান্ডু।"

    U কোন ভারতবর্ষে থাকেন ?
  • এমেম | 127.194.232.13 | ১১ জুন ২০১৪ ১৬:১২642523
  • কথাটা উঠল আম্বেদকারকে নিয়ে, যিনি সংবিধান প্রণেতাদের মুখ্য। ওপরের মন্তব্যে গান্ধীজি এলেন, আর বাবাসাহেবের নিজের জীবনই বাদ গেলো। বাবাসাহেব বলেছিলেন 'আই শ্যাল নট ডাই আ হিন্দু'। কথাটা তিনি এমনি এমনি বলেন নি।

    Although able to attend school, Ambedkar and other untouchable children were segregated and given little attention or assistance by the teachers. They were not allowed to sit inside the class. Even if they needed to drink water, someone from a higher caste would have to pour that water from a height as they were not allowed to touch either the water or the vessel that contained it. This task was usually performed for the young Ambedkar by the school peon, and if the peon was not available then he had to go without water; the situation he later in his writings described as "No peon, No Water".[9] He was required to sit on a gunny sack which he had to take home with him.
  • এমেম | 127.194.232.13 | ১১ জুন ২০১৪ ১৬:১৩642524
  • 'ওপরের মন্তব্য' বলতে রঞ্জনের মন্তব্য বুঝিয়েছি।
  • এমেম | 127.194.232.13 | ১১ জুন ২০১৪ ১৬:২০642525
  • নোট 9 তথ্যসূত্র B. R. Ambedkar, Waiting for a Visa, chapter one.
  • de | 190.149.51.69 | ১১ জুন ২০১৪ ১৬:৪১642528
  • U এর মন্তব্য পড়ে মোহিত! অম্বেডকরের জীবনীকে কি কে কখনো চোখ বোলানোর মতনও মনে করেন না এনারা?
  • sm | 122.79.39.155 | ১১ জুন ২০১৪ ১৭:২৬642529
  • আমার একটা প্রশ্ন আছে।আমাদের সমাজে, অর্থাৎ ভারতে প্রিভিলেজদ ক্লাস বলতে ব্রামহন/ক্ষত্রিয় এরা ছিল; না কি যাদের পয়সা বেশি ছিল তারা ছিল?
    যেমন ধরুন, তারাশঙ্করের, অগ্রদানী বামুনের কথা। সেখানে লোকের পিন্ড খেয়ে ক্ষুননি বৃত্বী দূর করত।এরা কি প্রিভিলেজড ছিল?
    রামায়ন, মহাভারতেও দেখি ব্রাম্হনরা অধিকাংশ ভিক্ষা করত, পুজো আচ্চা করত বা ছাত্র পড়াত। ঘরে অর্থসমাগম ভালো ছিল বলে মনে হয় না।
    মুসলমান রাজত্বেও, হিন্দু ব্যবসায়ী দের রমরমা ছিল।
    তাহলে যেটা ছিল, সেটা হলো ধর্মীয় প্রিভিলেজ।
    হিন্দু ধর্ম, ব্রাম্হনদের একটা উঁচু জায়গায় বসিয়েছিল, যেটার জন্য উঁচু জাতি ও নিচু জাতি দুই জনাই দায়ী।ব্রাম্হনরা মন্দিরে পুজোর অধিকারী , এটা দু পক্ষই মেনে নিয়েছে; তবেই যুগ যুগ ধরে এই সিস্টেম চলছে।আমার তো মনে হয় অনেক অব্রাম্হন লোকজন ই পুরোহিত ছাড়া মন্দিরে পুজো দিয়ে, নিজে শান্তি পাবেন না।ব্রাম্হন দের নাক উঁচু ও ঘৃণার জন্যই বুদ্ধ বা জৈন ধর্ম এসেছে।কিছু কিছু কোটা পাইয়ে দেওয়ার অর্থই হলো এই ঘৃনা টাকে লালন পালন করা। কেউ যদি পিছিয়ে থাকে সরকারের উচিত অর্থনৈতিক ভাবে সাহায্য করা।আর বিভিন্ন নতুন ক্লাস সৃষ্টি না করে , যেগুলো আছে তার অস্ত্বিত্ব মুছে দেওয়া। এর জন্য কম্মুনিস্ট গভারমেন্ট ও চলবে (PT খুশি তো?)
    তবে পয়সাকড়ি ছিল মেনলি রাজা রাজড়া আর ব্যবসায়ী দের হাতে। তারাই ছিল প্রিভিলেজড ক্লাস।
    ইউরপে, আমেরিকা তেও দেখি, কালোমানুষ বা উপজাতিদের জন্য আলাদা কোটা সিস্টেম না রেখে, শিক্ষা ও অর্থনৈতিক উন্নতিসাধন কেই মূল লক্ষ্য ধরা হয়। ভারত এই বা এমন সৃষ্টি ছাড়া নিয়ম বর্তমান কেন?এটাকে তো ভোট বাঙ্কের রাজনীতি ছাড়া আর কিছুই মনে হয় না।
  • এমেম | 127.194.232.13 | ১১ জুন ২০১৪ ১৭:৪১642530
  • sm
    আম্বেদকর নিজে চান নি, কোটা সিস্টেম চিরকালের জন্য চলুক।
  • a x | 86.31.217.192 | ১১ জুন ২০১৪ ১৭:৪৬642531
  • আমেরিকাতে কালো/উপজাতির জন্য কোটা সিস্টেম নেই?!!
  • a x | 86.31.217.192 | ১১ জুন ২০১৪ ১৭:৫১642532
  • এইসব দেখলে/শুনলে মনে হয় একটা দেশের মধ্যে আসলে কতগুলো দেশ।
  • pi | 24.139.221.129 | ১১ জুন ২০১৪ ১৭:৫৫642533
  • Name: U

    IP Address : 214.8.156.142 (*) Date:11 Jun 2014 -- 01:30 PM

    দলিত-ফলিত বলে কিছু নেই। এইসব কনসেপ্ট ধান্ধাবাজ বাবা আম্বেদকরের তৈরি যার ডাইরেক্ট প্রোডাক্ট হচ্ছে খোবরাগাড়ের মতো কিছু প্রিভিলেজড সুবিধাভোগী গান্ডু।

    WHEN a distressed father is reporting his daughter’s disappearance to a policeman in India, there are some questions he doesn’t want to hear. “What is your caste?” is one of them.
    --------

    According to a 1991 Union Ministry of Social Welfare document: “..Every hour, two dalits (are) assaulted, every day three dalit women (are) raped, two dalits (are) murdered and two dalit houses burnt in India. It is a frequent spectacle, the dalit women are disrobed in public view and paraded naked in the villages for no fault of theirs, often mass murders of dalits (are) committed…”

    Even the redress mechanism fails to deliver. Conviction rates under the SC/ST (Prevention of Atrocities) Act, 1989 are below 30% and pendency is as high as 85.37%. By contrast, the conviction rate under the Indian Penal Code is 42% for all cognisable offences.
    ------

    2004:
    According to the National Campaign for Dalit Human Rights, every year 13,000-15,000 cases of atrocities against dalits and 3,000-3,500 cases of 'untouchability' are registered in India
    --------

    Human Rights Watch (HRW), in its 2008 report ‘BROKEN PEOPLE: Caste Violence Against India’s Untouchables’, has detailed how more than one-sixth of India’s population, some 160 million people, are discriminated against, denied access to land, forced to work in degrading conditions, and routinely abused at the hands of the police and of higher caste groups that enjoy the state’s protection.

    HRW observes that: “The potential of the law to bring about social change has been hampered by police corruption and caste bias, with the result that many allegations are not entered in the police books. Ignorance of procedures and a lack of knowledge of the Act have also affected its implementation. Even when cases are registered, the absence of special courts to try them can delay prosecutions for up to three to four years. Some state governments dominated by higher castes have even attempted to repeal the legislation altogether.”
    --------

    ধুরধুর কত আর দেব ! এগুলো কি ভুলেও চোখে পড়েনা ? এ অবশ্য জেগে ঘুমানো কেস।

  • এমেম | 127.194.232.13 | ১১ জুন ২০১৪ ১৮:১১642534
  • এই কথাগুলোও বিবেচনা করে দেখবেন।

    From "Annihilation of Castes"
    "Our educated elite always fly high away from the society. The more he is high, the more he would keep-off the society. He hides his caste and is eager to associate with the oppressors. He forgets his place in his stage and position in the society. Caste is by birth and remains to the end of life. This is forgotten by our people. Our association and contacts with high caste people is seen in the behaviors of our people. The Oppressors humiliate this class of educated people".Dr Ambedkar Observed "Nobody can dare to exploit and dominate any society which has 10 doctors, 20 Engineers and 30 Lawyers". Today there are thousands and lakhs of Doctors, Engineers and Lawyers among the SC's and ST's in our society. But question arises as to have the exploitation and harassment stopped? The answer is a big No, because those benefited from reservation are not aware of their duty towards society."

    কাদের দায়ী করছেন? ইন্টেলেকচুয়ালস দ্যাট বেনিফিটেড ফ্রম রিজার্ভেশন।
  • এমেম | 127.194.232.13 | ১১ জুন ২০১৪ ১৮:১৬642535
  • আইনের বিচারেও -- সুপ্রীম কোর্টের কোনো বিচারকের রায়ে কথাগুলো ছিল -- রিজার্ভেশনের ভিত্তি হল কমন ক্লাস, যেখানে ক্লাসের মধ্যেই ভাগাভাগি হয়ে আয় সেখানে রিজার্ভেশনের ভিত্তিটাই নড়বড়ে হয়ে যায়।
  • এমেম | 127.194.232.13 | ১১ জুন ২০১৪ ১৮:২০642536
  • *যায়
  • pi | 24.139.221.129 | ১১ জুন ২০১৪ ১৮:২৫642538
  • Today there are thousands and lakhs of Doctors, Engineers and Lawyers among the SC's and ST's in our society. But question arises as to have the exploitation and harassment stopped? The answer is a big No, because those benefited from reservation are not aware of their duty towards society.

    এটাও Annihilation of Castes থেকে ? ঃ)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। চটপট মতামত দিন