এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • বর্ণ হিন্দু বিশেষ সুবিধা বলে আসলে কিছু নেই। পুরো ব্যাপারটাই ভারতবাসীকে হীনমন্য করতে মেকলের সন্তানদের সৃষ্ট একটা মিথ।

    Su
    অন্যান্য | ১০ জুন ২০১৪ | ৪৭৫৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • haripada | 122.79.37.8 | ১১ জুন ২০১৪ ১৮:২৮642539
  • অর্থাৎ খোবরাগাড়ে।
  • এমেম | 127.194.232.13 | ১১ জুন ২০১৪ ১৮:৩৭642540
  • The potential of the law to bring about social change has been hampered by police corruption and caste bias, with the result that many allegations are not entered in the police books. Ignorance of procedures and a lack of knowledge of the Act have also affected its implementation.

    খুবই সত্যি কথা।

    Even when cases are registered, the absence of special courts to try them can delay prosecutions for up to three to four years. Some state governments dominated by higher castes have even attempted to repeal the legislation altogether. কোন লেজিসলেশনের কথা বলা হচ্ছে? স্পেশাল কোর্ট না রাখতে হবে এরুকম আইন যদি থাকে তাহলে সেই আইন সারাভারতে এক হওয়ার কথা। রাজ্য সরকার কীভাবে রিপীল করে, সেটা আরেকটু জানতে চাইছি।
  • pi | 24.139.221.129 | ১১ জুন ২০১৪ ১৮:৪১642542
  • কিন্তু ঐ কোটের ঐ অংশটা তো অ্যানিহিলেশন অব কাস্ট থেকে নয় ! ওটাকে কোট করা হল কেন ?
  • এমেম | 127.194.232.13 | ১১ জুন ২০১৪ ১৮:৪১642541
  • না সরি। ঐ লাইন Annihilation of Castes থেকে নয়। কোট টা শেষ হয়ে গিয়েছিল, খেয়াল করি নি। শুধরে দেওয়ার জন্যে ধন্যবাদ পাই।
  • pi | 24.139.221.129 | ১১ জুন ২০১৪ ১৮:৪২642543
  • ওকে, এই পোস্টটা দেখিনি।
  • এমেম | 127.194.232.13 | ১১ জুন ২০১৪ ২০:৩২642545
  • হিসেবে।
  • এমেম | 127.194.232.13 | ১১ জুন ২০১৪ ২০:৩২642544
  • There's this ordinance. Ordinance specifies that the special courts established 'exclusively' for the trial of Dalit cases should have the power to 'directly' take cognizance of offences. The trial shall, as far as possible, be completed within a period of two months from the date of filing of the chargesheet. State is to make arrangements for protection of victims, their dependents and witnesses against any kind of intimidation, coercion or inducement or violence or threats of violence.

    এটাকে এবারে বিল হিসেভে পাস করার কথা।
  • কানাই | 223.108.105.71 | ১২ জুন ২০১৪ ১৫:১০642546
  • সংরক্ষণে (বিশেষতঃ সরকারি চাকরির ক্ষেত্রে) এমন নিয়ম কি করা যায় না যে এক প্রজন্ম (বাবা/মা) সংরক্ষণের আওতায় চাকরি পেলে তাদের সন্তানদের আর বংশানুক্রমে এই সুবিধে নেওয়া যাবে না?
  • a x | 86.31.217.192 | ১২ জুন ২০১৪ ১৮:১৪642547
  • যারা ক্যাপিটেশন ফি দিয়ে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ঢোকে, তাদের জন্য কি নিদান? পয়সা দিয়ে সংরক্ষণ নিয়ে কারো গাত্রদাহ হয়না কেন?
  • dd | 132.171.83.3 | ১২ জুন ২০১৪ ২০:২৪642549
  • এই কেপিটেশন ফি বেপারটাও সর্বাংশে খারাপ নয়। হেথায় মানে কর্ণাটকে, প্রাইভেট মেডিকেল কলেজে সরকার অনুমোদিত ও ঘোষিত ফর্মুলা হচ্ছে ৬০ঃ৪০।

    মানে ৬০% ভর্ত্তি হবে মেরিটে,কাস্ট কোটা,ইত্যাদিতে। খুবই ট্র্যান্স্পারেন্ট পদ্ধতি। কালেজের ফীও মডারেট। বাকী ৪০% সীট হচ্ছে লুটের মাল। অকশন। যে যতো পারবে টাকা দিয়ে কিনবে সীট। লুকোছাপা নেই। এটাকে বলে ম্যানেজমেন্ট সীট।

    অর্থাৎ ৬০% ছাত্রকে সাবসিডাইজ করে বাকী ৪০% ছাত্ররা। এটা নাহলে বেসরকারী স্কুল চলতো না, দেশে অ্যাতো বেশী ডাক্তারও বার হতো না।

    আইডিয়াল সিচুয়েশন হচ্ছে সবই গর্মেন্ট থেকে হবে। তা ত্যামন আর হচ্ছে কই? আপাততঃ এই সিস্টেমটা বেশ সোস্যাল ব্যালেন্স করে চলে। স্কুল গুলও চলে প্রফিট মোটিভে। যার যতো নাম ততো বেশী কেপিটেশন ফী। শুনি না কি ৫০-৬০ লাখ টাকা হাল হামেশা হয় নামকরা স্কুলে।

    ধনতন্ত্র নাচছে।
  • sm | 122.79.36.121 | ১২ জুন ২০১৪ ২৩:০৬642550
  • ax , কাপিতেশন ফী দিয়ে যারা ঢোকে তাদের জন্য গাত্রদাহ হয়না কে বলল? যথেষ্ট হয়। কিন্তু সেটা দিয়ে সং/রক্ষণ এর বর্তমান সিস্টেম এর বিপক্ষে বলা যাবেনা কেন? এক্ষেত্রে আমার মনে হয় এম ম ম এর পোস্ট টা অনেক কিছু বলে দিয়েছে।যারা কোটার সুযোগ পাচ্ছেন, তারা কয়েক জেনেরেশন ধরে সেই সুযোগ ব্যবহার করছেন। নিজেদের সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছেন ও মূল স্রোতে ঢুকে পড়ছেন। আর ওই সমাজ থেকে আরো বেশি মানুষ কে তুলে ধরা থেকে বিরত থাকছেন। ফলে কোটার সুবিধে মুষ্টিমেয় লোকের মধ্যেই সীমাবদ্ধ থাকছে। এক্ষেত্রে প্রতিবাদ টা পিছিয়ে পড়া সমাজ থেকেই হওয়া উচিত। কারণ দিস্ক্রিমিনাশন টা তাদের কাছেই বেশি পরিস্কার।
    আবার ডাক্তার, ইঞ্জিনিয়ার, রিসার্চ ক্ষেত্রে ঢের অযোগ্য ব্যক্তি কে ঢুকিয়ে লাভ কি?
    আবার কোনো কোনো জায়গায় কোটি টাকায় শোনা যায় এম ডি কোর্স এ ভর্তি হয়। সব ই আমাদের ভারতীয় রাজনীতির ফসল।
    আমেরিকা বা ইউরোপের উন্নত দেশ গুলি তে, স্কুল কলেজ এ ভর্তি,আর্মি, ডাক্তারি, রিসার্চ জব গুলিতে কালো মানুষ দের জন্য কিরকম ডাইরেক্ট কোটার বন্দব্যস্ত আছে?
    এর চেয়ে অর্থনৈতিক উন্নয়ন ও আইনি সুরক্ষাই,এই সমাজের উন্নয়ন এর চাবি কাঠি বলে আমার মনে হয়।
  • ++ | 127.194.203.254 | ১২ জুন ২০১৪ ২৩:১৭642551
  • কোটা নিয়ে আলাদা টই নেই? এসব এক কথায় সারার জিনিস নয়। গুচ্ছ গ্রে এরিয়া আছে। কোটা ঠিক কোটা ভুল এরম হয় না। এটা যারা কোটার পক্ষে বিপক্ষে সওয়াল করেন সবাই জানেন, শুধু তক্কের সময় ভুলে যান।
  • S | 81.191.150.74 | ১৩ জুন ২০১৪ ০৫:১৬642554
  • অ্যাফারমেটিভ অ্যাকশন আর ভারতের কোটা অনেকটাই আলাদা, যদিও ইনিশিয়ালি মনে হতে পারে দুটোর উদ্দেশ্যই হল ডাইভার্সিটি বাড়ানো। অ্যাফার্মেটিভ অ্যাকশন মূলত অ্যাকাডেমিক ইনস্টিটিউশনে সীমাবদ্ধ, যেখানে কোটা শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত বিস্তারিত। অ্যাফারমেটিভ অ্যাকশনে কখনো একটা সার্টেন পার্সেন্টেজ পার্টিকুলার কোনো রেসের জন্যে রিসার্ভ করে রাখা হয় না। আর গত বছর সুপ্রীম কোর্ট ইউনিভার্সিটি অফ মিশিগানের অ্যাফার্মেটিভ অ্যাকশন ব্যান বজায় রেখেছে। অর্থাৎ এখন পাবলিক ইউনিভার্সিটিগুলো অ্যাডমিশনের সময় অ্যাফার্মেটিভ অ্যাকশান আরো কম ইউজ করবে।
    sm যে প্রশ্ন করেছেন, যে আমেরিকায় কালোদের জন্যে শিক্ষা বা চাকরিতে কোনো ডাইরেক্ট কোটা আছে কিনা - তার উত্তর হচ্ছে না, নেই, একটি মাত্র ব্যতিক্রম ছাড়া। Indian Health Service বলে একটি দফতর আছে Health and Human Services বা HHS এর আন্ডারে, একমাত্র IHS এর কোনো জবে নেটিভ ইন্ডিয়ানদের প্রেফারেন্স দেওয়া হয় - সেটা আইন। তার মানে এই নয় যে উপযুক্ত ইন্ডিয়ান ক্যান্ডিডেট না পেলে নন ইন্ডিয়ান কাউকে নেওয়া হয় না। এছাড়া স্টেট বা ফেডেরাল গভর্ণমেন্ট জবে ভেটারেনদের প্রেফারেন্স দেওয়া হয় - মানে এরা এক্স্ট্রা কিছু পয়েন্ট পেয়ে থাকে। বেসরকরি কোম্পানিদের অনেক সময় ইন্সেন্টিভ দেওয়া হয় ভেটারেনদের হায়ার করার জন্যে।
  • lcm | 118.91.116.131 | ১৩ জুন ২০১৪ ০৬:০৭642555
  • ক্যালিফোর্নিয়াতে অ্যাফারমেটিভ অ্যাকশন ব্যান হয়ে যায় ১৯৯৬ থেকে (প্রোপোজিশন ২০৯) । তখন থেকে পাবলিক এডুকেশন, গভর্নমেন্টের চাগ্রি - ইত্যাদিতে কালোদের কোটা বন্ধ হয়ে যায়। ইন ফ্যাক্ট, কোনো এথ্নিক গ্রুপের কোনো কোটাই নাই Proposition 209 (also known as the California Civil Rights Initiative) prohibits state governmental institutions from considering race, sex, or ethnicity, specifically in the areas of public employment, public contracting, and public education.
    যেমন, বার্কলে বা ইউসিএলএ-তে কালোদের ভর্তির কোনো কোটা এখন নাই। বার্কেলে-তে আন্ডারগ্র্যাডে ৩.৩% কালো। যদিও আন্ডার ইনকাম ফ্যামিলির ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স বেড়েছে, কিন্তু সেটা প্রাইমারিলি মেরিট বেস্‌ড।
  • a x | 86.31.217.192 | ১৩ জুন ২০১৪ ০৬:২৫642556
  • আমি তো জানি কিছু স্টেট বাদে বাকিগুলোতে অ্যাফার্মেটিভ অ্যাকশান দিব্যি আছে! আর এই বছর এপ্রিলে সুপ্রীম কোর্ট রুলিং দিয়েছে যে স্টেটগুলো ইচ্ছে করলে তুলে দিতে পারে, স্টেটের ডিস্ক্রেশন - এই নিয়ে তো এখনও জবর্দস্ত ডিবেট চলছে!

    আর শুধু অ্যাফার্মেটিভ অ্যাকশন না, ইকুয়াল অপরচুনিটিও আছে, অনেক ইউনিতেই EOAA'র অফিস দিয়ে ডাইভার্সিটি বাড়ানোর অ্যাক্টিভ প্রোগ্র্যাম নেওয়া হয়।
  • a x | 86.31.217.192 | ১৩ জুন ২০১৪ ০৬:৩২642557
  • হ্যাঁ, ক্যালিফোর্নিয়ায় ব্যান হবার পর হায়েস্ট এনরোলমেন্ট গ্যাপ। যে যে স্টেটে ব্যানড, তাদের আগে ও পরে এনরোলমেন্টের গ্রাফ দিয়ে NYTimes-এ একটা আর্টিকল বেরিয়েছিল।
  • lcm | 118.91.116.131 | ১৩ জুন ২০১৪ ০৬:৩৫642558
  • অ্যাফারমেটিভ অ্যাকশন কোনোকালেই বোধহয় ম্যান্ডাটারি ছিল না।
    চাগ্রিতে আছে ইকুয়াল অপরচুনিটি (EOAA) - কিন্তু সেটাও ম্যান্ডাটারি নয়। কেউ ডিস্ক্রিমিনেটরি গ্রাউন্ডে মামলা ঠুকতে পারে, কিন্তু এম্প্লয়ার কেস হেরে গেলে টাকাও দেয়, কিন্তু কোনো কোটা নাই।

    এই যে গত মাসে, জেসি জ্যাকসন গুগল আর ফেসবুকে গিয়ে কালো এমপ্লয়ি % এর ডেটা চাইল, মিডিয়ায় হৈ চৈ হল। ডেটা দিয়েছে-ও ওরা, কিন্তু কিস্যু হয় নি। কেননা আইনই নাই।
  • k | 88.108.63.44 | ১৯ জুন ২০১৪ ১৫:৪৮642560
  • আম্বেদকর ব্রিটিশের রেখে যাওয়ার সর্ববৃহত মার্সেনারি বরাহগুলোর একটি। যাওয়ার সময় দিয়ে যাওয়া পার্থিয়ান শট, ট্রোজান হর্স, বা সবচেয়ে শক্তিশালী সময়-বোমা..
  • ranjan roy | 24.99.161.31 | ১৯ জুন ২০১৪ ২০:২০642561
  • @K,
    এ তো শুধু গালাগালি!
    আম্বেদকরের লেখা বা বক্তব্যের সমালোচনা করে দেখান না!
  • সিকি | ১৯ জুন ২০১৪ ২১:১২642562
  • গালাগাল দিতে পয়সা খচ্চা হয় না। ফ্রি তে দেওয়া যায়। একটু সময় খচ্চা করে গালাগালগুলোর জাস্টিফিকেশন দেওয়া যাবে, K?
  • | ২১ জুন ২০১৪ ০৯:৫৮642563
  • এমেম | 127.194.239.167 | ২১ জুন ২০১৪ ১০:২৭642564
  • 'শক্তিশালী সময়-বোমা' কথাটা সেলফ এক্সপ্লানেটরি। এটার সমালোচনা বাকিরা করুক। বোঝাই যাচ্ছে K রিজার্ভেশন-বিরোধী। এবং তিনি মনে করেন, পরে যা কিছু হয়েছে creamy layer সমেত, কোনোটাই আটকানো যেত না। সবটাই হয়েছে আম্বেদকর রচিত সংবিধান মেনে।

    (আটকাতে না চাইলে অন্য কথা। )
  • এমেম | 127.194.239.167 | ২১ জুন ২০১৪ ১০:৩৫642565
  • আর আম্বেদকর এখানে একটি 'সিম্বল'। ব্যক্তিবিশেষ নন।
  • Charu | 15.104.224.34 | ২৩ জুন ২০১৪ ২০:০৮642566
  • উচ্চবর্ণ হিন্দু হবার জন্য আদৌ কোন সুবিধা পেয়েছেন জীবনে, একটু বলবেন।
  • ranjan roy | 24.96.101.254 | ২৩ জুন ২০১৪ ২০:২০642568
  • পদে পদে কটাক্ষ এবং অপমান সইতে হয় নি--এই কি কম!
  • সিকি | ২৩ জুন ২০১৪ ২০:২০642567
  • আপনার জীবন এবং আপনার বেড়ে ওঠার পারিপার্শ্বিকটা কি প্যান ইন্ডিয়া ইউনিফর্ম? সবার বেড়ে ওঠা, সবার জীবন আপনারই মতন?
  • ranjan roy | 24.96.101.254 | ২৩ জুন ২০১৪ ২০:৩০642569
  • কিছুই দেখেন নি! বই পড়ে নয়, নিজের চোখে দেখে বলছি।
    আমি উচ্চবর্ণ (কায়স্থ), বাড়ি ভাড়া পেতে কোন অসুবিধা হয় নি। আমার কলিগ কথিত ছোট জাত, অস্পৃশ্য। যদিও ব্যাংকের অফিসার তবুও সে বাড়িভাড়া পাবে না, বিশেষ পাড়ায় গিয়ে বাড়ি নিতে হবে।
    আমার কলিগ নতুন বৌ নিয়ে দূর্গাপূজোর সময় আমার ব্রাহ্মণ বন্ধুর বাড়ি গেছে। প্রথমে বন্ধুর মা (ইউপি ব্রাহ্মণ) খুব আদরযত্ন করলেন। জলখাবার দিলেন-- তারপর কথায় কথায় যখন নামপদবী জেনে গেলেন তখন কি আফশোষ!
    আজ কুলদেবীর পূজো, আর চামারের মেয়ে এসে সব ছুঁয়ে অপবিত্র করে দিল! এই পাপ কি করে ধোয়া যাবে? ছেলেটারও কোন আক্কেল নেই!
    সামাজিক অপমান, মেয়েদের ব্যাপারে আরও বেশি করে-- এই যথেষ্ট নয় কি!
    বাসন-কোসন আলাদা করা ফেলে দেওয়া তো চোখে দেখা।
    রেপ সব সময়েই ঘৃণ্য। কিন্তু উচ্চবর্ণের ছেলে নিম্নবর্ণের মেয়ের গায়ে হাত দিলে ব্যাপারটা মিটিয়ে ফেলতে বলা হয়। অথচ, নীচুজাতের ছেলে উঁচুজাতের মেয়ের গায়ে হাত দিলে ছেলেটা ও তার মা সবাইকে কেটে ফেলে বাড়িতে আগুন লাগিয়ে তবে শান্তি!
    শুধু কি টাকা-পয়সা দিয়ে মান-অপমানের বিচার হবে?
  • কমা | 125.187.37.63 | ২৩ জুন ২০১৪ ২১:০৪642571
  • আমি উচ্চবর্ণ (কায়স্থ), বাড়ি ভাড়া পেতে কোন অসুবিধা হয় নি। আমার কলিগ কথিত ছোট জাত, অস্পৃশ্য। যদিও ব্যাংকের অফিসার তবুও সে বাড়িভাড়া পাবে না, বিশেষ পাড়ায় গিয়ে বাড়ি নিতে হবে।

    আমি তো এরকম কিছু দেখিনি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আলোচনা করতে মতামত দিন