এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • এমন কোন বাঙালী বুদ্ধিজীবি জন্মেছেন, যার রাজনৈতিক চিন্তা পাতে দেবার যোগ্য?

    bip
    অন্যান্য | ১০ নভেম্বর ২০১৪ | ৫৬৬৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কল্লোল | 125.240.0.37 | ১২ নভেম্বর ২০১৪ ১২:১৬653010
  • বিধান রায় কেন্দ্র থেকে পেয়েছিলেন কল্যানী। কিছুটা দূর্গাপুর। কিছুটা বললাম কারন, ঐ বেল্টে (আসালসোল-রাণীগঞ্জ) শিল্পায়ন স্বাধীনতার আগেই হয়েছে।
    এই দুটো পেতে গিয়ে অন্য যে বাঁশটি নিয়েছিলেন, তাতে পব ছিবড়ে হয়ে যায়। দামটা বড্ডো বেশী হয়ে গেছে। কল্যানী পেয়ে পব'র ঠিক কি চাট্টে হাত গজিয়েছে সেটা আমি বুঝি নাই।
    আমি ডিভিসির কথা বল্লাম না। এই আরএকটি বাঁশ নিয়েছেন তিনি। অবশ্য এতে বোধহয় বিধান রায়ের মতামতের তোয়াক্কা করেনি কেউ। কপিল ভট্তাচার্য আর মেঘনাদ সাহা প্রচুর চেঁচিয়েছিলেন, কিন্তু তাতে ফল হয় নি। বিধান রায় বোঝেন নি, তাই বিরোধীতাও করেন নি। অবশ্য ডিভিসির বেলা সিপিআইও চুপ ছিলো।
  • b | 135.20.82.164 | ১২ নভেম্বর ২০১৪ ১৩:০০653011
  • কেন, সল্লেক। বিধান নগর রোড ইস্টেশন?

    ফজলুল হকের কথাটা কল্লোলদা বললেন। কংগ্রেস গাঁটামো না করলে , ফজলুল হক লীগের সাথে যেতেন না। ইতিহাসটা অন্যরকম হত।
  • dc | 11.39.63.5 | ১২ নভেম্বর ২০১৪ ১৩:০৫653012
  • জ্যোতি বসু ওনার মিলিট্যান্ট ট্রেড ইউনিসম দিয়ে যা সর্বনাশ করেছেন, আর কেউ অতোটা পারেনি। মমতাও কাছাকাছি।
  • জটাশঙ্কর ওঝা | 99.0.152.173 | ১২ নভেম্বর ২০১৪ ১৩:৪২653013
  • বাঙালিকে বাঙালির রেফারেন্স ফ্রেমেই মাপা হচ্ছে!
  • . | 47.228.106.1 | ১২ নভেম্বর ২০১৪ ১৩:৪৪653014
  • সাইডলাইনে খেললে অমন হয়। মাসুল সমীকরণ হয়েছিলো বিশেষ কিছু মালে, আদৌ সবার জন্যে ফেয়ার ছিলো না।
  • দেব | 133.63.241.33 | ১২ নভেম্বর ২০১৪ ১৪:০৩653015
  • পাতে দেওয়া মানে কোন স্কেলে কথা হচ্ছে? লোকাল না গ্লোবাল? লোকালি বিধান রায় সম্ভবত সবচেয়ে দক্ষ প্রশাসক। কিন্তু তার রাজনৈতিক চিন্তায় বৈপ্লবিক কি ছিল সেটা জানালে বাধিত হই। দেশ গড়তে হলে শিল্প দরকার এটা বোঝা খুব বৈপ্লবিক নয় বোধহয়। মোদিও বোঝেন।

    শিক্ষা স্বাস্থ্য বেসরকারীকরন তো বি-রা-ট একটা তর্কের ব্যাপার। ৩০০০ সরকারী আসন + ০ বেসরকারী আসন বনাম ৩০০০ সরকারী আসন + ৪০০০০ বেসরকারী আসন কোনটা ভাল সে লম্বা গপ্পো। কিন্তু বিধান রায় যে কলেজ হাসপাতালগুলো বানিয়েছিলেন জ্যোতি বসু সেগুলো তুলে দিয়েছিলেন নাকি? আপনার লেখা পড়লে মনে হবে ৭৭ এর পরে আর কোন স্কুল কলেজ এরাজ্যে স্থাপিত হয় নি!

    জ্যোতি বসু ও তার সহযোগীদের অন্যতম বড় কীর্তি ভূমিসংস্কার। এটা নেহেরু ইনিশিয়েট করেছিলেন ঠিকই কিন্তু পূর্ণতা পায় সিপিএম আমলে। আজকে যে চাল র‌্যাশন করতে হয় না সেই জন্য অন্তত এদের ধন্যবাদ দেওয়া উচিত।

    শিল্পের ক্ষেত্রেও সিপিএম কিছু করেনি এটা ঠিক নয়। সল্টলেক দুর্গাপুরের মতন রাজারহাট সেক্টর ফাইভ এদের হাতেই তৈরী। সামগ্রিকভাবে শিল্পক্ষেত্রে সিপিএমের প্রভাব অবশ্যই নেগেটিভ। কিন্তু নেহেরু আমলে রাষ্ট্রীয় উদ্যোগে শিল্পায়্ন ছিল তুঙ্গে। আর সেই তুলনায় আশির দশকে দম প্রায় ফুরিয়ে এসেছে আর দিল্লীর সাথে আদায় কাঁচকলায় সম্পর্ক। আর ৯১ এর পরে সরকার পিকচারেই আর নেই। তুলনা করতে হলে এটা মাথায় রাখা ভাল।

    গ্লোবালি দেখলে অবশ্য সত্যিই কেউ নেই। মানে যদি নেহেরুকে বেঞ্চমার্ক ধরি। তবে নেতাজির সম্পর্কে এটুকু বলব উনি সমকালীন অন্যান্য বড় হোতা যেমন চার্চিল বা দা গলের তুলনায় এমন কিছু বেশী জেনোফোবিক ছিলেন না। কংগ্রেস নেতাদের প্রতি সম্পুর্ণ শ্রদ্ধা রেখেই বলতে পারি ভারতের স্বাধীনতার পেছনে সবচেয়ে বড় অবদান হিটলারবাবুর। বিশ্বযুদ্ধে ব্রিটেনের কোমর না ভাঙ্গলে শুধু অহিংস অসহযোগ আন্দোলন করে স্বাধীনতা পেতে পেতে বোধহয় ১৯৯০ হয়ে যেত (দক্ষিণ আফ্রিকা দ্রষ্টব্য) বা আরো দেরী। নেতাজীকে উইথ বেনিফিট অব হাইন্ডসাইট সমালোচনা করা খুব সোজা। তিনি ও তার সহযোগীর যেটুকু করতে পেরেছিলেন সেটাকে উড়িয়ে দেওয়া আরো সোজা। শুধু ছোট্ট প্রশ্ন - ঐ সময়ে লেট থার্টি আর্লি ফর্টিজে আর কি কি অপশন ছিল?
  • b | 135.20.82.164 | ১২ নভেম্বর ২০১৪ ১৪:২৪653016
  • দক্ষিন অফ্রিকা তো অনেক আগেই স্বাধীনতা পেয়েছে। ১৯৩১ থেকেই। ৬০ এর দশকে রিপাবলিক।
  • sm | 233.223.157.53 | ১২ নভেম্বর ২০১৪ ১৪:৫০653017
  • দেব, এর পোস্ট পড়ে কিছু প্রশ্ন?
    ৭৮ এর পর থেকে পব তে কটা নতুন ইউনি,মেডিকেল কলেজ হয়েছে? অর্থাত বাম আমলে শিক্ষা ক্ষেত্রে কি উন্নতি হয়েছে?

    "জ্যোতি বসু ও তার সহযোগীদের অন্যতম বড় কীর্তি ভূমিসংস্কার। এটা নেহেরু ইনিশিয়েট করেছিলেন ঠিকই কিন্তু পূর্ণতা পায় সিপিএম আমলে। আজকে যে চাল র‌্যাশন করতে হয় না সেই জন্য অন্তত এদের ধন্যবাদ দেওয়া উচিত।"
    ---
    ভারতের অন্যান্য স্টেট, যেগুলিতে সো কল্ড ভূমি সংস্কার হয় নি, সেগুলো তে সবাই অনাহারে আছে?

    দেশ গড়তে হলে শিল্প দরকার এটা বোঝা খুব বৈপ্লবিক নয় বোধহয়। মোদিও বোঝেন।
    --
    এই টি বেশ উক্তি। এটা অবশ্যই বৈপ্লবিক চিন্তা নয়। কিন্তু দেশ গড়তে শিল্প আবশ্যিক হলেও, একটি রাজ্যের জন্য প্রযোজ্য নাও হতে পারে।
    আমার ব্যক্তিগত ধারণা পব তে যত ভারী বা মাঝারি শিল্প আছে, তার শ্রমিক কুলের ৫০ শতাংশের বেশি ভিন রাজ্য থেকে আগত। সে জুট, গাড়ি নির্মান বা স্টিল ইন্দাস্ত্রী ; যাই হোক না কেন। পব তে নতুন করে ভারী শিল্প হলে একই চিত্রের পুনরাবির্ভাব হবে। বরঞ্চ বেশি করে পব বাসী বাঙালির বাইরের রাজ্যে কাজ করা উচিত। কারণ গোটা দেশ টাই পড়ে আছে।
    এই রাজ্য রাজ্য ফিলিং টা পব র একান্ত আপন সমিস্যে। আমেরিকা বা ইউরোপ এর কোনো দেশের লোক অন্য স্টেট এ চাকরি করতে গেলে এমন হাহাকার বা হই চৈ পড়ে না তো।
  • b | 135.20.82.164 | ১২ নভেম্বর ২০১৪ ১৬:৪৬653020
  • অ্যাপার্থিড তো অন্য। কিন্তু ব্রিটেনের কলোনি হিসেবে স্বাধীনতা কি আগেই পায় নি? ও
  • PM | 120.168.229.215 | ১২ নভেম্বর ২০১৪ ১৭:৪৫653021
  • "এই রাজ্য রাজ্য ফিলিং টা পব র একান্ত আপন সমিস্যে। আমেরিকা বা ইউরোপ এর কোনো দেশের লোক অন্য স্টেট এ চাকরি করতে গেলে এমন হাহাকার বা হই চৈ পড়ে না তো।"
    এই টা এক্কেবারে কল্লোলদা লাইন। বাকি পৃথিবী কি বোকা। সবাই ইন্ভেস্টমেন্ট-এর পেচনে ছোটে।

    ইন্ভেস্ট্মেন্ট/শিল্প না হলে স্টেট এর রেভেনিউ কোথা থেকে আসবে সে বিষয়ে কোনো আইডিয়া দেবেন কি? ওয়েলফেয়ার এর পয়্সা আসবে কোথা থেকে।

    আপনার মডেলে পঃ বঃ এর মানুষ শুধু কিনবে অন্য রাজ্য থেকে। কিন্তু যেহেতু শিল্প নেই তাই বেচবে না কিছু অন্য রাজ্যকে। তো পঃবঃ বাসীর কেনার পয়্সা টা আসবে কোথা থেকে। শুধু ধান চাষ করে?এই মডেল কি সাস্টেনেবল?

    আমেরিকাতেও জর্জিয়া থেকে হুলিয়ে লোকে ক্যলিফোর্নিয়া যায় যেমন কোল্কতা থেকে যায় ব্যঙ্গালোরে--এটা ঠিক বলেছেন। কিন্তু এটা বলেন নি যে জর্জিয়া কে আমেরিকাতেও গরীব স্টেট বলে গন্য করা হয়, ক্যলিফোর্নিয়াকে বড়লোক স্টেট বলা হয়। জর্জিয়ান দের সম্পর্কে প্রচলিত জোক গুলো-ও জানেন আশা করি।

    যদি পঃবঃ কে পার্মানেন্ট ভিকিরি স্টেট করে থাকতে চান তো এই মডেলে অসুবিধা নেই অবশ্য।
  • কল্লোল | 125.185.149.224 | ১২ নভেম্বর ২০১৪ ১৭:৫৫653022
  • বিধান রায়ের আরেক কীত্তি সল্লেক সিটি। কলকাতা ও পাশ্ববর্তী অঞ্চলের জল (বৃষ্টি ও নালা নর্দমা) গিয়ে পড়তো সল্লেকে। ওখান থেকে বিধ্যাধরী হয়ে মাতলা হয়ে সাগরে। সেই রাস্তাটি বন্ধ করে দিয়ে, চিরদিনের মত কলকাতাকে ভাসালেন, বিদ্যাধরীকে মারলেন, ফলতঃ আদিগঙ্গা ও টালি নালার খাতেরও পেছন মারা গেলো।
    এই নাকি দূরদর্শীতা। ধুর্ধুর।
  • Arpan | 52.107.175.146 | ১২ নভেম্বর ২০১৪ ১৭:৫৮653023
  • নেভাদার মত এখানেও ক্যাসিনো খোলার লাইসেন্স দেওয়া হোক। "ক্যালিফোর্নিয়া" থেকে লোকে ঝাঁকে ঝাঁকে এসে পয়সা খরচ করে যাবে। ;-)
  • কল্লোল | 125.185.149.224 | ১২ নভেম্বর ২০১৪ ১৭:৫৯653024
  • পিএম। বুঝলাম না।
    আমার মডেল এখানে কোথা এলো?
    আমি তো আমার এখনকার মডেলের উল্টো কথাই বল্লাম বলে আমার ধারনা। বিধান রায়ের জন্যই পবতে শিল্প হয়নি। উনি মাসুল সমীকরণ নীতি মেনে নিয়েই বাঁশটা দিয়েছেন।
  • PM | 120.168.229.215 | ১২ নভেম্বর ২০১৪ ১৮:৩২653025
  • না না কল্লোলদা। আপনি অনেক আগে কোনো টই তে ( সম্ভবতঃ সিঙ্গুর) বলেছিলেন যে পঃবঃ শিল্পের দরকার নেই কারন জনঘনত্ব বেশী। শিল্প হোক কর্নটক, গুজরাট, ছত্তিস্গড় ইত্যদিতে। বাঙালীর শিল্পে কাজের দরকার হলে রাজ্যের বাইরে গিয়ে কাজ করবে। এই নিয়ে অনেক তর্ক হয়েছিলো ঐ সময়।

    আপনার ঐ স্ট্যন্ড এর সাথে sm এর বক্তব্য খুব কাছকাছি। তাই বলছিলাম।

    এই টই টা আমি কাজের চাপে ভালো করে ফলো করতে পারছি না।
  • PM | 120.168.229.215 | ১২ নভেম্বর ২০১৪ ১৮:৪৪653026
  • ণমেঃ স্ম

    ঈ আদ্দ্রেস্স ঃ ২৩৩।২২৩।১৫৭।৫৩ (*) ডতেঃ১২ ণোভ ২০১৪ -- ০২ঃ৫০

    "আমার ব্যক্তিগত ধারণা পব তে যত ভারী বা মাঝারি শিল্প আছে, তার শ্রমিক কুলের ৫০ শতাংশের বেশি ভিন রাজ্য থেকে আগত। সে জুট, গাড়ি নির্মান বা স্টিল ইন্দাস্ত্রী ; যাই হোক না কেন। পব তে নতুন করে ভারী শিল্প হলে একই চিত্রের পুনরাবির্ভাব হবে। বরঞ্চ বেশি করে পব বাসী বাঙালির বাইরের রাজ্যে কাজ করা উচিত। কারণ গোটা দেশ টাই পড়ে আছে।"
    এটাও এক অদ্ভুত যুক্তি। যে বাঙালী ব্যঙ্গলোরে গিয়ে কাজ করে সেই বাঙালীর রোজগার খরচ হয় ব্যঙ্গালোরে। সে ফ্ল্যাট কেনে ব্যঙ্গলোরে, তার বচ্ছা পড়ে ওখানকার স্কুলে, সে বেড়াতে যায় ব্যঙ্গালোরের আশেপাশে সপ্তাহান্তে, সিনেমা দেখে ওখানকার মাল্টিপ্লেক্সে, মায় দোকান বাজার ও ওখানে করে। মানে সেই বাঙ্গালী ব্যাঙ্গালোরে পরোক্ষ চাকরী তৈরী করছে। সে যদি ব্যঙ্গালোরের জায়গায় কলকাতায় চাকরী করতো (মানে করতে পারতো) তাহলে ঐ এম্প্ল্য়্মেন্ট জেনেরেসনটা কোলকাতায় হতো।

    তাই কেউ যদি বিহার থেকে এসে পঃবঃ এর কারখানায় কাজ করে তাহলেও পঃবঃ এর -ই লাভ প্রকারান্তরে
  • PM | 120.168.229.215 | ১২ নভেম্বর ২০১৪ ১৮:৪৬653027
  • আগের পোস্টটা sm এর নীচের পোস্ট এর রেফারেন্স-এ

    Name: sm

    IP Address : 233.223.157.53 (*) Date:12 Nov 2014 -- 02:50 PM
  • দেব | 133.63.241.33 | ১২ নভেম্বর ২০১৪ ১৯:১৯653028
  • বি - দু'নম্বর আর্টিকলটা দেখুন।

    দক্ষিণ আফ্রিকা যখন স্বাধীনতা পায় সেটা পেয়েছিল সেখানকার শ্বেতাঙ্গরা। এরা মূলত ডাচ ও ব্রিটিশ। সংখ্যায় দেশের ১০ % এর ও কম। কিন্তু ভারতে যেমন শ্বেতাঙ্গরা একেবারেই নগণ্য ছিল তার তুলনায় সাইজেবল। ১৯৪৭ এ স্বাধীনতার পর যদি ভারতেও যদি ১০% ব্রিটিশ থেকে যেত আর তার পরবর্তী ৫০ বছর দেশের রাজনীতি, অর্থনীতি ও বিদেশনীতি সবকিছুই কন্ট্রোল করত সেটাকে ঠিক স্বাধীনতা বলা যাবে কি?

    তবে দক্ষিণ আফ্রিকার উদাহরণ দিলাম কারণ এই সিস্টেমের বিরুদ্ধে আন্দোলনটা হয়েছিল মূলত গান্ধীর পথে, কনশাসলি। ১৯৯০ এ শেতাঙ্গ সরকার দাবী মেনে নেন। ম্যান্ডেলা ছাড়া পান। কালোরা ভোটাধিকার পান। প্রথম উইনিভার্সাল ফ্র্যাঞ্চাইজিতে ভোট হয় ৯৪ এ।

    এসএমকে -

    শিক্ষাক্ষেত্রে শুধু কলেজ ইউনি নয় প্রাইমারি স্কুল, হাই স্কুল এগুলো ও পড়ে। সব মিলিয়ে বামেরা খুব আহামরি (কেরালার মত) না হলেও কংগ্রেস আমল থেকে এমন কিছু বাজে করেনি বলে আমার মনে হয়।

    চাষবাসের ক্ষেত্রে সারা ভারতে উন্নতি এসেছে আজকে। সেই সময়ের সাপেক্ষে বিচার করলে এটা অনেক বড় কীর্তি। আজও বিহার ইউপির প্রোডাকটিভিটির থেকে পব এগিয়ে। এটার সামাজিক গুরুত্ব আরো বেশী। গোবলয়ের তুলনায় পব এ জাতপাতভিত্তিক মারপিট অনেক কম।

    শিল্পের ক্ষেত্রে পিএম উত্তর দিয়ে দিয়েছেন।
  • sm | 233.223.157.53 | ১২ নভেম্বর ২০১৪ ২১:১০653029
  • যে বাঙালী ব্যঙ্গলোরে গিয়ে কাজ করে সেই বাঙালীর রোজগার খরচ হয় ব্যঙ্গালোরে। সে ফ্ল্যাট কেনে ব্যঙ্গলোরে, তার বচ্ছা পড়ে ওখানকার স্কুলে, সে বেড়াতে যায় ব্যঙ্গালোরের আশেপাশে সপ্তাহান্তে, সিনেমা দেখে ওখানকার মাল্টিপ্লেক্সে, মায় দোকান বাজার ও ওখানে করে। মানে সেই বাঙ্গালী ব্যাঙ্গালোরে পরোক্ষ চাকরী তৈরী করছে। সে যদি ব্যঙ্গালোরের জায়গায় কলকাতায় চাকরী করতো (মানে করতে পারতো) তাহলে ঐ এম্প্ল্য়্মেন্ট জেনেরেসনটা কোলকাতায় হতো।
    --
    PM ,কেরালা নামক রাজ্য টির রেভিন্যু কোথা থেকে আসে? সিন্হভাগ এন আর আই দের পাঠানো টাকা থেকে আসে; নিশ্চয় আপনার অজানা নয়। তাহলে পব বাসী বাইরের রাজ্যে কাজ করলে, টাকা আসতে বাঁধা কোথায়? যারা মেদিনীপুর, হাওড়া থেকে মুম্বাই বা গুজরাতে কাজ করে তাদের পরিবার ওই রোজগারের টাকাতেই চলে। আর উচ্চবিত্ত লোকেরা বেঙ্গালুরু একটি ফ্ল্যাট কিনলে,অনেক সময়ই নিউ টাউনে আর একটি ফ্ল্যাট কেনে।
    পব একটি জনবহুল,কৃষি প্রধান রাজ্য।জমি বহু ফসলী , এবং তাতে প্রচুর মানুষের জীবিকা নির্বাহ হয়।অংশীদারের সংখ্যা অন্যান্য রাজ্যের তুলনায় অনেক বেশি। এখানে ভারী বা মাঝারি শিল্প কয়েক টি হাতে গোনা জেলাতেই সম্ভব। নয়তো জোর করে চাপালে, হটকারিতা হবে।
    বাম সরকার, এই হটকারিতার ফল ভোগ করছে।

    তাই কেউ যদি বিহার থেকে এসে পঃবঃ এর কারখানায় কাজ করে তাহলেও পঃবঃ এর -ই লাভ প্রকারান্তরে
    --
    আর বিহার থেকে পব তে কাজ করলে লাভ শুধু পব র নয় , লাভ দুটি রাজ্যেরই।
    @b ,
    শিক্ষাক্ষেত্রে শুধু কলেজ ইউনি নয় প্রাইমারি স্কুল, হাই স্কুল এগুলো ও পড়ে। সব মিলিয়ে বামেরা খুব আহামরি (কেরালার মত) না হলেও কংগ্রেস আমল থেকে এমন কিছু বাজে করেনি বলে আমার মনে হয়।
    ---
    তাহলে আপনার কথা তেই স্পষ্ট কলেজ ইউ নি তো বেশি হয় ই নি, উল্টে প্রাইমারি শিক্ষা তেও বামেদের পারফরমেন্স, কংগ্রেস এর চাইতে খারাপ নয়। অর্থাত কংগ্রেস আমলের উন্নতি আপনার কাছে মাপকাঠি এখানে। আমি তো ভেবে ছিলাম, কিছু অভাবনীয় উন্নতির দৃষ্টান্ত স্থাপন করে ছিল পূর্বতন বাম সরকার।
  • Arpan | 125.118.146.159 | ১২ নভেম্বর ২০১৪ ২১:৩৯653032
  • ফুট কেটে যাইঃ

    নিউ টাউনে দ্বিতীয় ফ্ল্যাট কেনার থেকে ব্যাঙ্গালোরে সেকন্ড প্রপার্টিতে ইনভেস্ট করা বাস্তবসম্মত। কলকাতায় পার্মানেন্ট অ্যাড্রেস যদি অলরেডি না থাকে তাহলে অন্য কথা।
  • sm | 233.223.157.53 | ১২ নভেম্বর ২০১৪ ২১:৪৩653033
  • উপের লিংক টি দেখুন। গত ৩ বছরে পার ক্যাপিটা জি ডি পি পার্সেন্টেজ অনুযায়ী কতটা বৃদ্ধি পেয়েছে পব তে। ওড়িশা আর বিহার কে উপরে দেখলাম। কোনটি ই শিল্প ন্নত রাজ্য নয়। তাহলে এই গ্রোথ টা কিভাবে হলো? ইন্দাস্ত্রী না থাকলে রাজস্ব আসবে না, এটা পুরোপুরি সঠিক ব্যাখ্যা নয়।
  • Arpan | 125.118.146.159 | ১২ নভেম্বর ২০১৪ ২১:৫০653034
  • % গ্রোথ দিয়ে কিসু বোঝা যায় না। যে ছেলে অংকে ষাত পয় তকে আশি পাইয়ে দেওয়া তুলনামূলক ভাবে সোজা, যে আশি পায় তাকে নব্বইয়ে তোলার থেকে।

    আর অ্যাবসোলিউট টার্মে তো পঃবঙ্গ স্রেফ বিমারু রাজ্যগুলির থেকে এগিয়ে আছে।
  • Arpan | 125.118.146.159 | ১২ নভেম্বর ২০১৪ ২১:৫১653035
  • * ষাট, তাকে
  • dd | 132.167.175.217 | ১২ নভেম্বর ২০১৪ ২২:০০653036
  • উপরের লিং দেখে তো আমি হুব্বা। আমরা সবাই এই রেটে বড়লোক হয়ে যাচ্ছি? আমি তো ভাবতাম আমি একাই বোধয় এম্নি হচ্ছি।

    আচ্ছা, অল ইন্ডিয়ার গ্রোথ কতো? ১০+ তো হবেই। প্রেকটিক্যালি সব স্টেটই তো তাই। এ তো আচ্ছা দিন কবেই এসে গ্যাছে। খামোখা লরেন বাবু আবার খাটা খাটনি কচ্ছেন।
  • sm | 233.223.157.53 | ১২ নভেম্বর ২০১৪ ২২:০৬653037
  • এটা তো নিজ্জলা সত্যি কথা।গোয়া , কেরালা, উত্তরাখন্ড এই রাজ্য গুলোর পার ক্যাপিটা ইনকাম তো অনেক উপর দিকে। এগুলো তো শিল্পে পরিপূর্ণ রাজ্য নয়। তাহলে শিল্প না হলে রাজস্ব কিভাবে আসবে, এই মিথ টির যৌক্তিকতা কোথায়?
    যে রাজ্যের যেটি স্ট্রং পয়েন্ট, সেটিকে বেশি গুরুত্ব দিয়ে এগোনো ভালো।
    যেমন গোয়ায় পর্যটন, কেরালায় শিক্ষা ও পর্যটন ইত্যাদি। একটি কে ধ্বংস করে আর একটি নয়।
  • Arpan | 125.118.146.159 | ১২ নভেম্বর ২০১৪ ২২:০৮653038
  • গোয়ার পর্যটন।
    কেরালার পর্যটন আর মধ্যপ্রাচ্য।

    তা ওয়েস্ট বেঙ্গলের কী?
  • sm | 233.223.157.53 | ১২ নভেম্বর ২০১৪ ২২:০৯653039
  • প্রথম দশের মধ্যে শিল্পে পরিপূর্ণ গুজরাত, মহারাষ্ট্র এমনকি তামিল নাদু ও নেই!
  • sm | 233.223.157.53 | ১২ নভেম্বর ২০১৪ ২২:১১653040
  • ওয়েস্ট বেঙ্গলের কৃষি ও ফিনান্স।
    উন্নতির স্কোপ আছে, পর্যটন, শিক্ষা ও সফট ওয়ার ও পরিষেবা তে।
  • Arpan | 125.118.146.159 | ১২ নভেম্বর ২০১৪ ২২:১৪653042
  • দিল্লি, গোয়া, পুদুচেরি এগুলোকে হিসেবের বাইরে রাখতে হবে। নইলে সিঙ্গাপুর আর চীনের মধ্যে কম্পেয়ার করলে দেখা যাবে চীন পার ক্যাপিটায় সিঙ্গাপুরের ধারেকাছে নেই।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ক্যাবাত বা দুচ্ছাই প্রতিক্রিয়া দিন