এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • এমন কোন বাঙালী বুদ্ধিজীবি জন্মেছেন, যার রাজনৈতিক চিন্তা পাতে দেবার যোগ্য?

    bip
    অন্যান্য | ১০ নভেম্বর ২০১৪ | ৫৬৬৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Arpan | 125.118.146.159 | ১২ নভেম্বর ২০১৪ ২২:১৮653043
  • ফিনান্স মানে চিট ফান্ড? ;-)

    কন্ট্রাক্ট ফার্মিং না আনলে কৃষি দিয়ে কিস্যু হবে না।
  • sm | 233.223.157.53 | ১২ নভেম্বর ২০১৪ ২২:২৪653044
  • ব্যাঙ্কিং এর ব্যাপারে পব এখনও অনেক উপরে। মোটা মুটি তিনটি বড় ব্যাঙ্কের সদর দপ্তর এখানে। পূর্ব ভারতে রাজ্যগুলি, পব র তুলনায় কচি বাচ্চা।
    কলকাতার শেয়ার মার্কেট ও ইনভেস্টমেন্ট ও খুব বড় মাপের।
    আর ট্রেডিং ক্ষেত্রেও পব ই ভরসা পূর্ব ভারতে।
    এতবড় ইউ কের অর্থনীতি তো ফিনান্স আর ট্রেডিং এর উপর দাঁড়িয়ে আছে।
  • Arpan | 125.118.146.159 | ১২ নভেম্বর ২০১৪ ২২:৩২653045
  • ইউকে থাক।

    কোন কোন ব্যাঙ্কের সদর দপ্তর এখানে?
  • ranjan roy | 132.176.8.199 | ১২ নভেম্বর ২০১৪ ২২:৩৭653046
  • অপ্পন,
    এলাহাবাদ ব্যাংক, ইউবিআই ও ইউকে ব্যাংক।
  • ranjan roy | 132.176.8.199 | ১২ নভেম্বর ২০১৪ ২২:৩৮653047
  • সরি, ইউকে নয়--ইউকো ব্যাংক
  • Arpan | 125.118.146.159 | ১২ নভেম্বর ২০১৪ ২২:৪১653048
  • বেশ। এর তো সেই উনিশশো বৃটিশ সাল থেকে আছে। তাতে কর্মসংস্থানের কিছু সুরাহা হয়েছে?
  • দেব | 111.210.134.13 | ১৩ নভেম্বর ২০১৪ ০০:৩৩653049
  • এসেমের কথা বোঝা মুশকিল। লার্জ স্কেল ম্যানুফ্যাকচারিং ছাড়া ভারতের মতন বিশাল দেশে কিসুই হবে না। আপনি যে লিষ্ট দিলেন তাতে সবচেয়ে ওপরের রাজ্যগুলোকে দুগ্ধপোষ্য মনে হবে যদি পাশে চিনকে রাখি।

    শুধু কৃষি দিয়ে পব টিকবে? ফাগোল নাকি? বিরাট আয়তনের জমিতে মেশিন দিয়ে চাষ কানাডা, আমেরিকায় সম্ভব। আর ফিনান্স? সেটার জন্য আগে ইন্ডাস্ট্রিয়াল বেস লাগে।

    জমি নিয়ে সমস্যা পয়সা দিয়েই কাটাতে হবে। পব এর ১০ কোটি লোক সবাই বাইরে গিয়ে কাজ করবে তাহলে স্টেটটা তুলে দিলেই হয়। কেরালার মতন অজস্র লোক বাংলাদেশ বা পব থেকেই মধ্যপ্রাচ্যে যায়। বাংলাদেশে এর একটা গালভরা নামও আছে - 'জনশক্তি রফতানী'। বাংলাদেশকে ঐ লিষ্টে কোথায় ফিট করবেন দেখুন।
  • sm | 233.223.157.53 | ১৩ নভেম্বর ২০১৪ ০৮:৩৩653050
  • দেব,মূল মন্তব্যের খন্ডিত করণ করলে বোঝানো মুশকিল।আমি ভারতের নয়, পব র সুবিধে, অসুবিধের উল্লেখ করেছিলাম। বর্তমান আর্থ সামাজিক পরিস্থিতিতে, পব তে হাতে গোনা কয়েক টি জেলা ছাড়া ভারী ও মাঝারি শিল্প সম্ভব নয়। কারণ এই সব শিল্পে হাজার হাজার একর কৃষি জমি নষ্ট হয়। যেটা এফ্ফর্দ করা প ব র মত রাজ্যের পক্ষে সম্ভব নয়। যেমন কবে হবে বলে, জিন্দাল অধিগৃহীত কয়েক হাজার একর জমি পড়ে রয়েছে।
    এখানে বরঞ্চ কৃষি ভিত্তিক শ্রম নিবিড় শিল্প, ঔষধ শিল্প, সফট ওয়ার ইন্দাস্ত্রী , প্রভৃতি শিল্পের বেড়ে ওঠার স্কোপ রয়েছে। এতে রেভিন্যু কম জেনারেট হয়না বা কর্ম সংস্থান ও কম হয় না।
    আপনি অযথা ভারতের সঙ্গে চিনের উদাহরণ দিলেন। পার ক্যাপিটা ইনকাম দেখলে তো অনেক ইউরোপের দেশের তুলনায় চীন দুগ্ধপোষ্য শিশু।
    যেখানে ম্যানু ফাচ্চারিন্গের গল্প বিশেষ নেই।
    পরিশেষে, একটি তুলনা মূলক স্টাডি করলে দেখতে পাবেন বড় ও মাঝারি শিল্প গুলি একটি রাজ্য কে কত টা রেভিন্যু দিয়েছে, উপরি লিখিত ছো টো ইন্দাস্ত্রী গুলোর তুলনায়; বেশি বৈ কম নয়।
    আর কে কি জোক করলো, তাই দিয়ে জীবন চলে না। আফ্রিকার অনেক দেশের থেকে বাংলাদেশ ভালো আছে,'জনশক্তি রফতানী করে।
  • PM | 120.168.229.81 | ১৩ নভেম্বর ২০১৪ ০৯:৫৪653051
  • "ওড়িশা আর বিহার কে উপরে দেখলাম। কোনটি ই শিল্প ন্নত রাজ্য নয়। তাহলে এই গ্রোথ টা কিভাবে হলো? ইন্দাস্ত্রী না থাকলে রাজস্ব আসবে না, এটা পুরোপুরি সঠিক ব্যাখ্যা নয়।"

    ওরিষ্যার ইন্ডাস্ট্রি কম। প্লিজ একটু খোজ নিয়ে দেখুন গত ১০ বছরে অ্যালুমিনিআম আর স্টীল এ কতো ইন্ভেস্ট্মেন্ট হয়েছে।

    বিহারে একনমির বেস ভ্যালু এত কম একটু বাড়লেই % এ অনেক বেড়ে যায়।

    "বর্তমান আর্থ সামাজিক পরিস্থিতিতে, পব তে হাতে গোনা কয়েক টি জেলা ছাড়া ভারী ও মাঝারি শিল্প সম্ভব নয়। "--- আপনার দিদি পারছেন না বলেই এটা মেনে নিতে হবে যে অসম্ভব?

    এক্ষেত্রে "বর্তমান পরিস্থিতিতে" শব্দ বন্ধ টা খুব জরুরী। রাজনৈতিক নেতৃত্ব পাল্টালে আর তাদের রাজনৈতিক সদিচ্ছা থাকলে ভারী শিল্প অসম্ভব কিছু নয়। সঙ্গে অবশ্যই প্রশসনিক কুশলতা ভীষন জরুরী। বুদ্ধ সরকারের রাজনৈতিক সদিচ্ছা ছিলো, কিন্তু প্রশাসনিক কুশলতা ছিলো না।
  • sm | 233.223.157.53 | ১৩ নভেম্বর ২০১৪ ১১:১০653053
  • "বর্তমান আর্থ সামাজিক পরিস্থিতিতে, পব তে হাতে গোনা কয়েক টি জেলা ছাড়া ভারী ও মাঝারি শিল্প সম্ভব নয়। "--- আপনার দিদি পারছেন না বলেই এটা মেনে নিতে হবে যে অসম্ভব?
    ---
    PM , আপনি ভালো করে পরেন নি। হাতে গোনা কয়েক টি জেলার কথা বলা হয়েছে; যেখানে ভারী শিল্প সম্ভব। আমার আপনার দিদি এনে খামকা বাক্য ব্যয় করছেন। গত বাম সরকারের অপদার্থতার কথা টা আগে ভালো ভাবে হাই লাইট করুন, তারপরে দিদির কথা ধরবেন।
    ওড়িশায় কত স্টিল ও এল্যুমিনিআম ইন্দাস্ত্রী গত পাঁচ বছরে হয়েছে, আর কত রেভিন্যু জেনারেট করেছে; সেটা বিশদে জানালে ভালো হয়।
    কথা হলো প্রচন্ড শিল্পোন্নত মহারাষ্ট্র, গুজরাট প্রথম দশে নেই।
    প্রকৃত পক্ষে ভারী ইন্দাস্ত্রী হলে জব ক্রিয়েট করা ছাড়া, একটি রাজ্যের কতটা লাভ হয় রেভিন্যু তে?
    ন্যানো করতে তো কয়েকশ কোটি টাকা ভর্তুকি দিতে হয়েছিল।
    উপরে দেখুন কতক গুলি শিল্পের নাম করেছি, যেগুলি পব র পক্ষে আইদিয়াল; জমি ও কম লাগে।
    ট্রেডইঙ্গে পব র অবস্থানগত এদভান্তেজ রয়েছে। ফিনান্সের ক্ষেত্রেও তাই।
    এই কিছুদিন আগেই দেখলাম টাটা হিতাচী পব তে কয়েকশ কোটি টাকা ইনভেস্ট করার কথা বললেন ; এবং শীর্ষ কর্তা জানালেন টাটার সঙ্গে বৈরিতা ডাস্টবিনে ফেলে দিন; পব কোনো মতেই শিল্প অবান্ধব নয়।
  • b | 135.20.82.164 | ১৩ নভেম্বর ২০১৪ ১১:২৩653054
  • ইয়ে, এস এম কিন্তু তৃণ-মাও-সিপু কোন কথা বলেন নি। তাই এই আপনার দিদি বলে ব্র্যান্ডিঙটা কেমন লাগলো।

    কিন্তু গুজরাট মহারাষ্ট্র প্রথম দশে নেই? (পন্ডিচেরি, গোয়া, উত্তর পূর্ব ভারত বাদ দিলে)?
  • ### | 59.207.221.132 | ১৩ নভেম্বর ২০১৪ ১৬:১০653055
  • sm তো দিদির কথাই বলছে তাই ব্র্যান্ডিং এর কি আছে।তৃণমূলের ইস্তাহার দিয়ে লিখলেই হয়। ভুলভাল যুক্তি সব
  • sm | 233.223.152.201 | ১৩ নভেম্বর ২০১৪ ১৬:১৫653056
  • ###।আপনি বাজে না বকে, যুক্তি দিয়ে বোঝান।
    ধৈর্য্য সহকারে শুনব; গ্রান্টি।
  • ujbuk | 149.222.136.205 | ১৩ নভেম্বর ২০১৪ ১৬:৫৩653057
  • তিন বিশিষ্ট বাঙালি নেতা এখনই আছেন যাদের নাম এবং চিন্তা ধারা শতাব্দী পরেও উজ্বল থাকবে
    ৩ অনূব্রত
    ২ আরাবুল
    ১ মমতা
  • ranjan roy | 132.176.3.122 | ১৩ নভেম্বর ২০১৪ ১৭:২৪653058
  • পিএম,
    এখানেই বলি। কালকের ইন্ডিয়ান এক্সপ্রেসে প্রথম পাতাতেই আছে যে মোদিজী ইউপিএ-২ এর তৈরি সরকারের ভূমি অধিগ্রহণ আইনে সম্শোধন করতে চাইছে কারণ সমস্ত আইনবিদরা সহমত --- সেভিং ক্লজ না থাকায় ওই পাঁচ বছরের মধ্যে কারো যদি ক্ষতিপূরণের পয়সা বাকি থাকে বা জমি যে উদ্দেশ্যে নেওয়া তা না করে ফেলে রাখা হয়, তাহলে সেই জমি আদি মালিককে ফেরত দিতে হবে-- এই ধারাটি রেট্রোস্পেক্টিভ । ফলে শুধু সিঙ্গুর নয়, আরো অন্য রাজ্যে কিছু জমি ফেরত দিতে হতে পারে। তাই মোদি সরকার ওই ধারাটি খারিজ করতে চান, যদিও টের পাচ্ছেন কত কঠিন।
  • PM | 233.223.159.253 | ১৩ নভেম্বর ২০১৪ ২০:০৫653059
  • তাই রন্জনদা? সবে ফিরলাম। খবরে চোখ রাখা হয় নি কিছুদিন
  • b | 24.139.196.6 | ১৩ নভেম্বর ২০১৪ ২২:০৪653060
  • আচ্ছা টাটা হিটাচী কি ধরণের কারখানা খুলবেন? ওনারা তো কনস্ট্রাকশন মেশিনারীর বিজনেস করেন।
    কৃষি ভিত্তিক শ্রম নিবিড় শিল্প/ঔষধ শিল্প/সফট ওয়ার ইন্দাস্ত্রী..এগুলোর মধ্যে কোনটা? নকি ওনাদের বলা উচিৎঃ, বাপু হে এগুলো না করতে পারলে ফোটো।
  • sm | 233.223.159.59 | ১৩ নভেম্বর ২০১৪ ২২:২০653061
  • টাটা হিটাচি, পশ্চিম মেদিনীপুরে কারখানা খুলবে। এগুলো তো হাতে গোনা কয়েক টি জেলা, যেখানে কৃষি জমি অতটা উর্বর নয়, তার মধ্যেই পড়ে। স্থানীয় কৃষকদের সম্মতি নিয়ে কারখানা চালালে অসুবিধে নেই তো।
  • sm | 233.223.159.59 | ১৩ নভেম্বর ২০১৪ ২২:২১653062
  • বরঞ্চ যে টাটা গোষ্ঠী, এত কুপিত ছিল তারা কেন ইনভেস্ট করতে চাইছে সেটা ভাবুন।
  • PT | 213.110.246.22 | ১৩ নভেম্বর ২০১৪ ২৩:০৮653064
  • তা সেই বাঙালী বুদ্ধিজিবী কি পাওয়া গেল খুঁজে?
  • ranjan roy | 132.176.3.122 | ১৩ নভেম্বর ২০১৪ ২৩:৪৫653065
  • পিএম,
    আপনার সঙ্গে একটা জম্পেশ আড্ডা পাওনা আছে আমার ও কল্লোলের।
    বইমেলায় অসবেন নাকি?
  • PM | 233.223.153.92 | ১৪ নভেম্বর ২০১৪ ০০:৪৮653066
  • আরে রন্জনদা আমিও তাকিয়ে আছি আপনাদের সাথে দেখা করার জন্য। বই মেলায় থাকার চেষ্টা তো করবই। কিন্তু আমার দোকানদারী টা হেবী ঝামেলার হয়ে উঠেছে। মাসে ৪-৫ বার করে বাইরে যেতে হচ্ছে এমনকি ১২ ঘন্টার নোটিশে। অলরেডি একবার কল্লোলদার কাছে কথার খেলপ হয়েছে ঃ(।

    তবে আমাকে দেখে হেব্বী হতাশ হবেন সেটা গ্যারেন্টিড ঃ)
  • PM | 233.223.153.92 | ১৪ নভেম্বর ২০১৪ ০১:২৯653067
  • Name: sm

    IP Address : 233.223.159.59 (*) Date:13 Nov 2014 -- 10:20 PM

    "টাটা হিটাচি, পশ্চিম মেদিনীপুরে কারখানা খুলবে। এগুলো তো হাতে গোনা কয়েক টি জেলা, যেখানে কৃষি জমি অতটা উর্বর নয়, তার মধ্যেই পড়ে। স্থানীয় কৃষকদের সম্মতি নিয়ে কারখানা চালালে অসুবিধে নেই তো।"

    sm আপনি পারেনও মাইরী। জেনে শুনে অসত্য বলছেন বলে মনে করি না। কিছু তথ্য দিলাম আপনার জানাটাকে সঠিক করার জন্য।

    খরগপুরের কারখানা টা আসলে টেলকনের (টাটা ইতাচী জয়েন্ট ভেন্চার) এটার জন্য জমি দেয় বদমাইস, জনবিরোধী বুদ্ধ সরকার ২০০৭ সালে। তৈরী শুরু হয় ওর কিছু পরেই। উদ্বোধন হয়্তো তিনো আমলে হয়েছিলো।
    http://articles.economictimes.indiatimes.com/2007-12-13/news/27675874_1_total-investment-people-and-indirect-employment-hitachi

    তাই আপনার দেওয়া তথ্য "টাটা হিটাচি, পশ্চিম মেদিনীপুরে কারখানা খুলবে। " এটা সঠিক নয়। ২০১৩ তে যে ২০০ কোটির ঘোষনা হয়েছে সেটা বাম আমলে জমি নিয়ে তৈরী হওয়া একটা কারখানার আধুনিকিকরন মাত্র।

    "Tata Hitachi Construction Machinery Co Ltd will invest around Rs 200 crore on research and development and upgradation work at its Kharagpur plant in West Bengal even as it expects profit to be hit by slowing demand this fiscal.
    The construction equipment maker, a joint venture between Tata Motors Ltd and Japan’s Hitachi Construction Machinery Ltd, hopes the new investments will help it tide over the dependence on imported materials and improve profitability."

    http://www.thehindubusinessline.com/companies/tata-hitachi-to-pump-in-rs-200-crore-in-west-bengal-plant/article5330417.ece

    Name: sm

    IP Address : 233.223.159.59 (*) Date:13 Nov 2014 -- 10:21 PM

    "বরঞ্চ যে টাটা গোষ্ঠী, এত কুপিত ছিল তারা কেন ইনভেস্ট করতে চাইছে সেটা ভাবুন।"

    ভাবছি তো। ভেবে ভেবে কুল পাচ্ছি না। ২০০৭ এ পঃবঃ এ তৈরী হওয়া একটা কারখানার আধুনিকিকরন টাটা রা ইচ্ছা থাকলেও কি করে কর্নটকে করতে পারতো ভেবেই পাচ্ছি না মাইরী। একটু হেল্প করুন না প্লিজ।
  • sm | 233.223.153.53 | ১৪ নভেম্বর ২০১৪ ০৮:৫৮653068
  • PM ,মনে হয় একটু উত্তেজিত আছেন।
    আমার উত্তর তা ছিল, b এর লেখা এই পোস্টার পরিপ্রেক্ষিতে
    "আচ্ছা টাটা হিটাচী কি ধরণের কারখানা খুলবেন? ওনারা তো কনস্ট্রাকশন মেশিনারীর বিজনেস করেন।
    কৃষি ভিত্তিক শ্রম নিবিড় শিল্প/ঔষধ শিল্প/সফট ওয়ার ইন্দাস্ত্রী..এগুলোর মধ্যে কোনটা? নকি ওনাদের বলা উচিৎঃ, বাপু হে এগুলো না করতে পারলে ফোটো।"
    এর উত্তর পাবেন নিচের রেফারেন্স থেকে।
    Tata Hitachi Construction Machinery MD Rana Sinha said their unit in Kharagpur, which have already brought in several Japanese ancillaries, would further bring in more such units to create more employment opportunity. Tata Metaliks MD Sanjiv Paul also said his company was all set to invest Rs 1500 crore creating employment opportunity for about 2,500 people.
    অর্থাত হাতে গোনা কয়েক টি জেলায় নতুন কোম্পানি খোলা বা এক্ষ্পন্শোনে কোনো আপত্তির কারণ নেই তো ।
    তা সে বাম আমলে অধিগৃহীত জমি ই হোক বা এখন টাটারা কিনে করলেও কোনো ইতর বিশেষ পার্থক্য হয় না।
    আশা করি বুঝতে পেরেছেন।

    আপনার দ্বিতীয় প্রশ্ন ছিল আমার লেখা এই পোস্টার প্রেক্ষিতে।
    "বরঞ্চ যে টাটা গোষ্ঠী, এত কুপিত ছিল তারা কেন ইনভেস্ট করতে চাইছে সেটা ভাবুন।"

    ভাবছি তো। ভেবে ভেবে কুল পাচ্ছি না। ২০০৭ এ পঃবঃ এ তৈরী হওয়া একটা কারখানার আধুনিকিকরন টাটা রা ইচ্ছা থাকলেও কি করে কর্নটকে করতে পারতো ভেবেই পাচ্ছি না মাইরী। একটু হেল্প করুন না প্লিজ।
    ---
    উত্তর,শুধু আধুনিকীকরণের জন্য ইনভেস্টমেন্ট এর কথা ছাড়ুন, ব্যাড গভারমেন্ট, মমতার আমলে নতুন ইনভেস্টমেন্ট এও কুপিত টাটা গোষ্ঠী পিছ পা নয়। কেন বলুন তো?
    Under TCS' new project at the 40 acres of land given at Rajarhat New Town, the company would create an employment opportunity for 20,000 people, Mitra said.
    বরঞ্চ তাদের বেশ বিনয়ী লাগলো।
    Forget the issues of the past and target the future,” Rana Sinha, managing director of Tata Hitachi, said. He was responding to a media query on the “bitter experience” of shifting of the Tata Nano car plant from Singur in 2008. - See more at: http://indianexpress.com/article/india/india-others/tatas-chalk-out-major-expansion-in-bengal/#sthash.SiwOntqF.dpuf
  • # | 59.207.221.132 | ১৪ নভেম্বর ২০১৪ ১০:০৫653069
  • sm একটু চশমাটা খুলে দেখুন - টাটাদের যারা এসেছিলেন তাদের বঙ্গে কারখানা আছ - তাদের কোম্পানী চালাতে হবে। শুধুমুধু সরকারের সঙ্গে কেন লাগতে যাবে। তারা সরকারের ডাকে এসেছিল, ভাল ভাল কথা বলে চলে গেছ।
    TCS এর প্রজেক্টও বাম আমলের।বরং জিন্দালরা আসেনি, চটকল আরও বন্ধ হয়ে যাচ্ছে। শালিমারের অন্য কারখানা চলছে, কিন্তু হাওড়ারটি বন্ধ। বার্জার পেন্ট ভাল ব্যবসা করছে, কিন্তু নতুন কারখানা খুলছে বাইরে - এর কারণ বুঝতে হবে।
    কল্লোলের মত নিদান না দিয়ে বাস্তব টা দেখুন
  • sm | 233.223.155.190 | ১৪ নভেম্বর ২০১৪ ১০:২৫653070
  • আরে আমি তো মাইনাস পাওয়ারের চশমা পড়ি। খুলে দিলে ঠোক্কর খেয়ে শেষ হয়ে যাব।আমাকে এমন সৎ পরামর্শের কারণ?
    জেস্যপ, ডানলপ, হিন্দ মোটর , অসংখ্য জুট মিল, চা বাগান তো বাম আমলেই বন্ধ হয়েছে নাকি?
    যে কটি টিম টিম করে জ্বলছিল, তারাও মাঝে মাঝে নিভে যাচ্ছে।
    আমার বক্তব্যের মূল সুর, যেগুলো আছে সেগুলো কে রক্ষা করা।
    শিল্প শিল্প করে গেল গেল রব না তুলে, যেগুলো তে কম জমি লাগে সেগুলোর বাস্তবায়ন করা। আর বেশি জমির প্রয়োজন হলে পিছিয়ে পড়া জেলা গুলোতে যেতে বলা।
    অযথা শিল্পপতি দের তোল্লাই না দেওয়া।
    গুড এন্ড ব্যাড, এটা টাটা গোষ্ঠির কর্ণধার ই বলেছিলেন। তত্কালীন সমস্ত নিউস পেপার ঝাঁপিয়ে পড়ে লিখেছিল; পব র সাড়ে সব্বোনাশ হয়ে গেল। কেউ আর ইনভেস্ট করতে আসবে না।
    আর আপনি লিখছেন, তারা সরকারের সঙ্গে কেন শুধু মুধু ঝামেলায় যাবে? আপনি ঠিক কথাই লিখেছেন। প্রেসওয়ালা রাই ভুল ছিল, অন্তত এনালিসিস এর ক্ষেত্রে।
    তাইতো টাটা গোষ্ঠী ই নিউ টাউন এ নতুন ক্যাম্পাস করতে চলেছে।
  • কল্লোল | 125.242.182.92 | ১৪ নভেম্বর ২০১৪ ১০:৫১653071
  • আজকাল যুক্তিরে নিদান কয়। বাংলাটাও ভালো করে শেখা হলো না।
  • ডিম | 152.4.206.228 | ১৪ নভেম্বর ২০১৪ ১০:৫৭653072
  • অ তো দিদিরও টাটাবাবুই ভরসা? মাথা খারাপ তাইলে কার, অমিতবাবুর না টাটাবাবুর?

    আর দিদির সিঙ্গাপুর সফর থেকে ককিলো কলা আমদানি হোলো?
  • PM | 233.223.159.253 | ১৪ নভেম্বর ২০১৪ ১১:৩৮653073
  • Name: sm

    IP Address : 233.223.153.53 (*) Date:14 Nov 2014 -- 08:58 AM

    "উত্তর,শুধু আধুনিকীকরণের জন্য ইনভেস্টমেন্ট এর কথা ছাড়ুন, ব্যাড গভারমেন্ট, মমতার আমলে নতুন ইনভেস্টমেন্ট এও কুপিত টাটা গোষ্ঠী পিছ পা নয়। কেন বলুন তো?
    Under TCS' new project at the 40 acres of land given at Rajarhat New Town, the company would create an employment opportunity for 20,000 people, Mitra said."

    he he, sm আবার সেম সাইড করেছেন। TCS এর ৪০ একর বাম আমলে কেনা। মায় SEZ তকমাটাও বাম আমলে পাওয়া। কাজ-ও শুরু হয়েছিলো বাম আমলে। ওখানে TCS এর এম্প্লোয়ী রা কাজ শুরু করে দিয়েছে। যদিও পুরো ২০০০০ সিট ভরতে সময় লাগবে।

    "এর উত্তর পাবেন নিচের রেফারেন্স থেকে।
    Tata Metaliks MD Sanjiv Paul also said his company was all set to invest Rs 1500 crore creating employment opportunity for about 2,500 people."

    এর ইতিহাসটাও জেনে রাখুন প্লিজ। টাটা মেটালিক্স পঃবঃ এ বহু বছর ধরে আছে। ওদের সম্প্রসারনের কাজ জমির জন্য আটকে বহু বছর। বাম আমলে কিছু জমি অধিগ্রহন হয়েছিলো । তিনো আমলে তা বন্ধ হয়ে যায়। সম্প্রতি ঐ অতিরিক্ত জমি পাওয়া গেছে বলে শোনা যাচ্ছে।

    আপনি যে উদহরন দিচ্ছেন তার কোনোটাই তিনো আমলের গ্রীন ফিল্ড প্রজেক্ট নয়। এক্সিটিং প্রজেক্টের সম্প্রসারন/আধুনীকিকরন মাত্র। কারণ সৌভগ্য বশতঃ মুল প্রোজেক্টটা যেখানে আধুনিকিকরন/সম্প্রসারনটাও ওখানেই করতে হয় ঃ)

    "শিল্প শিল্প করে গেল গেল রব না তুলে, যেগুলো তে কম জমি লাগে সেগুলোর বাস্তবায়ন করা।"---

    এটাও আরেকটা সেম সাইড। ইন্ফোসিস, উইপ্রো, ITC নিউটাউনে ৫০ একর করে জমি নিয়ে রয়েছে। মোট ৫০-৬০০০০ প্রত্যক্ষ (৩-৪ লাখ পরোক্ষ রোজগার) চকরীর সম্ভবনা। জমি নিয়ে কোন সমস্যা নেই। তবু কাজ কেনো আটকে আছে জানেন? আমাদের প্রিয় দিদি SEZ অ্যাপ্রুভ করছেন না। কেনো করেছেন না? ওটা নাকি ওনার নীতির বিরুদ্ধে। আরাবুল থেকে মনিরুল কোথাও ওনার নীতিতে আটকচ্ছে না। নীতিতে আটকাচ্ছে ৬০০০০ প্রত্যক্ষ চাকরী তৈরী করতে। যদি কোনোদিন নিউটাউন যান, ইউনিওয়লর্ড পেড়িয়ে কিছুদুর গেলেই সার দেওয়া কম্পানীর প্ল্যাকর্ড লাগানো ফাঁকা জমি দেখতে বুলবেন না। অন্তত এগুলো তো করুন আগে। তারপর বাকি কথা বলা যাবে।
  • জলছবি | 208.7.62.204 | ১৪ নভেম্বর ২০১৪ ১২:১৪653075
  • দ্যাকো দিকি কান্ড! দিদির ছবিটবি না কিনলে দিদি ওদের এসিজেড দিতে জাবে ক্যানো? ওরা কেউ ছবি কেনেনি, তাই কাজও শুরু করতে পারেনি। পোষ্কার কতা!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঠিক অথবা ভুল মতামত দিন