এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • এমন কোন বাঙালী বুদ্ধিজীবি জন্মেছেন, যার রাজনৈতিক চিন্তা পাতে দেবার যোগ্য?

    bip
    অন্যান্য | ১০ নভেম্বর ২০১৪ | ৫৬৬৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • sm | 233.223.155.190 | ১৪ নভেম্বর ২০১৪ ১২:১৫653076
  • PM , বোধ হয় বুঝেও না বোঝার ভান করছেন। বুদ্ধ বাবুর আমলে কি জমি অধিগ্রহণ করা হয়েছিল আর মমতার আমলে কি হয়েছে বা হয় নি তা নিয়ে মন্তব্য করি নি। দুটোর তুলনা মূলক আলোচনাও করি নি। b , এর বক্ত্যব্য ছিল পব তে কি খালি ছোটো ও শ্রম নিবিড় শিল্পী সম্ভব। ওনার মন্তব্য "কৃষি ভিত্তিক শ্রম নিবিড় শিল্প/ঔষধ শিল্প/সফট ওয়ার ইন্দাস্ত্রী..এগুলোর মধ্যে কোনটা? নকি ওনাদের বলা উচিৎঃ, বাপু হে এগুলো না করতে পারলে ফোটো।"
    আমার উত্তর এখনো একই আছে, বড় ও ভারী শিল্প পিছিয়ে পড়া জেলা গুলো তে হলে কুনো আপত্তি নেই। এর মধ্যে বাম সরকারে এচিভমেন্ট, অধিগ্রহণ এই গুলো আসছে কোথা থেকে?
    নিজের দিকের গোল পোস্ট তুলে দিলে, সব কিছুই সেম সাইড লাগবে; কারণ মাঠে তখন একটাই গোলপোস্ট।
    দ্বিতীয় কথা, টাটা নতুন ক্যাম্পাস করছে; সফল হলে ভালো। বর্তমান সরকার তো আন্দোলন করে বন্ধকরতে যাচ্ছে না।
    কিন্তু তাবলে ইনফোসিস যদি সেজ এর দাবি করে এবং বর্তমান সরকারের নীতি বিরুদ্ধ হয় এবং প্রকল্প বন্ধ হয় ; তাহলে বর্তমান সরকার জনগনের কাছে পাঁচ বছর পরে ভোটে জবাব দিহি করবে। যেমন গত ৩৪ বছরে পব তে হাজার হাজার কলকারখানা বন্ধের জবাব দিহি বাম সরকার গত ইলেকশন এর ফল এ দিয়েছে।আমি সেম সাইড করছি এমন ধারণা হলো কি করে?
    আবার বলছি শিল্পপতি চাইলেই দিতে হবে, এটা এক ধরনের হীনমন্যতার বহি প্রকাশ। বরঞ্চ কোনো জমি বছরের পর বছর ফেলে রাখলে ,শিল্প পতিদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া উচিত।
    সিঙ্গুর কান্ডে টাটা গোষ্ঠী মমতার কর্মকান্ডে উষ্মা প্রকাশ করেছিল। শাসক দল পাওয়ারে আসার পর টাটা গোষ্ঠির উপর কর্মকান্ডে বিরাট বাধা না দিয়ে, রাজনৈতিক বিচক্ষনতার ই পরিচয় দিয়েছে।
  • PM | 233.223.159.253 | ১৪ নভেম্বর ২০১৪ ১২:৫৫653077
  • "বুদ্ধ বাবুর আমলে কি জমি অধিগ্রহণ করা হয়েছিল আর মমতার আমলে কি হয়েছে বা হয় নি তা নিয়ে মন্তব্য করি নি। " -- আপনি একের পর এক লিন্ক দিচ্ছেন, উদ্ধৃতি দিচ্ছেন আর বোঝাবার চেষ্টা করছেন যে বর্তমন আমলে ইনভেস্ট্মেন্ত ফ্লো বন্ধ হয় নি। সেই প্রসংগেই বলা।

    "কিন্তু তাবলে ইনফোসিস যদি সেজ এর দাবি করে এবং বর্তমান সরকারের নীতি বিরুদ্ধ হয় এবং প্রকল্প বন্ধ হয় ; তাহলে বর্তমান সরকার জনগনের কাছে পাঁচ বছর পরে ভোটে জবাব দিহি করবে। "

    আপনার এই দাবীর সাথে একমত। এরকম-ই সিঙ্গুরে কারখানা করতে দিয়ে, সেটা জনবিরোধী হলে পরবর্ত্তী ভোট পর্য্যন্ত অপেক্ষা করা উচিত ছিলো জনগনের কাছে জবাবদিহির জন্য। ২০০৬ এর ভোটে বামেরা শিল্পায়নের নীতির ওপোর ভিত্তি করেই জয়্লাভ করেছিলো

    "দ্বিতীয় কথা, টাটা নতুন ক্যাম্পাস করছে; সফল হলে ভালো। বর্তমান সরকার তো আন্দোলন করে বন্ধকরতে যাচ্ছে না।"

    সত্যি একটা বিরাট অ্যাচিভমেন্ট। একটা চলু প্রতিষ্ঠন সরকার বা দল জোর করে বন্ধ করছে না এতেই আমাদের কেতাথ্থ হওয়া উচিত বই কি
  • sm | 233.223.155.190 | ১৪ নভেম্বর ২০১৪ ১৩:১৭653078
  • এই রে পম,মুশকিলে ফেলে দিলে দেখছি।
    ইনভেস্ট ফ্লো বন্ধ হয় নি ততো লিংক দিয়েই দেখাবো নাকি? তত্কালীন প্রেস ওয়ালা দের সিঙ্গুরের পর পব ইনভেস্টমেন্ট শূন্য হয়ে যাবে; এর প্রেক্ষিতেই বলা। শিল্প পতিরা গুড়ের সন্ধান পেলে ঠিক মাছির মত আসবেই।
    যদি কোনো কোম্পানি কে ৪-৫ টা কোল ব্লক দেওয়া হয়, অমনি তারা লৌহ ইস্পাত শিল্প, বিদ্যুত কেন্দ্র করতে চলে আসবে।তার উপর জমি অধিগ্রহণ করে, দান খয়রাতি করলে তো সোনায় সোহাগা!
    নিউ টাউনেও ৪০ - ৫০ একর জমি কম দামে দিলে, বিদেশী আই টি কোম্পানি ও চলে আসতে পারে। কারণ জমির দাম ই হবে ১০০০ কোটি টাকা।
    আর সিঙ্গুরে জোর করে জমি নেওয়া হয়েছিল, তাই স্থানীয় অনিচ্ছুক কৃষক ও বিরোধী দল মিলে আন্দোলন করেছে।
    কারখানা হওয়া আটকে গেছে।তারা তাদের কাজে সফল। আপনার সঙ্গে মতের মিল নাও হতে পারে।পরবর্তী ভোটের জন্য আন্দোলন অপেক্ষা করবে কেন?
    এখনো তিনো সরকারের কোনো নীতি জন বিরোধী মনে হলে বিরোধী দল যত খুশি আন্দোলন করুক না কেন? পরবর্তী ভোটের জন্য অপেক্ষা করতে হবে কেন?
  • ডিম | 208.7.62.204 | ১৪ নভেম্বর ২০১৪ ১৩:৩৮653079
  • "কারখানা হওয়া আটকে গেছে।তারা তাদের কাজে সফল।"

    হিহি এইটে হোলো সার কথা। কিসকদের গাঁড় মারা গেচে তো কি হোয়েচে, আমার দিদি তো ক্ষমতায় চলে এসেচে! জয় মা সারদা!
  • b | 135.20.82.164 | ১৪ নভেম্বর ২০১৪ ১৪:৩৪653080
  • এস এম, অনেক কারখানা বন্ধ হয়েছে শুধু ম্যানুফ্যাকচারিং প্যাটার্ন পরিবর্তনের জন্য। হিন্দমোটরে কারখানা বন্ধ হওয়া কি বাম সরকারের অবদান নাকি পোস্ট লিবেরলাইজেশন গুচ্ছের বিদেশী গাড়ী আসা? আর ডানলপঃ জোর দিয়ে বলতে পারি ও বন্ধ হয়েছে স্রেফ ম্যানেজমেন্ট লেভেলে পুকুর চুরির জন্যে, খুব কাছ থেকে দেখেছি। জেসপের এক সময় একচেটিয়া বিজনেস ছিলো ইলেক্ট্রিক লোক্যাল ট্রেনের, মানে যাকে ই এম ইউ বলি। এখন বেশির ভাগ তৈরি হয় পেরাম্বুরে।
    উষা বন্ধ। সেখানে সাউথ সিটি মল। আর উষার যন্ত্রপাতি তৈরি হয় চিনে।

    সব কিছুতে বাম আমল, বাম আমল করে চেঁচালে হবে?
  • PT | 213.110.247.221 | ১৫ নভেম্বর ২০১৪ ১৪:১২653081
  • শুধু বামেদের রা- ও অর্থ-নীতির জন্যেই নাকি কারখানা বন্ধ হয়েছে এমন প্রচারটাও পাবলিক খেয়েছিল বেশ পেট ভরে। এই একটা কারণেও না-বামদের কিছুদিন ক্ষমতায় থাকা দরকার। তাদের আমলেও কত কারখানা বন্ধ হয় সেটা পাবলিকের সম্যক উপলব্ধি করা জরুরী।
  • PT | 213.110.247.221 | ১৫ নভেম্বর ২০১৪ ১৪:১৩653082
  • *রাজ-
  • দেব | 111.221.130.179 | ১৮ নভেম্বর ২০১৪ ২২:২২653083
  • এসেম - "পার ক্যাপিটা ইনকাম দেখলে তো অনেক ইউরোপের দেশের তুলনায় চীন দুগ্ধপোষ্য শিশু। যেখানে ম্যানু ফাচ্চারিন্গের গল্প বিশেষ নেই।"

    সেটা আজকে। ইউরোপের প্রত্যেকটা দেশেই একটা বিবর্তন হয়েছে চাষবাস থেকে শিল্প হয়ে পরিষেবায়। তিরিশ বছর আগেও এই দেশগুলো ম্যানুফ্যাকচারিং নির্ভর ছিল। পুঁচকে লুক্সেমবুর্গ আজকে ট্যাক্স হ্যাভেন বনেছে। আশির দশকেও স্টিল বেচে খেত। এখন মোনাকো বা এন্ডোরার মতন অতিক্ষুদ্র দেশের সাথে তুলনা করে লাভ নেই। সেখানে যে রাজ্যের ৬৬% মানুষ চাষ নির্ভর তারা রাতারাতি আইটি, ফিনান্স এনালিষ্ট বা শেয়ার ট্রেডিং এ ঢুকে পয়সা কামাবে এটা প্লেন অসম্ভব।

    হাজার হাজার একর শুনতে বিরাট লাগে। এক লক্ষ একর মানে কতটা? ৪০০ বর্গ কিমির মতন। যদি ধরে নিই এর সবটাই উর্বর জমিতে তাতেও পশ্চিমবঙ্গের মোট চাষযোগ্য জমির ১ শতাংশের কম। এক লক্ষ একর জমি কারখানার পেছনে চলে গেলেও চাষজমির ওপর ইম্প্যাক্ট নেগলিজিব্ল।

    বাম সরকার জমি অধিগ্রহণে মিসহ্যান্ডল করেছিল এবং সেটার ফল আমাদের ভুগতে হয়েছে। জমি অন্যায় দামে নিয়ে বিলি করে দিলে একশো একরের জন্যেও তুলকালাম লাগতে বাধ্য। তার জন্যে এখন হাত গুটিয়ে বসে থাকলে অবস্থা এরকমই থাকবে।
  • PT | 213.110.246.22 | ১৯ নভেম্বর ২০১৪ ১২:১১653084
  • ভাল লাগল দেবের লেখাটি।
  • cm | 127.247.113.197 | ১৯ নভেম্বর ২০১৪ ১২:২৪652944
  • সে তো আমার ও ভাল লেগেছে। ভাল লাগার কারণটিও পরিষ্কার, কতটুকু জমি অধিগ্রহণ তাৎপর্যপূর্ণ মনে করব তা বোঝার চেষ্টা রয়েছে।
  • sm | 233.223.159.71 | ১৯ নভেম্বর ২০১৪ ১৩:০২652945
  • বাম সরকার জমি অধিগ্রহণে মিসহ্যান্ডল করেছিল এবং সেটার ফল আমাদের ভুগতে হয়েছে। জমি অন্যায় দামে নিয়ে বিলি করে দিলে একশো একরের জন্যেও তুলকালাম লাগতে বাধ্য।
    দেবের ওপরের লেখার এই দু লাইন শুধু যুক্তিযুক্ত লেগেছে।
    বাকি অংশের সঙ্গে একমত নই।
    মুম্বাই নগরীর এক শতাংশ ও নয় ধারাভি বস্তি; তাহলে পরিচ্ছন্নতার খাতিরে সেইটা তুলে দেওয়া উচিত। কি বলেন?
    এখানে কেউ ই শিল্প বিরোধী নয় বা ম্যানুফাকচারিং এর বিপক্ষেও বলেন নি।বটম লাইন হলো ভারী ও বড় শিল্প কম উর্বরও কম জন বহুল অঞ্চলের জমিতে হোক আর পব র জন্য বিশেষ করে শ্রম নিবিড়, কৃষি ভিত্তিক শিল্প, পরিষেবা, সফট ওয়ার, ট্রেডিং এগুলি গুরুত্ব পূর্ণ। অন্য রাজ্যের ক্ষেত্রে অন্য দাওয়াই প্রযোজ্য হতেই পারে।
  • PT | 213.110.246.230 | ১৯ নভেম্বর ২০১৪ ১৪:৩৫652946
  • "জমি অন্যায় দামে নিয়ে বিলি করে দিলে একশো একরের জন্যেও তুলকালাম লাগতে বাধ্য"

    ১) পব-তে অন্যায্য দামে জমি দেওয়া হয়েছিল এই সিদ্ধান্তটা কার?
    ২) ন্যায্য দামে জমি দিলেও জমি অধিগ্রহণ মেনে নেওয়া হত তো?

    সিঙ্গুর-নন্দীগ্রামের আমলে ঐ "১ শতাংশ" নিয়েও বিস্তর আলোচনা হয়েছিল। কেউ শুনতে চায়নি। আসলে কোন ভাবেই জমি দিতে দেওয়া হবে না সেটাই ছিল গোলমাল পাকানোর আসল উদ্দেশ্য।

    আবার "শ্রম নিবিড়" এসেছে ফিরিয়া-যেমন বিড়ি শিল্প?
  • sm | 233.223.159.253 | ১৯ নভেম্বর ২০১৪ ১৭:২৬652947
  • সিঙ্গুর-নন্দীগ্রামের আমলে ঐ "১ শতাংশ" নিয়েও বিস্তর আলোচনা হয়েছিল। কেউ শুনতে চায়নি। আসলে কোন ভাবেই জমি দিতে দেওয়া হবে না সেটাই ছিল গোলমাল পাকানোর আসল উদ্দেশ্য।
    ---
    কত দিন ধরে এই ১ শতাংশ এর গল্প তা শুনতে হবে? একই জিনিসের রোমন্থন! এতই যদি বুদ্ধি তো বুদ্ধবাবুর বা জ্যোতি বাবুর সরকার ১ শতাংশ মতন জমি কিনে রাখেন নি কেন? নিজের হাতে রাখা জমি থেকে টাটা কে দিলেই তো গোল চুকে যেত। খামোকা পুলিশ ও ক্যাডার বাহিনী নিয়ে জোর করে অধিগ্রহনের রাস্তায় যেতে হলো?
    আর ঐসব শ্রম নিবিড় শিল্প ফিল্প আপনার মগজে ঢুকবে না; কারণ মাথা জুড়ে খালি ভারী আর গাড়ি শিল্প রয়েছে।
    ক্ষমা ঘেন্না করে বাদ দ্যান।
  • ক্ক | 15.79.68.161 | ১৯ নভেম্বর ২০১৪ ১৭:৪৫652948
  • এখানে পিটি আর বিপ ছাড়া কেউ পাতে দেওয়ার জোগ্য নয়
  • PT | 213.110.246.230 | ১৯ নভেম্বর ২০১৪ ১৯:১৫652949
  • বেশ তবে দুএক্টি শ্রম নিবিড় শিল্পের নাম শুনি যা কিনা পব-তে শুরু করা যায়।

    আর বামেরা জমি কিনে রাখলেও কিস্যু করা যেত না। কেননা "কোন ভাবেই জমি দিতে দেওয়া হবে না সেটাই ছিল গোলমাল পাকানোর আসল উদ্দেশ্য।" এটি এখনো "মগজে" (আপনার শব্দ) না ঢুকলে পব-র কোন শিল্প নিয়েই আলোচনা বাতুলতা মাত্র!!
  • sm | 233.223.159.253 | ১৯ নভেম্বর ২০১৪ ২০:০৯652950
  • কৃষি ভিত্তিক- যেমন খাদ্য প্রক্রিয়া করণ, ফিসারী
    হেলথ রিলেটেড কর্মসংস্থান
    হোটেল, টুরিসম,
    জুয়েলারী ,বস্ত্র শিল্প, ইত্যাদি প্রভৃতি।

    আইটি শিল্প ,ব্যাঙ্কিং, ফিনান্স এগুলো কে না ধরেই বলছি।
    এবার আপনি ধা করে বলে ফেলুন , বামেরা জমি কিনে রাখলেও কিস্যু করা যেত না, এর পিছনে কি কি যুক্তি আছে। না কি শুধুই আপনার অনুমান।
  • PT | 213.110.246.230 | ১৯ নভেম্বর ২০১৪ ২০:৩৩652951
  • "কৃষি ভিত্তিক- যেমন খাদ্য প্রক্রিয়া করণ, ফিসারী; হেলথ রিলেটেড কর্মসংস্থান; হোটেল, টুরিসম,জুয়েলারী ,বস্ত্র শিল্প, ইত্যাদি প্রভৃতি।"
    মুখ্যমন্ত্রীর ভাষণ শুনছি মনে হচ্ছে। গুড লাক টু ইউ!!
    তার আগে কে কিসের মন্ত্রী আর তারা কি করছে সেটা খুঁজে বের করতে হবে।
    কৃষি আর খাদ্যরা তো অন্যদল আর নিজের দলের লোকদের শায়েস্তা করা নিয়ে ব্যস্ত।
    টুরিসম মন্ত্রীকে তো দেখতেই পাইনা।
    বস্ত্রমন্ত্রী ঘর আর সিবিআই করতে করতে নিজের কাপড়-চোপড় সামলাচ্ছেন।
    জুয়েলারি কোন মন্ত্রীর বগলে?
    আর কে যেন স্বাস্থ্যমন্ত্রী?

    "বামেরা জমি কিনে রাখলেও কিস্যু করা যেত না, এর পিছনে কি কি যুক্তি আছে..."
    জমি ঐ ভাবে in anticipation কিনে রাখা যায়্না। কেননা কার কতটা কোথায় কিসের জন্য প্রয়োজন তা জানা থাকেনা আগে থেকে। ঐজন্য অধিগ্রহণ নামক শব্দটির উদ্ভাবন হয়েছে। "জমি ব্যাংকের" ঢপের গপ্প শুনছেন না? যারা শিল্প বোঝে তারা কেউ ঐ ঢপটি গিলছে না সেটা দেখছেন না?
  • sm | 233.223.159.253 | ১৯ নভেম্বর ২০১৪ ২১:১৬652952
  • দাড়ান মশাই দাড়ান।আগে ৩৪ বছরের ঢপ গুলো হজম করুন।
    বুদ্ধবাবুর দশ বছরে তো শিল্পের বন্যা বয়ে গেছিল!
    জ্যোতি বাবু তো আবার আমার মতই কৃষি জমি অধিগ্রহনকরে, শিল্প করার বিপক্ষে ছিলেন।
    বিধান রায় এর পরে কত ভারী শিল্প হয়েছে শুনি ?হাতে সময় কি কম পড়িয়াছিল? ৩৪ বছর কি যথেষ্ট নয়?

    জমি ঐ ভাবে in anticipation কিনে রাখা যায়্না
    প্রশ্ন কেন? এটা ও কি আপনার অনুমান?অনেক জায়গায় ই তো সরকার জমি কিনে রাখে। সানান্দেও কিনেছে।অসুবিধের কি আছে?
  • sm | 233.223.159.253 | ১৯ নভেম্বর ২০১৪ ২১:২৩652953
  • আর যারা শিল্প বোঝে, তাদের ধপ টি না গিল লিও চলবে। যথার্থ বলেছেন কল ব্লক নিয়ে, ইস্পাত শিল্পের নাম করে স্পঞ্জ আয়রন কারখানা না খুললেও চলবে।আই টি পার্ক করব বলে আবাসন না গড়লেও চলবে।
    আচ্ছা, আপনি -আমি পরস্পরের বিপক্ষে এত যুক্তি দিচ্ছি; দুটি সরকারের ব্যর্থতা নিয়ে কথা বলছি, কিন্তু আপনার মুখে তো শিল্পপতি দের বদামি আর গেড়ে মি নিয়ে কিছু বলতে শুনছি না।
  • PT | 213.110.243.23 | ১৯ নভেম্বর ২০১৪ ২১:৫৪652955
  • আপনি এসব আলোচনাতে অনেক পরে এসেছেন তাই জানেননা যে আমি শিল্পে সরকারের নাক গলানোর পক্ষপাতি।।
    শিল্পপতিদের নিয়ে আলোচনা শুরু করুন তখন নাহয় কিছু বলা যাবে।
  • sm | 233.223.159.253 | ১৯ নভেম্বর ২০১৪ ২২:৩৩652956
  • আলোচনায় তো চারটি পিলার। সরকার, জনগণ, শিল্প আর শিল্পপতি।
    তো তিনটে কে ধরে, একটা কে ছেড়ে দিলে চলবে?
  • Arpan | 125.118.57.99 | ১৯ নভেম্বর ২০১৪ ২২:৪৮652957
  • না না, বুজিরাও আছেন পঞ্চম পিলার হিসাবে।

    এই টইয়ের শিরোনাম বিস্মৃত হবেন না কমরেড।
  • PT | 213.110.246.25 | ২০ নভেম্বর ২০১৪ ০৮:০৫652958
  • তো ধরুন না শিল্পপতিদের-তাদের "বদামি আর গেড়ে মি নিয়ে"। আলোচনার এজেন্ডাটা ঠিক করুন আগে।

    আর বুজিদের সমস্যা হচ্ছে যে তারা একটা পানের দোকানও বেশীদিন চালাতে পারবে না। কাজেই তারা একদম বাদ।
  • ranjan roy | 132.176.6.164 | ২০ নভেম্বর ২০১৪ ০৮:২০652959
  • যাক, অবশেষে পিটি এই ব্রহ্মবাক্য উচ্চারন করিলেন--"আর বুজিদের সমস্যা হচ্ছে যে তারা একটা পানের দোকানও বেশীদিন চালাতে পারবে না। কাজেই তারা একদম বাদ।"

    --একদম সত্যি কতা! যারা একটা পানের দোকানও ঠিকমত চালাতে পারে না, তারা কি করে বাম সরকারকে উৎখাত করে দিদিকে আনবে।
    এদ্দিনে বুঝলেন! দের আয়া, দুরস্ত আয়া!
    বুজিদের বাদ দিন! বাদ দিন! শুধু হীরকরাণী নিয়ে বলুন! আমরা দোহারকি করতে রাজি! করেই দেখুন।
    আশা করি এখন থেকে এই পাতায় একটি শব্দও বুজিদের পাপের ঘড়া ফুটো করার জন্যে ব্যয় হবে না। শুধু হীরকরাণীর জন্যে হবে।

    ওঁ শান্তি! ওঁ শান্তি! ওঁ শান্তি!
  • PT | 213.110.246.25 | ২০ নভেম্বর ২০১৪ ০৮:৫১652960
  • হে...হে...তারা পানের দোকান চালাতে পারে না ঠিকই কিন্তু কিভাবে গাড়ীর কারখানা বানাতে হয় তা নিয়ে ঘ্নটার পর ঘন্টা বক্তিমে ঝাড়তে পারে। কাজেই তাত্বিক কাঠি করায় তারা এক নম্বরে।
  • - | 109.133.152.163 | ২০ নভেম্বর ২০১৪ ০৮:৫৮652961
  • ও, শুধু তাত্ত্বিক কাঠি-মাত্র! ওঁয়ারা বাস্তবিক কিছু করেন্নাই। বুঝেছি। ওবিশ্যি সেটিই তো রঞ্জন্বাবু বল্লেন ঃ-)
  • ranjan roy | 132.176.6.164 | ২০ নভেম্বর ২০১৪ ০৮:৫৯652962
  • এটা তো বাঙালীর বৈশিষ্ট্য! হিন্দি বলয়ের অবসার্ভেশন! কাজেই বুজিরা হল ২৪ ক্যারেট বাঙালী!
    তো আপনিই তো শিল্প ( ইন্ক্লুডিং গাড়ির কারখানা ) আলোচনায় বুজিদের বাদ দেওয়ার নিদান দিলেন।ঃ))
    কাজেই ওম শান্তি!!!
  • ranjan roy | 132.176.6.164 | ২০ নভেম্বর ২০১৪ ০৯:০২652963
  • ড্যাশ্‌,
    আপনি কি কোলকাতায় থাকেন? দক্ষিণ কোলকাতায়?
    তাহলে আগামীদিনে আপনার সঙ্গে একটু আড্ডা মারার ইচ্ছে আছে, সিরিয়াসলি! যদি আপনার আপত্তি না থাকে।
  • - | 109.133.152.163 | ২০ নভেম্বর ২০১৪ ০৯:১৭652964
  • কে জানে কখন কোথায় থাকি ঃ-),@ রঞ্জন ৯টা দুই,
    ভাবতে তো ভালো লাগে
    "গৃহছাদ তব অনন্ত আকাশ,
    শয়ন তোমার সুবিস্তৃত ঘাস ;" ইত্যাদি প্রভৃতি।

    যাক্‌, কিন্তু আপনার কথাকেই সেকেন করলাম বলে আড্ডা মারার ইচ্ছে হল কি? আমি এই টইটাও খুব মন দিয়ে পড়ছি না, হঠাত পিটি অজান্তেই আপনার মতে মত দিলেন দেখে মজা পেয়ে কমেন করে ফেললাম। এই আরকি!
  • তরঙ্গ | 214.8.156.142 | ২০ নভেম্বর ২০১৪ ১১:৫৭652966
  • আমি: 'এই চোসলিমা, কাম টু জি টক'

    চোসলিমা: 'জি
    কি, নতুন ছক?'

    আমি: 'ইয়ে,বিশেষ দরকার।'

    চোসলিমা: ' যা বলার দাও সংক্ষিপ্তসার'।

    আমি: 'কমিউনিজমের মারিব গাড়'

    চোসলিমা: 'আবার? ওর্কুট-রতি কি হল না শেষ
    মরমে পষিল না মামনির শ্লেষ,
    ছিড়িবার জন্য কোথা তব কেশ?'

    আমি: 'জানই তো, লং-ড্রন প্রসেস'

    চোসলিমা: 'হুম, এতদিন একাই বিধিলে বাম,
    মোর তরে তখন ছিল না কাম ;(
    কি ব্যাপার, আজ থ্রি-সাম?;)
    দেখ আজিকে যতই সাজ না চাম
    অদ্যাবধি
    নারীবাদী স্পেক্ট্রাম কে যদি ধরি নদী
    তার এক প্রান্তে আমি, আর এক প্রান্তে তুমি
    মাঝে বহি যায়, ক্লোসেট বন্দী কত পোমো,
    গন্তব্য তাত্ত্বিক নো-ম্যান ভূমি'

    আমি: 'না না বলছি এবারে লিখবে শুধু তুমি
    কমিরা তোমায় তাড়াল
    গ্রাজ তো আছেই ভাল?
    না কি?
    উঠাইতে চাহ স্যন্ডাল,
    তা না করে লেখ
    দু বাংলার কমি দের স্খ্যন্ডাল
    এখানে নেই কোনো কিন্তু
    মহিলা সমিতির নেত্রীর সাথে ইন্টু-মিন্টু থেকে
    প্রথ্ম আলাপে তাদের দৃষ্টিতে ভোগ
    লেনিনের যেমন ছিল সিফিলিস রোগ
    তেমনি তাদের দিও গণ-রিয়া
    এর জন্য তোমায় পুরষ্কিবে সিয়া'

    চোসলিমা: 'কিন্ত্ এসকলি তো মিথ্যে, কল্পনা'

    আমি: 'সাহিত্য জানিবে এক ফোলা গরম সোয়েটার
    গুল দিয়ে বোনা'

    চোসলিমা: 'তুমি, তুমি একটা দুষ্টু সোনা'

    আমি: 'বাহ, তাহলে সে কথায় রইল'

    চোসলিমা: 'দাড়ান,আজ মোর বিবেক যা সইল
    তার দাম চাই, দেবেন আশা করি
    আপনি মানুষটা যতই লো '

    আমি: 'তোমার ঠোট খুব পুরু
    তোমার প্লাক করা ভুরু
    যেন শেষেরো শুরু
    যেন রণে বনে গুরু'

    চোসলিমা: 'প্লিজ, ঐ টি কর্বেন না?

    আমি: 'কোন টি?'

    চোসলিমা: 'ফ্লার্ট'

    আমি: ' না করলে দেখেছি
    মেয়েরা হার্ট হয়'

    চোসলিমা: 'তাইলে শুনুন
    আপনার ফ্লার্ট যেন
    দুম করে ফার্ট যেন
    কুড়ি বছর এন-আর আই এর
    'রোল' কে 'পার্ট' যেন
    বাংলা মিডিয়ম ছেলের জি-আর-ই ঠাট
    আর
    এটিকেট ডিনারে লাগা সেই হাত আর
    কাস্তিঁং কাউচে শক্তির আর্ট যেন
    বড়লোকি চাল তবু পরনে ওয়াল্মার্ট, আর'

    আমি: 'থাক, স্টিল উ রিমেন মাই আপেল টার্ট।'

    চোসলিমা: 'ধুর বাল'

    আমি: 'শোনই না, এভ্রিথিং হ্যাজ ইটস ইউস'
    বাই দ্য ভার্চু ওফ ইওর ঘৃনা আই'ল বি ইওর মিউজ'

    চোসলিমা: 'গুড নিউজ বাট হাউ'

    আমি: ' ইজি,য্ত কমির ছবি আছে তোমার কাছে
    তারে কর মর্ফ ফোটো-শপ টাচে
    ওদের মুখ কেটে বসিয়ে দাও মোর থোবড়া
    সেই প্রথ্ম যবে দেখিনু স্প্রিঙ কোবরা
    মুখ দেখে বলিবে মনে, মারি এক ব্লো
    আপনা সেই গতি নিবে নভেলের ফ্লো'

    চোসলিমা: 'দারুন, আর এক আইডিয়া মারিল কিক
    এই নিয়ে কার্টুন বানাক অভীক'

    আমি: 'খাসা খাসা, শুধু একটি হতাশা করিছে ভর
    টেলিগ্রাফ সম উঠিবে না ঝড়'

    চোসলিমা: 'ওহে নটবর কবে আর বুঝিবে
    নারীর যন্ত্রণা, সেক্সুয়াল স্টিরিওটায়িপ
    খালি স্কাইপ স্কাইপ,বিপুল তুমি দেখনি লাইফ'

    আমি: 'ধুস, ওসব হাইপ, আমিও সংখ্যালঘু'

    চোসলিমা: 'এ কি কথা শুনি, রঘু
    কভু ভাবিনি তোমারো তরে সাথী
    জাগিবে সিম্পাথি।'

    আমি: 'অবশেষে জাগিল? কতবার যাস্ট কতবার
    হৃদয় চেয়েছি, শুনেছ দিল দো
    তোমাকেই ভজে রাইটার্স গিল্ড ও
    তুমি হয়ে যাও হট
    আর আমি?
    মারি থার্ড লেগে শট
    আর খিস্তি ফিল্ড ও'

    চোসলিমা: 'কিন্ত কি তোমার সমস্যা,কোথা অধিষ্ঠান?'

    আমি: 'ইহা নিশ্চয় জানিবে
    আতেঁল বাতেলায় পাতিলে কান
    ব্রেন ইজ দ্য হাইয়েস্ট সেক্সুআল অর্গান'

    চোসলিমা: 'হ্যাঁ সেরমি তো শুনি, মানি সে কথা'

    আমি: 'তাহলে বুঝিবে আমার এ ব্যথা
    না, করেনি কেউ মোর পৌরুষে হ্যাটা,
    যদি বল ম্যান গো
    এখুনি চলে যাব তোমার সাথে প্যারিস
    নাচিতে ট্যঙ্গো।
    দেখিতে কার্তিক, তবু উইকি মারা তাত্ত্বিক ওগো
    আমি বিকলাঙ্গ'
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভ্যাবাচ্যাকা না খেয়ে প্রতিক্রিয়া দিন