এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • লজ্জা ও ঘৃণার কালো ইতিহাস : টই

    SC
    অন্যান্য | ০১ নভেম্বর ২০১৪ | ৫৮৩৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • SC | 34.3.22.185 | ০১ নভেম্বর ২০১৪ ১০:২৯653929
  • Re: লজ্জা ও ঘৃণার কালো ইতিহাস
    Comment from pinaki on 01 November 2014 05:11:28 IST 90.254.154.67 (*) #
    Atoz

    আপনি যদি ওখানে গিয়ে শুনতেন আপনি এসে কি লিখতেন না কী শুনেছেন? ১৬-১৭ই মার্চ নাগাদ যাঁরা তমলুক হাসপাতালে বা নন্দীগ্রাম হাসপাতালে গ্যাছেন, আহতদের সাথে কথা বলেছেন, ঐ বীভৎসতা দেখে এই গুজবগুলোর অনেক কিছুই সত্যি ভেবেছেন। কলকাতা থেকে যাঁরা খেজুরির ঘরছাড়া সিপিএম সমর্থকদের ক্যাম্পে গেছেন তাঁরাও ফিরে এসে দুহাজার ঘরছাড়ার গল্প বলে বেড়িয়েছেন বাস্তবে শখানেক ঘরছাড়াকে নিজের চোখে দেখার পর। এঁদের সবাই কি ধান্দাবাজ বলে মনে হয় আপনার? স্থানীয় মানুষ এগুলো বলছে - এটা তো একটা ইন্ডিকেটর যে কতটা বীভৎসতা হয়েছে। আপনি যা দেখলেন, যা শুনলেন - এসে বলবেন না? যেখানে কোনো সাংবাদিক, বাইরের লোক কাউকে ঢুকতে না দিয়ে সন্ত্রাস চালানো হল, সেখানে তো এই লোকমুখে শোনা কথা ছাড়া সত্যি জানার আর কোনো উপায়ই নেই। পরে যখন ডকুমেন্টরি হয়েছে তখন সেখানে তো কেউ এগুলো বলে নি। হ্যাঁ, আপনি মিথ্যেবাদী তখনই হবেন যদি আপনি নিজে এই কথাগুলো বানান।

    আর আপনাদের এটা নিতান্তই ভুল ধারণা যে লোকে শাওলি মিত্রের লেখা পড়ে আর সুনন্দ সান্যালের লেখা পড়ে নন্দীগ্রাম নিয়ে অবস্থান নিয়েছে। নিতান্ত কলকাতা কেন্দ্রিক রীতিমত খোঁজখবর রাখা লোক ছাড়া সুনন্দ সান্যালের নামও কেউ শোনে নি। শাওলি মিত্রকে কজন চেনে? তার চেয়ে অনেক বেশী লোক বাদশা মিত্রকে চেনে, অরিন্দম শীলকে চেনে, বাংলা সিরিয়ালের দৌলতে। যাঁরা দিনের পর দিন টিভিতে খেজুরির ঘরছাড়া নিয়ে ঢপ দিয়ে গ্যাছেন। তো কিছু ঘটনা সত্যিই ঘটলে যে ঢপে কাজ হয় না, বাদশা মিত্র, অরিন্দম শীল, বিপ্লব চট্টোপাধ্যায়, রূপংকর, সৌমিত্র, সুনীলদের মত পপুলার ফিগাররাই তার প্রকৃষ্ট প্রমাণ। এই প্রশ্নটা একবার নিজেদের করুন না - কেন লোকে সৌমিত্র চট্টোপাধ্যায়ের মত পপুলার অভিনেতা, বা সৌরভ গাংগুলির মত পপুলার ক্রিকেটারের বুদ্ধবাবুর উপর আস্থাসূচক বিবৃতিকে পাত্তা না দিয়ে কবীর সুমনের মত আধপাগলার ছড়ানো গুজবে বেশী ভরসা রাখল?

    অতিরঞ্জন এই ধরণের ঘটনার অবিচ্ছেদ্য অংশ। হাতে গরম উদাহরণ নিন। হোককলরবের মিছিল। কত লোক হয়েছিল যদি জিজ্ঞেস করেন ৩০০০০ থেকে ১,২০০০০ অব্দি বিভিন্ন ফিগার পাবেন। এর মধ্যে আমার আপনার মত স্কেপটিক ৩০০০০ টায় বিশ্বাস করবে। আর যে ছেলেটি বা মেয়েটি মিছিলে ছিল, তার স্পিরিটের জায়্গা থেকেই সে ১,২০০০০ এর ফিগারে ভরসা রাখবে। আপনি কি তাকে এজন্য মিথ্যেবাদী বলবেন? আপনি কি তার সামনে ৩০০০০ সংখ্যাটা তুলে ধরে প্রমাণ করতে চাইবেন যে আসলে তেমন কোনো ব্যাপারই ঘটে নি? এটা আর পাঁচটা মিছিলের মতই একটা সাধারণ মিছিল ছিল? তাহলে সেইটা মিথ্যাচার হবে। ঐ মিছিলে থাকা ছাত্রের অতিরঞ্জিত সংখ্যা বলাটা নয়। কারণ তার সংখ্যাটা এখানে প্রতীকী। সে একটা বিশেষ ঘটনাকে বিশেষ বলে প্রতিষ্ঠা করতে চাইছে। একটা ঘটনার রেকগনিশন চাইছে। যে ঘটনাকে শাসক চাপা দিতে চায়। নন্দীগ্রামের অতিরঞ্জনকে আমি এই স্পিরিটে দেখি।

    সুনন্দ সান্যাল বা শাওলি মিত্রদের সিপিএম বিদ্বেষের কারনেই হয়তো তাঁরা গুজবের ৯০% বিশ্বাস করেছেন। সে নিয়ে কপাল চাপড়ে লাভ আছে কি? ঘটনা ঘটেছে বলেই গুজব রটেছে। আর ঘটনাটা সুনন্দ সান্যাল বা শাওলি মিত্ররা ঘটান নি। যাঁরা ঘটিয়েছেন সমালোচনার তীরটা তাঁদের দিকে ঘোরান। প্রাইমারি কালপ্রিটদের দিকে। গুজবে বিশ্বাসকারীদের অপরাধ সে তুলনায় নগণ্য। মানে তুলনাতেই আসে না, যদি না আপনার চক্রান্ত তত্ব প্রমাণ করার স্পেশাল এজেন্ডা থাকে। পিটিদার যেমন আছে। ;-)

    আর ২০০৬-০৭ সালে সিপিএম বিরোধিতা করার মধ্যে কোনো মধু ছিল না। অনেক রিস্ক ছিল। কাজেই যে ভেস্টেড ইন্টারেস্টের তত্ত্ব আজকে দাঁড়িয়ে খাটে, ২০০৬-০৭ এ সেটাকে এক্সট্রাপোলেট কোন যুক্তিতে করা যায় আমার মাথায় ঢুকছে না।
    Avatar: Atoz
    Re: লজ্জা ও ঘৃণার কালো ইতিহাস
    Comment from Atoz on 01 November 2014 05:33:13 IST 161.141.84.164 (*) #
    কথাটা তো শুধু অতিরঞ্জন তো নয়, কথাটা হলো কী নিয়ে অতিরঞ্জন।
    মিছিলে কয়েক হাজার লোক বেশী এলো কি কম এলো, সেটার যতটা ইম্প্যাক্ট, তার চেয়ে বহু বহুগুণ বেশী ইম্প্যাক্ট পড়বে বীভৎস মৃত্যু বা হত্যার কথায়। সেইসব কথা লেখার সময় এইসব বড়ো বড়ো দায়িত্বশীল লোক ---কী আর বলবো---বুঝতেই তো পারছেন।
    Avatar: Atoz
    Re: লজ্জা ও ঘৃণার কালো ইতিহাস
    Comment from Atoz on 01 November 2014 05:46:07 IST 161.141.84.164 (*) #
    শাঁওলি মিত্র সুনন্দ সান্যাল কবীর সুমন অপর্ণা সেন ---এঁরা জনমানসে অনেক অনেক প্রভাব বিস্তার করার ক্ষমতা রাখেন। এঁদের প্রভাব মোটেই শুধু কলকাতাকেন্দ্রিক নয়। রীতিমতন অজপাড়াগাঁয়েও কবীর সুমনের বা অপর্ণা সেনের ফ্যানের অভাব নেই।
    Avatar: জটাশঙ্কর ওঝা
    Re: লজ্জা ও ঘৃণার কালো ইতিহাস
    Comment from জটাশঙ্কর ওঝা on 01 November 2014 06:01:47 IST 88.34.209.219 (*) #
    reportedly
    adverb UK /rɪˈpɔː.tɪd.li/ US /-ˈpɔːr.t̬ɪd-/
    according to what many people say:
    New York is reportedly a very exciting place to live.
    (Definition of reportedly from the Cambridge Advanced Learners Dictionary & Thesaurus © Cambridge University Press)
    Avatar: PT
    Re: লজ্জা ও ঘৃণার কালো ইতিহাস
    Comment from PT on 01 November 2014 09:39:50 IST 213.110.247.221 (*) #
    পিনকি ঠিক কথাই বলেছেন। সব ঘটনাই reportedly। আর সেটাই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে একটা সরকারকে উৎখাত করার জন্য এমনকি প্রতিষ্ঠিত সংবাদপত্র গুলো-ও তাদের সাংবাদিকতার মান কোথাও নামিয়ে এনে ছিল। এটা সেই রামধনু জোটের একটা অংশ মাত্র যেটার কথা আমি বার বার বলেছি। আর "সংহতি" জাতীয় পত্রিকাগুলোর মিথ্যাচারের কোন সীমা-পরিসীমা নেই। এদের কাউকে চেপে ধরলেই ঐ reportedly শব্দটির আড়ালে আশ্রয় নেয়।

    আর এই পাপাচারের জন্য প্রথমদিকে তারা বেছেছিল এমন সব বিভিন্ন পেশায় প্রতিষ্ঠিত মানুষদের যাদের ব্যক্তিগত সিপিএম-বিদ্বেষ প্রায় ভারত বিখ্যাত কিন্তু কেউই রাজনীতির সঙ্গে সরাসরি যুক্ত নন। শাঁওলী তাঁর পিতার কারণে কমুনিস্টদের ঘৃণা করেন, আধা নকশাল আধা পাগল সুমনের সঙ্গে SFI-এর খটাখটি সুবিদিত আর সুনন্দ সিপিএম আমলে পবিত্র সরকারের সঙ্গে প্রতিযোগীতায় সাফল্য পাননি। এর সঙ্গে তালিকায় রাখুন নকশাল থেকে ভোল পাল্টে "মানবাধিকার" কর্মীতে পরিণত হওয়া বহুরূপীদের। বহুদিন বাদে এদের কাছে সুযোগ এল "সংশোধনবাদী" সিপিএম-কে টাইট দেওয়ার। এদের "নিরপেক্ষ" মিথ্যাচার নিয়ে বেশ কয়েকটি থিসিস নামিয়ে দেওয়া যাবে।

    এঁরা শুরুর দিকের মিথ্যার বেসাতি করেছেন। আর একই মিথ্যা কথা বার বার বললে যা হওয়ার তাই হয়েছে। reportedly শব্দটি ফিকে হতে হতে এক সময় বিলীন হয়েছে আর শহুরে বুজীরা -যারা পরে এই রামধনু জোটে যোগ দিয়েছে-তারা ঐ reportedly শব্দটি বাদ দিয়েই প্রচারে নেমেছে।

    আর শুধু লেখা নয়। ২০০৯ আর ২০১১-র ভোটের আগে সমীর-সুনন্দ ইত্যাদিরা প্রত্যন্ত গ্রামে গিয়ে তিনোর হয়ে প্রচার করেছেন। তখন reportedly শব্দ কতবার ব্যবহৃত হত তা নিয়ে আমার ব্যাপক সন্দেহ আছে।

    কাজেই ধনেপাতা দিয়ে পচা চিংড়ির স্তুপ ঢাকা দেওয়ার চেষ্টা করে কোন লাভ নেই। গোয়েবেলের মিথ্যা প্রচার-ও হিটলারকে শেষ পর্যন্ত বাঁচাতে পারেনি। তবে ঘন কালো মেঘের মধ্যে দুএকটা রুপোলী রেখা এটাই যে এই সব একদা পাপাচারী ও মিথ্যেবাদী কাকা চাটুজ্জে, সুনন্দ, সমীর, পেন্ডুলাম সুমন ইত্যাদি প্রভৃতিরা আপাততঃ তিনোর সঙ্গ ছেড়েছেন।
    Avatar: PT
    Re: লজ্জা ও ঘৃণার কালো ইতিহাস
    Comment from PT on 01 November 2014 09:49:17 IST 213.110.247.221 (*) #
    দুঃখিতঃ নামটি পিনাকি-পিনকি নয়। এটা ইচ্ছাকৃত মিথ্যাচার নয়।
    Avatar: -
    Re: লজ্জা ও ঘৃণার কালো ইতিহাস
    Comment from - on 01 November 2014 10:08:46 IST 109.133.152.163 (*) #
    আর বলবেন্না পিটি বাবু, আপনার এই ছত্রটির সঙ্গে এক্কেবারে ক-য়ে-ক, ক্ক! এই যে এইটি "আর সেটাই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে একটা সরকারকে উৎখাত করার জন্য এমনকি প্রতিষ্ঠিত সংবাদপত্র গুলো-ও তাদের সাংবাদিকতার মান কোথাও নামিয়ে এনে ছিল।"
    শুধু লাস দুটো শব্দ কম্বাইন করতে হবে "এনেছে"। দিদি আমাদের বলে বলে হয়রান হয়ে গেলেন, শুধু এই সরকারকে উৎখাত করার জন্যি এরা সাজানো ঘটনা লিখছে!
    আজ আপনিও একই কথা বললেন। সাম্বাদিকগুলাকে আর বিশ্বেস করছি না মশাই! উফফফ!
    Avatar: PM
    Re: লজ্জা ও ঘৃণার কালো ইতিহাস
    Comment from PM on 01 November 2014 10:12:28 IST 190.183.126.52 (*) #
    অরন্যবাবু একজন অতি শিক্ষিত আর বিবেবেকবান মানুষ। উনি কি ভাবএ ভাবেন তার উদাহরন এই পাতাতেই আছে-

    "এই তথ্যগুলো যদি কিছুটাও সত্য হয়-------"

    "যুগান্তর, কালান্তর - এইসব পত্রিকার পরিচালক মন্ডলী, যে সাংবাদিক-রা প্রতিবেদন গুলো লিখেছিলেন , সবাই কি মিথ্যাবাদী?"

    শিক্ষিত অশিক্ষিত নির্বিশেষে মানুষ এই ভাবেই ভাবে। এইখানেই বুদ্ধিজীবি আর মিডিয়ার ভুমিকা জনমত গঠনে।

    যখন নন্দীগ্রামে মাওরা একছত্র, বামেরা ধুকতেই পারছে না , তখন স্তার আনন্দ দেখিয়েছিলো আধা অন্ধকারে রিভলভার হাতে বাম হার্মাদরা নন্দীগ্রামে দৌড়দৌড়ি করছে। এটাও ঐ জনমত গঠনের-ই অংশ।

    Avatar: nepo
    Re: লজ্জা ও ঘৃণার কালো ইতিহাস
    Comment from nepo on 01 November 2014 10:19:01 IST 33.95.43.72 (*) #
    অ্যাই ধনে পাতা কে দিয়েছে? মিথ্যাচারী গোয়েবলস জ্যোতি বোস বুদ্ধভট মৃণাল সুনীল পাপাচারীদের ন্যাংটো করে দিন।
    Avatar: lcm
    Re: লজ্জা ও ঘৃণার কালো ইতিহাস
    Comment from lcm on 01 November 2014 10:19:06 IST 118.91.116.131 (*) #
    ওহ্‌, এদ্দিনে বোঝা গেল কেন তিন দশক ক্ষমতায় থাকার পরে সিপিএম হারল এবং তিনোমুল ক্ষমতায় এল। নইলে ভাবো, কোচবিহারে শিতলকুচি কেন্দ্রে তিনোমুল প্রার্থী ভোট জেতে। শাঁওলি/সুমন/সনন্দ-দের ম্যাজিক ছাড়া এমন কি করে সম্ভব !!
    Avatar: nepo
    Re: লজ্জা ও ঘৃণার কালো ইতিহাস
    Comment from nepo on 01 November 2014 10:24:15 IST 33.95.43.72 (*) #
    সিপিএমগুলো জত লেখে তত নিজেদের পিছন মারে।
    Avatar: -
    Re: লজ্জা ও ঘৃণার কালো ইতিহাস
    Comment from - on 01 November 2014 10:24:15 IST 208.7.62.204 (*) #
    যারা বলছেন সংবাদপত্রে আর মিডিয়ায় তথাকথিত বুজি বা "স্টার" দের জনমত গঠনে কোন ভূমিকা ছিল না তাদের জিগিয়ে দেখুন ২০১৪র মোদি ঝড় বানানোয় কর্পোরেট মিডিয়ার আর অপ-এড লেখকদের ভূমিকা কি ছিল। চমকপ্রদ ডিগবাজি দেখতে পাবেন।
  • aranya | 154.160.5.104 | ০৩ নভেম্বর ২০১৪ ০৬:৪৫654029
  • এসসি ভাই দেখছি এই টই-টা খুলেছে, নকু-মাকু-তিনো-বিজেপি সবাই কি প্লিজ এখানে লিখবে(ন)
  • π | ০৩ নভেম্বর ২০১৪ ০৬:৫৮654040
  • এটাতে তো সব কমেন্ট নেই !
  • aranya | 154.160.5.104 | ০৩ নভেম্বর ২০১৪ ০৭:১১654051
  • অন্য থ্রেডে পিএম লিখেছেন - 'মজার কথা কি বলুনতো , গুরুর নিরপেক্ষ বিবেকরাও তা নিয়ে ২০১১ সালের পরে আর নন্দীগ্রাম তদন্ত নিয়ে উচ্চ- বাচ্চ করেননি- আন্দোলন তো দূরের কথা প্রতিকী প্রতিবাদ পর্য্যন্ত করেন নি কেউ'

    - সিপিএম-এর গুন্ডা-রা অন্তত ২০০৭ নভেম্বরে অপারেশন সূর্যোদয় যে ঘটিয়েছিল, নন্দীগ্রামের সাতেংগাবাড়ীতে অত্যাচার চালিয়েছিল, তাতে তো কোন সন্দেহ নেই।

    এ পাতায় কোন সিপিএম সমর্থক-কে তাই নিয়ে দুঃখপ্রকাশ করতে বা লজ্জা পেতে দেখি নি, একমাত্র কৃশানু ছাড়া।

    আপনি আচরি ধর্ম, পরেরে শিখাও।

    নন্দীগ্রাম ২০০৭- নিয়ে সিবিআই তদন্ত হোক, এটা আমি মনে প্রাণে চাই - শুধু ১৪-ই মার্চ-এর গুলি চালনা নয়, ওখানে মাওবাদীদের মুক্তাঞ্চল তৈরী, নভেম্বরে অপারেশন সানশাইন - সবকিছু নিয়েই।

    আর যদি মনে করেন, অপারেশন সানশাইনেও সিপিএম-এর কোন ভূমিকা নেই, কোন ভাড়াটে গুন্ডা-কে আনা হয় নি, কোন মানুষ-কে সেই সূর্যোদয়ের সময় খুন করা হয় নি, কোন বাড়ী জ্বালানো হয় নি, তাহলে অন দ্য সেম টোকেন, এটাও বলতে হবে যে নন্দীগ্রামে কখনো কোন মাওবাদী ছিল না, কারণ কোর্টে কিছুই প্রমাণ হয় নি।

    আরে একটু তো লজ্জা পান - মরিচঝাঁপি, আনন্দমার্গী পোড়ান, করন্ডা, ছোট আঙারিয়া - কোন একটা হত্যাকান্ডের জন্য তো একটু আপসোস করুন। একটা রাজনৈতিক দলের সমর্থক ছাড়াও তো অন্য পরিচয় আছে সবার - মানুষ হিসাবে।
  • PT | 213.110.246.23 | ০৩ নভেম্বর ২০১৪ ০৭:৫১654062
  • "এ পাতায় কোন সিপিএম সমর্থক-কে তাই নিয়ে দুঃখপ্রকাশ করতে বা লজ্জা পেতে দেখি নি, একমাত্র কৃশানু ছাড়া।"

    আরে শুধু আপসোস কেন? জেল কিংবা ফাঁসিই তো চেয়েছিলাম। ভেবেছিলাম যে মমতা ক্ষমতায় এসে অন্তত একটা কাজ ঠিক করে করবে। এই সব ঘটনার তদন্ত করিয়ে সিপিএমের বদমাসগুলোকে জেলে পুরবে। আর একথাও ছত্রিশ হাজার বার লিখেছি যে তাতে যদি সিপিএম উঠে যায় তো যাক। সেগুলো পড়েন নি নাকি?
  • aranya | 154.160.5.102 | ০৩ নভেম্বর ২০১৪ ০৮:০৭654073
  • পিটি, সিপিএম মানুষ মেরেছে, ঘর জ্বালিয়েছে, বা আদৌ কোন রকম অত্যাচার করেছে - এমন কিছু আপনি কখনো কোনদিনও লেখেন নি।

    তদন্ত চেয়েছেন, 'যদি' কিছু প্রমাণ হয় তো অপরাধীরা জেলে যাক, 'তাতে যদি' সিপিএম উঠে যায় তো যাক, এইসব লিখেছেন।

    সরি টু সে, আপনার কোন পোস্টে-ই লজ্জা, ঘৃণা, দুঃখের কণা মাত্র দেখি নি।

    আব্শ্য আপনি তো সিপিএম সমর্থক নন (নিজেই বলেন সে কথা), সুতরাং লজ্জা পাবেন-ই বা কেন।

    একটা কথা শুধু মাথায় রাখবেন - অনেক অপরাধের-ই তদন্ত ঠিক মত হয় না, কোর্টে কিছু প্রমাণ হয় না। গোধরা গণহত্যা-য় মোদী-র কোন অপরাধ প্রমাণিত হয় নি।

    সেই অজুহাতে মরিচঝাঁপি, বিজনসেতু, করন্ডা, ছোট আঙারিয়া, কেশপুর, নন্দীগ্রাম -সব, সব হত্যাকান্ড নিয়ে শুধু তদন্ত চেয়ে যাবেন, সিপিএম যে প্রমোটার-ঠিকাদারের দল থেকে খুনীদের দল হয়ে উঠেছিল, তা নিয়ে কোন নিন্দাই কখনো করবেন না - এটা খুবই হতাশাজনক
  • PT | 213.110.246.23 | ০৩ নভেম্বর ২০১৪ ০৮:২০654084
  • তার কারণ খবর হাওয়ায় ভাসিয়ে তক্ক করার মানুষ অনেক রয়েছে গুরুতে। আমি তাদের একজন হতে চাইনা। এদেশে মোটামুটি ভাবে মিডিয়াই নির্ধারণ করে দেয় কে দোষী আর কে নির্দোষ। কাজেই ঐসব অপ্রমাণিত কথা বার্তা নিয়ে বুজীদের মত ন্যাকাপনা করতে রাজী নই।

    আর এটাই হচ্ছে সমস্যা যে আপনারা শেষ পর্য্ন্ত কোর্টকেও মানতে চাননা। তাহলে কি সংহতিতে প্রকাশিত গপ্পের ভিত্তিতে একজনের দিকে আঙুল তুলব?

    এটা হতেই পারে যে গোধরা কান্ডটি এমন ভাবেই ছক কষে করা হয়েছিল যাতে মোদীর সঙ্গে তার কোন সংযোগ প্রমাণ না করা যায়। কিন্তু তাতে তো বাজপেয়ী-আদবাণী-মোদী-অমিত শাহর বিরুদ্ধে রাজনৈতিক লড়াইটা বন্ধ হয়ে যায় না।

    জরুরী অবস্থার পরে পব-তে কংগ্রেসের কোমড় ভেঙে গিয়েছে প্রায় চিরদিনের মত। তার জন্যে তো এখানকার কংগ্রেসের কাউকে ফাঁসীতে ঝোলাতে হয়নি! এটা তো রাজনৈতিক লড়াই দিয়েই সম্ভব হয়েছে।
  • Ishan | 183.17.193.253 | ০৩ নভেম্বর ২০১৪ ০৮:২৯654095
  • তাহলে আর সিপিএমের জেল বা ফাঁসি চাইছেন কেন? :-) আর মোদীকে যে হত্যাকারী বলা হচ্ছে, সেটা বুজিদের ন্যাকামো বলছেন না কেন?
  • aranya | 154.160.5.102 | ০৩ নভেম্বর ২০১৪ ০৮:৩৩654106
  • পিটি, কোর্টকে অবশ্যই মানতে চাই। যতদুর মনে পড়ে, কিছু ক্ষেত্রে, যেমন নিতাই, ছোট আঙারিয়া - সিপিএম-এর গুন্ডা/ক্যাডার-দের অপরাধ প্রমাণিত-ও হয়েছে। এ নিয়ে হাতের কাছে কোন তথ্য নেই, আমার মনে হওয়া ভুল-ও হতে পারে।

    যাই হোক, আপনাকে দিয়ে সিপিএম-এর কোন অত্যাচার, নরহত্যার নিন্দা করান আমার পক্ষে সম্ভব নয়।

    এই টই-তে আমার আগের পোস্ট দুটো দয়া করে উপেক্ষা করুন। নেহাত ফ্রাস্ট্রেশন থেকে লেখা। ডিলিট করতে পারলে, করতাম। তা যেহেতু সম্ভব নয়, প্লিজ ইগনোর মাই পোস্টস
  • PT | 213.110.246.23 | ০৩ নভেম্বর ২০১৪ ০৮:৩৫653941
  • যে কোন হ্ত্যাকারীর জেল বা ফাঁসী হওয়াটাই তো স্বাভাবিক। "আইনের শাসন"-এর দাবী আমিই তো সব চাইতে বেশী বার জানিয়েছি এই সব ফোরামে।
    আর মোদী সম্পর্কে আমি কোনদিন "হত্যাকারী" শব্দটি ব্যবহার করিনি।
  • dd | 132.172.174.254 | ০৩ নভেম্বর ২০১৪ ০৮:৩৫653930
  • ক্ষী ম্মাইরী। এতো গুলো টই খুলে কে কোথায় লিখছে ট্র্যাক করা যায় না। মাথা ভোঁ ভোঁ করে।

    কে জানে কোনখানে কে লিখলেন নন্দীগ্রাম নিয়ে রেসিডেন্ট মাকুরা কোনো প্রতিবাদ করে নি - এট সর্বৈব ভুল। এখানে মাকুটে যারা যারা আছেন প্রায় প্রত্যেকে প্রতিবাদ করেছিলেন। পষ্টাপষ্টি। এটাও জানি যে প্রতিবাদ মিছিলে হেঁটেওছিলেন অনেকে।

    সেদিন সিপুএমের্র পাশে পিটি আর আমি ছাড়া কেউ ছিলো না।
  • Ishan | 183.17.193.253 | ০৩ নভেম্বর ২০১৪ ০৮:৪১653963
  • আপনি কেন বলবেন। অনেক বুজিই তো বলছেন। ইনক্লুডিং সিপুয়েমের অনেক লোক। তাদের ন্যাকামি একটু এক্সপোজ করে দিলে তো পারেন।

    আর আইনের শাসন কে না চায়। একটা গোলগালমতো আইন, আর তার মিষ্টিমতো শাসন। সে আর হচ্ছে কই। তাই "রাজনৈতিক লড়াই" (আপনাকে কোট করলাম), চলছে চলবে। :-)
  • PT | 213.110.246.23 | ০৩ নভেম্বর ২০১৪ ০৮:৪১653952
  • আরে ডিডিদা, পিটি যে মিছিলে হাঁটল সে খবরটা আপনাকে কেউ জানায়নি?
    কিন্তু এতদিন বাদে প্রাপ্ত খবরের ভিত্তিতে ভাবতে শুরু করেছি যে ঐ হাঁটাটা ঐতিহাসিক ভুল ছিল কিনা! যারা মিছিলটা organise করেছিল তাদের এখন ঐসব reportedly খবর গুলো দেখালে সবাই ঝোপ-জঙ্গলের আড়ালে লুকিয়ে পড়ে।
  • Ishan | 183.17.193.253 | ০৩ নভেম্বর ২০১৪ ০৮:৪৩653985
  • মিছিলে আমি হাঁটিনি। নন্দীগ্রাম সিঙ্গুর দিল্লি হোক্কলরব কোত্থাও না। আমি কেবল বাকতাল্লা দিই।

    কিন্তু পিটি কোন মিছিলে হাঁটলেন? এইটা নিয়ে একটু লিখুন। সিরিয়াসলি। অভিজ্ঞতাটা হেবি ইন্টারেস্টিং হবে। পড়তে আগ্রহী।
  • | ০৩ নভেম্বর ২০১৪ ০৮:৪৩653974
  • ওফ! আমিও ডিডির লগে একমত। এত্তগুলো একই নামের টই দিয়ে কী হবে? ক্ষী হবে???

    হ্যাঁ রেসিডেন্ট মাকুরা কেউ নন্দীগ্রাম সমর্থন করে নি। একজনও না। উটকো এসে অনেকেই গালিগালাজ করে গেছে বটে, কিন্তু গুচ'র পুরানোরা কেউ না। সৌমিত্র বসুর প্রতিবেদনে সন্দেহ প্রকাশ কিম্বা তীব্র বিরোধিতাও করেছে কয়েকজন, কিন্তু তাই বলে নন্দীগ্রাম হত্যাকে জাস্টিফাই করেনি।

    আর সত্যি বলতে কি 'সিপিএম সমর্থকদের লজ্জা দুঃখ' প্রকাশ নিয়ে করবটা কী? সেই সময় পাড়ার সমর্থক ছেলেরা দিব্বি লজ্জাটজ্জা পেত, বলতও, অরণ্য'র পাড়া লেভেলে তেমন কানেকশান নেই বলে হয়ত জানেন না। কিন্তু ঐসব দিয়ে হবেটা কী? যদি একটা পূর্ণাঙ্গ তদন্ত না হয় তাহলে লাখে লাখে লোক দুঃখ পেলেও ঐ ধুয়ে জল খাওয়া যাবে না।
  • PT | 213.110.246.23 | ০৩ নভেম্বর ২০১৪ ০৮:৪৪653996
  • এতদিন সবাই আমাকে সিপিএম বলে দেগে দিত। এখন অনেকেই বলছেন যে আমি যা বলছি সিপিএমে সেসব করছে না!! নিজেদের অবস্থান ঠিক করুন আগে।
    আরে আমি মহায় একা নিজেকেই সামলাতে পারিনা। সিপিএমের সব দায় কি করে নিই।
  • | ০৩ নভেম্বর ২০১৪ ০৮:৪৬654007
  • কিন্তু মমব্যান না চেয়েও সারদা নিয়ে সিবিআই তদন্ত আটকাতে পারে নি, কিন্তু নন্দীগ্রাম নিয়ে দিব্বি আটকে দিল।
    কেন? এর পেছনে হোয়াট ইজ দ্য বিকজ,? হ্যাঁ ডিদি, কিছু জানেন?
  • Ishan | 183.17.193.253 | ০৩ নভেম্বর ২০১৪ ০৮:৪৭654018
  • ধুর তদন্ত হবেনা। এসব তদন্ত হয়না, সব্বার কোথাও না কোথাও টিকি বাঁধা আছে। সব ওপেন সিক্রেট গুলোই এখনও বাজারে এলনা। দাবীদাওয়া করা চলবে। কিন্তু কোনো ফলের আশা ছাড়াই করতে হবে আর কি।
  • Ishan | 183.17.193.253 | ০৩ নভেম্বর ২০১৪ ০৮:৪৯654030
  • আমি বলছি আমি বলছি। পিটি সিপিএমের রিভার্স তরমুজ। মানে আপেলের খোসা ঢাকা পেয়ারা। এ আমার দৃঢ় বিশ্বাস। আমার অবস্থান কিলিয়ার করলাম। :-)
  • | ০৩ নভেম্বর ২০১৪ ০৮:৪৯654028
  • কিন্তু কেন?? সারদাটা হচ্ছে তো। তার মানে কি সারদায় কেউ কেউ আছে যাদের টিকি বাঁধা নেই? তাই তারা এগিয়ে নিচ্ছে?
  • Ishan | 183.17.193.253 | ০৩ নভেম্বর ২০১৪ ০৮:৫১654031
  • অত আমি জানিনা। ব্যস। :-) (এইটা দকে)

    তবে সারদাতেও মনে হয় শেষ পর্যন্ত ঘোড়াড্ডিম হবে।
  • PT | 213.110.246.23 | ০৩ নভেম্বর ২০১৪ ০৮:৫৩654032
  • Ishan
    পুরনো লেখা খুঁজে দেখুন। সেখানে ঐ হাঁটার উল্লেখ পাবেন।

    "যদি একটা পূর্ণাঙ্গ তদন্ত না হয় তাহলে লাখে লাখে লোক দুঃখ পেলেও ঐ ধুয়ে জল খাওয়া যাবে না।"
    "দ"-কে অসংখ্য ধন্যবাদ। তদন্ত নিয়ে কিছু মানুষের কেন এত আপত্তি কে জানে।
    সব কিছুর ঠিক ঠাক প্রমাণ থাকলে আসলে বুজীরা যথেষ্ট ন্যাকাপনা করতে পারেনা। যেমন কলকাতায় গুলীতে ১৩ জনের মৃত্যু। কয়েকটা ধুমসো গায়ে ঘামের গন্ধ ব্যাটা ছেলে গুলিতে মরল-তাও আবার কংগ্রেসের। ধর্ষণ নেই, স্তনবৃন্ত কাটা হল না, শিশুর লাশ নেই আর হেজে যাওয়া গঙ্গায় দুএকটা লাশও মিলল না। এই সব মড়া দিয়ে বুজীরা কি করবে?
    একতা কবতে নাহয় পদ্যও কি লিখল কেউ? সত্যি সত্যিই-"সব মরণ নয় সমান"-অন্ততঃ বুজীদের কাছে।
  • π | ০৩ নভেম্বর ২০১৪ ০৮:৫৪654033
  • A petition was filed in the Calcutta high court on Thursday against the CBI chargesheet justifying 'police firing' in Nandigram when the high court had termed it unconstitutional. The petition will come up for hearing on February 12.

    এটার কী গতি হয়েছে, কেউ জানেন ?
  • dd | 132.172.174.254 | ০৩ নভেম্বর ২০১৪ ০৮:৫৭654034
  • সারোদাতে অলরেডী ঘোড়ার চাষ শুরু হয়েছে। এবারে বড়ো বড়ো ডিম পাড়বে তারা।

    কোথায় গ্যালো সেই প্রভাব শালা প্রভাবশালীর দল? এটলিস্ট মমতার পেন্টিংগুলো কে কে কিনলো সেই লিস্টি টাও বার করুক। আমরা সমৃদ্ধ হই।
  • Ishan | 183.17.193.253 | ০৩ নভেম্বর ২০১৪ ০৯:০১654035
  • এইটা পিটি ঠিকই বলেছেন। নন্দীগ্রামে মিডিয়াকে ঢুকতে দিলে, চারদিক ঘিরে ফেলে লাইফ "হেল" করে দেবার অঙ্গীকার না করলে সবই দেখা যেত, কোনো স্পেকুলেশনেরই দরকার ছিলনা। তবে সেজন্য বুজিদের দোষাটা ন্যাকামির ঠাকুদ্দা। বুজিরা তো মিডিয়ার ঢোকা আটকায়নি। আটকেছিল বুদ্ধবাবুর সরকার, আর তার চ্যালাগণ। সবকিছুর ঠিকঠাক প্রমাণ রাখলে তাদের নিশ্চয়ই খুব অসুবিধে হয়ে যেত। :-)
  • dd | 132.172.174.254 | ০৩ নভেম্বর ২০১৪ ০৯:০৫654036
  • সারোদার ইতিবৃত্ত শুনুন।

    সিপুএমের আমোলেই ভেনেজুয়েলা,সেনেগাল আর আম্রিগার সাথে শাঠ করে সিপুএম সারোদার বুৎপত্তি করে। তারপরে ইলেকশনে হেরে গিয়ে ঘাপটি মেরে বসে থাকে। সবই গট আপ খেলা।

    ততোদিনে সারোদা ফুলে ফেঁপে একশা। প্রথমে তিনোদের ছোটো তারপর ন,রাঙা,ফুল,মেজো - এইভাবে একেবারে বড়ো নেতাদের টপাটপ গিলে ফেল্লেন উনারা। এমন কি সরোল গোলগাল দিদিকেও সংস্কৃতির মোয়া খাইয়ে অখাদ্য ছোবিগুলো কোটি কোটি টাকায় কিনে নিলো।

    ব্যাস। পিছোনে পরে গ্যালো সিপুএম,কংরেস,বিজেপি আর আবাপ।

    হবেই তো। কলকাঠি নাড়ছে বড়ো পুঁজিপতি আর সি আই এ। ইন্ডিয়ার একমাত্রো সারভাইভিং বাম পার্টী ক্রমশঃ মিইয়ে গ্যালো। জামাতের সাথে মিলে জুলে চুড়ান্তো নিরপেক্ষতা আর অসাম্প্রদায়িকতাকেও দেগে দিলো খাগড়াবাড়ীর ষড়যন্ত্রো।

    এই হোলো বিত্তান্তো।(মাঝ ক্ঘান থেকে সুদুমুদু কেস খে গ্যালো কল্লোল আর পোতুল)
  • PT | 213.110.246.23 | ০৩ নভেম্বর ২০১৪ ০৯:০৮654037
  • হে, হে-অর্ধসত্য আর কারে কয়। রাস্তা কেটে আর গাছ ফেলে সকলের ঢোকাই বন্ধ করে দিয়েছিল বিপ্লীবিরা অনেক আগে থেকে।
  • Ishan | 183.17.193.253 | ০৩ নভেম্বর ২০১৪ ০৯:১১654038
  • বাপরে, সে সময় সে কী সিংহগর্জন। লাইফ হেল করে দেব থেকে শুরু। তারপর মিডিয়া আটকানো তো ট্রিভিয়াল ব্যাপার। সবশেষে যাদের কয়েন তাদের ফিরিয়ে দিলাম। উফ। নাটুকে মুখ্যমন্ত্রী আর তার পোঁ ধরা মোসায়েবদের বিরুদ্ধে "কেন মিডিয়াকে ঢুকতে দিচ্ছেন না" এই কথা বলার সাহস যদি তখন দেখতাম, তাহলে কী আর জল এতদূর গড়াত?

    অবশ্য সাহস আসবেই বা কোথা থেকে। সেই পোঁ ধর বুজিরা তো বেসিকালি মোসায়েব। এখন দল বদলেছেন। এই বুজিদের দেখে শেখার আছে কিন্তু।
  • lcm | 118.91.116.131 | ০৩ নভেম্বর ২০১৪ ০৯:১২654039
  • শাঠ করে ! আমি ভাবলাম বোধহয় - ভেনেজুয়েলা/সেনেগাল/আম্রিগা/লক্ষণশেঠ..
  • Ishan | 183.17.193.253 | ০৩ নভেম্বর ২০১৪ ০৯:১৪654041
  • শোনেন, কান খুলে শোনেন। একটা ঘনবসতিপূর্ণ গোটা ব্লকের আধখানা অধিগ্রহণ করে নিচ্ছি বলে নোটিস জারি করলে, ওরকম হবেই। যা হতে পারত, তার চেয়ে অনেক কম হয়েছে। বুদ্ধবাবু আর বিনয় কোঙারের সে জিনিস সামলানোর দম ছিলনা। থাকার কথাও নয়। সেজন্য অনেক তড়পে টড়পে এই হাল হয়েছে। ও নিয়ে আক্ষেপ করে আর কী হবে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লুকিয়ে না থেকে মতামত দিন