এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • লজ্জা ও ঘৃণার কালো ইতিহাস : টই

    SC
    অন্যান্য | ০১ নভেম্বর ২০১৪ | ৫৮৩৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • aranya | 78.38.243.218 | ০৩ নভেম্বর ২০১৪ ০৯:১৫654042
  • দ, আমার পাড়া লেভেলে কিছু যোগাযোগ আছে।

    কোন পাড়া-র কে দুঃখ প্রকাশ করেছে, তা নিয়ে আমি কিছু লিখি নি।

    অন্য থ্রেডে পিএম লিখেছিলেন, 'গুরুর নিরপেক্ষ বিবেকরাও তা নিয়ে ২০১১ সালের পরে আর নন্দীগ্রাম তদন্ত নিয়ে উচ্চ- বাচ্চ করেননি- আন্দোলন তো দূরের কথা প্রতিকী প্রতিবাদ পর্য্যন্ত করেন নি কেউ'

    সেই প্রসঙ্গেই আমি লিখি - 'সিপিএম-এর গুন্ডা-রা অন্তত ২০০৭ নভেম্বরে অপারেশন সূর্যোদয় যে ঘটিয়েছিল, নন্দীগ্রামের সাতেংগাবাড়ীতে অত্যাচার চালিয়েছিল, তাতে তো কোন সন্দেহ নেই।
    এ পাতায় কোন সিপিএম সমর্থক-কে তাই নিয়ে দুঃখপ্রকাশ করতে বা লজ্জা পেতে দেখি নি, একমাত্র কৃশানু ছাড়া।
    আপনি আচরি ধর্ম, পরেরে শিখাও।'

    বুঝতেই পারছেন, পুরোটাই গুরু-র পাতায় লেখালিখি নির্ভর।

    আমার যেটা মূলত বলার ছিল, তা হচ্ছে এই -

    সিপিএম সমর্থক-রা যদি সিপিএম-কৃত গণহত্যা, অত্যাচার নিয়ে আন্দোলন তো দূরের কথা প্রতিকী প্রতিবাদ (লজ্জা, দুঃখ ইঃ) পর্য্যন্ত না করেন, তাহলে অন্যদের কাছে কিছু আশা করা উচিত নয়।

    আপনি আচরি ধর্ম, পরের শিখাও (বোল্ড এন্ড আন্ডারলাইন্ড)।

    আর তদন্ত নিয়ে গুরুতে কারও আপত্তি কখনও দেখি নি। পিটি হয়ত গুরু-র বাইরের লোকজনের কথা বলছেন।
  • lcm | 118.91.116.131 | ০৩ নভেম্বর ২০১৪ ০৯:১৬654043
  • আহা পিটি তো বলে দিয়েছেন, নন্দীগ্রামে পুলিশের সাথে এন্‌কাউন্টারে ১৪ জন গুলিতে মারা যান। দুদিক থেকে এন্তারসে গুলি চালাচালি হচ্ছিল - তাতে গ্রামবাসীর কয়েকজন মারা যান, সৌভাগ্যবশত পুলিশের কিছু হয় নি।

    জ্যোতি বসু বুঝতে পারেন নি তাই কোশ্চেন করেছিলেন - পুলিশের গুলি গ্রামবাসীর পিঠে লাগল কেন? বাসুজী তো আর জানতেন না, যে গ্রামবাসীরাও গুলি চালিয়েছিল পুলিশকে।

    গুরুর সিপিএম সমর্থকরাও জানতেন না, খামোখা মিছিলে হাঁটলেন।

    আসল সত্য পিটি জানেন।
  • aranya | 78.38.243.218 | ০৩ নভেম্বর ২০১৪ ০৯:৪০654044
  • সারদা নিয়ে সিবিআই তদন্ত চলছে, বিজেপি চাইছে বলে।
    আশা করি, বিজেপি-তিনো কোন গট-আপ হবে না সেশ পর্যন্ত
  • PT | 213.110.246.23 | ০৩ নভেম্বর ২০১৪ ০৯:৪৮654045
  • "সিপিএম-কৃত গণহত্যা"
    গণহত্যা কারে কয়? বাম আমলের রাজনৈতিক হত্যা যদি গণহত্র্যা হয় তাহলে দিল্লে দাঙ্গা, গোধরা এগুলো কি? ইহুদি নিধনের কথা নাই বা তুললাম।

    "তাহলে অন্যদের কাছে কিছু আশা করা উচিত নয়"
    অর্থাৎ নন্দীগ্রামের গপ্প কথা আর মিথ্যা প্রচারের নিন্দাও কেউ করবেন না,এইত বাংলা মানে?

    ....খামোখা মিছিলে হাঁটলেন।
    এখন সত্যি মনে হচ্ছে যে সেটা ঐতিহাসিক ভুল ছিল।

    "আসল সত্য পিটি জানেন"
    সিবিআই চার্জশীটটা ভাল করে পড়ে নিতেও কেন এত অনীহা কে জানে!!
  • aranya | 78.38.243.218 | ০৩ নভেম্বর ২০১৪ ১০:০৫654046
  • বাংলা মানেটা এইরকম -

    আপনি নিজে যদি সিপিএম-এর খুনজখমের, অত্যাচারের নিন্দা না করেন, তাহলে অন্যদের কাছে অন্যায়ের প্রতিবাদের আশা করেন কেন?

    আপনি নিজে, এবং অন্য সিপিএম সমর্থকরা যত ইচ্ছে নন্দীগ্রামের গপ্প কথা আর মিথ্যা প্রচারের নিন্দা করে যান। আরও অনেকে আপনাদের সাথে গলা মেলাক, সে দাবী আপনাদের করা শোভা পায় না।

    কারণ সিপিএম-এর বিভিন্ন অন্যায়, অত্যাচার সম্বন্ধে আপনারা নীরব।
    বরং গণহত্যা শব্দ-টি-র সংজ্ঞা জানতে আগ্রহী। কি আর বলব..

    যাই হোক, জানতে চাইছেনই যখন -

    Mass murder (in military contexts, sometimes interchangeable with "mass destruction") is the act of murdering a large number of people (four or more), typically at the same time or over a relatively short period of time

    আপনি আচরি ধর্ম, পরের শিখাও - এই লাইনটা কয়েক বার লিখলাম। এটা একটু ভেবে দেখুন বরং
  • aranya | 78.38.243.218 | ০৩ নভেম্বর ২০১৪ ১০:০৮654047
  • দিল্লী-র শিখ হত্যা, গোধরায় মুসলমান খুন, হিটলারের ইহুদী নিধন -এগুলো জেনোসাইড। জেনোসাইডের বাংলা আমার জানা নেই
  • - | 109.133.152.163 | ০৩ নভেম্বর ২০১৪ ১০:১২654048
  • নন্দীগ্রামও তো জেনোসাইড, না? অ্যাটলিস্ট উতুবের লিং যেটা দেয়া হয়েছিল, তাইই তো লেখা ছিল।
  • lcm | 118.91.116.131 | ০৩ নভেম্বর ২০১৪ ১০:১৫654049
  • ঠিক কইসেন।
    আপনে যেমন সিবিআই চার্জশিট দেইখ্যা নন্দীগ্রামের সত্য জানলেন।
    আমিও তেমন মোদির কেসে ঐ যে সুপ্রিম কোর্ট ত্যাম্প দিয়া দিল ক্লিন চিট - ঐডা থেকে সত্য জানলাম।

    সত্য, সব সত্য। কাল , মহাকাল।
  • সিকি | ০৩ নভেম্বর ২০১৪ ১০:৩২654050
  • গণহত্যা। জেনোসাইডের বাংলা।
  • PT | 213.110.243.22 | ০৩ নভেম্বর ২০১৪ ১০:৫০654052
  • "কারণ সিপিএম-এর বিভিন্ন অন্যায়, অত্যাচার সম্বন্ধে আপনারা নীরব"

    আলাদ করে টই খুলুন এসব নিয়ে। তার পরে দেখুন কিছু লিখি কিনা। নিন্দাই করব এমন কথা নেই-সেটা নির্ভর করবে অন্যেরা কি লিখছে তার ওপরে। কারণ অনেকেরই দেখছি রাজনৈতিক খুন, দাঙ্গা, গণহত্যা, রাষ্ট্রীয় সন্ত্রাস আর রাষ্ট্রের আইন মাফিক গুলী চালনোর অধিকার সব কিছু ঘেঁটে গিয়েছে।
  • aranya | 78.38.243.218 | ০৩ নভেম্বর ২০১৪ ১০:৫৭654053
  • আমার অন্তত কিছু ঘাঁটে নি - মাস মার্ডার-এর বাংলা হিসাবে গণহত্যা কথাটা ব্যবহার করেছি, আবারও করব।
    করন্ডায় তৃণমূল সমর্থক ক্ষেতমজুর-দের পুড়িয়ে মারা, বিজনসেতুতে আনন্দমার্গী-দের পুড়িয়ে মারা, নন্দীগ্রাম সাতেঙ্গাবাড়ি-তে ভাড়াটে গুন্ডা নামিয়ে মানুষ খুন - এসব-কে তো আর 'রাষ্ট্রের আইন মাফিক গুলী চালনোর অধিকার' বলে ঢাকা দেওয়া যায় না।
  • d | 24.97.94.139 | ০৩ নভেম্বর ২০১৪ ১১:৪৫654054
  • ডিডি, ঈশান,
    ঘোড়াড্ডিম তো বটেই। কিন্তু এই যে একটা ´ধর ধর ঐ চোর ঐ চোর´রব উঠল, সেটাও নেহাত কম কিছু নয়। সততার হাওয়াই চটির স্ট্র্যাপে যে দু চার পিস হীরে লুকানো থাকতেও পারে এই সন্দেহটাই তো লোকের মনে ঢুকে গেছে। আমিই তো সেই ভোটের ফল বেরোনরে পরে গোপন ক্রেতাকে ছবি বিক্রীর আগে পর্যন্ত অন্য সব দোষ সত্ত্বেও সৎ লোক বলেই ভাবতাম। তখনই প্রথম সন্দেহটা ঢোকে।
  • d | 24.97.94.139 | ০৩ নভেম্বর ২০১৪ ১১:৫২654055
  • অরণ্য´র কথায় বোল্ড আন্ডারলাইন সত্ত্বেও আমি বুঝতে লারলাম। গুচ´র সিপিএম সমর্থকরা কার কাছে ক্ষমা চাইবে্‌ আপনার কাছে? কেন? আর চাইলেই বা কী ঘোড়াড্ডিম হবে?

    এখানেই আসছে পাড়ার সমর্থকদের কথা। অনেকেই লজ্জিত ও দুঃখিত ছিলেন, তাতে নন্দীগ্রামের অ্যাফেক্টেড লোকেদের কিস্যু উপকার হয় নি, হবার কথাও না।
  • PM | 233.223.155.17 | ০৩ নভেম্বর ২০১৪ ১২:০১654056
  • -" সিপিএম-এর গুন্ডা-রা অন্তত ২০০৭ নভেম্বরে অপারেশন সূর্যোদয় যে ঘটিয়েছিল, নন্দীগ্রামের সাতেংগাবাড়ীতে অত্যাচার চালিয়েছিল, তাতে তো কোন সন্দেহ নেই।"

    তাহলে তদন্ত না চাওয়া/হতে না দেওয়ার জন্য এই ঢাল?

    "নন্দীগ্রামের সাতেঙ্গা বাড়িতে অত্যাচার নিয়ে সন্দেহ না থাকলে অন্তত সেটা নিয়ে তদন্ত হোক ? সরকার তো বামেদের নয়। আপনাদের প্রার্থনা অনুযায়ী অদুর ভবিষ্যতে আসার সম্ভাবনাই নেই? এই তো কদিন আগে এক রায়ে ১১ জন সিপিএম সমর্থকের কারদন্ড হয়েছে। এক্ষেত্রে দোষীদের তদন্ত/শাস্তি দিতে এতো অনীহা কেনো?

    ৩ মাস নন্দীগ্রামকে মুক্তা্চল করার তদন্ত-ও হবে তো? সেক্ষেত্রেও দোষীরা শাস্তি পাবে তো?

    নন্দীগ্রামকে মুক্তাচল করা যতটা অপারধ, অপারেশন সান সাইন-ও ততটাই অপরাধ। দুটোর-ই নিন্দা করি সমান ভাবে। যেদিন প্রথম রাস্তা কাটা হয়েছিলো সেদিন-ই প্রাশাসনের নিজের রিট প্রতিষ্ঠা করা উচিত ছিলো। তাহলে এতো সব কিছুই হতো না। হোক কলরবের মতো মিয়নো মুড়ি হতো।

    প্রাশাসক হিসেবে এটা বুদ্ধবাবুর শোচনীয় ব্যার্থতা।

    এই প্রসংগে গুলি চালনার নির্দেশ দেবার জন্য সিবিআই exCM কে অভিযুক্ত করে নি। অন্তত এইটুকু তদন্ত তো হওয়া উচিত এটা বার করার জন্য যে কোন IPS/IAS অফিসার ঐ নির্দেশ দিয়েছিলো--সে প্রাশাসনে আজ কি পদে আছে ? কোনো টাকা পয়্সা লেনদেন হয়েছিলো কিনা? ইত্যাদি
  • জটাশঙ্কর ওঝা | 99.0.187.179 | ০৩ নভেম্বর ২০১৪ ১২:১৪654057
  • নন্দীগ্রামের তদন্তটুকুও যদি চাইতে লোকে ভয় পায় বা অনীহা দেখায় তাদের জন্য বিশেষণ ব্যবহার ছাড়া উপায় দেখিনা।
  • PT | 213.110.243.22 | ০৩ নভেম্বর ২০১৪ ১২:৪৮654058
  • আরো বিস্ময়ের ব্যাপার এই যে কলকাতায় ১৩ জনের নিহত হওয়া নিয়ে বুজিরা বিশেষ তদন্তের দাবী জানায় নি বা এই ঘটনাকে বুজীরা "গণহত্যা"-ও বলেনি। এখন কমপক্ষে ১৪ টি মৃতদেহ থাকলে সেখান থেকে "গনহত্যা" শুরু হয় কিনা কে জানে!!
    (মৃতদের নিয়ে এই নোংরা কথাগুলো লিখতে খারাপ লাগছে কিন্তু না লিখে উপায় নেই)

    তবে আসল কারণটা কি এই যে এর সঙ্গে জড়িত থাকার সম্ভাবনা যার সেই মণীষ গুপ্ত এখন তিনো সরকারের মন্ত্রী? আর বুজীরা তিনোর মন্ত্রীদের বিপদে ফেলতে চায়না?
  • lcm | 118.91.116.131 | ০৩ নভেম্বর ২০১৪ ১৩:০৪654059
  • তদন্ত ফদন্ত হয় না।
    সত্তরের সন্ত্রাসের তদন্ত আশিতে হয় না। আশিরটা নব্বুইয়ে হয় না। রাজনৈতিক খুনোখুনি, দুর্নীতির তদন্ত হয় না।
    এই ধরুন না, এই যে সারদা কেস - কাল যদি বাম বা বিজেপি ক্ষমতায় আসে, কোনো পার্টিই কোনো তদন্ত করবে না। বা করলেও ঐ নামকাওয়াস্তে।
  • জটাশঙ্কর ওঝা | 99.0.187.179 | ০৩ নভেম্বর ২০১৪ ১৩:১৫654060
  • এক্কেবারে আদর্শ তিনোমুলী অসহিষ্ণুতা। কল্লোলদা জব্বর অস্ত্র দিয়েছেন।
  • PT | 213.110.247.221 | ০৩ নভেম্বর ২০১৪ ১৩:১৯654061
  • চাইলেই হয়।
    ২০০১-এর কোনএকটা হত্যাকান্ড নিয়ে তদন্ত হয়ে প্রায় এক দশক বাদে একদল সিপিএম সমর্থকের শাস্তি হয়েছে।
    জয়ললিতার জেলও তো হয়েছে দেখলাম।
    আর সারদা কেসের তদন্ত সুপ্রীম কোর্টের আদেশে হচ্ছে। কাজেই কোন সরকারের পক্ষে সেই তদন্ত বন্ধ করা একটু কঠিন ব্যাপার।
    আর বাংলাদেশে তাবড় তাবড় জামাতে ইত্যাদি নেতাদের জেল বা ফাঁসী হচ্ছে।
  • dd | 132.167.175.92 | ০৩ নভেম্বর ২০১৪ ১৩:৪০654063
  • গ্যালিলিও ও তো ছাড়া পেয়েছেন সম্প্রতি, পোপ বাবু সরি চেয়েছেন।

    হায় সুদু কল্লোলেরই কেস চলতেই থাকে।
  • pi | 24.139.221.129 | ০৩ নভেম্বর ২০১৪ ১৮:৩৪654064
  • পিটিদা ঐ ব্লগে লিখেছেন,
    'Re: লজ্জা ও ঘৃণার কালো ইতিহাস
    Comment from PT on 03 November 2014 07:46:05 IST 213.110.246.23 (*) #
    "কারাত-ইয়েচুরি-বিমান এখন যে প্রকাশ্যে এম-এল এর সাথে এবং গত বিধানসভা নির্বাচনে মমতার জোটসঙ্গী এসইউসির সাথে জোট বেঁধে আন্দোলন করতে ঘোষণা করেছেন-- এটা বুঝতে পারছেন না?"
    এই হাস্যকর কথাবর্তাগুলো লেখা দয়া করে বন্ধ করুন। আবাপ যেভবে গপ্প লিখছে আপনি সেইভাবেই গুরুতে উগরে দিচ্ছেন।
    আপনার কি মনে হচ্ছে যে এম-এল আর এস-ইউ-সিকে গলায় গামছা দিয়ে টেনে এনে সিপিএম জোট করছে? এম-এল আর এস-ইউ-সি তিনোর কাছে যেরকম কষিয়ে লাথি খেয়েছে তাতে আগামী দশ বছরে তাদের নেতারা চেয়ারে বসতে পেছনে ব্যথা পাবে।
    আর সিপিএম যা যা "ভুল" করেছে সেগুলো এরা না করে থাকলে, জনগণের আশীর্বাদে এদের ফুলে-ফলে পল্লবিত হওয়ার কথা। তা তো হয়নি। অর্থাৎ যে বামেরা "ঠিক ঠিক" কাজ করেছে মানুষ তাদেরও সমর্থন করছে না। অর্থাৎ সমস্যা অন্যত্র।
    এই গভীর সমস্যার বিষয়টা নিয়ে আরেকটু তলিয়ে ভাবা দরকার নয় কি?

    আর চিন্তা করবেন না। সিপিএমের অন্তর্জলী যাত্রায় আপনি আনন্দ পেলেও, এই ছোট বাম দল গুলো কুটোর মত ভেসে যাবে। আমি আগে সন্দেহ করেছিলাম। কিন্তু এখন নিশ্চিত যে আপনি এবং আপনার মত রাজনীতিতে বিশ্বাসীরা সব ধরণের বামেদের আটকানোর জন্য সত্যি সত্যি বিজেপিকে পব-তে বরণডালা হাতে স্বাগত জানানোর প্রস্তুতি নিচ্ছেন।

    --------------

    তা পিটিদা, ঝাড়া পৌনে একঘণ্টা সীতারাম য়েচুরির বক্তব্য শুনে এলাম। তা তিনি তো দেখলাম বারে বারে বললেন, অন্য বাম দলেদের পাশে চাই, আর কোন উপায় নাই, এবং এ কাজে সিপিএমকেই উদ্যিগ নিতে হবে । আর সেটা উপরের তলায় আপিসিয়ালি গাঁটছড়া বাঁধা থেকে শুরু করে একদম তৃণমূল স্তরেও হতে হবে। কলেজ ইউনিভার্সিটির নির্বাচনেও একসাথে লড়তে হবে ইঃ ই। ঘুরিয়ে ফিরিয়ে বহুবার, একই বক্তব্য ঃ)
    এগুলো নিজের কানে ওঁর মুখ থেকে শোনা, মাঝে কোন গপ্পোবাজ আবাপ টাবাপর কোন সিনই নাই।
  • PT | 213.110.247.221 | ০৩ নভেম্বর ২০১৪ ১৮:৪৪654065
  • তাতে প্রমাণ হল যে এসিউসি আর এম-এল কিছুতেই যেতে চাইছে না কিন্তু সিপিএমেকে দয়া করার জন্য জোট বাঁধতে রাজী হয়েছে? গতকাল আম্মো ফোকাস বাংলাতে ঝাড়া একঘন্টা আলোচনা শুনেছি। সেখানে এসিউসি, এম-এল আর পিডিসের প্রতিনিধিরা ছ্লেন। সিপিএমের কেউ ছিল না। সকলেই সিপিএমের আদ্যশ্রাদ্ধ করে শুরু করলেন কিন্তু বোঝা গেল যে তাঁরা জোট বাঁধতে রাজী। শেষে এম-এল আর পিডেসের মধ্যে ঝগড়া লেগে গেল দুজনের মধ্যে কে সাচ্চা বাম তাই নিয়ে। এম-এল তো পিডিএসকে প্রায় সংশোধনবাদী-ই বলতে চাইল।

    কাজেই নিজেই নিজেকে কোট করিঃ
    "সিপিএম যা যা "ভুল" করেছে সেগুলো এরা না করে থাকলে, জনগণের আশীর্বাদে এদের ফুলে-ফলে পল্লবিত হওয়ার কথা। তা তো হয়নি। অর্থাৎ যে বামেরা "ঠিক ঠিক" কাজ করেছে মানুষ তাদেরও সমর্থন করছে না। অর্থাৎ সমস্যা অন্যত্র।"
    সেই সমস্যাটা কি তার একতা ব্যাখ্যা প্রয়োজন এখন।
  • lcm | 118.91.116.131 | ০৩ নভেম্বর ২০১৪ ১৯:৫৫654066
  • হ্যঁ, যদ্দিন লাগে লাগুক, তদন্তগুলি যেন কম্প্লিট হয়।
    হোক্‌তদন্ত।
  • ইয়ে মানে | 126.203.206.213 | ০৩ নভেম্বর ২০১৪ ২০:১৭654067
  • হরতোষ চক্রবর্তী কমিশনের রিপোর্ট কি কারো কাছে আছে? থাকলে একটু শেয়ার করবেন?
  • | ০৩ নভেম্বর ২০১৪ ২০:১৮654068
  • বাংলাদেশের যুদ্ধাপরাধের শাস্তি 'শেখের বেটি' না এলে কদ্দুর কী হোত খুব সন্দেহ আছে। প্রায় গোটা মুক্তিযুদ্ধের ইতিহাসটাই সুনিপুণভাবে মুছে দেবার চেষ্টা চলেছে, তার কিছু কিছু নমুনা, উইকি'র পেজে অনবরত ইতিহাস কারেক্ট করে যাওয়া, অনবরত লড়াই জারি রাখাটা কিছু কিছু নিজের চোখেই দেখেছি। আর বিচারে সর্বোচ্চ শাস্তির জন্য চাপ, শাহবাগ এগুলোও তো ইতিহাস হয়ে যাচ্ছে।
  • | ০৩ নভেম্বর ২০১৪ ২০:২০654069
  • কাজেই তদন্ত চেয়ে লাগাতার লেখালেখি করে যাওয়া দরকার, এটা আমার ব্যক্তিগতভাবে মনে হয়। লেখালেখি মানে ব্লগ, প্রবন্ধ ইত্যাদি। 'তুই বেড়াল না মুই বেড়াল' টাইপের কাঁইকিচির নয়।
  • aranya | 154.160.130.94 | ০৩ নভেম্বর ২০১৪ ২০:৫৭654070
  • 'তাহলে তদন্ত না চাওয়া/হতে না দেওয়ার জন্য এই ঢাল?'

    - পিএম-এর বিশ্লেষণী শক্তি-র প্রশংসা করি ;-)
  • aranya | 154.160.130.94 | ০৩ নভেম্বর ২০১৪ ২১:০৪654071
  • পিএম লিখেছিলেন - 'মজার কথা কি বলুনতো , গুরুর নিরপেক্ষ বিবেকরাও তা নিয়ে ২০১১ সালের পরে আর নন্দীগ্রাম তদন্ত নিয়ে উচ্চ- বাচ্চ করেননি- আন্দোলন তো দূরের কথা প্রতিকী প্রতিবাদ পর্য্যন্ত করেন নি কেউ'।

    এই নিরপেক্ষ বিবেকরা তদন্ত চান নি, এমন কোথাও একবারও বলেছেন কি? তাহলে এদের কিসের দোষ দিচ্ছেন? আপনি এবং আপনারাও তো সিপিএম-এর কোন অত্যাচারেরই তদন্ত চান নি কখনো। তদন্ত চাওয়া তো দূরের কথা, বিন্দুমাত্র লজ্জা বা দুঃখের প্রকাশ-ও দেখি নি।

    এইটুকুই বলার।
  • জটাশঙ্কর ওঝা | 99.0.152.20 | ০৩ নভেম্বর ২০১৪ ২১:১৫654072
  • যাক এই টই তাহলে দুপক্ষই হাত মিলিয়ে ক্লোজ করা যাক, হোক তদন্ত।
  • aranya | 154.160.130.94 | ০৩ নভেম্বর ২০১৪ ২১:২৯654074
  • দ এখনো বুঝলেন কিনা জানি না।
    অবশ্য উনি যদি সত্যিই মনে করেন, গুচ-র সিপিএম সমর্থক-দের আমার কাছে ক্ষমা চাইতে বলছি, তাহলে ওনাকে কিছু বোঝাতে পারব, সে আশা নেই। আমারই অক্ষমতা।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভালবেসে প্রতিক্রিয়া দিন