এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • লজ্জা ও ঘৃণার কালো ইতিহাস : টই

    SC
    অন্যান্য | ০১ নভেম্বর ২০১৪ | ৫৮৩২ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • aranya | 154.160.130.94 | ০৩ নভেম্বর ২০১৪ ২১:৩৬654075
  • কল্লোল কেন এটার প্রতিবাদ করেন নি, ওটা নিয়ে কিছু বলেন নি, রঞ্জন কেন চুপ, গুরু-র বিবেক-রা কেন কিছু বলছেন না, এই অভিযোগ দেখে দেখে হেজে গেলাম।

    এখানেই 'আপনি আচরি ধর্ম, পরেরে শিখাও' - এই কথাগুলো আসে
  • PM | 233.223.159.253 | ০৩ নভেম্বর ২০১৪ ২২:০৮654076
  • "কল্লোল কেন এটার প্রতিবাদ করেন নি, ওটা নিয়ে কিছু বলেন নি, রঞ্জন কেন চুপ, গুরু-র বিবেক-রা কেন কিছু বলছেন না, এই অভিযোগ দেখে দেখে হেজে গেলাম।"

    লক্ষ্য করলে দেখবেন যাদের নাম আপনি করেছেন তাঁরা সকলেই নিজেদের নিরপেক্ষ বলে দাবী করেন। sm ব্রতীন এদের বক্তব্য নিয়ে লোকের খুব কিছু আপত্তি নেই।

    রন্জনদা, কাল্লোলদা নিজের নিরপেক্ষ তকমাটা সরিয়ে নিন, নিজের রাজনৈতিক অবস্থানকে "প্যথোলোজিকাল সিপিয়েম বিরোধী " বলে মেনে নিলেই কোনো ফালতু এক্সপেক্টেসন থাকে না। ঃ) আপনিও হেজে যাবার হাত থেকে বাঁচতে পারেন ঃ)
  • pinaki | 90.254.154.105 | ০৩ নভেম্বর ২০১৪ ২২:১২654077
  • সিবিআই নিয়ে যেটুকু জানি (ভুল বললে শুধরে দেবেন) -

    ১) নন্দীগ্রামের ১৪ই মার্চের ঘটনা ঘটার পরে মূলতঃ তিনোমূল সেই ঘটনার সিবিআই তদন্ত দাবী করে। সিপিএম তার বিরোধিতা করে। কেউ বোধহয় কোর্টে কেস করে। কোর্টেও সরকারের তরফে এর বিরোধিতা করা হয়। হাইকোর্টে সরকার পক্ষের বিরোধিতা দাঁড়ায় না এবং হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দেয়। (আজকের সিবিআই পন্থীরা তখন সিপিএম যখন সিবিআই এর বিরোধিতা করেছিল তখন যদিও বিবেক গূহ্যস্থানে লুকিয়ে বসেছিলেন)

    ২) এই তদন্তের মূল জায়গাটা ছিল ১৪ই মার্চের গুলি চালনা। কার নির্দেশে কিভাবে গুলি চলল, সেটার পিছনে কোনো চক্রান্ত আছে কিনা, গুলি চালনা আইনি ছিল কিনা, ইত্যাদি। কজনের লাশ হলদি নদীতে ভাসানো হয়েছে আর কজনের স্তনবৃন্ত কেটে নেওয়া হয়েছে - সেগুলো সিবিআই তদন্তের বিষয় ছিল না বলেই জানি। গুলিচালনার পরে ১৪ এবং ১৫ই মার্চ ভাড়াটে গুন্ডারা যে অপারেশন চালিয়েছিল - সেগুলো ও খুব সম্ভবতঃ এই তদন্তের বিষয় নয়। অপারেশন সূর্যোদয়ও সিবিআই তদন্তের আওতায় ছিল না।

    ৩) যে চার্জশীটের উল্লেখ করে এত হম্বিতম্বি, সেখানে তো কোথাও আন্দোলনকারীরা গুলি ছুঁড়েছে এমন কথা পড়লাম না। কেউ কোট করে দিলে খুশী হব। মিস করে গিয়ে থাকতে পারি। আমি যতটুকু পড়লাম তাতে বলা আছে আন্দোলনকারীরা ইঁট পাথর ছুঁড়েছিল। আন্দোলনকারীদের কাছে ভোজালি ইত্যাদি ছিল। কিন্তু বন্দুক পিস্তল ছিল - এমন কথা দেখলাম না। এখন ইঁট পাথর ছোঁড়ার কথা কেউ কোনোকালেই অস্বীকার করে নি। নন্দীগ্রাম নিয়ে যেকটি ভিডিও আছে সেখানেও পরিষ্কার দেখা গেছে ইঁট পাথর ছোঁড়া হচ্ছে। এইটা দিয়ে যাঁরা বুকে মাথায় গুলি চালনাকে জাস্টিফাই করতে চাইছেন তাঁদের বিবেক-বুদ্ধি যে গূহ্যস্থান থেকে বেরিয়ে আলোর মুখ দেখে নি - সেটা নিয়ে আলোচনার খুব একটা অবকাশ নেই।

    ৪) সিবিআই চার্জশীটের টোনটা পুলিশ অ্যাকশনকে জাস্টিফাই করে লেখা ঠিকই, কিন্তু ঐ চার্জশীটে খুব পর্দা ফাঁসকারী কিছু আছে বলে তো মনে হল না। মেইনলি পুলিশের দেওয়া চার্জশীট, এফ আই আর ইত্যাদির উপর বেস করেই লেখা। পুলিশ একশনটা পরপর লীগাল স্টেপস মেনে করা হয়নি সেইটা যাঁরা ভেবেছিলেন তাঁদের জন্য ঐ চার্জশীট খুব হতাশাজনক হতে পারে, বা কেউ কেউ হয়তো এমন আশা করেছিলেন (বা তাঁদের সেভাবে বোঝানো হয়েছিল হয়েছিল) যে সিবিআই চার্জশীটে বুদ্ধ ভটচযকে মূল দোষী ঠাওরানো হবে - তাঁদের জন্যও এই চার্জশীট হয়তো একটা সেটব্যাক। কিন্তু আন্দোলনটা মোটেই এই পয়েন্টের উপর দাঁড়িয়ে ছিল না যে নন্দীগ্রামের গুলিচালনা বেআইনি। মূল বিরোধিতাটা রাজনৈতিক। এবং নৈতিক। নিজেদের জমি বাঁচাতে জড়ো হওয়া মব ইঁট পাথর ছুঁড়লেও সেখানে গুলি চালিয়ে ১৪ জনকে মেরে ফেলা যায় কিনা, বহুজাতিকের হয়ে জমি দখলের জন্য দুদিন ধরে একটা এলকাকে অবরুদ্ধ করে রেখে সশস্ত্র ক্যাডার দিয়ে ভয়াবহ সন্ত্রাস চালানো যায় কিনা, ইত্যাদি। সেই পয়েন্টগুলো গুলিচালনা আইনি হলেও ভ্যালিড থাকবে, বেআইনি হলেও তাই। সেগুলোর বিচার সিবিআই করে না। জনতা করে।

    ৫) এই চার্জশীট থেকে সিপিএমের পাওনা একটাই। সরাসরি বুদ্ধ ভাটচাজকে গুলি চালানোর নির্দেশ দেওয়ার জন্য দায়ী করা হয় নি। তার চেয়ে বেশী নাপানাপি যাঁরা করছেন, হয় না বুঝে করছেন (বাখি) বা অতি চালাকি করে করছেন (ধাবা)। কারণ সেই মুহুর্তে ফর্মাল নির্দেশ বুদ্ধবাবুর কাছ থেকে না এলেও সিপিএম যে পুলিশ ক্যাডার নিয়ে মরিয়া হয়ে নন্দীগ্রাম দখলের জন্য ঝাঁপিয়েছিল - এ নিয়ে কারুর মনে সন্দেহ নেই (কিছু বাখি বা ধাবা বাদ দিয়ে)। আর দ্বিতীয়তঃ নন্দীগ্রামে সিপিএমের চালানো সন্ত্রাস এই সিবিআই তদন্তের ডোমেনের বাইরের বিষয়।

    ৬) সিবিআই কিছু পুলিশ অফিসারকে বোধহয় প্রসিকিউট করতে চাইছে। তিনোদের মূল সমস্যাটা সেইখানে কারণ এই পুলিশ অফিসারেরা এখন পরিবর্তিত পরিস্থিতিতে তিনোদের ঘরের লোক হয়ে গেছে। তিনোরা সহযোগিতা না করলে তার প্রতিবাদ হওয়া উচিৎ। কিন্তু আমি যদ্দূর বুঝি এখানে তিনোরা বেশীদিন সহযোগিতা না করে থাকতে পারবে না, কারণ সিবিআই তদন্তটা হচ্ছে হাইকোর্টের নির্দেশে। তিনোরা এই তদন্ত চাইলেই বন্ধ করে দিতে পারবে বলে মনে হয় না।

    ৭) এতকিছুর পরেও আবারও বলি, যাঁরা সিবিআই নিয়ে হঠাৎ প্রচন্ড সরব হয়ে উঠেছেন, ভাবখানা এমন যেন সিবিআই এর এই চার্জশীটটা ধরে এগোলেই সব চক্রান্তের পর্দা ফাঁস হয়ে যাবে, তাঁদের বলি - অত উতলা হবেন না। এই চার্জশীটের সব অভিযোগ সত্যি প্রমাণিত হলেও তাতে বড়জোর বুদ্ধবাবুর সরাসরি 'খুনি' তকমা থেকে একটু মুখরক্ষা হবে। ওনার বা বাম সরকারের প্রশাসনিক ফেইলিওর, বা 'ঢপবাজ মুখ্যমন্ত্রী' হিসেবে যে পরিচিতি, তার কোনো পরিবর্তন হবে না। আর সিঙ্গুর নন্দীগ্রামের আন্দোলনের যে মূল রাজনৈতিক বিষয়, অর্থাৎ গায়ের জোরে, পুলিশ ক্যাডার লেলিয়ে যে কোনো মূল্যে মানুষের মতামতের তোয়াক্কা না করে উচ্ছেদ করো, করে যেকোনো শর্তে জমি বহুজাতিককে বিলিয়ে দাও - উন্নয়নের এই মডেল নামানোর হোতা হিসেবে সিপিএমের যে পরিচিতি, সেখানেও কোনো পরিবর্তন হবে না। আর এই পরিচিতির অংশ হিসেবেই হলদি নদীর লাশ আর স্তনবৃন্ত কেটে দেওয়া মহিলাদের মিথও থেকে যাবে। সিপিএমের বাখি ও ধাবাদের পেইন ইন দ্য অ্যাস হয়েই। ;-)
  • PT | 213.110.243.21 | ০৩ নভেম্বর ২০১৪ ২২:২৬654078
  • তা হ্যাঁগা, তদন্তটা কি হওয়া উচিত না উচিত নয়?
  • rabaahuta | 172.136.192.1 | ০৩ নভেম্বর ২০১৪ ২২:৩৩654079
  • পিএম, হ্যাঁ, আমাদের দলে না হলে ওদের দলে তো হতেই হবে, পৃথিবীর বড়দা-ই বলে দিয়েছেনঃ)

    রঞ্জনদা কল্লোলদার অবস্থান যে এই সময়ে অন্তত সিপিয়েম বিরোধী তা তো দেখতেই পাচ্ছি, আলাদা করে ঘোষনা করলেই কি সুবিধে হবে কে জানে। অবশ্য প্যাথোলজিকেল শব্দটার অভিঘাত আছে।

    এসেফাইয়ের সঙ্গে ইস্যুর ভিত্তিতে একযোগে কালো পতাকা দেখানো, এইসব জিনিস নিয়ে জটিলতা হবে আবার।

    সে যাই হোক একটা চেনা খোপে না ঢুকলে অস্বস্তিকর।

    আমার অবশ্য রাজনৈতিক প্রজ্ঞা কিংবা পড়াশুনো কিছুই নাই, হয়তো এইমত ঘোষনা করলে কিছু একটা হবে, কে জানে।

    আমার যেমন ধারনা ছিল তদন্ত হওয়া উচিত এই নিয়ে এই তল্লাটে কোন দ্বিমত নেই। কি জানি বাপু।
  • pinaki | 90.254.154.105 | ০৩ নভেম্বর ২০১৪ ২২:৩৭654080
  • অব্শ্যই হওয়া উচিৎ। এমনকি "তিনোরা সহযোগিতা না করলে তার প্রতিবাদ হওয়া উচিৎ"।
  • Arpan | 125.118.78.53 | ০৩ নভেম্বর ২০১৪ ২২:৪০654081
  • তিনোরা যে সহযোগিতা করছে না তার পিতিবাদও অন্যদের করে দিতে হবে মনে হচ্ছে।
  • pinaki | 90.254.154.105 | ০৩ নভেম্বর ২০১৪ ২২:৪২654082
  • কারুর কাছে ঐ চার্জশীটটাই নিজেদের কালি মোছার একমাত্র ওয়ে আউট। তাই তাদের তাগিদ একটু বেশী থাকবে এ আর আশ্চর্য কী। :-P
  • aranya | 154.160.130.91 | ০৩ নভেম্বর ২০১৪ ২২:৪৫654083
  • 'আমার যেমন ধারনা ছিল তদন্ত হওয়া উচিত এই নিয়ে এই তল্লাটে কোন দ্বিমত নেই'

    - আমার ধারণাও ছিল তদ্রুপ। জানি না, পি-এম , পিটি-দের কাছে হয়ত অন্য কোন খবর আছে। ইঁহা পয়সা বোলতা হ্যায় - এমন অভিযোগ-ও তো কোন সিপিএম সমর্থ্ক করেছেন। তার কাছেও নিশ্চয় অন্য কোন খবর ছিল
  • PT | 213.110.243.21 | ০৩ নভেম্বর ২০১৪ ২৩:০১654085
  • বিক্ষিপ্তকেশে অর্ধ্স্খলিতবস্নে দৌপদী সভায় আনীত হলেন। লজ্জায় ও ক্রোধে দগ্ধ হয়ে তিনি ধীরে ধীরে বললেন, "…. ভীষ্ম, দ্রোণ, বিদুর আর রাজা ধৃতরাষ্ট্রের কি প্রাণ নেই? কুরুবৃদ্ধগণ এই দারুণ অধর্মাচার কি দেখতে পাচ্ছেন না? ধিক, ভরতবংশের ধর্ম আর চরিত্র নষ্ট হয়েছে, এই কৌরবগণ কুলধর্মের মর্যাদালঙ্ঘন নীরবে দেখছেন!”

    ভীষ্ম বললেন, "ভাগ্যবতী, ধর্মের তত্ব অতি সুক্ষ্ম, আমি তোমার প্রশ্নের যথার্থ উত্তর দিতে পারছি না। যুধিষ্ঠির সব ত্যাগ করলেও সত্য ত্যাগ করেন না, তিনিই বলেছেন-তিনি বিজিত হয়েছেন। দ্যুতক্রীড়ায় শকুনি অদ্বিতীয়, তাঁর জন্যেই যুধিষ্ঠিরের খেলবার ইচ্ছা হয়েছিল। শকুনি শঠতা অবলম্বন করেছেন যুধিষ্ঠির এমন মনে করেন না।"

    দ্রৌপদী বললেন, “যুধিষ্ঠিরের অনিচ্ছা সত্বেও ধুর্ত, দুষ্ট, শঠ লোকে তাঁকে এই সভায় আহ্বান করেছে। তাঁর খেলতে ইচ্ছে হয়েছিল কেন বলছেন? তিনি শুদ্ধ স্বভাব, প্রথমে শঠতা বুঝতে পারেন নি তাই পরাজিত হয়েছেন, পরে বুঝতে পেরেছেন। এই সভায় কুরুবংশীয়গণ রয়েছেন, এঁরা কন্যা ও পুত্রবধুদের অভিভাবক, সুবিচার করে বলুন আমাকে জয় করা হয়েছে কিনা।”

    বিকর্ণ সকলকে বললেন, “কুরুগণের মধ্যে বৃদ্ধতম ভীষ্ম ও ধৃতরাষ্ট্র, আচার্য দ্রোণ ও কৃপ, এঁরা দ্রৌপদীর প্রশ্নের উত্তর দিচ্ছেন না কেন? পাঞ্চালী যা বললেন, যদি সুবিচার না করেন তাহলে আমাদের সদ্য নরকগতি হবে।" (কৃঃ রাজশেখর বসু)

    আশা করি পব-র সেই একই গতি হবে না।
  • pi | 24.139.221.129 | ০৩ নভেম্বর ২০১৪ ২৩:১০654086
  • কল্লোলদা ভীষ্ম, রঞ্জনদা দ্রোণ ? আর কে কোন রোলে ?
  • rabaahuta | 172.136.192.1 | ০৩ নভেম্বর ২০১৪ ২৩:২০654087
  • সবচে আগে যুধিষ্ঠিরকে কান ধরে স্টেজ থেকে নামিয়ে দেওয়া হোক। শঠতা বুঝতে না পেরে খেলেতে নেমে ল্যাজে গোবরে হয়ে গুষ্টিশুদ্ধু মানুষকে পশুপাখির মত বাজি রেখে তিনি রাজা হবেন। কাল যে আবার শঠতা বুঝতে না পেরে রাজ্য প্রজা সবাইকে জুয়োয় হারবেন না তার কি স্থির আছে।
  • Tim | 12.133.56.42 | ০৩ নভেম্বর ২০১৪ ২৩:২১654088
  • পিনাকীদা কর্ণ মনে হচ্চে

    আর মামু তো আগে থেকেই বুক্ড ;-)
  • Tim | 12.133.56.42 | ০৩ নভেম্বর ২০১৪ ২৩:২৪654089
  • আরে যুধিষ্ঠীরই তো লায়ক। এই বিষয়ে বুঃবসুর বিশদ থিওরি আছে। প্রাঞ্জল।
  • saikat | 212.54.74.119 | ০৩ নভেম্বর ২০১৪ ২৩:৩৬654090
  • ঈশান কি শকুনি ?
  • d | 116.66.251.73 | ০৩ নভেম্বর ২০১৪ ২৩:৪৩654091
  • আমাকে ভীমের্ভ্রোলটা দেবে গো। শাড়িপরা ভীম কি খুবই বাজে লাগবে?
  • d | 116.66.251.73 | ০৩ নভেম্বর ২০১৪ ২৩:৪৪654092
  • ভীমের রোল
  • জটাশঙ্কর ওঝা | 99.0.152.20 | ০৩ নভেম্বর ২০১৪ ২৩:৫০654093
  • ভীমের ভোল পাল্টে দেওয়া হল বুঝি!
  • Atoz | 161.141.84.164 | ০৩ নভেম্বর ২০১৪ ২৩:৫৬654096
  • আমিও ভীমের্ভ্রোল শুনে একটু ঘাবড়ে মতন গেছিলাম ঃ-)
  • Arpan | 125.118.78.53 | ০৩ নভেম্বর ২০১৪ ২৩:৫৬654094
  • সিপিয়েমই কি দ্রৌপদী?
  • Tim | 12.133.56.42 | ০৩ নভেম্বর ২০১৪ ২৩:৫৭654097
  • না খারাপ কেন লাগবে, ঢাকাই পরিহিতা ভীম গদাযুদ্ধ করছে খুব থ্রিলিং হবে সাথে ফেমিনিস অ্যাঙ্গল ফাউ
  • rabaahuta | 172.136.192.1 | ০৩ নভেম্বর ২০১৪ ২৩:৫৮654098
  • দুর নানাবিধ এগ রোল - পার্ক স্ট্রিটের হট কাটি রোল, ডোভার লেনের মুখে রোলের দোকান এইসব মনে পড়ে গেল।
  • pi | 24.139.221.129 | ০৩ নভেম্বর ২০১৪ ২৩:৫৯654100
  • দুর্যোধনের ড্রেসকোডটা নিয়ে বলতে গিয়ে থেমে গেলুম।
  • Arpan | 125.118.78.53 | ০৩ নভেম্বর ২০১৪ ২৩:৫৯654099
  • আর যুধিষ্ঠির মনে হচ্ছে বুদ্ধবাউ। সরল সাদাসিধা আত্মভোলা লোকটা দ্রৌপদী থুড়ি সিপিয়েমকে বাজি রেখে শিল্পায়ন শিল্পায়ন খেলতে নেমেছিল।

    টিং টং।
  • rabaahuta | 172.136.192.1 | ০৪ নভেম্বর ২০১৪ ০০:০১654101
  • টিম, বু.ব-র থিওরি কোথায় পড়া যাবে? মানে বই/প্রবন্ধ এইসবের নাম চাই আরকি।
  • Tim | 12.133.56.42 | ০৪ নভেম্বর ২০১৪ ০০:০৪654102
  • হুতোদা,
    মহাভারতের কথা, বুদ্ধদেব বসু, এম সি সরকার। ধারাবাহিকভাবে বেরোতো লেখাটা প্রথমে "দেশে"(?), পরে বই হয়।
  • rabaahuta | 172.136.192.1 | ০৪ নভেম্বর ২০১৪ ০০:১৯654103
  • অ্যাঁ, মহাভারতে কথাতেই আছে?
    থ্যাঙ্কিউ, খুঁজে বের করে পড়ি তাহলে।
  • Atoz | 161.141.84.164 | ০৪ নভেম্বর ২০১৪ ০২:১৭654104
  • হ্যাঁ হ্যাঁ প্রস্পেরো যেমন প্রস্পেরা হয়েছিলেন, তেমন মহাভারতের এই সব যুধি ভীম অর্জুন টর্জুন সবাই মহিলা হোন, ভীষ্ম দ্রোণ ইত্যাদি সবাই সবাই। পাঁচবোনের একজন স্বামী দ্রৌপদ থাকুন। আহ, ব্যাস হবেন ব্যাসিনী। কুন্তী হবেন কুন্তল আর গান্ধারী হবেন গেনুদা।
    রোল রিভার্স করে খেলুন।
  • jhiki | 149.194.228.39 | ০৪ নভেম্বর ২০১৪ ০৬:২০654105
  • মেয়েদের খেলতে দিলে সব ঘেঁটেঘুঁটে একসা হবে :-)

    এই বুদ্ধদেব বসু কত যুক্তি দিয়ে যুধিষ্ঠিরকে নায়ক বানালেন, কিন্তু তাঁর স্ত্রীর কলমে সেই যুধিষ্ঠিরই প্রধন খলনায়ক!
  • Atoz | 161.141.84.164 | ০৪ নভেম্বর ২০১৪ ০৬:৪৫654107
  • হ্যাঁ, মেয়েরা সব হিঁয়া হিঁয়া পজিশনে থাকলে হয়তো কুরুক্ষেত্রটাই আর লাগ লাগ করেও লাগবে না। ঃ-)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যুদ্ধ চেয়ে মতামত দিন